এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৫ মার্চ ২০১২ ১৯:৩০ | 122.172.194.216
  • তুমি য়ে দেখো।
  • kumu | ০৫ মার্চ ২০১২ ১৯:২৮ | 122.160.159.184
  • থাংকু,একটা টেনশন গেল।
    tmstarlit আমার বাড়ীতে খোলে না কেন কে জানে!
  • byaang | ০৫ মার্চ ২০১২ ১৯:২৬ | 122.172.194.216
  • কুমুদি, অর্চি বাহার হাতে ব্যান্ডেজ বেঁধেছে, তোমার অর্চির কিছু হয় নি। বাহা অর্চিকে দেখে হুড়মুড়িয়ে পালাতে গিয়ে মুনের ফেভারিট ফুল্‌দানি ভেঙ্গে ফেলে তার ভাঙা টুকরো কুড়োতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছিল, তখন অর্চি যত্ন করে বাহার হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে।

    আমিও রাত দেড়টার সময়ে রিপিটটা দেখতে পারছি না, তাই পরের দিন অথবা ইউটিউবে গিয়ে tmstarlitয়ের চ্যানেলে নিজের সুবিধেমতন সময়ে দেখে নিই।
  • kumu | ০৫ মার্চ ২০১২ ১৯:২১ | 122.160.159.184
  • ব্যাং এসেছ?
    বলছিলাম যে,আহা চটো না,বলছিলাম ভাটিয়ালীতে না কোথায় যেন দেখলাম লিখেছ,অর্চির হাতে বাহা ব্যান্ডেজ বেঁধেছে।কেন?কী হয়েছে অর্চির হাতে?

    আর ইষ্টিকুটুম এমন বেয়াড়া টাইমে নিয়ে গেছে কেন?এতে অবশ্য তোমার কিছু করনের নাই,তাও জিগাই।
  • byaang | ০৫ মার্চ ২০১২ ১৯:১১ | 122.172.194.216
  • আজ এতক্ষণে সময় পেলুম। তো পাতা উল্টে দেখি, জোর আলোচনা হয়েছে, কাজের দিদি, রান্নার মাসী, রিক্‌শাওয়ালাদের সম্মান দিয়ে কথা বলা হয় কি হয় না তাই নিয়ে। পড়তে পড়তে আমাদের ব্যাঙাচি কীরকম ঘেঁটে গেছিল কাকে আপনি বলা হবে, কার সম্পর্কে তাঁর লেখা হবে আর কার সম্পর্কে তার এইসব নিয়ে সেই গল্প মনে পড়ে গেল।

    ব্যাঙাচি তখন সহজ পাঠ দ্বিতীয় ভাগ পড়ছিল স্কুলে। ফার্স্ট টার্ম পরীক্ষার আগে তাকে প্রশ্নোত্তর লিখতে দেওয়া হয়েছে।

    দেখি একটা প্রশ্নের উত্তর লিখেছে, ""আনন্দবাবু চন্দননগর থেকে লেখকের পাড়ার কাজ দেখতে আসবে।''
    আরো কয়েকটা প্রশ্নের পর দেখি আরেকটা প্রশ্ন আছে ""গোরুগুলির দুর্গতি কেন?'' তিনি উত্তরে লিখেছেন, ""গোরুগুলির বড়ো দুর্গতি কারণ তাঁরা এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছেন।''

    বললাম, ""এটা কী হয়েছে? আনন্দবাবুর কোনো সম্মান নেই? এদিকে গোরুদের সম্মান দিয়ে "তাঁরা' , "দাঁড়িয়ে আছেন' এসব লিখেছিস! ফাজলামি হচ্ছে? তুই জানিস না, মানুষদের কথা লেখার সময় আছেন, করেছেন, আসবেন এইভাবে লিখতে হয় আর তাঁর বা তাঁরা লিখে উল্লেখ করতে হয়? গোরুদের অত খাতির করে "দাঁড়িয়ে আছেন' লেখার কী হয়েছে?''
    ধমক খেয়ে খানিকক্ষণ মুখ তোম্বা করে বসে থাকল।

    বললাম, ""সময় নষ্ট না করে আবার চ্যাপ্টারগুলো সব রিডিং পড় মন দিয়ে। লেখার সময় একটু মাথা খাটাবি যে কার সম্পর্কে কী লিখতে হবে। পড়া হয়ে গেলে আবার করে উত্তরগুলো লিখবি প্রথম থেকে।''

    রিডিং পড়তে পড়তে তিনি এবার জিজ্ঞেস করলেন, ""তুমি যে বললে মানুষদের সম্মান দিয়ে লিখতে হয়, করবেন, খাবেন, আসবেন এইসব! বইয়ে কেন লেখা আছে, রঙ্গু বেহারা যেন আনন্দবাবুর শোবার ঘরে তোরঙ্গ রাখে? রাখবেন লেখেন নি কেন?''

    বুঝলাম সাম্যবাদী ছেলের মা হয়েছি।
  • shola the mackem slayer | ০৫ মার্চ ২০১২ ১৮:৪৭ | 121.241.218.132
  • সান্ডারল্যান্ডের এগেনস্টে পেনাল্টি মিস করা মানে কান ধরে চৌরাস্তায় নীল ডাউন।
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১৮:৪৫ | 121.241.98.225
  • ডেম্বাদা পেনাল্টি মিস করে নাম বদল কিয়া হয়।
  • aka | ০৫ মার্চ ২০১২ ১৮:৪২ | 168.26.215.13
  • বলি সকাল সকাল এতো কেন হৈ চৈ?
  • stoic | ০৫ মার্চ ২০১২ ১৮:৩২ | 160.103.2.224
  • ডেম্বা আভি ডেম্বা নেহি হ্যায়। দুসরা কুছ হো গয়া হ্যায়।
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১৮:২৯ | 121.241.98.225
  • প্পনদার আবিস্কারে
    পাইদি ঢেলে দিল জল
    টই ভেসে যায়
    খলবল খলবল
  • ppn | ০৫ মার্চ ২০১২ ১৮:২৮ | 202.91.136.71
  • ঢুঁনকে দেখো ফুটবলের টইতে ডেম্বা কোশিশ কিয়া থা। লেকিন উনোনে ব্যর্থমনোরথ হুয়া।
  • stoic | ০৫ মার্চ ২০১২ ১৮:২৭ | 160.103.2.224
  • অত টৈ টৈ করলে সব টৈ নষ্টৈ হবে। আর তাতে আপনারা কষ্টৈ পাবেন। পষ্টৈ বল্লাম।
    ঃ)
  • ppn | ০৫ মার্চ ২০১২ ১৮:২৫ | 202.91.136.71
  • টই তো অমন সহজে ভাসে না। পাইদিদি বলেছে।
  • stoic | ০৫ মার্চ ২০১২ ১৮:১৭ | 160.103.2.224
  • এই জন্যই বলি সারাদিন টৈ টৈ করবেন না।
    ঃ)
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১৮:১১ | 121.241.98.225
  • কৈ হে অপ্পনদা
    টৈ ভাসাও
    চালাও পানসী
  • de | ০৫ মার্চ ২০১২ ১৭:৪৬ | 180.149.51.68
  • টৈওয়াশ! সব সাদা!
  • de | ০৫ মার্চ ২০১২ ১৭:৪৫ | 180.149.51.68
  • নামটা একবারে নিউক্যাসল রাখলেই হয় -- পোত্তেকবার গুগলিয়ে বার কত্তে হয় না এটা কে!
  • de | ০৫ মার্চ ২০১২ ১৭:৪৩ | 180.149.51.68
  • ইহা বলি নহে, হালাল --
  • shola the mackem slayer | ০৫ মার্চ ২০১২ ১৭:৪০ | 121.241.218.132
  • মুশকিল হল হাঁড়িকাঠে তো এক কোপে গলা কাটে, তার সদ্যই বা কী, পরেই বা কী। সেই তো ধর আর মুন্ডু আলাদা। তবে সদ্য সদ্য গলা নামানোর পর পাঁঠাটা ঠ্যাং ছোঁড়ে - সেই অবস্থাটা হতে পারে;-)
  • quark | ০৫ মার্চ ২০১২ ১৭:৩৭ | 14.139.199.1
  • দিল্লীতে সিএনজি'র দাম বাড়ল, বাকী ক্রমশঃ আসছে বোধহয়!
  • Kaju | ০৫ মার্চ ২০১২ ১৬:৪৮ | 121.242.160.180
  • সিকি যেন শুকদেব, পাঁকে ডুবে মাখল না পাঁক
    নরকের উর্বশী প্রলোভনে দিল হাতছানি
    সেদিকে পিছন ফিরে সিকি শুধু চিবিয়েছে শাক
  • Kaju | ০৫ মার্চ ২০১২ ১৬:৪১ | 121.242.160.180
  • বলবে আবার কী, অ্যাঁ?

    হবেই এমন কথা নেই ঠিক, কিন্তু হতেও তো পারে। কল্পনা কি ভিন্নতর রেফারেন্স ফ্রেমে একটি বিমূর্ত বাস্তব নয়?
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১৬:৪০ | 121.241.98.225
  • নাইটক্লাবে নাচানাচি
    হুড়োহুড়ি, গাঁজার গন্ধে
    সিকিদার পাচ্ছে হাঁচি

    মাল না খেয়ে করলো বোর
    হল বোর, সব গুছিয়ে
    ফিরতে ঘরে হইলো ভোর
    ------ কবি নেতাই

    নোটঃ কবিতাটি কবি নেতাই সিকিদার বর্ণিত নাইট একটি ক্লাবের রচনা পড়ে উৎসাহিত হয়ে লিখেছিলেন
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১৬:৩৩ | 121.241.98.225
  • নেতাই পড়েনি।

    তাও নেতাইকে ফেলা হচ্ছে। ধুপধাপ করে।
    নেতাই তাও কিছু বলছেনা। শুধু দেখছে।
  • de | ০৫ মার্চ ২০১২ ১৬:২৬ | 180.149.51.67
  • ইনি আবার কিনি? কি সুবিশাল নামের্দাপট!

    নেতাই কোথা থেকে পল্লো?

    যাক! সিকির কল্যাণে না-ক্লা দর্শন হয়ে গ্যালো, আম্মো যেতে চাই না অমন জায়গায়!
  • shola the mackem slayer | ০৫ মার্চ ২০১২ ১৬:০৪ | 121.241.218.132
  • জীবিত, বিবাহিত - এই দুটোর ছাড়া "সদ্য-বিবাহিত' কি নতুন স্টেট? উহা কি জীবিত এবং বিবাহিত - এই দুয়ের মাঝখানের অবস্থা?
  • kumu | ০৫ মার্চ ২০১২ ১৬:০৩ | 122.160.159.184
  • ধোঁয়াতেই গাঁজা?সে তো সাংঘাতিক জায়গা তবে!!
  • kumu | ০৫ মার্চ ২০১২ ১৬:০২ | 122.160.159.184
  • এ কি সিকির আপিস,যে উনিশ-কুড়ির অভাব নাই!
    একটি মৃদু ভূচাল ও নেতাই(কবি,লেখক,সদ্যবিবাহিত)-এই নামে টই খোলা হোক।
  • siki | ০৫ মার্চ ২০১২ ১৫:৪৭ | 155.136.80.36
  • গুরু বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি
    নেত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?
    -- কবি নেতাই।
  • Kaju | ০৫ মার্চ ২০১২ ১৫:৪৬ | 121.242.160.180
  • নে ঃ ওরে গেলুম রে ! ও-ও-ও-ঃ !
    রুঃ কী হল?
    নেঃ তুমি নিজে এসে তুলবে না বললেই হত। এই মুশকো দারোয়ানটাকে পাঠালে শেষে? আমাকে পাঁজাকোলা করে তুলে ছুঁড়ে ফেলে দিল। বাপরে ! কত না না করলাম, কথাই শুনল না হতভাগা ! উলটা সমঝিলি রাম ? চাইলাম একটা সুন্দর মত মেয়ে এসে হাত ধরে তুলবে, আর কোত্থেকে এই উজবুকটা এসে...
  • siki | ০৫ মার্চ ২০১২ ১৫:৪৫ | 155.136.80.36
  • হ্যাঁ, এইবার নাইটক্লাবের গল্প।

    সে বেশিদিন আগেকার কথা নয়। ২০০৭। আইবিএমে আছি, ভারতী এয়াট্টেলের প্রজেক্টে। সে বড় সুখের সময়। সবকিছু রোজি রোজি। আইবিএম একটা বড় মডিউল শেষ করে এয়াট্টেলকে দিয়েছে, আর এয়াট্টেল তাতে খুব খুশি হয়ে আইবিএমকে পোচুর পহাকড়ি দিয়েছে। তাইতে আমাদের ম্যানেজারদের ফুত্তি চাগিয়ে উঠেছে, আর পুউরো দুশোজনের অ্যাকাউন্টকে তিনদিনের জন্য গোয়াতে ছুটি কাটাবার ব্যবস্থা করে দিয়েছে। যাওয়া আসা থাকা খাওয়া সব আইবিএমের পয়সায়।

    অফার শুধু এমপ্লয়িদের জন্য, অতএব আমার মতই সব বিবাহিত পুসিদের দল সিউডো ব্যাচেলর হয়ে প্লেনে চেপে গোয়া গেলাম। সেখেনে আমার প্রোম্যার সন্ধ্যের দিকে শখ চাপল, নাইটক্লাবে যেতে হবে। সব্বাই খুব উৎসাহিত, এদিকে আমি একেবারে নাচতে পারি না (কেবল নাচাতে পারি, কনফিডেন্টলি) তো সবাইকার চাপাচাপিতে রাজি হয়ে গেলাম। ব্যাম্বোলিম না কী যেন বীচের ধারে একটা ক্লাব। এদিকে মেয়ে না হলে তো ঢুকতে দেবে না। আমরা তাই আগে থেকেই আমাদের একজন ফিমেল এমপ্লয়িকে পটিয়ে নিয়ে এসেছিলাম। গ্রুপে নাকি একজন মেয়ে থাকলেই চলে।

    ঢুকে গেলাম রাত দশটা নাগাদ। সে ক্ষী দিশ্যো! ভেতরে ধোঁয়ায় ধোঁয়াক্কার, বদ্ধ জায়গার মধ্যে অসংখ্য লোক একসাথে বিড়ি সিগারেট ফুঁকছে, মদ খাচ্ছে স্নুকার খেলছে, আর বোসের স্পিকারে তীব্র ভল্যুমে শাকিরা গাইছে হিপ্‌স ডোন্ট লাই। সেই প্রথম আমি শাকিরার গান শুনি। সামনে একটু ওপর দিকে একটা রেলিং ঘেরা ডেক করা, সেখানে ঝলমলে ব্রা-প্যান্টি পরে তিনটে মেয়ে উত্তাল নাচছে, নিচে দাঁড়িয়ে সব ছেলের দল সেদিকে তাকিয়ে হুল্লাট নেচে যাচ্ছে।

    টিমের লোকজনকে যথেষ্ট বোর করলাম, একটুও না নেচে। একটুও মদ না খেয়ে। ঃ( একটা নিরাপদ কোণ বেছে নিয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম জনতার নাচ। তীব্র মিউজিক আর তীব্র ধোঁয়ায় খানিক বাদেই মাথা কাজ করছিল না। এদিকে একসাথে গাড়ি ভাড়া করে এসেছি, বাকিরা না ফিরলে আমিও ফিরতে পারছি না হোটেলে।

    প্রায় সাড়ে চার ঘণ্টা পর, রাত আড়াইটের সময়ে লোকজন ক্ষ্যামা দিল।

    এইবার হল চাপ। ব্যাম্বোলিম থেকে প্রায় দেড় ঘণ্টার দূরত্বে আমাদের হোটেল, ট্যাক্সি আমাদের অচেনা, ট্যাক্সিভর্তি যত ছেলে, সবার মধ্যে আমি সিনিয়রমোস্ট, অতএব হোটেল পৌঁছনো অবধি আমাকে জেগে থাকতেই হবে, আসার সময়ে কিছু ল্যান্ডমার্ক মুখস্থ করে রেখেছিলাম, যাতে বুঝতে পারি ফেরার সময়ে ঠিক রাস্তায় ফিরছি কিনা, কিন্তু ...

    আমি কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। চোখের সামনে কেমন লাল হলুদ সাদা ফুল দেখছি, মনে ভাবছি, না ঘুমবো না কিছুতেই, ঐ তো তিনমাথার মোড়, এই তো আইসিআইসিআইয়ের এটিএম, তারপর আবার চটকা ভাঙলে দেখছি লাস্ট চিন্তার পর আমি বেশ খানিকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম।

    অবশেষে চারটের সময়ে হোটেলে এসে পৌঁছলাম। তখন আর নিজেকে টেনে নিয়ে যেতে পারছি না। মাথা ভারি, শরীর ভারি। সেই অবস্থায় বাকি ছানাগুলোকে টেনেটুনে একটা ফাঁকা ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর তারপরে নিজের ঘরে ঢুকে, পুউরো ফ্ল্যাট।

    পরদিন বেলা এগারোটায় ঘুম ভাঙল। আন্দাজ করছি, আগের রাতে প্যাসিভলি ঐ যে অত ধোঁয়া টেনেছিলাম, ওর মধ্যে অবশ্যই প্রচুর গাঁজার ধোঁয়া ছিল।

    তারপরে আর কোনওদিন নাইটক্লাবে যাই নি। ঃ-)
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১৫:৪১ | 121.241.98.225
  • গুরু কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম।
    আপলোগোকি অসুবিধাকে লিয়ে খেদ হ্যায়।
  • kumu | ০৫ মার্চ ২০১২ ১৫:৩১ | 122.160.159.184
  • রুবি-তুমি কি এখনো মেঝেতে পড়ে রয়েছো?সত্যি,তোমার মত কুঁড়ে দেখা যায় না,কে কখন এসে তুলবে সেই আশায় রয়েছে!!
  • kc | ০৫ মার্চ ২০১২ ১৫:২৫ | 194.126.37.78
  • সান্দাও বড় হয়ে গেল। দিকশুণ্যপুরে গিয়ে ছেলেটা পেকে গেল।
  • El d | ০৫ মার্চ ২০১২ ১৫:২২ | 220.227.106.153
  • এপিসেন্টার পুরুলিয়া বা কেষ্টনগরে হলে সাজানো ব্যানার্জ্জী যে কি বলতেন তার জন্য সত্যি কোনও প্রাইজ নেই
  • ppn | ০৫ মার্চ ২০১২ ১৫:১৯ | 202.91.136.71
  • @3:06 PM পোস্ট -

    বোঝো! আর সান্দা আমাকে কুপ্রীত বলে!!
  • siki | ০৫ মার্চ ২০১২ ১৫:১৫ | 155.136.80.36
  • রুবিঃ হ্যাঁ, মনে হল বটে মেঝেটা একটু কেঁপে উঠল। হ্যাঁগো, তুমি চেয়ার থেকে পড়ে যাও নি তো?
    নেতাইঃ না, হ্যাঁ, মানে, চেয়ারে বসে বসে ঝিমুচ্ছিলাম, আর কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, চটকা ভাঙতে দেখলাম বটে মাটিতে শুয়ে আছি, আর চারপাশে সবাই দৌড়তে দৌড়তে বলচে ভূকম্প্‌ আয়া হ্যায়।
    রুঃ সে কী গো? ভূমিকম্পের চোটে তুমি চ্যার থেকে পড়ে গেলে?
    নেঃ আরে না না, তুমি বুইতে পারচু নি, আমি পড়লাম বলেই তো ভূমিকম্প হল।
    রুঃ তাইলে যে লোকে বলছে এপিসেন্টার ফরিদাবাদের দিকে?
    নেঃ ওসবে কান দিও না। ওসব সাজানো ঘটনা। রিপোর্টাররা ক্রসচেক না করেই রিপোর্ট লিখে দিয়েচে।
  • siki | ০৫ মার্চ ২০১২ ১৫:১১ | 155.136.80.36
  • (ব্যাকলগ ক্লিয়ার করার অছিলায়)

    কিকি কেমিস্ট্রি পড়তে গেল? হুম্‌ম্‌ম্‌ 8-)

    পরম্বোতোকে আমারো ওয়াক লাগে, কেমন যেন কোষ্ঠকাঠিন্যের রোগের মত, সবসময়েই কেমন তেরিয়া অ্যাটিট্যুড নিয়ে কথা বলে, যেটা ওর মুখের সঙ্গে একেবারে খাপ খায় না। একেবারেই হাসতে জানে না।

    ভূমিকম্প আমিও টের পাই নি। বাইরে ছোলে বাটুরা খাচ্ছিলাম। প্রথমে শালী, তারপরে বউয়ের ফোন এল, তারপরে দেখলাম আমাদের বিল্ডিং ইভ্যাকুয়েট করা হয়েছে, সবাই বাইরে বেরিয়ে কেমন আশঙ্কাজনক চোখে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে আছে। আমিও দেখলাম, মনে তো হল না ভেঙে পড়বে।
  • kumu | ০৫ মার্চ ২০১২ ১৫:০৭ | 122.160.159.184
  • এর পর
    নেতাই(আকুল),-ওগো,হ্যাঁগো,ভূমিকম্প টের পেলে?তুমি ঠিকঠাক আছো তো?
    ওগো,হ্যাঁগো!!!

    রুবি-না,হ্যাঁ।
  • sayan | ০৫ মার্চ ২০১২ ১৫:০৬ | 160.83.97.83
  • নেতাই অ্যাডাল্ট গল্প ছাড়ছে!
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১৪:৪২ | 121.241.98.225
  • একটি ভুমিকম্পের গল্প
    *************
    একদিন ভুমিকম্প হল। বেশী নয়, একটুখানি ভুমিকম্প। এসে তারপরে চলেও গেলো। আমি বসেছিলাম চেয়ারে। টেরটি পাইনি। কখন কি এলো। কখন কি গেলো।
    (গল্প শেষ)
    ------- সুবিখ্যাত কবি ও গল্পকার নেতাই
  • kiki | ০৫ মার্চ ২০১২ ১৪:৩৫ | 59.93.219.108
  • আম্মো টের পাইনি। (ভাবিত স্মাইলী)
  • kiki | ০৫ মার্চ ২০১২ ১৪:৩৩ | 59.93.219.108
  • আমার পরম্বোতোকে ওয়াক লাগে! যবে থেকে দেকেচি অনিমেষ হয়েচে তবে থেকে এক্কেরে সহ্য হয়না।

    যাই এবার কেমিস্ট্রি পড়তে। আর ভাল্লাগেনা।
  • kd | ০৫ মার্চ ২০১২ ১৪:৩৩ | 59.94.2.212
  • এই নোটিসটি জাস্ট পেলুম।

    If you have come across any bright student coming from poor financial background who have finished their 10th standard this year and scored more than 80%, please ask them to contact the NGO - Prerana (supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. Please ask the students to contact the people mentioned below to get the form: 580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block, Bangalore.

    Contact numbers:
    1. Ms. Saraswati - 99009 06338
    2. Mr. Shivkumar - 99866 30301
    3. Ms. Bindu - 99645 34667

    Even if you don't know anyone, please pass on this info, someone might be in need of this help.....
  • kumu | ০৫ মার্চ ২০১২ ১৪:১৭ | 122.160.159.184
  • আমি টের পেইচি তবে সিওর ছিলাম না।এখন জনতা বলছে।
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১৩:৪৫ | 121.241.98.225
  • হ্যাঃ
    কিছুই টের পাওয়া যায়নি
  • siki | ০৫ মার্চ ২০১২ ১৩:৩৯ | 155.136.80.36
  • দিল্লিতে এইমাত্র ভূমিকম্প হয়ে গেল। ফোর পয়েন্ট নাইন।

    হরিয়ানার একটা গ্রাম এপিসেন্টার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত