এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ০৫ মার্চ ২০১২ ১৩:৩৮ | 121.242.160.180
  • সঙ্গীত বাংলায় তো যে কোনো সময় খুললেই দেখো 'আমি সত্যি বলছি'।
  • Bratin | ০৫ মার্চ ২০১২ ১৩:৩৬ | 14.96.129.233
  • জানি অ্যাড থেকে দেখে চোখ পচে গেল । 'আমি সত্যি বলছি' আর বিদ্যা নয় ভিদ্যা ; ব নয় ভ ঃ-))
  • Kaju | ০৫ মার্চ ২০১২ ১৩:৩২ | 121.242.160.180
  • পরমকে আবার পুলিশ করেছে। ওরম নরমসরম চেহারা, ছেলেমানুষ মুখে পুলিশ মানায়?
  • Kaju | ০৫ মার্চ ২০১২ ১৩:২৮ | 121.242.160.180
  • পুরো কোলকেতায় শুটিং করেছে। বাঙালী অভিনেতা আছে কত - আবীর, পরম, খরাজ, ফাল্গুনী চ্যাটার্জি, নিত্য গাঙ্গুলী।
  • Bratin | ০৫ মার্চ ২০১২ ১৩:২৩ | 14.96.129.233
  • কাহানী দেখতে হবে। কলকাতা র পটভূমিকায়। যুবা দেখেছিলাম সেই জন্যে ই।
  • Kaju | ০৫ মার্চ ২০১২ ১২:৫৪ | 121.242.160.180
  • দুবার দেখলাম কেন? দুটো আলাদা চ্যানেলে পরপর দেখতে পেলাম বলে।
  • Kaju | ০৫ মার্চ ২০১২ ১২:৫৩ | 121.242.160.180
  • 'কাহানী'-তে অমিতাভ দেখলাম নিজের গলায় 'যদি তোর ডাক শুনে কেউ' গেয়েছেন দেখলাম কালকে। একটু আধটু 'সোবাই কোরে ভোয়' টাইপ উচ্চারণ ছাড়া বাকি খুবই ভালো লাগল।
  • shola the mackem slayer | ০৫ মার্চ ২০১২ ১২:৫১ | 121.241.218.132
  • চোখে জ্বর বা হাত কটকটের চেয়ে Toon বড়।
  • kc | ০৫ মার্চ ২০১২ ১২:৪০ | 194.126.37.78
  • আচ্ছা অজ্জিত, এত বড় নাম লিখতে হাত কটকট বা চোখে জ্বর অসেনা?
  • Bratin | ০৫ মার্চ ২০১২ ১২:৩৯ | 14.96.129.233
  • আর এক ঘন্টায় হাওড়া পৌঁছবো।
  • ppn | ০৫ মার্চ ২০১২ ১২:৩৮ | 202.91.136.71
  • আরে না না। ঃ P
  • shola the mackem slayer | ০৫ মার্চ ২০১২ ১২:৩৭ | 121.241.218.132
  • গ্রে ম্যাটারের অভাব বল্ল বোধায়।
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১২:৩২ | 121.241.98.225
  • এইটা অবশ্য আমি বোঝাতে পারিনি।
    কাল রাতে দেখেছি।
  • kumu | ০৫ মার্চ ২০১২ ১২:৩২ | 122.160.159.184
  • ব্রতীন এখন কোথায়?সমুদ্রতীরে,ল্যাপি হাতে,না ব্যাটুপ্যা?
  • ppn | ০৫ মার্চ ২০১২ ১২:৩০ | 202.91.136.71
  • ক্ষী ভালো আপিস। কাজের দিনে সকালবেলা সিনিমা দেখা যায়। ঃ(
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১২:২৮ | 121.241.98.225
  • আমিও বুঝিনি
  • shola the mackem slayer | ০৫ মার্চ ২০১২ ১২:২৭ | 121.241.218.132
  • আমি বুঝিনিঃ-(
  • Netai | ০৫ মার্চ ২০১২ ১২:২৬ | 121.241.98.225
  • সিনেমা দেখে এলাম-
    পান সিং তোমার
  • ppn | ০৫ মার্চ ২০১২ ১২:২৬ | 202.91.136.71
  • আর তুমি সেটা পড়বে বলে। ঃ-)
  • Bratin | ০৫ মার্চ ২০১২ ১২:২৪ | 14.96.129.233
  • উত্তর দেবে বলে অপ্পন ওঁত পেতে বসে ছিল ঃ-))
  • ppn | ০৫ মার্চ ২০১২ ১২:২৩ | 202.91.136.71
  • তাদের জীবনে ধূসরের বড়ই অভাব। ;-)
  • siki | ০৫ মার্চ ২০১২ ১২:১৭ | 155.136.80.36
  • ক্যা-নো-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও?
  • ppn | ০৫ মার্চ ২০১২ ১১:৪৬ | 202.91.136.71
  • সাদা-কালো স্ট্রাইপওলা লোকেরা একটু গাঁট হয়। কেন?

    (কেন-টা মীরাক্কেল স্টাইলে)

    ঃ)
  • shola the mackem slayer | ০৫ মার্চ ২০১২ ১১:৪০ | 121.241.218.132
  • নামের মধ্যে সব বলা আছে।
  • vc | ০৫ মার্চ ২০১২ ১১:৩৯ | 121.241.218.132
  • উফ্‌ফ এই লোকটা এবার আপিসেও সাদা-কালো স্ট্রাইপ পরে আসবে!
  • Kaju | ০৫ মার্চ ২০১২ ১১:৩৮ | 121.242.160.180
  • শোলাবাবুটি কে? ভিজ্যায় চওহন নাকি অজ্জিদ্দা নাকি সম আইপির পলিমর্ফিজমের তৃতীয় রূপ?
  • shola the mackem slayer | ০৫ মার্চ ২০১২ ১১:৩৪ | 121.241.218.132
  • তাইলে তো মিটেই গেলো।
  • phutki | ০৫ মার্চ ২০১২ ১১:৩০ | 121.241.218.132
  • ব্লকড আন্ডার গেম্‌স ক্যাটাগরী।
  • shola the mackem slayer | ০৫ মার্চ ২০১২ ১১:২৮ | 121.241.218.132
  • পার্টিজানশিপ। শুধু ক্রোমে চলে।
  • Bratin | ০৫ মার্চ ২০১২ ১১:২৩ | 115.117.145.249
  • কুমু দি আমাদের রান্নর মাসী কে নেবে? ভারী ভালো মানুষ। একটাই সমস্যা তার রান্না কোয়ালিটির ভেরিনেন্স একটু বেশী।
  • kumu | ০৫ মার্চ ২০১২ ১১:১৮ | 122.160.159.184
  • কেউ আমায় রান্নার মাসীর খোঁজ দিক,তার্পর বাকীটা দেখা যাবে(সিআর্পার্কের্ঠিকানাটা চাই না)।
  • SC | ০৫ মার্চ ২০১২ ১১:১৩ | 96.235.41.90
  • এই চলছে বোতিন্দা। )ঃ
  • Bratin | ০৫ মার্চ ২০১২ ১১:০১ | 14.99.106.84
  • বোঝো!!! ঃ-))

    SC, কেমন আছো?
  • SC | ০৫ মার্চ ২০১২ ১০:৫৯ | 96.235.41.90
  • লিনাক্স, ধন্যবাদ। স্কিম অভ্র দিয়েই লেখার চেষ্টা করছি। উবুন্তু ১১,১০ এ স্কিম অভ্রের মনেহয় একটু সমস্যা আছে।
    তাই মাঝেমাঝে 'খ', বা 'ঘ' লিখলে 'ক' কিংবা 'গ' আসছে।
    এখন গিটহাব থেকে অভ্র ইন্সটল করলাম। দেখি কি হয়। নইলে প্রভাত দিয়ে দেখব। অভ্রতেই অভ্যস্ত, অন্য কিবোর্ডে এখন অসুবিধা হয়।

    এদিকে কাজের মাসীর সাথে লাঞ্চ ডিনার দেখে অন্য লাইনে চিন্তা করছিলাম।ঃপ
  • Bratin | ০৫ মার্চ ২০১২ ১০:৫৫ | 14.99.106.84
  • ছি ছি লামা, নহয় কাজের মাসে্‌সর ওপরে রাগ ছিল। তা বলে রান্না করে খাওয়াবে ? ঃ-)))
  • jhumjhumi | ০৫ মার্চ ২০১২ ১০:৩০ | 14.99.53.123
  • আমি আমার রান্নার মাসি কে আপনি করেই বলি ,আমার বাড়ির সকলেই বলে। রিক্সাওয়ালাকেও সম্মান দিয়ে কথা বলে থাকি। কাজের মেয়েটি বয়সে ছোট হওয়ায় তাকে তুমি ই বলি। যখন বয়স্ক একজন করতেন, তখন তাকেও আপনিই বলতাম। আর রান্নার মাসি আমার কাছেই টিফিন ও লান্‌চ করে থাকেন, কোনো পদ বাদ বা তার জন্য আলাদা খাবার এর ব্যবস্থা থাকে না। এক সঙ্গে বসে খেতে বললেও শোনেন না, তিনি কারোর সামনে খেতে লজ্জা পান।
  • ppn | ০৫ মার্চ ২০১২ ১০:১৮ | 202.91.136.71
  • আমাদের সল্লেকের বাড়ির ঠিকা কাজের মেয়েটি (বহুদিন ধরে আছে, কাজেই বাড়ির একজনই প্রায় হয়ে গেছে) তো বাড়ির টেবিলেই একসাথে লাঞ্চ করে মাঝে মাঝে।

    ব্রেকফাস্ট টেবিলে বসে করতে চায় না, ওই ঘরে টিভি নেই বলে।

    এই দিয়ে কিছু প্রমাণ-অপ্রমাণ হয় না। আর এগুলো এক-দু জেনারেশনে যাবেও না। অ্যাট লিস্ট শহরে ছোঁয়াছুঁয়ির বালাই তো নেই (ভুলও জানতে পারি)।
  • linux | ০৫ মার্চ ২০১২ ১০:১৭ | 121.241.218.132
  • এবার উত্তর, SC-র জন্য -

    (১) যদি অভ্র কীবোর্ডে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে scim avro ইনস্টল করে নিন। গুগুল সার্চ করলে লিঙ্ক পেয়ে যাবেন, ইউবান্টুতে apt-get বা ফেডোরায় yum দিয়ে ইনস্টল হয়ে যাবে।

    (২) এছাড়াও অনেক কীবোর্ড আছে, বাংলা এনেবল করলে সেগুলো লাগানো যায়।

    (৩) ফায়ারফক্সের জন্যে গুগুল ট্রান্সলিটারেশন ব্যবহার করতে পারে, scim avro থাকলে সেটা, বা বঙ্গলিপি প্লাগ-ইন।
  • pi | ০৫ মার্চ ২০১২ ১০:১৬ | 128.231.22.249
  • বাসী খপর। ছোটাইদি সেই কোনকালে দিয়েছিল ঃ)
  • Du | ০৫ মার্চ ২০১২ ১০:১৩ | 117.194.203.8
  • এগুলো দেখার অপেক্ষায় থেকে লাভ নেই নিজেকেই করতে হয়। আমি করি। একটু কিন্তু কিন্তু লাগলেও করি জোর করে। এটা লিখতাম না, কারন এই নিয়ে লোককে বলা মানে অসম্মান করা ঐ মানুষদের কিন্তু তাও বললাম যাতে সবাই এটা করতে প্রেরণা পায়।
  • Du | ০৫ মার্চ ২০১২ ১০:০৯ | 117.194.203.8
  • আমি করেছি। ওনার ছেলে বৌ নাতির সঙ্গেও।
  • linux | ০৫ মার্চ ২০১২ ১০:০৬ | 121.241.218.132
  • লিনাক্সে বাংলা লেখা যায় না এরকম দাবী কেউ সিরিয়াসলি করে থাকলে তাকে পাভলভে ভর্তি করা উচিত। আর যদি না জেনে করে থাকেন তাহলে বলবো নিজের জ্ঞান সম্পর্কে এতটা নিশ্চিন্ত না হওয়াই ভালো। না জেনে লম্বাচওড়া দাবি করাটা বোকামি। আর যদি খোরাক করে থাকেন তাহলে আলাদা কথা, এগুলো অপ্রাসঙ্গিক, উইথড্র করে নেবো।

    এটা লিনাক্স থেকে লিখলাম।
  • kc | ০৫ মার্চ ২০১২ ১০:০৩ | 194.126.37.78
  • ন্যান, যত্তসব ঝগড়া তক্কো খিল্লি আর মনকষাকষি খপরের মাঝে একটা ভালো খপর দিই আপনাদের, আমাদের নিশিকান্ত, ওরফে ___ ওরফে ___ এর একটা সুবৃহৎ গপ্প ছেপেছে দেশ পত্রিকায়। গপ্পটা বেশ ভালও।
    নিশিকান্ত কনগ্র্যাটস।
  • Du | ০৫ মার্চ ২০১২ ১০:০১ | 117.194.203.8
  • এটাতে অন্ততঃ মনে হয় বামসরকারের দোষ খুব একটা নেই। তা না হলে নানাজনের স্মৃতিচারনা জ্যোতিবাবুকে লোক নির্বিশেষে মানুষকে 'আপনি' সম্বোধন করতেই দেখেছি।
  • siki | ০৫ মার্চ ২০১২ ০৯:৩৩ | 155.136.80.36
  • আমি একবার নাইটক্লাবে গেছিলাম। তাও যে সে জায়গায় নয়, গোয়াতে। রাত তিনটে পজ্জন্ত ছিলাম।

    এখন লেখার সময় নেই, ঝট করে ক্লায়েন মেশিনে এসে পেছনের পড়া করে গেলাম। পরে এসে লিখব।

    কাজ্র মাসী নিয়েও দুচাট্টি জ্ঞানগব্‌ভো বাণী দেব ভেবেছি, কিন্তু সেটাও পরে।
  • pi | ০৫ মার্চ ২০১২ ০৯:১৮ | 128.231.22.249
  • কাজের মাসী হলে অনেক ডাক্তারের ব্যবহার ট্যবহারও বদলে যায় দেখেছি ( আবার কিছু কল্পনাতীত ব্যতিক্রমও দেখেছি)। অবশ্য সম্মান দিয়ে কথা আর কেই বা বলি ? কাজের মাসী থেকে রিক্সাওয়ালা, জমাদার ...., নাঃ আমার প্রায় তিরিশ বছরের 'বামপন্থী' জমানার অভিজ্ঞতায় কেউই প্রায় বলেনা। আম্রিগায় এসে সেইটা ছিল প্রথম শক। আম্রিগার মোহ ব লিখলে অন্তত এই পয়েন্টখানি লিখবো।
  • abastab | ০৫ মার্চ ২০১২ ০৯:০৯ | 14.139.163.29
  • SC probhat কিবোর্ড ইনস্টল করে নিন। আমি অবশ্য গোটাগুটি KDE, ব্যবহার করি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত