এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৩:২১ | 122.248.183.11
  • বাহ!!

    . ৫/৩
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৩:২১ | 121.242.160.180
  • ওহো, একলাইন জুড়তে হবে লাস' লাইনের আগে।

    *সে কথা শুনে পটল গালে টোল ফেলে হাসল মিত্তি করে।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৩:১৮ | 121.242.160.180
  • প্রথম টীকাটা আমি লিখে দিই।

    পটলের দোলমা কিমা
    -------------------------

    একদিন সকালবেলা পটল তার বাড়ির উঠোনে দোলনায় বসে দুলছে। এমন সময় তার মা এসে তাকে গুঁড়ো গুঁড়ো কীসব রং মাখাতে শুরু করল। পটল ঘুরে জিগেস করল, কী মা?

    পটলের মা বললেন, 'আজ দোল মা।'

    এরপর পটল আর পটলের মা দুজনে একটা বস্তায় ঢুকে বসল। দোকানী সেটা দোলাতে দোলাতে গড়িয়াহাট বাজারের দিকে চলে গেল।
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৩:১৫ | 122.248.183.11
  • কিন্তু কেসি, স্বামীজির বাড়ির দায়িত্বে এখন রনেন মহারাজ আছেন। উনি তো খুব পার্টিকুলার।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৩:১৩ | 121.242.160.180
  • আচ্ছা দোরমা ঠিক না দোলমা? নাকি দুটোই? আমি আসলে ছোট থেকে দোরমা শুনছি এবং খাচ্ছি।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৩:১২ | 121.242.160.180
  • সেকি ! পিদিমের নীচেই অন্‌ধোকার !
  • kc | ১৬ এপ্রিল ২০১২ ১৩:০৮ | 194.126.37.78
  • আহা! কাজু, ওটা মূর্ত মহেশ্বর, সেটাতো জানিই। সেই ছোটবেলা থেকেই জানি। কিন্তু রিসেন্টলি এইরকম শুনলাম। কোথায় জান? স্বয়ং স্বামীজির বাড়িতে। একদম দায়িত্ব নিয়ে ভুল কথা আর বেসুরে রোজ গাওয়া হয়। এক মোটামুটি নামকরা মহারাজকে রেকর্ড করে শুনিয়েওছি। গোটা পৃথিবীর মধ্যে এই ভুলভাল কাজটা হয় স্বামীজির বাড়িতেই। কোনদিন ওই চকচকে মূর্তিটায় জান চলে আসবে আর এলেই লোকগুলোকে কেলিয়ে দেবেন, গ্র্যান্টি।
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৩:০৪ | 122.248.183.1
  • টীকা লিখুন ঃ ( প্রতিটি ৩ নমবর করে)

    ১)পটলের দোলমা কিমা
    ২) টার্কিশ ডিলাইট
  • dd | ১৬ এপ্রিল ২০১২ ১৩:০০ | 110.234.159.216
  • রাগতে চান? হিংসায় ফুলতে চান? তো এইটা শুনুন।

    এই গতোকালেকেই লুরুতে নববর্ষ উপলক্ষ্যে চার পাঁচটা ফেমিলি একত্তর হয়ে খেলাম ভেটকি ভাজা, পটলের দোলমা কিমা,চিংড়ির মালাইকারী আর পাঁটার কেলেংকারী।
    গিলবার জন্য বিয়ার ছাড়াও একটা গ্রীক ড্রিং ছিলো, মৌরীর গন্ধে ভরপুর। Ouzo না কি একটা জানি নাম।
    দই ছিলো রসোগোল্লা ছিলো,পান্তুয়া ছিলো,টার্কিশ ডিলাইট ছিলো।

    হ্যাঃ হ্যাঃ হ্যাঃ। ভালো লুচি এফেক্টের জন্য দু বার করে পড়ুন। আস্তে আস্তে পড়ুন। জ্বলুন আর ফুলুন।

    আমি ততোক্ষনে কেন্টিনে গিয়ে সম্বার ভাত খে' আসি।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১২:৫৬ | 121.242.160.180
  • খুব দুখ্যু হল তনুশ্রীর শেষ পরিণতি দেখে। পার্ণোর একটা কথাও শোনা গেল না। সারক্ষণ ডিপ বেসে কথা বলে কী গাম্ভীর্য প্রমাণ করল কে জানে।
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:৫৪ | 122.248.183.1
  • যা কেসি রেগে গেল নাকি?
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:৫১ | 122.248.183.1
  • হি হি । আমরা দেখছি,শুনছি কিন্তু লুচির মতো ফুলছি না তাই তো অরি আর কাজু? ঃ-))
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:৫০ | 122.248.183.1
  • ছি ছি তুমি কেবলে লোকের 'বেডরুম' দেখছো।

    ও কুমু দি, শুনতে পাচ্ছো?
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১২:৪৯ | 121.242.160.180
  • সেদিন কেবলে 'বেডরুম'-ও দেখলাম।
  • shrabani | ১৬ এপ্রিল ২০১২ ১২:৪৯ | 124.124.244.107
  • কুমু, তাও তো মেনু লেখা হয় নি, সুমনের আপিসে গুরু ব্লকড.....
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:৪৭ | 122.248.183.1
  • করেছি। সরি বুঝতে পারি নাই ঃ-)
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:৪৬ | 122.248.183.1
  • তবে হ্যাঁ । আমি কোন রাগ চিনি না বা বুঝি না। একটা গান ভালো শুনতে লাগলে শুনি ।কথা বা সুরের জন্যে।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১২:৪৬ | 121.242.160.180
  • এ মা, উহা মুক্তমহেশ্বর নহে।

    'মূর্ত মহেশ্বর উঙ্কÄল ভাস্বর' ইত্যাদি।

    কুমুদি,

    কলিগুরুরা জ্বলে। আমি তো কলিচাঁড়াল। জ্বলব কেন? ঃ))
    না আমি ভাবলাম কল্পনায় কী-ই না হয় !
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:৪৪ | 122.248.183.1
  • আবে কেসি দা, বাজে আওয়াজ দিচ্ছো তো। নাহয় তোমার মতন হাফ প্যান্ট পরে গলল সাধি না ঃ-)

    মান্না দে,হেমন্ত,কিশোর,লতা,জগজিত সিং আর যেকোন পুরো না বাংলা গান আমি শুনি তো।
  • Ben Arfa | ১৬ এপ্রিল ২০১২ ১২:৪৪ | 121.241.218.132
  • লাও, কি বল্লাম, কি বুঝলো!

    আরে সিপিএম = ক্রিটিক্যাল পাথ মেথড। করেছ কিনা?
  • kumu | ১৬ এপ্রিল ২০১২ ১২:৪৩ | 122.160.159.184
  • কাজু,এখানেই বলি,উটি ১৪১৯ সালের ১-লা বৈশাখ,দিল্লীগুরুদের নববর্ষ পালনের বন্নোনা।

    কলিগুরুরা যাহাতে দেখে,জ্বলে,লুচির মত ইঃ।
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:৪২ | 122.248.183.1
  • বলছো? কি জানি ? ঃ-))

    কলেজে পড়ার সময় ছাত্র প্রতিনিধি নির্বাচনের দিন এক দাদা বলেছিলেন। 'দেখ কাল তোরা আসতে পারিস না নাও পারিস। তোরা যাই করিস তোদের ভোট টা SFI পাবে'। সেই দিন কীরকম একটা অক্ষম রাগ হয়েছিল। এখন ও সেই রাগ টা আছে। তবে বয়েসের সাথে সাথে তার তীব্র তা কমে গেছে।

    এখন হয়তো তৃণমূল ও একই ভাবে 'ভোট করায়'। কিন্তু এটা গণতন্ত্র নয়।
  • Ben Arfa | ১৬ এপ্রিল ২০১২ ১২:৩৭ | 121.241.218.132
  • তুমি ম্যাঞ্জার লেভেলের লোক আর সিপিএম করোনি, বল্লেই হল? কেশী তো সিপিআইএম বলেনি।
  • kc | ১৬ এপ্রিল ২০১২ ১২:৩৭ | 194.126.37.78
  • বোতীন, দাদুগীতি খণ্ডনভববন্দন আর মুক্তমহেশ্বর ছাড়া আর কিছু শোনেনা।
  • quark | ১৬ এপ্রিল ২০১২ ১২:৩২ | 14.139.199.1
  • অথবা "মমচরিতমানস"!
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:৩২ | 122.248.183.1
  • না না কেসি বলেছে সিপিএম ছাড়া অন্যদের দেবে না । তাই মনে দুঃখ হয়েছে ঃ-((
  • Ben Arfa | ১৬ এপ্রিল ২০১২ ১২:২৯ | 121.241.218.132
  • বোতিন অন্য গান শুনতে পারে? দাদুর গান ছাড়া আর কিছু শুনলে বকা দেবে না?

    ;-)
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:২০ | 122.248.183.1
  • কেসি দা, গান চাই না। কারন আমি সিপিএম নয়।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১২:২০ | 121.242.160.180
  • ওরম না। গাঞ্চাই। বানাম্ভুল ক্যাঁও?
  • Blank | ১৬ এপ্রিল ২০১২ ১২:১৯ | 170.153.65.102
  • কেসি দা, গান্‌চাই
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:১৮ | 122.248.183.1
  • ধোঁকা দিয়েছে। সেই ধোঁকার তরকারী দিয়ে চাট্টি রুটি খাচ্ছি ঃ-((
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১২:১৬ | 121.242.160.180
  • না ওরম বলে না বোতিন্দা। কবি বলেছেন, 'স্বাভাবিকতাই যে কোনো শিশুকে মানায়'। তুমি নিজস্ব স্টাইলে কও, 'হ্‌ম্‌ম্‌ম্‌ম্‌'।
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১২:০৩ | 122.248.183.1
  • প্রেজেন্ট প্লিজ।
  • kc | ১৬ এপ্রিল ২০১২ ১২:০২ | 194.126.37.78
  • ছিঁফো, ওইটা হ্যাজ। ঃ-)

    অবাস্তবদা, সেন্নাইতে মাউন্ট রোডে কিছু দোকান আছে, ক্যাসেট দিলে এম্পিথ্রি করে দ্যায়। ২০০৪ সালে পার ক্যাসেট ৫০টাকা করে নিত।
  • sinfaut | ১৬ এপ্রিল ২০১২ ১১:৫৭ | 121.241.218.132
  • আমাদের বাড়িতে একটা ক্যাসেট ছিল তাতে, আলাউদ্দিন খাঁর সরোদ, এনায়েৎ খাঁর খাম্বাজ, ভীষ্মদেবের একটা গান, এরকম ছোটো ছোটো ৩-৪ মিনিটের রেকর্ডিং ছিল। এইচএম্ভি না, ছোটোখাটো লোকাল কোনো কোং এর ক্যাসেট। কালো রঙের কাগজে শুধু CLASSICAL নাকি এমন টাইপের একটা লেখা। অন্তত ৩০ বছরের পুরোনো। আর কারও কাছে আছে? শুধু ও এনায়েৎ খাঁর খাম্বাজটার জন্যই আবার শুনতে চাই। বাবারে বাবারে।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১১:৫০ | 121.242.160.180
  • কালকে 'রংমিলান্তি' দেখলাম। 'ল্যাপটপ' দেখছি না গিয়ে উপায় নেই। একে শাশ্বত, তায় অনন্যা, প্লাস ঋধিমা। আমাদের জয়াতে আসেনি। ওনলি স্টার। টিকিট পেলে হয় ! এই 'কাহানী'-র জ্বালায় আ-ব্যোম, ভূ-ভবি কিস্যু নিল না। পচা হিন্দী ফিলিমগুলো পাশে ঠিক নিয়ে বসে আছে।
  • sinfaut | ১৬ এপ্রিল ২০১২ ১১:৪৯ | 121.241.218.132
  • আমার বাড়ির পুরোনো ক্যাসেটগুলোর এম্পিথ্রিকরণ করা হয়েছিল একবার। সেটা কী একটা ওনিডার মিউজিক প্লেয়ার দিয়ে। ক্যাসেট চালিয়ে ব্ল্যাঙ্ক সিডি ঢুকিয়ে রেকর্ড করা হতো।
  • abastab | ১৬ এপ্রিল ২০১২ ১১:৪৩ | 14.139.163.29
  • রিকোয়েস্ট করে পাওয়া গেলে তো ভালই। কিন্তু mp3 তে কনভার্ট করা গেলে নিজেরো শুনতে সুবিধে হত। এবার বাড়ি গিয়ে চেষ্টা নেব একটা।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১১:৪২ | 121.242.160.180
  • নেত্য-র বদনাম তাহলে প্রোষেঞ্জিৎ বরমোণ। ওক্কে।
  • sinfaut | ১৬ এপ্রিল ২০১২ ১১:২২ | 121.241.218.132
  • কেসি, কাল রাতে শুনছিলাম। শুয়ে শুয়ে কানে হেডফোন গুঁজে। অনেকদিন বাদে দরবারী শুনলাম। অনেক ধন্যবাদ।
  • kc | ১৬ এপ্রিল ২০১২ ১১:১৬ | 194.126.37.78
  • অবাস্তবদা, ওই অরিজিৎ যেরম কইল ওরকম কত্তে পারেন, নয়তো এমন কোন বন্ধু ভাল মানুষ, যে কিনা এইসব কাজ করে রেখেছে, তাকে রিখোয়েস্ট করে দ্যাখতে পারেন। পেয়ে গেলে আরও ভাল।
  • Netai | ১৬ এপ্রিল ২০১২ ১০:৫৭ | 121.241.98.225
  • কেসিদা, আমাকেও পাঠাও।
    prasenjitbarman জিমেলে
  • Ben Arfa | ১৬ এপ্রিল ২০১২ ১০:৫৫ | 121.241.218.132
  • ক্যাসেট প্লেয়ার থেকে কম্পুর লাইন ইন-এ লাগান, ক্যাসেট চালিয়ে অডাসিটি (audacity) দিয়ে রেকর্ড করুন।
  • abastab | ১৬ এপ্রিল ২০১২ ১০:৫১ | 14.139.163.29
  • kc কে অশেষ ধন্যবাদ। আমার কাছে গানটা ছিল দরবারিতে পুরো দু পিঠ জুড়ে। সেই ক্যাসেটগুলোকে কি করে mp3 তে কনভার্ট করা যায়?
  • kc | ১৬ এপ্রিল ২০১২ ১০:৩৭ | 194.126.37.78
  • অবাস্তবদা, মেল গেছে। আমার খুব পছন্দের রেকর্ড এইটা, নমাসে ছমাসে শুনি, যাতে পুরোনো না হয়ে যায়। গুমানি জগ তাজ আর জাকো মন আল্লাহ, মুল্‌তানিতে। রেকর্ডের পিছন কভারে ভূমিকা লিখেছিলেন ধ্রুবতারা যোশী।
  • abastab | ১৬ এপ্রিল ২০১২ ১০:১৭ | 14.139.163.29
  • kc আমার ইমেল হল abastab@yahoo.co.in দরবারীটি দিও।
  • riddhi | ১৬ এপ্রিল ২০১২ ০৩:১৫ | 108.218.136.234
  • আরে ঐ নোনাডাঙ্গার কনট্যাক্ট নিয়ে পোস্ট টা এমনিতেই খুঁজতে খুঁজতে জান বেরিয়ে যায়। টই য়ে থাকুক, ভাটেও ঘন ঘন দিলে খুব ভাল, ট্র্যাক রাখা যাবে। এটা তো একটা পিস ওফ ইনফো শুধু। অনেক লোক জানতে চাইছে। সাইট হাতড়ে বার করা মুস্কিল।
  • S | ১৬ এপ্রিল ২০১২ ০২:৫৫ | 99.26.200.89
  • সেকি কেডি বাবু আপনি তো বাঙ্গালীর সব থেকে ইম্পর্ট্যান্ট দুইখানা টইতেই ঢুকেন না ঃ) কি যে মিস কারতাসেন সে শুধু আলাহ জানেন, আর যারা ঢুকে তারা জানেন।
  • kiki | ১৫ এপ্রিল ২০১২ ২৩:৪০ | 59.93.204.10
  • এখন সার্চ কত এগিয়ে গেছে। ঃ)

    ও পাড়ার কি যেন , মানে ১৪ আইপি টা টাটা ইন্ডিকমের, ইভেন ম্যাপে সে এখন কোথায় বসে আছে সেটাও দেখিয়ে দিচ্ছে।

    যাই, নিজের টা দেখে আসি।
  • Bratin | ১৫ এপ্রিল ২০১২ ২২:১৮ | 14.99.77.10
  • ব্ল্যাঙ্কি দি আর আকা দি, তোমার কেমন আছো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত