এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • demba ba | ০২ মার্চ ২০১২ ১৩:৪১ | 121.241.218.132
  • আন্টিজী আন্টিজী আন্টিজী
    গেট আপ অ্যান্ড ড্যান্স।

    টইয়ের পাতা সাদা...
  • demba ba | ০২ মার্চ ২০১২ ১২:৫৮ | 121.241.218.132
  • রুবি-র মত গোলকধাঁধা ক্রসিঙে রাত্তিরবেলা চালু সিগন্যালের ওপর খবরদারি করে নীল প্যান্টের ভোল্টুরা, অত গাড়ির মধ্যে তাদের দেখাও যায় না। দু একদিন তাদের পেরিয়ে চলে গেছি, কারণ ওপরে সবুজ।

    আর কপু-র কোন মহাত্মা যে রুবির টাইমিং প্ল্যান করেছিলো - সায়েন্স সিটি-রুবি সেকশন যখন সবুজ হয়, তখনই পাশের সার্ভিস রোডও সবুজ হয় - একসাথে। সার্ভিস রোড থেকে যে গাড়িগুলো গড়িয়াহাটের দিকে যায় সেগুলো আর সায়েন্স সিটি-রুবি সেকশনের গড়িয়ামুখী গাড়িগুলো ক্রসিং-এর মধ্যে ক্রিসক্রস করে। যে কোনো দিন ঠুকতে পারে।
  • ppn | ০২ মার্চ ২০১২ ১২:৫০ | 202.91.136.71
  • নেতাইকে অনেক অনেক কনগ্র্যা। খাওয়াতা পাওনা রইল।

    মৃদুলদার ছেলে মানে ডাকনাম বনি তো? ;-)
  • Netai | ০২ মার্চ ২০১২ ১২:২১ | 121.241.98.225
  • ব্রতীনদা আর অভ্যুদার জন্য,
    আমার ভাগ্নে হয়েছে। মানে মৃদুলদার ছেলে।
    দিদি আর ভাগ্নে দুজনেই এখন স্টেবল।
  • dd | ০২ মার্চ ২০১২ ১১:৫৮ | 110.234.159.216
  • সত্যি কথা। আজকাল কেমন জানি ম্যাড়ম্যাড়ে নিÖপ্রভ হয়ে গেছে।
    আসলে অ্যান্টি মমতা স্ট্যান্ডটা আবাপ আর বর্তমান এতো গুছিয়ে করছে যে আজকালের মতন পত্রিকার আর কোনো অবস্থান নেই।

    বামপন্থী পত্র পত্রিকা,কালান্তর, সত্যযুগ, দর্পন, বাংলাদেশ.... এ গুলও উঠে গেলো। আজকালও বোধয় টিঁকবে না।
    প্রতিদিনের তো টাকার সমস্যা নেই, আপাততঃ। প্রতিদিনের রাজনীতি ছাড়াও বাকী লেখাগুলিও কি কদাকার। মমতা না থাকলেই আর কোনো সংবাদ ওরা লিখতেই পারে না।
  • lcm | ০২ মার্চ ২০১২ ১১:৩১ | 69.236.167.38
  • আজকালের হেডলাইন এখনও যাকে বলে, আনপুটডাউনেব্‌ল। যেমন এখন দেখলাম,
    - "... বড় রামকৃষ্ণ নয়, গ্রেহাউন্ডের জালে ধরা পড়ল ছোট রামকৃষ্ণ'
  • lcm | ০২ মার্চ ২০১২ ১১:২৮ | 69.236.167.38
  • আজকাল পড়ে আসি।
  • Netai | ০২ মার্চ ২০১২ ১১:২১ | 121.241.98.225
  • আজকাল আজকাল কেমন যেন কেমনতর হয়ে গেছে। কোন রাজনৈতিক ইংগিত নেই, মশলা নেই, সিপিয়েম তৃনর দ্বন্দ কাজিয়া কিছুই নেই। সে পার্থর মিছিলই হোক বা মমদিদির দার্জিলিং থেকে কভারেজ ই হোক। শুধু দায়সারা ভাবে খবর ছাপছে। শুধু খবর।

    বলি শুকনো খবর পড়ে করবোটা কি? মশলা কোথায়? মশলা? অ্যাঁ???
  • quark | ০২ মার্চ ২০১২ ১১:১৮ | 14.139.199.1
  • এই যাঃ! ডিডিদা কী যে বলেন ....
  • dd | ০২ মার্চ ২০১২ ১১:১৬ | 110.234.159.216
  • কিন্তু এই স্টুডেন্টরা তো সবাই বাম জমানায় জন্মেছে। সেটা ভুলবেন্না ।
  • quark | ০২ মার্চ ২০১২ ১১:১৩ | 14.139.199.1
  • এদিকে ন'মাসের রেজাল্ট আউট ঃ http://tinyurl.com/7d8278l
  • quark | ০২ মার্চ ২০১২ ১১:১১ | 14.139.199.1
  • স্বয়ংক্রিয় (লাল) সিগন্যালে সার্জেন্টই হাত বাড়িয়ে ডাকে আর এতো স্বেচ্ছাসেবক!
  • m | ০২ মার্চ ২০১২ ১১:০৪ | 50.82.180.165
  • হ্যাঁ,রাস্তায় স্বয়ংক্রিয় সিগন্যাল লাগিয়ে তার উপর খোদকারি করার জন্যে রাস্তার মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক- এখন কি চলছে জানি না, তখন দেখেছি দুজন দুদিকে মুখোমুখি গাড়িকে চলে আসতে নির্দেশ দেন-এই সুন্দর বুদ্ধি কার বা কাদের খোদায় মালুম।
  • potke | ০২ মার্চ ২০১২ ১০:৫৯ | 180.151.34.130
  • পিছিয়ে পড়ে দে-দিকে, অনুশক্তির ট্রাভেল ডেস্ক নাই? এখানে তো দেখি ইউনির/ইন্সটি র ট্রাভেল ডেস্ক ব্যাবস্থা করে দেয় টিকিট/রেজিস্ট্রেসন ইত্যাদি।

    ডিসটি র চাঁদমুখ দেখতে হয়না।
  • Horeshio | ০২ মার্চ ২০১২ ১০:৫৭ | 220.227.106.153
  • হেলিকপ্টারের সঙ্গী এসটারানন্দকে ধোলাই দিচ্ছে ভাইরা তার পিতিবাদে আবার মাঠে নামছেন গোঁসাঘরে খিল বাবু !

    হরি হে আরও কত দেখতে হবে ?
  • dukhe | ০২ মার্চ ২০১২ ১০:৫০ | 202.54.74.119
  • আহা রে - বেচারা নির্ঘাত বউকে ভয় পায়, বউ ঘুমিয়ে পড়লে চুপিচুপি হামাগুড়ি দিয়ে ঢোকে ।
  • demba ba | ০২ মার্চ ২০১২ ১০:৪৭ | 121.241.218.132
  • না না, ওদের বক্তব্য বাড়ি এবং পাড়ায় খোঁজাখুঁজি করেছে, পাড়ার লোকে প্রথমে বাড়ি দেখাতে চায়নি - ভয়ে, বউ বলেছে লোকটা ওই ঘটনার পর বাড়ি আসেনি, মা বলেছে রোজ বাড়ি আসে...
  • siki | ০২ মার্চ ২০১২ ১০:৪৫ | 155.136.80.36
  • আজকাল সকালে কাগজ অবধি এসে পৌঁছবার আগে বেরিয়ে পড়তে হয়।

    ভালো করে দেখেছিলে? ওপরে "নাট্য রূপান্তর' লেখা ছিল না তো? তারানন্দে কিন্তু প্রচুর নাট্য রূপান্তর দেখায়।
  • demba ba | ০২ মার্চ ২০১২ ১০:৪৩ | 121.241.218.132
  • সকালে স্টারানন্দে দেখাচ্ছিলো - যাদবপুর-কেস-এর একজনের বাড়িতে গেছে, বাড়ির লোকজনের সাথে কথা বলতে। বউ খুব তেড়িয়া - মানে উনি তো মারেননি, হাত তুলেছিলেন ইত্যাদি। যদিও বউটির বলা এবং হাবভাব দেখে আমার কেন জানি না স্ক্রিপ্টেড মনে হয়েছে।
  • siki | ০২ মার্চ ২০১২ ১০:৩৮ | 155.136.80.36
  • ছবিগুলো কিন্তু পরিষ্কার এসেছে! সাজানো ঘটনা নয় বোধ হয়! তবে বিরোধীদের চক্রান্ত হতেই পারে। ঃ)
  • dukhe | ০২ মার্চ ২০১২ ১০:২৬ | 202.54.74.119
  • তব্বে? মার খাওয়া কারো মৌরসিপাট্টা নয় বাবা !
  • siki | ০২ মার্চ ২০১২ ১০:২৩ | 155.136.80.36
  • একঘর তো!!
  • Netai | ০২ মার্চ ২০১২ ১০:১২ | 121.241.98.225
  • সকাল সকাল উঠে প্রতিদিন পড়ুন ও পড়ান।
    এই দেখুন চ্যানেল টেনের লোকেদের কেমন মারধোর কারা হচ্ছে-
    http://epratidin.in/Details.aspx?id=7104&boxid=14557703
  • Du | ০২ মার্চ ২০১২ ১০:০৯ | 117.194.197.239
  • হ্যাঁ কিকি, আমিও ভাবছিলাম, তারপরম্যামিদি দর্শনের টইতে এসেছিলেন কাল
  • Du | ০২ মার্চ ২০১২ ১০:০৮ | 117.194.197.239
  • দ, আমাদের বাজারে এসো। খইল্‌শা, বড় ট্যাংরা, মৌরলা, পাব্দা, শোল ইত্যাদি বহুবিধ মাছেরা আলো করে থাকে। রেগুলার রুই কাতলা আড় বোয়ালেরাও থাকেন তবে ইচ্ছে না থাকলে ঘরে আনতে হয় না তাদের ।
  • kiki | ০২ মার্চ ২০১২ ০৯:৫২ | 59.93.244.57
  • ম্যামিদি কিরম ভ্যানিশ হয়ে গেলেন্না?
  • siki | ০২ মার্চ ২০১২ ০৯:৪৯ | 155.136.80.36
  • ভালো, ভালো।

    স্টেশনগুলোর রং পাল্টে গেছে সেই কবেই। অন্তত রেলস্টেশনের বিল্ডিংয়ের লাল রঙের পেছনে যে কোনও রাজনৈতিক দুরভিসন্ধি ছিল না, সে কথা কে কারে বোঝায়। ঃ-)

    একদিন হয় তো বাড়ি ফিরে দেখব, নীলের ওপর সাদা রঙে লেখাঃ ব্যান্ডেল জংঃ। ঃ-)))
  • d | ০২ মার্চ ২০১২ ০৯:৩৯ | 14.96.109.185
  • দু, মনে হয় না এরকম কোন ঈঙ্গিত ছিল বলে। ভদ্রমহিলা এত বেশী আত্মকরুণায় ভুগতেন আর নিজেকে হেয় মনে করতেন----- সেই সময়ে সেটাই স্বাভাবিক অবশ্য। আরেকবার খেয়াল করে দেখব।

    মিঠু, কমলা জ্যাকেটরা তো সেই কবেই কচি কলাপাতা জ্যাকেট হয়ে গেছে। সে তো বোধহয় তোমরা যাবার আগেই হয়েছে। আর জলপাই রঙের প্যান্ট আর সবজে খাকী শার্ট পরা প্রচুর লোকজন ট্র্যাফিক সামলায় আজকাল। সেক্টর পাঁচের এক একটা মোড়ে ৫ জন করে থাকে। এদের নাকি ৩১৬ টাকা রোজে ক্যাজুয়াল কর্মী হিসেবে নেওয়া হয়েছে। ডিউটি আওয়ার্স দশ ঘন্টা।

    মাছের দোকানে খালি গাদা গাদা বোয়াল মাছ। ঃ-( ঐ হলদে রঙ দেখলেই আমার কিরকম একটা লাগে।

    ইলেকটিরি আপিসে নীল রঙ করা হচ্ছে। সেদিন বিল দিতে গিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়েছিলাম। ঃ-)
    https://www.facebook.com/#!/photo.php?fbid=2535267035928&set=a.2207998934430.89627.1681142359&type=1&theater
  • Du | ০২ মার্চ ২০১২ ০৮:৫৮ | 117.194.197.239
  • 'কাক কাকের মাংস খায়না' প্রবাদটা কেন হয়েছিল কে জানে। কিন্তু আজ স্বচক্ষে দেখলাম এটা আর এখন অন্ততঃ ভ্যালিড নয়
  • ppn | ০২ মার্চ ২০১২ ০৮:৫১ | 112.133.206.22
  • বোতিন, মন্দির দেখা হয়ে গেলে চন্দ্রভাগা বিচে যেও। ভালো লাগবে। মন্দির থেকে গাড়িতে মিনিট দশেক লাগবে কি তারো কম।
  • Bratin | ০২ মার্চ ২০১২ ০৮:৪১ | 14.96.104.136
  • এখন কোনরকের পথে। কিছু ইম্প ফান্ডা থাকলে দিও
  • kd | ০২ মার্চ ২০১২ ০৪:৫৩ | 59.93.241.17
  • ভদি সাহেব, প্রতি হপ্তায় একবার টরন্টো আইল্যান্ডে ঘুরে আসুন। ওখানে আরও কিছু স্পেশাল ব্যবস্থা করার কথা - আপনার খুব পছন্দের ব্যাপার-স্যাপার।
  • marshal vodi | ০২ মার্চ ২০১২ ০১:২৩ | 131.104.32.147
  • বাবা, ইংরিজি? এবার কি সায়েবদের গুয়ে বসিয়ে ছাড়বি?
  • Purandar B | ০২ মার্চ ২০১২ ০০:৫৮ | 117.197.69.88
  • বিলাপ করেন ভদি ফ্যাতাড়ুর আগে
    নলেন শুষিয়া খেল মোর বেচা মাগে
  • purandar bhat | ০২ মার্চ ২০১২ ০০:৫৫ | 117.197.69.88
  • গাড়ি গুঁজে দেয় গাড়ির গর্তে ঢুঁ
    বুইক ষিসায় বাইক দেখিয়া 'য়্যাম ইন আ ব্লু'
  • kc | ০২ মার্চ ২০১২ ০০:৩৮ | 178.61.96.29
  • গাড়ি ঢুঁসো খেলে মেজাজ খুব খারাপ হয়ে থাকে আমাদের। মাথার মধ্যে সবসময় টিকটিক করতে থাকে। তুচ্ছ কোনও কারণেই ব্যাপক কলহ বেঁধে যায় বাড়িতে।
  • marshal vodi | ০২ মার্চ ২০১২ ০০:৩৭ | 131.104.32.147
  • ভাবচি এই ভাটিয়ালিতে ভাটকবি, বাকুনিন, পাউলি, বাবা, রাসপুতিন, ইউরি গেলার, বনি ক্লাইড, মাস্টার আর পুরনো ইয়ার বন্ধুদের নিয়ে এসে একটা চাম্পিস কনফি করব
  • aka | ০২ মার্চ ২০১২ ০০:৩২ | 168.26.215.13
  • ওরেবাবা পুরন্দর ভাট এখানে ঠোঙা হয়ে গেছে। কে কোথায় আছিস, ভদিরে সেই টই সমূহের হদিশ দিয়ে দাও।
  • marshal vodi | ০২ মার্চ ২০১২ ০০:৩১ | 131.104.32.147
  • ম বাবু

    আপনাকে এক পিস আমাদের ভাটকবির লেকা বা-সিরিজ টা পড়িয়ে দেব। এটা পড়ে স্বর্গ থেকে কালীদাস, শেক্সপিয়ার এবং এজরা পাউন্ড মারহাব্বা বলে উঠেছিলেন
  • m | ০২ মার্চ ২০১২ ০০:২৭ | 50.82.180.165
  • ভদি, আপনার রুচির পরিচয় পেয়ে খুব ভালো লাগছে- তবে এখানে যারা আসেন তারা সবাই মূলত বিকৃতরুচির লোকজন।
    আপনার সুস্থ রুচি এখানে একেবারেই দাম পাবে না।এখনো সেটা বুঝতে পারেন নি নিশ্চয়?
  • m | ০২ মার্চ ২০১২ ০০:২১ | 50.82.180.165
  • আজ্জো, ১১-৫১ র পোস্ট সম্পর্কে সমবেদনা জানালামঃ) এই নিয়ে আমাদের বাড়িতেও আক্ষেপের শেষ নেই।
    যাক গে, ভয় পায় নি, বা আঘাত লাগে নি,এইটা ভালো কথা। সৈকতের গাড়িটাকে যেখানে ঢুঁসিয়েছিলো,টিনটিন কয়েকদিন ঐ স্পেশ্যাল জায়গাটাতে দাঁড়ালেই ঘাড় ঘুরিয়ে পিছনে দেখতো।
  • aka | ০২ মার্চ ২০১২ ০০:০৩ | 168.26.215.13
  • লাল গাড়ির সাথে ইন্সিওরেন্সের প্রিমিয়ামের কোন সম্পর্ক নেই। অ্যাক্সিডেন্তের সাথে একটা ইনডাইরেক্ট সম্পর্ক বের করা যেতে পারে। লাল গাড়ির যাদের পছন্দ তারা বোধহয় জেনারালি একটু অ্যাগ্রেসিভ টাইপ।

    শিবুদার মুখে চপ, কাটলেট পড়ুক। আহা বড় ভালো লোক।
  • marshal vodi | ০২ মার্চ ২০১২ ০০:০০ | 131.104.32.147
  • বাবা, এমন কতা বলতে পারলেন? মাগিবাজির দোষ যদি পেয়েও থাকি, সে তো পিতৃসুত্রে পাওয়া! বেগম জনসনের সাতে চুদুরবুদুর নিয়ে আমি কিছু বলতে গেছি? বলুন বাবা?

    বড় ব্যাথা পেলুম শুনে। আর গাঁড়মাজাকির কতা আর বলবেন না বাবা। আমার মায়ের সাতে আপনার ঐ গাঁড়মাজাকিটা না হলে আমি আজ এখেনে এভাবে কতা বলতে পারতাম?

    আমি সাদা মনে কাদা নেই, ভাবলাম নতুন মাগি এয়েছে, বাংলা শেল্প সমস্কিতি-কে গুয়ে বসিয়ে ছাড়চে, তাই একটু বাজিয়ে দেখি...এ ল্যাওড়ার জীবন রেখে আর লাভ নেই দেখছি!
  • bb | ০১ মার্চ ২০১২ ২৩:৫৯ | 117.213.211.128
  • লাল গাড়ীর সঙ্গে accident এর একটা রিলেশন আছে শুনেছি। এমনকি লাল গাড়ীর শুনেছি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ও বেশী।
  • sayan | ০১ মার্চ ২০১২ ২৩:৫৭ | 115.241.4.63
  • (আহেম) কিছু কিছু স্পেশাল মানুষের সবকিছুই এক একটা "চার্ম' বিশেষ। লাকি-টাচ্‌ আর কাক্তালীয় এক ব্যাপার নয়।
  • Sibu | ০১ মার্চ ২০১২ ২৩:৫৬ | 216.239.45.4
  • এক আধটা অ্যাক্সিডেন্টে ইনস্যুরেন্সের কিসু হয় না। আম্মো একটা গাড়ী টোটাল করেছিলুম। আমারটা + অন্যটা। তাপ্পরেও ইনস্যুরেন্স বাড়ে নি।
  • marshal vodi | ০১ মার্চ ২০১২ ২৩:৫৬ | 131.104.32.147
  • ছি ইশেন বাউ, এমন বলতে নেই...আমরা হলাম গিয়ে সোলজার...মাদুরের ওপর গাঁড় উলটে পদ্য লিকবে, সে আমাদের ভাটকবি...বলেন তো তাকে পাঠিয়ে দেই
  • aka | ০১ মার্চ ২০১২ ২৩:৫২ | 168.26.215.13
  • দোষ আগেরটায় আমার ছিল, এবারে ওনার। সব মিলিয়ে ইন্সিওরেন্স চড়চড়িয়ে বাড়বে। উফ্‌ফ।
  • aka | ০১ মার্চ ২০১২ ২৩:৫১ | 168.26.215.13
  • সাম্পান গাড়িতে ছিল। বাড়ি ফিরে আমি যখন জ্ঞান দিচ্ছি, তখন গম্ভীর ভাবে বলল ইট'স ওকে, নাও ইট'স ওভার। মাতৃভক্ত হনুমান বললেও কম বলা হয়। জেনারালি মামির খুব বেশি দোষ ওনার চোখে পড়ে না। ঃ(
  • m | ০১ মার্চ ২০১২ ২৩:৪৯ | 50.82.180.165
  • রিমি কে টই তে দেখলাম মনে হলো- রিমি ই
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত