এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Avisek Mookherjee | ০৯ এপ্রিল ২০১২ ২৩:২০ | 203.147.88.10
  • modhyobitto bangalira bhoy pay police ke, aaro beshi mao naamtake. tobe mathay rakhben jedin protibad korben aapnio mao, jemon aaj aisa, mkp keo bola hochhe. mao,isi, cia, al-kayda sob aapni jedin apni protibadi
  • Blank | ০৯ এপ্রিল ২০১২ ২৩:১৮ | 59.93.197.157
  • এরা নাকি আমার চেয়ে বড়!!! ইদিকে আমিও আশির দশক দেখেচি !!!
  • Avisek Mookherjee | ০৯ এপ্রিল ২০১২ ২৩:১৬ | 203.147.88.10
  • aaj Abhijnan Sarkar , Debolina Chakrabarty, Dr. Siddharto Gupta, Manas Chatterjee,Debjani Ghosh, Shamik Chakrabarty o Parthasarathi Roy ke jamin dilona adalot. je non bailable dharagulo ana hoyechhilo segulo chhilo 4th April er poriprekkhite. eder modhye onekei, ontoto ekjon Parthasarathi Ray er alibi er protokkho proman chhilo. tini sedin nadia te chhilen. tobuo tader atke rakha holo. police custody dewa holo 12 tarikh obdhi. sorkar pokkher boktobyo okhane naki arms joma hochhe , aar ei 7 jon eta jaane.

    manusher punorbason na diye uchhed er birodhitay jara michhil korchhilen tader jail e niye jawa holo. michhil korte dewa holona.

    sob tmc er posha channel gulo lokjon ke mao juju dekhate shuru korlo. jaate manush ei opoprochar e bhoy peye dure sore jay. tumi birodhi maanei, mao, isi ba al-kayda... huh

    nonadangar manushgulo aajo jhor brishtir raate mathe pore thakchhe,tader oi oswastokor jol kaday bhora jhaunigulo thekeo tarabe sorkar. maa mati manush er unnoyon hobe je. hcl er it hub hobe.

    ei shala amader gonotontro. amader bichar byabostha. amader shobhyo shantipriyo desh. chhih!
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২৩:১৪ | 50.82.180.165
  • কেসি, আশিতে কমকম ছোটখাটো চাওয়াপাওয়া নিয়ে আমাদের কৈশোর কেটে গেলো হুহা করে,কি বলেন?
  • kc | ০৯ এপ্রিল ২০১২ ২২:৫৮ | 178.61.96.29
  • মামীর কথাটা শুনে খুব আনন্দ লাগল। আমরাও ছোটবেলায় নুন আর তেল ছড়িয়ে শিল খেতাম। নষ্টোলজির আশির দশক ছিল সেটা।
  • nk | ০৯ এপ্রিল ২০১২ ২২:৫৫ | 151.141.84.239
  • ব্ল্যাংক, লেবু আর চিনি দিয়ে খেতে হয় শিল। ঃ-)
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ২২:৫৩ | 72.83.76.34
  • আরে সেতো ২৪ ঘণ্টাতেও দিচ্ছে। ওরা ভাল কভারও করছে। নেতারা, সম্‌র্‌থকেরা কী বলছেন, জানতে চাইছিলাম। উচ্ছেদ নয় ( তাই নিয়ে কিছু শোনার তেমন আশা নেই, আগেই বলেছি), পরবর্তী ঘটনাগুলো নিয়ে।
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২২:৫০ | 50.82.180.165
  • একটু নুন মেখে অল্প তেল ছড়িয়ে খেতে পারতেঃ)

    কোলকাতার খবরের চ্যানেল গুলোর একটা করে ভালো সাইট থাকতে নেইঃ(
  • Blank | ০৯ এপ্রিল ২০১২ ২২:৪৫ | 59.93.197.157
  • জানি না মামী। খবর দেখতে পারিনি সারাদিন। এখন কারেন্টও নেই ঃ(
    তবে শিল বৃষ্টি হলো খুব। বিস্বাদ খেতে, আমি খান দুই মুখে দিলাম।
  • Siddhartha | ০৯ এপ্রিল ২০১২ ২২:৪১ | 131.104.241.62
  • ধুর বাবা, আজকের গণশক্তিতেই সেকেন্ড পেজে নোনাডাংগা নিয়ে খবর আছে। প্রতিদিন-ই গনশক্তি আপডেট দেয়
  • sri | ০৯ এপ্রিল ২০১২ ২২:৩৪ | 117.194.4.61
  • ekti page kora holo...
    sobbai join korun,share korun r likhun... like korle amar apnader admin korte subidha hobe..
    http://www.facebook.com/pages/Resist-Eviction/241242232640176
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২২:২৬ | 50.82.180.165
  • কোলকাতায় শিলাবৃষ্টি হয়েছে?
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ২২:১৯ | 72.83.76.34
  • বাংলাদেশেও সম্প্রতি এরকমই কিছু উচ্ছেদ হয়ে গেল। ফেবুক গ্রুপে লোকজন তাই নিয়ে লিখেছিল। সেখানে অক্ষদা লিখেছে,
    ‎"The difference between you and your government is much bigger than the difference between you and me. And the difference between me and my government is much bigger than the difference between me and you. And our governments are very much the same. Satrapi"
    এর থেকে অ্যাপ্ট আর কিছু হয়না।
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ২২:০৮ | 72.83.76.34
  • ফেবুর স্ট্যাস আপডেট আমি দি ও না, দেখিওনা ঃ)
  • d | ০৯ এপ্রিল ২০১২ ২২:০১ | 14.99.101.101
  • 'পাঁচিল পরতে'!? সব্বনাশ। ফুটলং ছেড়ে এখন পাঁচিল!

    কিন্তু ঝড়ও হলো তো। শিল পড়ার আগে বেশ খানিক হাঁইয়ো হাঁইয়ো করে ঝড় হল। 'আপনি কি অবসর সময়ে অতিরিক্ত রোজগার করতে চান?' লেখা একটা কাগজ ঝড়ের চোটে কোত্থেকে যেন উড়তে উড়তে আমার বারান্দায় এসে ল্যান্ড করল।
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২২:০০ | 50.82.180.165
  • কাজু ,ব্ল্যাংকি বা কোলকাতায় যারা আছো, আজ বিধানসভার সামনে কি হয়েছে কেউ বলতে পারবে? বিক্ষোভকারীদের পুলিশ প্রচন্ড মেরেছে জাতীয় কিছু?
  • kc | ০৯ এপ্রিল ২০১২ ২১:৫৮ | 178.61.96.29
  • ফুটলঙ থেকে এক্কেরে পাঁচিল?? নাঃ ব্ল্যাঙ্কির উন্নতির গ্রাফ ভাবা যায়না রেঞ্জের।
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২১:৫৪ | 50.82.180.165
  • তাই বলো, তাড়াহুড়োয় পাঁচিল পরতে গিয়ে গত্তে পড়ে গেছো?ঃ((
  • kc | ০৯ এপ্রিল ২০১২ ২১:৫০ | 178.61.96.29
  • বললাম তো বহু খুঁজবার দরকারই নাই। একটু খুঁজলেই পাবা। আর সরবতা মানে যদি ভেবে থাক ফেবুতে স্ট্যাটাস আপডেট করা, তাইলে ঠিকই আছে।
    আর তুমি নিজের মত করে তো উত্তরতো বানিয়েই নিয়েছ, মুখই নেই তো আর বলবেই বা কি? ঠিকই আছে।
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ২১:৩৭ | 72.83.76.34
  • বহু খুঁজলে পেতে হলে সেটা তো কোন কাজের কথা নয়। বক্তব্য যদি সামনেই না এল, তবে লাভ কী ? এরকম একটা ইস্যু, তারপর পরপর যা হয়ে চলেছে, একের পর এক গ্রেপ্তার, এইভাবে ভুয়ো কেস দেওয়া , এনিয়ে অন্তত একটু সরবতা আশা করাই যায়। শুধু সিপিএম বলে বলছিনা। এমনি মানুষজনেরও। নাকি বল্লেই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে লোকজন ভয় পেতে শুরু করলো ?

    তবে উচ্ছেদ নিয়ে বলার মুখ বোধহয় সিপিএমের আর নেই ঃ)
  • blank | ০৯ এপ্রিল ২০১২ ২১:৩৪ | 110.227.90.99
  • নাহ পরে যাওয়ার পরে মনের দুঃখে লাল জল।খেলুম
  • Kaju | ০৯ এপ্রিল ২০১২ ২১:৩৩ | 59.93.198.130
  • আর কলকাতায় সন্ধ্যেবেলা বরফ পড়েছে, এটাই বা কে বলল? বিরোধীদের অপপ্রোসার ! বৃষ্টি হয়েছে মাত্র। বানিয়ে বানিয়ে বলছে লোকে আর সেই নিয়ে প্রলপিত কলরব জারি রয়েছে !
  • Kaju | ০৯ এপ্রিল ২০১২ ২১:৩০ | 59.93.198.130
  • শাদা বরফে লাল জল? কেন?
  • kc | ০৯ এপ্রিল ২০১২ ২১:২৮ | 178.61.96.29
  • একটু মন দিয়ে খুঁজলেই পাবে। পাব না, পেতে পারিনা, এরম ভেবে খুঁজলে পাবেনা।
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ২১:১১ | 72.83.76.34
  • *সমর্থক
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২১:০৮ | 50.82.180.165
  • এই ব্ল্যাংকি,তুমি যে পাঁচিল উঠে গত্তে পড়লে- ওটা কি লালজলের প্রভাবে?
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২১:০৬ | 50.82.180.165
  • বরফ মানে জমা জল- শুধুই জল:X
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ২১:০৫ | 72.83.76.34
  • কোথাও কিছু পাচ্ছি না, শুনছি না।সিপিএম সম্রথকদের থেকেও তো কিছু শুনছি না !
  • kc | ০৯ এপ্রিল ২০১২ ২১:০২ | 178.61.96.29
  • তবে লাল জলে শাদা বরফ, এটা কিন্তু ভালো কম্বি।

    ফাই আমারে সিপিএমের মুখপত্র ঠাওরেছ নাকি? পিডি বা গণশক্তির লিং টিং খুঁজে দেখ।
  • blank | ০৯ এপ্রিল ২০১২ ২০:৫৫ | 110.227.90.99
  • মামী আবার লাল বরফ দেখাচ্ছে কেসি দাকে ঃ-D
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২০:৫২ | 50.82.180.165
  • আহারে, একবার সময় করে এদিকে আইসেন- দেইখেন বরফ কারে কয়, তবে লালঃ)

    না না, কেসি অন্ধ সিপিয়েম নন- উনি নিরপেক্ষ সিপিয়েম;)
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ২০:৪৮ | 72.83.76.34
  • সিপিএম নোনডাঙ্গা নিয়ে কী বলছে কেশীদা ?
  • blank | ০৯ এপ্রিল ২০১২ ২০:৪৭ | 110.227.90.99
  • কেসিদা তো আমার চেয়েও বেশী সিপিয়েম
  • kc | ০৯ এপ্রিল ২০১২ ২০:৪৫ | 178.61.96.29
  • মামী, রাশিয়ার জেরনোগ্র্যাড বলে একটা জায়গায় ছিলাম কিছুদিন। কি বরফ কি বরফ!! সাদা উফ কি সাদা। এক্কেরে শাদা।
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২০:৪২ | 50.82.180.165
  • রাশিয়া খুব সাদা বুঝি কেসি;)
  • blank | ০৯ এপ্রিল ২০১২ ২০:৪১ | 110.227.90.99
  • সে তো আগেও বোঝা যেত না কোলকাতা না রাশিয়া
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ২০:৪০ | 72.83.76.34
  • এদিকে আমাদের কেবলি ঝড়। আর খটখটে রোদ্দুর।
  • kc | ০৯ এপ্রিল ২০১২ ২০:৩৮ | 178.61.96.29
  • চারিদিক নাকি সাদা হয়ে গেছে। কলকাতা না রাশিয়া বোঝা যাচ্ছে না।
  • m | ০৯ এপ্রিল ২০১২ ২০:৩৪ | 50.82.180.165
  • শুধু বৃষ্টি না, প্রচন্ড বৃষ্টি।
  • kc | ০৯ এপ্রিল ২০১২ ২০:৩১ | 178.61.96.29
  • না ঝড় নেই। শুধু বৃষ্টি।
  • aka | ০৯ এপ্রিল ২০১২ ২০:৩০ | 168.26.215.13
  • ঝড় হচ্ছে না? ঃ)
  • blank | ০৯ এপ্রিল ২০১২ ২০:২২ | 110.227.90.99
  • শিল পরছে আর আকাশ ভেঙে বৃষ্টি
  • Kaju | ০৯ এপ্রিল ২০১২ ১৮:৫৫ | 121.242.160.180
  • গীতবিতান আর্কাইভ আবার ভার্সান ২ বার করেছে। আগেরটা ছিল ২৫০০/- এটা ৩৪৯৯/-। আগেরটায় ৩০০ র ওপর গান মিসিং। 'তথ্যভান্ডারে অসংকলিত'। এটায় সেগুলো নাকি আছে। কিন্তু যে আগে কিনেছে ২৫০০/- দিয়ে, তাকে এটা আবার ৩৪৯৯/- দিয়ে কিনতে হবে, মানে মোট ৬০০০/- একই জিনিসের পেছনে। কেউ যদি তেমন পাগল থাকে দাদুর গান নিয়ে আর যদি পকেট গরম থাকে, হয়ত কিনেও ফেলবে।

    কিন্তু প্রশ্ন হল, এই যে এতকিছু বাদ ছিল, স্বরলিপি বেশ কিছু গন্ডগোল ছিল, সে কথা তো একবারও বলা হয়নি বিজ্ঞাপনে, যে ৩০০-র ওপর গান পাওয়া যায়নি বা একটা ডিভিডিতে দেয়া যায়নি। যে কিনেছে, ঠকেছে। সব চেয়ে রাগ ধরে, ওটা ফেরত দিয়ে যদি ৯৯৯/- বেশী যেটা দিয়ে ভার্সান ২ টা পাওয়া যাবে না। নতুন কেউ যখন ৩৪৯৯/- দিয়ে পুরোটা পেয়ে যাচ্ছে, যার কাছে আগেরটা আছে, সে খানিকটা হলেও নিজেকে স্টুপিড বলে গাল দেবে।

    সরকারমশাইকে মেলে যখন জিগেস করলাম, নতুন কী কী আছে, কত দাম এসব বলে গছানোর খুব চেষ্টা করলেন, উইন্ডোজ এক্ষপি / সেভেনের মত এটা নাকি ভার্সান আপগ্রেড। যেই ওপরের কথাগুলো নরম করে বললাম, ব্যস আর উত্তর নেই। ইনকমপ্লিটনেস চেপে খুব অ্যাড দিয়ে গছালো বছর কয়েক আগে, এখন আবার আপগ্রেড। আবার কয়েক বছর পর ৩,৪,...চলতেই থাকবে। লোকের দাদু-অনুরাগকে ক্যাশ করে এইভাবে কাজে লাগাতে হবে ! পাবলিককে এতটা মুর্গি ভাবার কোনো কারণ আছে কি?
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ১৮:৪৮ | 72.83.76.34
  • সরি । বালেনক তে বা আছে, কিন্তু সেফে।
    বাআমদি তে বা নেই।
  • Papiss | ০৯ এপ্রিল ২০১২ ১৮:৪৭ | 59.90.249.32
  • মামু যদ্দুর মনে হয়ে একবার বলেছিলো বালেনক-র জন্যে জাভা লাগে না।
  • pi | ০৯ এপ্রিল ২০১২ ১৮:৩০ | 72.83.76.34
  • জাভা নিয়ে লড়লে আসবে হয়তো । আমার বাড়ির কম্পুতে লড়েও আসেনি। মানে, কল আছে, ডানদিকে বাংলা নে।
  • Kaju | ০৯ এপ্রিল ২০১২ ১৭:৫৭ | 121.242.160.180
  • আমারো বাড়ির মেশিনে ক্রোম বা রকমেল্ট থেকে সেন্ডিং ফেলড দ্যায় ফর বালেনক।
  • Kaju | ০৯ এপ্রিল ২০১২ ১৭:৫৬ | 121.242.160.180
  • বাল কথাটা কী হিসেবে যে খিস্তি হল, বুঝি না। হিন্দীতে চুল-কে তো বাল-ই বলে। সব চেয়ে বড় কথা, যে দেশে 'বাল গঙ্গাধর তিলক-এর মত রাষ্ট্রব্যক্তিত্ব ছিলেন। কোথাও ওনার নাম শুনলে লোকে কি হেসে উঠবে?
  • aka | ০৯ এপ্রিল ২০১২ ১৭:৫৫ | 168.26.215.13
  • বৈজয়ন্তদা, উত্তর দিয়েছি।
  • Netai | ০৯ এপ্রিল ২০১২ ১৭:৫৩ | 121.241.98.225
  • বালেনক তো মোজিলা বা ক্রোম থেকে চলে।
    বিশেষজ্ঞরা মতামত লিখবে নিশ্চয়।

    আমরা কাজ করি আনন্দে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত