এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ০৯ মার্চ ২০১২ ১৭:৩৯ | 202.91.136.71
  • হেইচার থেকে এইরকম আটভাট মেল আমরাও পাই। দুনিয়ার সব দোকানের হেইচার সমান নিষ্পাপ ও বিস্ময় উদ্রেককারী।

    ঘুমোতে যাবার কেসটা একটু শুনি।
  • d | ০৯ মার্চ ২০১২ ১৭:৩৯ | 14.99.234.196
  • সে ওরা যা খুশী করুগ্গে। কিন্তু একটা ল্যাতপ্যাতে গোলাপ, কোনওই কাজের নয়। একগোছা না হলে ভুর্জি কি পকোড়া, কোনও পদই রাঁধা যাবে না।
  • d | ০৯ মার্চ ২০১২ ১৭:৩৫ | 14.99.234.196
  • ও তো আপিসে মাঝেমাঝেই বলে এই পরে এসো, সেই পরে এসো। আমি কোনওকালেও পরে যাই না, কিন্তু প্রচুর লোকজন পরে।
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৭:৩২ | 121.241.218.132
  • কিন্তু নারীদিবসে লাল-কালো শাড়ির ফরমান জারি করলো? আর সবাই সেটা সোনামুখ করে শুনলো! ক্ষীঃ মধ্যযুগীয়!
  • kc | ০৯ মার্চ ২০১২ ১৭:৩২ | 178.61.96.29
  • একটা ডাঁটাওয়ালা গোলাপের দাম পনেরো টাকা। একটার জায়গায় এক গোছা দিলে, কস্ট অ্যান্ড বাজেট টিমের বারোটা বেজে যাবে।
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:৩০ | 175.136.194.130
  • গোলাপ দিয়ে চা? গোলাপি চা? ঃ))

    আর পাপড়ি দিয়ে নাক ঝাড়া? পাপড়িস্যু? ঃ))
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:২৭ | 175.136.194.130
  • পাদ্রীর পরে যীশু এলেন বলে! ঃ-)
  • i | ০৯ মার্চ ২০১২ ১৭:২৬ | 124.171.11.72
  • দে, ছোটাই গোলাপের জানেই বা কি-কাঠখোট্টা পেটুক মনিষ্যি।তবে ভেজে খাওয়া চলে, চা বানানো চলে, কাঁটা দিয়ে ছোটাইএর চেয়েও দুষ্টজনকে খোঁচা দেওয়া চলে-তাপ্পর মনে কর পাপড়ি দিয়ে নাক ঝাড়াও চলতে পারে জলসর্দি হলে-
  • stoic | ০৯ মার্চ ২০১২ ১৭:২৫ | 160.103.2.224
  • প্রথমে দুঃখ, তাপ্পর নারীদিবস, তাপ্পর খাঁড়া ও তাপ্পর পাদ্রী। জল কদ্দুর গড়ায় দেখা যাক।
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৭:২৩ | 121.241.218.132
  • টেকনিক্যালি দুটোই এক জিনিস। শেপটা আলাদা হলেই বা।

    প্পন - নাঃ খোঁচা-টোচার দিন কব্বে পেরিয়ে এসেচি - তখন বাড়ির ছাতে কাক বসতো না।
  • d | ০৯ মার্চ ২০১২ ১৭:২৩ | 14.99.234.196
  • এসব পোশ্নের উত্তর জানি ন, জিগানোর টাইম ও নাই। তবে মাইরী, একটা ল্যাতপ্যাতে গোলাপ না দিয়ে একগোছা দিলে গোলাপের ভুর্জিটা আজ রাতেই করে ফেলতাম।

    আমাদের এইচ আর একবার দিনে অন্তত ৮-১০ ঘন্টা ঘুমানো উচিৎ এই মর্মে উপদেশ দিয়ে জবরদস্ত কেস খেয়ে গেছিল। হ্যা হ্যা, আমরা যা আনন্দ পেয়েছিলাম না ....
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:২১ | 175.136.194.130
  • নাহ! জমল না -
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:২১ | 175.136.194.130
  • দুগ্গার হাতের তরবারি আর কালীর হাতের খাঁড়া অনেকটা একই রকম - দুটৈ টিনের তৈরী। ঃ))
  • kallol | ০৯ মার্চ ২০১২ ১৭:২০ | 119.226.79.139
  • দ্রীপা
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:১৯ | 175.136.194.130
  • পাদ্রীর উল্টো কি হয়? কি হতে পারে? অপাদ্রী? নাকি না-পাদ্রী? ইসে -
  • de | ০৯ মার্চ ২০১২ ১৭:১৯ | 180.149.51.68
  • খাঁড়া আর তরবারী কি এক?

    সকল নারীদের জন্য আমার নারীদিবসের উপহার রেখে গেলুম -- এক্টা করে খাঁড়া !

    আর ছোটাই কে পোশ্ন -- ভেজে খাওয়া ছাড়া গোলাপের আর কি কি ব্যবহারিক উপয়োগ হ্যায়?
    আবার মিটিনে যাই :((
  • ppn | ০৯ মার্চ ২০১২ ১৭:১৮ | 202.91.136.71
  • খোঁচা মেরেছ? লাভ আর ক্ষী হল? সেই তো স্লিপে ধরা পড়লে! ঃ-)
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৭:১৭ | 121.241.218.132
  • নাঃ বরম পুরো উল্টো;-)
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:১৬ | 175.136.194.130
  • shola tha mackem slayer - শুনে ক্যামন বাফি দা ভ্যাম্পায়ার স্লেয়ার মনে পড়ছে। আপনি কি পাদ্রী?
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:১৪ | 175.136.194.130
  • হুঁঃ মরার ওপর খাঁড়ার ঘা!
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৭:১২ | 121.241.218.132
  • ল্লে! খাঁড়ার কথা কে যেন বল্ল?
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:১২ | 175.136.194.130
  • টিনের তরবারী তে কি আর সে ধার থাকে রে ফাগোল? শুধু খোঁচাই মারা যায় - মুন্ডু কাটা যায় না রে -
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:১০ | 175.136.194.130
  • নাহ্‌! গোলাপের কাঁটা দিয়ে কন্টকিত করার জন্য। ঃ))
  • i | ০৯ মার্চ ২০১২ ১৭:০৯ | 124.171.11.72
  • হুঁ।।তাই তরবারি তরবারি কোর্ছেন।
  • de | ০৯ মার্চ ২০১২ ১৭:০৮ | 180.149.51.68
  • শোলাবু আজ আপিসে আসার আগে খোঁচা খেয়েই এয়েচেন বোধ হচ্ছে ;)
  • i | ০৯ মার্চ ২০১২ ১৭:০৮ | 124.171.11.72
  • গোলাপ ক্যানো? ভেজে খাবার জন্য?
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:০৬ | 175.136.194.130
  • নব্য প্রজন্মের নারী - নতুন বোতলে পুরোনো মদ। ঃ))
  • de | ০৯ মার্চ ২০১২ ১৭:০৫ | 180.149.51.68
  • আমাদের ডাক্তারী উপদেশ দেওয়ার জন্য ভালো ডাক্তার্কে নেকচার দেওয়ার জন্য এনেছিলো --

    গত বার একটা ভালো জিনিস করেছিলো, ফ্রী তে ক্যানসারের প্রীলি চেক আপ! আমি অবশ্য সেখানেও অনুপস্থিত ছিলাম!
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:০৫ | 175.136.194.130
  • এঃ হেঃ এইচ আর তাইলে বিউটি স্যালোন খুলচে?
  • Jharh | ০৯ মার্চ ২০১২ ১৭:০৩ | 175.136.194.130
  • লাল কালো কেন? লাল পতাকা (বিপ্লব) - কালো পতাকা (প্রতিবাদ)?
  • d | ০৯ মার্চ ২০১২ ১৬:৫৯ | 14.96.37.253
  • আমাদের একবাক্স চক্কেত আর একটা গোলাপ দিয়েছে। লালকালো শাড়ী পরে আসতে বলেছিল। আর মেলবাক্স ভর্তি করে এইচ আরের থেকে বিউটি টিপস দিয়েছে। :-I
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৬:৫৩ | 121.241.218.132
  • এক্কেবারে ঠিক। কথাবার্তা পেয়ার-মুহব্বত কিছুতেই ভুলিবেন না। অন্তিমে তরবারি;-)
  • de | ০৯ মার্চ ২০১২ ১৬:৪৭ | 180.149.51.68
  • একখান হাচা কতা কইয়া যাই --

    নব্য প্রজন্মের নারীরা কেউই ভালোমানুষ নয়, মোট্টেও নয়!
  • kc | ০৯ মার্চ ২০১২ ১৬:৪৫ | 178.61.96.29
  • নব্য প্রজন্মের মধ্যে দে কে তাও একটু ভালমানুষ মনে হত। ও হরি এ যে এককাঠি বাড়া। খ্যাঙ্‌ড়া থেকে এক্কেরে খাঁড়ায় চলে গেছে।
  • Netai | ০৯ মার্চ ২০১২ ১৬:৪০ | 121.241.98.225
  • বলাই বাহুল্য ভালো হয়নি কবিতাটা। সেরা টা বলার জন্য বলা।
    নইলে এমনিতে বোতীনদার লেভেলে হয়েছে।
  • Netai | ০৯ মার্চ ২০১২ ১৬:৩৮ | 121.241.98.225
  • কবিতা বলতে মনে পড়ে গেলো।

    এই নিন কবি নেতাইয়ের আজকের সেরা কবিতা

    ছুটে ছুটে কোথা যাস, একটু দাঁড়া
    - পালা পালা, আসছে দেদি, হাতে খাঁড়া
  • de | ০৯ মার্চ ২০১২ ১৬:৩৫ | 203.197.30.4
  • কি বেকার অবস্থা -- অপ্পন আবাজ দিলো কিনা সেটাই বুইতে পাচ্চি না :((

    আইটি তে নারীদিবসের কি হাল?
  • Netai | ০৯ মার্চ ২০১২ ১৬:৩৪ | 121.241.98.225
  • যতদিন মানুষ ছিলাম, কোন অসুবিধা হয় নি।
    কবি হয়ে এই হয়েছে ঝামেলা।
    ডেডলাইন খুঁজে যাই
    পাই না।
  • Netai | ০৯ মার্চ ২০১২ ১৬:৩২ | 121.241.98.225
  • আমার ডেডলাইন কিছু নাই
    কবিতার ডেডলাইন হয়না
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৬:৩১ | 121.241.218.132
  • আমার আবার ডেডলাইন এক্ষটেন্ড হয়েছে বলে ল্যাদ খেয়ে গেছি। গত হপ্তায় হুড়হুড়িয়ে লিখছিলুম।
  • Netai | ০৯ মার্চ ২০১২ ১৬:২৯ | 121.241.98.225
  • ঃ))
  • ppn | ০৯ মার্চ ২০১২ ১৬:২৫ | 202.91.136.71
  • দেদি ইজ লাইক আওয়ার দিদি - নট অ্যান উয়োম্যান, বাট হিউম্যান।

    ;-)
  • de | ০৯ মার্চ ২০১২ ১৬:২৩ | 203.197.30.4
  • ডেকেছিলো -- আমার আবার আজগেই তিনখান পেপার সাবমিসনের ডেডলাইন -- অগত্যা !
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৬:২১ | 121.241.218.132
  • খাঁড়ার ভয়ে ডাকেনি কো;-)
  • de | ০৯ মার্চ ২০১২ ১৬:২০ | 203.197.30.4
  • নারীদিবসে কি ভনক সুবিদেবাদী অবস্থান দ্যাকো --

    ইদিকে আমাদের আপিসে ধুমধাম করে নারীদিবস পালন হলো, সক্কলে বেশ সেজেগুজে এলো, সকালে সেমিনার, দুপুরে ডিরেক্টর সব ওম্যান এমপ্লয়িদের লাঞ্চে নিয়ে গেলেন -- দুক্কের কথা আমি সেই একা পড়ে রইনু কাজ নিয়ে, যাওয়ার সময়ও হলো না :((
  • bb | ০৯ মার্চ ২০১২ ১৬:১৮ | 203.116.152.18
  • sacrificeটা দুজনকেই করতে হবে, শুধু একজন করলে কি হবে। career না পরিবার এইটা ঠিক করতে অনেক ধক লাগে অন্ততঃ আইটি ইন্ড্রাস্টিতে, অনেকেই এই ধন্দে পড়েছে।
    শমীক অযাচিত উপদেশ দিচ্ছি - বেশী বার চাকরি বদ্‌ল কিন্তু দীর্ঘমেয়াদের পক্ষে ভাল নয়। যদি সম্ভব হয় ম্যানেজ করে থাকার চেষ্টা করুন। এই সব দিক থেকে TCS ইত্যাদি অনেক ভাল - কিছু একটা রোল নিয়ে পড়ে থেকে পরে ম্যানেজ করা যায়।
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৬:১৫ | 121.241.218.132
  • সুচিত্রাকে বাইপাসের ধারে একটা কোথাও রাখা হয়েছে এই মর্মে একটা গুজব বেশ কিছুদিন ধরেই বাজারে ঘুরছিলো।
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৬:১৩ | 121.241.218.132
  • কি ভয়ানক উগ্রবাদী রে ভাই! মিস্টার দে নিগ্‌ঘাৎ বর্ম পরে থাকেন;-)
  • dd | ০৯ মার্চ ২০১২ ১৬:১২ | 110.234.159.216
  • সুচিত্রা মাহাতো সারেন্ডার করলেন। TOI দেখুন।
  • kc | ০৯ মার্চ ২০১২ ১৬:০৭ | 178.61.96.29
  • ইয়ে, তাইলে বলেই ফেলি, যা বুঝছি শ্যামলদা বেজায় ভালমানুষ, তা উনি আগের জন্মে ঠিক ক্ষী ধরণের তপস্যা করেছিলেন এই রকম একখান সরল, গোলগাল বউভাই পাবার নিমিত্ত, একটু জেনে এখেনে লিখে দেবেন? এজন্মের তো আর আশা নাই, পরজন্মের কাজটাই সেরে রাখি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত