এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ০৯ মার্চ ২০১২ ১৬:০৪ | 122.160.159.184
  • mahaatmaa=মহাত্মা।

    হে,হে,তোমরাই যা ভালবেসে কইলে,এই পাতাটা সবাইকে দ্যাখাবো।
    তবে সিরিয়াসলি কইতে গেলে, শান্ত/অশান্তর কোচ্চেন নয়,আমরা ছিলাম নিরুপায়।
  • ppn | ০৯ মার্চ ২০১২ ১৫:৫৮ | 202.91.136.71
  • শোলা পুরো কাঁপায়ে দিতাসে! ঃ))))
  • de | ০৯ মার্চ ২০১২ ১৫:৫৭ | 203.197.30.4
  • ঠিকঠাক ট্রেনিং হয়নি তাঁদের! খ্যাংড়া নয় খাঁড়ার দরকার!
  • de | ০৯ মার্চ ২০১২ ১৫:৫৬ | 203.197.30.4
  • নেই তাই বানানটা অব্দি আসচে না -- mahattba
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৫:৫৫ | 121.241.218.132
  • তবে নেই কী আর? দু চার খান আছে। বেড়াতে গিয়েও বর গুচ কচ্চে দেখে খ্যাংড়া বের করে না;-)
  • de | ০৯ মার্চ ২০১২ ১৫:৫২ | 203.197.30.4
  • কুমুদি, ঐ শোলাবু যা কইলেন -- আমাগো দ্বারা এই মহঙ্কÄ সম্ভব না! :)
  • Bratin | ০৯ মার্চ ২০১২ ১৫:৪২ | 122.248.183.1
  • শত্রু কে যিনি জয় করেছেন? ঃ-))
  • ppn | ০৯ মার্চ ২০১২ ১৫:৪১ | 202.91.136.71
  • ইসে, শোলার আসল নামটা ক্ষী যেন!? ;-)
  • Bratin | ০৯ মার্চ ২০১২ ১৫:৩৯ | 122.248.183.1
  • গুড কোয়েশ্চেন!! ঃ-))
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৫:৩৭ | 121.241.218.132
  • আজকালকের বৌমারা কি আফনের মত শান্ত?

    ;-)
  • kumu | ০৯ মার্চ ২০১২ ১৫:৩৪ | 122.160.159.184
  • সংক্ষেপে কইয়া যাই-এই সমস্যার জন্যই আমরা সারাজীবন আলাদা আলাদা(নীনার ভাষায়) থাকতে বাধ্য হয়েচি।শ্যামলের যে ধরণের চাগরী(ইন্ডাস্ট্র্রীতে),তা দিল্লীতে হওয়া সম্ভব ছিল না।তাই আমি দিল্লীতে ঘাঁটি গেড়ে বসে থেকেছি ছেলেদের,শ্বশুর-শাশুড়ীকে নিয়ে এবং উনি ঘুরে ঘুরে চাগরী করেছেন।

    জীবন কেটে তো গেল এইভাবে।
  • dukhe | ০৯ মার্চ ২০১২ ১৫:৩৪ | 202.54.74.119
  • কুড়ি কোথায় যাচ্ছে ? দেড়েল ?
  • Somnath | ০৯ মার্চ ২০১২ ১৫:২৯ | 59.160.210.2
  • উপন্যাস

    সুদূর ঝর্ণার জলে
    আমার এক টুকরো পৃথিবী
    পাঁচ রকম ভূমিকায়
    সতেরো বছর বয়সে
    একুশ বছর বয়সে
    স্বর্গের খুব কাছে
    তোমার তুলনা তুমি
    চোখে চোখে
    কখনো কাছে কখনো দূরে
    মুক্ত পুরুষ
    চলো দিকশূন্যপুর
    পাতাপাহাড়ীর বনদেবতা
    শেষ দেখা হয় নি
    অর্ধেক মানবী
    নিয়তির মুচকি হাসি
    কৈশোর
    আমি কেউ না
    মনে আছে? মনে থাকবে?
    হঠাৎ দেখা
    ভোরবেলা পার্কে
    ফুলমণি উপাখ্যান

    [সম্পাদনা] ছোটগল্প

    যাকে যেখানে মানায়
    দরিদ্র নারায়নের সন্ধানে
    কোকিল কাহিনী

    [সম্পাদনা] অন্যান্য

    নীললোহিতের বিশেষ দ্রষ্টব্য
    নীললোহিতের আয়না
    নীললোহিতের চেনা অচেনা
    নীললোহিতের চোখের সামনে
    তিন সমুদ্র সাতাশ নদী (ভ্রমণ কাহিনী)
  • Somnath | ০৯ মার্চ ২০১২ ১৫:২৮ | 59.160.210.2
  • নীললোহিত-প্রেমীরা কি ঐ গল্পটা পড়েছো। নীল এক জায়গায় চাকরি সূত্র গিয়ে দেখে বাবা দুই মেয়ে। বড়জন ১৮-১৯, দারুণ দেখতে, ছোটো জন বরো-তেরো। বাজে দেখতে ও প্রবল বুদ্ধি মান। ছোটো মেয়ে ঐ বয়সেই বাবার ব্যবসা ও অসম্পত্তি হাতানোর ভয়ানক প্ল্যান করে? ১৯৯৫-৯৬-৯৭ নাগাদ শারদীয়া আনন্দলোকে বেরিয়েছিল। গল্পটার নাম লাগবে। একজন খুব করে চাইছে। আমি পড়ি নাই এটা। উইকি থেকে যা পেলাম -
  • siki | ০৯ মার্চ ২০১২ ১৫:১৮ | 155.136.80.36
  • দে -- আমার কাছে এটা নতুন ব্যাপার নয়। এর আগে আইবিএম, টিসিএস ইত্যাদিদেরও হেলায় ছেড়েছি ঐ দিল্লি ছাড়বো না এই কারণেই।

    আবার একবার।
  • siki | ০৯ মার্চ ২০১২ ১৫:১৭ | 155.136.80.36
  • তিন চার মাসের জন্য হলে আপত্তি তো নেই। কিন্তু সে কথা যে কেউ কয় না! সবাইই পার্মানেন্ট রিলোকেশনের কথা বলে। বলছে, গুড়গাঁও বেঁচে উঠলে তখন আবার ফিরিয়ে আনার কথা ভাবা যেতে পারে। আর রিলোকেশনের গ্যাঁড়াকল হল এক বছরের আগে তুমি চেঁচাতে পারবে না আমায় ফিরিয়ে নে যাও বলে।

    রিটার্ন টিকিট হাতে পেলেই আমি চার মাসের জন্য দিল্লি ছাড়তে রাজি আছি। রিটার্ন টিকিট না পেলে নয়। আর দিল্লি ছাড়লে আমার কাছে লুরু চেন্নাই হায়দ্রাবাদ পুণে সবই এক। ঃ)
  • de | ০৯ মার্চ ২০১২ ১৫:১৭ | 203.197.30.4
  • আপিসে বারান্দা থাকলে অমনি "ছন্দের বারান্দায় কাজু ও ওমনাথ" হয়ে যাবে :)) -- চাই কি বারান্দায় একখান দোলনাও লাগানো যেতে পারে!
  • kumu | ০৯ মার্চ ২০১২ ১৫:১৬ | 122.160.159.184
  • সিকির আবার চাগরীর ভাবনা!
    দিল্লী/কাছাকাছি পেয়ে যাবে অনায়াসে।
  • de | ০৯ মার্চ ২০১২ ১৫:১৪ | 203.197.30.4
  • সিকির দিল্লী ছাড়তে না চাওয়া দেখে ভালো লাগলো। সিকিনিকেও তো নাহলে রিলোকেট করতে হবে, কে স চা দের ঐটি সাংঘাতিক গন্ডগোলের!
  • dd | ০৯ মার্চ ২০১২ ১৫:১২ | 110.234.159.216
  • দিল্লীর থেকে এসে পুণে তাও চলতে পারে।

    হায়দ্রাবাদও বিকট যায়গা। আর ছিছেন্নাই তো নিজেই থেকে গেছো।

    তবে তিন চার পাঁচ মাস হলে আপত্তির কি ? বরম পরের বই মেলায় "ছি ছি ছেন্নাই" বা "নিজামের জাজিমে" বা "পুণের পুণ্য কথা" অমন একটা বই লিখে দিতে পারবে।
  • omnath | ০৯ মার্চ ২০১২ ১৫:১১ | 59.160.210.2
  • কাজু আমার আপিসের বিল্ডিং-এ বসে শুনে যরপরনাই খুশি হলুম। এখন সময়ে অসময়ে মাঝে মাঝে ছন্দ টন্দ নিয়ে দেদার ভাটানো যবে। ঃ-)
  • ppn | ০৯ মার্চ ২০১২ ১৫:০৭ | 202.91.136.71
  • RMG নামে বস্তুটি দেখছি সব দোকানেই আছে! ঃ)
  • siki | ০৯ মার্চ ২০১২ ১৫:০০ | 155.136.80.36
  • দে -- চেন্নাই, পুণে, হায়দ্রাবাদ। এখনও তেমনভাবে বলে নি, তবে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। সে অনেক গল্প। আমি একা নই, বিশেষ কারণে আমাদের দোকানের গুড়গাঁও সেন্টার প্রায় বন্ধ হবার মুখে। বন্ধ হয় তো হবে না, তবে পুনর্জীবিত হতে হতে আরও ছ-সাত মাস। তদ্দিনের জন্য সমস্ত লোকজনকে অল্পবিস্তর চাপ দেওয়া হচ্ছে শর্ট টার্মে অন্য কোথাও চলে যাবার জন্য অথবা পার্মানেন্টলি রিলোকেট হবার জন্য।

    দু একটা গলিপথ অবিশ্যি খোলা আছে এখনও, সেগুলো নিয়েই লড়ে যাচ্ছি, পাশাপাশি চাগ্রিও দেখতে হবে। ঃ-)

    ডিডিদা, নাঃ, চাকরি না পেয়ে আমি চাকরি ছাড়ি নি কখনও, এবারেও ছাড়বো না।
  • dd | ০৯ মার্চ ২০১২ ১৪:৫৪ | 110.234.159.216
  • চাকরী হাতে না পেয়ে ছেড়ো নি।
    এমনকি ছিছেন্নাইতেও বদলী কল্লেও না। যদ্দিন না একটা হাতে না পাচ্ছো ততদিন য্যামন ত্যামন করে কাটিয়ে দিও। রসম গসম খেয়ে।

    বলাই বাহুল্য, এই সুচিন্তিত উপদেশাবলী আমি নিজে কস্মিন কালেও পালন করি নি।
  • de | ০৯ মার্চ ২০১২ ১৪:৫৪ | 203.197.30.4
  • রসকে বশে রাখার জন্যই তো দুক্কু চাই! :)
  • stoic | ০৯ মার্চ ২০১২ ১৪:৫০ | 160.103.2.224
  • তদুপরি আজ শুক্কুরবার। রসেবশে থাকুন।
    ঃ)
  • stoic | ০৯ মার্চ ২০১২ ১৪:৫০ | 160.103.2.224
  • একি, আজ সব্বাই খামোখা দুঃখ দুঃখ করে ক্যান?
    কবি বলেছেন "সদা থাকো আনন্দে"।
    ঃ)
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৪:৪৬ | 121.241.218.132
  • আইটি ইন্ডাস্ট্রিতে তাও কিছুটা অ্যাক্সেপ্টেড - যদিও কিছুদিন আগে দুটি ছেলে ল্যাবে এসেছিলো ইন্টারভিউ দিতে, আমার আগের দোকানের আরেন্ডির ছেলে - তাদের একজনের ক্ষেত্রে এই ইস্যুটা উঠেছিলো। ল্যাবের তরফে তাতে আটকায়নি - কিন্তু এখনো RMG ঝুলিয়ে রেখেছে।

    কোর ইন্ডাস্ট্রিতে এটা এখনো বড় ইস্যু। আমার বউ যতবার চেষ্টা করেছে এখানে, এই গ্রাউন্ডে কাটিয়েছে। সবাই এক্সপেক্ট করে লোকে দস্তুর বা এলেন্টি তে ঢুকে দশ পনেরো বছর কাটিয়ে তবে পাল্টাবে। তবে সেটা অফিশিয়ালি। আনঅফিশিয়ালি অন্য কারণ থাকতেই পারে।
  • de | ০৯ মার্চ ২০১২ ১৪:৪৬ | 203.197.30.4
  • কোতায় পাঠাতে চাইছে? শ্রী সেন্নাই?
  • siki | ০৯ মার্চ ২০১২ ১৪:৪১ | 155.136.80.36
  • অত্যন্ত বেশি দোকান পাল্টানো হয়ে গেছে ইতিমধ্যেই।

    কিন্তু কিছু করার নেই। দিল্লি ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেখি, এখনও লড়ে যাচ্ছি।
  • de | ০৯ মার্চ ২০১২ ১৪:৩৬ | 203.197.30.4
  • পহা ফেল্লে ভারতেও এখন দেখা যাচ্ছে আ ক বা!
    http://www.washingtonpost.com/blogs/the-checkup/post/telomere-test-could-predict-how-long-youll-live/2011/05/16/AFWeX84G_blog.html
  • Bratin | ০৯ মার্চ ২০১২ ১৪:৩৬ | 122.248.183.1
  • 'সেই যে আমার না না রঙের দিন গুলি? '
  • shola the mackem slayer | ০৯ মার্চ ২০১২ ১৪:৩৪ | 121.241.218.132
  • বেশি দোকান পাল্টানো স্বাস্থের পক্ষে হানিকারক।
  • dd | ০৯ মার্চ ২০১২ ১৪:৩৪ | 110.234.159.216
  • না। দুঃখের হবে ঝলমলে পোষাক আর উষ্ণীষ। সেই গ্লিটারিং দুঃখের পোষাক পরে,পাগড়ী সেঁটে যখন দপদপিয়ে হাঁটবো তখন বিস্মিত ও অবাক পথচারীরা সসম্ভ্রমে বলবে "ঐ যে,খ্যাল কল্লি? কি ফাস ক্লাস দুঃখী মানুষ চলে গ্যালো একটা। ইইস"।

    তবে না দুঃখবিলাস।
  • kumu | ০৯ মার্চ ২০১২ ১৪:৩২ | 122.160.159.184
  • ন্নাঃ,আমি এই বয়েসে এসে বা কোন বয়েসেই চাইতাম না দুক্কুর চাদরকে,যদিও সে আমায় চাইত।

    আমি চাই সুখে নয়,আনন্দে থাকতে,হেসে ও হাসিয়ে দিনগুলো কাটিয়ে দিতে,কারণ আ ক বা।
  • siki | ০৯ মার্চ ২০১২ ১৪:৩১ | 155.136.80.36
  • নাঃ, আমার দুঃক্ষু সত্যিই। আবার বোধ হয় দোকান পাল্টাতে হবে।
  • de | ০৯ মার্চ ২০১২ ১৪:২৫ | 180.149.51.67
  • দুক্কুর চাদরটাই ভালো -- বেশ জড়িয়ে-মড়িয়ে বসে থাকা যায়, (সুখের) হাওয়াও কম লাগে!
  • Bratin | ০৯ মার্চ ২০১২ ১৪:২১ | 122.248.183.1
  • ওরে কয় ' দুঃখ -বিলাস'
  • ppn | ০৯ মার্চ ২০১২ ১৪:২০ | 202.91.136.71
  • ঠিক কথা। যখন বয়স কম ছিল চাদ্দিকে একটা দুক্কু দুক্কু কুয়াশার চাদর জড়িয়ে রাখতে আরাম হত। কী দুক্কু, কীসের জন্য কিছু বুঝতামই না।

    এখন বুঝি জেবনে দুক্কু কিছু কম নেই, যখন ধরার তখন ক্যাঁক করে পেয়াদার মতন ঠিকই এসে ধরবে।
  • Bratin | ০৯ মার্চ ২০১২ ১৪:২০ | 122.248.183.1
  • 'সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি'!! ঃ-))
  • siki | ০৯ মার্চ ২০১২ ১৪:১৬ | 155.136.80.36
  • হুঁ। এভাবেও ফিরে আসা যায়।

    কবি বলেছেন।

    আর ইয়ে, সুখে খুব একটা নেই হে, জেবনে বড়ো দুঃক্ষু।
  • dd | ০৯ মার্চ ২০১২ ১৩:৫৫ | 110.234.159.216
  • সংসারে,নিজের আস্তানায়, নিজের পরিচিত কপির মাগ,কাঁচের গেলাশ,পাড়ার দোকান,নিজের বারান্দায় .... এ সবেতেই ফিরে আসতে হয়।
  • kumu | ০৯ মার্চ ২০১২ ১৩:৪৭ | 122.160.159.184
  • হ্যাঁ,ফেরা তো শেষ পজ্জন্ত বৌমার কাছেই।

    ফেরার এমন জায়গা আর দুটি নাই।
  • dd | ০৯ মার্চ ২০১২ ১৩:৩৯ | 110.234.159.216
  • খপরের কাগোজ নেই, টিভি নেই। ঘরে এসে কম্পিউটারও খুলি না।

    ভিকিদার সাথে কদিন আগে কথা হলো। উনিও আমার মতন একাকী এক শহরে থাকেন, উইকেন্ডে বৌমার কাছে ফিরে যান। তো ভিকিদাও আমার মতন সন্ন্যাসী জীবন,টিভি, নিউজপেপারহীন। তবে আমার মতন ভেজু খেয়ে দিন যাপন করতে হয় না। দিব্বি গরু ভেড়া খেয়ে থাকেন।

    সে যাগ্গে, যে কথা লিখতে গিয়ে এতোটা লিখলাম, ছুটি থাকায় আ বা, ব,সং প্র, কিছুই পড়তে পারছি না। একটা দিন মিস হয়ে গেলো।
  • kumu | ০৯ মার্চ ২০১২ ১৩:৩৮ | 122.160.159.184
  • সুখ?
    সুখে থাকতে জান্তে হয়!
  • Kaju | ০৯ মার্চ ২০১২ ১৩:২৯ | 121.242.160.180
  • কী সুখের জীবন !
  • siki | ০৯ মার্চ ২০১২ ১৩:২৮ | 155.136.80.36
  • তবে দিল্লিতে আজ আবার হাল্কা করে ঠাণ্ডা পড়েছে। সোয়েটারগুলো তুলে রাখতে গিয়েও রাখা গেল না। রোদ পুইয়ে এলাম।
  • siki | ০৯ মার্চ ২০১২ ১৩:২৮ | 155.136.80.36
  • ক্ষী করব? আমাদের বাড়িতে খপরের কাগজ আসে সাড়ে সাতটায়, এদিকে আমি সকাল পৌনে সাতটায় বেরিয়ে যাই। আপিসে বসে না পড়লে চলবে ক্যামনে?

    আর ক্যাচহরি কী জিনিস, জানতে হলে লা-জবাব দিল্লি পড়তে হবে। ঃ)
  • de | ০৯ মার্চ ২০১২ ১৩:২৬ | 180.149.51.67
  • ক্যাচহরি তে কি হরিকে ক্যাচ করানো শেখায়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত