সেকি! কার্টুন এঁকেছে বলে গেরেফতার! কার্টুনে সরকারকে অন্যরকম দেখাচ্ছে, এক্কেবারে চেনা যাচ্ছে না বলে? নাকি, সরকার নিজেই কার্টুন, কার্টুন নিয়ে কার্টুন আঁকায় কনফিউশন হয়েছে বলে!
byaang | ১৩ এপ্রিল ২০১২ ১১:২২ | 122.178.251.95
পাই, শ্রীপর্ণাকে কার্টুন আঁকতে মানা করিস এখন কিছুদিন।
হুতো অবিশ্যি আজকাল আর আঁকেটাঁকে না, তাই ওটাকে নিয়ে চিন্তা নাই।
byaang | ১৩ এপ্রিল ২০১২ ১১:২০ | 122.178.251.95
লামা, খবরটা জেনে থেকে কী বিচ্ছিরি লাগছে, কী বলব! আর সবচেয়ে বেশি যাদের জন্য চিন্তা হল তারা এই গুরুর লোকজনরাই। কার্টুন আঁকতে হলে আমার কার্টুন আঁকিস বাপু, এখন কদিন।
Tim | ১৩ এপ্রিল ২০১২ ১১:১৬ | 98.249.6.161
কি কেলো! মারবে নাকি? আমি আবার এট্টু দুব্বল ঃ-(
Lama | ১৩ এপ্রিল ২০১২ ১১:১৫ | 117.194.232.205
তবে কিনা গ্রেফতার পুলিশ করবে না তো কি পি ডাব্লু ডি করবে?
Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১১:১১ | 121.241.218.132
লিস্টে কার কার নাম উঠেছে কে জানে। ভোটের আগে থেকেই তো বার কয়েক শোনা হয়ে গেসলো...
অনেকের অ্যাকাউন্ট বার বার ব্লকও করে দেওয়া হচ্ছে বলে শুনেছি।
Lama | ১৩ এপ্রিল ২০১২ ১১:০৯ | 117.194.232.205
এই খেয়েসে। আমাকে যেদিন ক্যালাবে সেদিন সবাই একটু দেইখেন। অবশ্য আমি সিপিয়েম বিরোধী কার্টুনও এঁকে থাকি, আপন বলতে কেউ নেই আমার
Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১১:০৮ | 121.241.218.132
বাঃ। কিন্তু এ তো সবে ট্রেলার।
zpf | ১৩ এপ্রিল ২০১২ ১১:০৬ | 14.96.77.216
ফেসবুকে সরকারবিরোধে কার্টুন আঁকার অপরাধে গতকাল তৃণমূল সমর্থকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মারধোর করে, পুলিশ ডেকে আনে এবং তারপর যাদবপুর থানার পুলিশ তাঁকে গ্রেফ্তার করে নিয়ে যায়। সূত্রঃ ২৪ ঘন্টা
Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১১:০৩ | 121.241.218.132
আমাকে সেদিন গোলপার্কে পুলিশে ধরেছিলো। অ্যাকচুয়ালি গড়িয়াহাটের মোড়ের জ্যামটা এড়াবো বলে বিজন সেতু দিয়ে নেমে বাঁদিকে যে গলিটা গোলপার্কের দিকে যায় সেটায় ঢুকেছিলাম কয়েকটা ট্যাক্সির পিছনে। এবার সেগুলো কোথায় ভ্যানিশ হয়ে গেলো, আমি কিছুক্ষণ এগিয়ে একটা রাস্তা দেখলাম ডানদিকে ঢুকেছে - সেদিকে গোলপার্ক দেখা যাচ্ছে - তো সেদিকে গিয়ে দেখি মৌচাকের পাশে বেরোল। যেই বেরিয়েছি অম্নি পুলিশে ধরেছে - বলে আপনি ওয়ানওয়ে দিয়ে এসেছেন। আমি বল্লাম সাইন কোথায়? তো আমাকে একটা নো এϾট্র সাইন দেখালো। দেখি উল্টো করে লাগানো, আর তার্মোপর স্ট্যান্ডার্ড নো এϾট্র সাইনও নয়। সেগুলো পয়েন্ট করাতে খানিকক্ষণ মাথা চুলকে ছেড়ে দিলো...
Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১১:০১ | 121.242.160.180
আমাদের এখেনে আজকে এথনিক ডে ঘোষণা করিয়াছে। আমি স্থির করিয়াছিলাম...নাঃ থাক। তোমরা সকলে দন্তবিকশিত করিবে শুনিয়া। যাহা বলিতে কথাটির উত্থাপন, কিছু কিছু সহকর্মিণীদের দিক হইতে দৃষ্টি সজোরে ফিরাইতে হইতেছে ! আজ কর্মনাশ হইবার প্রবল সম্ভাবনা।
তদুপরি গত রাত্রে ব্যোমকেশকে লইয়া যে ছবি নির্মাণ করিয়াছেন দত্তবাবু, তাহাতে স্বস্তিকার লিপে রবিকাকার গানের চিত্রায়ণ দেখা ইস্তক গানটিই নূতন মহিমালাভ করিয়াছে। আহা কী ছলোছলো দৃষ্টি ! তাহার ভিতরে ধিকিধিকি জ্বলিতে থাকা হৃদয়ানল, উহাতে অভিনয়ের সহিত যে স্বীয় অনুভব মিশিয়া ছিল, তাহা কারুরই নজর এড়াইবে না। সারাক্ষণ শ্রবণমধ্যে বাজিতেছে। কী বিপদ ! আজ আবার ১৪১৮ সনের বসন্তের অন্তিম দিবস।
'ক-অ-খ-ও-ও-ও-ন ব-অ-সন্ত-ও-ও-ও- গেল-ও-ও-ও-ও- এবা-আ-আ-আ-আ-আ-র হল না গান ...'
ইতি অজিত
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১১:০১ | 122.248.183.1
লামা ঠিক আমি আবার সব ব্যাপারে SME ওপর ভরসা করে থাকি ঃ-)
d | ১৩ এপ্রিল ২০১২ ১১:০০ | 14.99.179.68
আঃ সক্কাল সক্কাল কি খুশী হলাম ..... অ বেন্বু, ডি এল এফ-২ এ আসো, এখানেও তোমাদের শাখা আছে তো। ইনফোস্পেসটা ইউনিটেকের লাগোয়া প্রায়। আর ইউনিটেক থেকে বাঁ দিক বেঁকে খালের ওপরে নীল-সাদা ফ্লাইওভার পেরিয়েই ডানহাতে দাউদভাইয়ের দুই নম্বরটা।
রঞ্জনদা যেখানটায় যাচ্ছেন ঐদিকে অ্যাকোয়াটিকা। কিন্তু বেদিক ওদিকে কোথায় লামা? মানে ওদিক দিয়েও যাবার রাস্তা আছে কী?
Lama | ১৩ এপ্রিল ২০১২ ১০:৫৮ | 117.194.232.205
ব্রতীনের তো দেহি আমার মতো অবস্তা
lcm | ১৩ এপ্রিল ২০১২ ১০:৫৮ | 69.236.167.153
আমি প্রায়ই টিকিট/ফাইন খাই। শেষবার খেয়েছি অটোম্যাটিক ক্যামেরা-য়।
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১০:৫৪ | 122.248.183.1
অরি খুব ভালো চালায় আমি অনেকের মুখে শুনেছি।
Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১০:৫১ | 121.241.218.132
আমার চালানোর লোক আছে, কিন্তু ভরসা নেই। যে পথে যাই আসি সে পথে গাড়ি চালানো মানে বাঁ হাত গীয়ারে, ডান হাতে একসাথে স্টিয়ারিং, হর্ন এবং ইন্ডিকেটর।
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১০:৪৯ | 122.248.183.1
আহা সেবার ভালো শিখতে পারি নি । আর বেলতলার লাইসেন্স ভেতর থেকে ব্যবস্থা করে দিল
lcm | ১৩ এপ্রিল ২০১২ ১০:৪৭ | 69.236.167.153
ধুস্, ও জিনিস বারবার শেখে নাকি কেউ।
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১০:৪১ | 122.248.183.1
আমি আর ক দিন পরেই আবার গাড়ি চালানো শিখতে শুরু করবো ।
kc | ১৩ এপ্রিল ২০১২ ১০:৩৫ | 178.61.96.29
আমার কতদিনের সাধ ছেল বাড়ির অন্য লোকটা শোফারের কাজ মাঝে মধ্যে করবে। হলনা, কিছুতেই হলনা। আসছে জন্মে নিশ্চয়ই হবে।
Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১০:৩০ | 121.241.218.132
ক্যাট না হাতি। ব্যাঙ্ক থেকে শুরু করে যাবতীয় দরকারের জন্যে উঁচিয়ে এদিকে আসতে হবে। তায় আসা যাওয়ার জন্যে তো বেশি সময় লাগবেই...আর আমাকে দুবেলাই এই সেক্টর ফাইভ হয়ে যেতে হবে - শোফার যে...
Lama | ১৩ এপ্রিল ২০১২ ১০:২০ | 117.194.232.205
ওঃ ওর কাছাকাছি আমার প্রাক্তন ম্যানেজারের বাড়ি। মন্দ কি, আরেকটু এগিয়ে গেলেই বেদিক ভিলেজ আর অ্যাকোয়াটিকা।
ক্যাট জায়গায় আফিস হয়েছে তো ঃ)
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১০:১৯ | 14.99.151.50
নারকেল বাগনের দিকে হলে ওখানেই DLF ২ তো। অনেক দোকান আছে। Genpact,IBM,Ericson
Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১০:১৩ | 121.241.218.132
ডিএলএফ ছাড়িয়ে যেখানে এয়ারপোর্টের দিকে ঘোরে, সেদিকে না ঘুরে সোজা গেলে। সম্ভবতঃ। বেসিক্যালি নির্বান্ধবপল্লী।
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১০:১২ | 14.99.151.50
কালকে আমাদের কাজের মাসী কিঞ্চিত অনৃতভাষন করেছেঃ
পাঁচ দিন পরে কাজে এসে তিনি জানিয়েছেন। চার দিন আগে তিনি যখন আমাদের বাড়ি তে আসছিলেন সেই সময় উড়ে গিয়ে হাই ড্রেনে পড়েন। তর সঙ্গে নাকি আরো ৭ জন ছিল। এ তে তাঁর গায়ে হাত পায়ে অসম্ভব ব্যথা বেদনা হয়। ইহাই তাঁর অনুপস্থিতির কারন। ঃ-)
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১০:০৮ | 14.99.151.50
সেটা আবার কোথায়?
Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ০৯:৫৬ | 121.241.218.132
আমাদের রাজারহাটে ইনফোস্পেসে নির্বাসন দিচ্ছে। ভ্যাঁ....
Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ০৯:৪৮ | 131.104.241.62
ইউটিউবে ভুতের ভবিষ্যত
Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ০৯:৪৭ | 131.104.241.62
ল্যামি দা, বড় বেড়ালের মত দেখতে জীবটা, যার ল্যাজ টা হরাইজন্টাল এবং শেষভাগে ওপর দিকে একটু গোটানো, যাকে বি ই কলেজের ওয়ার্কশপের ছাদে প্রায় দেখা যেত, সেটা তো ভাম, নাকি অন্য কিছু??
Lama | ১৩ এপ্রিল ২০১২ ০৯:২৬ | 117.194.232.205
লিংক দিলাম। তবে ছবিতে যেটা রয়েছে সেটা মনে হয় বাচ্চা। দেখতে আরও ভয়ংকর হয়। আমি অনেকবার দেখেছি। ভাম আমাদের বাড়ির পেছনের ঝোপে একটা আসে মাঝে মাঝে (হ্যাঁ, খোদ কলকাতা শহরেই)- ওটার সঙ্গে বেড়ালের চেয়ে নেউল (বেজি) বা ভোঁদড়ের (মাছখেকো জলচর) চেহারার মিল বেশি।
abastab | ১৩ এপ্রিল ২০১২ ০৯:২২ | 14.139.163.29
আমার মনে হয় না গুগল ও ব্যাপারে সাহায্য করবে। চিড়িয়াখানায় বহু চেষ্টাতেও ওদের দেখা মেলে না। আমি আনন্দবাজার থেকে একটা ভামের ছবি সেভ করে রেখেছি। অন্য গুলো কেমন দেখায় জানতে চাই।
বৈজ্ঞানিক নাম কি মশাই, কাকুরে ইমেজে গিয়ে বাঘডাসা বলে সার্চ দিলুম তো রাশি রাশি বাগদাদ শহর দেখালে।
abastab | ১৩ এপ্রিল ২০১২ ০৯:০২ | 14.139.163.29
ঐ সব প্রাণীর (বাঘডাসা, খটাশ) ছবি বা বৈজ্ঞানিক নাম পাওয়া যাবে।
Sudipta | ১৩ এপ্রিল ২০১২ ০৭:৫৬ | 71.68.123.243
কিকিদি, হ্যাঁ ঃ)
এই তো লামাদা প্রাঞ্জল করে দিল!
Lama | ১৩ এপ্রিল ২০১২ ০৭:৫৪ | 117.194.232.205
বড়সড় সাইজের বেড়ালের মত দেখতে। নিশাচর। মানুষকে এড়িয়ে চলে। কিন্তু যথেষ্ট হিংস্র। সামনাসামনি পড়ে গেলে মানুষকে দাঁত মুখ খিঁচিয়ে আক্রমণ করতে ছাড়ে না। কেউ কেউ একে খাটাশের সঙ্গে গুলিয়ে ফেলে, কিন্তু আসলে দুটো আলাদা প্রাণী। খাটাসের গায়ে বিটকেল গন্ধ থাকে। বাঘডাসার গায়ের গন্ধ এত তীব্র নয়।
Lama | ১৩ এপ্রিল ২০১২ ০৭:৫১ | 117.194.232.205
ছোটবেলায় সাব্রুম বলে একটা জায়গায় কিছুদিন ছিলাম। সেখানে বাঘডাসা এসে পোষা মুরগি চুরি করে নিয়ে যেত, তারপর ভুক্তাবশেষগুলো এখানে ওখানে ফেলে নোংরা করত।
kiki | ১৩ এপ্রিল ২০১২ ০৭:৪৪ | 59.93.244.219
সুদীপ্ত , বুম্বা তো?
থেঙ্কুরে।
Sudipta | ১৩ এপ্রিল ২০১২ ০৭:৪৩ | 71.68.123.243
ডিঃ মানে আমি তাই জানি; দেখিনি কখন-ও
Sudipta | ১৩ এপ্রিল ২০১২ ০৭:৩৯ | 71.68.123.243
বাঘডাসা ভাম বা খটাশ টাইপের জন্তু! বড় সড় বিড়াল গোছের।
Jhiki | ১৩ এপ্রিল ২০১২ ০৭:১৭ | 182.253.0.99
kc কখনও নুন ছাড়া কাঁচা রাণী আম খেয়েছেন?
kiki | ১৩ এপ্রিল ২০১২ ০৬:৫৪ | 59.93.244.219
বাঘডাসা ক্ষি? অন্ধজনে দেহ আলো,ইঃ
নিশির কথা শুনে মায়ের হাতের রান্না পড়া শুরু কল্লুম, ও হরি! সোমনাথ এসব কইতেছিলো, আর আমি হড়বড়িয়ে কিসব লিখে এলুম।ছিঃ(নিজেকে)
যাগ্গে রান্না আছে, এবং সে যে করে আর যারা খায় দুতরফের ক্ষেত্রেই অত্যাচার বিশেষ। তবুও........
এটা ডিডিদাদার ফেক্টরি ঘ্যান ঘ্যান থেকে অনুপ্রানিত হয়ে শুরু কল্লুম।
আর ইদিক পানে সক্কালবেলায় রোদ উঠেছে আর গুরগুর করে মেঘ গর্জাচ্ছে, তার মধ্যে কি একখান কের্তন হয় কয়দিন ধরে, সেসব শুরু হয়েচে। লোকজন সাতসকালে গলা ছেড়ে গাইছে। ইঃ
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন