এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৫ | 122.248.183.1
  • আচ্ছা বছরে ৬ টা করে সিলিন্ডার পাওয়া যাবে সাবসিডাইজড রেটে। বাকি বেশী দামে কিনতে হবে। এটা কবে থেকে চালু হবে?
  • Kaju | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৪ | 121.242.160.180
  • *অটোওলা
  • Kaju | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৪ | 121.242.160.180
  • লুরুতেও তাই? আমরাও তো গ্যাস পাচ্ছি না। বলছে সাপ্লাই নেই।
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৩ | 202.91.136.71
  • লুরুতে গ্যাসের সিলিন্ডারের দাম বাড়তে পারে এই সম্ভাবনায় গ্যাসের সিলিন্ডারের বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশন বন্ধ হয়ে গেছে গত দু'হপ্তা যাবদ।
  • Kaju | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫২ | 121.242.160.180
  • পরেশ পাল নাকি কাঁকুড়গাছিতে অবরোধ মোকাবিলা করতে এসে অটূলাদের উত্তাল কেলিয়েছেন। কান ধরে ওঠবোসও করিয়েছেন !
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫০ | 202.91.136.71
  • আমি দেখেছি কাগজে।
  • Kaju | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৪৯ | 121.242.160.180
  • আমি সকাল ১০ টা থেকে সাড়ে দশটা অব্দি চার নম্বরে দাঁড়িয়ে থেকে ১৫টা বাস ছাড়তে বাধ্য হলাম। ফুটস্টেপে অব্দি ওঠা সম্ভব ছিল না। টিকিয়াপাড়া না পেলে আজ হয়ত দাঁড়িয়েই থাকতে হত। সদা কোথা থেকে কোথায় হাঁটলে?
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৪৯ | 122.248.183.1
  • ঝামেলা শুনছি অন্য কারনে। মদন মিত্র নাকি বলেছে ; সব বেআইনী অটো বন্ধ করে দেবো'
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৪৮ | 121.241.218.132
  • কিন্তু দামটা বাড়লো কবে? কাগজে তো দেখেছি বলে মনে পড়ছে না!
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৪৮ | 122.248.183.1
  • আমাদের ও প্রচুর ছেলে পুলে অনেক দেরী করে এসেছে। এই অবরোধ এবং ধর্মঘটের জন্যে
  • sda | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৪৭ | 59.97.137.38
  • এল পি জির দাম বাড়লে কি হয় আজ হাড়ে হাড়ে বুঝলাম। সল্টলেকে অটো স্ট্রাইক। ৪৫ মিনিট হেঁটে অফিসে এলাম।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৪৪ | 122.248.183.1
  • দেড় খানা বিরিয়ানী আর চিকেন টিক্কা মশালা সাঁটিয়ে এলাম আলিবাবা তে।
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৩২ | 203.110.246.230
  • নেতাই দা

    কুন্তলদা মানে ইলেকট্রিকাল ??? ২মাস অগে অব্দি দেখেছি। তবে মনে হয় থিসিস সাবমিট করে দিয়েছে বলে শুনেছিলাম
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৩:২৭ | 121.241.218.132
  • আমাদের তো নেটে ঢুকতে হলেই প্রক্সি দিতে হয় - আপিসের প্রক্সি, আর সেটাতেই ওয়েবসেন্স বসানো। ল্যাবে একটা ওয়্যারলেস আছে, সেটা মাঝে মাঝে ব্যাভার করি - ইউবান্টু আপডেট, ফেবু, জিমেল ইত্যাদির জন্যে। আর নয়তো ফোটন+। এই প্রক্সিটা যে কোনো জাভা অ্যাপ্লেট, এফটিপি - সব আটকায়।

    ল্যাবের জন্যে প্রক্সিতে একটা রুল ছিলো যাতে স্ট্রিমিং মিডিয়া আর ওয়েবমেল বাদ দিয়ে সব খুলতো (কারণ ফেসবুক আমাদের কাজের জন্যে দরকারি;-)) - অবশ্যই জাভা অ্যাপ্লেট আর এফটিপিও বাদ। তো সার্ভার বদল হয়েছে আর রুলটা নতুন সার্ভারে লাগানো হয়নি এখনো। তাই আপাততঃ উপোসে চলছে।
  • Netai | ০৩ এপ্রিল ২০১২ ১৩:১৩ | 121.241.98.225
  • গান্ধী কি পিহেইচডি করছো?
    কুন্তলের খবর কি জানো? আমারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম একসময়।
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১৩:০০ | 155.136.80.36
  • হুঁ।

    আচ্ছা, দেখছি।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৫৯ | 69.236.169.38
  • সরি, ফায়ারফক্সে সাজেশন টা ইগনোর করো। অন্য কিছু দেখতে হবে।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৫৭ | 69.236.169.38
  • সিকি, তোমাদের আপিসে রহস্যটা বোঝা যাচ্ছে না। আগের সার্ভার আর নতুন সার্ভার এর তো একই হোস্টিং কোম্পানি। অবশ্য আই পি রেঞ্জ আলাদা হতে পারে।
    ফায়ারফক্স প্রক্সি দিয়ে ট্রাই করে দেখতে পারো।
  • quark | ০৩ এপ্রিল ২০১২ ১২:৫৬ | 14.139.199.1
  • একটা কোশ্নো পাচ্ছে ঃ অটো এলপিজি'র দাম বাড়লে (বেড়েছে যে জানতেই পারিনি) আম জনতা সুখে থাকে? নেতা/নেত্রীরা রা কাড়ছেন না তো। কাল তো শুনলাম মদনবাবু ফের বলেছেন - "মনে রাখতে হবে বেশির ভাগ অটোই বেআইনি"।
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১২:৫২ | 155.136.80.36
  • এলসিএমদা।

    গুরুর পুরনো সাইটের আইপি আমার আপিসের নেটোয়ার্কে এখনো চলে। মানে সেখানে সার্ভার বন্ধ, গুরু চলে না, সব ঠিক আছে, কিন্তু সেই মতই মেসেজ দেখায়, অ্যাপ্লিকেশন আনঅ্যাভেইলেবল।

    কিন্তু এই নতুন সার্ভারে আইপিটাই ব্লকড হয়ে আছে। কী কেস আমি কিছুতেই বুঝতে পারছি না। গুরু, পেবল, আমার বানানো ট্র্যান্সলিটারেশনের অ্যাপ্লিকেশন, কোনও কিছুতেই খোলে না। "ওয়েব চ্যাট' নাম দিয়ে গালাগাল করে আটকে দেয়।

    অথচ পুরনো সার্ভারে কখনও এই প্রবলেম হয় নি। আজও হয় না।

    এর কি কোনও উপায় নেই?
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৫১ | 69.236.169.38
  • তা বটেক। না, মানে অনেক জায়গায় হোস্ট লোক্যাল হোস্ট ফাইলে রাখে, কিন্তু তুমি ফাইল চেঞ্জ করতে পারবে না, অ্যাডমিন রাইট্‌স না থাকলে।
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১২:৫০ | 202.91.136.71
  • না, হোস্ট ফাইলে কিছু নেই। সব গেটওয়েতে।

    এরা এত কাঁচা কাজ করবে না।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৪৯ | 69.236.169.38
  • ফায়ারফক্সে প্রক্সি সেট আপ করতে পারো। গুগল করলে পাবে আশা করি।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৪৭ | 69.236.169.38
  • আগে ডেস্কটপ/ল্যাপটপে হোস্ট্‌স ফাইল দেখো

    notepad c:\WINDOWS\system32\drivers\etc\hosts

    127.0.0.1 orkut.com
    127.0.0.1 facebook.com
    127.0.0.1 guruchandali.com

    এরকম কিছু থাকলে, সব বাধা উড়িয়ে দাও।

    অবশ্য, একই জিনিস গেটওয়েতে সেট করে রাখলে, বিশেষ কিছু করার নেই।
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১২:৪৪ | 202.91.136.71
  • আর আপিসের মেশিনে প্রক্সি লাগাবো কী করে?
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১২:৪০ | 202.91.136.71
  • তা আমি কী জানি? এইসব নেটওয়ার্ক অ্যাডমিনের লোক বলতে পারবে।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৪০ | 69.236.169.38
  • অনেক সময়ই সাইটের নাম থাকে, ওয়াইল্ড কার্ড থাকে, যেমন, ডোমেইন নামের কোথাও যদি mail কথাটি থাকে তো ব্লক্‌ড। আইপি রেঞ্জ ও থাকে।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৯ | 69.236.169.38
  • গেটওয়ে তে আইদার ওয়েব সাইটের নাম, বা, আইপি - এই দিয়ে একটা ব্লক লিস্ট বানিয়ে ফেলে দাও।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৮ | 69.236.169.38
  • তাহলে কি ধরে হয়?
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৮ | 69.236.169.38
  • সুমন দে হল ঐ স্টারানন্দের সংবাদ পাঠক, যে কিনা ফিল্ম স্টার-ও বটেক। প্রায়ই বিভিন্ন বাংলা সিনেমায় টিভিতে নিউজের সিন থাকলেই এই স্টারকে দেখা যায়।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৬ | 69.236.169.38
  • যা বলেছ! যত্তোসব হুজুগ...
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৬ | 202.91.136.71
  • সাইটের নাম ধরে ব্লকড হয় না।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৫ | 121.241.218.132
  • আরে সেই জন্যেই তো ওটা তারানন্দ। মনে হয় তারানন্দের সবাই সুমন্দে হয়ে গেছে;-)
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৪ | 69.236.169.38
  • বেন-এর দেওয়া চলবে না সাইটটা দেখলাম। কিন্তু, কী করে না টা হ্যাঁ হবে বুইলাম না। অনেকে ক্লিক করে এগ্রি করল, আর তাহলে ট্যাক্সি ডাকা মাত্র থামবে!!
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৪ | 121.241.218.132
  • এই ব্যাপারে আমি টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড। তবে খাটলে হবে না তা নয়, কিন্তু সেই এফর্ট দেওয়ার সময় কোথায়?

    তাছাড়া এখানে ওয়েবসেন্সটা সাইটের নাম ধরে ব্লক করে বলে মনে হয় না।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩১ | 69.236.169.38
  • বেন, তাইলে এক কাজ করো। নিজেই একটা সাইট বানাও, এই হাইড-মাই-আইপি র মতন। ছোট্ট প্রক্সি নিজেই লাগিয়ে দাও। এমন ডোমেইন নাম নাও, যেন ব্লক লিস্টে না থাকে। যেমন, গভীরচিন্তা ডট কম।
  • y | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩০ | 61.12.12.84
  • ভালো।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৯ | 69.236.169.38
  • সে কি, IIT-KGP তে তো আইপি ছড়াছড়ি। সবার ঘরে ডেডিকেটেড আইপি। DHCP না?
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৮ | 203.110.246.230
  • ছাড়ুন

    কেমন একটা ছড়াতে ছড়াতে ছড়িয়ে গেছে কথাগুলো
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৮ | 121.241.218.132
  • কর্পো থেকে আইপি মাস্ক করা যায় না - ইন জেনারেল। এই সব সাইটগুলো ওয়েবসেন্স দিয়ে আটকে রাখে।
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৮ | 203.110.246.230
  • y দা

    এখন সেই কেস নেই
  • y | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৭ | 61.12.12.84
  • গান্ধীর কোন হল জানিনা, আমাদের কালে MMM-এ স্ট্যাটিক আইপি অ্যালোকেট করা থাকতো বলে মনে পড়ছে। মানে আমার আইপি জানলে আমার রুম নাম্বার জানা যাবে।
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৭ | 69.236.169.38
  • হে হে, না হে গান্ধী, একটু মজা করলাম। তবে এই সাইটটা আইপি হাইড করে। এরকম অনেক আছে।
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৬ | 155.136.80.36
  • ধুর, গান্ধি, তোকে তো চিনি। কিন্তু লেখার স্টাইল দেখে আলাদা করে চিনতে পারব না। তেমন কোনও ইউনিকনেস এখনও পাই নি তোর লেখায়।

    কেজিপির কম্প সায়েন্স ডিপার্টমেন্টের কয়েকজন স্যারকে চিনি। তাঁদের কখনও লেখা পড়ি নি। এখানে লিখলেও বুঝতে পারব না। ঃ(
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৫ | 203.110.246.230
  • লশাগু দা

    আমার চাপ নেই। আমি তো নিজের নামেই লিখি
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৪ | 69.236.169.38
  • তাইলে বরং এখানে যাও, http://www.hidemyass.com/ , গিয়ে বাক্সর মধ্যে guruchandali.com টাইপ করো। তাপ্পর গুরু করো।
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১২:২২ | 203.110.246.230
  • কে লিখছে???

    আমাকে চাইলেই যে কেউ চিনে নিতে পারে এখানে ঃ)
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১২:২১ | 203.110.246.230
  • কি চাপ !!!

    আইআইটি তে যদিও কোনো কাজ নেই , তবুও এসবে সময় নষ্ট করবেনা। অমি এমন দু-এক জনকে চিনি যাদের ডিপার্টমেন্টের লোকজন এখানে পড়েন। তারা পার্সনালি ভয় পায়। যদিও কাটান। এতো ভয় পেলে লিখবেনা মিটে গেল।

    আর কে লিখছে ? একটু চেনা হলে লেখার স্টাইলে চেনা যায়
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত