এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ০৪ এপ্রিল ২০১২ ১৪:০৪ | 121.242.160.180
  • কুমুদি,
    শিখতে তো হবেই। একদিন নিশ্চয়ই কেটে যাবে এই ল্যাদ...ঃ))

    আর বলবেন না, এখন তো দরকার হয় যখন, একটা এজেন্সি থেকে ড্রাইভার বলে দিই। ৩ ঘন্টায় ১৪০/- তাও ৩ ঘন্টা পুরো লাগেও না আপিস থেকে নিয়ে যাবার সময়, ওয়েটিং টাইম সব নিয়ে টিয়ে। খুব দরকার না হলে পারতপক্ষে ডাকি না।
  • Kaju | ০৪ এপ্রিল ২০১২ ১৪:০০ | 121.242.160.180
  • একটা দালাল টাইপের ছেলে আছে। বলছিল শুনলাম। যখন বলেছে ৪ জন ছাড়া নেয়া যাবে না, এরা যুক্তি দিয়েছে, তাহলে বাসেও যতজনের সিট ততজন উঠবে? এইসব বলেটলে বাড়িয়ে নিয়েছে। অথচ আজ প্রতিটায় নিচ্ছে সেই ৫ জন। এলপিজির দাম বেড়েছে বলে মোটেও নয়। সেই নিয়ে কিছুই তো ফিক্স হয়নি এখনো। কোনো চার্ট নেই, কিস্যু নেই, মুখের কথা বেড়ে গেছে। লোকেও দিতে বাধ্য। বোধায় ৫০ করে দিলেও কারুর কোনো আপত্তি হবে না।

    আসলে উল্টোডাঙা থেকে এত ভিড় হয়ে আসে, যে বেশীরভাগ লোকে অটোটাই প্রেফার করে। কালই তো দেখলাম, সব চোখে যেন অন্ধকার দেখছে ! কী ভীড় চার নম্বরে ! তার সুযোগ এরা ছাড়বে কেন? কাল একদিন বন্ধ দেখেই লোকের এমন নাভিশ্বাস উঠেছে, ওই দালালকে নাকি সকাল থেকে ফোন করে জিগিয়েছে, আজ যাবে তো আজ যাবে তো ? লোকের উইক পয়েন্ট ধরে ফেললে সেটাকে ক্যাশ করতে এদের জুড়ি আছে?
  • Bratin | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৫৯ | 122.248.183.1
  • আমি বিদেশে থাকতে এদিক ওদিক থেকে খুঁজে বাংলা গল্পের বই র PDF পড়তুম ।
  • kumu | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৫৫ | 122.160.159.184
  • এই ভুল কোরো না গো কাজু,কখনো না।ডেরাইভারি না শেখলে কী হয় তার উদা হলুম আমি।ড্রাইভারদের আমি যত পয়সা দিয়েচি,তা একত্তর করলে একটা ফেলাট হয়ে যেত।
  • d | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৫৩ | 14.96.173.250
  • বেনু, আমার বাড়ীতে যায়। আসবে নাকি?
    কবে যেন ভলগা থেকে গঙ্গা'র পিডিএফ পড়ছিলাম অফিসে বসে। ;-)
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৫২ | 202.91.136.71
  • আজ সকালে পাঁচ কিমির জন্য কড়ায় গন্ডায় একশো টাকা দিতে হল। অ্যাদ্দিন আশি নিত।

    এই জায়গাটা মগের মুলুক হয়ে গেছে।
  • Bratin | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৪৯ | 122.248.183.1
  • ঠিক তাই। সুযোগের অপেক্ষায় ছিল ঃ-))
  • Kaju | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৪৮ | 121.242.160.180
  • এই তো এসডিয়েফ অব্দি। ১২ ছিলো। বলা নেই কওয়া নেই, আজ বলে বেড়ে গেছে ! সামনে ১ জন না ২ জন নিয়ে কদিন ধরেই নাকি খুব বাওয়াল হচ্ছিল। পরশু তো সামনে ১ জন নিয়ে এল। আমার তো মনে হয়, যে ইস্যুতে অন্য জায়গায় স্ট্রাইক করল, এদের দাবী তা নয়। তালেগোলে ঝোপ বুঝে কোপ মেরে নিল।
  • phutki | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৪৬ | 121.241.218.132
  • পান ইজ গুড যখন ইহা ভার্ব।
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৪৪ | 202.91.136.71
  • ওকে, চান্নং ট্যাংক থেকে কোন অব্দি চোদ্দ টাকা?
  • Kaju | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৪৩ | 121.242.160.180
  • চান্নং মিন্‌স্‌ ট্যাং নাম্বার ফোর।

    কুমুদি, চার্চাকা আছে, কিন্তু ল্যাদের প্রভাবে সারথি হইবার যোগ্যতা অর্জন করি নাই। আর পেট্রোলের দাম যা বাড়ছে, গাড়ি চড়ার নাম শুনলেই হৃৎকম্প হয় ঃ(
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৪৩ | 202.91.136.71
  • খাবার আগে পানটাই ভালো।
  • phutki | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৪২ | 121.241.218.132
  • পান যে কখন কেমন বোঝা মুশকিল। বছর ৫ আগে, খালিপেটে পান খেয়ে সারারাত আমার যায়যায় অবস্থা হয়েছিল। সেই থেকে পান থেকে দূরে থাকি।
  • Kaju | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৪০ | 121.242.160.180
  • কুমুদি,

    ওই যখন দোকান থেকে ষোড়শোপচারে উদরোৎসব হয়, তার পরে একটা মিঠে পান পেলে ভালো হয় আর কি। তবে না হলেও চলে। ঃ))
  • kumu | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩৮ | 122.160.159.184
  • কাজু,দু/চার্চাকা কিনে ফ্যালো।
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩৮ | 202.91.136.71
  • চান্নং বোলে তো?
  • Kaju | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩৭ | 121.242.160.180
  • অটো? চান্নম্বর থেকে ****রা ১৪ টাকা ভাড়া করে দিয়েছে। আজ উঠে পাতি বেকুব বনলাম। আর যদি উথেছি কাল থেকে। **** ****** ******

    কত স্টার আর দোবো?
  • dukhe | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩৭ | 122.160.114.85
  • নাদান ।
  • kumu | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩৭ | 122.160.159.184
  • কাজু,পান খাও নাকি?

    টাটা ফোটন আমার আছে,যদিও আমি তার উপ/অপ কারিতা বিষয়ে কিচু জানি না।
  • phutki | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩৬ | 121.241.218.132
  • অত্তই সোজা ? কিস্যু করতে পারবে না।
  • Kaju | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩৫ | 121.242.160.180
  • এরম পোলাপান পোলাপান কোরো না তো ! শুনলেই বেশ এক প্লেট পোলাও, চিকেঞ্চাপ আর সবশেষে এক খিলি মিঠে পান মনে পড়ে ভিতরটা আগুলিবিগুলি কত্তে থাকে !
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩৪ | 202.91.136.71
  • আজ অটোর কী অবস্থা?
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩৩ | 202.91.136.71
  • * কুলে
  • dukhe | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩২ | 122.160.114.85
  • পোলাপান বাদ। গিন্নিদের কথাও হচ্ছে না ।
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩২ | 202.91.136.71
  • ফুটকিরে বধিবে যে, কোন কূলে বাড়িছে সে? ;-)
  • kumu | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩১ | 122.160.159.184
  • বেন,১-১৫,আমার বাড়ী এসো।
  • phutki | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩১ | 121.241.218.132
  • আমার বাড়িতে যায়। বেন বাবু, অলওয়েজ ওয়েলকাম। তবে আমি কিনা পোলাপান ঃ-)।
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩০ | 202.91.136.71
  • আরে আমিও টি-টোয়েন্টি ভালোবাসি। এইবারও দেখব।

    কিন্তু ক্রিকেটের মাঝে এইসব বলিউডি ঢ্যামনামো পোষায় না। পাতি ** জ্বলে।
  • dukhe | ০৪ এপ্রিল ২০১২ ১৩:৩০ | 122.160.114.85
  • আমি ফেক আইপিএল প্লেয়ারের সাপোর্টার ।
  • Bratin | ০৪ এপ্রিল ২০১২ ১৩:২৮ | 122.248.183.1
  • সেট ঠিক অরি। ঃ-)

    কিন্তু আমি ফুটবলে সেই মজা পাই না যেটা ক্রিকেটে পাই। বললে বিশ্বাস করবে না আগে আমি প্রথম শ্রেনীর খেলাও হাঁ করে দেখতাম। আই পি এল ও মাঠে দেখতে যাবো
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:২৭ | 202.91.136.71
  • ভিসি, হইবো না। সমীর নাসরি আর আদেবায়োর কেউ ট্রফি পাইবো না।

    কিন্তু বছর বছর এই ম্যানিউয়ের ট্রফি পাওয়াটা ইপিএলকে কেমন নির্মোহ ব কইর‌্যা দিতাসে।
  • vc | ০৪ এপ্রিল ২০১২ ১৩:২৫ | 121.241.218.132
  • এরকম বাজে চিন্তা করতেই হবে?
  • Ben Arfa | ০৪ এপ্রিল ২০১২ ১৩:২৫ | 121.241.218.132
  • ঃ-)

    হাইপোথিসিস তো।
  • Ben Arfa | ০৪ এপ্রিল ২০১২ ১৩:২৩ | 121.241.218.132
  • দুদ্দুর।

    ভাবুন একবার - ইপিএলের শেষ খেলা, ম্যানিউ আর সিটির পয়েন সমান। ম্যানিউ শেষ ম্যাচে ড্র করছে, সিটির খেলা নিউক্যাসলের সাথে সেন্ট জেম্‌সে, সিটি পেনাল্টি পেয়েছে। সিলভা কিক নিতে যাচ্ছে, এম্নি সময়ে ট্যান্টার‌্যা - দিস পেনাল্টি কিক ইজ স্পন্সরড বাই অমুক তমুক...
  • sayan | ০৪ এপ্রিল ২০১২ ১৩:২৩ | 160.83.96.83
  • আইপিএল দেখে মজা! রকমসকম দেখে ঝাঁট জ্বলে যায়!
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১৯ | 202.91.136.71
  • না না, একটা সুবিধা আছে। বাড়িতে ক'দিন ডোরেমনের দাপট কমবে। ছোটা ভীমও।
  • Bratin | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১৯ | 122.248.183.1
  • T-20 তো অনেক ট ছোট করে প্রায় ফুটবলের ফর্মাটে এনে ফেলেছে। কার হাতে আর ও তো সময়? কিন্তু সেরা দের বিরুদ্ধে সেরা রা। মজা ই আলাদা ঃ-))
  • Ben Arfa | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১৭ | 121.241.218.132
  • আইপিএল একটা দেখার আর সাপোট করার মত জিনিস হল?

    সকালে মীর বলছিলো ফোং করতে যে আইপিএল কী কী সুযোগ করে দেয় বলার জন্যে। ভাবলুম একবার ফোং করে বলি যে এক নং হল রাস্তাটা একটু খালি পাওয়া গেলেও যেতে পারে, আর দুই নং আরেকটু বেশি ফুটবলের ওপর ইন্টারেস্টটা বাড়ে।
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১৬ | 202.91.136.71
  • এইত্তো, কমরেড বেন দুঃখের জায়গা ধরে ফেলেছেন।
  • Ben Arfa | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১৫ | 121.241.218.132
  • আর কোন বাড়িতে পুরোপুরি নিজের ইচ্ছেমতন বই পড়া যায়, ফেবু/গুচ করা যায়, সিনেমা দেখা যায় জানতে চাই। তাইলে আম্মো সেই বাড়িতে গিয়ে থাকবো।
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১৫ | 202.91.136.71
  • তবে টাটা ফোটনের স্টিক এনে ল্যাপি দিয়ে সব খোলা যায়। ওডিসি না হলে অসুবিধা হয় না।
  • Ben Arfa | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১৪ | 121.241.218.132
  • অফিসের ল্যানটা কাটিয়ে দিলে ফেবু খোলে, ইউটিউবও খোলে, চাইলে নিজের হার্ড ডিস্ক থেকেও সিনেমা দেখা যায়। বই পিডিএফ হিসেবে থাকলে তো পড়াই যায়।
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১৪ | 202.91.136.71
  • আমাদেরও খোলে না ঐসব। তবে বই পড়াই যায়। সবচেয়ে ভালো হল টয়লেট সিটের ওপরে বসে ঘন্টাখানেক বই পড়া। মোবাইলটা অবশ্যই অফ করে রাখবেন। কেউ জিগ্যেস করলে বলবেন ওঃ হো, বন্ধ হয়ে গেছে বুঝি? এই দেখুন, চার্জারটাও আনতে ভুলে গেছি, হেঁ হেঁ।
  • Bratin | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১৪ | 122.248.183.1
  • আজ থেকে আই পি এল শুরু। কে কাকে সাপোর্ট করবে ঝেড়ে কাশো!! পরে ডিগবাজি খেলে চলবে না!!ঃ-)
  • Bratin | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১১ | 122.248.183.1
  • ঃ-))
  • Kaju | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১১ | 121.242.160.180
  • আমার আপিসে ফেবু খোলে না, য়ুট্যুব খোলে না, বই পড়া যায় না তেমন চাপ না থাকলেও। গুরু খোলে শুধু, তাতে আর আমার লাভ কী। রাত্তিরে গিয়ে কিসুই আর করা হয় না। এভাবেই কত কিছু করব করব করেও কেটে যাচ্ছে দিন মাস বছর...
  • sayan | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১০ | 160.83.96.83
  • "বন্যেরা বনে সুন্দর, টাইপোরা বোতিন্দার ক্রোড়ে' - কবি টিম
  • phutki | ০৪ এপ্রিল ২০১২ ১৩:১০ | 121.241.218.132
  • প্পন, ঃ-)) । তা বটে ।
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:০৮ | 202.91.136.71
  • আপিসে ট্রাফিক ঠেলে আসা আর দিনশেষে বাড়ি যাওয়া এই অতীব ক্লান্তিকর দুটি অভিজ্ঞতা বাদ দিলে বাকি সবই ভালো।
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৩:০৬ | 202.91.136.71
  • ফুটকি পোলাপান। ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত