না ঝিকি,এইতো ২০১১ সালে কেডিদার লেখা বেরিয়েছিল।এক্ষুনি সব কাজ ফেলে সেটি পড়ো।
phutki | ২৯ মার্চ ২০১২ ১৩:১৯ | 121.241.218.132
সিদ্ধার্থ কে অনেক ধন্যবাদ। চারপাশ টা হেব্বি লাগছে।
Jhiki | ২৯ মার্চ ২০১২ ১৩:১৮ | 219.83.85.197
সত্যি-ই একটুও পড়ি নি kd, বোধহয় সেটা আমার গুরুতে আসার আগের লেখা। আমি ভ্রমণ করতে খুবই ভালোবাসি ঃ)
kd | ২৯ মার্চ ২০১২ ১৩:১২ | 59.93.195.243
হায় রে! ঝিকি ভ্রমণকাহিনী ভালোবাসেন না। মানে আমার অত কষ্ট করে সুন্দরবন বেড়ানো আর তারপর আরও কষ্ট করে, যত্ন করে সেই বেড়ানো ডকুমেন্ট করাও পড়েন নি। ঃ(
siddhartha | ২৯ মার্চ ২০১২ ১২:৪৯ | 131.104.241.62
:)
ppn | ২৯ মার্চ ২০১২ ১২:৪৩ | 202.91.136.71
সকালে আপিসের সব কাজ শালা মায়া হয়ে গেল। ইনবক্স অব্দি চেক করিনি।
Jhiki | ২৯ মার্চ ২০১২ ১২:৩৮ | 219.83.85.197
ভাটের ময়দান শুন্য, সবই টাইম মেশিনে চেপে নব্বই-এ চলে গেছে।।।।।।
Kaju | ২৯ মার্চ ২০১২ ১১:৩২ | 121.242.160.180
সন্তোষ দত্ত কোন সালে মারা গেছিলেন কেউ বলবে? '৯০?
byaang | ২৯ মার্চ ২০১২ ১১:৩১ | 122.167.209.77
ঃ-))
dd | ২৯ মার্চ ২০১২ ১১:৩০ | 110.234.159.216
নো। উৎপল দত্তের জন্মোৎসব পালন হবে না। শিশির ভাদুরীর ছবি পাওয়া যাচ্ছে না।
byaang | ২৯ মার্চ ২০১২ ১১:২৬ | 122.167.209.77
আজকে উৎপল দত্তর জন্মদিনে রাজ্য সরকার কোনো অনুষ্ঠানের আয়োজন করে নি? জাস্ট কৌতুহল।
Ben Arfa | ২৯ মার্চ ২০১২ ১১:০৮ | 121.241.218.132
ইলেক্ট্রনিক স্লিপ, তাতে লেখা আছে যে এটা কম্পিউটার জেনারেটেড, এতে সই দরকার নেই।
siki | ২৯ মার্চ ২০১২ ১১:০৬ | 155.136.80.36
অতি সত্বর অভিযোগ দায়ের করো।
তোমার স্যালারি স্লিপ তোমার কাছে শেষ প্রমাণ। কোম্পানি যদি সেটা সরকারকে জমা না দেয়, দোষটা কোম্পানির, তোমার নয়।
স্যালারি স্লিপ কি জাস্ট প্রিন্ট আউট? নাকি সই করা / স্ট্যাম্প মারা?
dukhe | ২৯ মার্চ ২০১২ ১১:০৬ | 202.54.74.119
৩১শে মার্চের মধ্যেও কি জমা দেবে না? সেইটা আগে জানার চেষ্টা করুন। অনেক সময় দেরিতে হলেও ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে জমা দিয়ে দেয়। বাবার কেসটায় পোস্টাপিস টিডিএস সাট্টিফিকেটও দিয়েছে, কিন্তু জমা করেনি।
ppn | ২৯ মার্চ ২০১২ ১১:০২ | 112.133.206.22
কিন্তু, তাহলে তো এমপ্লয়িকে ওই কোম্পানির নামে অভিযোগ দায়ের করতে হয়। এ তো জাস্ট জালিয়াতি।
dukhe | ২৯ মার্চ ২০১২ ১০:৫৪ | 202.54.74.119
উচিত, কিন্তু হয় না। আমার বাবার পোস্টাপিসের ডিপোজিটে টিডিএস কেটেছে, কিন্তু জমা দেয়নি। ইনকাম ট্যাক্স বলছে পোস্টাপিসে বলুন, আমাদের রেকর্ডে না দেখালে আমরা আপনার কাছেই চাইব। আর পোস্টাপিস বলছে আমাদের জমা দেওয়ার সিস্টেম নেই। আজ বহুদিন এই চলছে।
Ben Arfa | ২৯ মার্চ ২০১২ ১০:৫১ | 121.241.218.132
কদিন আগে দেখতে পাইনি, এখন পাচ্ছি। কিন্তু এপ্রিল-আগস্ট নেই। অর্থাৎ এখনও জমা পড়েনি।
কিন্তু আমাকে প্রশ্ন করলে আমার হাতে পে স্লিপ রয়েছে যেখানে টিডিএস দেখানো। ধরা উচিত ওই কোম্পানির ফিনান্সের লোককে, তাই নয় কি?
dukhe | ২৯ মার্চ ২০১২ ১০:৪৮ | 202.54.74.119
ফর্ম 26AS. icicibank এ ঢুকলে ২০১১-র নভেম্বরে জমাপড়া ট্যাক্সও দেখতে পাচ্ছি।
Ben Arfa | ২৯ মার্চ ২০১২ ১০:৪১ | 121.241.218.132
ওগুলো সবই ইনকাম ট্যাক্সের সাইটে রিডাইরেক্ট করে - কি একটা ফর্ম যেন - ২১ না ২৪ এরকম। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওই সাইট খুব সম্ভবতঃ ট্যাক্স ইয়ারের শেষে আপডেট হয়।
dukhe | ২৯ মার্চ ২০১২ ১০:৩৯ | 202.54.74.119
কিছু কিছু ব্যাঙ্কের অনলাইন ব্যাঙ্কিঙে দেখায় আপনার PAN-এ কত ট্যাক্স জমা পড়েছে। চেক করুন। জমা না পড়লে ইনকাম ট্যাক্স আপিস আপনার কাছেই চাইবে। লোকজন জড়ো করে ট্যাক্স কমিশনারের সঙ্গে কথা বলতে পারলে ভালো।
Ben Arfa | ২৯ মার্চ ২০১২ ১০:৩১ | 121.241.218.132
আচ্ছা একটা সিরিয়াস ব্যাপারে একটু ওপিনিয়ন চাই।
কলকাতার একটি কোম্পানি, গত বছরের মাঝামাঝি সময় থেকে ফিনান্সিয়াল প্রবলেমে পড়ে। মাঝে মধ্যেই মাইনে ডিফল্ট করতো - সাত দিন, কখনো দশ দিন পরে দিত, আর প্রতিবার নানা রকম ভাটের অজুহাত দিত। সন্দেহ হওয়াতে অনেকে ছাড়তে শুরু করে। গত ডিসেম্বর মাসে জানা যায় কোম্পানিটির অবস্থা শোচনীয়। অফিস স্পেসের ভাড়া দিতে পারেনি কয়েক মাস, ট্রান্সপোর্টের পয়সা দিতে পারেনি। ক্রমশঃ ট্রান্সপোর্ট বন্ধ হয়, অন্য অফিসে উঠে আসে, কিন্তু আগের অফিস স্পেসের ভাড়া দেয়নি বলে সব ডকুমেন্ট/সার্ভার সেই অফিসে আটকে পড়ে আছে। সবচেয়ে সিরিয়াস যে ইস্যুটা - সেটা হল গত মার্চ ২০১১-র পর, কোনো এমপ্লয়ীর (এক্স বা কারেন্ট) মাইনে থেকে কাটা টিডিএস জমা পড়েনি। এবং পিএফও জমা পড়েনি - এমপ্লয়ী/এমপ্লয়ার কϾট্রবিউশনের কোনোটাই। এবং প্রায় সকলের কিছু না কিছু ডিউ আছে - যারা ছেড়ে দেইয়েছে তাদের শেষ এক বা একাধিক মাসের মাইনে ইত্যাদি।
এবার কোশ্চেন হল - এক্স এমপ্লয়ীরা ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবে কি? টিডিএস জমা পড়েনি - অর্থাৎ ফর্ম ১৬ দিতে পারবে বলে মনে হয় না। সেক্ষেত্রে, টিডিএস-এর দায়িত্ব কি এমপ্লয়ীদের ঘাড়ে চাপবে? পে স্লিপে যদিও টিডিএস দেখানো আছে।
i | ২৯ মার্চ ২০১২ ১০:২৬ | 137.157.8.253
মধুসূদনের জন্মদিন তো জানুআরির ২৫শে। এখন কিসের উদ্যাপন?
যাগ্গে- নব্বইএর স্মৃতিচারণে কেউ সূর্যগ্রহণের কথা কইলেন না ? মারাদোনার শেষ ম্যাচের কথা? গমগমিয়ে এফ এম রেডিও চালু হয়েছে , তৃপ্তি মিত্রর মৃত্যু, নীলিমা চলে গেলেন, কণিকাও নব্বইএর শেষের দিকটায়-রবি ঘোষও-আরও অনেক কিছু তবে সে সব আমার মত বৃদ্ধের মনে-
দীপ্তেনদার লেখা ছাড়া, সত্তরের স্মৃতিচারণ ছিল তীর্থংকরের গুরুচন্ডালির ৪ নম্বর ইস্যুতে, এছাড়া সত্তর আশির অনুরূপ স্মৃতি ছড়ানো ছিটোনো টই এর অনেক সুতোয়-স্কুলের সুতোয়, শহর থেকে শহরের স্মৃতিতে, গানের গল্পে- ফিরে পড়বেন পারলে।
সবার ছোটবেলাই আলাদা। সেখানে কোথাও আলাদা করে ঢুকে যায় মেয়েবেলা , ছোটবেলার মধ্যেই তার স্বতন্ত্র অবস্থান বহুক্ষেত্রেই। দময়ন্তীর কিছু অনবদ্য লেখা আছে -মেয়েটা ভেলেভেলেটা, ছাঁটা ফুলের আসন, আরও কিছু। সে সব নিয়ে পরে কোনদিন-
et al. | ২৯ মার্চ ২০১২ ০৯:২৩ | 14.99.156.146
মধুসূদনের হ্যাপি বার্থডে-র ব্যানার। সেখানে মমতার বদলে রবীন্দ্রনাথের ছবি।
siki | ২৯ মার্চ ২০১২ ০৯:০৫ | 155.136.80.36
উঁকি মেরে গেলাম। আবার দুকুরে আসব।
Jhiki | ২৯ মার্চ ২০১২ ০৮:৪৫ | 219.83.85.197
নিশি, আমি ভ্রমণ কাহিনী পড়তে একদম ভালোবাসিনা ঃ(
aka | ২৯ মার্চ ২০১২ ০৫:৩৪ | 75.76.118.96
নিশি, মনে পড়েছে আসল টার্মটা -গ্লাস ব্যারিয়ার। সবটা ঠিক তেমন না। এই যেমন আমি নিজের কথা বলি, গুরু ছাড়া আমি অন্য কোন ব্লগে বা সাইটে যাই না। এমনকি বালাতেও খুব বেশি যাই নি। গুরুর আড্ডার ধরণ ধারণ আমার যেমন আড্ডা ভালো লাগে তার মতন ছিল। তারমানে অন্য কোথাও কি ভালো কিছু হয় না, নিশ্চয়ই হয়, কিন্তু ঐ আর কি আমার ইন্টারেস্ট নাই। বালাতেও নাই, সামহোয়ারইনব্লগেও নাই। এইসব আর কি।
Tim | ২৯ মার্চ ২০১২ ০৪:৩০ | 198.82.25.157
তাইতো! তাইলে লজেঞ্চুস বানিয়ে ন্যাও। বা হালকা লেমন ফ্লেভারড পানীয়। শস্তা ও পুষ্টিকর। ঃ)
nk | ২৯ মার্চ ২০১২ ০৪:১৬ | 151.141.84.239
ডিবের ভিতর বসে থাকবে নাকি গ্যাস? সে তো পালাবে সূক্ষ্ম ফাঁকফোকড় দিয়ে। কাইনেটিক এনার্জীর কথা আর তোমাদের কী বলবো, নিজেরাই তো এক্সপার্ট।
ডিবায় রাখি আর এদিকে আমার কাজের সময় নস্যির ডিবা ফক্কা, কিসুই থাকবে না। ঃ-)
Tim | ২৯ মার্চ ২০১২ ০৪:১৩ | 198.82.25.157
নস্যির ডিবেতে করে লাফিং গ্যাস রেখো। কান্না পেলে সময় কাজে দেবে।
nk | ২৯ মার্চ ২০১২ ০৪:১১ | 151.141.84.239
এদিকে উইকিপিসি পড়ে আমি কেঁদেকেটে একশা। রামানুজন বাড়ি থেকে পালিয়ে গেল শুনেই এতো কান্না পেলো। পরে শুনি সে দিব্যি ফেরৎ এলো। ঃ-)
Tim | ২৯ মার্চ ২০১২ ০৪:১০ | 198.82.25.157
বাইনারিদা, কোচ্চেন হ্যাজ। আছো না চলে গেলে?
Tim | ২৯ মার্চ ২০১২ ০৪:০৭ | 198.82.25.157
পিয়েনপিসি আর উইকিপিসি একই ব্যাপার। উইকিতেও তো পিয়েনপিসিই হয়। কে নোবেল পেলো, কার ছোটবেলায় পা ভেঙ্গে গেছিলো, কোন দেশের লোকে উল্টো হয়ে হাঁটে এইসব পিয়েনপিসি নয়ত কি? পিয়েনপিসির করার সাইট উইকি, আর পড়ার জন্য আছে জিকেবুক।
Binary | ২৯ মার্চ ২০১২ ০৪:০৫ | 198.169.6.50
আরে আমি-ই দুই জনাকে জানি, বিজ্ঞান কোরেও, রচনা লেখা শেষ না কত্তে, নামের সামনে ডাক্তার লেখা হল নি।
nk | ২৯ মার্চ ২০১২ ০৪:০২ | 151.141.84.239
বিজ্ঞানে তো রচনাই আসল।
Binary | ২৯ মার্চ ২০১২ ০৩:৫৯ | 198.169.6.50
আরে বিজ্ঞানে কি রচনা লিখতে নেই ? অবশ্য-ই আছে ....
nk | ২৯ মার্চ ২০১২ ০৩:৫৮ | 151.141.84.239
আত্মজীবনী লিখবে কইলে কিনা, তাই ভাবলাম--- থাক তবে।
Tim | ২৯ মার্চ ২০১২ ০৩:৫৪ | 198.82.25.157
আমি এখন বিজ্ঞান কচ্ছি। বিজ্ঞানসাধনার সময় আমারে রচনফচনা লিখতে কও? ক্ষি সাহস!
nk | ২৯ মার্চ ২০১২ ০৩:৫১ | 151.141.84.239
উইকিপিসি ও পিএনপিসি র সম্পর্ক নিয়ে একটা রচনা লেখো তো!
এঃ টীম জানে না যে পলিটিশিয়ান আর আঁতেল মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট ?
nk | ২৯ মার্চ ২০১২ ০৩:২৯ | 151.141.84.81
টিম, ঃ-) তবে ঐ অ্যাকাউন্ট সব সুইস ব্যাংকে????
Tim | ২৯ মার্চ ২০১২ ০৩:২৬ | 198.82.25.157
পলিটিশিয়ান
nk | ২৯ মার্চ ২০১২ ০৩:২৩ | 151.141.84.81
আরে টিম, এই না কইলা পাঁচ অঙ্কের ট্যাক্স ফ্রী মাসে মাসে অ্যাকাউন্টে পাওয়া যায় শুধু খাইলে ঘুমাইলে বেড়াইলে আর আঁতলামি করলে????? সেটা তবে কোন চাগরি????? ঃ-)
Tim | ২৯ মার্চ ২০১২ ০৩:২০ | 198.82.25.157
রঞ্জনদা কইলো তো, পহাকড়ি খুবই কম।
nk | ২৯ মার্চ ২০১২ ০৩:১৬ | 151.141.84.81
লামা কইলেন উনি জীবিকা হিসাবে অনুবাদকের কাজও করেছেন। সেই কাহিনিটাও শুনতে মন চায়। মানে অনুবাদকের কাজ কারা দেয়, পহাকড়ি কেমন এইসব। ঃ-)
Tim | ২৯ মার্চ ২০১২ ০৩:১১ | 198.82.25.157
নিশি, সমস্তই যদি এখানে বিনি পয়সায় লিখে দিই, তবে আত্মজীবনীতে কি লিখবো? দেখতেই তো পাচ্ছো, বিজ্ঞানে পহাকড়ির কি অবস্থা! এখন হাতের পাঁচ ঐটেই ভরসা। ;-)
nk | ২৯ মার্চ ২০১২ ০২:৫৬ | 151.141.84.239
নিশি হোলো নিশিকান্ত রাজ্যসরকার বাবুঃ-)
আর আকা, কুয়োর ব্যাং কে বলেছে? একেবারেই না, একেবারেই না। ব্যাংগালোরের ব্যাং শুনলে--- ঃ-)
নেপাল শ্রীলংকা ভুটান মায়ানমার পাকিস্তান আফগানিস্তান ঘানা চাদ ক্যামেরুন ভিয়েতনাম ইত্যাদি ---সকল দেশের ব্লগ ইত্যাদি নিশ্চয় আছে, কিন্তু তাদের নিজের নিজের ভাষায়। সেখানে আমাদের অংশগ্রহণের কথা ওঠে কী করে? ঃ-)
Binary | ২৯ মার্চ ২০১২ ০২:৫৪ | 198.169.6.50
আকা স্কোরটা কিসের ? বেশি পেচনে গিয়ে পড়া কত্তে ইচ্ছা করছে না ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন