এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • hu | ২৮ মার্চ ২০১২ ০০:৪৪ | 12.34.246.72
  • আরে শিবুদা! থ্যাঙ্কু!

    নিশি, আমার মনে হয় বহুদিনের দেখার অভ্যাসকে উল্টে দেওয়া অত সোজাও নয়। মেয়েরা অ্যাডভেঞ্চার করছে এটা ভাবতে আমরা অভ্যস্ত ছিলাম না। সারা পৃথিবীতেই। ব্যাতিক্রমী চরিত্র আসেনি তা নয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠের ট্রেন্ডটা ঐদিকে নয়। হতে পারে যে অ্যাডভেঞ্চারের গল্পে আরো বেশি কিশোরী চরিত্রের অনুপ্রবেশ ঘটলে এই ট্রেন্ড বদলে যেত। আবার উল্টোটাও হতে পারে। ট্রেন্ড বদলালে তারা হয়তো বেশি করে গল্পে আসতো। কল্পনা বাস্তবকে নিয়ন্ত্রণ করে, নাকি বাস্তব কল্পনাকে - কে জানে!
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:৪১ | 151.141.84.239
  • আরে শাব্বাস! শিবু! ঃ-)
    হু, সবার প্রথমে "বকুলাপ্পু" পড়ো। ঃ-)
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:৩৩ | 151.141.84.239
  • আমাদের দিকের সাহিত্যে প্যানপ্যানানি একটু বেশি। মেয়ে চরিত্রেরা প্রেমযোগ্যা হলেই তবে সাহিত্যে ঢোকেন, তখন সেটা বড়দের গল্প হয়ে যায়। যেন মেয়েদের এই একটি ই ভূমিকা জগৎ সংসারে।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:৩১ | 151.141.84.239
  • হু, দেবো, আমার কোনো একটা ফোল্ডারে আছে, খুঁজে পেলেই দিয়ে দেবো। তুমি নিজেও দেখতে পারো অনলাইনে খুঁজে।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:৩০ | 151.141.84.239
  • লীলা মজুমদার সেভাবে কোনো চরিত্র সৃষ্টি করলে কী হতো সেটা ভাবার। তবে ওনার ছোটো গল্পে যেমন জোর, সেইভাবে কিন্তু উনি কৈশোরের অ্যাডভেঞ্চার নিয়ে লেখেন নি বড়ো কোনো উপন্যাস বা গল্প।
  • hu | ২৮ মার্চ ২০১২ ০০:২৭ | 12.34.246.72
  • আরে দেখা তো উচিত। কিন্তু দেখা হত নাকি? আমাদের মফস্বলে তো দেখলাম সেভেন-এইটে ওঠার পরই মেয়েদের দৌড়ঝাঁপ করে খেলাধূলো বন্ধ হয়ে গেল।
    যাই হোক, জাফর ইকবালের পিডিএফ থাকলে দিও তো! পড়িনি কখনো।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:২৪ | 151.141.84.239
  • মহিলা সাহিত্যিক হলে কী হোতো তা স্পেকুলেট না করে যেকোনো সাহিত্যিক ই তো পারতেন। আরে কৈশোরের অ্যাডভেঞ্চার, সেখানে সমান চোখে দেখাই তো উচিত কিশোরী আর কিশোরদের।
    দুর্ভাগ্য, আমাদের দিকে সাহিত্যিকরা কেউ পারলেন না। ঃ-(
    ওপারেও খুব যে বেশী লোক পেরেছেন তা না, তবে জাফর ইকবাল এত লিখেছেন আর এত সতেজ সেগুলো, একটা বিরাট প্রভাব রাখতে পেরেছে। ঃ-)
  • hu | ২৮ মার্চ ২০১২ ০০:২২ | 12.34.246.72
  • খাজা তো নিশ্চয়ই। তবু কাকা-দাদাদের পাশে সবেধন নীলমনি মাসি তো বটে!
  • hu | ২৮ মার্চ ২০১২ ০০:২০ | 12.34.246.72
  • মহিলা সাহিত্যিক আরো বেশি থাকলে হয়তো মহিলা চরিত্র নিয়ে সিরিজও হত।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:২০ | 151.141.84.239
  • সে আরেক বিশাল খাজা। মিতিন মাসি। ঃ-(
    এর পাশে স্পোর্ট টিচার রুকসানাকে রাখলেই বোঝা যাবে কেন। ঃ-)
  • hu | ২৮ মার্চ ২০১২ ০০:১৮ | 12.34.246.72
  • কেন? মিতিন মাসি? ঃ-)
    আমাকে কেউ গণ্ডালুর পিডিএফ দেবে?
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:১৬ | 151.141.84.239
  • পাই, জিগাও জিগাও। মানে অষ্টম গর্ভের জন্য। এ আবার জিগাতে হয় নাকি? ঃ-)
  • aka | ২৮ মার্চ ২০১২ ০০:১৫ | 168.26.215.13
  • দোর এত কাজ ভালো লাগে না। যদিও লাঞ্চটা ব্যপক হয়েছে। একজনের গেস্ট হয়ে রোটারি ক্লাবের মিটিং অ্যাটেন্ড করে এলাম। আহা কি খাবার। রোস্ট বিফটা পুরো মুখে মিলিয়ে গেল। কি তার টেস্ট, কিন্তু এসে ইস্তক এত কাজ।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:১৪ | 151.141.84.239
  • সেইজন্যেই তো। যাও বা কিশোরী অ্যাডভেঞ্চারের কিছু একজন লিখলো, সেও বিশাল খাজা। ঃ-(
    মেইনস্ট্রীমে সুনীল শীর্ষেন্দু সত্যজিৎ সংকর্ষণ অদ্রীশ সিদ্ধার্থ অনীশ এনারা সবাই অমুক দাদা তমুক মামা তেমুক কাকা নিয়েই হেজিয়ে গেলেন।
  • pi | ২৮ মার্চ ২০১২ ০০:১১ | 128.231.22.249
  • আমার কাছে নেই। জিগাতে পারি।
  • aranya | ২৮ মার্চ ২০১২ ০০:১১ | 144.160.226.53
  • নিশি, ঠিক।
    টিম, আবাপ-কে এই আমার প্রথম মেল, জানি না উত্তর দেবে কিনা। foundation for freedom বলে একটা সংস্থার সাথে একটু যোগাযোগ আছে, ভারত এবং অন্যান্য দেশে গরিব বাচ্চাদের জন্য বেশ কয়েকটা স্কুল চালায়, তাদের মাধ্যমে কিছু করা যায় কিনা দেখতে চাই, যদি আবাপ মেয়েটার কন্টাক্ট ইনফো দিয়ে উত্তর দেয়।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:১০ | 151.141.84.239
  • অষ্টম গর্ভ কারুর কাছে পিডিএফ থাকলে প্লীজ মেইল করুন। পাই, হু,ব্যাং---আছে নাকি তোমাদের কাছে?
  • pi | ২৮ মার্চ ২০১২ ০০:১০ | 128.231.22.249
  • বিশালরকমের খাজা তো বটেই। আমি কিশোরী অ্যাডভেঞ্চারের প্রসঙ্গে বলেছিলাম।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:০৮ | 151.141.84.239
  • দুদ্দুর পান্ডব গোয়েন্দার মতন খাজা লেখা কম দেখা যায়।
    প্রথমদিকে যেগুলো ছিলো, শুকতারায় বেরুতো, সেগুলোর মান অনেক ভালো ছিলো। পরে একেবারে ইয়েমার্কা হয়ে গেলো। ঃ-(
  • hu | ২৮ মার্চ ২০১২ ০০:০২ | 12.34.246.72
  • এ আবার জিজ্ঞেস করতে হয়?
  • pi | ২৮ মার্চ ২০১২ ০০:০২ | 128.231.22.249
  • নিশি, মশামাসি যদি মশামামা হত তাহলে পা গোঁ নিয়ে ভাবনা চিন্তা করা যেত ঃ)
  • pi | ২৮ মার্চ ২০১২ ০০:০১ | 128.231.22.249
  • হুচে, মেইল করবো ?
  • hu | ২৭ মার্চ ২০১২ ২৩:৫৯ | 12.34.246.72
  • আরে! পা গো মানে পান্ডব গোয়েন্দা।
    আমাকে একখান হু আ-র লিংক দিও তো!
  • nk | ২৭ মার্চ ২০১২ ২৩:৫৮ | 151.141.84.239
  • অরণ্য, শুনতে খারাপ লাগে, কিন্তু বিষাদ দীর্ঘস্থায়ী হবেই বা কী করে? কালই হাজারো নতুন খবর এসে যাবে, কোনোটা ভালো কোনোটা মন্দ, বিগত বিষাদ কোথায় তলিয়ে যাবে।
    আগুন লাগে, মানুষ মরে, আমরা রাগে ছটফট করি, নানারকম গরম গরম কথা বলি, পরদিন হাজারো রেলগাড়ী গণধোলাই বোম এসব এসে সেই পুরানো আগুনের গল্প মুছে দেয়। রাগ দীর্ঘস্থায়ী হয় না। আবার কখনো আগুন নেভানোর ব্যবস্থা নেই কেন বলে রাগ টাগ হবে ফের যখন আগুন লাগবে।
  • Tim | ২৭ মার্চ ২০১২ ২৩:৫৫ | 128.173.35.179
  • অরণ্যদা, আবাপ কে মেইল করলে উত্তর দ্যায়?
  • aranya | ২৭ মার্চ ২০১২ ২৩:৫৩ | 144.160.226.53
  • হুতো, তোমার লিঙ্ক থেকে সরস্বতী হেমব্রমের খবরটা পড়লাম। বাচ্চা মেয়েটাকে আবার সেই হোমেই ফিরে যেতে হয়েছে, যেখানে নিয়মিত মার খায় আর ঠিকমত খেতেও পায় না। এই হোমগুলোর ভয়ংকর অবস্থা মাঝেমাঝেই কাগজে আসে।
    আবাপ - কে একটা ই-মেল পাঠালাম, এই খবরের ফিডব্যাক হিসেবে- বাচ্চাটাকে কোন ভাবে সাহায্য করা যায় কিনা জানতে চেয়ে, জানি না কিছু করা যাবে কিনা আর এরকম ঘটনাতো ঘটেই চলেছে উপমহাদেশে সবসময়।
    স্বল্পস্থায়ী বিষাদ - এইমাত্র, যেমন তুমি বললে।
  • nk | ২৭ মার্চ ২০১২ ২৩:৫৩ | 151.141.84.239
  • আর জয় গোস্বামীর কোন্‌ কবিতাটা সিলেবাসে ঢুকলো সে ও কেউ কইলে না! ঃ-(
  • nk | ২৭ মার্চ ২০১২ ২৩:৫২ | 151.141.84.239
  • পাইয়ের পা গো এখনো বুঝতে পারলাম না, কোনো উত্তরও পেলাম না। ঃ-(
    দুখে আছেন, দুখে?
  • m | ২৭ মার্চ ২০১২ ২৩:২১ | 50.82.180.165
  • এহে তুমি তো খুবই ভালো ছিলে,অ্যান্টেনা ঘুরিয়ে দেবার পারিশ্রমিক ই তো ছিলো ঐগুলো দেখাঃ)
    ভাই এইমাত্র বল্লো, অ্যান্টেনা নাকি একটা বড় মোটা কঞ্চি দিয়ে ঘোরাতাম।হাত দিয়ে না।
    আমার তো মনে পড়লো নাঃ(
  • Sibu | ২৭ মার্চ ২০১২ ২৩:১৭ | 74.125.59.177
  • ওক্কে নিশি, অতিরিক্ত বিনয় নিÖপ্রয়োজন ঃ)।
  • byaang | ২৭ মার্চ ২০১২ ২৩:১৬ | 122.167.68.195
  • মিঠু এই নাও একটা পুরনো টেলিফিল্ম দেখ,

    আমিও এখন এটাই দেখছি। এই পার্টটা শেষ হয়ে গেলে ১,২,৩, করে পুরো ছবিটাই দেখে নিও। আমীর খানের প্রথম ছবি, আশুতোষ গোয়াড়িকর, অমোল গুপ্তে সবাই আছে। স্কুলে পড়ার সময়ে টিভিতে দিয়েছিল, কিন্তু মা পুরোটা দেখতে দেয় নি।
  • pi | ২৭ মার্চ ২০১২ ২৩:১৫ | 128.231.22.249
  • আমাদের বাড়িতেও বড়রা। চারতলার ছাদের অ্যান্টেনা নিয়ে ছোটোদের নো কারিকুরি।
  • Tim | ২৭ মার্চ ২০১২ ২৩:১৩ | 128.173.35.179
  • আমাদের বাড়িতে তো শুধু বড়োরাই অ্যান্টেনা ঘোরাতো।
  • byaang | ২৭ মার্চ ২০১২ ২৩:১২ | 122.167.68.195
  • মিঠু যা বলেছ! আমারও একই অভিজ্ঞতা। মা নীচ থেকে চেঁচাত ""আরেকটু ঘোরা আর একটুখানি, ব্যাস ব্যাস আর না, এই যাঃ চলে গেল, আস্তে আস্তে ঘোরা'', অথচ ঐসব করে নেমে এসে ঘরে ঢোকার পরে কিন্তু আমার টিভি দেখার পারমিশন মিলত না। লুকিয়ে লুকিয়ে দেখতে হত।
  • m | ২৭ মার্চ ২০১২ ২৩:০৯ | 50.82.180.165
  • লিংকটার জন্যে ধন্যবাদ ব্যাংঃ)
    সেই সব প্রাচীনকালে আমরা অ্যান্টেনা ঘোরানোর সুযোগ পেতাম- টিভিটা চলেই থাকতো,ঘরের মধ্যে থেকে কেউ চিৎকার করে বলতো, ঠিকাছে ঠিকাছে, আর না,আর না-ঘুরিয়ে একটুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকতে হতো। তারপর গ্রীন সিগন্যাল পেলে নেমে আসা। এইসব কান্ড আবার অল্প ঝিরিঝিরি হলে বিজ্ঞাপন বিরতিতে করতে হতো- আচ্ছা ,তখন বাপমার মনে অপঘাতে মৃত্যুর ভাবনার উদয় হতো না?ঃ)
  • nk | ২৭ মার্চ ২০১২ ২৩:০৬ | 151.141.84.239
  • ঃ-)
    আমাকে জিজ্ঞেস করবেন? আমার তো অঙ্ক আর ফিজিক্স দুইয়েই ডডনং।ঃ-)
  • Sibu | ২৭ মার্চ ২০১২ ২৩:০৫ | 74.125.59.177
  • দাঁড়াও, আগে বক্তিমে শুনে আসি। তাপ্পর সে সব কথার মানে তোমাকে জিজ্ঞেস করব। আমার অংকের ফান্ডা মন্দ না, কিন্তু ফিজিক্স বড্ড উইক।
  • byaang | ২৭ মার্চ ২০১২ ২৩:০২ | 122.167.68.195
  • হুতো, ইউটিউবে বহুব্রীহির সব কটা পার্ট আছে, সময় করে দেখে নিস। ভালো লাগবেই, গ্র্যান্টি।
  • nk | ২৭ মার্চ ২০১২ ২৩:০১ | 151.141.84.239
  • বাহ, ভদ্রলোক তো চমৎকার, প্রোফাইলে মিষ্টি হাসি দিয়ে ছবি। ঃ-)
    নিশ্চয় দারুণ বলবেন।
    এদিকে আমার কেমন জানি মনে হয়, হিগস পাওয়া না গেলে হিগসের বদলে আরো অনেক কিছু পাওয়া গেলে ভালো হয়, তাতে বেশ জ্ঞান সম্প্রসারণ হয়, অজানাকে জানার পরিধি বাড়ে। ঃ-)
  • Sibu | ২৭ মার্চ ২০১২ ২২:৫৭ | 74.125.59.177
  • Edward Farhi বলবেন। অ্যাবস্ট্রাক্টে দেখলাম উনি LHC-তে যে সব উইক এভিডেন্স পাওয়া গেছে তাই নিয়ে পপুলার সায়েন্স লেভেলে বলবেন।
  • nk | ২৭ মার্চ ২০১২ ২২:৫৪ | 151.141.84.239
  • শিবু, কে বলতে আসছেন? আহা, কত ভালো ভালো কথাই না শুনবেন! ঃ-)
    পাওয়া গেছে কি? মনে তো হয় না।
    আমার মাঝে মাঝে কেমন ইয়ে লাগে, ধরুন কোনো একটা পীক দেখে মনে হচ্ছে অনুমিত হিগস, এদিকে ওটা কোনো সুপার পার্টনার ও হতে পারে। মারামারি লেগে যাবে না কোনটা কার কণিকা এই নিয়ে? ঃ-)
  • byaang | ২৭ মার্চ ২০১২ ২২:৫০ | 122.167.68.195
  • মিঠু, ব্রতীন, কুমুদি, হাতের ব্যথা এখনো আছে। তবে আগের থেকে কম। কুমুদি, তোমার এসেমেসের উত্তর এখানেই দিলাম। ডাক্তার দেখাই নি। আমার ডাক্তার দেখাতে ভালো লাগে না, ভীষণ বসিয়ে রাখে, আমার অত ধৈর্য্যি নাই।
  • Sibu | ২৭ মার্চ ২০১২ ২২:৪৬ | 74.125.59.177
  • দুকুর বেলা হিগস বোসন আছে কি নেই তাই নিয়ে বক্তিমে শুনতে যাব। ওহে নিশি, দু-চাট্টে বেশ চালাক-চালাক শুনতে কোশ্ন শিখিয়ে দাও তো। জিজ্ঞেস করলেই যেন মনে হয় পুরো পোমো ফিজিক্স।
  • d | ২৭ মার্চ ২০১২ ২২:৪৫ | 14.96.64.120
  • আমিও ছাদের কার্নিশে উঠে এন্টেনা ঘুরিয়ে বহুব্রীহি দেখতাম। ঐটা ভাল্লাগতো।
  • nk | ২৭ মার্চ ২০১২ ২২:৪৪ | 151.141.84.239
  • পাই, পা গো আবার কী? ঃ-)
    পাইয়ের গোঁফ??? ঃ-)
  • pi | ২৭ মার্চ ২০১২ ২২:৪২ | 128.231.22.249
  • কেন নিশি, আমাদের পা গো ? ঃ)
  • nk | ২৭ মার্চ ২০১২ ২২:৪২ | 151.141.84.239
  • অরণ্য, এক গন্ডালু দিয়ে কি আর মাছ ঢাকা যায়? ঃ-)
  • nk | ২৭ মার্চ ২০১২ ২২:৪১ | 151.141.84.239
  • হ্যাঁ, এভোলুশনের ওঁরা তো বলেন, বাচ্চার চার বছর হয়ে গেলেই সে নিজে নিজে অনেক কিছু পারে, তাই নাকি এভোলুশনারি ট্রেইট হলো তখন বাপ মা আলাদা হয়ে গিয়ে অন্য কারুর ঘাড়ে ঝুলে পড়বে আর ফের সেই সংসারে বাচ্চাকাচ্চা আনবে। বংশ বৈচিত্র ঘটবে ঃ-)
    ব্যাটারা আমাদের মতন মারাত্মক জনসংখ্যার দেশে ঠেলে গুঁতিয়ে বড় হয় নি কিনা, জানে না বংশদন্ড কারে কয়। ঃ-)
  • byaang | ২৭ মার্চ ২০১২ ২২:৪০ | 122.167.68.195
  • স্কুলে পড়ার সময়ে বাংলাদেশ টিভিতে দেখাত এই সব দিনরাত্রি । আমার কাজ ছিল ছাদে উঠে অ্যান্টেনা ঘুরিয়ে বাংলাদেশ টিভি ধরা। সেই থেকে হুমায়ুন আমেদের সাথে পরিচয়। তারপর এমন হাবুডুবু খেতে লাগলাম কলেজ লাইফ অব্দি কী বলব। তারপরেই একঘেয়েমিতে পেয়ে বসল। হিমুসমগ্রর বেশ কিছু লেখাও একঘেয়েমিতে ভর্তি। তবে বহুব্রীহিটার মতন ভালো লেখার জাস্ট তুলনা হয় না, এত মায়াজড়ানো লেখা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত