ইডলি বানায় না। শুধু দোসা। তিরিশ-চল্লিশ রকমের। সন্ধে ছ'টা থেকে এগারোটা অব্দি দোকান খোলা থেকে। বসার জায়গা নেই, প্লেট হাতে দাঁড়িয়ে খেতে হয়। প্রায় আধঘন্টা ধরে লাইন দিলে তবে অর্ডার দেওয়া যায়।
Bratin | ০৬ এপ্রিল ২০১২ ১৬:০৭ | 122.248.183.1
আমাদের দোকানে পাওয়া যায় এগ-দোসা। কোন মানে হয়?
sayan | ০৬ এপ্রিল ২০১২ ১৫:৫৭ | 115.241.125.96
ব্ল্যাঙ্কি মশাদের ফড়িং দিয়ে খাওয়াচ্ছে! এরপর ফড়িঙ্গুলো মিউট্যান্ট হয়ে গেলে তখন কে দেখবে!!
sayan | ০৬ এপ্রিল ২০১২ ১৫:৫৪ | 115.241.125.96
প্পন্দা, পার্লে দমদির জন্য গান পাউডার নিয়ে যেও। দোসার এই শ্রেণীবিভাগ বেশ কিছুকাল শুরু হয়েছে। লাস্ট খেয়েছিলাম টিসিএসের ক্যান্টিনে বছর দুই আগে, "মিস্টার অ্যান্ড মিসেস ইডলি'র স্টলে। এরকম নানারকম ভ্যারিয়্যান্ট নামিয়েছিল। চলে নাই। এক চিকেন কিমা দোসাটা ঠিকঠাক। ওপাড়ায় গেলে ট্রাই করা যাবে। তুমি একবার খোঁজ করে দেখো মল্লিগে ইডলি পাওয়া যায় নাকি। রসুনের ঝাল চাটনি দিয়ে খেতে হয় ব্যাপার্টা। টোটাল ইয়াম।
(হতচ্ছাড়া পা ঃ-X )
sayan | ০৬ এপ্রিল ২০১২ ১৫:৪৬ | 115.241.125.96
গোঙ্গুরা স্পেশাল গান পাউডার, গরমাগরম ভাতে উদার হাতে ঘি ছড়িয়ে থেবড়ে বসে উড়িয়ে দিতে হয়, রসমের বাটি ফ্যালফ্যাল করে দ্যাখে। বাকি ভাতটুকুতে ডাল অগ্রাহ্য করে চাপগ্রেভিওয়ালা চিকেন নাটিকোলি মেখে খেতে হয়। অথেন্টিক চিকেন নাটিকোলি, হুবলি-ধারওয়াডের দিকে যেমতি হয়। পাল্লিন্দি খেয়েছে বোধহয়।
কুমুদি', মা আছে, তবে একা হাতে যতোটা পারে আর কি। আমি নারকোল কোরা, ফ্যান গালা, ডাল সাঁতলানো ইত্যাদি অকাব্যিক ব্যাপারগুলো করে দিই।
sayan | ০৬ এপ্রিল ২০১২ ১৫:৩৭ | 115.241.125.96
দমুদি, স্টিচ কখনও না পড়ুক। অক্ষত থাকো।
d | ০৬ এপ্রিল ২০১২ ১৫:৩১ | 14.99.116.100
আহারে ঘিভাতে গান পাউডার দিয়ে কত্তদিন খাই নি। ভেউউ।
dd | ০৬ এপ্রিল ২০১২ ১৫:৩০ | 110.234.159.216
লোহ মানোব কইলো কারন আমার আত্মায় আয়রনি সেঁটে আছে।
বুঝলে তো? আয়রন = আয়রণি= লৌহ মানোব।
হা হা হা। হো হো হো। বাপরে বাপ। আমি হেসেই খুন।
ppn | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২৯ | 202.91.136.71
সান্দা, সেরে ওঠ। তারপরে ব্রুকফিল্ডে একবার পায়ের ধুলো দিস। দারুণ একটা দোসার দোকান খুলেছে। তিনটে লোক অনবরত দোসা বানিয়ে চলে। এক একজনে দুমিনিটে তিনটে করে নামায়। আর পুরোটা কাঠকয়লার আগুনে হয়।
একসাথে পেটপুজো করা যাবে। চিজ সেজোয়ান মাইসোর দোসা এইটা আপাতত আমার ফেবারিট যাচ্ছে।
dd | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২৮ | 110.234.159.216
স্পীডে খেতে হয় নইলে পিছিয়ে পরতে হয়। এক পাহাড় ভাতের উপর এক মগ রসম ঢেলে দিলে উদভ্রান্ত রসমেরা এঁকে বেঁকে ভাতের উপর দিয়ে চারিদিকে ছড়িয়ে পরে, ছুটে যায় উত্তাল বেগে কলাপাতার ধারে।
নদী আপন বেগে পাগোল পারা .....
আর তখনই হু হা করে কুনুই পর্য্যন্ত্য রসমে ভাতে মেখে লম্বা জিব বার করে সড়াৎ সড়াৎ করে চেটে নিয়ে অবিশ্বাসী রসমের ধারাকে কাচিয়ে আবার ভাতের মুল স্রোতে ফিরিয়ে আনতে হয়। এক চুড়ান্ত স্পীড ইটিং। আর তার সাথে হ্যা হ্যা হ্যা করে সমবেত কলতান।
বিরিয়ানিতে সেই চ্যালেঞ্জ নেই। সায়ন মিছে কইলো।
kumu | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২৭ | 122.160.159.184
সায়ন যে কী কয়। শনিবার কাজাতে হয় বলে কেঁদে কেঁদে নিজের ও অন্য সকলের মাথা ধরিয়ে ছাড়ল,সে নাকি লৌহমানব।
যাগ্গে,নিজের ও বাবার খেয়াল রেখো।রান্নাবান্নার লোক আছে তো!
i | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২৬ | 124.149.48.92
পনেরো কিলোমিটার হেঁটে এলাম। হুঁঃ।
d | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২৬ | 14.99.116.100
আসলে সিঁফোর প্রশ্নটা আমারও পেয়েছিল, কিন্তু আমি আহত ও অবসৃত লোককে সত্যের আলো দেখাতে চাই নি বলে চুপচাপ ছিলাম।
sayan | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২৫ | 115.241.125.96
সিঁফো, ওটে হুস্কির গেলাসই ছিল, যেগুলোর দুটোর সেট আসে। তবে নির্ভীক সত্যবাদিতার প্রতি নিষ্ঠাপরায়ণ হয়েই বলি, ওই গ্লাসে হুস্কি ছিল না। থাকলে সে কথা বলে অস্পাতালে অন্ততঃ টিটেনাস টক্সয়েডটা এড়াতে পারতুম। ঃ'-((
d | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২৪ | 14.99.116.100
কিন্তুক 'যন্ত্রণাবিদ্ধ হৃদয়'টা কেমন করে বোঝা গেছিল? এটা ড্রাইভারসায়েব বলেছিলেন না ব্যাঙ বলেছিল?
আর আমার কিরকম ধারণা ছিল পিনাকী আসলে অজ্জিত, ইইশানদের চেয়ে বড়। ধারণাটা তাহলে কি ভুল ছিল? হ্যাঁ পিনাকী?
সায়নকে না আমি এট্টুকখানি হিংসে দিলাম। আমার কক্ষুণো একটাও স্টিচ পড়ে নি কোত্থাও।
kumu | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২২ | 122.160.159.184
সায়ন,আজ বেশী নড়াচড়া কোরো না,রেস্ট নাও,রেস্ট।
dd | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২০ | 110.234.159.216
যাক বাবা, জুয়েলার্সরা স্ট্রাইক তুলে নিয়েছে। উফ। হাঁপ ছেড়ে বাঁচলাম।
sinfaut | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২০ | 117.194.230.56
গ্লাসটা একবার দেখতে ইচ্ছে করছে। ইসে, সায়নদা, হুইস্কি টা শুধু হসপিটাল থেকে ফিরেই খেলে নাকি গ্লাস ধোয়ার আগেও ... সত্যের পথ থেকে বিচ্যুত হবো না ভেবেই প্রশ্নগুলো করে ফেললাম। ঃ(
sayan | ০৬ এপ্রিল ২০১২ ১৫:২০ | 115.241.125.96
ইলেকট্রনিক সিটিতে বছর দুই পরে ফিরে দেখি আর কিছু না হোক খানিক খাবারের দোকান গজিয়েছে। আর লাঞ্চ আওয়ারে ভিড়। তো লাস বুধবার জনতা নানা বাহানাবাজি করে ঘর থেকে বয়ে আনা ডাব্বা ডিসকার্ড করে সদলে চললো ছড়িয়ে ছিটিয়ে কাঠি জোন, লাড্ডুজ আর আন্ধ্রা মেসের দিকে। আমি নমো নমো করে মেসবাড়িতে ঢুকলাম। সে এক দৃশ্য। খানাপিনার খোশবাই অ্যাপার্ট, কাজবাড়িতে যেমন সার দিয়ে লোকে বসে খেতো তেমন ইন্তেজাম। মোট তিনটে ঘরে লোকে বিনা বাক্যিব্যয়ে জাস্ট খেয়েই চলেছে। চিকেন বিরিয়ানি বলা হল। যা বুঝলাম, আন্ধ্রামতে তৈরী সিবি একটি জাঁদরেল বস্তু। গোটাটাই ঘি। দুটো করে ঠ্যাঙ (একটার মাসুল অলরেডি চুকোচ্ছি), সেগুলো আলাদা রোস্ট করা। আর রায়তায় খারা বুন্দি (ঝাল শুকনো বোঁদে) অঢেল। বুঝলাম ঐ একপ্লেট খেলে শয্যা নিতে হবে (না খেয়েও সেই আশঙ্কাই অন্তত কিছুটা হলেও সত্যি - হোয়াট অ্যান আয়রনি স্যর জী!)। তবে তিন গেলাস বাটার মিল্ক চোঁ চোঁ করে খেলাম। আর আশেপাশের প্লেটগুলো থেকে অসম্ভব পরিমাণ বিরিয়ানির চূড়ো উড়ে যেতে দেখলাম অবিশ্বাস্য গতিতে! গড স্পীড, গুড স্পীড। ঠিক তখনই মনে এসেছিলেন এক রাজপুরুষ, হৃদয়ে যুবা, নব্যতর আবেগসম্পন্ন এক সম্পৃক্তলৌহমানব - ডিডিদা।
চটপট ফিরে এসো ডিডিদা।
ppn | ০৬ এপ্রিল ২০১২ ১৫:০৪ | 202.91.136.71
আরে ধুস, গালি দিবি কেন? দিব্যি কথা বললি তো। আমি যত বলি পরে কথা হবে, তুই বলিস না ঠিক আছে। ঃ)
sayan | ০৬ এপ্রিল ২০১২ ১৫:০০ | 101.63.178.229
ডিডিদা, ঃ-)) হাঁটুর নীচ থেকে শিনবোন বরাবর খানিকটা।
মিঠুদি-কুমুদি, অকুপেশনাল হ্যাজার্ড, হোতা হ্যায়, এখনই দিব্যি বল ফিরে পাচ্ছি।
sayan | ০৬ এপ্রিল ২০১২ ১৪:৫৭ | 101.63.178.229
বোতিন্দা, অনেক বেটার।
dd | ০৬ এপ্রিল ২০১২ ১৪:৫৭ | 110.234.159.216
সায়ন, আদ্দেক খপর দিয়ে ঘুমাতে চলে যাও, আর আমরা বাকি আদ্দেকের জন্য বসে থাকি।
বলি কেটেছে কোথায়? পায়ের পাতা? না কোথায়? নাচানাচি করো না।
Bratin | ০৬ এপ্রিল ২০১২ ১৪:৫৬ | 122.248.183.1
সায়ন , পা কেমন?
sayan | ০৬ এপ্রিল ২০১২ ১৪:৫৩ | 115.241.99.167
কিন্তু দুলপরার ফুটোগুলো বুজিয়ে দিলো! বিভীষন্দা আসুক, আবার শলা গরম করে পাতিলেবু ধরে ফুটো করিয়ে নেবে ঃ-)
dd | ০৬ এপ্রিল ২০১২ ১৪:৪৭ | 110.234.159.216
কাজের লোকের সাথে ব্যাঙের ভালোবাসার সম্পর্ক আমরা তো কবের থেকেই জানি। আর বলতে নেই বিভীষণ খুবই করিতকর্মা ছেলে।
Kaju | ০৬ এপ্রিল ২০১২ ১৪:২৯ | 121.242.160.180
সেকি ! এখানকার লেখাগুলো পড়ার সময় জোরে জোরে বেজে ওঠে নাকি? চ্চাপ তো! বেশী চেঁচিয়ে ওঠার মত কথা তাহলে তো বলা যাবে না !
pinaki | ০৬ এপ্রিল ২০১২ ১৪:২৮ | 138.227.189.8
ব্যাঙ মুখে যাই বলুক, আমি যা বুঝেছি ওর সাথে কাজের লোক, ড্রাইভারদের মূলতঃ ভালোবাসার সম্পর্ক। ও নিজেই বলেছে লাস্ট ড্রাইভার ছেড়ে দেওয়ার সময় যন্ত্রণাবিদ্ধ হৃদয়ে ছলোছলো চোখ নিয়ে একটাই বাক্য বলেছিল - ""আগামীকাল থেকে আমার জন্য আর এইখানে ওয়েট করবেন না ম্যাডাম।''
d | ০৬ এপ্রিল ২০১২ ১৪:০৮ | 14.99.27.190
এহে তালে তো চাট্টি ফড়িং পুষলেই হয়।
d | ০৬ এপ্রিল ২০১২ ১৪:০৫ | 14.99.27.190
ঃ-)))) হাহ্ হাহ্ হাহ্ হাহ্ হা। আমি ডেস্কে বসে বসে জোরে জোরে হাসলাম। পাশের লোকটি ভীষণ কটমট করে তাকাল, আমি আরো জোরে জোরে হাসলাম।
ঃ-))) ওফ!
Bratin | ০৬ এপ্রিল ২০১২ ১৩:৪১ | 122.248.183.1
নতুন বছর বলতে মনে পড়ে টেনিদার সেই বিখ্যাত গল্প ' হালখাতার খাওয়া- দাওয়া'
Bratin | ০৬ এপ্রিল ২০১২ ১৩:৩৭ | 122.248.183.1
ব্রেশ ব্রেশ!!
byaang | ০৬ এপ্রিল ২০১২ ১৩:২৪ | 122.167.248.161
এই যো গো কুমু-দমু, শোনো তোমরা একখান মজার কথা। দুই বছর ধরে কাজের মেয়ে নিয়ে নাকানিচোবানি খাওয়ার পর গতকাল থেকে একজন আসছেন। তাকে আমার খুব পছন্দ হয়েছে, কেন শুনবে? সে যখন কথা বলতে এল, তাকে নিয়ে এল আমাদের পাড়ার সিকিউরিটির সুপারভাইজর (শিলচরের বাঙালী), আর আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলল ""ম্যাডামের সব কথা শুনে চলবে, ম্যাডামকে আমি আমার বড় দিদির মত দেখি, ম্যাডাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এস্টেট ম্যানেজার শুদ্ধু ভয় খায়''। কী আর বলব, শুনছিলাম আর গর্বে ফুলছিলাম। আরো খানিকটা ভয় দেখানোর উদ্দেশ্যে বললাম ""শোনো মেয়ে, আমি কিন্তু খুব রাগী, খুব মাথাগরম, খুব চেঁচাই, যখন বকাবকি করব, খুব বেশি ভয় পেও না, ভেবো দিদি পাগল-মাথাগরম তাই মনখারাপ কোরো না।'' পুর্ণিমাদেবী আমার কান জুড়িয়ে দিয়ে মুচকি হেসে বললেন ""না গো দিদি, আমি বুঝসি। আমারও মাথাগরম, কালই কাকার মোবাইল্টা ভাইঙ্গা দিসি'' (কাকা মানে সিকিউরিটি সুপারভাইজার)
সেই শুনে কী আর বলব প্রথমে ফিক করে হেসে ফেল্লাম, সুপারভাইজারের মুখটা কালো হয়ে গেল। রাত্তিরবেলায় বিভীষণ এক হপ্তা বাদে বাড়ি ফেরার পর তাকে সুসংবাদটা দিলাম। তারও মুখটা কালো হয়ে গেল।
Blank | ০৬ এপ্রিল ২০১২ ১৩:২৩ | 223.176.235.119
জলে না নামলে কি করে বুঝবো যে সাঁতার আমি জানি না !!! সাঁতার তো বেশ সোজা জিনিস বলেই জানতুম আগে ঃ(
আর হিয়েরোগ্লিফে্সর ব্যকরন বেশ শক্ত। ছোট ছোট সেনটেন্স পারি। ছোট বেলায় যেমন বাক্য রচনা করতুম , আমার একটা পাখী আছে। অমি ইস্কুল যাবো - এমনি টাইপ।
আর সিম্বল দেখে বুঝতে পারি কোনটা রাজা গজা।
আর এতক্ষন একটা ফড়িং দেখছিলাম। ফড়িং এ মশা খায় - কি অদ্ভুত
kumu | ০৬ এপ্রিল ২০১২ ১৩:০৫ | 122.160.159.184
আর ওহ ক্যালকাটায় খায়,তাই তো!
আহা বেশ,বেশ।
d | ০৬ এপ্রিল ২০১২ ১২:৫১ | 14.99.81.82
থাকে তো বারুইপুর, ওপিয়াম আর হিমালয়ের মধ্যে ভাগাভাগি করে।
কী করে? কী আবার! সিপিএম করে।
kumu | ০৬ এপ্রিল ২০১২ ১২:৪৮ | 122.160.159.184
ব্ল্যাঙ্কি কী করে?কোথায় থাকে?বয়েস কত?
d | ০৬ এপ্রিল ২০১২ ১২:৪৭ | 14.99.81.82
ঐ যে নববর্ষে কোন দোকান যেন বাঞ্ছারামের মিষ্টির প্যাকেট দেবে আর কারা যেন হলদিরামের কেশর লাড্ডুর প্যাকেট। তার সাথে কি আর একটা ক্যালেন্ডার দেবে না?
d | ০৬ এপ্রিল ২০১২ ১২:৩৫ | 14.99.81.82
অচিন্ত্য আগে ব্ল্যাঙ্কিকে দেখে নাই! আহা খুব মিসিয়েছে গো। ব্ল্যাঙ্কি এই মহাপৃথিবীর এক পরম বিস্ময় .... এক টোটাল টাইমপাস।এ খেতে গেলে ওহ ক্যালকাটা মাথার ওপরে ক্যামেরা লাগিয়ে ওর খাওয়ার ছবি তোলে। এই মাস কয় আগেও এ মনে করত পাহাড়ে যেমন চড়লেই চড়া যায়, তেমতি জলেও নামলেই অটোমেটিক সাঁতার কাটা যায়। ক'মাস আগে ঝপাস করে গংগায় পড়ে আর হাবুডুবু খেয়ে বোঝে যে হোমো স্যাপিয়েনদের কিছু ল্যাঠাও আছে। কয়দিন আগে দেখলাম একজনের সাথে তার নামের বানান হায়েরোগ্লিফিক্সে কি হওয়া উচিৎ তাই নিয়ে তক্কো করছে। প্রসঙ্গতঃ জানিয়ে রাখি সেই ভদ্রলোক তাঁর নাম সই করেন হায়েরোগ্লিফিক্সে।
ব্ল্যাঙ্কি, তোর হায়েরোগ্লিফিক্স শেখা কদ্দুর রে?
m | ০৬ এপ্রিল ২০১২ ১২:৩২ | 50.82.180.165
এখানে এক মাদ্রাজি আছে- সে মাঝে মাঝেই টি নগরের জন্যে হাহুতাশ করেঃ)
m | ০৬ এপ্রিল ২০১২ ১২:৩১ | 50.82.180.165
হালখাতার মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার- দোকানে দোকানে সেলের বাদ্যি- এইসব ডিহি কোলকাতা থেকে উবেই গেছে প্রায়..
d | ০৬ এপ্রিল ২০১২ ১২:২৭ | 14.99.81.82
আচ্ছা লোকে কি বলছে যে অ্যান্ড্রয়েডে বাংলা পড়া লেখা যায় না? ভুল বলছে। দিব্বি পড়া লেখা যায়। সিরাত শিখিয়েছিল একবার, যদ্দুর মনে পড়ছে ঠিকঠাকই চলেছিল।
নতুন গুরুর কাছে আমার একটাই দাবী --- এই চোখমারা প্যাঁচাটাকে অন্য কোথাও সরানো হলে বেশ হয়। মোবাইল থেকে খুলতে গেলে অনেকসময়ই প্যাঁচাটা কিছুক্ষণ চোখ মারার পর পুরোটা ঝুলে যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন