এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • jhumjhumi | ২০ মার্চ ২০১২ ১৯:৪৫ | 117.194.245.145
  • পার্ক সার্কাসে নাকি কি সব গোলমাল হয়েছে। কিন্তু T.V তে কিচ্ছু দেখাচ্ছে না। শুধু কোলকাতা TV স্ট্রিপ দেখাচ্ছে মুখ্যমন্ত্রী সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আবেদন করেছেন।
  • pi | ২০ মার্চ ২০১২ ১৯:৩৯ | 72.83.76.34
  • *কভি

    টাইপো খে লিয়ে খেদ হ্যায়
  • Netai | ২০ মার্চ ২০১২ ১৯:৩৯ | 121.241.98.225
  • সব জলে গেছে
    মাছেদের কাছে
  • pi | ২০ মার্চ ২০১২ ১৯:৩৮ | 72.83.76.34
  • কিন্তু কবি নেতাইয়ের কালকের অতগুলি ভাল ভাল গেস জলে গেল ঃ(
  • kc | ২০ মার্চ ২০১২ ১৯:৩৭ | 178.61.96.29
  • ঠিক ঠিক ঠিক। জবাব দেওয়ার কি আছে? কারুর ইচ্ছা হলে খুলবে। কারুর মনে হলে পোস্টাবে। আবার কারুর পছন্দ না হলে সেও তার খারাপ লাগাটা রেকর্ড কত্তে পোস্টও করবে। তাতে কারুর ভাল লাগলেই বা কি আর না লাগলেই বা কি? যখন দুনিয়াতে যাহা ব তাহাই ভ।
  • achintyarup | ২০ মার্চ ২০১২ ১৯:৩৬ | 115.111.248.6
  • কি বীষণ ভিপদ
  • Netai | ২০ মার্চ ২০১২ ১৯:৩৫ | 121.241.98.225
  • কুমুদি কি আমার কবিতার ভাবসম্প্রসারণ করলে?
    "ভালো কবিরা বেশী শব্দ খরচা করা পছন্দ করে না"--------- কবি নেতাই
  • paalong shaak | ২০ মার্চ ২০১২ ১৯:৩৪ | 168.26.205.19
  • এইবার আমার সঙ্গী কেঁচোরে চিনলাম। ঃ-))

    ইতি পালম শাগ।
  • pi | ২০ মার্চ ২০১২ ১৯:৩০ | 72.83.76.34
  • টই খোলা নিয়ে সবার এত জবাবদিহি কররই বা কী আছে। কারুর ইচ্ছে হলে খুলবে। কারুর মনে হলে পোস্টাবে। পুরানো, কাজের টই নেমে যাচ্ছে মনে হলে তুলে আনলেই তো হয়। সার্চ করলে দু সেকেন্ডের মামলা।
    আর পোস্ট কম মানেই তা কেউ পড়লেন না এমনও না। গুরুর নীপা প্রচুর। টইএর যেকোন কারো যেকোন পোস্ট ই যেকোনো কারুর বাল অথবা ভাল লাগতে পারে। বিশেষ করে ব আর ভ এর তফাত যখন ক্রমশঃ মুছে যাচ্ছে ঃ)
  • aka | ২০ মার্চ ২০১২ ১৯:২৯ | 168.26.215.13
  • খালি দলবাজি। এবারে এখান থেকে দুজন বেরিয়ে গিয়ে বিক্ষুব্ধ টই না খোলা দল হতে মাত্রর দুই দিন। দুগ্গাপুজোর বা সরস্বতী পুজোর কেস হলে দুইদিনও লাগত না।
  • kc | ২০ মার্চ ২০১২ ১৯:২৭ | 178.61.96.29
  • তাইলে তিনজনের এগটা টিম হল, স্টোয়িক, বেঙি, আর আমি।
  • aka | ২০ মার্চ ২০১২ ১৯:১৯ | 168.26.215.13
  • আমিও গুরুর জন্মলগ্ন থেকে উপস্থিত। আগে একেবারে নীপা, এখন খুব সপা (শুধু সপা লিখলে কেমন লাগছিল), টইও খুলেছি, তবে নামমাত্র।
  • stoic | ২০ মার্চ ২০১২ ১৯:১৬ | 160.103.2.224
  • আমি প্রায় গুরুর জন্মলগ্ন থেকে উপস্থিত, যদিও বেশির ভাগ সময় নী পা। টই ও খুলি নাই কোনদিন।
  • kumu | ২০ মার্চ ২০১২ ১৯:০৯ | 122.160.159.184
  • আজকাল তুম দাঁত নেহী খিঁচাতা,নরম নরম দৃষ্টিতে বাহার দিকে তাকাতা।
  • ppn | ২০ মার্চ ২০১২ ১৯:০৮ | 202.91.136.71
  • কারণ পালংশাকে পোস্ত পড়েছে? ;-)
  • kumu | ২০ মার্চ ২০১২ ১৯:০৬ | 122.160.159.184
  • আর্নেতাই,কল্লোলদাকে নিয়ে কবিতাটা সেরম হয় নি।
    কোন আবেগ নাই,হৃদয়ের স্পর্শ নাই,চোকের্জল নাই-কিসুই নাই!

    ভাটের পাড়ায় শোনো কল্লোল ওই,
    অশ্রুজলে খুঁজে ফেরে কোথা গেল টই!
  • byaang | ২০ মার্চ ২০১২ ১৯:০০ | 122.167.119.153
  • কেসি, আমি আজ অব্দি একটাও টই খুলেছি বলে মনে করতে পারছি না।
  • Archi | ২০ মার্চ ২০১২ ১৮:৫৮ | 122.167.119.153
  • কিঁউকি আজ হাম বাহাকো দাঁত খিঁচায়া নেহি।
  • kumu | ২০ মার্চ ২০১২ ১৮:৫৪ | 122.160.159.184
  • কেসির কি আজ মেডামের সাতে ঝগড়া হয়েচে?মানে এই জিগাচ্চি আর কী!

    পালংশাগ?অতি জঘইন্য খেতে।

    টইএর কথা কিচু কওয়া
    যায় না,যেখানে ভাবলেন কোনো পোস্ত পড়বে না সেটি হয়তো ফুলেফলে পল্লবিত হয়ে উঠলো,আবার পোচুর সম্ভাবনাময় টই অনাদরে কুন্ঠিত হয়ে মরে গেল(উদা-কুমুর খোলা কোয়ান্টামবাদ ও কিসের মনে নেই টই)।তবে স্পেস লিমিটের বেপার আছে নিশ্চই,সেটি আমরা ক্রস করে যাইনি আশা করি।

    তবে আজ আমার মুড ভাল,পুছো কিঁউ?
  • kencho | ২০ মার্চ ২০১২ ১৮:১২ | 122.167.119.153
  • শুধুই কি ভাইটামিন? পালংয়ের সঙ্গে আমিও তো থাকব - ভাইটামিন এর সঙ্গে প্রোটিন ফ্রী ফ্রী ফ্রী!
  • paalong shaak | ২০ মার্চ ২০১২ ১৮:০৯ | 168.26.205.19
  • ওগো মানষেরা, তোমরা আমাকে কাঁচা চেবায়ে খাও। ভাইটামিনও বেশি বেশি পাবা, আমাকেও গরমে সেদ্ধ হতি হবে না।

    ইতি পালং শাক।
  • phutki | ২০ মার্চ ২০১২ ১৭:৫৫ | 121.241.218.132
  • বোঝো!!!! ইহারে কয় আত্মবিশ্বাস।
  • aka | ২০ মার্চ ২০১২ ১৭:৫৪ | 168.26.215.13
  • পালং শাকের একটা রেসিপি বলে দিই, দিল তর হয়ে যাবে খেলে। গুচ্ছের রসুনের কোয়া দিন, আই মিন গুচ্ছের। ভাজুন, ভাজুন, গন্ধ বেরলে তারমধ্যে পালংশাক দিন। নাড়তে থাকুন, নাড়তে থাকুন, জল টল বেরিয়ে যখন এক গামলা পালং শাক প্রায় দুই মুঠো মতন হয়ে এসেছে, তখন খানিক লংকা আর অল্প তেঁতুল ঢেলে দিন, নামানোর আগে খানিক বাদাম গুঁড়ো করে ছড়িয়ে দিন। আমি কোনদিন খাইনি কিন্তু মনে হল ভালই হবে খেতে।
  • de | ২০ মার্চ ২০১২ ১৭:৫০ | 180.149.51.67
  • :))
  • Netai | ২০ মার্চ ২০১২ ১৭:৪৬ | 121.241.98.225
  • পালংশাক ইজ গ্রিন ভেজিটেবল। খাও। জিও জি ভরকে।
  • ppn | ২০ মার্চ ২০১২ ১৭:৪৩ | 202.91.136.71
  • পোচুর চাপ জেবনে। গুরু খুলে দেখি লেখা পালংশাকের রাজত্ব।

    নাঃ, ভাড়ি যাই। ঃ(
  • de | ২০ মার্চ ২০১২ ১৭:৩৬ | 180.149.51.67
  • বাপরে! টইয়ে শুধুই নির্মোহ ব -- পালবংশের রাজত্ব ফিরে এলো এক্কেরে!

    মাঝখান দিয়ে কাজের টইগুলো ফুস!

    আজ অব্দি মাত্তর একখান টই খুলেছি -- তাও ঝিকির জন্য, এই ডি: দিয়ে গেলাম, কেশী যা সেন্টু দিচ্ছে!
  • kc | ২০ মার্চ ২০১২ ১৭:২৫ | 194.126.37.78
  • কিছু লোকের টই খোলার ধুম দেখে মনে হয়, টই খুলতে পারলে বোধহয় প্রভাতকালীন পটিটা আরও একটু স্যাটি করে হবে। পুরো ক্যালকম কেস প্রায়। কেউ ব্রাজিলের কাকাকে নিয়ে একটা থ্রেড খুললো, পরক্ষণেই একজন আরএকটা থ্রেড খুলে নিলো, 'কাকিমা'। এই ভুলভাল টইয়ের কারণে টইপত্তর সেগমেন্টাই নোংরা হয়ে গেছে। পঁচিশ তিরিশটা পোস্ট পড়বে, তার বেশীরভাগই আবার ভাটের পোস্ট।
  • Bratin | ২০ মার্চ ২০১২ ১৭:২৩ | 14.99.180.196
  • ঠিক ঠিক
  • Netai | ২০ মার্চ ২০১২ ১৭:১৬ | 121.241.98.225
  • হ্যাঁ। কেশীদা।
  • kc | ২০ মার্চ ২০১২ ১৭:১৫ | 194.126.37.78
  • গুরুতে মোটামুটি রেগুলার, ভেশ অনেকদিন ধরেই, এরকম একজনের নাম ভলুন যে আজ অভধি একটাও টই খোলেনি। ফারবেন ভলতে?
  • Bratin | ২০ মার্চ ২০১২ ১৬:১৩ | 14.99.180.196
  • খালি ভুলভাল টই খোলা !! কোন মানে হয়?
  • Kaju | ২০ মার্চ ২০১২ ১৫:৩৫ | 121.242.160.180
  • বাই দ্য ওয়ে, এটা কি আসলে ভাষা নাকি বাসা?
  • Kaju | ২০ মার্চ ২০১২ ১৫:৩৪ | 121.242.160.180
  • ভাশা দেখে আমার সাশা মনে পড়ে গেল।
  • Jhiki | ২০ মার্চ ২০১২ ১৫:১২ | 182.253.0.99
  • দ্যাত্তেরি, ডানদিকে বাংঅলা আসছে না, কি সব টাইপো!
  • Jhiki | ২০ মার্চ ২০১২ ১৫:১১ | 182.253.0.99
  • আমি এখন অবধি তিনটে সংখ্যা পড়েছি। ভাশাটা ভালো লেগেছে, চরিত্রদের নামগুলো বড্ড অদ্বুত তবে চরিত্রগুলো বেশ চেনা চেনা।
  • Kaju | ২০ মার্চ ২০১২ ১৪:৩৮ | 121.242.160.180
  • ইতিহাস নিয়ে নির্মোহ ব?
  • Netai | ২০ মার্চ ২০১২ ১৪:৩৩ | 121.241.98.225
  • নির্মোহ ব নিয়ে নির্মোহ ব পুরানো হয়ে গেছে। ইতিহাস।
  • sinfaut | ২০ মার্চ ২০১২ ১৪:২২ | 121.241.218.132
  • নির্মোহ -ব নিয়ে একটা নির্মোহ -ব চালু করা উচিত।
  • kc | ২০ মার্চ ২০১২ ১৪:১৪ | 194.126.37.78
  • দেশের খপর জানিনা, তভে এই গুরুচন্ডালিতে এই ধারাভাহিক 'ভ' সিরিজ অত্যন্ত ভাল লাগছে।
  • y | ২০ মার্চ ২০১২ ১৪:১০ | 61.12.12.84
  • ব্যাঙ্গালোরে ভূতের ভবিষ্যৎ রিলিজ করেনি ঃ(
  • phutki | ২০ মার্চ ২০১২ ১৪:০৫ | 121.241.218.132
  • অত্যন্ত খাজা লাগছে। কোনো সংখ্যাই হাতে পেয়ে মনে করতে পারি না যে আগের সংখ্যায় কী ছিল। ধারাবাহিকটিতে ধারাবাহিকতার বড়ই অভাব।
  • Jhiki | ২০ মার্চ ২০১২ ১৩:৫২ | 182.253.0.99
  • দেশে যে ধারাবাহিকটা বেরোচ্ছে সেটা তোমাদের কেমন লাগছে?
  • sinfaut | ২০ মার্চ ২০১২ ১৩:৫০ | 121.241.218.132
  • দূর বাবা, হলে গিয়ে দেখতে বলছি। একটা ভালো সিনেমা কহানী আর ব্যোমকেশের মাঝখানে চ্যাপ্টা হয়ে গেল, তাই একটু জনস্বার্থে প্রচার চালাচ্ছি আর কি।
  • de | ২০ মার্চ ২০১২ ১৩:৪৮ | 180.149.51.67
  • বাড়ি গিয়ে দেখবো কুমুদি :))
  • kumu | ২০ মার্চ ২০১২ ১৩:৩৭ | 122.160.159.184
  • দে,ঃ-))
    চম্পাকলি আইয়ুবের চিঠি আছে এবারের দেশে।
  • de | ২০ মার্চ ২০১২ ১৩:৩৫ | 180.149.51.68
  • কতো পাপ বাবা, একখান এস -এ কুলাচ্চে না!
  • de | ২০ মার্চ ২০১২ ১৩:৩৪ | 180.149.51.68
  • সুভদ্রা নিজেই রথ চালিয়েছিলেন না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত