এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২২ মার্চ ২০১২ ১১:৩৮ | 14.99.186.235
  • আর একটা কী মা ছিলেন না? হাসি হাসি বরাভয় দিচ্ছি দিচ্ছি মুখ!!
  • d | ২২ মার্চ ২০১২ ১১:৩৭ | 14.99.32.114
  • আরিত্তারা! আমার পাশের ডেস্কের ছেলেটি জানাল রামঠাকুর অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন। যথা নাকি মাঝেমধ্যে নাড়িভুড়ি বের করে পরিস্কার করে আবার ঢুকিয়ে নিতেন।
    :-I
  • ppn | ২২ মার্চ ২০১২ ১১:৩৬ | 202.91.136.71
  • ব্যাং কি এঁর কথা বলছে?

  • byaang | ২২ মার্চ ২০১২ ১১:৩৪ | 122.167.210.120
  • আচ্ছা, গুরু, ঠাকুর , বাবা ইত্যাদি নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমার একটা কোচ্চেন ছিল। আমি একজন গুরুর ছবি কোনো কোনো বাড়ির দেওয়ালে দেখেছি, নামটা জানি না। ইনিও বাবু হয়ে বসেন, লোকনাথ বাবার মতন দাড়ি নাই, চুলগুলো সাদা কপাল চওড়া, ছবি বিশ্বাস টাইপ, তবে ওরকম গেরাম্ভারি নন, মুখ একটা ফচকে টাইপ মিচকে হাসি। এই গুরুর নামটা কী? নাম জানা না থাকায়, গুগলেও সার্চ করতে পারি না।
  • ppn | ২২ মার্চ ২০১২ ১১:৩৪ | 202.91.136.71
  • নাঃ এনাকে দেখিনি আগে। উইকি বলছেঃ A considerable section of His followers were the so-called 'untouchables' and people of other religions (muslims, buddhists, christians,etc). Most of them were drawn towards Him & fascinated by His magnetic divine personality,

    আর এনাকে কেমন স্বামী প্রভুপাদের মত দেখতে।
  • Papiss | ২২ মার্চ ২০১২ ১১:৩০ | 121.241.218.132
  • byaang | ২২ মার্চ ২০১২ ১১:৩০ | 122.167.210.120
  • সরি সরি, টেলিফোন এক্সচেঞ্জ ডান্‌হাতে রেখে বাঁদিকের গলি দিয়ে ঢুকতে হবে।
  • ppn | ২২ মার্চ ২০১২ ১১:২৯ | 202.91.136.71
  • গুগল ইমেজ আছে? তাহলে একবার দেখে নিতাম চেনাপরিচিত কারোর বাড়িতে দেখেছি কিনা?

    আমার দেখা এখন অব্দিঃ লোকনাথ ব্রহ্মচারী, অনুকূল ঠাকুর আর একটা বাড়িতে দেখেছিলাম বিজয়কৃষ্ণ গোস্বামী। প্রথমজন এখন জনপ্রিয়তার বিচারে রাকৃ আর বিবোদার সঙ্গে পাঙ্গা নেন।
  • Papiss | ২২ মার্চ ২০১২ ১১:২৮ | 121.241.218.132
  • ভক্ত ছিলেন। বাড়িতে একখান ফটো ছিলো, দেখলেই আমার খিল্লি চাপতো, আর ঠাকুমা পেল্লায় খচে যেত।
  • d | ২২ মার্চ ২০১২ ১১:২৭ | 14.99.32.114
  • পপসির ঠাকুমাও একজন রামঠাকুর ছিলেন!।

    কোয়ার্ক আর ডিডিকে থেঙ্কু আমার অজ্ঞানতার অন্ধকার দূর করার জন্য।
    মোটকথা সেই মেলা তেমন ইন্টারেস্টিং কিছু নয়, যা বুঝলাম।
  • Papiss | ২২ মার্চ ২০১২ ১১:২৫ | 121.241.218.132
  • উপ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ, ক্ষিঃ মুশকিল! রাণীকুঠি থেকে ৮বি গিয়ে আবার ঘুরে ফিরতে বলছে;-)

    রামঠাকুর খুব একটা সাবল্টার্ন নয় হে প্পন। অনেক বাড়িতে ছবি দেখেছি। ইভেন আমার ঠাকুমাও একজন ছিলেন।
  • dd | ২২ মার্চ ২০১২ ১১:২৩ | 110.234.159.216
  • রাম ঠাকুর আর সীতারামদাস - আলাদা আলাদা গুরু।

    রাম ঠাকুরের একটা আশ্রম গাংগুলিবাগানের কাছে আছে। এনারা সাব অল্টার্ন গুরু। লোকনাথের মতন ভদ্র গেরস্তো গৃহে সমাদর পান নি। আর সীতারামদাস ওংকারনাথ তো মঠ চালাতেন। জটাজুটপরা সন্ন্যাসী।

    এমন কতো যে হাজারে হাজারে গুরু এলো আর গেলো। সবাই কিন্তু পরম ব্রহ্ম নারায়ণ আর বিষ্ণুর অবতার।
  • quark | ২২ মার্চ ২০১২ ১১:২৩ | 14.139.199.1
  • রামঠাকুরের ব্যাপারটা জানি না, তবে আশ্রমে প্রচুর লোক সমাগম হয় দেখেছি। আমারও জানার ইচ্ছে।

    আর প্যারীচাঁদ ঠাকুরের কেসে, ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একটি পদবী। ঠাকুর পরিবারের প্যারীচাঁদ ওঁদের মধ্যে প্রথম উচ্চশিক্ষিত আলোকপ্রাপ্ত পুরুষ। তাঁর স্ত্রী হলেন বীনাপাণি দেবী, মতুয়াদের "বড়মা"।
  • d | ২২ মার্চ ২০১২ ১১:২৩ | 14.99.32.114
  • ওফ! 'কাত' না হাত। হাত ক্রস করে প্রণাম করে।
  • d | ২২ মার্চ ২০১২ ১১:২২ | 14.99.32.114
  • ওহো সীতারামদাস ওঙ্কারনাথকে চিনি তো। তাঁর ভক্তরা কাত ক্রস করে প্রণাম করে। আর বেশী ভক্তরা স্বপাক খায়।

    কিন্তু রঙ্গনের টইতে এনাদের কথা ছিল না মনে হয়।

    রঙ্গন একখান ব্যপক বিশ্বভ্রমণ করে এলো। সে কি গা ছমছমে অভিযান বাপস!!
  • de | ২২ মার্চ ২০১২ ১১:২২ | 180.149.51.68
  • সরি, টইয়ের পোস্ট!
  • byaang | ২২ মার্চ ২০১২ ১১:২২ | 122.167.210.120
  • রামঠাকুরে আশ্রম যেতে রাণীকুঠি অব্দি যেতে হবে কেন? এইটবি থেকে সোজা হেঁটে টেলিফোন এক্সচেঞ্জকে বাঁহাতে রেখে ডানডিকের গলি ধরে সোজা হেঁটে গেলেই তো রাম্‌ঠাকুরের আশ্রম পড়ে।
  • de | ২২ মার্চ ২০১২ ১১:২১ | 180.149.51.68
  • কোন পাজি? সদ্দারজ্জি? :)
  • Bratin | ২২ মার্চ ২০১২ ১১:১৭ | 14.99.128.122
  • গোবরডাঙা যখন গেছো;তখন 'ঘুঁটেপাড়ার সেই (ফুটবল) ম্যাচ ' ও নিশ্চয় ই দেখেছো?
  • kd | ২২ মার্চ ২০১২ ১১:১৬ | 59.93.196.157
  • যদ্দুর শুনেছি, সীতারামদাস ওঙ্কারনাথ।
  • ppn | ২২ মার্চ ২০১২ ১১:১৫ | 202.91.136.71
  • এঁয়ারা সব সাব-অল্টার্ন ঠাকুর। খালি বাবা লোকনাথ ভদ্রলোকের ড্রয়িংরুমে (মানে পুজোর ঘরে) ঠাঁই পেয়েছেন। কিন্তু কেন? রঙ্গনের টইটা আবার পড়ে দেখতে হবে।
  • Papiss | ২২ মার্চ ২০১২ ১১:১৪ | 121.241.218.132
  • রাণীকুঠি থেকে যাদপ্পুর যাওয়ার রাস্তায় রামঠাকুরের আশ্রম পড়ে।
  • m | ২২ মার্চ ২০১২ ১১:১২ | 50.82.180.165
  • ধ্যাৎ, রামঠাকুর হলেন একজন গুরু। রামকৃষ্ণ না, বরং বাবামনি, মাতাজী টাইপের।
  • d | ২২ মার্চ ২০১২ ১১:০৪ | 14.99.32.114
  • বেশ বেশ।
    কিন্তু রামঠাকুর কে? রামকিশনো?
    প্যারীচাঁদ ঠাকুরও কি কোনও 'ঠাকুর' নাকি?

    (উফ্‌ নিজের অজ্ঞানতায় আমি মর্মাহত)
  • Papiss | ২২ মার্চ ২০১২ ১০:৫৮ | 121.241.218.132
  • উপ্‌স সরি। হ্যাঁ, মতুয়াদের ঠাকুর।

    রামঠাকুরের মন্দিরের আদলে তো যাদপ্পুর স্টেশন হবে।
  • quark | ২২ মার্চ ২০১২ ১০:৫৬ | 14.139.199.1
  • না, রামঠাকুর নন মনে হয়। প্যারীচাঁদ ঠাকুর, যিনি মতুয়াদের দেবতুল্য আরাধ্য এবং পি আর ঠাকুর নামে প্রসিদ্ধ, তার নামে (পি আর ঠাকুরের মেলা) মেলা হয়।
  • Tim | ২২ মার্চ ২০১২ ১০:৫৬ | 128.173.38.195
  • ইয়েস গোবরডাঙাও গেছি।
    এবার ঘুমোতে হবে। টাটা।
  • quark | ২২ মার্চ ২০১২ ১০:৫৪ | 14.139.199.1
  • গোবরডাঙা আর বনগাঁ-র মাঝে দুটো হল্ট স্টেশন "সংহতি" আর "বিভূতিভূষণ" আছে, কোন্‌টা ঠিক কোথায় ভুলে গেছি
  • m | ২২ মার্চ ২০১২ ১০:৫৩ | 50.82.180.165
  • ব্রতীন,তোমার মা কেমন আছেন এখন?
  • Bratin | ২২ মার্চ ২০১২ ১০:৫২ | 14.99.128.122
  • হমমম।
  • quark | ২২ মার্চ ২০১২ ১০:৫২ | 14.139.199.1
  • শিয়ালদহ-বিধাননগর-দম দম জং-দম দম ক্যান্ট-দূর্গানগর-বিরাটি-বিশরপাড়া কোদালিয়া-নব বারাকপুর-মধ্যমগ্রাম-হৃদয়পুর-বারাসাত-বামনগাছি-দত্তপুকুর-বিড়া-গুমা-অশোকনগর-হাবরা-গোবরডাঙা-মসলন্দপুর-ঠাকুরনগর-চাঁদপাড়া-বনগাঁ
  • Tim | ২২ মার্চ ২০১২ ১০:৫২ | 128.173.38.195
  • ঐদিক দিয়ে ইছামতির চরে যাওয়া যায়। ওপারে বাংলাদেশ। আর জানিনা। মেলা দেখিনি।
  • Papiss | ২২ মার্চ ২০১২ ১০:৫২ | 121.241.218.132
  • ঠাকুরনগর রামঠাকুরের জন্মস্থান। রামঠাকুরের ভক্তদের দাবীতে তৎকালীন রেলমন্ত্রী (নাম বলিবার জন্যে প্রাইজ নাই) সাড়া দিয়া ঠাকুরনগর স্টেশনটিকে রামঠাকুরের মন্দিরের আদলে করিবার প্রতিশ্রুতি দিয়াছিলেন। মেলাও রামঠাকুরের কিছু একটা হইবে।
  • d | ২২ মার্চ ২০১২ ১০:৫১ | 14.99.116.215
  • বেশ বেশ।
    সেখানকার মেলার বৈশিষ্ট্য কী?
  • Tim | ২২ মার্চ ২০১২ ১০:৫০ | 128.173.38.195
  • উফ্‌ফ আজগে একের পর এক পোশ্নো কমন আসছে। ঠাকুরনগর বনগাঁর দুটো ইস্টেশন আগে। ঐ গুমা-হাবরা ঐ লাইনেই পড়ে।
  • m | ২২ মার্চ ২০১২ ১০:৫০ | 50.82.180.165
  • আচ্ছা।
  • m | ২২ মার্চ ২০১২ ১০:৫০ | 50.82.180.165
  • উত্তরটা কেসিকে।
  • d | ২২ মার্চ ২০১২ ১০:৪৮ | 14.99.116.215
  • আচ্ছা ঠাকুরনগরের মেলাটা কোথায় কেউ জান?
    মানে ঠাকুরনগরেই হবে নিশ্চয়, কিন্তু এই ঠাকুরনগর জায়গাটা কোথায়? কেমন করে যায় সেখানে?
  • Papiss | ২২ মার্চ ২০১২ ১০:৪৬ | 121.241.218.132
  • মুডিয়াল লোকজন একটু অন-অফ মোডে চলে।
  • kc | ২২ মার্চ ২০১২ ১০:৪৫ | 194.126.37.78
  • মামী, মেয়েরাই তো আসল হাবুডুবুটা খায়। সরল উত্তর।

    কাতলা মাছের টইটা তুলতে হবে।
  • pi | ২২ মার্চ ২০১২ ১০:৪৫ | 72.83.76.34
  • কাতলা মাছের টইতে আমার একটা ক্যুইজ দেবার ছিল।
  • pi | ২২ মার্চ ২০১২ ১০:৪২ | 72.83.76.34
  • আচ্ছা, ভিসি অনেকদিন লেখেন না তো !
  • m | ২২ মার্চ ২০১২ ১০:৪১ | 50.82.180.165
  • কেসি, মেয়েরা হাবুডুবু খায় না খায় না?

    সরলজিজ্ঞাসা
  • kc | ২২ মার্চ ২০১২ ১০:৪০ | 194.126.37.78
  • অজ্জিত অজ্জিতই। ওকে এই নমেই ডাকা হবে। তা সে যতই প্যাপিস, বেন আর্ফা, ডেম্বাবা, সেন্ট ইগনুটিয়াস বা ঢম্‌ড়ুপটকানন্দ কি বক যে নামেই লিখুক না কেন!!
  • pi | ২২ মার্চ ২০১২ ১০:৪০ | 72.83.76.34
  • আর জনতা, আমি ফোন হারিয়েছি। তাই কল করে না পেলে দুঃখিত।

    পিনাকীদা, মেইল দেখো।
  • pi | ২২ মার্চ ২০১২ ১০:৩৬ | 72.83.76.34
  • নাকি পপিদা ?
  • Tim | ২২ মার্চ ২০১২ ১০:৩৫ | 128.173.38.195
  • আরে ওটায় ভাব সম্প্রসারন করতেই হতোনা।
  • pi | ২২ মার্চ ২০১২ ১০:৩৫ | 72.83.76.34
  • নাঃ, ছোটো করে নি।
    পাপীদা।
  • kc | ২২ মার্চ ২০১২ ১০:৩৪ | 194.126.37.78
  • টিমের কোচ্চেনটাই ভুল। অবিবাহিতরা পাজি হয়না। পাজি হলে কি আর সেই পেরেম আর পেরেমে হাবুডুবু কেস হয়? কিন্তু বিয়ের পরেই মেয়েরা বুঝে যায় লোকটা এবার পাজি হয়ে গেছে। তার সঙ্গে পাজি দুনিয়ার যত্তসব বিবাহিত পুরুষ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত