এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ২৩ মার্চ ২০১২ ১৭:১৬ | 122.160.159.184
  • নেতাই,একটা হেইব্বড় বেগ নাও,তাতে ভরে নাও দিল্লীবাসীদের ভালোবাসা।

    কেডিদা,বাহা এখন কদ্দুর এগিয়েচে?আর আমার খুব ভাল লাগে অপরাজিতর ঐ বাচ্চা দুটিকে।
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১৭:১৫ | 14.96.73.80
  • ইয়ে 'বোঝো' কাজুর ২ টি পোস্টের মাঝখানে হবে।
  • kd | ২৩ মার্চ ২০১২ ১৭:১৪ | 59.93.163.182
  • নেতাই, ফোন/ইমেল যাই করো, বেস্পতিবার সকালের আগেই কোরো (তারপর তো আমি নেই-নেই)। অথবা সামরানকে কোরো (ও মনে হয় আজ ফিরছে)। প্যাকেট, টেশনে নিয়ে যাওয়ার লোক সব রেডি থাকবে, শুধু ট্রেন/টাইম জানার অপেক্ষা।
  • Kaju | ২৩ মার্চ ২০১২ ১৭:১৩ | 121.242.160.180
  • নেতু কি উবগার করার মুডে আছে ! তোমার স্বীয় নামাঙ্কিত চটি একদিন বেরোবেই ইহা কনফার্ম।
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১৭:১৩ | 14.96.73.80
  • বোঝো!!
  • Kaju | ২৩ মার্চ ২০১২ ১৭:১০ | 121.242.160.180
  • তা ম্যাগে ছড়া থাকবে না তো কি ব্যাগে বা মগে থাকবে ?
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১৭:০৫ | 14.96.73.80
  • আহা ম্যাগ ছড়া কী আর জিনিস নেই? ঃ-))
  • Netai | ২৩ মার্চ ২০১২ ১৭:০৪ | 121.241.98.225
  • দিল্লী থেকে কিছু আনতে পারছিনা।
    এখানে কোন ম্যাগ/চটি বাড়তি নাই।
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১৭:০২ | 14.96.73.80
  • ৫- ৬ মিটিং ছেল। ক্যানসেল হয়ে গেছে। আহা কী আনন্দ। সেই অফ পিরিয়ড মতো লাগছে!! ঃ-))
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১৬:৫৬ | 14.96.73.80
  • দিল্লী থেকে কিছু কী আনবে? ঃ-))
  • Netai | ২৩ মার্চ ২০১২ ১৬:৪৮ | 121.241.98.225
  • কুনো অসুবিধা নাই কেডিদা।
    এর পরের শনিবার ফিরতি ট্রেনে চাপবো। শ্যালদা থেকে।
    মাঝে তোমার সাথে কন্টাক্ট করে নেবো।
  • kd | ২৩ মার্চ ২০১২ ১৬:৪৪ | 59.93.163.182
  • বাবা নেতাই, দিল্লি ফিরছো কবে? যদি ট্রেনে ফেরো আর মেজর অসুবিধে না হয়, দিল্লির জন্যে কিছু গুরু ম্যাগ/চটি (এই ধরো চারপাঁচ কিলো) নিয়ে যেতে পারবে? ইস্টিশনে পৌঁছে দেওয়া যাবে'খন।

    নিশ্চিন্তে না বলতে পারো, কেউ বকবে না।
  • Papiss | ২৩ মার্চ ২০১২ ১৬:৩৭ | 121.241.218.132
  • কেন হবে না? ধরেন ক সিংহ এবং খ রায়। উদিকে গ মিত্র এবং ঘ মজুমদার। দুই কাপলের ছেলে এবং মেয়ের নাম যথাক্রমে চ সিংহরায় এবং ছ মিত্রমজুমদার। এই দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন (ওঃ কি ভাষা), এবং ঁদের ছেলের নাম হল ট সিংহরায় মিত্রমজুমদার। এবার আরো দুজোড়া কাপল ছিলেন...

    ইত্যাদি।

    ;-)
  • dd | ২৩ মার্চ ২০১২ ১৬:৩৭ | 110.234.159.216
  • আকার যেমন বুদ্ধি। ঢাঁ করে করে বাজে কথা কয়ে দিলো। এর পরেই অম্নি "সিগ্রেট খেওনা, মদ খেও না, মাংস খেও না" এইসব ধ্যাড়ধ্যাড়ে কথার বন্যা বয়ে যাবে।

    ডায়াবিটিস লুরুতে প্রচন্ড, পুরো দক্ষিন ভারতেই খুব বেশী। এঁরা সেডেন্টারী জীবন কাটান অন্যদের মতনই, কিন্তু ঐ ফাস্ট ফুড আর ফ্লেশ ফুড একেবারেই চলে না। তাও ও হয়। স্পেশালি লুরুতে খুব বেশী বেড়ে গেছে - কাটিং অ্যাক্রস অল রিজিয়ন,ফুড হ্যাবিট,লাইফ স্টাইল।

    প্রচুর লেখালেখি হয়,কিন্তু কারনটা কেউ খপ করে ধরতে পারছে না। বোধয় অ্যাস্ট্রোলজিক্যাল কোনো হেতু আছে।
  • kd | ২৩ মার্চ ২০১২ ১৬:৩৬ | 59.93.163.182
  • কুমুদিদি, আমার আবার সময়ের অভাব? হ্যাঁ, কাজ করার জন্যে বড়ই অভাব (কিছুতেই মুড আসে না) কিন্তু অকাজের জন্যে অঢেল সময় - বাড়ি থেকে তো কদাচিৎ বেরোই - আজকাল নেমন্ত খেতে যেতেও ভাল্লাগে না।

    সিরিয়াল দেখা শুরু করেছি ""গানের ওপারে'' থেকে। তার আগে টিভিও দেখতুম না (প্রায়)। এমনকি আমেরিকাতেও না, পুরোনো ওয়েস্টার্ন (মানে সিম্পল সিনেমা - সাদা টুপি ভালো লোক, কালো টুপি খারাপ লোক) আর খেলা ছাড়া আর আমার বৌ তো একেবারেই টিভির ধারেকাছে ঘেঁষতো না। আর হ্যাঁ, কলেজ থেকে ছেলে বাড়িতে এলে দু'জনে মিলে ডাব্ল্যুডাব্ল্যুডাব্ল্যুএফ, এসপেশালি বৌকে ক্ষ্যাপানোর জন্যে। (নোটঃ তিনটে ডাব্ল্যু)

    তা এতদিনের জমানো সময় এখন কড়ায়-গন্ডায় তুলে নিচ্ছি। সিরিয়ালের সময় (সাধারণতঃ সকালে) ফোন এলে বা কেউ ভিজিট করলে বেশ বিরক্ত হই (না, ঠিক ততটা না, একই জিনিস তো দিনে অনেকবার হয়)। তবে শুধু স্টার-জলসাই দেখি কেননা ওটাই নেটে পাওয়া যায় (নাহ'লে ও'দেশে বসে আপ-টু-ডেট থাকবো কি করে)।

    এখন লাইন-আপ - ভাষা, বাহা, বধূ, ঝিলিক, টাপুর, সিঁদূর, অলখ্‌খী, অপরাজিত। অদ্বিতীয়াও ছিলো, যখন চলতো।
  • kumu | ২৩ মার্চ ২০১২ ১৬:৩৫ | 122.160.159.184
  • যদ্দুর জানি-

    দিদিমার পিতৃকুল ভট্টাচার্য্য-শ্বশুরকুল দাশগুপ্ত।

    মায়ের পিতৃকুল ঐ ঐ-শ্বশুরকুল সেনগুপ্ত।

    মেয়ের পিতৃকুল ঐ ঐ ঐ-শ্বশুরকুল অধিকারী।
  • Kaju | ২৩ মার্চ ২০১২ ১৬:২৯ | 121.242.160.180
  • হয়ত যেভাবে রিনাদির নাম 'অপর্ণা দাশগুপ্ত সেন শর্মা রায়'।
  • quark | ২৩ মার্চ ২০১২ ১৬:২৭ | 14.139.199.1
  • কিন্তু ডবল পদবী না হয় বুঝলুম, এই যে তিনটে কি চারটে পদবী ক্যামনে হয়?
  • kumu | ২৩ মার্চ ২০১২ ১৬:১৮ | 122.160.159.184
  • অ নেতাই,অসুবিধে না হলে,মানে মোট্টে অসুবিধে না হলে একটু পাঁচফোড়ন আনবে?

    আহা,সিআর্পার্কে পাওয়া যায় তা কি আর জানি না!তবে কবি নেতাইএর আনা পাঁচফোড়ন-তার গন্ধ আলাদা।
    এসো তবে, রুবিকে নিয়ে সাবধানে ,দুগ্গা দুগ্গা।
  • aka | ২৩ মার্চ ২০১২ ১৬:১৪ | 75.76.118.96
  • স্টোয়িক থ্যান্‌কু, এই এখনও হেচে চলেছি। ঃ(
  • aks | ২৩ মার্চ ২০১২ ১৬:১৩ | 75.76.118.96
  • লুরুর কন্‌ক্‌রীট বাড়ার সাথে সাথে ডায়াবিটিস বাড়ার ব্যাখ্যাটা এরকম হতে পারে। ঠিক তখন থেকেই ফাস্ট ফুডের দোকান বেড়েছে, লোকে প্রচূর ম্যাকডি, কেএফসি খাচ্ছে, পার্ক টার্ক কমে গিয়েছে মানে সকাল সন্ধ্যে হাটার জায়গা নেই মানে এক্সারসাইজও নেই। মেটাবলিজম ঘেটে ঘ। ডায়াবিটিস অনিবার্য্য। ফাস্ট ফুড কনজাম্পশন এবঙ্গ সিডেন্টারি লাইফ স্টাইল বাড়লে ডায়াবিটিস বাড়বে। নাই হতে পারে এমন কারণ কিন্তু হতেও পারে।
  • Netai | ২৩ মার্চ ২০১২ ১৬:১০ | 121.241.98.225
  • বাড়ি যাচ্ছি।
    হে দিল্লীবাসীরা,
    ছোটখাটো কিছু ফাইফরমাস থাকলে বলে দিও।
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১৫:৪৫ | 14.96.73.80
  • আমি দেখি ঐতিহাসিক সিরিয়াল ঃ যেমন 'ঝান্সীর রানী' বা ' বীর শিবাজী'। তবে সামাজিক সিরিয়াল কভু নয়।
  • kumu | ২৩ মার্চ ২০১২ ১৫:৩২ | 122.160.159.184
  • আমিও দেখেছি আমাদের ফেমিলিতেই রয়েচেন-রীনা ভট্টাচার্য্য-দাশগুপ্ত-সেনগুপ্ত-অধিকারী।

    কেডিদা,সিরিয়াল দেখার সময়/উৎসাহ পান?
  • kd | ২৩ মার্চ ২০১২ ১৫:১৫ | 59.93.163.182
  • মেয়েদের এই ""ডবল পদবী'' ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে। ফেসবুকে দেখলুম ""দত্ত চৌধুরি নন্দী'' - ১৯ অক্ষর (মাঝের স্পেস না ধরে)। টিভিতে কোন এক সিরিয়ালের গোড়ায় যে নামগুলো দেখায়, তাতে একজনের পদবী ""ব্যানার্জি বসু মল্লিক চৌধুরি'' - ২৭ অক্ষর (মাঝের স্পেস না ধরে)।

    ভারতে কি মেয়েদের বিয়ের পর স্বামীর পদবী না নেওয়া বেআইনি? মনে তো হয় না কেননা গুরুতে তো অনেকেই বিবাহপূর্ব পদবী ব্যবহার করেন। তাহ'লে ইচ্ছে করলে এঁরাও তো তাই করতে পারেন। এত লম্বা পদবী, কাজে কর্মে অসুবিধে হয় না? অনেক ফর্মে (ওই খোপ-খোপ ভ্যারাইটি) তো পুরোটা ধরার জায়গাও বোধহয় দেয় না।
    অবিস্যি কিছু উপায় নিশ্চয়ই আছে। নাহ'লে পার্সীরা ""সোডাওয়াটারবটলওপেনারওয়ালা'' কী করে ফিট করায়? ঃ)
  • stoic | ২৩ মার্চ ২০১২ ১৫:০৬ | 160.103.2.224
  • ডিডিদা,
    ডায়াবেটিসের খবরটা জানতাম না, কিন্তু খুব ইন্টারেস্টিং। আমার এক অত্যন্ত প্রিয় বন্ধু লুরুতে ২০০৪-২০১১ অবধি ছিল। ঐ পিরিয়েডের মাঝামাঝি, খুব সম্ভবত ২০০৮ নাগাদ ওর ডায়াবেটিস ধরা পড়ে। ওর বয়স তখন ৪০। মজার ব্যাপার হল, আমি তখন দেশে এসেছি আর লুরুতে গেছি ওর সাথে দেখা করতে। আমরা উইকেন্ড পার্টির আয়োজন করছি এমন সময় ও বলল সকালে একটা ছোট কাজ আছে, ব্লাড টেস্ট করাতে যাবে। আমি ওর সাথে গেছিলাম।
    এখন মুম্বাই তে আছে।
  • dd | ২৩ মার্চ ২০১২ ১৪:৪০ | 110.234.159.216
  • ব্যাংগালুরুতে বছর পনেরো আগে পোলেন কাউন্ট খুব বেশী হতো। খবরের কাগজে আবহাওয়ার হদীশের সাথে পোলেন কাউন্টও দিতো। ফলতঃ ভয়ানক অ্যাজমায় ভুগতো লোকে। লুরু তখন দেশের হাঁপানী রাজধানী।

    ক্রমে কংক্রীট,লোহা,কাঁচে প্রচুর গাছ গাছালি খেয়ে নিলো। সাধারন মানুষের অ্যাজমা নিয়ে আর অতো কষ্ট রইলো না কিন্তু কি এক অজ্ঞাত কারনে ডায়াবেটিসের একেবারে বন্যা বয়ে গেলো। চল্লিশের কাছাকাছি তো বটেই,তার চেয়েও কম বয়সের ছেলেপুলেদের ধরা পরলো এই রোগ। অলমোস্ট মহামারীর মতন। এই এক্ষপ্লোসনের কারন কেউ জানে না।
  • stoic | ২৩ মার্চ ২০১২ ১৪:৩১ | 160.103.2.224
  • পোলেন অ্যালার্জির ব্যাপারে কমরেড আকাকে একটি কথা বলার ছিল।
    আমার কস্মিনকালে এই অ্যালার্জি ছিল না, কানাডাতে বন্ধুদের ভুগতে দেখতাম আর হাসতাম। সুইৎজারল্যান্ডেও প্রথম বছর তিনেক কিসুই ফিল করিনি। তারপর হঠাৎ এক বসন্তে শুরু হল, আর সেই যে হল, প্রতি বছর ইট গেটস ওয়ার্স। এখন সক্কাল সক্কাল উঠেই ডাক্তারবাবুর প্রেস্ক্রাইব করা একখান অ্যান্টি-হিস্টামিন নিয়ে নিই। প্লাস সঙ্গে সারাক্ষণ অ্যাসমার স্প্রে থাকে। এই অ্যাসমা ব্যাপারটাও প্রথম যখন শুরু হয় ছিল না। গত পাঁচ বছর ধরে হচ্ছে। এমনিতে আমি অ্যাসমাটিক নই, কিন্তু এই পোলেন অ্যালার্জির সময় এক-দেড় মাস যা তা অবস্থা হয়।
    অযাচিত উপদেশ হল, পোলেন অ্যালার্জির সিম্পটম দেখলেই ডাক্তার দেখিয়ে, পারলে টেস্ট করিয়ে কোন পোলেন থেকে হয় সেটা জেনে (আমার যেমন বার্চ পোলেন থেকে হয়) অ্যান্টি হিস্টামিন প্রেসক্রাইব করিয়ে নিন। আমি অ্যামেরিকার ড্রাগ স্টোরের ওভার-দ্য-কাউন্টার জেনেরিক অ্যান্টি-হিস্টামিন খেয়ে দেখেছি, কাজ হয় না।
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১৪:১৪ | 14.96.73.80
  • কয়েক টা ই®¾ট্রাক্যুইন্যাল নিয়ে যেও হে।
  • i | ২৩ মার্চ ২০১২ ১৪:০৯ | 124.169.137.255
  • আজ ২রা মার্চের দেশ পেলাম। চিঠিপত্র বিভাগে দেখলাম- গত ২রা জানুয়ারিতে প্রকাশিত একটি কবিতা শঙ্খ ঘোষের 'মধ্যরাত ' থেকে 'নিপুণভাবে কয়েকটি বিষয় নিয়ে গ্রাফটিং করে' লেখা। জানুআরির দেশ সেভাবে পড়া হয় নি নানা কারণে। এখন খুলে দেখি-সত্যি তাই। কি ভয়ানক।
    এর আগে বোধ হয় সুকুমার রুজের বিরুদ্ধেও এরকম অভিযোগ এনেছিলেন প্রচেত গুপ্ত-দেশের পাতাতেই।

    কবিতা গদ্য শিল্প তাতেও যদি ...
  • Netai | ২৩ মার্চ ২০১২ ১৪:০৯ | 121.241.98.225
  • খাওয়া দাওয়া করছো?
    করো।
    আমি ব্যাগ গুছাই। বাড়ি যাই।
    শ্বসুরবাড়িতে শুনেছি মন্দ খাওয়া দাওয়া হয়না।
  • ppn | ২৩ মার্চ ২০১২ ১৩:৫৩ | 112.133.206.22
  • আজ দিনটা খাসা।

    সকালে ফ্রেঞ্চ টোস্ট দিয়ে ব্রেকফাস্ট।

    দুপুরে ঘরে তৈরি বিরিয়ানি আর তন্দুরি।

    এইমাত্র পাশের বাড়ি থেকে একগাদা উগাদির স্পেশাল খাবার দিয়ে গেল। ঃ)
  • siki | ২৩ মার্চ ২০১২ ১৩:৪১ | 155.136.80.36
  • আমার গুরগাঁও টিমের চারজনের মধ্যে দুজন জ্বরে কাত। আমি এখনও টিকে আছি। আমার অবিশ্যি ডিসেম্বরে হয়ে গেছে।
  • dd | ২৩ মার্চ ২০১২ ১৩:৩৪ | 110.234.159.216
  • জ্বর হলে আয়েস করে ঘুমাতে হয়,শীত শীত করলে তো আরো ভালো।
    এ সময় ডি হাইড্রেশনের একটা চান্স থাকে, তাই রামের সাথে জল অনেক বেশী করে খাবেন। লেপ মুড়ি দিন, গান শুনুন।

    বেস্ট হয়ে কাছাকিছু কেউ না থাকলে ওঁ ওঁ কোঁ কোঁ করে খুব কাতর ভাবে ককিয়ে নিতে পারেন।
  • kumu | ২৩ মার্চ ২০১২ ১৩:১৩ | 122.160.159.184
  • সেই চেষ্টা করেছিলাম,ক্যালপল খেয়ে ঘুমোনোর।

    সকাল আট্টা থেকে দশটার মধ্যে দশবার বেল বাজল।

    ১।ক্যুরিয়ার
    ২।ফুলগাছ বিক্রেতা,
    ৩,৪-ভুল করে বেল বাজিয়েছে,
    ৫।গ্যাসের মিটার দেখার লোক,
    ৬।রান্নার লোকের স্বামী-রাত্তিরে রমা আসবে না,
    ৭।অ্যাকোয়াগার্ডের সেলসম্যান,
    ৮।সাহায্যপ্রার্থী,
    ৯।গাড়ী ধোয়ার লোক,
    ১০। পাড়ার নতুন বিউটি পার্লারের ই®¾ট্রা ।

    ১১,১২--- নংদের জন্য অপেক্ষা না করে মকরধ্বজকে ডেকে আপিস চলে এলাম।
  • kc | ২৩ মার্চ ২০১২ ১৩:০০ | 178.61.96.29
  • এই জ্বরগুলো খুব দুর্বল করে দ্যায়। কুমুদি টেক কেয়ার।
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১২:৫৮ | 14.96.73.80
  • আহা । আজকে বড় ভালো টিফিন। পরোটা আর আলু ছেঁচকি।ঃ-))
  • ppn | ২৩ মার্চ ২০১২ ১২:৫৭ | 112.133.206.22
  • কুমুদি টেক কেয়ার। একদিন হলেও ছুটি নাও। জানি তার বেশি মুশকিল।

    আমার নিজের ভাইরাল ফিভার গোছের হয়েছিল গেল হপ্তায়। খালি সোংবারটা ছুটি নিতে পেরেছিলাম। কিন্তু আরো তিন-চাদ্দিন অফিসে বসে টের পেতাম কখন জ্বর এল আর কখন গেল।
  • kc | ২৩ মার্চ ২০১২ ১২:৫৪ | 178.61.96.29
  • সুর্য্যবাউও চক্রান্ত বলেছেন তো। সব চক্রান্তগুলো চইমিনের মত গা জড়াজড়ি করে অছে মনে হচ্ছে।
    কিন্তু সম্ভব্য চক্রান্তকারীদের মধ্যে এখনো পাইয়ের নাম না আসায় বেশ চিন্তায় আছি।
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১২:৫২ | 14.96.73.80
  • কাল থেকে WB Gvt দেখা ২ টো SMS পেলাম।
    বয়ন ট এই রকমঃ

    WB CM: Some uncrupulous people are transmitting provocating photographs and indecent photographs for hurting the religious sentiments of people...
  • kumu | ২৩ মার্চ ২০১২ ১২:৪৭ | 122.160.159.184
  • অরিজিৎ,১২ঃ৩৯ ঃ-))
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১২:৪৭ | 14.96.73.80
  • সে কী, কুমু দি? আপিস না করে ২ পিস ক্যালপল খেতে টেনে ঘুমো ও না। কী খালি কাজ কাজ করো বলো দিকি নি?
  • ppn | ২৩ মার্চ ২০১২ ১২:৪৫ | 112.133.206.22
  • আহা, সিপিয়েমের চক্রান্ত বলেছেন কি? ;-)
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১২:৪৪ | 14.96.73.80
  • অরি ঃ-))
  • Papiss | ২৩ মার্চ ২০১২ ১২:৩৯ | 121.241.218.132
  • কুড়ি বছরের অভ্যেস, বল্লেই কি ছাড়া যায়;-)
  • kumu | ২৩ মার্চ ২০১২ ১২:৩৯ | 122.160.159.184
  • সিকিকে শীতকাতুরে বলার পাপে পর্শু থেকে আমার প্রবল জ্বর।
    তবু আমি আপিস করি,এম্নি আমার মনের জোর!!
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১২:৩৪ | 14.96.73.80
  • সব ব্যাপারে এই চক্রান্ত আছে টাইপের সস্তা কমেন্ট করা মমতা কে ছাড়তে হবে নিজের ভালোর জন্যেই।
  • Netai | ২৩ মার্চ ২০১২ ১২:২৭ | 121.241.98.225
  • ডিডিদা যেমনটি ভবিষ্যতবাণী কয়েছিল, মমদিদি কাল তেমনি করে অগ্নিকান্ডের পিছনে চক্রান্ত আছে বলে বলেছেন।
  • d | ২৩ মার্চ ২০১২ ১২:১৯ | 14.99.249.128
  • এই প্রোফাইলটা কি ফেক? তা যদি হয়, তাহলে এটা সক পাপেটিং। সক পাপেটিং পৃথিবীর অনেক দেশেই আইনতঃ দন্ডনীয়, ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। ভারতেও সাইবার অ্যাক্ট ২০০৮ এর ৬৩ না ৬৯ কত নম্বর ধারায় যেন পড়ে (দেখে বলতে হবে)।
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১২:০৭ | 14.96.73.80
  • ও কেসি, জি টকে এসো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত