এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ০৭ এপ্রিল ২০১২ ০০:৩২ | 112.133.206.20
  • ইলেকট্রিসিটি যেইখানে নেই সেইখানে লোকে মোবাইল ইউজ করে না? হপ্তায় একবার কুড়ি কিমি দূরে গিয়ে চার্জ দিয়ে আনে।

    না হলে সোলার চার্জার লাগান।
  • sayan | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৯ | 115.241.46.26
  • ভয়েস রেকগনাইজিং অ্যাপগুলির প্রিসেট ভয়েসটি খাঁটি ভারতীয় হতে হবে নইলে অ্যাফটার না বললে আপ টু লিখবে। ড্র্যাগন স্পীচ রেকন না কী একটা ছিল। যখন বুঝলাম এটা আমাদের চাইতেও স্মার্ট তখন মাতৃভাষায় বলতে আরম্ভ করলাম, তার সেভড কপিও রাখা হয়েছিল খোরাকের জন্য।
  • Abhyu | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৬ | 97.81.99.177
  • আরে এ সব কিছুই লাগবে না, যোগ সাধনা করুন, ইচ্ছে শক্তি বাড়ান - ব্যস। একবার কড়া চোখে তাকালেই ছেলেপুলে শাসন তো হবেই - সেই সঙ্গে ডাক্তারের প্রেস্ক্রিপশানও নিজের থেকেই স্ক্যান হয়ে কম্পিউটারে ঢুকে বসে থাকবে, চাইকি ফার্মাসিতেও চলে যেতে পারে।
  • siki | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৪ | 122.177.58.73
  • ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, আজ দুপুরে বঙ্গভবনে গিয়ে খে' এলাম। পরিবর্তনের পর এখন বাইরের লোকজনকেও খেতে দিচ্ছে। একশো টাকার থালিতে, ভাত ডাল আলু পটলের ডালনা মাটন (চার পিস) চাটনি আর পাঁপড় দিয়ে গলা পর্যন্ত বোঝাই করে এলাম।
  • aka | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৪ | 168.26.215.13
  • কিন্তু সবের জন্যই ইলেকট্রিসিটি তো লাগবেই।
  • Abhyu | ০৭ এপ্রিল ২০১২ ০০:২৩ | 97.81.99.177
  • @pi, 12:17 সাধারণ বুদ্ধি খাটাও ঃ)
  • ppn | ০৭ এপ্রিল ২০১২ ০০:২১ | 112.133.206.20
  • আর ভয়েস রেকগনিশন সফটওয়্যার।

    ব্যস, হাতের লেখা উঠে যাবে। মানুষজনের অক্ষর পরিচয় না থাকলেও চলবে।
  • ppn | ০৭ এপ্রিল ২০১২ ০০:২০ | 112.133.206.20
  • হ্যান্ডহেল্ড ডিভাইস চাই।
  • aka | ০৭ এপ্রিল ২০১২ ০০:১৮ | 168.26.215.13
  • ইলেকট্রিসিটি যেখানে নেই সেখানে সফটওয়ার চালাবে কি করে?
  • pi | ০৭ এপ্রিল ২০১২ ০০:১৭ | 137.187.241.6
  • উঠে যাচ্ছে ? কাদের মধ্যে ?

    বহু বহু জায়গায়, যেখানে ইলেকট্রিসিটি ই দুর্লভ, মানে ডাক্তার টাক্তারো দুর্লভ, স্বাস্থ্য কর্মীরা হাতে লেখা রিপোর্ট রাখতে পারলে তাই অনেক। সেসবের ডকুমেন্টেশনের জন্য এরকম সফটওয়ার খুব দরকারি।
  • pi | ০৭ এপ্রিল ২০১২ ০০:১৭ | 137.187.241.6
  • অভ্যু, বাংলা নম্বর, সেটাও বাঁশ ?
  • Abhyu | ০৭ এপ্রিল ২০১২ ০০:০০ | 97.81.99.177
  • পাই, ইংরেজীটা অনেক সহজ। বাংলা বা হিন্দীতে বাঁশ আছে। অর্ণবদা অক্ষরের মাত্রাটা কাজে লাগাতো।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৫৯ | 97.81.99.177
  • ইয়েস লামাদা ঠিক ধরেছে।
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৫৯ | 168.26.215.13
  • এখানে ব্যাঙ্কে যে ওসিআর সিস্টেম নামিয়েছে তুলনাহীন। হাতের লেখাও হু হা পড়ে।

    আর হাতের লেখাই উঠে যাচ্ছে। এক পাতা লিখতে গেলে হাতে ব্যথা করবে সে খেয়াল আছে?
  • Lama | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৫৮ | 117.194.228.214
  • অবশ্যা ওটা তো হাতের লেখা ছিল না। রেকগনিশনের জন্য অ্যাক্রোব্যাট রীতিমত ছাপার অক্ষর পেয়ে গেছে, তাতে সুবিধে হয়েছে।
  • siki | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৫৮ | 122.177.58.73
  • হুম।

    ঘুমোতে গেলাম। আবার কাল সকাল ছটায় উঠতে হবে।

    ক্ষী চাপ!
  • pi | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৫৮ | 137.187.241.6
  • হ্যাঁ, আমি এডিটেবল ডকুমেন্টের কথাই বলছি।
    ওনার কন্ট্যাক্ট একটু মেইল কোরো।

    প্যাটার্ন রেকগনিশনও চাই। এই যেমন ধরা যাক, হাতে লেখা রিপোর্ট থেকে ৫০০০ এর বেশি সংখ্যাগুলোকে খুঁজে বের করবে ইত্যাদি। আমি যেগুলোর লিংক দিলাম, তাতে ইনজিরি হাতে লেখা ডকু থেকে অমনি করা যায়।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৫৭ | 97.81.99.177
  • বাঃ বেশ তো। তবে এই জিনিসটা হাতের লেখায় হবে না। বেসিক্যালি একটা ফন্ট পেয়ে গেলে স্ট্যাটিস্টিক্সের বেশি দরকার নেই। কিন্তু তা না হলেই প্রবলেম - সেই জন্যে প্রবাল চৌধুরী অর্ণব চক্রবর্তী এখনো আউট অফ বিসনেস নন ঃ)
  • Lama | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৫৩ | 117.194.228.214
  • আমারটা ৮০% মোটামুটি রেকগনাইজ করতে পারল, "ক্ষ', 'জ্ঞ' "স্থ' "হৃ' এরকম কিছু ছাড়া
  • Lama | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৫১ | 117.194.228.214
  • আমার সলিউশনটাকে ক্ষুউল বলা যায় না? ঃ) অবশ্য একটু কায়দা করে স্ক্রোল আপ ডাউন করে স্ক্রিনশটগুলো নিতে হবে।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৫০ | 97.81.99.177
  • @Lama: হবে।

    আসল কথা হচ্ছে, হাতে লেখা জিনিসকে সফটওয়্যারে পুরে ফেলা যাতে পরে সহজে এডিট করা যায়। সেটা বাজার চলতি সফটওয়্যার দিয়ে সহজে হয় কি না জানি না। প্যাটার্ন রেকগনিশনের প্রবলেম বলে আমার ধারণা ছিল।
  • Lama | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৪৬ | 117.194.228.214
  • পরশুদিন আমি কিছু এক্সপেরিমেন্ট করছিলাম। গুরু থেকে একটা প্যারাগ্রাফের প্রিন্টস্ক্রিন নিয়ে ওয়ার্ডে পেস্ট করলাম, তারপর পি ডি এফে এক্সপোর্ট করলাম। তারপর অ্যাক্রোব্যাটের OCR অপশনটা চালিয়ে স্ক্যান করা ডকুমেন্টের ফন্টটাকেও এডিটেবল করে ফেললাম। এবার "এমবেড ফন্ট' করলে সেই পি ডি এফ এমন কম্পিউটারেও পড়া যাচ্ছে যাতে কোনো বাংলা ফন্টই নেই।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৪৬ | 97.81.99.177
  • স্ক্যান করলেই সফট কপি হয়, কিন্তু তাকে ওয়ার্ডে এডিট করা যায় না। অর্ণবদার কাজে সেটা করা যেত। পার্সি ডায়াকোনিসের কাছে স্ট্যানফোর্ডে পি এইচ ডি করে আই এস আই তে ফিরে গিয়েছিল। এখন যোগাযোগ নেই। তুমি নবাগতর সঙ্গে যোগাযোগ করে দেখতে পারো।
  • pi | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৪৩ | 137.187.241.6
  • অভ্যু, হাতের লেখা তো স্ক্যান করলেই সফট কপি হয়ে যায়। তুমি কি ওর থেকে কোন ডাটা ইত্যাদি সফট কপিতে চলে আসবে , এরকম কিছু বলছো ?
    এইরকম কিছু কি ?
    http://www.datafax.com/community/datafax-in-use/
    https://community.openclinica.com/
    জাস্ট এক্ষুণি এইগুলো নিয়ে কথা বলছিলাম।

    বাংলা বা দেশের অন্য প্রাদেশিক ভাষার গুলোর জন্য এরকম থাকলে প্রচুর সুবিধা হত। ক্লিনিকাল ফিল্ডে ওয়ার্কে, বিশেষ করে।

    মামু একবার বলেছিল, বাংলা নিয়ে কেউ আই এস আই তে কাজ করেছেন। ইনিই তিনি কিনা জানিনা। মানে আই এস আই তে কতজন এই নিয়ে কাজ করেছেন, জানিনা। একটু যোগাযোগ করতে ইচ্ছুক।
    আমি বিশেষ করে বাংলা ও ওড়িয়া নিয়ে আগ্রহী।
  • Lama | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৪৩ | 117.194.228.214
  • অভ্যু, রঞ্জনদা প্রিন্টআউট নিয়ে স্ক্যান করবেন কেন? প্রিন্ট স্ক্রিন নিয়ে ওয়ার্ডে পেস্ট করলে হয় না?
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৩৯ | 97.81.99.177
  • আছে তো, কিন্তু সেগুলো এতো ক্ষুউল না
  • pi | ০৬ এপ্রিল ২০১২ ২৩:৩৫ | 137.187.241.6
  • ইমপ্লিমেন্ট করা সম্ভব এমন সমাধানও আছে ঃ)
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২৩:২৩ | 97.81.99.177
  • রঞ্জনদার জন্যে একটা সলিউশন আছে যেটা হয়তো ইমপ্লিমেন্ট করা মুশকিল ঃ)
    প্রিন্ট আউট নিয়ে স্ক্যান করুন। তারপরে বাংলা হাতের লেখা থেকে সফট কপিতে ট্রান্সফার করতে পারে এমন সফটওয়্যারে চালান করুন। কাজটা করতে কিছু স্ট্যাটিস্টিক্স লাগে, আমাদের সিনিয়র অর্ণবদা পি এইচ ডি করেছিল এই নিয়ে।
  • Tim | ০৬ এপ্রিল ২০১২ ২৩:২০ | 98.249.6.161
  • আমি হাবিলদার কেন হবো? আমি তো থানার বড়োবাবু। বাঁটুলকে প্রশ্রয় দিয়ে থাকি।
    কিন্তু বাঁটুল কে হচ্চে? আকাদা?
  • Lama | ০৬ এপ্রিল ২০১২ ২৩:০৫ | 117.194.228.214
  • হ্যাঁ, পত্রপাঠের প্রস্তাবটা পেয়ে আমার মনে হয়েছিল এটাতে নারায়ণ দেবনাথের প্রবল আপত্তি থাকবে।
  • pi | ০৬ এপ্রিল ২০১২ ২৩:০৪ | 137.187.241.6
  • হাঁদা ভোঁদা অন্যকে দিয়ে আঁকানো নিয়ে আপত্তি ক'রে নারায়ণ দেবনাথের চিঠিটা ক'দিন ধরে খুব ঘুরছে।
  • Lama | ০৬ এপ্রিল ২০১২ ২৩:০৩ | 117.194.228.214
  • 'পত্রপাঠ' নামে একটা ম্যাগাজিনের সম্পাদক আমাকে বলেছিলেন একটা বিকল্প হাঁদাভোঁদা সিরিজ নামাতে, যেখানে হাঁদা ও ভোঁদার প্রাপ্তবয়স্ক চেহারা দেখা যাবে আর গল্পগুলোও সেই অনুযায়ী হবে। প্রস্তাবটা কেমন কেমন যেন ঠেকেছিল, তাই পত্রপাঠ নাকচ করি।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২২:৫৮ | 97.81.99.177
  • সিনেমা হচ্ছে নাকি? কে ডিরেকটার?
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ২২:৫৭ | 115.241.46.26
  • স্যাঙাৎ
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ২২:৫৬ | 168.26.215.13
  • ঠিকাছে ওদের রোলে একটা অভ্যু, একটা ব্ল্যাংকি। আর টিম হল হাবিলদার।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২২:৫৪ | 97.81.99.177
  • আমার অবশ্য বাঁটুলের থেকে ঐ বাচ্চাদুটোকে বেশি পছন্দ হত - চটপটে বাচ্চু আর একটার যেন কি নাম
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ২২:৫৩ | 115.241.46.26
  • এই রে, ও শ্রাবণীদি, আর ওএস আপগ্রেড করতে হবে না, আমি সামসুঙ ভেবেছিলাম। ব্ল্যাকবেরি অন্য জিনিস।
  • nk | ০৬ এপ্রিল ২০১২ ২২:৫২ | 151.141.84.239
  • বাঁটুলদা ও এরকম বলতেন। ঃ-)
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২২:৫০ | 97.81.99.177
  • আর ব্রেক ফেল করলে? ধাক্কা লাগলে?
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ২২:৫০ | 168.26.215.13
  • ধাক্কা লাগলে? ব্যাড লাক!!

    আমার নয় ট্রেনের।
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ২২:৪৯ | 168.26.215.13
  • আমি যেখানে দাঁড়াই সেখান দিয়ে ট্রেন যেতেও ভয় পায়। ঘুরে যাবে, চিন্তা নেই। (কলার তোলা ইমো)
  • shrabani | ০৬ এপ্রিল ২০১২ ২২:৪৯ | 59.94.98.206
  • অর্পণ, টর্চ 9800!
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২২:৪৯ | 97.81.99.177
  • কী নাম ট্রেনের?
  • Tim | ০৬ এপ্রিল ২০১২ ২২:৪৮ | 98.249.6.161
  • কটা ট্রেন, গুনে বল দেখি
  • blank | ০৬ এপ্রিল ২০১২ ২২:৪৬ | 106.198.233.54
  • আকাদা নেমে দাড়াও, ট্রেন আসছে
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ২২:৩৮ | 168.26.215.13
  • সান্দা আমি অনলাইন।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১২ ২২:৩৫ | 97.81.99.177
  • দুক্কুর বেলা বাংলা খাবে? গরম বীয়ার খাও না?
  • Blank | ০৬ এপ্রিল ২০১২ ২২:৩৪ | 106.198.233.54
  • গাটুলা সর্দারের ছবি ব্রিটিশ মিউজিয়ামে?
  • SS | ০৬ এপ্রিল ২০১২ ২২:৩৩ | 99.120.125.223
  • নাঃ, মেলি মেলেনি। বাংলা মতে খাবো আজ।
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ২২:৩২ | 168.26.215.13
  • আমার এতগুলো উইন্ডো খোলা যে কোথায় অনলাইন আর কোথায় অফলাইন গুলিয়ে গছে। দ্‌নাড়াও দেখি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত