লামা, এই তো পাওয়া গেছে। কন তো সেই গল্পটা। সেই যে লিস্ট বানিয়ে লোক তুলছিলো রেস্কু শিপে, পাইলট রাও উঠতে পারলো না, জোর করে উঠতে গিয়ে মারা গেল, মনে আছে? সেই গল্প কোন মূল গল্পের অনুবাদ সেটা কি খুঁজে পেয়েছিলেন? আমি গুগল ঝেড়ে ঝেড়েও কিছু পাই নাই। ঃ-( তবে পাভো, একদিন পাভো ঠিকই। ঃ-)
Lama | ২০ মার্চ ২০১২ ০১:৪৩ | 117.194.231.160
ভৌ ভাপের বাড়িসে ভাপস আয়া হ্যায়
Nina | ২০ মার্চ ২০১২ ০১:৪৩ | 12.149.39.84
তাই ক' ভাছা এবার ভুইলাম ;-)
Nina | ২০ মার্চ ২০১২ ০১:৪২ | 12.149.39.84
ইক্কিরে--লামার ভৌ (এই রে এটা চলবেক না) বউ কি ভাপের ভাড়ি? জাগে কেন ভাছা এত রাতে?
Nina | ২০ মার্চ ২০১২ ০১:৪২ | 12.149.39.84
পাই আগে তো বেশ শুনতে পেতাম--কতবার--কি হইল? এবং এবার কি হইবে? ঃ-(
Lama | ২০ মার্চ ২০১২ ০১:৪০ | 117.194.231.160
হাম ভি আজ জাগতা হ্যায়
pi | ২০ মার্চ ২০১২ ০১:৪০ | 128.231.22.249
ইস্নিপস বড় ত্যাঁদড়ামো করছে ! ঃ(
কয়েকটা ফাইল তো নষ্টও হয়ে গেছে মনে হল। আমার কাছে আর কপিও নাই।
Nina | ২০ মার্চ ২০১২ ০১:৩৮ | 12.149.39.84
একলা চোলো রে আর তার সঙ্গে ট্রা লা লা লা সব ইদিক-সিদিক সুর জোড়া ছেল/আছে গানের নামের লিস্টিতে শ্রেয়া ঘোশালের নাম ও দেখলুম যেন--কিন্তু গান শুনি নাই
nk | ২০ মার্চ ২০১২ ০১:৩৮ | 151.141.84.239
পিয়া রুঠা রে না কি যেন, ঐ গান ছিলো না?
Nina | ২০ মার্চ ২০১২ ০১:৩৬ | 12.149.39.84
পাই গান খুলতে গেলেই ভয় দেখাচ্ছে--ভলছে খুল্লে তোমার কম্পু ভিগরোতে পারে ঃ-০ কেন? গান এখনও শুনি নাই তাই ঃ-(
nk | ২০ মার্চ ২০১২ ০১:৩৬ | 151.141.84.239
টিম, আমাদের হোলো গিয়ে ভিশাল ভিস্তার। মহাভারতও আছে, ভোম্ভেটেও আছে, তামাকও আছে দুদুও আছে, শ্বেতাশ্বতর গাইতে গাইতে দ্রুম করে শোলে চলে আসে, হঠাৎ কোথা থেকে ভেসে আসে "ইয়ে আজাদী---" ওপাশ থেকে "ঝুটা হ্যায়।" এইভাবে মহামানভের সাগরে সভ মিশে যায়, সেখানে কে ভা ডিটেকটিভ কে ভা ক্রিমিনাল। সভ সমান। মিস্টরি সলভ হলেই ভা কি না হলেই ভা কী। ঃ-)
Tim | ২০ মার্চ ২০১২ ০১:৩৫ | 198.82.24.253
ইয়ে কটা গান ছিলো? একলা চোলো রে ছাড়া আর কিছু ছিলো?
Tim | ২০ মার্চ ২০১২ ০১:৩০ | 198.82.24.253
কোল্কাতায় ভিস্তর সাঁই সাঁই দ্রুম দ্রুম আছে। ভাস-ট্রাম-মেট্রো-অটো-লরি, ছেনোমস্তান, পেনোতোলাবাজ, ভেনোভোটার--- ক্ষি নেই! ভোর্ন সিরিজে দেখিয়েছিলো ভারতেও অ্যাকশন ক্যামন ফাস্ট হতে পারে।
nk | ২০ মার্চ ২০১২ ০১:৩০ | 151.141.84.239
কহানি তে কয়েকটা ক্লিপ দেখে তাই মনে হলো। সাঁই সাঁই দ্রুম দ্রুম জুড়েছে যেটা কিনা দর্শক পুরোপুরি খাবে না তাই মন্ত্র তন্ত্র গানও জুড়েছে। সব মিলে বেশ একটা মোরগরু ধরনের কেস হয়েছে,কমপ্লীট প্যাকেজ। ঃ-)
kc | ২০ মার্চ ২০১২ ০১:২৯ | 178.61.96.29
আকা,01:20 AM ঃ-)) ভাল লাগল। ঃ-))
pi | ২০ মার্চ ২০১২ ০১:২৭ | 128.231.22.249
আচ্ছা, হার্ডকোর বলতে তুমি সাঁই সাঁই বোঝাচ্ছ ?
তবে সেখানে কিন্তু কহানীর ক্রেডিট আছে। কোলকাতার পরতে পরতে এমনি থ্রিল গুঁজে দেওয়ার ক্রেডিটটা দিতেই হয়।
Tim | ২০ মার্চ ২০১২ ০১:২৫ | 198.82.24.253
আকাদা, ঃ-))
nk | ২০ মার্চ ২০১২ ০১:২৫ | 151.141.84.239
ভেভে ভেভে আমি ভাহির করিভো কী হভে তার ভ্যাভোহার। ঃ-)
nk | ২০ মার্চ ২০১২ ০১:২৩ | 151.141.84.239
উঁহু ব্যোমকেশ কাহিনিগুলো হাই পারফরম্যান্স থ্রিলার না, ওগুলো বরং একজন কথকের মুখে শোনা গল্পের মতন, ওতে রহস্য আছে, রোমাঞ্চ আছে, টানাপোড়েন আছে, নানা রকম মানবিক সম্পর্কের জটিলতা আছে, কিন্তু হার্ডকোর সাঁই সাঁই দ্রুম দ্রুম কিছু নেই। ঃ-)
aka | ২০ মার্চ ২০১২ ০১:২০ | 168.26.215.13
কলকাতা বড় ভাল জায়গা। ঃ))
কোথায় ছিলে টিম, তুমি কোথায় ছিলে। ;)
pi | ২০ মার্চ ২০১২ ০১:১৯ | 128.231.22.249
*ভ্যোমকেশ
টাইপো খে লিয়ে খেদ হ্যায়।
Tim | ২০ মার্চ ২০১২ ০১:১৯ | 198.82.24.253
ভেভে*
Tim | ২০ মার্চ ২০১২ ০১:১৮ | 198.82.24.253
ভিরসো দিন ভিরলো কাজ প্রভলো ভিদ্রোহে....
এইটাও ভালোই লাগছে।
pi | ২০ মার্চ ২০১২ ০১:১৮ | 128.231.22.249
নিশি, ব্যোমকেশ ভেবে দ্যাখো ঃ)
pi | ২০ মার্চ ২০১২ ০১:১৭ | 128.231.22.249
প্রায় রাগপ্রধান স্টাইলে গাইছেন কি ?
ও হ্যাঁ, কেশীদা, ইস্নিপসে কিছু গান তুলেছি ঃ)
kc | ২০ মার্চ ২০১২ ০১:১৫ | 178.61.96.29
তোমার ডাকে সাড়া দিতে ভয়েই গেছে.... গাইতে ক্ষি ভালোই না লাগছে। আরেকজন প্রায় রাগার মুখে।
nk | ২০ মার্চ ২০১২ ০১:১৩ | 151.141.84.239
পাই, ভিশদে ভলা ভারি মুশখিল। ঃ-) মানে একটা ফিলিং আরকি, এই দ্যাখো ধরো একটা খুব টেনশন টেনশন সময়, কেউ মিসিং, এদিকে কোথায় যেন টেরোরিস্টরা কী জানি শানায়, এর মধ্যে একটা গান শুরু হয়ে গেলো, ব্যাকগ্রাউন্ডে চলছে, হঠাৎ কীরকম একটা সামাজিক উৎসব শুরু হলো, মন্ত্র পড়ছে কারা যেন---এইগুলো বলছিলাম আরকি, এইগুলো কেমন যেন হাঁসজারু। ঃ-) এদিকে এসবের দিক থেকেই যদি এগোই, তাইলে আবার ঐ হাই পার্ফরম্যান্স ব্যাপারটা পর্যন্ত পৌঁছানোটা যায় না। ছেড়ে দাও, আসলে ভ্যাক্তিগত একটা পার্সেপশন আরকি। ঃ-)
pi | ২০ মার্চ ২০১২ ০১:০৭ | 128.231.22.249
*সভকিছু
pi | ২০ মার্চ ২০১২ ০১:০৫ | 128.231.22.249
নিশি, এখানকার সভ থ্রিলারের সাথে খাপে খাপ, দেশে নয় ? আরেকটু ভিশদে হভে ?
m | ২০ মার্চ ২০১২ ০১:০২ | 50.82.180.165
খুবই ভয়ের কথা
Tim | ২০ মার্চ ২০১২ ০০:৫৭ | 198.82.24.253
তাই তো ভোললাম, ব ভলে কিসুই নাই, সভ ভ
kc | ২০ মার্চ ২০১২ ০০:৫০ | 178.61.96.29
কেন হবেনি? এই যে বাল হিন্দিতে হয়ে গেল ভাল। ক্ষি ছুইট। তাই না?
Tim | ২০ মার্চ ২০১২ ০০:৩৯ | 198.82.24.253
ব বলে কিছু হয়না। সব ভ। ভিদ্যা, ভ্যাভোহার, ভিশ্বামিত্র, ভিশাখদত্ত ইত্যাদি।
kc | ২০ মার্চ ২০১২ ০০:২৭ | 178.61.96.29
সংস্কৃত বানাম টা দ্যাখেন। পেট নাকাটা 'ব' হলে সেটা 'উয়' বা 'ভ'। আর পেটকাটা 'ব' হলে পাতি 'ব'।
nk | ২০ মার্চ ২০১২ ০০:২৩ | 151.141.84.81
আমি কহানির কয়েকটা গান শুনলাম, ফিদা হলাম। ঃ-) গানগুলো নিয়ে এক্সক্লুসিভলি কেউ লিখুন না, ছোটাইদিদি বা অন্য কেউ।
একটা কথা মনে হলো, আচ্ছা ভারতীয় বা বাঙালি কালচারে সেরকম হার্ডকোর থ্রিলার বা সাইফাই হওয়া সম্ভব কি? যেমনটি ওয়েস্টার্ণ কালচারে খুব স্মুদলি এসে পড়ে কারণ লোকজন ঘরবাড়ী রাস্তাঘাট যন্ত্রপাতি মন-মানসিকতা নিয়ে যে গোটা সিস্টেম সেটাই ওসবের সঙ্গে খাপ খাওয়ানো আছে? আমাদের কালচার থেকে হুবহু অনুকরণ করতে গেলে বকচ্ছপ হয়ে যায়? বরং মনে হয় নিজেদের মাটিতে দাঁড়িয়ে নিজেদের মতন করে বানালে অনেক খাপ খাবে?
ডিঃ নিতান্ত ব্যক্তিগত মতামত, ব্লগারগণ উত্তেজিত হবেন না। ঃ-)
nk | ২০ মার্চ ২০১২ ০০:১৬ | 151.141.84.81
আচ্ছা কখন ভ আর কখন ব হয় কেউ বলতে পারেন? যেমন বেদাহমেতং হবে নাকি ভেদাহমেতং হবে? বিশ্বে হবে নাকি ভিশ্বে হবে?
achintyarup | ১৯ মার্চ ২০১২ ২৩:৩৮ | 115.111.248.6
*লম্বা
achintyarup | ১৯ মার্চ ২০১২ ২৩:৩৬ | 115.111.248.134
@ ডিডিঃ এই কহানি সিন্মায় দেখলুম বিদ্যা (ভি নয় বি) পরম্ব্রতর নাম শুনে বলচে, সাত্যকি, অর্জুনের সারথি। তাই জিগ্যেস কচ্ছিলুম।
kk | ১৯ মার্চ ২০১২ ২৩:১৬ | 107.3.243.18
কেউ কি আমাকে শালগ্রাম শিলার পৌরাণিক ও সামাজিক ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিটেলে জানাতে পারবেন? খুব দরকার। আগাম ধন্যবাদ।
Tim | ১৯ মার্চ ২০১২ ২৩:০৬ | 198.82.24.253
মিটিন মিটিন ইটিন প্যানেরা গেলার দিন
ঃ-(
Tim | ১৯ মার্চ ২০১২ ২৩:০০ | 198.82.24.253
টু ওয়ার্ড মোডে আছে
tatin | ১৯ মার্চ ২০১২ ২২:৪৮ | 117.197.75.30
মরকত কুঞ্জ
kd | ১৯ মার্চ ২০১২ ২২:৩১ | 59.93.255.183
দাঁত তুলে এলুম। মেয়েটির দারুণ হাত - বুঝতেই পারলুম না কখন কি হ'লো। সন্দেহ হচ্ছিলো সত্যি তুলেছে কি না। ট্রেতে দাঁতটা দেখাতে নিশ্চিন্ত হ'লুম (অবিস্যি বাড়ি ফেরার পথে মনে হ'লো স্টক দাঁত দেখিয়ে দিলো না তো)। ব্যাপারটা এতোই পছন্দ হয়েছিলো যে সামনের বেস্পতিবার বিকেলে আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি - বলবো নিজের পছন্দমতো কোন একটা তুলে দিতে।
মেয়েটি দাঁত তোলায় এফআরসিএস (দরজায় তাই তো লেখা)। আমাদের পাড়ারই বৌমা - ওর বর নাকি বিলেতে ক্রিকেট খেলে/খেলতো।
siki | ১৯ মার্চ ২০১২ ২২:০৬ | 122.177.11.185
সাত্যকির রথ চালাবার খবর জানা নেই।
তবে পাণ্ডবপক্ষে ছিলেন। উত্তাল যুদ্ধ করেছিলেন। চতুর্দশ দিনে তাঁর যুদ্ধ শুরু হয় ভূরিশ্রবার সঙ্গে। ভূরিশ্রবা সাত্যকিকে বেকায়দায় ফেলে প্রায় মেরে ফ্যালে আর কি, তখন কৃষ্ণের সহায়তায় সেখানে উপস্থিত হন অর্জুন এবং সাথে সাথে কৃপাণ ধরা ভূরিশ্রবার হাত কেটে ফেলেন। সাত্যকি প্রাণে বেঁচে যান।
সাত্যকি যাদব ছিলেন, কৃষ্ণের জাতভাই। তিনি একজন আয়ুর্বেদিক ডাক্তারও ছিলেন, শল্যচিকিৎসাও নাকি জানতেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন