এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • saikat | ১০ মার্চ ২০১২ ২১:৪৭ | 116.203.189.122
  • কহানীটা তুখোড় হয়েছে। যারা দেখেননি, সঙ্কÄর দেখে নিন। ক"দিন আগে বাইশে শ্রাবণ দেখেছিলাম, থ্রিলার, এটাও থ্রিলার, দুটোই কলক্কাতায়, কিন্তু এটা জাস্ট অসা।
  • siki | ১০ মার্চ ২০১২ ২১:০৭ | 122.177.11.185
  • ওক্কে।

    আপাতত পৌনে দশটার শো-তে কহানি দেখতে যাচ্ছি। গেঁড়ি বিকেলের শো দেখে এসে জানাল নাকি ফাটাফাটি হয়েছে। মাস্ট সী।
  • ppn | ১০ মার্চ ২০১২ ২০:২৯ | 112.133.206.22
  • সিকি থ্যাংকু। একটু সুস্থ হয়ে তোমাকে মেল করব একটা। কাজের মেল।
  • siki | ১০ মার্চ ২০১২ ২০:২৭ | 122.177.11.185
  • গেট ওয়েল সুন, অপ্পন।

    শ্রীসেন্নাইতে যদি ইন্টারনেট না থাগতো তা হলে ক্ষী হত? ক্ষী?
  • ppn | ১০ মার্চ ২০১২ ২০:২৪ | 112.133.206.22
  • বি বোতিন নাকি?

    সরি মাইট, তোমার ফোন যখন এসেছিল তখন আচ্ছন্ন হয়ে ছিলাম। একটু আগে থার্মোমিটার লাগিয়ে দেখলাম ১০৩। ঃ((
  • b | ১০ মার্চ ২০১২ ২০:২০ | 112.79.36.7
  • হমম।
  • de | ১০ মার্চ ২০১২ ২০:১৮ | 120.62.170.88
  • যদি শ্রীসেন্নাই না থাকতো তবে ডিডিদাকবিকে কি চিনতো লোকে?

    সেন্নাইকে ধন্যবাদ রস্ম আর কারিপাতার চাপে ডিডিদার কাব্যপ্রতিভার বিচ্ছুরণের জন্যি!
  • de | ১০ মার্চ ২০১২ ২০:১৫ | 120.62.170.88
  • অনেক পিছিয়ে পড়ে ছোটাই-কে --

    গোলাপের ব্যবহারিক উপয়োগ পড়ে খুব হাসলাম ঃ))
  • pi | ১০ মার্চ ২০১২ ১৯:১৫ | 72.83.76.34
  • ক্রসচেক করেই তো ধাঁধায় পড়েছি। ঐ থিয়োরীর কিস্ত্য বুঝি নাই ঃ(
  • siki | ১০ মার্চ ২০১২ ১৯:১২ | 122.177.11.185
  • ক্রসচেক না কল্লে তো ধাঁধায় পড়তে হবেই। ক্রসচেক করে নাও।
  • pi | ১০ মার্চ ২০১২ ১৮:২০ | 72.83.76.34
  • কিন্তু ঐ টইতে ই কোলাই ইনফেকশনের আর জি এম ফুডের থিয়োরী দেখে ইস্তক আমি এম্নি ধাঁধায় পড়ে আছি ! ঃ(
  • achintyarup | ১০ মার্চ ২০১২ ১৭:৫৭ | 141.0.10.208
  • হা রাম...
  • dd | ১০ মার্চ ২০১২ ১৬:৩৯ | 110.234.159.216
  • তাইলে তো ধাঁধা মিলেই গ্যালো।

    এখন কোন কাপুরুষ রামের নিন্দা করে করুক।

    আমারো শনিবারের মেয়াদ শেষ হয়ে এলো প্রায়। কতোদিন,আর কতোদিন। বলো মা।
  • kc | ১০ মার্চ ২০১২ ১৬:৩০ | 178.61.96.29
  • ডিডিসাহেব, অনেক ভেবে দ্যাখলাম, রাম ক্ষিন্তু চলবো। রামকে কি হাতে ধত্তে পেরেছেন? পারেননি থো? ধত্তে গেলে হয় হয় বাটি / গেলাস বা বোতোল এরম কিছুর মধ্যে ধরেছেন, মানে অন্য কিছু একটা আধার লাগছে। তা এরম জিনিস চলবো।
  • dd | ১০ মার্চ ২০১২ ১৫:৫৭ | 110.234.159.216
  • ভাই কেসি।
    তুমি তাইলে রামের কথাটি পর্যন্ত্য কইতে দেবে না।

    ধরা ছোঁয়া যাবে না কিন্তু খালি প্রসংশার করতে পারবো ? এ কেমন হেঁয়ালি? হহপাপ্রে হতে পারে? নিজের ছায়া হতে পারে - ভেরী ফেইথফুল।

    নাঃ, তেমন আর কিছু খ্যাল হচ্ছে না তো।
  • kc | ১০ মার্চ ২০১২ ১৫:২৩ | 178.61.96.29
  • হ্যাঁ হ্যাঁ ইলিশ বাদ। যাবতীয় খাদ্য বাদ, যাবতীয় বাদ্য!! সেও বাদ। এমন কিছু যাকে ধরাছোঁয়া কিছুই যাবেনা। শুধু প্রশংসা।
  • achintyarup | ১০ মার্চ ২০১২ ১৫:২০ | 141.0.11.68
  • পাশবালিশ?
  • dd | ১০ মার্চ ২০১২ ১৫:১৫ | 110.234.159.216
  • ইলিশ বাদ্দিয়ে ?
  • kc | ১০ মার্চ ২০১২ ১৫:১৩ | 178.61.96.29
  • জ্জিও!! ক্ষিন্তু আমরা তো গুচ তে ভাটাই, আমরা যাকে বলে একটু হটকে। তাই আমরা একটু অন্যরকম কত্তেই পারি। এরকম হয়না? আমরা এই হাওয়াকলের উল্টোদিকে গিয়ে এমন কিছু একটা নিয়ে আসি যা নিয়ে আমরা একদম গদগদ ভাবে প্রশংসা, আমাদের লাল (জিহ্বার) ঝোল ফেলে একদম উচ্ছুগ্গু করে দোব। নাই কি এমন জিনিস? আছে। অবশ্যই আছে। ক্ষিন্তু ক্ষী সেই চীজ? আসুন বার করি আর প্রশংসায় পঞ্চমুখ হই।
  • dd | ১০ মার্চ ২০১২ ১৫:০৬ | 110.234.159.216
  • এটা আমার থিওরী,আমার থিওরী। শুনুন,শুনুন।

    জানেন, জীবনে একটা রাক্ষস চাই, একটা হাওয়াকল। যদ্দিন বুশদা ছিলেন তদ্দিন আম্রিগা সেই হাওয়াকলের একটা প্রায় চিরস্থায়ী বন্দোবস্থ করে ফেলেছিলো। ওবামা আসায় পুরোটা ঘেঁটে গেলো।

    বিটি কটন,মনসান্টো এখন ক্লোজড। হিমঘুমে গ্লোবাল ওয়ার্মিং, মরে গেছে সোয়াইন ফ্লু,বার্ড ফ্লু।

    ও গো, মোমবাতিরা নিভৃতে কাঁদে।

    এই সুস্থির ন্যাকাকাত্তিক জীবনে চাই বিদ্রোহবিলাস। তাই ক্ষ্যাপা খুঁজে ফিরে ঢিল ছোঁড়ার চাঁদমারী।

    আমারে নিয়ে ভাববেন না। মেরা পাস রসম হ্যায়।
  • lcm | ১০ মার্চ ২০১২ ১৫:০৪ | 69.236.169.221
  • গাল দিলে যদি সুবিধাবাদ প্রতিষ্ঠা পায় তো ঠিক আছে।

    দেখো, অনেক "বাদ' হল, সমাজবাদ, মার্ক্সবাদ, সাম্যবাদ... লোকে টানতে পারে না, ক্লান্ত হয়ে পরে। ভোগবাদ ও বোরিং হয়ে যায়। এমনকি একটানা প্রতিবাদ ও ক্লান্তির কারণ হতে পারে। এমন কি বিবাদ ও বেশীক্ষণ পোষায় না। অনুবাদ বা সংবাদ হল টেম্পোরারি রিলিফ।
    আছে এক এই সুবিধাবাদ - এতে কখনই ক্লান্তি আসে না।
  • kc | ১০ মার্চ ২০১২ ১৪:৫৫ | 178.61.96.29
  • ক্ষি কন্‌ফুশন, আগে লোকে অ্যামেরিকাকে গাল দিত। সুবিধা হলনা। এখন শুরু করেছে অ্যামেরিকানদের বা নব্য অ্যামেরিকান বা উড বি অ্যামেরিকানদের গাল দেওয়া, এতেও সুবিধা হবেনা।
  • dukhe | ১০ মার্চ ২০১২ ১৪:৫৩ | 117.194.228.25
  • রসমের রসে টইটম্বুর ।
  • lcm | ১০ মার্চ ২০১২ ১৪:৪৯ | 69.236.169.221
  • শুধু রসম্‌, সাথে কারিপাতার চমৎকারি।
  • kc | ১০ মার্চ ২০১২ ১৪:৪১ | 178.61.96.29
  • শ্রী সেন্নাইয়ের রসমের গুন আছে বলতেই হবে। নইলে ক্ষবে আর ডিডি কে এমন ফর্মে দেখেছেন ক্ষেউ? জানেন? বলতে ফারবেন?
  • lcm | ১০ মার্চ ২০১২ ১৪:৩৯ | 69.236.169.221
  • হাতে এক টুকরো আধ-খাওয়া নতুন গুড়ের পাটালির টুকরো থাকলে, সেটা শেষ করা যাবে তো?
  • dd | ১০ মার্চ ২০১২ ১৪:৩২ | 110.234.159.216
  • ধরুন কোনো এলিয়েনের সাথে আপনার আচমকা মুলাকাত হোলো।
    জেনে রাখুন, ভয় পাবেন না, ভয় দেখাবেন ও না। টাকা পয়সা,ওয়ালেট,গয়না এইসব সামলানোর বা লোকাবার কোনো দরকার নেই।

    কথা বার্ত্তা বেশী না ইউজ করে অংক ব্যবহার করুন - অ্যাজ এ ল্যাংগুয়েজ। বডি ল্যাংগুয়েজ যথাযথ হওয়া দরকার। খামোখাই দাঁত ক্যালাবেন না। দুরের জিনিস আঙুল নেড়ে দেখাবেন না। মাথা নেড়ে না বললে সে কি বুঝবে মশাই?

    ভদ্র সংযত ও বিনয়ী হোন।

    একটা সাইটে গিয়ে এইসব জানতে পারলাম। মনে হোলো এইসব গুরুত্বপুর্ন তথ্য আপনাদেরও জানাটা জরুরী।
  • lcm | ১০ মার্চ ২০১২ ১৪:৩২ | 69.236.169.221
  • ঃ-)
  • achintyarup | ১০ মার্চ ২০১২ ১৪:২৯ | 141.0.10.95
  • সাপে বর
  • lcm | ১০ মার্চ ২০১২ ১৪:১৫ | 69.236.169.221
  • সেই সাপ কি আর আছে। আর দ্যাখেন গিয়া সাজানো সাপ কিনা। চক্রান্তকারী পেলাস্টিকের সাপ হইতেই পারে।
  • dd | ১০ মার্চ ২০১২ ১৪:০০ | 110.234.159.216
  • সুচিত্রা মাহাতো দিন দশেক আগেই বিয়ে করেছেন প্রবীরকে।
    প্রবীরের প্রথম স্ত্রী সাপের কামড়ে মারা গেছেন মাস খানেক হোলো।

    সাপটিকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছে ? কেউ জানেন ?
  • dd | ১০ মার্চ ২০১২ ১৩:৪৩ | 110.234.159.216
  • পাকিস্তানের আই এস আইএর মাথা হয়েছেন জাহিরুল ইসলাম। উনি কিন্তু লতায় পাতায় শারুখ খানের আত্মীয়। জান্তেন?

    আর সূর্য্যে প্রচন্ড ঝড় বইছে। আকাশ রেডিয়েশনে টইটুম্বুর।

    একটা পুরোনো চিঠি পড়ে জানা গেলো টাইটানিকের ক্যাপ্টেন নাকি মদ খেয়েছিলেন।
  • lcm | ১০ মার্চ ২০১২ ১৩:১৮ | 69.236.169.221
  • ধারালো দাঁত
    সাম্রাজ্যবাদী হাত,
    খোলা দরোজা
    ভেতরে তরজা,
    ছ্যবড়ানো উইকএন্ড
    একগাদা এর‌্যান্ড,
    শুনশান ভাটপাতা,
    কারি কারি কারিপাতা।
  • dd | ১০ মার্চ ২০১২ ১২:২৬ | 110.234.159.216
  • কিন্তু এইসব ধারালো দাঁত থেকে
    কোনোই বাঁচোয়া নেই ভবিষ্যের
    লাইক না করলে তো দরোজা খোলা আছে
    দেয়ারফোর খে নাও এ হবিষ্যি

    এমনি ভোঁতাময় থ্যাবড়া দিনকাল
    ছিবড়ে যাওয়া যতেক উইকএন্ড
    ইচ্ছে করে, থাগ্গে আর নাই বা কইলাম
    কিন্তু কি করে টিঁকে থাকে মনুষ্যে ?
  • lcm | ১০ মার্চ ২০১২ ১১:৩২ | 69.236.169.221
  • গজদন্তে উঁকি মারে কারিপাতা,
    তর্জনীর নখের কোনে ক্ষুদ্রাতিক্ষুদ্র কারিপাতা,
    আংটির ফাঁকে আটকে একটা পাতি কারিপাতা
    আঁখিপল্লবে লুকিয়ে আছে সূক্ষ্ম কারিপাতা
    ডিডিদাদা চারিদিকে দ্যাখে কারি কারি পাতা।
  • kiki | ১০ মার্চ ২০১২ ১১:২৪ | 59.93.200.187
  • ওয়া! কেয়া বাত!
  • dd | ১০ মার্চ ২০১২ ১১:১৭ | 110.234.159.216
  • এই তো উবু হয়ে বসেছি পচ্চিম,
    আজ বসন্তের অ্যাজমা খুব
    মাথার খুলি ফাটে নীরসতায় তাই
    ঘষটা আয়নায় দিয়েছি ডুব

    সমুহ কাঁচকলা ভাসছে ক্যাতক্যাতে
    লাইফ হেলিত খেয়ে লতাপাতা
    কতোটা বোরডম মানুষে নিতে পারে?
    জানেন এইখানে মেলে না পাব?

    কনুইয়ে জং ধরে,মগজে বুদবুদ
    জীবনে করি নি কেনো গুছিয়ে পাপ ?
    শিরায় ধমনীতে শুধুই কারিপাতা
    সামনে যতোদুর,নীচের ধাপ।।
  • potke | ১০ মার্চ ২০১২ ১১:১২ | 122.179.43.145
  • বুকের ভেতর বৃষ্টি পড়ে
    নৌকা টলমল

    বল দেখি পাই কার লেখা ? ঃ)
  • Kaju | ১০ মার্চ ২০১২ ১০:৪৫ | 59.93.198.69
  • কালকের সেই তারপর আর ভাট খোলা হয়নি। এখন ক পাতা হুড়হুড় করে পিছোতে গিয়ে ভাগ্যিস চোখে পড়ল ওমুদা আমারে লিখসে। ওমুদা কি এখন কলকাতাতেই পাকাপাকি নাকি? ইনফি-বেঞ্চমার্কে? কোন তলায়? নাঃ ছন্দ নিয়ে অনেক জ্বালিয়েছি, আর না। দেখা হলে আরো অন্য ভালো কথা হবে। ঃ))
  • pi | ১০ মার্চ ২০১২ ১০:১৯ | 128.231.22.249
  • কেশীদা আমাকে এদ্দিন যাসব কথা শুনিয়ে এসেছেন, বকা ঝকা করেছেন, সেগুলো সব সুদসহ ওনাকেই পাঠালুম ।
  • dd | ১০ মার্চ ২০১২ ০৯:৪৮ | 110.234.159.216
  • শনিবার ভোর ভোর থাকতেই ফেকটরীতে চলে এসেছি।

    কি আর নতুন কথা? বলারই বা কি আছে?
  • Bratin | ১০ মার্চ ২০১২ ০৯:৩০ | 14.99.231.50
  • আজকে বাজার থেকে বুদ্ধি করে কাঁচকলা কিনে এনেছি। কোপ্তা খাবো বলে ঃ-))
  • Bratin | ১০ মার্চ ২০১২ ০৯:২১ | 14.99.231.50
  • উপস্থিত।
  • nk | ১০ মার্চ ২০১২ ০৮:৪৩ | 151.141.84.239
  • দুখে দুখে দুখে, বা আর কোনো সহৃদয়--
    "নিখিলের সাদা চাতকের মত প্রাণ
    তোমার আমার হৃদয়ে করে কি গান
    অপার অসীম সূর্যশালিনী মহাপৃথিবীর অনুরাগে"
    এই লাইনগুলো কোন কবিতায় আছে একটু বার করে দেবেন?
  • Lama | ১০ মার্চ ২০১২ ০৮:১৭ | 117.194.226.92
  • কওন হ্যায়?
  • achintyarup | ১০ মার্চ ২০১২ ০৫:৩১ | 59.93.246.104
  • কেরানি ও অফিসার, পাটোয়ারি, নেতা
  • keraani | ১০ মার্চ ২০১২ ০৫:৩০ | 198.82.20.15
  • ট্রাম বাসে বাদুড় ঝোলা। আরে বাবা, শরীরটাকে তো রাখতে হবে
  • achintyarup | ১০ মার্চ ২০১২ ০৫:২৭ | 59.93.246.104
  • স্রেফ হল্লিক্স
  • jtyu | ১০ মার্চ ২০১২ ০৫:২৭ | 151.141.84.221
  • তাই লুচি খাওয়া বারণ।
  • achintyarup | ১০ মার্চ ২০১২ ০৫:২৬ | 59.93.246.104
  • আমরা বেলুচিস্তান থেকে আসছি কিনা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত