আহা জিনিষপত্রের দাম বেড়েছে সেটা আমরা জানি আর প্ল্যানিং কমিশন জানবে না? ঃ) তবে এই দাম বাড়ার ফলে সবথেকে ভালনারেবল যারা, সরকারী সুযোগ সবথেকে বেশী তারাই ডিজার্ভ করে। কিন্তু সরকারের কাছে অর্থতো সীমিত, সেই সীমিত রিসোর্স যাতে সবথেকে গরীবরা পায়, তারই চেষ্টামাত্র। পভার্টি লাইন বাড়িয়ে বা কমিয়ে এরথেকে বেশী কিছু কাজ নেই, কিছু নিউজপ্রিন্ট বরবাদ করা ছাড়া।
আর কোনও রেকমেন্ডেশনকে সরকার বাতিল করলে তাতে আনন্দ আমি পাইনা। এই সরকার তো নেতাজীর মৃত্যু সম্পর্কিত ফাইন্ডিং ও বাতিল করেছে।
এখানে যদি কেউ পররাষ্ট্রমন্ত্রীর ছবি লাগিয়ে নিজেরা লেখে, সেটা সাইবারক্রাইম হবেনা ?
Papiss | ২৩ মার্চ ২০১২ ১১:২০ | 121.241.218.132
পার ক্যাপিটা consumption, কিন্তু সেটা খুবই কম করে ধরা হয়েছে। জিনিসের দাম যেভাবে বেড়েছে সেটা মন্টেক সম্ভবতঃ জানেনই না।
kc | ২৩ মার্চ ২০১২ ১১:১১ | 178.61.96.29
গত পরশু, সিএনেন আইবিএনে, সাগরিকা ঘোষ মন্টেকের একটা বেশ লম্বা সাক্ষাৎকার নিলেন। মন্টেকের যুক্তিগুলো এই প্রথম মন্টেকের মুখ থেকে শুনলাম। সেটা শুনে যেটা মনে হল, এই ২৯ টাকাটা হল কন্সাম্পশনের হিসেব। তাতে মনে হল ৫০০০ টাকা আয়ের চারজনের ফ্যামিলিও তো গরীব। আর এটাও জোর দিয়ে বললেন, ভারতে গরীবের সংখ্যা কমছে। সেটা যদি এই লিমিটটাকে বাড়ানো হয়, তাতেও কমছে, কারণ সেই হিসেবে আগেকার বছরে গরীবের সংখ্যা আরও বেড়ে যাবে। আরও বলেছিলেন, বটম ১৫% এর কাছে কিছুতেই সরকারের সুবিধাগুলো পৌছান যাচ্ছেনা। সেই সেগমেন্টটাকে টার্গেট করার জন্য এই পভার্টি লাইনটা বানানো। মোদ্দা কথা মন্টেকেরও যুক্তি আছে। সেই যুক্তিগুলো মন্টেকের মুখ থেকে শোনার সময় বেশ যুক্তিযুক্ত লাগছিল।
যাক, মন্টেকীয় নিদানটা স্ক্র্যাপ হয়েছে। তবে এর পর কী হবে জানা নেই। সুপার-মন্টেকও হতে পারে;-)
siki | ২৩ মার্চ ২০১২ ০৮:৫৯ | 155.136.80.36
এদিকে বসন্ত পেরিয়ে দিল্লিতে আবার শীত এসে গেছে। কাল থেকে সোয়েটার পরতে হচ্ছে। ঃ) ক্ষী চাপ!
aka | ২৩ মার্চ ২০১২ ০৬:৫৭ | 75.76.118.96
না না ফ্রেডি একদিকে পৃথীবি অন্যদিকে।
Tim | ২৩ মার্চ ২০১২ ০৫:৫০ | 98.249.6.161
ফ্রেডিও অসাধারণ কহানিও অসাধারণ, কিকরে হয়? ;-)
aka | ২৩ মার্চ ২০১২ ০৫:৩৫ | 75.76.118.96
মনে পড়েছে কিন্তু আমি কলম্ক কেন?
Tim | ২৩ মার্চ ২০১২ ০৫:৩২ | 98.249.6.161
কেউ পড়া করেনা। কদিন আগেই আকাদাকে ফ্রেডিকুলের কলঙ্ক বলেছিলাম, কহানির টইতে। তাতেও বুঝলোনা দেখে হাল ছেড়ে দিয়েছি। আরো কোথায় কোথায় যেন কি সব বলেছিলাম, এখন আর মনেও নাই।
aka | ২৩ মার্চ ২০১২ ০১:৪১ | 168.26.215.13
হ্যাঁ শেষে টিমবাউ ও গুরু শুনছে নাকি? গুড গুড।
m | ২৩ মার্চ ২০১২ ০১:৪০ | 50.82.180.165
আমি কাল শুধু একটু গাছেদের আশেপাশে ঘোরাঘুরি করেছিমাত্র- শুরু হয়ে গেছেঃ(
sda | ২৩ মার্চ ২০১২ ০১:৩৭ | 117.194.201.19
টিমদা ও কুইন ফ্যান । যাতা তো !
Tim | ২৩ মার্চ ২০১২ ০১:৩৫ | 198.82.29.83
সদা, পাই ও আরো যাদের মাথা গরম তাদের জন্যঃ
Binary | ২৩ মার্চ ২০১২ ০১:৩১ | 198.169.6.50
পোলেনটা কি ? কোথায় কোথায় পরে ?
aka | ২৩ মার্চ ২০১২ ০১:২৬ | 168.26.215.13
আমাদের গত পরশু জর্জিয়ার হিস্ট্রিতে সর্বোচ্চ পোলেন পড়েছে। আমার জেনারালি কিছু হয় না। কিন্তু এবারে নাক বন্ধ, চোখ চুলকোচ্ছে ইত্যাদি।
pi | ২৩ মার্চ ২০১২ ০১:২০ | 72.83.76.34
ইগনোর করে করেই আজ এই দশা হয়েছে। জাস্ট পেয়ে বসেছে। গ্রুপ থেকে কাউকে সচরাচর ব্যান করা হয়না, পোস্ট ডিলিট হয়না। সেই সুযোগ নেওয়া।
m | ২৩ মার্চ ২০১২ ০১:২০ | 50.82.180.165
আজ্জো, ঐ বয়েসটা একটা ফ্যাক্টর বটে- তবে অ্যালার্জি র কথায় মনে পড়লো, কাল এবছরের কোটার প্রথম দিন শুরু হলো- এখন শুধু মুঠো মুঠো বেনাড্রিল আর নিশিজাগরণঃ(
sda | ২৩ মার্চ ২০১২ ০১:১৮ | 117.194.201.19
আমার মনে হয় এই সাব হিউম্যান স্পিসিজগুলোকে ইগনোর করাই সবচেয়ে ভালো উপায়। লিগ্যাল স্টেপস ইত্যাদি মশা মারতে কামান দাগা হবে।
nk | ২৩ মার্চ ২০১২ ০১:১৬ | 151.141.84.239
আই এক আই
এটা একটা নতুন গূঢ়নারী/গূঢ়পুরুষবাহিনী হতে পারে যেখানে সবাই মিশে এক হয়ে গেছে, কোনো ভিন্ন আইডেন্টিটি নেই, আমি এক আমি র অংশ হয়ে গেছে। ঃ-)
sda | ২৩ মার্চ ২০১২ ০১:১৫ | 117.194.201.19
আগে হাসি পেতো। এখন বাংলাদেশের যে কজন মানুষ এইসব ঢ্যামনামির বাইরে আছেন এখনো তাঁদের জন্য করুণা হয়।
nk | ২৩ মার্চ ২০১২ ০১:১৩ | 151.141.84.239
হে ভগবান! হে হরি! হেই মা! কী অবস্থা!
pi | ২৩ মার্চ ২০১২ ০১:১৩ | 72.83.76.34
আমার নামে এখন যা ইচ্ছ তাই বানিয়ে গ্রুপে গ্রুপে এরা পোস্ট করে চলেচে। আই এক আই এর এজেন্ট হওয়া নিয়ে পরশু আরেক দফা যা নয় তাই ভাষায় খিস্তি খেলাম। এবার সিরিয়াসলি ভাবছি লিগাল স্টেপ নেব।
pi | ২৩ মার্চ ২০১২ ০১:১০ | 72.83.76.34
সদা, তোর হাসি পাচ্ছে না ?
আমার তো পাচ্ছে। কিন্তু ক্লান্তির চোটে আর সেটাও ঠিক করে হাসতে পারছিনা ঃ(
pi | ২৩ মার্চ ২০১২ ০১:০৯ | 72.83.76.34
অরণ্যদা, প্রচণ্ডভাবে সময় তো নষ্ট হচ্ছেই। কাজ কর্ম সব। তাও কিছু লোকজনের সাহায্য পাওয়া যায়, নইলে যে আরো কী হত। গ্রুপে অনেক ভালো আলোচনাও হয়। অনেক লোক ই আছেন। আর তাই গ্রুপটাকে আওয়ামী, বি এন পি, জামাতী, আর এস এস যে যার মত ব্যবহার আর প্রচার করার সুযোগও নিতে চায়। ঝামেলাগুলো সেখান থেকেই বাঁধে।
আর, সিপিএম টিএমি্স র অনেক কাঠি উপর দিয়ে যায় সেগুলো।
এর সাথে প্রচুর সেন্সিটিভ ইস্যু তো আছেই। ভারত বাংলাদেশ সীমান্ত্য সমস্যা, জল বণ্টন নিয়ে ঝামেলা, বাঙালী-আদিবাসী সমস্যা ... বিষয়গুলি খুব সেন্সিটিভ। তার উপর হিন্দু -মুসলমান ফ্যাক্টরও আছে। এদের মধ্যে ক্রসটক ভালও , দরককারও। আলোচনার মধ্যে দিয়ে নিজেদের অনেক ভুল বোঝাবুঝি এরা দূর ও করেছেন। কিন্তু ঐ, সবদিকেরই কিছু কট্টর সমর্থক,সবসময়ই ঝামেলা পাকাতে আছেন।
aka | ২৩ মার্চ ২০১২ ০১:০৭ | 168.26.215.13
অনলাইনের এই নিরন্তর চাপান উতোর, ভুলভাল তক্কাতক্কি আর ভাল্লাগে না। বয়স হচ্ছে মনে হয়। নাকি পোলেন এলার্জি? কে জানে?
sda | ২৩ মার্চ ২০১২ ০১:০৫ | 117.194.201.19
বাণিজ্যিক স্বার্থ ? :O
pi | ২৩ মার্চ ২০১২ ০১:০৪ | 72.83.76.34
তবে খেলার খবর জানতে চেয়ে আমি যে বাংলাদেশের কী চরম অবমাননা করেছি সেটা ভেবে ভেবেই হেসে যাচ্ছি।
pi | ২৩ মার্চ ২০১২ ০১:০৩ | 72.83.76.34
সদা, ঝামেলা বাধায় কিছু লোকজন। আর তারা সত্যি অসুস্থ
pi | ২৩ মার্চ ২০১২ ০১:০২ | 72.83.76.34
আমার বোধহয় এবার উকিল লাগবে ঃ)
Mohammad Mofazzal Hussain Ai mohila ter banijjik sartho rokkhar jonne Bangladesh er high court ke obomanona kore kut-ukti karider indhon jugachhe,,,,, her name is Ipsita Pal http://www.facebook.com/profile.php?id=688266406 23 minutes ago
Mohammad Mofazzal Hussain bangladesh ke obomanonar kichu nomuna. [psita Pal খেলার কী খবর ? Like · · Follow Post · about an hour ago Biplob Rahman likes this. Tumbaj Chakma কি আর করা,বাঘের পা আজ লেংরা ছিলো,তাই শামুক পায়ে রান নিয়া হেরে গেলো 47 minutes ago via mobile · Like · 1
:D
kc | ২৩ মার্চ ২০১২ ০১:০১ | 178.61.96.29
Orkut was our past! Facebook is our present!
Obviously, we have no future!
আধুনিক অরণ্য প্রবাদ।
m | ২৩ মার্চ ২০১২ ০০:৫২ | 50.82.180.165
অন্যের অসুস্থ আলোচনা দেখে হেজে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়াটা বোধহয় ঠিক না;)- আর তুমি নিজেই লিখেছো,ওদের ভালো লেখা ইত্যাদি পড়ে- কাজেই একটা অংশ কে দেখে সকলের সম্পর্কে দেগে দেওয়াটা কঠোর শোনায়-এইটুকুই বলার।
sda | ২৩ মার্চ ২০১২ ০০:৪২ | 117.194.201.19
m, এই কথাগুলো লিখতে না হলে আমিও খুব খুশী হতাম। গুরুর ফেসবুক প্রোফাইলে আমি শুরু থেকেই আছি, কোনদিন কোন গঠনমূলক সুস্থ আলোচনায় বাংলাদেশের সদস্যদের অংশ নিতে দেখিনি বললেই চলে, শুধু কে রাজাকার , কে পাকিস্তানের চর, কে ভারতের দালাল, কে কাকে গালাগাল করেছে এই নিয়ে অন্তহীন আলোচনা। গুরুর সৌজন্যে বাংলাদেশের লেখকদের লেখালিখি পড়ে দেশটার সংস্কৃতি সম্পর্কে যে শ্রদ্ধা গড়ে উঠেছিল মনে সেটা নষ্ট হয়ে গেছে এইসব দেখে।
aranya | ২৩ মার্চ ২০১২ ০০:৪০ | 144.160.226.53
বাংলাদেশের কল্যাণে ভারতের প্রধানমন্ত্রী অব্দি গুচ-র নাম জানলেন, দারুণ ব্যাপার তো ! অন এ সিরিয়াস নোট, আশা করি এই ফালতু ঝামেলার জন্য গুরু ম্যানেজমেন্টকে কোন আইনী ঝামেলায় সময় এবং শক্তি ব্যায় করতে হবে না, হলে খুবই দুঃখের ব্যাপার।
m | ২৩ মার্চ ২০১২ ০০:৩৭ | 50.82.180.165
সদা, ভঙ্গীটা খারাপ লাগলো।
sda | ২৩ মার্চ ২০১২ ০০:৩২ | 117.194.201.19
মাইরি এই বাংলাদেশীগুলোর যে কিসের এত ফ্রাস্ট্রু বুঝিনা। সারাদিন শুধু মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে ছিঁড়েই যাচ্ছে ছিঁড়েই যাচ্ছে। পাইদির সিরিয়াসলি ক্যালি আছে , এই দু পেয়ে গরু ছাগল চরানো সোজা কাজ না।
aka | ২২ মার্চ ২০১২ ২৩:৫৬ | 168.26.215.13
এই ফেবু গ্রুপটা আমি যদ্দুর দেখেছি কিছু বাঙলাদেশী নিজেদের মধ্যে প্রচণ্ড গালিগালাজ করে। মাঝে মাঝে কিছু মজার পোস্টও হয়।
Binary | ২২ মার্চ ২০১২ ২৩:৪৫ | 198.169.6.50
তার উপর তিনি আবার মুখ-ই খোলেন না।
না নিউজিল্যান্ড-কে তো সিরিজ হারাল, গত বছর-ই তো জানুয়ারী -তে মনে হয়।
হ্যাঁ এই কন্সিস্টেন্সিটা দরকার,
ppn | ২২ মার্চ ২০১২ ২৩:৩৭ | 112.133.206.22
কিন্তু আমাদের পোধানমন্তিকে বলে কী হবে? হাসিনাকে বললে হয়ত কাজ হত। ঃ)
ppn | ২২ মার্চ ২০১২ ২৩:৩৫ | 112.133.206.22
অনেক শক্তিশালী দেশকেই হারিয়েছিল এর আগে। ইংল্যান্ডকেই হারিয়েছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে। কিন্তু চূড়ান্ত রকমের ইনকন্সিস্টেন্ট ছিল। এইবারই দেখা গেল ধারাবাহিক ভাবে ভালো খেলছে।
Tim | ২২ মার্চ ২০১২ ২৩:২৯ | 198.82.29.83
কারণ?
pi | ২২ মার্চ ২০১২ ২৩:২৮ | 72.83.76.34
আমাদের প্রধান মন্ত্রী আর হাই কমিশনারের কাছে নাকি চিঠি গেছে, বাংলাদেশে গুরু বন্ধ করার জন্য :P
জীবনে আর কত নির্মল আনন্দ যে বাকি চিল ঃ)
গুরুর নামে আরো নানাবিধ গ্রুপ ও খুলে গেছে ঃ)
Binary | ২২ মার্চ ২০১২ ২৩:২৭ | 198.169.6.50
নিউজিল্যান্ড কে হারাল, কবে ?
ppn | ২২ মার্চ ২০১২ ২৩:১৫ | 112.133.206.22
দু' বছর না। লাস্ট এক বছরে। ওয়ার্ল্ড কাপেও ওয়েস্ট ইন্ডিজের সাথে ৫৮ আর সাউথ আফ্রিকার সাথে ৮০-এর কমে অল আউট হয়েছে।
Binary | ২২ মার্চ ২০১২ ২২:৩৮ | 198.169.6.50
বাংলাদেশ টীমটা লাস্ট ২বছরে খুব ইম্প্রুভ করেছে
Tim | ২২ মার্চ ২০১২ ২২:১৭ | 198.82.29.83
দাদা বাংলাদেশের কোচ থাকলেই আজ জিতে যেত। ;-)
Tim | ২২ মার্চ ২০১২ ২২:১৬ | 198.82.29.83
হুঁ বিশেষ করে শাকিব আর মাশরাফি অসা খেলেছে চাপের মুখে। হ্যাটস অফ।
ppn | ২২ মার্চ ২০১২ ২২:১১ | 112.133.206.22
বাংলাদেশ জাস্ট হারল অনভিজ্ঞতার জন্য। নইলে ২০৪/৯ থেকে পাকিস্তান লাস্ট তিন ওভারে ২৩৬ তুলে দিতে পারে!
ওয়েল ডান, বাংলাদেশ।
ppn | ২২ মার্চ ২০১২ ২২:১০ | 112.133.206.22
আকা দেখি পারফেক্ট এনারাই। দশ বছর ল্যাগে চলেন। ঃ)
Tim | ২২ মার্চ ২০১২ ২২:০৯ | 198.82.29.83
ওপেন যে করে তার বল নষ্ট করা মানা যায়। বল নতুন থাকে ইত্যাদি। মিডল অর্ডারে অন্যদিকে শাকিব যখন ক্যালাচ্ছে তখনও নাসের ডত দিয়ে গ্যালো। অন্তত ছয়-চার মারার চেষ্টা না করে যদি সিঙ্গলস নিত তো এত বল নষ্ট হতনা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন