এই যো ডাক্তার, আমার একটা কাজ করে দাও দিকি নি! ভগোমান অনেক পুণ্যি দেবেন তোমায়। ঐ দুখেব্যাটার শিরায় ইনজেক্শন দিয়ে হাওয়ার বুদবুদ ঢুকিয়ে দাও দিকি নি। আমি কদিন ধরে ভাটে আসতে পাচ্ছি না চাপের চোটে। আর আজ এখন এসে দেখি কিনা দুখেব্যাটা মিথ্যে মিথ্যে করে লিখেছে আমি নাকি তোষক আর ফুলঝাড়ু ওয়াশিং মেশিনে কাচি। নিরীহ মানুষকে শুধুমুদু বদনাম দেওয়া, এ ক্যামোন্ধারা ব্যবহার দুখের!!!
nk | ১০ এপ্রিল ২০১২ ২৩:১১ | 151.141.84.239
বড়াই ও বড়াই বড়াই গো! ঃ-)
I | ১০ এপ্রিল ২০১২ ২২:৫৯ | 14.99.129.140
ঃ-)))
ও কে, ও কে, ও কে গো? কুমুদিদি? না ডিডিদাদা?
indodakdarer rogeeraa | ১০ এপ্রিল ২০১২ ২২:৪৭ | 122.161.106.171
আজিকে হয়েচে শান্তি,উল্টাসিধা ভুলভ্রান্তি সব গ্যাছে চুকে,
রাত্রিদিন লাবডুব,ইসিজির টাকটুক থামিয়াছে বুকে।
যতকিছু ফোঁড়াফুড়ি,যতকিছু ছ্যাঁদা-ছুরি,কিছু আর নাই,
হাসিখুশী চনমন ডাগদার উন্মন বাড়ী গেল তাই।
siki | ১০ এপ্রিল ২০১২ ২২:২০ | 122.177.24.139
অদা মানে আবেদন। অ্যাপীল। বা ওই জাতীয় কিছু।
ন্যাকার হিন্দী জানি না, নেকি-র হিন্দী ওই, নখরেওয়ালি।
rimi | ১০ এপ্রিল ২০১২ ২২:১৩ | 168.26.205.19
ইন্দোদাদা ডাক্তারি করে করে কিরকম যেন ভায়োলেন্ট হয়ে গেছে ঃ-( আহা অমন নরম সরম মানুষটা এমন বদলে গেল গা?
m | ১০ এপ্রিল ২০১২ ২২:১১ | 50.82.180.165
নিউ টাউন এর কাছেপিঠে মানে গ্রেটার নিউটাউন-কিছুই জানে না বুউকা
sda | ১০ এপ্রিল ২০১২ ২২:০৯ | 117.194.208.216
ল্যাম্পপোস্ট কোত্থেকে এলো আবার ?
m | ১০ এপ্রিল ২০১২ ২২:০৮ | 50.82.180.165
সদা, ছাতা হাতে ল্যাম্পপোস্টে ঝুলে ঝুলে গান আওড়েছিলে তো?
pi | ১০ এপ্রিল ২০১২ ২২:০১ | 128.231.237.7
সুমনকে নিয়ে অনেক সিপিএম এখন অনেকদিনই নরম। মমতাকে গালি দেওয়া তো কমদিন শুরু করলেন না।
Munmun | ১০ এপ্রিল ২০১২ ২২:০০ | 203.88.22.145
Kyano he daagadaar?sakal rogeederi heartbeat bandha holo?ekhani andha i:
m | ১০ এপ্রিল ২০১২ ২১:৫৭ | 50.82.180.165
আমার বাবাকে নিয়ে চিন্তায় আছি, সেদিন বলেছে অটো চালকদের অসভ্যতা আর নেওয়া যায় না।পরেশ পাল নাকি কান ধরে উঠবোস করিয়ে ঠিক ই করেছে!! আমি বল্লাম তুমি আবার কখন অটো চড়ো, খুব রেগে বল্লো, শুনে আর দেখেই জানা যায়ঃ((
I | ১০ এপ্রিল ২০১২ ২১:৫৭ | 14.99.129.140
কেন র্যা, আমি কি চিকাগো থাকি না নিউটাউন থাকি?
sda | ১০ এপ্রিল ২০১২ ২১:৫৭ | 117.194.208.216
অফিসফেরত একটা জল ছপছপে কাদা প্যাচপ্যাচে ছাতা উল্টোনো অ্যাপো সেরে বাড়ি ঢুকলুম এই একটু আগে। সল্টলেকের প্রতি ব্লকে বোধহয় গড়ে একটা করে গাছ পড়েছে আজকে।
আজকে আমারো মন ভালো। কাজ কম। তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। কি করি কি করি ভাব। রিমিকে হাল্কা করে পেটালে কেমন হয়?
m | ১০ এপ্রিল ২০১২ ২১:৫১ | 50.82.180.165
রিমি,ঃ)
ইন্দো, ভেবে দেখ, তুইও আমার প্রতিবেশিঃ)
I | ১০ এপ্রিল ২০১২ ২১:৪৯ | 14.99.129.140
আজকে আমার বাবার মুখে প্রথম সুমন (কবীর সুমন) -প্রশংসা শুনলাম। মানে , ঠিক প্রশংসা অবিশ্যি নয়।
সুমন দময়ন্তী সেনকে নিয়ে গান বেঁধেছেন। সেই গান শোনাচ্ছে, কে আবার , চব্বিশ ঘন্টা ! অখাদ্য সুর। ততোধিক অখাদ্য গলা। তাই বলাতে বাবা কিঞ্চিৎ প্রতিবাদের সুরে বলল- বা ! বয়স হচ্ছে না !
কালে কালে এও শুনতে হল ! আমার ঘোর-সিপিয়েম বাবার মুখে সুমনের সম্বন্ধে না-নিন্দা কথা !
sda | ১০ এপ্রিল ২০১২ ২১:৪৮ | 117.194.208.216
পাই দি, আমার ট্যাগ নোটিফিকেশন অফ করা আছে, তাই বুঝতে পারিনি।
rimi | ১০ এপ্রিল ২০১২ ২১:৪৫ | 168.26.205.19
ম-এর ন্যাকামো ঢং আর অভিমান-এর বর্ণনা অনবদ্য, অসামান্য, অসাধারণ.. আর কি কি বলব ভেবে পাচ্ছি না। তবে দারুণ মন ভাল হয়ে গেল ঃ-))
I | ১০ এপ্রিল ২০১২ ২১:৪৫ | 14.99.129.140
বোঝো ! থাকেন চিকাগো শহরে, তিনি আবার নিউটাউনের প্রতিবেশী হলেন !
pi | ১০ এপ্রিল ২০১২ ২১:৩৬ | 128.231.237.7
নোটিফিকেশন পাস নি ? ট্যাগ করলাম যে।
m | ১০ এপ্রিল ২০১২ ২১:৩৫ | 50.82.180.165
রঞ্জনদা, আপনার নিউটাউন বাসের কথা পড়লাম। যেদিকটা কথা আপনি লিখেছেন, সেখানে সম্ভবত অটো আর রিক্সা পাবেন।দিনের বেলা ট্যাক্সিও থাকে- তবে বাহন না থাকলে রাতের দিকে কোথাও যেতে আসতে একটু অসুবিধে হবে। একটা তৈরি হচ্ছে ,হচ্ছে শহরে আমরা প্রতিবেশি হলাম।থাকতে আশাকরি মন্দ লাগবে নাঃ)
sda | ১০ এপ্রিল ২০১২ ২১:৩১ | 117.194.208.216
কই দেখছি না তো ?
pi | ১০ এপ্রিল ২০১২ ২১:২৯ | 128.231.237.7
ফেবু।
sda | ১০ এপ্রিল ২০১২ ২১:২৮ | 117.194.208.216
পাই দি, মেল এ না ফেবু ?
ranjan roy | ১০ এপ্রিল ২০১২ ২১:২৭ | 14.97.33.196
দময়ন্তী, নাজুক= ডেলিকেট। অদা(আদা নয়)= জেশ্চার, চার্মিং জেশ্চার। জ্যাদা নাজ-নখরা= বেশি আতুপুতু।ন্যাকাচন্ডী। বলতেই পারো-- জ্যাদা নাজ-নখরেওয়ালী মুঝেঁ না-পসন্দ্।অথবা জ্যাদা ভাওখানেওয়ালী( শো-অফ্ করনেওয়ালা মেয়ে)। নৌটংকী= উত্তরপ্রদেশের লোকনাট্যশৈলী, যাতে নট-নটী সূত্রধারের কাজ করে। খানিকটা আমাদের যাত্রার মত। বেশি নাটক করিস না তো= জ্যাদা নৌটংকী মত করনা। তেরা ইয়ে সব নৌটংকী হমারে ইঁহা নহী চলেগী।
pi | ১০ এপ্রিল ২০১২ ২১:২৭ | 128.231.237.7
সদা, ঃ)
ভাল কথা, মোবাইলে লেখার সমস্যার ব্যাপারে একজনের কথা জানিয়েছি তোকে, দেখিস।
sda | ১০ এপ্রিল ২০১২ ২১:২৬ | 117.194.208.216
আর যদি বা খেয়েও ফেলো, ভাটে আপডেট দিওনা খবর্দার। লোকজনের নজরের ও তো এফেক্ট আছে ঃ)
তুমি কি dhang লিখে সার্চিয়েছিলে ? সেজন্যই বৃদdhangউষ্ঠ ইত্যাদি এসেছে মনে হয়।
m | ১০ এপ্রিল ২০১২ ২১:১২ | 50.82.180.165
রমা লিচু খেতে খুব ভালোবাসে,রামের লিচুর নামে গায়ে জ্বর আসে।
রাম একদিন দোকান থেকে ফিরে কথাপ্রসঙ্গে বল্লো, আজ দোকানে অনেক লিচু এসেছে দেখলাম।
বরফের হদিশ জানাতে রমাকেই হাত লাগাও, তাই! (মনে মনে রমা নিজের 'পোড়াকপাল' কে অনেক দুষলো)বলে রমা গম্ভীর হয়ে অন্যত্র চলে গেলো।
কাজটা ঠিক হয় নি ভেবে রাম পরেরদিন একঝুড়ি লিচু হাতে রমাকে বল্লো,তুমি ভালোবাসো তাই
রমা সেই ঝুড়ি দেখে মনে মনে খুব খুশি হলেও পরিমাণ দেখে ঘাবড়ে গেলো।তবুও রাম পাছে মনে আঘাত পায়,তাই আলতো করে বল্লো, আমার জন্যে আবার একঝুড়ি লিচু আনতে গেলে কেন-
রাম সুযোগের অপেক্ষাতেই ছিলো, তুমি চাইলে একঝুড়ি কেন ডার্লিং, উঠোনে একটা লিচু বাগান ও(ওদিকে বছরে ছমাস বরফ পড়ে) বানিয়ে দিতে পারি- রমা বল্লো ,'ন্যাকামি' রাখো।
এরপর রাম আহ্লাদে গলে গিয়ে বল্লো, তুমি এত ভালোবাসো ,দাও,লিচুর খোসাগুলো ছাড়িয়ে দিই। লিচুর সরবৎ খাবে? দাঁড়াও চা টা খেয়েই দিচ্ছি, আচ্ছা সরবতে কি নুন দিতে হবে,বিটনুন আর বরফ দিয়ে বানাতে পারি( নুন এবং তে হবে) রমা মনে মনে বল্লো, হুঃ 'ঢং' দেখে আর বাঁচি না।
এইবার একটা লিচু মুখে দিয়ে রমার দাঁত খুলে হাতে চলে এলো- একঝুড়ি টক লিচু নিয়ে রমা কি করবে বুঝতে পারছে না, ওদিকে ন্যাকামো দেখে রমার পিত্তি জ্বলে গেছে। কিভালো লিচু এনেছো একঝুড়ি, আহাঃ,কাল বাড়িতে ফোন করে একটা লিচুর চাটনির রেসিপি নিতে হবে,এখানে তো ছাই কাঁসার বাসন ও নেই, যে মেজে ঝকঝকে করবো। তুমি ভালোবাসো বলে আনলাম,যাক গে যাক- আমার ই মন্দ কপাল, না আনলেও মুখ গম্ভীর, এনেও শান্তি নেই-- দীর্ঘশ্বাস--এটা অভিমান।
ছদ্মও হতে পারে। এরপর অশ্রুসজলমানাভিমান থেকে কাক চিল পালানো কলহ যা খুশি হতে পারে।
pi | ১০ এপ্রিল ২০১২ ২১:১০ | 128.231.237.7
আর, ন্যাকা।
ন্যাকা [ nyākā ] a. & n one who feigns or affects ignorance or honesty. fem. নেকি । ন্যাকামি, ন্যাকামো n. affectation of igno rance or honesty.
ঢং1 [ ḍha1 ] n affected or conquettish bearing or pose; dissimulation; affectation; shape, form, cut, fashion, style, manner. ঢঙি a. fem. given to affectation; conquettish; dissimulating. ☐ n. such a woman, a poseuse.
গতকাল সন্ধ্যে সাড়ে আটটায় মেশিন খুলে সোফায় একটু গড়িয়ে নেই ভেবেছিলাম- এই একটু আগে সোফা থেকে উঠলামঃ)
Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৭:৩৬ | 121.242.160.180
ওইত্তো বাওয়া, পেটের মত বিশ্বাসঘাতক দুটো নেই। সাবধানে না খেয়েছ কি গেছ ! অতিরিক্ত খাওয়া আর গাড়িতে ১৪০ স্পিড তোলা ঠিক সময়ে ক®¾ট্রাল না করতে পেরে, একই জিনিস।
আচ্ছা ওটা তাহলে কেউ পারল না। অবশ্য আগেই জানতাম। বলে দিই নাকি?
kumu | ১০ এপ্রিল ২০১২ ১৭:৩৫ | 122.160.159.184
কি কান্ড, ব্রতীন!নার্সিং হোমে?রেস্ট নাও রেস্ট।গুরু পরে কোরো।সঙ্গে কেউ আছে নিশ্চয়ই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন