এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ০৬ এপ্রিল ২০১২ ১১:৪৫ | 110.234.159.216
  • কাঁচের গেলাস/বোতোল ভেঙে হাত রক্তারক্তি জীবনে ঘটেছে বেশ কয়েকবার। সব বারই রেতের বেলায় আর ভুতের ঘোরে।

    কিন্তু সম্পুর্ন বিনা কারণে এমন ভাবে আহত কখনো হই নি।

    যাগ্গে, এখন আর সেপ্টিক ফেফটিক কিছু হয় না, ডাক্তারে প্রথমেই সেসব ওসুধ দিয়ে দেয়। তবে ব্যাথা থাকবে বেশ কিছুদিন। চটি পরে আপিস যেতে হবে।
  • Kaju | ০৬ এপ্রিল ২০১২ ১১:৩৩ | 121.242.160.180
  • সাগর পেরোনোর কথা শুনে আমার মনশ্চক্ষে বজরঙ্গ বলীর স্কন্ধে গন্ধমাদন নিয়ে উড়ন্ত চিত্র ভেসে উঠল !
  • ppn | ০৬ এপ্রিল ২০১২ ১১:২৮ | 202.91.136.71
  • না। কোনমতে মারের সাগর পেরোচ্ছি। পর্শু কলকাতার জন্য রওনা হব, আর গত দুদিনেই কাজের ধুম পড়েছে। মার্ফিসাহেবের ল প্রমাণ না হয়ে যায়!
  • kumu | ০৬ এপ্রিল ২০১২ ১১:২৫ | 122.160.159.184
  • অর্পণের আজ ছুটি?লুরুতে শুনলাম ছুটি নাই/অপশনাল হলিডে!
  • ppn | ০৬ এপ্রিল ২০১২ ১১:২১ | 202.91.136.71
  • সান্দা ঘুমোচ্ছিল। আতাকেলানের মত ফোন করে ঘুম ভাঙালাম। বললাম পরে কথা হবে।
  • kumu | ০৬ এপ্রিল ২০১২ ১১:১৮ | 122.160.159.184
  • সায়ন,এতো ভয়ানক ব্যাপার।হসপিটাল থেকে পেনকিলার দেয় নি?অ্যান্টিবায়োটিক?পাকে রেস্ট দাও,হুস্কী টুস্কী বাদ্দাও।

    তোমার বাবাকে নিয়ে তাহলে হসপিটাল যাবে কে?কোথায় তুমি ওনাকে দেখবে, তা না নিজেই কাত!
  • m | ০৬ এপ্রিল ২০১২ ১০:৫৬ | 50.82.180.165
  • সায়ন, একি কান্ড! সাবধানে থাকো।পা এখন কেমন?
  • Bratin | ০৬ এপ্রিল ২০১২ ১০:৫৪ | 122.248.183.1
  • কালকে এখনএ গোলা বৃষ্টি হয়েছে সঙ্গে মানইসই ঝড়। ওয়েদার এখন কেমন তাস খেলার উপযুক্ত।
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ১০:৪১ | 115.242.223.5
  • "দ্যাখো রে নয়ন মেলে জগতের বাহার'
  • kc | ০৬ এপ্রিল ২০১২ ১০:৩১ | 178.61.96.29
  • এই গুগল গ্লাস জিনিসটা কি সত্যিই সম্ভব হবে নাকি? এ যে মনে হচ্ছে সাই ফাই এর যুগে ঢুকে পড়ছি আমরা।
  • Lcm | ০৬ এপ্রিল ২০১২ ১০:২৮ | 69.236.167.153
  • টব্লে।
  • dd | ০৬ এপ্রিল ২০১২ ১০:২৬ | 110.234.159.216
  • ডাক্তারে প্রেস্ক্রিপশনে দেবে দিনে অ্যাটলিস্ট দশটা সিগ্রেট খেতে হবে।
    বউ চোখ পাকিয়ে হিসেব রাখবে দশটার কম সিগ্রেট যেনো না হয় দিনে।

    এ সবই হবে।
  • Tim | ০৬ এপ্রিল ২০১২ ১০:২০ | 98.249.6.161
  • হুঁ ফুটবলাররা প্র্যাক্টিসে বসে বসে সিগারেট ফুঁকছে, সেই দিন আর দেরি নেই। ;-)
  • Ben Arfa | ০৬ এপ্রিল ২০১২ ১০:১৪ | 141.0.9.250
  • হে হে এর পর তোব্যাকো কোম্পানি রিসার্চ করে বলবে যে সিগারেট খেলে কিস্যু হয় না, বরম ফুসফুসের জোর বাড়ে (টানতে হচ্ছে কিনা) আর লোকে তাও বিস্বাস করবে;-)
  • bratin | ০৬ এপ্রিল ২০১২ ১০:১২ | 112.79.36.76
  • আমিও। জামাই আদর খেয়ে এখন আপিসের পথে।।।।
  • dd | ০৬ এপ্রিল ২০১২ ০৯:৫৯ | 110.234.159.216
  • গুড ফ্রাইডে,গুড ফ্রাইডে। লম্বা উইকেন্ড।
    চলো পানসী বে এরিয়া। আজ হুল্লাট হবে,আজ মোচ্ছোব হবে।
    আজ জোছনা রাতে সবাই যাবে বনে।

    আমি অবশ্য ফেকটরীতেই।
  • bratin | ০৬ এপ্রিল ২০১২ ০৯:২০ | 112.79.36.38
  • কিন্তু মোল্লার গপ্পো টা একটু অন্যরকম। মোল্ল নতুম চশমা নিয়েছে। তাতে এক বন্ধু বললো বাহ,তোমর কী মজা সব কিছু দু টো দুটো দেখবে। যেমন দু টো বৌ পেলে। মোল্লা বললো ঠিক তই জেমোন তোমর দেখছি চর টে পকিন্তু মোল্লার গপ্পো টা একটু অন্যরকম। মোল্ল নতুম চশমা নিয়েছে। তাতে এক বন্ধু বললো বাহ,তোমর কী মজা সব কিছু দু টো দুটো দেখবে। যেমন দু টো বৌ পেলে। মোল্লা বললো ঠিক তই যেমন তোমর দেখছি চর টে পা
  • achintyarup | ০৬ এপ্রিল ২০১২ ০৩:৫৭ | 59.93.246.49
  • হ্মহ্মহ্মা
  • Tim | ০৬ এপ্রিল ২০১২ ০৩:৩২ | 198.82.17.249
  • জনি ডেপ হয়ে ক্ষি লাভ। হলে একেবারেই জ্যাক স্প্যারোই হ।
  • nk | ০৬ এপ্রিল ২০১২ ০২:৫৪ | 151.141.84.239
  • এক কাকু তার ভাইপোকে হুইস্কির ব্যাপারে কইছেন, "ওরে গেলাস গেলাস খা। যখন দেখবি সব কিছু চারটে করে দেখছিস, তখন বুঝবি কাজ হয়েছে।" ঃ-)
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ০২:৪৯ | 115.241.47.85
  • কিছুই তো হচ্ছে না। মানে ট্যাবলেটটা জলের বদলে হুস্কি দিয়ে গিললাম। আরও বেশী খেতে হবে নাকি! তাহলে থাক। বরম দুটো রেস্টিল গিলে শুই।
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ০২:৪২ | 115.241.47.85
  • ধুর। আর কাউকে পেলি না! হাউ অ্যাবাউট জনি ডেপ?
  • Tim | ০৬ এপ্রিল ২০১২ ০২:৪০ | 198.82.17.171
  • হুঁ বুয়েচি। তুমি একখান গিরীশ মহাপাত্র। ঃ-)
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ০২:৩৯ | 115.241.47.85
  • খেতাম, মাঝেসাঝে। মানে হার্ড ড্রিং। অনেককাল বন্ধ। এগুলো পুরনো স্টক। এই যেমন কাজে লেগে গেল ঃ-)
  • Tim | ০৬ এপ্রিল ২০১২ ০২:৩৮ | 198.82.17.171
  • আরে ঘুমো ঘুমো। ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। পেইন কিলারেই কাজ দেবে।
    কিন্তু এইযে কালকে সান্দা বল্লো ও নাকি মাল খায়না?
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ০২:৩৮ | 115.241.47.85
  • খানিকটা পুদিনহারাও খেতে হবে নইলে কাল সকালে ত্যাজ্যপুত্র হয়ে যাবার চান্স রয়ে গেল।
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ০২:২৯ | 115.241.47.85
  • আছে খানিকটা। আলমারিতে। লুকিয়ে রেখেছিলাম। বার করি।
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ০২:২৬ | 168.26.215.13
  • হুস্কি দিয়ে পেন কিলার মেরে দাও। সক্কাল অবধি নিশ্চিন্ত।
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ০২:২৩ | 115.241.47.85
  • জ্জিওঃ মাথারগুলো আমিও গুনতে পারি না। তবে শুনেছি দু'দফায় গোটা বারো আছে।
    কিন্তু এরম কটকট করলে ঘুমোনো দায়। থাঙ্কু আকাদা'। পেইনকিলার পেইনকিলার হোয়্যার আর্ট দাউ ...
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ০২:২২ | 168.26.215.13
  • আরে পায়ে স্টীচ পড়েছে তো ভাট মারবে না কেন?
  • Tim | ০৬ এপ্রিল ২০১২ ০২:২০ | 198.82.19.78
  • হাত মেলা। আমি শুধু মাথারগুলোই গুনতে পারিনা। ;-)

    ওসব জেবনের ওঠাপড়া।

    নে এখন বিশ্রাম কর। নো মাংকি বিজনেস,নো ভাট। ঃ-)
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ০২:১৮ | 115.241.47.85
  • আজপর্যন্ত মোট কতগুলো স্টিচ খেয়েছি গুনতে বসলে ভুলে যাবো। কোথায় নেই! অ্যান্ড কাউন্টিং ... ঃ-)
  • Tim | ০৬ এপ্রিল ২০১২ ০২:১৭ | 198.82.19.78
  • সান্দা বড়ো হয়ে ইন্দোদা হবে। স্টিচ নিয়েও যা কাব্যি করেছে, হুহা।

    রিটায়ার্ড হার্ট হয়োনা জওয়ান। অনেক রান করতে হবে। ঃ-)
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ০২:১৪ | 168.26.215.13
  • আট খানা স্টীচ ফেলে দিলে, সান্দা তো করিৎকর্মা লোক। নাও, শুয়ে থাকো এখন।
  • sayan | ০৬ এপ্রিল ২০১২ ০২:০৯ | 115.241.47.85
  • আজ হসপিটালপর্ব চুকতে বাড়ি ফিরে খুব মন দিয়ে একটা কাঁচের গ্লাস ধুচ্ছিলাম। অবাধ্য গ্লাসটা হাত পিছলে সিঙ্কে পড়ে ঝনঝন করে ভাঙল। তা ভাঙুক। তার ভারি নীচটা নাপিয়ে উঠে ঠ্যাঙে গেঁথে গেল। একে বাড়িতে দেড়জন পেশেন্ট। খ্যাঁচাৎ করে ভাঙা টুকরোটা বার করতেই ফিনকি দিয়ে রক্ত, কোনওমতে নিজেকে টেনেটুনে পাড়ার হসপিটালের ইমার্জেন্সীতে। চটিময় কাদা কাদা রক্ত, যেখান দিয়ে হেঁটে যাচ্ছি শ্রীকৃষ্ণের পদচিহ্নের মত কী সুন্দর আঁকা হয়ে যাচ্ছে। ওরম দেখে ইমার্জেন্সীর অন্য কয়জনা রুগী ভির্মি খেয়ে পড়লো। আমি ভাবছি একখানা আর্টারি গেলে বেশ হয়। একটা নার্স একটা অ্যাটেন্ড্যান্টকে খেঁকিয়ে কী যেন আনতে বললো। তারপর অবশ করে দিলে। ততক্ষণে দেখি ফালি হওয়া পায়ের মধ্যে মনোরম সফেদ হাড়। বেশ মাথা ঝিমঝিম ভাব। নাইলন দড়ি দিয়ে ভালো করে সেলাই টেলাই ক'রে গাবদা একখান ব্যান্ডেজ বেঁধে দিতে দেখি নিজেকে বেশ ফিল্মস্টার ফিল্মস্টার লাগছে। বাড়ি ফিরবো ভেবে ঝপাৎ করে পা মাটিতে ফেলতেই দেখি সিলিংটা কেমন উঁচুতে উঠে গেল। ঘন্টা তিনেক ঘুমোলাম তারপর। তারপর অটোরিক্সার পিছনের সীটে শুয়ে বাড়ি। সে এক অভ্যর্থনা হল! অবশ্য বাড়িতে কেউই জানতো না। এখন ঘরে সেই দেড়জন রুগীই, আর একজন রিটায়ার্ড হার্ট। গোটা আটেক স্টীচ, আটদিন পরে নাকি কাটবে। আট আটে চৌষট্টি। জীবন দাবার বোর্ড হয়ে গেল!
  • kd | ০৬ এপ্রিল ২০১২ ০১:৫৭ | 96.224.19.99
  • ইউটিউবে আর নেই। এখানে আছে।

    http://bollywooddhamaal-bd.blogspot.com/2012/03/kahaani-watch-online-server-2.html

    নোটঃ পপ-আপ গুলো ক্লিক না করে জাস্ট x করে দিলেও দেখা যায়। ক্লিক করলে কী হয় জানি না।
  • Zzzz | ০৬ এপ্রিল ২০১২ ০১:০৮ | 99.227.174.103
  • আকাদা,

    হয়েছে।
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ০১:০৩ | 168.26.215.13
  • জি, মেইল করেছি।
  • Zzzz | ০৬ এপ্রিল ২০১২ ০০:৪৯ | 99.227.174.103
  • আকাদা,

    দেখেছি। হচ্ছে না। মেইল দেখো।
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ০০:৪১ | 168.26.215.13
  • অনেকগুলো জি, উত্তর দিয়েছি দুইখান পরেরটা ইম্পর্ট্যান্ট।
  • pi | ০৬ এপ্রিল ২০১২ ০০:৩৯ | 128.231.237.7
  • পরিবত্তন নাই ? ওঃ, তাইলে ডান ই ছিলেন আগে? ;)
  • kc | ০৬ এপ্রিল ২০১২ ০০:৩৮ | 178.61.96.29
  • ক্ষিসের পরিবত্তন? যখনই কোনও ঠ্যাং নাগালে পাই, টেনে দিই। ঠ্যাংএর মালিক নিয়ে কুনও রকম মাথাব্যাথা লাই।
  • pi | ০৬ এপ্রিল ২০১২ ০০:৩৫ | 128.231.237.7
  • কেসিদার এত পরিবত্তন ? পুরো ১৮০ ডিগ ?
  • kc | ০৬ এপ্রিল ২০১২ ০০:৩৪ | 178.61.96.29
  • কুপ্রীত ভুল দেখেননি। কুপ্রীত মোডে ফাফর ৪... ভার্শানে ওরকমই দেখায়।
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ০০:৩৪ | 168.26.215.13
  • কেসি ডান।
  • Zzzz | ০৬ এপ্রিল ২০১২ ০০:৩৪ | 99.227.174.103
  • আকাদা,

    একটু মেইল দেখ।
  • kc | ০৬ এপ্রিল ২০১২ ০০:৩১ | 178.61.96.29
  • আকা, ফ্যাঁস্বুকের মেসেজটার জলদি রিপ্লাই দিও।
  • Tim | ০৬ এপ্রিল ২০১২ ০০:৩০ | 198.82.31.149
  • কুপ্রীত ভুল দেখিয়াছে। ইরেজারই তো লিখেছে ঃ-)
  • aka | ০৬ এপ্রিল ২০১২ ০০:২৬ | 168.26.215.13
  • ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত