আবারো বলছি, গজদন্তমিনার বলতে কী বলছি, আকাদার এই প্রশ্নের উত্তরে আমি স্পষ্ট করেই সেদিন লিখে দিয়েছিলাম। তার পরেও যেভাবে যে মন্তব্য এসেছে, তাতে আর ক্ল্যারিফিকেশন দেবার ইচ্ছা হয়নি।
pi | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪৬ | 137.187.241.6
হ্যাঁ, আকাদা , আমার মনে হয় ওটা তুমি ভুল বুঝেছিলে। পারলে গিয়ে পিছিয়ে পড়ে নিও। এনিওয়ে সেটা হয়ত আগেই ক্লিয়ার করে দিলে ভাল হত। কিন্তু তারপর খিল্লি এবং অন্যদের আরো বেশ কিছু মন্তব্য পড়ে আর কিছু লিখতে ইচ্ছে করেনি। যাই হোক, এনিয়ে আমি আর কথা বাড়াবো না।
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪৫ | 122.167.124.102
আর যেদিন আমরা যারা ভাটাচ্ছিলাম তাদের গজদন্তমিনারে বসে থাকার কথা বলে , তাদেরকে তির্যক মন্তব্য ছুঁড়ে দেওয়া হয়, সেদিন আমরা সবাই নিতান্তই নিজেদের মধ্যে হাসিঠাট্টা করছিলাম, যেরকমটা তুই নিজেও একসময়ে করে থাকতিস, হঠাৎ করে সেদিন ঐ মন্তব্যটা আমারও খুব খারাপ লেগেছিল। আর শুধু কি তাই ইনহেরেন্ট থ্রেটও ছিল আড়ালহীন কমিউনিটির নামের আড়ালে কে কী করে ইত্যাদি নিয়ে লেখার ইচ্ছে।
pi | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪৪ | 137.187.241.6
ব্যাংদি, তুমি বোধহয় টই পড়োনি। ওটা আমি বলিনি। অন্য কেউ বলেছিল। বলেছিল বলেই খারাপ লেগেছিল। বিলো দ্য বেল্ট আক্রমণ লেগেছিল। তুমি যেগুলো জানো, সেগুলো জানি বলেই আরো খারাপ লেগেছিল।
ইন্টারন্যাশানাল স্কুলে পড়ে কেন বলে কাউকে আমি খোঁচা দি নি। আমাকে অকারণ দোষরোপ না করলেই খুশি হবো।
আর তুমি যা করেছ, তার জাস্টিফিকেশন তোমার আছে। বেশ। ভাল। আমার খারাপ লাগা আমারই থাক না। আমি তো তোমাকে এগুলো করতে বারণ করিনি। করোনা। খারাপ লেগেছে, একবার জানিয়েছি। আর তো জানাবোনা , সেটাও বলেছি।
nk | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪৩ | 151.141.84.239
জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে/ মুক্তি পাই নি ফের তোমাকেই আবার খুঁজবো বলে।----
পুরো গানটা কেউ দেবেন? কবে লেখা হয়েছিলো, কেন লেখা হয়েছিলো, কোনো ইন্সপিরেশন ছিলো কিনা, মানে অন্য দেশের কোনো গানের ছায়া ছিলো কিনা--এইসব ইনফো ও লাগবে। গান রচয়িতার একটা হাল্কা ছোট্টো জীবনীও, একেবারে তাঁর তরুণকাল থেকে এই গান পর্যন্ত হলেই হবে, তার পরের কথা না হলেও হবে। আগাম থ্যাংকু।
sayan | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪৩ | 101.63.223.197
এই যে প্পন্দা, কেসিদা এখনও নামলো না। একটু দেখে আসবে? নামিয়ে কাজ নেই। মিনারের চূড়োয় জাস্ট আলতো করে বসিয়ে দিও। আর তারপর নিজে নামার আগে একটু বোলো। কাজ আছে।
aka | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪৩ | 168.26.215.13
এনিওয়ে আমার এই জিনিষ ভালো লাগে না।
আমার খারাপ লেগেছে, গালি মনে হয়েছে বললাম। তারজন্য হয়ত আমিও ঘুরিয়ে গালি দিয়েছি, তাও বোধহয় উচিত হয় নি। ধুস শালা, ভাটাতে এসে এসব একেবারেই পোষায় না।
aka | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪১ | 168.26.215.13
পাই, খুব সিম্পল ডিফারেন্স।
একটা ম্যাক্রো জিনিষ নিয়ে তক্কো করা আর কোন একটি বিশেষ ঘটনা নিয়ে জাজমেন্টাল বক্তব্যর মধ্যে যেটুকু পার্থক্য। একটায় আমি আমার ভিউ জানাচ্ছি। আর অন্যটায় আমি আজ কতটা পাষণ্ড সেটা আমাকে জানানো হচ্ছে। দুটো এক নয়।
m | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪১ | 50.82.180.165
রুচি ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে গেলে নতুন করে রুচির ডেফিনেশান 'তোমার মাপে' তৈরি করতে হবে।কাজেই...তোমার সঙ্গে কিছুর আলোচনাতেই আমার কোনো 'রুচি' নেই। বোল্ড এবং আন্ডারলাইন। আশাকরবো ভবিষ্যতে আমার কোনো পোস্টে সৈকতের নামোল্লেখ মাত্র তোমার জবাবি পোস্ট তোমার রুচির পরিচায়ক হয়ে দেখা দেবে না।
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪০ | 122.167.124.102
আর তুই যখন আমার অন্যকে করা পোস্ট নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিস নিজের খারাপ লাগা জানাতে। তখন আমিও বলি অকারণে বারবার ছেলেকে ইন্টারন্যাশনাল স্কুলে পড়ানোর উদাহরণ টানাটা আমার অত্যন্ত খারাপ লাগে, বিল দা বেল্ট আক্রমণ মনে হয়। উদ্দিষ্ট ছেলেটিকে চিনি, জানি, তার মতন আরো অনেক ছেলেমেয়েকে চিনি-জানি, তারা কেন একদেশ থেকে আরেক দেশে গিয়ে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়, সেটার কারণটাও বেশ ভালোভাবে বুঝি, তাই এইধরণের মন্তব্য করি না। তবে কেউ এইধরণের মন্তব্য করলে নিজের গায়ে মেখে খারাপ লাগাটাও জানাতে যাই না।
ppn | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৯ | 112.133.206.22
রোস্টের থেকে শোয়ার্মা ভালো।
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৭ | 122.167.124.102
যাঃ বাবা পাই, মিঠুর সঙ্গে আমি ইয়ার্কি মারলে তোর কেন খারাপ লাগবে, আমি বুঝে উঠতে পারছি না। সব কিছুকে এরম ঘুরিয়ে-পেঁচিয়ে নিজীর গায়ে না মাখলে খারাপ লাগাগুলো একটু কম হবে।
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৭ | 122.167.124.102
নিজের
pi | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৬ | 137.187.241.6
ব্যাং দি, খুব খারাপ লাগলো। আর কিছু বলার নেই।
pi | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৪ | 137.187.241.6
সেটা যে কেউই সৈকত বন্দ্যোপাধ্যায় কি গুরু টিমকে জিগেস করলে জানতে পারবেন। যেহেতু সাইট নিয়ে নানা প্রশ্ন উঠেছে, জবাব ইত্যাদি চাওয়া হয়েছে, কনফ্যুশন হয়েছে, সেই টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া প্রয়োজন বোধ করলাম।
আর, কিছু প্রশ্নের উত্তর দিতে রুচিতে বাঁধে।
sayan | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৪ | 101.63.223.197
সেদিন দমদি কোন্ একটা টইতে কারও একটা পোস্ট প্রসঙ্গে লিখেছিল, সবসময়ে স্মাইলি দিলেই বক্তব্যের ঝাঁঝ লুকোনো যায় না। অ্যান্ড আই কুডন্ট এগ্রী মোর।
kc | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৪ | 178.61.96.29
আর কাকে কাকে তুলতে হবে? আজকে ভাটপাতা থেকে নো যাওয়া। গেলেই শহীদ করে দেবে।
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৩ | 122.167.124.102
মিঠুর এমন গর্ব-অহঙ্কারকে আমি মোটেও ভালো চোখে দেখতে পারলাম না। আমারও একটা সৈকত বন্দ্যোপাধ্যায় চাই।
pi | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩২ | 137.187.241.7
আকাদা, ঐ ছেলেটির চিকিৎসা নিয়ে আমি কিছুই লিখতে চাইনি। লিখিওনি। পিছনের পাতা পড়ে দেখো। ভাটের পাতায় আলোচনার অনেক পরে হুতো টইতে লেখে। হুতো না লিখলে, বা অন্য কেউ কিছু না বল্লে আমার বিন্দুমাত্র কিছু লেখার ইচ্ছা ছিল না।সত্যি এটা লেখার মত কোন কাজও না।
একটু মনে করে দেখো, আমাকে যখন জিগেশ করেছিলে, গজদন্তমোনার কেমন। আমি ঐ তৃকল ডাউন নিয়েই লিখেছিলাম। খুব স্পষ্ট করে। হ্যাঁ, তোমার সাথে FDI তর মাথায় ছিল তো বটেই। তুমি তোমার মনে হওয়া সেখানে জানিয়েছিলে। লোকজন আগের থেকে অনেক ভাল আছে ইত্যাদি। আমার তামনে হয়না, আগে সে নিয়ে টই তে তর্ক হয়েছে। যে যার পয়েন্টে স্টিক করে থেকেছি। সেদিনের ঘটনা দেখার পর ঐ কথা আবার মনে হয়েছে, আর লিখেছি। এতে কী দোষ করেছি জানা নেই। এই নিয়ে যাঁদের কাজ মূলত তির্যক মন্তব্য করে যাওয়া, তাঁরা পাতার পর পাতা তাই করেছেন, খিল্লি করেছেন। বেশ তো। চলুক না ঃ)
m | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩১ | 50.82.180.165
আহারে, ব্রতীন জানতেও পাল্লো না, কখন শহীদ হয়ে গেলোঃ((
(নাকি ধারেকাছেই আছে)
sayan | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩০ | 101.63.223.197
অতো তাড়াতাড়ি কে নামতে বললো। স্লটে আরও আছে। আরেকবার উঠতে হবে।
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:২৮ | 122.167.124.102
ওদিকে প্পনসাহেব জনহিতার্থে একটা টইটোরিয়াল খুলে ফেলেছেন।
kc | ০৩ এপ্রিল ২০১২ ০০:২৮ | 178.61.96.29
বোতীনকে মিনারে চড়িয়েই তো এলাম। তবে অফলাইনেই চড়ালাম। অনলাইনে চড়ালে ভাগবাঁটোয়ারা বেশী হবে। সে ভালো কতা লয় কো।
m | ০৩ এপ্রিল ২০১২ ০০:২৬ | 50.82.180.165
নতুন সাইটে কি হবে না হবে , সেটা নিয়ে কিছু জানার বা বোঝার থাকলে সেটা আমি সৈকত বন্দ্যোপাধ্যায়ের থেকে জেনে নেবো। কেমন?
সৈকত বন্দ্যোপাধ্যায়ের নাম এলেই তোমার এত গাত্রদাহ কেন হচ্ছে বুঝতে পারছি নাতো?
pi | ০৩ এপ্রিল ২০১২ ০০:২২ | 137.187.241.5
আড়ালহীন কমিউনিটি নিয়ে সৈকত বধ্যোপাধ্যায়ের বক্তব্য তো সাইটেই লেখা আছে। এখন নাহয় সেটা একটু আড়ালে আবডালে চলে গেছে। নতুন সাইটে সেটা একেবারে চোখের উপরেই তুলে ধরা হবে ঃ)
aka | ০৩ এপ্রিল ২০১২ ০০:২১ | 168.26.215.13
নাঃ কথাটা এসেছিল কোন একটি ছেলের চিকিৎসা ডাক্তাররা নিখরচায় করে দেওয়ায় খুব অভিভূত হয়ে হঠাৎ করে একদমই বেমক্কা কোন কারণ ছাড়াই গজদন্তমিনার টিনার ইত্যাদি বলেছিলে পাই। কেন বলেছিলে, কি মনে হয়েছিল সে তুমিই জানো। এবং তারসাথে শুদ্ধসঙ্কÄ বাবু একগাদা জ্ঞান দিয়ে গেলেন। কে কি করছে, কেন করছে না জেনে না বুঝে এই জাজমেন্টাল কমেন্ট গুলো প্রিটেনশাসই বটে। আমি কি মহৎ দেখানো ছাড়া আর কোন উদ্দেশ্য নাই। এবং তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে সবুজ টাকায় মোচ্ছব, হুজুগ কেন করেন? সেই টাকায় তো এমন বহু ছেলের চিকিৎসা হত। হ্যাঁ বিলো দা বেল্ট এখানেই প্রচুর দেখেছি, এমনকি নিতান্ত বাজে সময়েও সত্যের খাতিরে কেউ রেহাত দেয় না।
ব্রতীনের রোস্ট!! আহা না জানি ক্যামোন খেতে হবে। ভালো করে বারবিকিউ সস মাখিয়ে মিনারের চুড়োয় তুলে দিস।
m | ০৩ এপ্রিল ২০১২ ০০:১৮ | 50.82.180.165
ব্রতীন দাকে দিয়ে কি হবে?
sayan | ০৩ এপ্রিল ২০১২ ০০:১৭ | 101.63.223.197
লি নয়, লো
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:১৬ | 122.167.124.102
আমার আবার কবে থেকে একটা নিজের ঘেটোর শখ। আমি উচ্ছেচচ্চড়ি রাঁধবো, আমার ঘেটোর লোকরা খেয়ে বলবে ""আহা মধু, মধু'', আমি হাঁচবো, আমার ঘেটোর লোকরা বলবে ""আহা, কি ব্যারিটোন ভয়েস''! এরম একটা ঘেটো কোথায় পাই?
m | ০৩ এপ্রিল ২০১২ ০০:১৬ | 50.82.180.165
মিনার ধোবার মত ডেটল চাইলে একটা ছোট করে কারখানা বানালে হয়- গজদন্ত মিনারের পাশে অনুসারী কুটির শিল্প।
sayan | ০৩ এপ্রিল ২০১২ ০০:১৬ | 101.63.223.197
আজ এই শেষবেলায় (গলা থরথর) মামী আমাকে এই সম্মান জানালি (গলা অলরেডি বুজে এসেছে) ... না, এই সম্মানের উপযুক্ত আমি নই (গলা ঝেড়ে নিয়ে) ব্রতীন্দা! ব্রতীন্দা - একবার এদিকে এসো তো! খালি হাতেই এসো।
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:১৩ | 122.167.124.102
আমার আবার বেজায় শুচিবাই। দাঁড়া আগে কাঁটাচামচগুলো সাবান দিয়ে ধুয়ে গরম জলে চুবিয়ে স্টেরিলাইজ করি। তুই ততক্ষণ গজদন্তমিনারটা ডেটল-জল দিয়ে ধুয়ে রাখ। আমি আসবই।
m | ০৩ এপ্রিল ২০১২ ০০:১১ | 50.82.180.165
না না, প্রথম সুযোগ টা সায়নকেই দেওয়া হঔক। আর কিছুই না স্রষ্টার প্রতি সম্মান।
sayan | ০৩ এপ্রিল ২০১২ ০০:০৯ | 101.63.223.197
আহ্ বেঙীদি! দ্যাট্স দি ক্যাচ! নইলে আর গেটেড কম্যুনিটির কী মজা রইলো? কাঁটাচামচ নিয়ে চলে এসো।
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:০৬ | 122.167.124.102
তো সেই গজদন্তমিনারে চড়বে কারা? আকাকেই যখন প্রথম নেমন্তন্নটা দেওয়া হল, তখন আকাকেই প্রথম চড়ার সুযোগটা দেওয়া হোক।
sayan | ০৩ এপ্রিল ২০১২ ০০:০৪ | 101.63.223.197
একটা গজদন্তমিনার বানাবো, শূলের মত। মানে ছুঁচোলো ব্যাপারটা থাকবে (উইদাউট এনি ইনসাল্ট টু ছুঁচোস)। গোটা দশকে চড়াতে পারলেই স্লো-রোস্ট। গোটা ব্যাপারটা হবে একটা গেটেড-কম্যুনিটির মধ্যে, মানে কাকপক্ষীতেও টের পাবা না। আকাদা', ইউ আর ইনভাইটেড ইন দিজ ড্রাইভ। (গোইং ডাচ ফর কাঁটাচামচ, হাউএভার)
byaang | ০৩ এপ্রিল ২০১২ ০০:০১ | 122.167.124.102
হাতের ব্যথা আগের থেকে অনেক কম। এত কম লিখো না বাপু, মাঝেমধ্যে একটু সাড়াশব্দ কোরো।
m | ০৩ এপ্রিল ২০১২ ০০:০০ | 50.82.180.165
গুরুচন্ডালি নামক 'গেটেড কমিউনিটি'র ''ঘেটো''ভাঙার আন্দোলনে দলে দলে যোগ দিন। দরকার হলে সেখানে সৈকত বন্দ্যোপাধ্যায়ের নাম'টি ধার ও ভার বুঝে 'প্রয়োজনমত'তুলে ধরতে ভুলবেন নাঃ)
জয়হিন্দ। সঙ্গে থাকুন।
SS | ০২ এপ্রিল ২০১২ ২৩:৫৭ | 131.193.196.214
ব্যাঙ, আসি তো, শুধু কম লিখি। একটু ব্যস্তও আছি অবশ্য।
হাত কেমন আছে এখন?
byaang | ০২ এপ্রিল ২০১২ ২৩:৪৩ | 122.167.124.102
ও এসেস , কদ্দিন পরে এলে! কেমন আছ? আজকাল এত কম আস কেন?
pi | ০২ এপ্রিল ২০১২ ২৩:৪৩ | 137.187.241.5
টিম, ভুল বোঝাবুঝির ব্যাপারটা পিনাকীদা অনেকটাই লিখে দিয়েছে। সম্ভব হলে আমি পরে বাকিটা লিখবো।
আর বিলো দ্য বেল্ট খোঁচা আর অপমান করা, সে নিয়ে আর নাই বা বল্লাম ঃ)
ও হ্যাঁ, শাইনিং ইন্ডিয়ার ট্রিকল ডাউন এফেক্টকে ভালো লাগা প্রসংগে গজদন্তমিনারের কথা এসেছিল। সেটা শুধু সাইট না, যেকোন জায়গায় এমন কথা শুনলেই আমি বলে থাকি ঃ)।সবুজ টাকায় হুজুগ মোচ্ছব করেও বলে থাকি। ছেলেকে ইন্টারন্যাশানাল স্কুলে পড়িয়েও কেউ কেউ করে থাকে। 'প্রিটেনশাস' বলেই হয়তো। ঃ)
টাটা।
Tim | ০২ এপ্রিল ২০১২ ২৩:৩১ | 198.82.29.52
আমারো মনে হয়না কিছু ভুল বোঝাবুঝি ছিলো। ঝগড়াঝাঁটি করার মত সময় ও এনার্জি নেই, তাই সমস্ত বিলো দ্য বেল্ট কমেন্ট সিম্পলি ইগনোর করে গেলাম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন