এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩১ | 12.149.39.84
  • আহারে আকাটা ধোঁয়া ছেড়ে হাউ হাউ করে কাঁদছে--
    নিজেই তো বল্লি এট্টু আগে--নাকি ?
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩০ | 12.149.39.84
  • ইস! ছোট ম
    তুই বাপু একেবারে তাল তোবড়ানো ঘটি ই শুধু দেখেছিস--আসলি খানদানি ঘটি--যারা কিনা ঘটা করে খাওয়ায় বলে ঘটি দেখিস ই নি--
  • m | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩০ | 50.82.180.165
  • আমি আবার নরম কুসুমওলা পোচের ঝোল খুব ভালোবাসিঃ)
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৯ | 112.133.206.22
  • শিবুদার জালার মত পেট হলে কী হবে আদতে খুব পাতলা।

    আমাদের যাওয়া আর না-যাওয়া পদ্মপাত্রে জলের সমান। পোর্ট অব এϾট্র না ডিঙোনো অব্দি ভরসা নেই।
  • aka | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৮ | 168.26.215.13
  • কিন্তু নীনাদি কি করে জানল আমার ধোঁয়া ছাড়ার কথা? হাউ হাউ হাউ?
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৮ | 12.149.39.84
  • প্পন--
    তোকে গোটা ডিমই দেব---তবে ঐ ওমলেটের ঝোল কারা বানায় রে ? ঘটি না বাঙাল--দুচক্ষে দেখতে পারিনা।
  • m | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৮ | 50.82.180.165
  • নিনাদি, টিকিট কাটা হলে জানাবো। কারণ তার আগে যাওয়া হচ্ছেই কিনা বলে সন্দেহ থাকবেঃ)
  • kk | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৮ | 107.3.243.18
  • অর্পণকে আমিও নেওতো করে রাখলাম। এই আতিথেয়তা নিয়ে ঘটিদের বদনাম আর তো সহ্য হয়না! একবার এসেই দেখো, বদনাম ঘোচাতে পারি কিনা।
  • aka | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৭ | 168.26.215.13
  • আমি আড়াইমাস ধোঁয়া ফ্রি। খুব সামান্য ক্রেভিং - ডিপ ব্রেথ, ডিলে, ড্রিংক ওয়াটার মেথডে কাজ হয়ে যায়। ট্যাপ ইট ডাউন। একবারে হয় না, কিন্তু বার কয়েকে খারাপ রেজাল্ট না।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৭ | 112.133.206.22
  • হ্যাঁ, কমরেড, আফনাদের অফুরন্ত সময়। অত সময় থাকলে তো শিলাইদহে গিয়ে চাষাবাদ কর্তুম। ঃ)
  • m | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৬ | 50.82.180.165
  • কিম্বা নিজেরা দুপুরের খাওয়া খেতে খেতে অতিথি কে বলা,খাবারটা খেয়ে নিন না( দুটি বিস্কিট আর চা)!!
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৬ | 12.149.39.84
  • ধ্যেত্তেরি! সবাই খালি ওয়েস্ট কোস্ট!
    শিবু যে বল্ল আমাদের দিকে ঃ-০
  • kc | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৫ | 178.61.96.29
  • চোপরাও!!!
    প্পনকে বললাম।
  • NIna | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৫ | 12.149.39.84
  • বোঝ ঃ-( * ছোট ম
    আর একটু হলে অসৈব্য কতা হয়ে যেত
  • aka | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৫ | 168.26.215.13
  • কমরেড হার্ডডিস্ক গেলে সে লিনাক্ষ হার্ডডিস্ক হোক আর জানলা হার্ডডিস্কই হোক মন্টুদায় চলে না। লাগে, ঘ্যাঞ্চাদা, আর ঘ্যাঞ্চাদা প্রতি জিবির জন্য ৮০ ডলার করে নেয়। আমার অন্তত ১০ জিবি তুলতেই হবে। তো সব মিলিয়ে ৮০০ ডলার। তা ৮০০ ডলারে একখানা ফরেনসিক ওয়ার্কস্টেশন হয়ে যাবে। খানিক ডেটা উদ্ধারও শেখা যাবে। প্রোজেক্ট শেষে আমিই ঘ্যাঞ্চাদা হয়ে খানিক টু পাইস কামাতে পারব। এইসব নির্মোহ ব আর কি।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৪ | 112.133.206.22
  • ধুর নীনাদি, এমনি বললাম তো। আমার প্রোজেক্ট তো ওয়েস্ট কোস্টে।
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৪ | 12.149.39.84
  • কবে কবে ছোত ম? আগে থেকে জানাস।

    kk একটা পয়েন্ট আসে জীবনে যখন ডিসাইড কত্তে হয়
    take it or leave it তো সেই পয়েন্টে জানিস তো ঐ take it করেছি তো---তাই হয়েছে বিপদ--তরলে আপত্তি নেই (সেটাই নিজে ছোঁয়না) কিন্তু ধোঁয়ায় পোচ্চুর ঃ-(
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৩ | 112.133.206.22
  • ঘইট্যা প্যাঁচের নমুনা কিন্তু আমিও কিছু শুনেছি নীনাদি। এই যেমন আধখানা ডিম অতিথির সামনে সাজিয়ে বিগলিত ভাবে বলে পুরোটা না খেয়ে যাবেন না কিন্তু! ;-)
  • kk | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২২ | 107.3.243.18
  • কিনে রেখেছিল তো, কিন্তু সেগুলো বিয়েবাড়িতে কে যেন ঝেঁপে দিলো ঃ(((। আবার কিনে রাখাবে, সামনের বার নেবো।

    নিনাদির যেমন কথা! বরের কথা শুনে কেউ ধোঁয়া ধরে বা ছাড়ে নাকি?? এসব মহৎ কাজে সর্বদা একলা চলতে হয়।
  • m | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২১ | 50.82.180.165
  • বঙ্গ তে - মনে হয় না, তবে ইস্টকোস্টে যাবো হয়তোঃ)
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:২০ | 12.149.39.84
  • প্পন--তাই বল! কবে আসছিস রে এদিকে?
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৯ | 14.99.57.246
  • বেশ বেশ।

    আর হাঁদা ভোঁদা সমগ্র আর বাঁটুল সমগ্র টা দিদি কিনে রেখেছিল তাই না?
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৯ | 12.149.39.84
  • ছোটম--
    বঙ্গতে যাবে নাকি এবছর?
    এদিকপানে ঘুরে যাও একবার---
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৮ | 12.149.39.84
  • ইহারে কয় ঘইট্যা প্যাঁচ ঃ-)))))))) বুইলে প্পন?
    আকা ধোঁয়া ছেড়ে দিলে? আমার খুব ধরার ইচ্ছে--বরটা বেজায় সাধু--ধ্যুস
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৭ | 112.133.206.22
  • কমঃ আকার 12:14 AM-এর পোস্টের অন্তর্নিহিত মানে হল ওদেশে পাড়ায় পাড়ায় মন্টুদা নেই। ;-)
  • m | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৭ | 50.82.180.165
  • আনসল্টেড বাটার আর বিষ প্রায় একইরকম খেতেঃ(
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৬ | 12.149.39.84
  • আমি অবশ্য দেশে আত্মীয়দের বিয়েবাড়ী বেশ কয়েকবার গেছি---তবে সবকটা অবাঙালী --বাঙালী বিয়েবাড়ী বহুদিন যাইনা
  • aka | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৬ | 168.26.215.13
  • না না ওটা আসলি মাল - গাওয়া ঘি। ঃ)
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৬ | 112.133.206.22
  • বাপরে নীনাদি, এইটা আমূল দিলে তো! মাখন না মার্জারিন খালি ভাবছি। ঃ-)
  • aka | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৪ | 168.26.215.13
  • ল্যাপটপ গন। হার্ডডিস্ক গন। তাই একটা প্রোজেক্ট হাতে নিয়েছি। বিল্ড ইওর ওন ফরেনসিক ওয়ার্কস্টেশন। তারপরে হার্ডডিস্কের মাল উদ্ধার করব। তারপর একটা নতুন ল্যাপটপ কিনে সেখানে ডেটা ট্রান্সফার করব। কেমন প্ল্যান?
  • Nina | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৪ | 12.149.39.84
  • প্পন--নেমন্তন্ন? নিজের বাড়ীতে কি নেমন্তন্ন লাগে তুমি কি ঘটি ;-)
  • kk | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৪ | 107.3.243.18
  • খবর কিছু নাই ভাই ব্রতীন। লীম ৩,৪ আর ৫ কিনে আনলাম। আর কি?
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১২ | 14.99.57.246
  • কেকে, খবর কী?

    আকা , তোমার ল্যাপটপের খবর কী?
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১১ | 14.99.57.246
  • দাঁড়াও তোমাদের হচ্ছে। খালি খাই খাই।

    নীনা দি...... ঃ-(((
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১১ | 112.133.206.22
  • নীনাদিটা যা-তা। কোনদিন আমাকে নেমন্ত করল না। না হয় কোন একদিন শিকে ছিঁড়ে চলে যেতেই পারি, কিন্তু বিনা নেমন্তে কেং কয়ে যাই!
  • kk | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৯ | 107.3.243.18
  • ও আকুও এসেছো? তুমি স্মোকফ্রী হয়েছো দেখলাম। বিগ কনগ্র্যাট্‌স। আমিও অভ্যেস খানিকে দেশে যাবার আগে ফেলে দিয়ে গেলাম।
  • aka | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৭ | 168.26.215.13
  • যদ্দুর মনে পড়ছে শেষ ফ্যামিলি বিয়ে মনে হয় আমার নিজেরই। ঃ((
  • kk | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৫ | 107.3.243.18
  • কোত্থাও যাইনি। বাড়িতে দুটো দুটো বিয়ে ছিলো। সেই হট্টগোলেই তো কেটে গেলো। তবে ৯ বছর পরে কোন বিয়েবাড়িতে থাকলাম। সেটাই ভালো ব্যপার। ফ্যামিলিতে কত নতুন মুখ অ্যাড হয়েছে, দেখে খুব মজা পেলাম। আবার অনেকেরই চেহারা এত বদলে গেছে যে দেখে চিনতে সময় লাগে।
  • Nina | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৭ | 12.149.39.84
  • কেমন বেড়ালি দেশে? কোথায় কোথায় গেলি? ফিরে এসে অনেক দিন লাগে আবার এই পাঁচতারা হোটেলে মানিয়ে নিতে ঃ-((
  • kk | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৫ | 107.3.243.18
  • গত মঙ্গলবার রাত দুপুরে এসেছি গো। এখনও জেট ল্যাগের জের কাটেনি ঃ)।
  • Nina | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫১ | 12.149.39.84
  • আরে kk আয় না --চলে আয়। খাওয়াব।

    কবে ফিরলি দেশ থেকে?
    তবে আসবি যখন নেয়ামৎ খান সাহেব কেও আনিস--কিছু শিখেও নেব ঃ-))
  • kk | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৭ | 107.3.243.18
  • এই ইস্টকোস্টের লোকগুলো বড্ড স্বজনপোষণ করে তো! আমিও মালাই কাবাব, মিটবল, চিলি চিকেন ইত্যাদি ভালোবাসি, কিন্তু আমায় কেউ কোনদিন নেমন্তন্ন করেনা ঃ((।
  • Nina | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪০ | 12.149.39.84
  • আবার এলুম।
    সান্দা --আয় আয়--কবে আসবি রে? আর সত্যি অন্নেক্কদিন তোর লেখা পড়িনি--এবার লেখতো মন দিয়ে।

    পাই
    চলে আয়--কি খেতে ভালবাসিস বল। মিটবল (চিকেন) মালাই কাবাব খাবি? আর চিলি চিকেন?
  • aranya | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৫ | 144.160.226.53
  • ওয়ানাবেরি, ওয়ানাকিরি - ঋজুদার গল্প থেকে ঃ-) । সায়ন, ভাল লাগছে তোমায় দেখে। কবিতার টইতে কিছু নতুন সংযোজনের আশায় রইলাম।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০০ | 14.99.57.246
  • আমরাও আম বাগনে পিকানিক করবো অক্টোবর মাসে। শিবু দা আসবে ঐ সময়। কে কে থাকবে আমাকে জানিও ।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৬ | 128.231.22.249
  • নিনাদি, সময়ের প্রচুর টানাটানি, কিন্তু মিতাদি যে পরিমাণে লোভ দেখিয়ে চলেছে এবং আমিও যে পরিমাণে লোভী .....
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৩ | 115.242.134.64
  • চতুর্দ্দিকে ছড়ানো এতো এতো ব কেন! দ্য নির্মোহ ওয়ানস! ছোলাভাজা, চিংড়ি, ওয়ানাবেরি, ওয়ানাকিরি, ব্ল্যাকবেরি, রাধের গাগরি .... হোয়াই দিজ কোলাভেরি!!!
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫০ | 115.242.134.64
  • নীনাদি', যেতে পারি কিন্তু কেন যাবো? ঃ-P
    আছো কেমং?
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৮ | 115.242.134.64
  • কে পলাইয়াছে? আকাদা আসে নাই। সিকি, আকাদা - কেউ কথা রাখে নাই। ব্যান্ডেল ও শান্তিপুর লোকালে (যথাক্রমে) সুপুরি-দায়ক প্যামফ্লেট চিপকাইলাম।
  • Nina | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৩ | 12.149.39.84
  • আশায় রইলাম---
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত