achintyarup | ০৫ এপ্রিল ২০১২ ০৩:৫৯ | 59.93.244.176
মন খারাপ
pi | ০৫ এপ্রিল ২০১২ ০৩:২৩ | 137.187.241.4
আকাদা, তুমি সেদিন একটা প্রশ্ন করেছিলে। উত্তর দিতে গিয়েও কাটিয়ে গেছিলাম। তবে, লিখবো হয়ত। বা, কেন লিখবোনা, সেটা। অন্য আর একজন দু'জনকেও কিছু বলার আছে।
sayan | ০৫ এপ্রিল ২০১২ ০১:৩৬ | 115.241.111.217
"আমাদের বা-মায়েরা এখন ধূসর নো-ম্যানস ল্যান্ডে ঢুকে পড়েছে' ইন্দ্রদার পোস্টটার দিকে হাঁ করে তাকিয়ে বসে ছিলাম। এই ভাষায় উপলব্ধ হয়নি সত্যিটা, কিন্তু এটা সত্যিই। এইখানে এসে শীর্ণ হাতগুলো সব একরকম হয়ে যায়। মায়ের কোলে মাথা রাখলে রোগা পা-গুলো টের পাই। আমার একটু খুশীর জন্য সেই সব করেছে যেগুলো আমি কোনওদিনও আমার কোনও সন্তানের জন্য হয়ত করবো না। নব্বইয়ের গুণগান গাইছিলাম, সেই নব্বই'ই আমাকে স্বার্থপর হতেও শিখিয়েছে। একটু একটু করে। এখনও এতগুলো বছর পরেও, প্রায় দেড় দশক বাড়ি ছাড়া দায়িত্বহীন কর্তব্যহীন থাকবার পরেও আমাকে নিয়ে মানুষগুলো ভাবে আর দুঃখ পায়, আর আমি মাটিতে মিশে যাই একটু একটু করে। আমার অসহায়তা বলে কিছু হয় না, কোনও অযুহাতই টেঁকসই নয়, নিজের বা অন্য কারুর কাছে। এ আমার অক্ষম দুঃখবিলাস। অন্যের সহানুভূতি আদায়ের চেষ্টামাত্র। আমার যা হবার হোক। যদি এই দুটো মানুষকে আরেকটু কাছ থেকে দেখে ভালো রাখতে পারতাম। যদি আর না অন্যের মুখে শুনতে হত আমার বাবার শরীর খারাপ।
m | ০৫ এপ্রিল ২০১২ ০১:১৪ | 50.82.180.165
আমি কদিন ধরে খুব খারাপ আছি- খিদে ,ঘুম ইত্যাদি পায় না। দুটো মহাদেশ পেরিয়ে অন্যলোকটা বসে আছে-ছেলেটা মাঝে মাঝেই ঘ্যানঘ্যান করে ..সেই সব বাদেও, কেবলি মনে হয়, কতদিন ওদের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখি নি,চামড়ায় কত নতুন ভাঁজ,কপালের কমে আসা চুলে আরো কিছুটা সময়ের দাগ- বুড়িয়ে যাওয়াও তো আসলে থেমে নেই। শীর্ণ হাতটা মনে পড়ে- এয়ারপোর্টে পিঠে হাত বোলাতে কেন শক্ত হয়ে গেলো পিঠ, আর দেখা নাও হতে পারে শুনে কেন কুঁচকে গেলো ভুরু.... কত কথা তো বলার বাকিই রয়ে গেলো। কি জানি!
sayan | ০৫ এপ্রিল ২০১২ ০১:১১ | 115.241.111.217
টিম, এসেস - থ্যাঙ্ক্যু।
SS | ০৫ এপ্রিল ২০১২ ০১:০৯ | 131.193.196.214
বোর করার কী আছে, শেয়ার করা তো ভালো, হাল্কা হওয়া যায়।
চলি আজ।
Tim | ০৫ এপ্রিল ২০১২ ০১:০৮ | 128.173.38.196
সান্দা, এখানে মাঝেমধ্যে আপডেট দিস। নয়ত মুখবইতে খবর নেবো। বাড়ির লোকের শরীর খারাপ হলে কেমন লাগে এখন হাড়ে হাড়ে জানি।
অভ্যুকে টাটা।
sayan | ০৫ এপ্রিল ২০১২ ০১:০৫ | 115.241.111.217
মিঠুদি', এগুলো বলে একটু শান্তি হল। থ্যাঙ্ক্যু তোমাকে। পার্সোনাল সমস্যার কথা বকে যাঁদের বোর করলাম তাঁদের কাছে সরি ইত্যাদি।
---অভ্যুদয় বন্ধুর সঙ্গে উঠে পড়ে যুগ যুগ ধরে পথ চলছে। ঃ-)
sayan | ০৫ এপ্রিল ২০১২ ০১:০১ | 115.241.111.217
মিঠুদি', দুশ্চিন্তা কে আর দিতে চায়। যতোটা পারি সব লুকিয়ে রাখি। কিন্তু সঙ্গে তিনদিন থাকলে চারদিনের দিন কিছুটা জেনেই যায়। আর তারপর ...
সমস্যাটা হল এইধরনের কেসে সুগার এত বাড়ে কমে যে পোস্ট প্র্যান্ডিয়াল করেছে তার কাউন্ট ৩৯০ আর তার চারঘন্টা পরে সেটা কমে ১৪০। তার উপর আমি জানতাম না ঐ ক'দিন ইনসুলিন নিয়ে সুগার কাউন্ট এত ফল করেছে যে যখন তখন মাথা ঘোরে, পায়ের পাতায় পিন অ্যান্ড নীড্ল - এবং হাজার জিজ্ঞাসাতেও কিচ্ছু বলবে না পাছে "চিন্তা করি'!!!
কন্ডিশন একটু স্টেবল হলে হয়।
nk | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৯ | 151.141.84.239
না না আগেও বখা ছিলো। তখন হুক্কা খেতো। গান ও গাইতো "পরানের হুক্কা রে/ তর নাম কে রাখিলো ডাব্বা।" ঃ-)
Abhyu | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৮ | 97.81.64.146
মিঠুদি, ডাক্তারদাদা, আজ্জোদা, সায়ন্দা, এসেসে, সদা, টিমশ্রী - টাটা সবাইকে - বেশ ভালো আড্ডা হল ঃ)
Abhyu | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৮ | 97.81.64.146
*পাই, ব্রতীন্দা, নিশি
I | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৭ | 14.96.7.144
আমাদের বাবা-মায়েরা এখন ধূসর নো-ম্যানস ল্যাণ্ডে ঢুকে পড়েছে। ছায়া-ছায়া। ভালো করে মুখ দেখা যায় না।
Tim | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৭ | 128.173.38.196
ধুস সেজন্য না। সব বখে গ্যাছে, তাই সুরাপান করে।
aka | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৬ | 168.26.215.13
অন্য নেশার চল ছিল। সুরা জেনারালি এক্সপেন্সিভ।
aka | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৫ | 168.26.215.13
বিগাই, মাল্টাই টাস্কিং। ঃ(
nk | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৫ | 151.141.84.239
আমাদের বাবাকাকাদের জেনারেশনে মনে হয় অনেক কম মধ্যবিত্ত বাঙালি সুরাপান করতেন। অনেকে তো আমিষ ও কেবল মাছ খেতেন, মাংস না। এর কেউ কোনো হিসাব দিতে পারেন? কারণই বা কী? আর্থসামাজিক পরিবর্তন?
m | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৫ | 50.82.180.165
ইন্দো, আমার কোলকাতার নাম্বার কি আছে? ওটাতেই ওকে পাবি।
sayan | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৪ | 115.241.111.217
ধুস সরি ফরি কীসের। আমার ঐসব হবে না। লাস্ট ছ'মাসে দশ কিলো ওজন কমিয়েছি এমনি এমনি। সাইক্লিং আর দৌড়োনোর মত ব্যায়াম হয় না। ঃ-)
I | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৪ | 14.96.7.144
এট্টু ডাক্তারী বুলি মারতে গিয়েও হাত গুটিয়ে ফিরে এলাম। মিঠু, সৈকতের ফোন্নং পাওয়া যাবে? আমার মেল আইডি কি তোর জানা? indradr অ্যাট জিমেলডটকম। ঘটনাটা সদ্য জানলাম। বহুদিন গুরুতে আসা হয় না।
m | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৪ | 50.82.180.165
সাবধানে রেখো বাবাকে। এই বয়সে অসুস্থ শরীরে দুঃশ্চিন্তা না হয় একটু কমই দিলে।
(বা দিলেও নুকিয়ে দিও)
Tim | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৩ | 128.173.38.196
ছেড়ে দিলেই তো আবার খেতে হবে। এ এক অমোঘ চক্র, নিস্তার নাই।
m | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫১ | 50.82.180.165
সেকি! সায়ন্তন- ঐ দিকে আমার বোনের ফাঃইঃল ঐ একই সুগার লেভেলের সমস্যা নিয়ে আইসিইউ তে ভর্তি।বোনের বর দুটি ( আড়াই আর দেড়)খুদে কে রেখে সৈকতের সঙ্গে একই দিনে কানাডা থেকে কোলকাতায় গেছে। স্টেবল হতে এখনো নাকি কদিন লাগবে। এদিকে বোন দু ছানা নিয়ে লড়ে যাচ্ছে।
Abhyu | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫১ | 97.81.64.146
ও আমিই তো আসি না ঃ)
aka | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫০ | 168.26.215.13
অভ্যু কোনরকম বিয়ের কথা কইছে সে অবশ্য আমি জানি না। শাস্ত্রে তো অনেকরকম বিয়ে আছে গান্ধর্ব্য মত, রাক্ষস মত, দেবতা মত ইত্যাদি ইত্যাদি।
I | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫০ | 14.96.7.144
আকাদার আসলে রংবোতলে দুপুর নেমেছে।
sda | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫০ | 117.194.193.123
নেতাইদাকে আজ সকালেও তো দেখছিলাম ?
aka | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৯ | 168.26.215.13
এহেঃ আমি উল্টো বুঝেছি। নেভার মাইণ্ড। আমি ভাবলাম তুমি বুঝি উল্টে পড়লে। সরি মাইট।
Abhyu | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৯ | 97.81.64.146
কখ্খনো করিস না। এই দ্যাখ না, নেতাই আর আসে না ঃ(
sayan | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৮ | 115.241.111.217
আকাদা', বাবা মাল বা বিড়ি কোনওটাই খায় না। আমার যখন মাঝরাত তখন দিব্যি মর্নিং ওয়াকেও যায় টায়। প্লাস কার্ব ইত্যাদি খুবই লিমিটেড। আঠাশ বছর ধরে টাইপ-টু ডায়াবিটিক।
m | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৭ | 50.82.180.165
গোলাপি হিসির বোতল হাতে ডাঃ ইঃ এর কাছে যেতে হয়- ঐ হিসি তিনি স্বহস্তে গোলাপের গায়ে ঢেলে শুদ্ধু করে দেন।
I | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৭ | 14.96.7.144
এ একটা সমিস্যে হল ! খাবে সামনের দিকে দিয়ে, ছাড়বে পেছন দিক দিয়ে। সবাই তো ঐ পথেই ছাড়ে !
sda | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৭ | 117.194.193.123
অভ্যূমামু, না না , একদম না, একবারো না।
aka | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৬ | 168.26.215.13
সদা এখন চুটিয়ে প্রেম করছে।
Abhyu | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৫ | 97.81.64.146
সদা ভাগ্নে, বিয়ে করিস নি এখনো, না রে?
Tim | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৫ | 128.173.38.196
আরে, খেয়ে নিলে আর ছাড়বে কিকরে? এখানে তো খাওয়ার কথা হচ্ছে।
sda | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৪ | 117.194.193.123
চাগ্রী ছাড়তে নাকি হেব্বি লাগে। আমার না, আমার এক বন্ধুর কথা। সে গতবছর পুজোর আগে আগে এল অ্যান্ড টি ছেড়ে কলকাতায় ফিরে এলো বাবার কন্সট্রাকশনের বিজনেস দেখভাল করবে বলে। আমরা সবাই তখন সবে চাগ্রীবাগ্রীতে ঢুকেছি, সকাল বিকেল ম্যানেজারের খিস্তি শুনি, আমাদের কাছে তো সে পুরো হিরোর রোল পেয়ে গেল। কি করে রেজিগনেশন লেটার লিখতে হয়, সেই লেটার জমা দেওয়ার কদিন পরে ম্যানেজারকে দেখে বিড়ি লুকোনোর আর দরকার পড়ে না, চাকরী করলে জীবনের কত পারসেন্ট যেন না দেখাই থেকে যায়, এই সব ডিটেলস আমরা চোখ গোল গোল করে শুনেছিলাম।
I | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৪ | 14.96.7.144
ব্যাম করলে খুব ঘাম হয়। গায়ে গন্ধ হয়। তখন গোলাপ ফুল খেতে হয়। গোলাপী হিসি হয়।
aka | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৩ | 168.26.215.13
মাল খাওয়া কমাও। বিড়ি তো মনে হয় খাও না। ব্যাম শুরু করো সব কমে যাবে।
Tim | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪২ | 128.173.38.196
আপেল অতি গোলমেলে ব্যাপার। ইভেও আছে, ডাক্তারেও আছে, টেক নো লজিকেও আছে। আপেলের কালোহাত ভেঙে দাও।
Abhyu | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪১ | 97.81.64.146
আপনারা এটা বুইলেন যে কর্তার ইচ্ছেয় কর্ম হয়, গুরুতে কোনো ক?Ñ£ নেই?
sayan | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪১ | 115.241.111.217
না, পিতাশ্রী বেশ কাহিল হয়ে পড়েছেন। আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ঃ-) রক্তে চিনি বেড়ে সাড়ে তিনশো হয়ে যেতে বাড়ির ডাক্তার ইনসুলিন শুরু করে দিয়েছিল। জানতে পেরে চিৎকার চ্যাঁচামেচি করে সেসব থামিয়ে এখানে এনে একজন ডায়াবিটোলজিস্টকে দ্যাখাতে শুধু পুরনো ট্যাবলেট পাল্টে একই স্ট্রেন্থের নতুন ট্যাবলেট দিলেন, এখন অনেকটা নীচে, কিন্তু চোখ (রেটিনা) জখম হয়েছে। কাল কিছু টেস্ট আছে। সেগুলো হলে অপারেশনের ডেট পাওয়া যাবে। এদিকে আমাকে স্বচক্ষে দেখে দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। ঃ-((
sayan | ০৫ এপ্রিল ২০১২ ০০:৩৭ | 115.241.111.217
আপেলের প্রতি এই অবিচারের জন্য অচিন্ত্যদাকে একমাস তেড়ে ওটমিল খাওয়ানো হোক।
mr hide | ০৫ এপ্রিল ২০১২ ০০:৩৭ | 168.26.215.13
আমিই সে। আমাকে স্মরণ করো। হিহিহি হাহাহা উউউউউউ।
m | ০৫ এপ্রিল ২০১২ ০০:৩৬ | 50.82.180.165
কেন? কাল কি মারামারির ডেট আছে?
( সঠিক অর্থে নিবেন)
I | ০৫ এপ্রিল ২০১২ ০০:৩৪ | 14.96.7.144
আর অচিন্টি খায় আপেল। পেল কুলু আপেলদের ত্বকের সমস্ত পেলনেস , তার সকল পেলবতা নিয়ে সর্বনাশের আশায় বসে থাকার মধ্যে অচিন্তির সফল চকচকে দাঁত বসে যায় রিরংসায়। কাশ্মীরী আপেলের লালিমা শিউরে ওঠে রক্তবোধে, তার আত্মার উষ্ণতায় ঢুকে আসে খরশান বরফের ছুরি। কার সে ছুরি, কার? হৃদয়হীন অচিন্তিকর্তা'র।
Abhyu | ০৫ এপ্রিল ২০১২ ০০:৩৪ | 97.81.64.146
পাই মেল করেছি - পদ্মনাভকে ফোন নাম্বার দাও।
sayan | ০৫ এপ্রিল ২০১২ ০০:৩৪ | 115.241.111.217
ঘুমাস্তে অনেক বাকি, আগে কালকের হসপিটালপর্বের যোগাড়যন্তর হোক তবে না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন