এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১৩ মার্চ ২০১২ ২২:০৫ | 168.26.215.13
  • সে আমাকে জিজ্ঞেস করার কি আছে? কেসি পাল কি আমাকে জিজ্ঞেস করে বই বের করেছে নাকি। ঃ)
  • pi | ১৩ মার্চ ২০১২ ২১:৫৬ | 128.231.22.249
  • ঐ ভিডিও তে তালে ভারত সরকারকে দিয়েই প্রতিস্থাপিত করা নয় কেন ? ঃ)
  • aka | ১৩ মার্চ ২০১২ ২১:৩৬ | 168.26.215.13
  • আসল রিপোর্টটা পড়তে হলে

    http://www.achrweb.org/reports/india/torture2010.pdf - ৪০ পাতা নাগাদ পড়তে হবে।

    তবে এগুলো আবার রিপোর্ট পড়ে জানার কি আছে, খবরেই থাকে।
  • aka | ১৩ মার্চ ২০১২ ২১:৩৩ | 168.26.215.13
  • ন্যাচারালি পাঁচ লাইনের মধ্যে দুই লাইনি বেশ বেশি। ঃ))

    রিপোর্টটা টর্চার ইন ইন্ডিয়া নিয়ে।

    Maoist forces continue to engage in killings and extortion, and target government schools and hospitals for attacks and bombings. At this writing the Maoists had killed nearly 250 civilians as well as over 100 members of the security forces in 2011.
  • pi | ১৩ মার্চ ২০১২ ২১:২৫ | 72.83.76.34
  • আর যে প্রসঙ্গে কোনির ভিডিও টা , যাতে নাকি কোনিকে কিষেণজী দিয়ে প্রতিস্থাপিত করে দিলেই হয়, সেটা হল বাচ্ছাদের অপহরণ করে করে তাদের হাতে বন্দুক তুলে খুন করানো।

    প্রতিস্থাপনযোগ্য মিলই বটে ঃ)
  • pi | ১৩ মার্চ ২০১২ ২১:২১ | 72.83.76.34
  • কাগজের প্রতিবেদনে ঐ দুটি লাইন বাদে বাকিটা কাস্টডি ডেথ নিয়ে !! ঃ)

    ACHR এর এই রিপোর্ট টা পাওয়া যাবে ? ওরা জ্ঞেনশ্বরী কাণ্ডের নিন্দা করেছিল, এছাড়া আর তো কিছু পেলাম না।
  • aka | ১৩ মার্চ ২০১২ ২১:১৬ | 168.26.215.13
  • Naxalites are India's worst human rights offenders, says a new report on Torture in India. But Maoist supporters maintain that the Naxals are fighting for survival.

    A report on Torture in India has made the startling revelation. The Asian Centre for Human Rights says that the Maoists are the worst violators when it comes to torture. For the first time ever, a top human rights group in India has accepted and highlighted that fact.


    http://ibnlive.in.com/news/maoists-worst-human-rights-offenders-study/113291-37-64.html

    হ্যাঁ মিল। ঃ))))
  • pi | ১৩ মার্চ ২০১২ ২১:০৫ | 72.83.76.34
  • The LRA is accused of widespread human rights violations, including murder, abduction, mutilation, and forcing children to participate in hostilities. There have also been reports of cannibalism and child-sex slavery within the group.
    It is led by Joseph Kony, who proclaims himself the spokesperson of God and a spirit medium, primarily of the Holy Spirit, which the group believes can represent itself in many manifestations. Ideologically, the group is a syncretic mix of of mysticism, Acholi nationalism, and Christianity, and claims to be establishing a theocratic state based on the Ten Commandments and local Acholi tradition.


    মিল ?

    ঃ))
  • aka | ১৩ মার্চ ২০১২ ২১:০০ | 168.26.215.13
  • হ্যাঁ এইতো সদা এয়েচে, লিণাক্ষ প্রেমী। দুদি ওরে ভালো করে জিগিয়ে নাও।

    কোনী তো আর পাঁচটা গেরিলা অর্গানাইজেশন যেমন হয়। এই তো দেখলাম LRA র আইডিওলজি।

    1.To fight for the immediate restoration of competitive multi-party democracy in Uganda.

    2.To see an end to gross violation of human rights and dignity of Ugandans.

    3.To ensure the restoration of peace and security in Uganda.

    4.To ensure unity, sovereignty and economic prosperity beneficial to all Ugandans.

    5.To bring to an end to the repressive policy of deliberate marginalization of groups of people who may not agree with the National Resistance Army's ideology.

  • sda | ১৩ মার্চ ২০১২ ২০:৫৭ | 117.194.199.112
  • দু , ঠিক কী ধরণের কাজের জন্য লিনাক্ষ চাই একটু জানাবেন ? নেটে অসংখ্য রকমের ডিস্ট্রো আছে , প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে।
  • Du | ১৩ মার্চ ২০১২ ২০:০০ | 117.194.192.144
  • আকা, দেখছি। থ্যাংকু
  • pi | ১৩ মার্চ ২০১২ ১৯:৪৯ | 72.83.76.34
  • কোনির বদলে কিষেণজী !!
  • aka | ১৩ মার্চ ২০১২ ১৯:৪৫ | 168.26.215.13
  • linux boot disc তো ডাউনলোড করা যায়। না?

    কমরেড প্পনের দেওয়া ভিডিওর লিং দেখে মনে হল কোনির বদলে কিষেণজী, সুচিত্রা মাহাতো, জঙ্গলমহল দিয়ে রিপ্লেস অল করলে অনায়াসে লেগে যাবে।
  • Du | ১৩ মার্চ ২০১২ ১৯:২১ | 117.194.192.144
  • কারো কাছে linux boot disc আছে। সদা?
  • pi | ১৩ মার্চ ২০১২ ১৯:১৫ | 72.83.76.34
  • প্‌প্‌ন, থ্যাঙ্কু।
    এখনো অব্দি সবচে চাইরাল ভিডিও বলছে !
    কিন্তু এটা নিয়ে বেশ কিছু আপত্তিও তোলা হয়েছে। সেদিন ওয়াশিংটন পোস্টে এটা নিয়ে বলেছিলো।
    এখানে দেখলাম, আরো বিস্তারিত বলছে। তবে এই আপত্তিগুলো থাকলেও, এদের এই উদ্যোগের আগে এসব জানতো ক'জন ?
    যাঁরা বলছেন, এটা অতি সরলীকরণ করে ফেলেছে, তাঁরা সব কারণ জানিয়ে এইরকম একটা ক্যাচি ভিডিও তো বানাতে পারেন। নাকি, সব কিছু জানালে মানুষ আর তাই নিয়ে ইন্টারেস্ট দেখাবে না ? এই কেবল, বাচ্চাদের অপহরণ করে খুনী বানানোর মত একটি সোজাসাপ্টা খুব মানবিক ইস্যু নিয়ে যতজন মুভড হবে, এর মধ্যে অন্যান্য বাস্তবের অন্যান্য রাজনৈতিক জটিলতা দেখালে সেই অ্যাপিল হারাবে ?

    তবে, এই আমেরিকার হাতেই সব চাবিকাঠি, তারাই ঈশ্বর হতে পারে, ত্রাতার ভূমিকায় সব সাদা চামড়ার লোকেরাই, আফ্রিকার উদ্যোগগুলি নিয়ে কোন কথা নেই এই অ্যাটিচুডগুলো নিয়ে সমালোচনাতেও কিছু পয়েন্ট আছে।

    http://www.huffingtonpost.com/2012/03/08/joseph-kony-video-stop-kony_n_1332427.html?ref=world
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৮:১৬ | 202.91.136.71
  • হ্যাঁ, তা একটু। মানে চলাফেরার সময় টের পাচ্ছি।
  • Bratin | ১৩ মার্চ ২০১২ ১৮:১৪ | 122.248.183.1
  • ও হো। ভাইরাল একটু সময় নেয়। খুব দুর্বল নিশ্চয় ই?
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৮:০৬ | 202.91.136.71
  • না বোধহয়। আপিসের কাজের ফাঁকে বুঝলাম দুবার কুলকুল করে ঘাম দিল। বোধহয় চোরা জ্বর আছে। তাছাড়া হ্যালুসিনেশনও আছে বোধহয় কিছুটা। পাশের লোকের কথা অনেক কষ্ট করে শুনে বুঝতে হচ্ছে।

    তবে আগের থেকে অনেক বেটার।
  • Bratin | ১৩ মার্চ ২০১২ ১৮:০৪ | 122.248.183.1
  • বেশী করে নি । ৩.৩ তে ২৫। ফাটিয়ে দিচ্ছে।
  • Bratin | ১৩ মার্চ ২০১২ ১৮:০২ | 122.248.183.1
  • অর্পন , আজকে একদম ফিট তো?
  • Bratin | ১৩ মার্চ ২০১২ ১৮:০২ | 122.248.183.1
  • না না আর কটা দিন। সবুরে মেওয়া ফলে। শনি বার দেখতে যাবো বা শুক্র বার রাতে।
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৭:৫৯ | 202.91.136.71


  • কহানির টই মনে হচ্ছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। সময় পেলে এইটা দেখে ফেলুন।
  • Bratin | ১৩ মার্চ ২০১২ ১৭:৫৪ | 122.248.183.1
  • আমাদের থেকে KT দেনে ওলার আগ্রাহ বেশী ঃ-((
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৭:২১ | 202.91.136.71
  • সিকি, ঠিকাছে, কোন দরকার থাকলে ফোনিও।
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৭:১৫ | 202.91.136.71
  • বোতিন, প্রাণভরে KT নাও। ছোট থাকতে ফাঁকি মারলে এখন এই অবস্তাই হয়। ঃ)
  • Bratin | ১৩ মার্চ ২০১২ ১৭:১১ | 122.248.183.1
  • অ। ঃ-)

    KT করে পাগল হয়ে গেলুম । ১০-১৫ মিনিট র ব্রেক। তারপরে আবার ফান্ডা দেবে। হায় হায় ঃ-((
  • Kaju | ১৩ মার্চ ২০১২ ১৭:০৬ | 121.242.160.180
  • কেন, ছাড় কেন? দাড়ি আছে বলে? দাড়ি তো মামুরও আছে। তবে?
  • siki | ১৩ মার্চ ২০১২ ১৬:৫৮ | 155.136.80.36
  • না। সর্দারদের ছাড়।

    অপ্পন, তোমার মেল দেখেছি। বাড়ি গিয়ে রিপ্লাই করব।
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৬:৪৯ | 202.91.136.71
  • আঃ! সেঞ্চুরি হয়নি তো। অ্যাভারেজের সেঞ্চুরি।

    অপ্রাপ্তির ব্যঞ্জনাটা প্রাণে গিয়ে বাজতে হবে। তবে বুঝতে পারবে। ঃ)
  • Kaju | ১৩ মার্চ ২০১২ ১৬:৪৭ | 121.242.160.180
  • একাসনে মানে? ব্র্যাডম্যানের কি ৯৯ টা সেঞ্চুরি নাকি? ৯৯.৯৬ অ্যাভারেজ তো !
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৬:২৬ | 202.91.136.71
  • শচীন এই পিচেও যখন সেঞ্চুরি পেল না তখন আর বোধহয় পাবে না।

    এই ভালো, ব্র্যাডম্যানের সাথে একাসনে তো বসল এই একটা ব্যপারে। ঃ)
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৬:২০ | 202.91.136.71
  • চোয়াল খোলা হেলমেটের ওপরও ফাইন করা উচিত।

    কিন্তু সর্দারজিদের ফাইন করে না বোধহয়, না?
  • siki | ১৩ মার্চ ২০১২ ১৬:১৫ | 155.136.80.36
  • দিল্লিতে তো আবার আরেক ধাপ। আজকাল হেলমেট ছাড়া সাধারণত কেউই বেরোয় না দিল্লিতে। তাই দিল্লি পুলিশ নতুন নিয়ম বের করেছে। হেলমেটের স্ট্র্যাপ বাঁধা না থাকলে ফাইন করছে।
  • siki | ১৩ মার্চ ২০১২ ১৬:১৪ | 155.136.80.36
  • সান্দা, হেলমেটটা কেবল নিয়ম মানার জন্যে নয়, নিজের সুরক্ষার জন্যে। হেলমেট ছাড়া বেরোস না। সার্ভিস রোড হোক আর যাইই হোক।

    ফ্রি-তে জ্ঞান দিয়ে গেলাম।
  • siki | ১৩ মার্চ ২০১২ ১৬:১২ | 155.136.80.36
  • ভেঙে মোর পথের দাবি ফাইন খাবি কে, আহা রে!!
  • Ben Arfa | ১৩ মার্চ ২০১২ ১৬:১২ | 14.99.182.141
  • কপু প্যাডে নতুন রবিন্দোসঙ্গীত লেখে যেগুলো পেনড্রাইভে ভরে ট্রাফিক রুল ভায়োলেটরের গাড়িতে বাজানো হবে যাতে সে ভয়ে আর কখনো নিয়ম না ভাঙে;-)
  • siki | ১৩ মার্চ ২০১২ ১৬:০৯ | 155.136.80.36
  • পটাশম্যাম, সমস্ত বই তো এখন নেই আমার কাছে, পেলে জানাবো। কাব্লিদা এখনও বই পাঠাবার অবস্থায় নেই।
  • Kaju | ১৩ মার্চ ২০১২ ১৬:০৩ | 121.242.160.180
  • পপ্পন মোনয় খুব সে মীরাক্কেলের আনকাট দেখছে রোববার রাত জেগে। ;-))
  • i | ১৩ মার্চ ২০১২ ১৫:৩০ | 124.169.151.103
  • ফুটকির ১ঃ৫০ পি এম এ কঃ।
    ঝুমঝুমির ৩ঃ ০১ -হ্যাঁ।
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৫:১৯ | 202.91.136.71
  • 2:58 PM-এর পোস্টঃ

    দিমাগ কি বাত্তি জ্বালা দে

    নাকি

    দিমাগ কি বাত্তি জ্বালা, দে?

    বোতিন চা খেয়ে আশাকরি এর উত্তর দেবে! ;-)
  • sayan | ১৩ মার্চ ২০১২ ১৫:১৯ | 202.21.227.84
  • দাঁড়াও, আজকেই লাঞ্চে লোকে কোলকাতার দুর্নাম করছিল, তাদের এই সাংস্কৃতিক ও প্রসাশনিক উচ্চতার খপরটা দিই।
  • ppn | ১৩ মার্চ ২০১২ ১৫:১৮ | 202.91.136.71
  • পেন ড্রাইভটা কি ইসে মানে ভিক্টিমের ঐখানে গোঁজে? গুঁজে ডেটা নেয়?
  • de | ১৩ মার্চ ২০১২ ১৫:১৭ | 180.149.51.68
  • প্যাড পেনে বোধায় কোবতে লেখে :))
  • Ben Arfa | ১৩ মার্চ ২০১২ ১৫:১৪ | 14.99.163.58
  • ইয়াপ! চুরি টুরিও হয়ে যাচ্ছে শুনলাম।
  • Ben Arfa | ১৩ মার্চ ২০১২ ১৫:১৪ | 14.99.163.58
  • রোবিন্দোনাথের গান
  • sayan | ১৩ মার্চ ২০১২ ১৫:১৩ | 202.21.227.84
  • মানে ওতে রবীন্দ্রসঙ্গীত ভরে সিগন্যালে চালাচ্ছে! সিরিয়াসলি!
  • sayan | ১৩ মার্চ ২০১২ ১৫:১২ | 202.21.227.84
  • পেন ড্রাইভে কী?!
  • Jhiki | ১৩ মার্চ ২০১২ ১৫:১২ | 182.253.0.99
  • দে, তেলাকুচো/টম্যাটো আর কিউয়ির ক্রস করতে হবে ঃ))
  • Ben Arfa | ১৩ মার্চ ২০১২ ১৫:১১ | 14.99.163.58
  • ওয়াকিটকি (সার্জেন্টের হাতে), প্যাড-পেন, এবং ট্রাফিক সিগন্যালে মিউজিক সিস্টেম আর পেন ড্রাইভ - এই তিন্নংটা এখন মেইন গ্যাজেট;-)
  • sayan | ১৩ মার্চ ২০১২ ১৫:১০ | 202.21.227.84
  • নিজের ২ঃ৫৮'র পোস্তো দ্যাখো। স্পুনফিডিং। এই ত' অবোস্তা! ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত