এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০০:১২ | 122.178.255.113
  • তবে অ্যাকাডেমিক কৌতূহল থেকে জানতে চাই, একেকটা গজদন্ত মিনারের দাম কত পড়বে?
  • pi | ০৬ মার্চ ২০১২ ০০:১০ | 72.83.76.34
  • সিদ্ধার্থবাবুর অন্য লেখাটা নিয়ে ক'দিন ধরে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। করেই ফেলবো ভাবছি।
  • Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ০০:১০ | 131.104.249.99
  • তা আপনি কি আশা করেচিলেন, এখানে পাব্লিক সিরিয়াসনেস নিয়ে আসবে?

    সবাই আসে সময় কাটানোর জন্য। সানন্দা পড়ে যে কারণে
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০০:০৯ | 122.178.255.113
  • রানী আমি মোটেই হতে চাই না। আমি রাণী হতে চাইলে কেকে যদি আর আমার রান্নার মাসি না হতে চায়, তখন?
  • m | ০৬ মার্চ ২০১২ ০০:০৬ | 50.82.180.165
  • রানী হবার সাধ আছে কি?তবে তুমি চূড়োয় বসে ঠ্যাং দুলিয়ো কেমনঃ)
  • pi | ০৬ মার্চ ২০১২ ০০:০৬ | 72.83.76.34
  • হুম। আসলেতেই ক্যাথারসিস।
  • m | ০৬ মার্চ ২০১২ ০০:০৫ | 50.82.180.165
  • লিফট্‌ নেই গো, সিঁড়ি, তবে যদি বলো তাইলে লিফট্‌ লাগাতে আর কি এমন সময় লাগবে!!
    এইটুকু কষ্ট কি কত্তে পারবে না?
    মিনারে লিফট লাগালে যে সৌন্দর্যই মাটিঃ(
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০০:০৪ | 122.178.255.113
  • কেসি ঃ-))))
  • Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ০০:০৪ | 131.104.249.99
  • পাই, আসলে মনে হয় কোথাও গিয়ে আমাদের নৈতিকতা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। প্রত্যেকে নিজের নিজের জায়গায় ঠিক। এবং এই ঠিকতা-তে প্রত্যেকে স্টাবর্ন হয়ে দাঁড়িয়ে। আপনি আমিঅ সকলেই
  • kc | ০৬ মার্চ ২০১২ ০০:০৪ | 178.61.96.29
  • বেঙি, মিনারের ডগা বলিস না। মিনারের চূড়া বলতে পারিস। শুনতে ভাল লাগবে।
  • Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ০০:০১ | 131.104.249.99
  • আমি তো আগেই বলেছিলাম, পার্ক স্ট্রীট নিয়ে কান্না কাটি আসলে আমাদের ক্যাথারসিস ঃ)

    এই মধি্‌য়্‌বত্ত মাইরি আজব জাত! এরাই সালওয়া জুডুমকে খিস্তি করে মোদীর উন্নয়নকে জয়দ্ধনি দেয়।
  • byaang | ০৫ মার্চ ২০১২ ২৩:৫৭ | 122.178.255.113
  • মিঠু, মিনারের ডগা অব্দি যাওয়ার জন্য লিফ্‌ট আছে তো?
  • pi | ০৫ মার্চ ২০১২ ২৩:৫৩ | 72.83.76.34
  • গজদন্ত মিনার তো কমফর্ট জোন। হেব্বি আরামের জায়গা। গদি টদি বাই ডিফল্ট আছে তো।
  • m | ০৫ মার্চ ২০১২ ২৩:৫৩ | 50.82.180.165
  • ভয়ের কি আছে!চড়ে পড়ুন। তবে খবর্দার থুতু ফেলবেন না, আপনার নিজের গায়েও ছিটে লাগবে।
  • byaang | ০৫ মার্চ ২০১২ ২৩:৪৪ | 122.178.255.113
  • সবাই মিলে কু গেয়ে গেয়ে আমাকে গজদন্ত মিনারে ভয় খাইয়ে দিলে, এখন আমি কী করি!
  • m | ০৫ মার্চ ২০১২ ২৩:০৫ | 50.82.180.165
  • ব্যাং, লুরু গিয়ে কেন? আমরা ঐ সিটি সেন্টারে কোনো যুগলের পাশে বসে খেলতে পারি কিম্বা ঠিক গড়িয়াহাটার মোড়ে যেখানে লোকেরা গম্ভীর মুখে রেলিং এর উপর বসে দাবা খেলে তাদের পাশেও বসা যায় - চাইলে নন্দনে ও বসা যায়- তবে ছালওঠা ঘাসে বসলে পাছুতে ধুলোবালি লাগতে পারে, সেক্ষেত্রে কাগজ বিছিয়ে নিতে পারিঃ)
  • Du | ০৫ মার্চ ২০১২ ২৩:০০ | 117.194.203.8
  • 'ক্ষমা করিনি' টই তো আছেই।
  • m | ০৫ মার্চ ২০১২ ২৩:০০ | 50.82.180.165
  • আকার ট্রাম্পোলিনের উপর সহৃদয়ের লেপ কম্বল বিছিয়ে নিওঃ)
  • aka | ০৫ মার্চ ২০১২ ২২:৫৮ | 168.26.215.13
  • হাউ অ্যাবাউট নীচে গোল করে একটা বড় দেখে ট্রাম্পোলিন জুড়ে দিলে। পড়লে আবার উঠলে বাজালে, পড়লে আবার উঠলে।
  • m | ০৫ মার্চ ২০১২ ২২:৫৮ | 50.82.180.165
  • বুড়ো বয়সে খুব লাগবে কিন্তুঃ)
    তারচে দুচারজন কে আগে থেকে ফিট করে রেখো, যারা নেপকম্বল বিছিয়ে জলের বোতল হাতে দাইড়ে থাকবে।হুঁশ ফেরাতে বা সমবেদনা জানাতে কাজে লাগবে।
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:৫৫ | 198.82.19.177
  • মিনারের নিচে ত্রেপল পেতে দেবো বড়ো করে। বাজানোর সময় আমার আবার হুঁশটুশ থাকেনা, কোনদিক দিয়ে পড়বো কে জানে!
  • m | ০৫ মার্চ ২০১২ ২২:৫৩ | 50.82.180.165
  • নতুন সোফায় দুজনে দুলে দুলে হেসে ভারি ভালো কাটবে আজকের সন্ধ্যেটা।
    ওফ্‌ কি খোরাকঃ)))
  • rimi | ০৫ মার্চ ২০১২ ২২:৫০ | 168.26.205.19
  • ওহো লুডো খেলার গপ্পো হচ্ছে বুঝি?? তবে শোনো, খরগোশ ও কচ্ছপের লুডো খেলার গপ্পো। লুডো খেলা হচ্ছিলো খরগোশ ও কচ্ছপের। বলা বাহুল্য, খরগোশ খুব ভালো খেলেন, ছক্কা যেন খরগোশের পোষা কুকুর, ডাকলেই দুবার পরপর হাজির হয়ে যায়, তবে তিনবার আসে না। খরগোশ, আবারো বলা বাহুল্য, বিশাল ব্যবধানে জিতছেন। খরগোশের তিনটি গুটি বোর্ড ছেড়ে চলে গেছে, চতুর্থটিও বিপন্মুক্ত, নিজের ঘরে ঢোকার ঠিক এক ঘর আগে দাঁড়িয়ে আছে। ওদিকে কচ্ছপের একটিও গুটি বোর্ড ছাড়ে নি। এমনকি একটি গুটি তখনও বেরোয় নি পর্যন্ত। প্রথম থেকেই খরগোশ বিশাল রেলা নিয়ে খেলছেন, উনি জানেন জিত ওঁর হাতের মুঠোয় ইত্যাদি ইত্যাদি। তো একদম শেষপ্রান্তে এসে, নিজের ঘরে ঢোকার আগে খরগোশ বুক ফুলিয়ে আরো রেলা নিয়ে কচ্ছপকে বললেন, " আমি যদি এখন ঘরে না ঢুকে আরো একবার পুরো বোর্ড ঘুরে আসি, তবুও আমিই জিতবো !" কচ্ছপ মৃদু হাস্যে বল্লেন, "বন্ধু অমন ভুলটি করো না।" কিন্তু খরগোশ কর্ণপাত করলেন না। গুটিকে সোজা আরেকপাক ঘোরানোর রাস্তায় পাঠিয়ে দিলেন। ছক্কা আবারো পোষা কুকুরের মতন যেমন দরকার হাজির হতে লাগল। অনায়াসে খরগোশের শেষ গুটিটি পরিপক্ক হয়ে home-এ যাবার লাইনের ঠিক একঘর আগে গিয়ে দাঁড়ালো। কচ্ছপের একটি গুটি ছিল খরগোশের শেষ গুটিটির পিছনে। কচ্ছপ দান দিলেন.......
    শেষ মুহুর্তে খরগোশের শেষ গুটিটি এলিমিনেট হয়ে গেল। ব্যস!! কচ্ছপ হা হা করে হেসে বল্লেন, "তখনই বারণ করেছিলাম কি না?" খরগোশ মুখ শুকনো করে দান দিলেন। কিন্তু হতচ্ছাড়া ছক্কা এবার প্রবল বেইমানি করল। সেই ইশপের আমলের ট্র্যাডিশন বজায় রেখে এবারও কচ্ছপই জিতিলেন।

    (একটি পরম সত্য ঘটনা অবলম্বনে)
  • m | ০৫ মার্চ ২০১২ ২২:৫০ | 50.82.180.165
  • আমাদের বাড়িতে আরেকটা জনপ্রিয় খেলা হলো কাটাকুটি।অন্যটা এখানে কেউ খেলে কিনা জানি না, অ থেকে ঔ পর্যন্ত লিখে একটা থেকে অন্যটাতে দাগ দিয়ে দিয়ে যাওয়া, শেষে ঔ তে ফেরা- দাগ গুলো কেউ কাউকে ছুঁতে পারবে না। এই করে এখানে টিনটিনকে বাংলা স্বরবর্ণ লেখাতামঃ)
    আজ্জো এইটা সাম্পানের সঙ্গে খেলে দেখতে পারোঃ)
  • pi | ০৫ মার্চ ২০১২ ২২:৫০ | 72.83.76.34
  • ভাচ্চুয়াল জগতে ঢাক পেটানো শুনে শুনে কান একহ্ন ইম্যুন হয়ে গেছে ঃ)
    রিয়েল থেকে ভাচ্চুয়ালটা ভারি ভালো কভার আপের সুযোগ দ্যায়, অনেক সময়ই দেখেছিঃ)

    তবে , ভাল লাগে, বিন্দুমাত্র ঢাক না পিটিয়েও অনেক মানুষ এখনো অনেক অনেক কাজ করে যাচ্ছেন। তাঁদের জন্যই লোকজন বেঁচে আছেন মন এহয়। এখনো এক কথায় ৫০,০০০ টাকার অপারেশন বিনা পয়সায় করে টরে দ্যান, দেবার ব্যবস্থা করেন, নিজেরাই সব যোগাড় যন্তর করে, উদ্যোগ টুদ্যোগ নিয়ে, একটা দুটো কেসে নয়, নিয়মিত ভাবে- এমন ডাক্তার টাক্তার এখনো আছেন দেখে একটু ভরসা হয়। এঁদের নাম টাম বিশেষ কেউ জানেই না অবশ্য। এঁদের জন্যই বোধহয় সিস্টেমটা এখনো মুখ থুবড়ে পড়ছে না।
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:৪৯ | 198.82.19.177
  • লামাদা,
    তোমাদের জ্বালানী লাগেনা?
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:৪৯ | 198.82.19.177
  • লুরু
    পুরু
    শুরু
    ভুরু
    কুরু
    দুরু
    গুরু

    লুরু নিয়ে কবিতা লেখার জন্য দিয়ে রাখলাম।
  • Lama | ০৫ মার্চ ২০১২ ২২:৪৯ | 117.194.233.143
  • আমার মেয়েটা কদিন খুব লুডো খেলল। অবশ্য নিয়মটিয়মগুলো নিজেই তৈরি করে নিচ্ছিল। সেগুলো আবার খেলা চলাকালীনই ঘনঘন পাল্টেও যাচ্ছিল।

    আজকাল তিনি তাসুড়ে হয়েছেন। "উনো' নামক তাসের মত দেখতে গেম কিনিয়েছেন অনেক বায়না করে। রোজ সন্ধ্যায় এক বান্ডিল তাস নিয়ে দাদু, দিদিভাই, মা, বাবা সবার কাছে "খেলবে? খেলবে?' করে বেড়াচ্ছে।

    লুডো তোলা আছে তাকে। ক্যারমবোর্ডও একটা আছে, ঘুঁটিগুলো সাজিয়ে সাজিয়ে উল তৈরি করা হয়। বোর্ডটার কোনো ব্যবহার নেই।
  • byaang | ০৫ মার্চ ২০১২ ২২:৪৬ | 122.172.194.216
  • কেসি, আমাদের বাড়িতে তিনজন লুডোখেলুড়ে, তার দুইজনই চোট্টামিতে পিএইচডি, আমি একা সৎমানুষ তাদের সঙ্গে চোট্টামিতে এঁটে উঠতে পারি না বলে তাদের সঙ্গে খেলি না।
    মিঠু তুমি লুরু এলে একটা ননস্টপ লুডোপ্রতিযোগিতা করা যাবে। আর যদি তোমার এজীবনে লুরু নাই আসা হয়, তাহেলো কুছ্‌পরোয়া নেহি, আকাবাবুর সময়শকট তো আছেই।
  • aka | ০৫ মার্চ ২০১২ ২২:৪৬ | 168.26.215.13
  • আরে না, মিনারের নীচে, বেউলো বাজাতে গেলে কেমন দুলতে হয় দেখেছো। মিনারে বসে অমন দুলতে গেলে পড়ে যাবার চান্স আছে।
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:৪৫ | 198.82.19.177
  • গদি তো লাগবেই। গদি বিনে আমি বসতেই পারিনা
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:৪৫ | 198.82.19.177
  • কেশীদাকে একটা ছক্কাবশীকরণ মন্ত্র দিবো। পাঁচসিকি পোনামি নিয়ে পীড়ের থানে এসো একদিন।
  • aka | ০৫ মার্চ ২০১২ ২২:৪৫ | 168.26.215.13
  • গজদন্ত মিনারে বসে বেউলো বাজাবে। দেখো নীচে একটা গদি বিছিয়ে নিও।
  • kc | ০৫ মার্চ ২০১২ ২২:৪৩ | 178.61.96.29
  • বাঃ!! লুডোর এত পাবলিক আছে? আম্মো খুব ভালো লুডো খেলতে পারি, শুধু সাপ লুডোর বোর্ডটা দেখলে কেমন একটা গাশিরশির করে। আমার বউও ব্যাপ্‌ক খেলে, শুধু ছেলে ভীষন চোট্টা। চোট্টামি সে করবেই, আর আমাদের মেনেও নিতে হয়, ১০ বছর বয়সের হাফ-কিশোরের কাছেও হারতে হয়।
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:৪৩ | 198.82.19.177
  • আমি বেহুলো বাজানো শিখবো ভাবছি। ব্ল্যাঙ্কির থেকে শিকবো। শুনেছি তাইলে একটু নিরিবিলিতে থাকা যায়।
  • m | ০৫ মার্চ ২০১২ ২২:৪২ | 50.82.180.165
  • ব্যাং, ম্যাঁয় হু না, বাপ কি লাডলিঃ)
  • pi | ০৫ মার্চ ২০১২ ২২:৪২ | 72.83.76.34
  • কাজের মাসি ? না না, তাঁরা তো এমনিতে ভালৈ আছেন। তাঁদের নিয়ে কোন ইস্যু হয়নি তো। এমনিতেও সবাই মোটামুটি ভালৈ তো থাকে। মাঝে মধ্যে খুব খুব খারাপ থাকে। তখন সেইগুলো ইস্যু হয়। ভাগ্যিস। নইলে মিডিয়ার ই বা চলে কীকরে, আর আমাদেরই বা টাইমপাস হবে কী করে। নিজেদের সমাজসচেতনার লেবেলটাও একটু সাফ টাফ করে নেওয়ার চান্স পাওয়া যায়।
    ধর্ষণ তো হয়েই চলেছে। রোজই। গত কয়েক বচর ধরেই প্রচুর সংখ্যায় হয়ে চলেছে। সিদ্ধার্থ সেনের সেই ধর্ষণ নিয়ে লেখার একটা পয়েন্টকে এখন ক্রমশঃ ঠিকঠাকই লাগছে। আমাদের কাছেও তো এটা এখনই ইস্যু। তো, মুখ্যমন্ত্রী যদি বলেন নাঈতক্লাব বন্ধ করলেই রেপ কমে যাবে, তাতে আর আশ্চর্যের কি !
    একটা দুটো হাসপাতালে ডাক্তারকে কড়কে দিলেই শিশুমৃত্যুর সমস্যাও ঠিক হয়ে যাবে। একদিকে ছ'জন শিশুর মৃত্‌য়্‌য় হলে তখনি তো খবর হয়। সে প্রতিদিন ১০০ র বেশি শিশু মারা যাচ্ছে, সেটা তো আর আলাদা করে খবর করার মত কিছুনা। কারণ প্রতিদিনই হচ্ছে। না হবার কোন কারণ নেই। আর সেই কারণ না থাকা নিয়ে আমাদেরও কোন মাথাব্যথা নেই।
    মাঝে মাঝে মনে হয়, এগুলো নিয়ে আমাদের সচতনতাও একরমের হুজুগ। সিদ্ধার্থ খুব ভুল লেখেনি।
  • m | ০৫ মার্চ ২০১২ ২২:৪১ | 50.82.180.165
  • তিমি, ঢাক বাজাতে জানো, বা কাঁসর ঘন্টা?গজদন্ত মিনারে বসে ঢেঁড়া পেটানোর চাকরিটা মন্দ না।
    ভাবছি ঢাক আনলে কেমন হয়?ঃ)
  • m | ০৫ মার্চ ২০১২ ২২:৩৮ | 50.82.180.165
  • পা দিয়ে সাপ সিঁড়ি খেলতে হলে আমি বোর্ড টা ধার দিতে পারি। একটা বড় বিছানার চাদরে সাপসিঁড়ি ছাপানো আছে। গুটি দুটো বড় লাল নীল পাইরেক্সের ঢাকনা নিয়ে নিলেই হবে- ছক্কাটা বাপু তোমরা জোগাড় করে নিও।
  • byaang | ০৫ মার্চ ২০১২ ২২:৩৭ | 122.172.194.216
  • আমি লুডোতে সব্বাইকে ওপেন চ্যালেঞ্জ দিলুম। হ্যায় কোয়ি মা কা লাল ইত্যাদি।
  • aka | ০৫ মার্চ ২০১২ ২২:৩৫ | 168.26.215.13
  • ওরেবাবা অংকে ভুল করলে, প্রথমে তো কনফিডেন্সই কনফিডেন্স, ভুল সে করতেই পারে না। আমি অংক পারি এই কথাও বিশ্বাস করে না। মা যদি বলে তাহলে বিশ্বাস করে কিন্তু শুরু হয় কান্না। তখন মনে হয় এর থেকে নিজে করে দেওয়া সহজ ছিল। ঃ(
  • m | ০৫ মার্চ ২০১২ ২২:৩৫ | 50.82.180.165
  • আজ্জো,বাড়িতে, আরভি তে যেকোনো জায়গায় বসে খেল্লেই হবে- যেখানে চাও। কতদিন বড়দের সঙ্গে লুডো খেলি নাঃ(

    তিমিঃ))

    অরণ্যদা, এবছর ঐ যে আজ্জো আর তিমির সঙ্গে আরভি ভ্রমণের প্ল্যানঃ)
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:৩৫ | 198.82.19.177
  • আকাদা যে ঠাকুর স্টাইলে পা-ই যথেষ্ট বলেনি সেটাই আশ্চর্যের। ঃ)
  • m | ০৫ মার্চ ২০১২ ২২:৩১ | 50.82.180.165
  • হাঃ হাঃহাঃ।
    টিনটিনের আবার সমস্যা হলো, পরাজয়টা সহজেই মেনে নেয়- অবশ্য কেউ চিটিং করেছে মনে হলে বালতি বালতি কান্না, শুয়ে পড়া,কথাবন্ধ, দাপাদাপি সবই একসাথে বা কোনো একটা হতেই পারে। লেখাপড়ার ক্ষেত্রেই একমাত্র এই নিয়ম খাটে না- অংকে ও কোনো ভুল কত্তেই পারে না,আর যদি বাবা সেটা বলে তাইলে সেইদিন বাড়িতে কুরুক্ষেত্র অনিবার্যঃ(
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:৩১ | 198.82.19.177
  • গজদন্তমিনারে বসা হেবি চাপ! অত শক্ত জায়গায় ঘন্টার পর ঘন্টা বসলে পাছুতে লাগবে। একটা গদিফদি দিও।
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:২৯ | 198.82.19.177
  • আরভিতে খেলবে না বাড়িতে? সেই বুঝে চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করবো।
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:২৯ | 198.82.19.177
  • কিন্তু অরণ্যদা লুডোতেও গোলে খেলবে? ইন্টারেস্টিং! ;-)
  • aka | ০৫ মার্চ ২০১২ ২২:২৮ | 168.26.215.13
  • টিমের জন্য আমার বাঁ হাতই যথেষ্ট।
  • aka | ০৫ মার্চ ২০১২ ২২:২৮ | 168.26.215.13
  • টিমকে লুডো খেলার সম্মুখ সমরে চ্যালেঞ্জ দিলাম।
  • Tim | ০৫ মার্চ ২০১২ ২২:২৭ | 198.82.19.177
  • মামী,
    লুডো থেকে রিটায়ার করবোনা। শচীনের মত, খেলেই যাবো খেলেই যাবো। আটষট্টি লাখ সিঙ্গলস আর পঁচাত্তর লাখ ডবলস ম্যাচ জেতার প্ল্যান আছে। আরো বছর তিরিশ খেলে গেলে হয়ে যাবে মনে হয়। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত