এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ১২ মার্চ ২০১২ ১১:০৮ | 112.133.206.22
  • আমরা "বড়' দল কোথায় আর? ঃ(
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১১:০৩ | 121.241.218.132
  • প্রেডিকশন তো জানি। Mark Lawrenson বলেছে ২-১। তো সে ম্যানিউ-এর সাথেও অনেক কিছু বলেছিলো;-)

    নিউক্যাসলের অ্যাডভান্টেজ হল পাঁড় সমর্থকেও খুব বেশি কিছু আশা করে না, ড্র হলেও খুশি হবে। সীজনের শুরুতে গার্ডিয়ান এবং অন্য অনেক জায়গায় প্রেডিকশন ছিলো রেলিগেশন ক্যান্ডিডেট, বড়জোর মিড-টেবল। কিন্তু...

    চাপ তো "বড়' দলের;-)
  • de | ১২ মার্চ ২০১২ ১১:০২ | 203.197.30.4
  • মুম্বইতেও এটাই প্রবলেম, রাত্রের দিকে ঠান্ডা পড়ছে -- সকালে ঊঠে গলা কলাগাছ!

    টাইমসের এই খবরটা আজ ফার্স্ট পেজে, সেদিনের টেনশন আর পাবলিক রিয়াকশন মনে করেই মন খারাপ হয়ে গ্যালো :(((
  • siki | ১২ মার্চ ২০১২ ১০:৫৫ | 155.136.80.36
  • হ্যাঁ, কিস আর সেভ একই।
  • ppn | ১২ মার্চ ২০১২ ১০:৫৪ | 112.133.206.22
  • হ্যাঁ, ওই kiss লিখলে saveyoutube.com-এই ডাইরেক্ট করে।
  • de | ১২ মার্চ ২০১২ ১০:৫৪ | 203.197.30.4
  • থ্যাঁকু নেতাই আর সিকিকেও -- আপিসে বোধহয় এর কোনটাই হবে না! বাড়ি গিয়ে সব দেখবো!
  • ppn | ১২ মার্চ ২০১২ ১০:৫৩ | 112.133.206.22
  • ঘনঘন কোথায়? বছরে বারদুয়েক হয় মোটামুটি। লুরুর ওয়েদারে এর থেকে বেশি হয় না এটাই আশ্চর্যের।

    এইবার হবার কারণ হল ফ্যানের স্পিড বেশি করে শুয়েছিলাম শুক্কুরবার রাতে। গরমও ছিল সেদিন। ভোরের দিকে ঠাণ্ডা বসে গেছে গলায়। যখন উঠলাম গলায় ছুঁচ বিঁধে আছে, মাথায় অসহ্য যন্ত্রণা।
  • siki | ১২ মার্চ ২০১২ ১০:৫৩ | 155.136.80.36
  • এবং রিয়েল ডাউনলোডার বা ফাফ অ্যাডইন দিয়ে কেবল ইউটিউব নয়, দুনিয়ার যাবতীয় এমবেডেড ভিডিও ডাউনলোড করা যায়।
  • siki | ১২ মার্চ ২০১২ ১০:৫১ | 155.136.80.36
  • অজ্জিতের পরের হপ্তায় নাম হবে প্রত্যুৎপন্নমতিত্ব, আর এপ্রিলে নাম হবে কিংকর্তব্যবিমুঢ়। গুডফ্রাইডে নাগাদ নাম হবে মুড়ি-নারকোল।
  • siki | ১২ মার্চ ২০১২ ১০:৫০ | 155.136.80.36
  • অজ্জিত বলেই দেসে। ঃ-)
  • siki | ১২ মার্চ ২০১২ ১০:৪৯ | 155.136.80.36
  • ইউটিউব থেকে ডাউনলোডাবার আরো সহজ উপায়।

    ইউআরেলে youtube কথাটার ঠিক আগে একটা চুমু খেয়ে দিন। kissyoutube। বাকিটা আগেপিছে একই থাকবে। তারপরে ডাউনলোড করুন।

    আরেকটা সহজ উপায়, আমি যেটা ইউজ করি। রিয়েল প্লেয়ার উইথ রিয়েল ডাউনলোডার। ভিডিওর ওপরে মাউস নিয়ে গেলেই Save Video As বলে অপশন পপ-আপ আসে।
  • de | ১২ মার্চ ২০১২ ১০:৪৯ | 203.197.30.4
  • এ হপ্তায় বেন? তা ভালো, থাংকু বেন্বাবু!
  • Netai | ১২ মার্চ ২০১২ ১০:৪৭ | 121.241.98.225
  • ইউটিউব থেকে ডাউনলোডাবার উপায়-
    ইন্টারনেট এক্ষপ্লোরর হলে অন্য সাইটের সাহায্য লাগে (যেমন keepvid.com)
    মোজিলা থাকলে সহজ। flashgot বা আরো অন্য addon পাওয়া যায়। ইঊটিউব থেকে সরাসরি ডাউনলোড করা যায়।
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১০:৪৭ | 121.241.218.132
  • ফাফ হলে ইউটিউব ডাউনলোডার প্লাগইন আছে। বা ইউআরএল-এ youtube-এর আগে kiss লিখে দ্যান।
  • de | ১২ মার্চ ২০১২ ১০:৪৭ | 203.197.30.4
  • থ্যাংকু, অপ্পন!
  • de | ১২ মার্চ ২০১২ ১০:৪৭ | 203.197.30.4
  • অপ্পন, সুস্থ হও তাড়াতাড়ি! এতো ঘনঘন জ্বর হয় ক্যান তোমার? ডাক্তার দেখাও!
  • ppn | ১২ মার্চ ২০১২ ১০:৪৬ | 112.133.206.22
  • এইটা দিয়ে আমি নামাই।

    http://saveyoutube.com/
  • de | ১২ মার্চ ২০১২ ১০:৪৪ | 203.197.30.4
  • সিকি, উতুবে ডাউনলোডায় ক্যামনে? হেল্পাও!
  • ppn | ১২ মার্চ ২০১২ ১০:৪৪ | 112.133.206.22
  • না আপিস যাইনি। বাড়ি থেকেই কাজ করলাম। তবে ছুটি তো কাটা যাবেই।
  • Bratin | ১২ মার্চ ২০১২ ১০:২৫ | 14.99.55.227
  • আজকে আর আপিস যেও না। ২/১ টা কাজ করে বাংলা রেস্ট নাও। আর বৌ কে সেবা করার সুযোগ করে দাও। তিনি ও খুশী ,তুমি ও খুশী। তোমাদের ম্যানেজমেন্টেত ভাশায় যাকে বলে ' উইন উইন সিট্যুয়েশন ঃ-))
  • Bratin | ১২ মার্চ ২০১২ ১০:১৯ | 14.99.55.227
  • ওকে। চাপ নিয়ে । ধীরে সুস্থে কলিও। ঃ-))
  • ppn | ১২ মার্চ ২০১২ ১০:১৮ | 112.133.206.22
  • বোতিন, সরি বস। কাল ডাক্তারের কাছে ছিলাম। এখনো জ্বর আছে। আপিসের কিছু কাজ নামিয়েই তোমাকে ফোনাচ্ছি।
  • pi | ১২ মার্চ ২০১২ ১০:১৬ | 72.83.76.34
  • জুঃ সিঃ জেঃ এখন আছেন কেমন ?
  • Bratin | ১২ মার্চ ২০১২ ১০:০৪ | 14.99.55.227
  • কিন্তু অপ্পন বলে ছোকরা টিকে যখন ই ফোন করি সে তোলে না কেন? এক বার কলিও বস। দরকার আছে।
  • ppn | ১২ মার্চ ২০১২ ০৯:৫০ | 112.133.206.22
  • সবাই সুযোগের অপেক্ষায় আছে।
  • Lama | ১২ মার্চ ২০১২ ০৮:৫৫ | 117.194.234.232
  • আছে। কোথাও যায় নি।

    রাতের সব তারাই আছে দিনের অলোর গভীরে ঃ)
  • Bratin | ১২ মার্চ ২০১২ ০৮:২৬ | 14.96.173.47
  • লোক জন গেল কই?
  • Anupam Das Sharma | ১১ মার্চ ২০১২ ২২:৪৪ | 115.241.75.4
  • ভরা সিঁথি..............
    --অনুপম দাশশর্মা
    ===============

    ভালো আছো, নন্দিনী............
    অনেক বসন্তের মেদ আজ শরীরে থিতু
    তবুও এই ফাগবেলায় আবীরে উজ্জল তোমার পেটেন্ট সিঁথি।
    ঠিক এমনই বসন্তের মুগ্‌ধ দিনে
    কলেজ ব্যলকনি ছিল স্বস্তির খনি,
    দুই হাতের মুঠোয় রক্তিম আবেগ
    তোমার ননীগলা ত্বকে একরাশ ভালবাসা হয়ে ঝড়ত
    চোখের আমন্ত্রণে তৃপ্ত করতে রক্তিম সিঁথিতে।

    মনে আছে নন্দিনী, কলেজের প্রথম দিন
    শরীর ছোঁয়া মত্ততা স্বীকৃতি পেল-
    আলো আঁধারির ঘেরাটোপে, অবাধে।
    অথচ আমার পাকা জমির অপেক্ষায় নারাজ বাস্তববোধ
    অস্বস্তিকাঁটায় ভরে দিল হঠাৎ বাসাবদলে।

    আজ যখন স্থুলতা মন-গবাক্ষে ঘন হয়েছে
    একা থাকার দলিল কার্যকরি বহু বছর,
    চেতন কন্দরে ঘুমিয়ে থাকা অতৃপ্ত ইচ্ছে
    টেনে নিয়ে গেল সেই বাড়ির শ্যাওলা ছাদে,
    মুহূর্তের জন্য অপলক বিস্ময় স্থবির।

    কাচ পর্দায় কালি পড়া চোখ আবার ঝলসাল,
    ঝাপসা হয়ে আসা আমার ভিক্ষুক চোখ
    জলের পর্দায় ভিড়ে যায় তোমার সিঁথিতে,
    এক মুঠো আবীর তখনো আমার
    হাতের মুঠোয় কাঁপছে থরথরিয়ে..!
  • Bratin | ১১ মার্চ ২০১২ ২১:৫৫ | 14.99.60.193
  • কিকি , কাহানী দেখলে নাকি? আমাকে আরো ২-৩ জন জানিয়েছেঃ জাস্ট ফাটাফাটি। কবে দেখা যায় সেটাই ভাবছি।
  • Anupam Das Sharma | ১১ মার্চ ২০১২ ২০:৩৭ | 101.63.201.249
  • .ঘ্যাচাং করে ব্রেক কষল ঋষি। মেয়েটা বনেটের উপর হাত রেখে সামলাল। ক্রশিং পোষ্টের মাইক্র স্পীকার গাইছে...."যদি তারে নাই চিনি গো চিনি"....... ঋষি এক মুহূর্ত ভাবলো, তারপর ধরাম শব্দে গাড়ির বাইরে, মেয়েটির মুখোমুখি। হেডলাইটের ঝাঁঝালো আলোতেও মুখ বিচ্যুতিহীন। হাতের চাপে ঠেলে সিধে হতেই টালমাটাল। ঋষি চট করে ধরে ফেলতে ঝড়ান ঝাঁকুনি মেয়েটির..'ছাড়ো..'
    ..............................

    ঋষির চোখ দ্রুত জরীপ করল ... 'এত রাতে..কোন মোচ্ছবে? না বেরোলে চলছিল না?" .."শাট আপ। আমার খুশী"..কপালে এসে পড়া চুল পিছনে পালাল।... ... টাইট আকাশি জিনস আর পিংক টপ, কোন গয়না, সাজগোজ নেই। .... ."হুম। তা মরতে আমার গাড়িটাই ভাল লাগল?" -ঋষির চোয়াল একটু শক্ত।

    মেয়েটি এবার হো হো করে হেসে উঠল, 'বিলীভ মী..আজ প্রথম...জাস্ট ফান করতে গিয়ে....ওরা কোথায় যে গায়েব হয়ে গেল....'

    "ওরা ! রাফ গাইস"

    "ডোন্ট সে সাচ...অল আর ক্লোজড টু মী"

    "ইজ ইট সো? ও কে.. তা কিসের ফান্টা মারতে গেছিলে?"..

    মেয়েটি এবার ঋষির কনুই ধরে দাঁড়াতে চেষ্টা করল।..."গুড নেম?" -ঋষি।..."পিংকি"..দ্রুত গাড়িতে বসে পড়ল সামলান পায়ে।.."আঃ"..
    ....................................

    কথাটা পেরেছিল সোহম।..'নাহ..আজ শালা একটু ঢালবৈ'

    "সামলাতে পারবি না। বকোয়াস রাখ"...শ্রেয়া বলেছিল।

    "হি হি..তোদের ও খাওয়াবো"......পিংকি রেগে গেল.."বেশি বাড়িস না.."

    সোহমের কপালে ছোট রেখার আভাস।.."তোরা সেলিব্রেসিনের কিস্যু বুঝিসনা"

    শ্রেয়ার একটু আলতো রাগ।.." এতবছর বাদে একটা বদল। ভাল কথা। তা বলে এতটা...."

    "এতটা?...বোগাস। একটা এরার শেষ। হ্যাভক চেঞ্জ। ফ্রেস বেঙ্গল...আর তোরা..." সোহম আরো কঠিন।

    "ও কে.... ও কে। যা খুশী কর।".. পিংকি কুল।
    ........................................

    "নিবাস কোথায়?"..ঋষি হেডলাইট নেবাল। সিগারেট মুখে লাল ইঙ্গিত। পিংকি চোখ বোজা....এলান ঘাড়।.."এখান থেকে প্রায় এক কিলোমিটার।"............."হোয়্যার অল গাইজ? তোমায় একা ছেড়ে দিল।" - ঋষির চাহনিতে মৃদু হাসি।

    পিংকি সিধে হয়ে বসল। "আমি ওদের ছেড়ে এসেছি.."

    "অ...বেশ বেশ..." চিলতে হাসি দিব্যি খেলছে ঋষির সারা মুখে।

    সহমতেই এককাট্টা সবাই। একসাথেই বেরোল। তিনজনের মুখেই খুশীর সুবাস। এতদিনের মেশামেশি। উপরোধে ঢেঁকি গিলতেই হয়।

    কোনদিন যাঁর ঠোঁট এক কাপ চায়ের স্পর্শ পায়নি সেই উষ্ণ মরুভুমি মাদল তরলে জড়ালো পিংকির শরীর। শ্রেয়া অভ্যস্ত।

    কচি কচি সবুজ ঘাস এখন স্পর্শকাতর। কমলা চাদরে উদ্দিপ্ত চরাচর। আধফালি চাঁদকে এক খামচা সাদা মেঘ ঢেকে দিয়ে আলো আঁধারির মাদারীর খেলায় সাঁঝ সুন্দরী। সোহম শ্রেয়ার কানের কাছে ঠোঁট আনলো। শ্রেয়া উচ্ছল।
    .....................................

    ঋষির চোখ এবার পিংকির চোখে। আকাশের ফালি মেঘ সরতেই ধবল মায়ায় পথঘাট।- "ছেলেটা কদ্দুর এগিয়েছিল?"

    পিংকি তড়াক করে সিধে,.."শুয়োরের বাচ্চা"

    ঋষি হেসে ফেলল,.."হা হা..বুঝতে এতটা সময় লাগে !"

    "শাল্লা ! ভেতরে ভেতরে এতটা পরিবর্তন"....
    ............................................

    ওরা তিনমূর্তি লেকের ধার ঘেসে বাঁধান ইটের সরু পথ ধরে হাঁটছিল। টলোমলো তিনজোড়া পা। শ্রেয়া মাঝে মাঝেই থমকে যাচ্ছিল।

    "বড্ড বেশি টেনেছি রে...তোরা এগিয়ে যা.... আসছি।"..-শ্রেয়ার কোমরে হাত।... 'শিট... থাক দাঁড়িয়ে..চল পিংকি.." সোহম পিংকির হাত ধরলো। খানিকটা এগতে রাস্তা বন্ধ মাটি ফেলাতে। ধরা হাতে সোহম ঘাসের পথে পা বাড়াল।

    ..............................................

    ঋষি এবার লাইটার জ্বালালো। স্পস্ট হল পিংকির ফরসা গালে নখের আঁচড়। বাঁ হাতের কনুইয়ের নীচে কালসিটে।

    "তাহলে পরিবর্তনের ফলটা তেতৈ বেরলো!"..ঋষি নির্লিপ্ত।

    "সোহম আমার স্কুল ফ্রেন্ড। কত আসাযাওয়া বাড়িতে। কি করে...."..পিংকির গলা ধরা। চোখের কোল চিকচিকে।."একটা চেঞ্জ এত নিচে নামাল...."

    ঋষি এবার ঘুরে সিধে হল। গাড়ির হেডলাইট অন এখন। .."পিংকি, তোমার সেল টা অন করো। " গাড়ি স্টার্টেড।

    .
  • puuh bhaah | ১১ মার্চ ২০১২ ২০:২৬ | 112.79.36.85
  • ভদিদা আচো?এই আইপিপাইপির গোধুলির প্রতি চিয়ার্স জানিয়ে চাকতি খেলা শুরু হোক
  • siki | ১১ মার্চ ২০১২ ১৪:২৪ | 122.177.11.185
  • গুড ওয়ান। ডাউনলোডিয়ে নিই রিমুভ করে দেবার আগেই।

    মন্দ নয় প্রিন্টটা।
  • Asmita | ১১ মার্চ ২০১২ ১৪:০০ | 50.45.135.142
  • কাহানী ঃ

  • siki | ১১ মার্চ ২০১২ ১২:৩৪ | 122.177.11.185
  • ক্ষী অবোস্তা! ব্যায়লার সিনিমাহলের শো টাইমিং জানাচ্ছে আম্রিগাপ্রবাসী মশা।
  • kiki | ১১ মার্চ ২০১২ ০৯:৪৭ | 59.93.243.182
  • পাই ,
    থেঙ্কু ঃ)
  • pi | ১১ মার্চ ২০১২ ০৯:২৯ | 72.83.76.34
  • অশোকায়।
    ২।০০ , ৬।৩০, ৮।৩০।

    কাকু জানালেন।
  • kiki | ১১ মার্চ ২০১২ ০৯:১২ | 59.93.243.182
  • হিঁক!

    ব্যায়লায় কোথায় কখন কাহানী চলছে এনিবডি নোস? তালে আমায় জানানো হোক।থেঙ্কু।
  • Du | ১১ মার্চ ২০১২ ০৮:১২ | 117.194.194.76
  • ভাগ্যে সাদানীল করে তোলার আগে শ্যুটিং সেরে নিয়েছে !
  • achintyarup | ১১ মার্চ ২০১২ ০৪:১৪ | 59.93.242.103
  • আমি নয়নে বসন বাঁধিয়া, মিছে আঁধারে মরি গো কাঁদিয়া
  • nk | ১১ মার্চ ২০১২ ০০:৫৪ | 151.141.84.239
  • এদিকে দ্যাখা যাক এই জীবনানন্দীয় ঠেলায় আমার ঐ "নিখিলের সাদা চাতকের.... মহাপৃথিবীর অনুরাগে" র কোনো হিল্লে পাওয়া যায় নাকি। খুবই দরকার। দুখে, শুনছেন?
  • nk | ১১ মার্চ ২০১২ ০০:৪৯ | 151.141.84.239
  • যাক নিশ্চিন্ত। লিখুন। ঃ-)
  • saikat | ১১ মার্চ ২০১২ ০০:৪৭ | 116.203.187.121
  • এটা আগেও কোথাও লিখেছিলাম যে জীবনানন্দের কলকাতা শহরকেন্দ্রিক কবিতাগুলো আমার বিশেষ পছন্দের। এ জন্য নয় যে ঐ সব কবিতায় কলকাতা শহরের একটা ছবি বা প্রতিফলন পাওয়া যায়, এ জন্য যে লেখাগুলোতে কলকাতা শহরটা "অন্য" কিছু একটা হয়ে ওঠে, যা "বাস্তবের" শহরের থেকে আলাদা, শুধুমাত্র কবিতাগুলোর পটভূমিকাই নয় শহরটা। এই সিনেমাটাতে কলকাতা শহরের যত ছবি, যত মন্তাজ, যত দৃশ্য - ভোরের ফাঁকা রাস্তার কলকাতা, দিনের ঠেলাঠেলিময় কলকাতা, নোনাপুকুর ট্রাম ডিপোর কলকাতা, পুরোনো প্রায় ভেঙে পড়া বাড়ীর কলকাতা, কুমোরটুলির কলকাতা, রাতের লোকচলাচলহীন রাস্তার কলকাতা, আলোকিত ব্রীজের কলকাতা, ট্রামঘন্টির কলকাতা, দুর্গাপুজোর সময়ের কলকাতা - এইসব দেখতে দেখতে মনে হয় আমি আমার "বাস্তবের" চোখ দিয়ে যে শহরটাকে দেখি, সেটাই সত্যি নাকি এই ভাবে সিনেমার পর্দায় "বানিয়ে" তোলা যে কলকাতা সেটাই সত্যি? একটা ধন্দ থেকেই যায়, শহরটা একটা জটিল চরিত্র হয়ে ওঠে, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা একটা গানে এই ধন্দের দিকে ইঙ্গিত করা আছে ! সিনেমাটা এইরকম এক ধন্দ নিয়েই, চরিত্রগুলোর মধ্যে দিয়ে গল্পটাকে যেভাবে দেখছি সেটাই সত্যি নাকি আরও কিছু আছে, ইঙ্গিতে সেটা প্রথম থেকে বলা হতে থাকলেও, যেটা পুরো মাত্রায় স্পষ্ট হয়ে ওঠে শেষে গিয়ে আর তখন দর্শকদের কিছু করার থাকে না, সিনেমাটার সাথে যুক্ত সকলকে এনকোর দেওয়া ছাড়া !
  • nk | ১১ মার্চ ২০১২ ০০:২০ | 151.141.84.239
  • শিগগীর রিভ্যু লিখুন, ঘোরটা থাকতে থাকতে। পিলিজ। ইহা নিশিকান্তের প্রার্থনা। ঃ-)
  • saikat | ১০ মার্চ ২০১২ ২৩:৪২ | 116.203.188.226
  • রিভ্যু? বেশ একটা ঘোরের মধ্যে আছি।
  • b | ১০ মার্চ ২০১২ ২২:১৯ | 112.79.36.7
  • সী ? জর ক বে থে কে?
  • pi | ১০ মার্চ ২০১২ ২২:১৭ | 72.83.76.34
  • জুঃ সিঃ জেঃ তাড়াতাড়ি ভাল হয়ে উঠুন ! ঃ)
  • pi | ১০ মার্চ ২০১২ ২১:৫৮ | 72.83.76.34
  • সেদিন আরো ক'জন কহানী নিয়ে প্রচণ্ডরকম রেকো করলো। সইকতদা, একটা রিভ্যু হোক না।
  • pi | ১০ মার্চ ২০১২ ২১:৫০ | 72.83.76.34
  • তারপর, আরো ক্রসচেক করতে গিয়ে তো আরো ধাঁধায় পড়েছি। এই যেমন বিটি কটন থেকে যেসব পোকামাকড়রা দূরে থাকতো, তারা এখন ঐ বিটি টক্সিনে রেসিস্ট্যান্স তৈরি করে ফেলছে। মানে, যার জন্য এত কাণ্ড করে, 'মডিফিকেশন', সেটাই ভোগে যেতে চলেছে। আর এটা শুধু পেপার লিখিয়েরাই পাবলিশ করেননি, মনসান্তোও বলছে।

    এই খবর টবর গুলো স্কিপ করে গেলে অবিশ্যি নির্ভেজাল মোহ ব লিখে ফেলা যায় ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত