এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৩ | 202.91.136.71
  • এদিকে আমাদের সল্লেকের বাড়ি আগলে দুই বৃদ্ধবৃদ্ধা থাকেন আর নাতনীর মুখ ন'মাসে একবার দেখতে পাবেন বলে হাপিত্যেশ করে বসে থাকেন।
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:১২ | 182.253.0.99
  • আলিপুরদুয়ারে আমাদের বাড়ীর ঠিক সামনে একটা বিশাল মাঠ আছে, ওটা আর্মির হেফাজতে। ঐ মাঠটার জন্য আলিপুরদুয়ারের বাড়ীটা আমার খুব পছন্দের...... তো আমি মাঝে মাঝে মাঠ দেখতে যাব, আর তিনি মাঝে মাঝে ভালোমন্দ রান্না খেতে আসবেন...... আপাততঃ এই ঠিক হয়েছে।
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:১১ | 178.61.96.29
  • বেঙি খপরদার নিজের কান মলিস না। বরং কানমলাটা জমা রাখ। পাঁচবছরে ডবল হবে। তখন দুটো কানই মলে দেব। যদি দেখা হয়।
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:১১ | 14.96.156.17
  • (অ্যাই হল! আজকাল মার্কেটে কোন্নো জিনিষ কম্পিতিশান ছাড়া পাওয়া যায় না... )

    নারে টিমি ভাইটি শোন শোন, কলকাতা থেকে কলকাতা, তাছাড়া আমি এখন ছুটিতে, এইটুকু টালিগঞ্জে গিয়ে নিয়ে আসা শুধু ..... আজ বিকেলেই গিয়ে নিয়ে আসি কেমন?
  • potke | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:১১ | 180.151.34.130
  • AS, ঃ)
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:১০ | 128.173.39.112
  • বলতে নেই, এখন আমারো জায়গার অভাব নেই।

    আমি বাপু অজ্জিতদার মত খুঁতখুঁতে নই। ঃ-)
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:১০ | 122.167.228.147
  • মিঠু, ভয় নেই, আমার মাইনাস পাওয়ার অথচ চশমা নেই। ছিল, থাকার কথাও ছিল একাধিক চশমার, কিন্তু তারা কোথায় আমার জানা নেই।
  • potke | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৯ | 180.151.34.130
  • অসুবিধা নাই, ফোনিও আমারে।
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৯ | 202.91.136.71
  • হুঁ, পোটকেবাবু হিচককের সেই সিনেমাটা মনে আছে তো!
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৯ | 128.173.39.112
  • সিকিরে ক্যালাও। এমন ভালো লিমেরিকটা ভাটে লিখেছে।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৮ | 50.82.180.165
  • সে তো খুব ভয়ের কথা! পটকের পিত্তিরক্ষা হচ্ছে কিনা ব্যাং দেখতে পায়!!
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৮ | 128.173.39.112
  • ব্যাঙদি শেষে অন্যের বেড্রুমে উঁকিঝুকি মারছে?
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৮ | 122.167.228.147
  • দ্যাখো দিকি নি কান্ড! আমার কথাটা কিনা আমার আগেই দ-দেবী পোস্ট করে দিলেন। তিমি, কান দিস নি বাজের লোকের মিথ্যে ভরসায়। আমি সব্বার থেকে বেশি যত্নে রাখবো বইগুলো।
  • AS | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৭ | 175.136.194.130
  • শুধু পাজি না - আমি হাড় পাজি! ঃ))
    দেখো বাপু আবার দূরবীণ তাক করে বসে থেকো না! ঃ))
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৭ | 128.173.39.112
  • না না, আমাদের বিল্ডিং এর একজন (তাঁরও একখান ফ্যালাট) নিজের অংশটা ভাড়া দিয়ে রেখেছেন। তাঁর কথা হচ্ছে।
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৭ | 155.136.80.36
  • ঝিকি যায় ঝিকঝিক আলিপুরদুয়ারে
    বারুইপুরম ভাসে চন্ডালী জোয়ারে
    সংসদে ধুপধাপ
    সিকি শুধু চুপচাপ
    শস্তায় ফ্ল্যাট কেনে শুওরের খোঁয়াড়ে।
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৬ | 14.96.156.17
  • আহা টিমি যদি বইগুলো আমাকে সঙ্কÄত্যাগ করে দান করে তো আমি বইদের খুউব যত্নে রাখবো। আমার জায়গার অভাব নেইকো।
  • tatin | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৬ | 122.252.251.244
  • শিবরামের বাস্‌এর মধ্যে বসবাস মনে পড়ে গ্যালো
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৬ | 182.253.0.99
  • লীজে তো নোটারির সই লাগে, কাজেই উকিল তো লাগবেই..... আমার কাছে ড্রাফটটা আছে, তাতে ডেট বদলে নেহরু প্লেসে নোটারির কাছে স্ট্যাম্প পেপারে লীজ প্রিন্ট করিয়ে নিই। তাতে সস্তা কিছু হয় না, তবে বারবার ড্রাফটটা পড়তে হয় না।
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৫ | 122.167.228.147
  • অ্যাই ব্যাটা AS কে রে তুই? আচ্ছা পাজি তো! জানিস আমার বারান্দায় দাঁড়ালে পোটকেবাবুর বেডরুম দেখা যায়!
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৫ | 14.96.156.17
  • হুঁ টিমি, কলকাতাতেও ১১ মাস। ঈমি ২০১০ এর মার্চে এসেছি। সেই থেকে এইটা আমার তৃতীয় বাড়ী। অবশ্যি আমি নিজেই বদলেছি, কিছু না কিছু অসুবিধের জন্য আর রিনিউ করি নি। তবে নিয়ম ঐ ঐ।
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৪ | 202.91.136.71
  • আরে আমি ভাবছিলাম তোমাদের বাড়ির ভাড়াটের কথা হচ্ছে। মানে লিজের নিয়মকানুন ঠিক করা পুরোপুরি ওনারের হাতে।

    কেমন কনফিউজড হয়ে গেলুম। যাগ্গে।
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৪ | 122.167.228.147
  • কেসিবাবু আপনার কাছে আমার খানিক কানমলা প্রাপ্য হয় আপনার ইমেলের উত্তর না দেওয়ার জন্য। তা এখানেই খোলা পাতায় দোষ স্বীকার করে নিজেই নিজের কান মলে দিলুম আচ্ছা করে।
  • AS | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৩ | 175.136.194.130
  • পোটকেদা - সাবধান! ঃ)
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০২ | 128.173.39.112
  • আরে না, আমাগো একখান পাখির বাসা আছে তো। বাপ-পিতেমোর ভিটে , পরে ফ্যালাট হয়েছে, সেখানেই খুপরিমতন একটা। তবে সেখেনে বইপত্তর রাখার বড়ই অসুবিধে । বাড়ি ভেঙে যাচ্ছে বলে আমার আপশোষ নেই, কিন্তুক বইগুলো সব নষ্ট হচ্ছে দেখে খেপে যাচ্ছি।
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০১ | 182.253.0.99
  • প্‌প্‌ন একেবারে ঠিক...... আম্মো চার বছরের পর পুরোনো ভাড়াটের লীজ কন্টিনিউ করিনি...... না করার সবচেয়ে বড় কারন নিজের নিরপত্তাহীনতা।

    আমাদের +৬০ প্ল্যান হল কলকাতা আলিপুরদুয়ার মিশিয়ে, মানে আমি কলকাতায় থাকব আর তিনি আলিপুরদুয়ারে.....
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০১ | 122.167.228.147
  • পোটকেবাবু আপনার বাড়ি থেকে আমার বাড়ি অব্দি একটি সরলরেখা টানলে, সেই সরলরেখার যে বিন্দুটি আপনার বাড়ি থেকে ঐ সরলরেখার দুই-তৃতীয়াংশ আর আমার বাড়ি থেকে ঐ সরলরেখার এক-তৃতীয়াংশ দূরে অবস্থিত সেখানে ম্যাঙ্গো ট্রী বলে একটি খোলামেলা জায়গা আছে উইথ খোলা মাঠ। ছানাপোনারা ছুটে বেড়ায় মাঠে আর মাবাবারা তাদের দেখতে দেখতে কাবাব বিরিয়ানি গেলে। হবে নাকি কাল রাত্তিরে? বসন্তের মৃদু সমীরণ পোয়াতে পোয়াতে।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৯ | 128.173.39.112
  • না না অতদিন লাগবে না। আমি নিভেই এসেছি এমনিতেই, ব্র্যাকেটে দেখলে না! ;-)
    পারলে এখনই রিটায়ার কত্তাম। নেহাৎ বেকার বলে করতে পাচ্ছিনা।
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৮ | 202.91.136.71
  • আর টিমকে দ্বিতীয় উপদেশ। লিজ বানানো টানানো উকিলের হাতে ছেড়ে দেওয়া ভালো। একেবারে কোন ফাঁক না রাখা।

    মানে তোমরা যদি না করে থাকো এখনো।
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬ | 202.91.136.71
  • বাছা টিম সংসারী হও। কাচ্চাবাচ্চা হোক। তারপউরে বুঝবে জোশ কেমং কয়ে দপ করে নিভে যায়। ঃ)
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬ | 72.83.80.169
  • ভেন্টিলেটর না পাওয়াই ভাল। তাতে আসলেতে কশ্‌ট। এখানে এখন আমাদের end of life care এর কোর্স হচ্ছে। কম্ফর্ট কেয়ার লাইফ প্রোলোঙ্গিং কেয়ারের থেকে কত বেটার, কেন বেটার ইত্যাদি। মূলতঃ রিপাব্লিকানদের ডেথ প্যানেলের প্রোপাগান্ডাকে কাউন্টার করার চেষ্টা।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬ | 128.173.39.112
  • হ্যাঁ এইটা আমিও জানতাম না। তাইলে আমাদের বাড়িতেও যিনি থাকেন তাঁর সাথে সম্পর্ক ভালো বলে এখনও রিনিউ হচ্ছে।
  • potke | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৫ | 180.151.34.130
  • ১১ মাসের পর লিজ রিনিউ করা না করা ওনারের ওপর পুরোটাই
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৪ | 178.61.96.29
  • পাই, বউ বাচ্চা ফিরে যাচ্ছে। আমি আরো কিছুদিন শান্তনুদা স্টাইলে চালিয়ে যাব। শেষমেষ বহরমপুরেই থাকব। না হয় শেষসময়ে ভেন্টিলেটর পাবনা, নাহয় একটু খাবিই খাব। কিন্তু তার আগে অবধি মজায় থাকব। তাই ছেলেবেলার জায়গাই বেস্ট।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৪ | 128.173.39.112
  • হাঁড়ি*
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৩ | 128.173.39.112
  • মুখ্য কারণ ৩)

    আমাদের এখনও জোশ আছে ( কেজানে কঘন্টা ইত্যাদি) কিন্তু বুড়ো বাপমাদের তো আর বছর বছর হাঁড়ো কলসি নিয়ে মুভ করানো যায়না। তাই...
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৩ | 202.91.136.71
  • এরা পুরনো ভাড়াটে পাই। এখন বাড়িওলারা অনেক সাবধান হয়ে গেছে। হওয়াই উচিত।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫২ | 72.83.80.169
  • প্পনের পোস্টটা পড়িনি।
    লীজ রিন্যু না করার ব্যাপারটা জানতাম না। আমার কেমন ধারণা ছিল, ভাড়াটেদের অনেক আইনি সুবিধে আছে। আমার ঠাকুমার বাড়ির ৮০% তে গত পঞ্চাশ বছর ধরে ভাড়াটেরা আছেন। পঞ্চাশ টাকা ভাড়ায়। মধ্য কোলকাতার বুকে। কারণ গত তিরিশ বছর ধরে মামলা চলছে ঃ)
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫২ | 202.91.136.71
  • আমার এক বন্ধু তো তাই করেছে। নিউটাউনে।
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫২ | 121.241.218.132
  • অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মুখ্য -

    (১) নিজের একটা জায়গা থাকা দরকার। বিশেষ করে যাদের সংসারজীবন শুরু হয়েছে বাইরে।
    (২) ভাড়াবাড়ির ভাড়াটা পুরো জলে, শুধু ট্যাক্স বেনিফিট হয়। নিজের বাড়ির ক্ষেত্রে এটা বাড়তেই থাকে। আরকে স্যার এমনি এমনি টাকা-মাটি-মাটি-টাকা বলে যাননি।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫১ | 128.173.39.112
  • প্পন, লুরুর দিকে, কল্কেতাতেও?
    আমাদের বিল্ডিং এ তো ভাড়া আছেন একজন, অনেক বছর হয়ে গেল।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫০ | 128.173.39.112
  • নিচে উত্তর আছে।

    আর ভাড়াবাড়িতে স্বাধীনতা জিরো। ফ্ল্যাটবাড়িতে ৫০%। নিজের বাড়িতে ১০০%। আজকাল ভেজালের যুগ, তাই ফ্ল্যাট।
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫০ | 202.91.136.71
  • চার বছর? এখন এগারো মাসে ঠেকেছে।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৯ | 72.83.80.169
  • ভাড়াবাড়ি বলেও একটা বস্তু হয় বলেতো জানতুম।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮ | 128.173.39.112
  • এমনিতেই আজকাল চার বছরের বেশি এক জায়গায় মনে হয় লিজ রিনিউ হয়না। সবাই সাবধান হয়ে গেছে।
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮ | 121.241.218.132
  • হয়েছে তো, মন্দের ভালো একটা। হাতে হ্যারিকেন বললাম যে?
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮ | 72.83.80.169
  • কেসিদা, ফিরছেন কবে ? আপ্নার বহরমপুরের ইজিচেয়ার ভুলিনি কিন্তু। আর সন্ধে নামলে গান শুনবো। সন্ধে নামার একটু আগে থেকেই। পূর্বী।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮ | 50.82.180.165
  • পোটকে আপনাকে আমিও চিনেছি,পরে মনে পড়লো, আপনি হলেন গিয়ে লুরুনিবাসী...
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৭ | 202.91.136.71
  • কী হয়ঃ

    ১) বাড়িওলা যেকোন দিন লিজ রিনিউ না করতে পারে।

    ২) প্রতি এগারো মাসে ১০% করে ভাড়া বৃদ্ধি পায়।

    এইগুলি হল মুখ্য কারণ।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৬ | 128.173.39.112
  • পাই কি বিকল্প হিসেবে গাছতলা রেকমেন্ড করছে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত