এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:৩৬ | 168.26.215.13
  • পাইকে কেউ নরওয়ের আইপিসির লিং থাকলে দাও। পাই, আবার ২+২ এ ফিরে গেছে।
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:৩৬ | 168.26.215.13
  • উপস। আগের পোস্ট নরওয়ের টইতে।
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:৩৫ | 168.26.215.13
  • সরে ভিজিয়ে অমৃত খেতে কেমন? অমৃতির কাছাকাছি ক্ষী? (ব্যাকুল ভাবে জানতে চাইছি)
  • siki | ২১ মার্চ ২০১২ ২১:৩৪ | 122.177.11.185
  • অমৃতসর আমার দুবার ঘুরে আসা। ক্ষে ক্ষী জানতে চায়?

    পটাশম্যামের জন্য, অমৃতসরে উট তেমন পাওয়া যায় না।
  • pi | ২১ মার্চ ২০১২ ২১:৩৩ | 72.83.76.34
  • আরে বলা হয়নি ঃ(

    বিশাল থ্যাঙ্কু। সময় করে আস্তে ধীরে বাকি লেখাগুলোও কররে থেকো। লেখাগুলো পড়লে কেমন একটা লাগেনা ?
  • Ishan | ২১ মার্চ ২০১২ ২১:৩৩ | 192.43.65.245
  • কী বলিতে ব্যাকুলতা বোঝায় আর কি বলিতে চাবি। এ তো আমি কবে থেকেই জানি।
  • Nina | ২১ মার্চ ২০১২ ২১:৩০ | 12.149.39.84
  • পাই
    মেল চেকাসনি??
  • Tim | ২১ মার্চ ২০১২ ২১:২৯ | 98.249.6.161
  • কী তে একটা ব্যাকুলতার ভাব প্রকাশিত হয়। পী-কা-স কয়েছিলেন দাদুসঙ্গীত বোঝাতে গিয়ে।
  • Nina | ২১ মার্চ ২০১২ ২১:২৮ | 12.149.39.84
  • ও বাবা পাই
    বানাম আমার চিরকাল ভুলভাল ঃ-((
    বুঝে নিস ক্ষি/ক্ষী বলতে চাইলাম ঃ-))

    কিন্তু বাকিটা কেউ পুরো কল্ল না যে ঃ-০
  • pi | ২১ মার্চ ২০১২ ২১:২৩ | 72.83.76.34
  • নিনাদি, ঃ)

    কিন্তু ওটা 'কী' হবে না কি ? ঃ)
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:২১ | 168.26.215.13
  • নীনাদিকে ৫/২ দিলাম। পরিষ্কার ভাবনা চিন্তার জন্য ৩ এক্সট্রা।
  • byaang | ২১ মার্চ ২০১২ ২১:২০ | 122.178.210.2
  • নীনাদি, ঃ-))) দারুণ দিয়েছ এটা।
  • Nina | ২১ মার্চ ২০১২ ২১:১৬ | 12.149.39.84
  • ঝুমঝুমি আর দুখে কি সুখে থাকে ----
  • ppn | ২১ মার্চ ২০১২ ২১:০৪ | 112.133.206.22
  • ভারতীয়রা ভারতে সুন্দর
    শিশুরা ফস্টার হোমে
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:০৪ | 168.26.215.13
  • ঝুমঝুমি এবং দুখে কি .... (ফিল ইন দা ব্ল্যাংকস প্লিজ)
  • byaang | ২১ মার্চ ২০১২ ২১:০১ | 122.178.210.2
  • আরে কী মুশকিল! সেই কবে থেকেই তো চুপ করে আছি, বলছিই না - কে কার কী হয়! আর ক্যামোন করে ধীরে ধীরে খেলানো সম্ভব!!! ঃ-O
    অ্যামোনকি আমার যে কবে থেকে ইচ্ছে - ঝুমঝুমিকে আমার কাছে কটাদিন রেখে একটা কোর্স করানোর, বিবাহিত পুরুষদের সম্পর্কে চাট্টি জ্ঞানগম্যি দেওয়ার, সেটাও কি আমি দুখেকে বলতে গেছি! ঃ-P
  • kc | ২১ মার্চ ২০১২ ২০:৫৭ | 178.61.96.29
  • বেঙি, বড়ই হলি। মানুষ হলিনা। এসব ব্যাপারকে অনেক সময় নিয়ে ধীরে ধীরে খেলাতে হয়।
  • byaang | ২১ মার্চ ২০১২ ২০:৪৯ | 122.178.210.2
  • ঝুমঝুমির যেই ব্যাপারটা বলা যাচ্ছে না, সেটা আমি কবে থেকেই জানি! বালিগঞ্জ শিক্ষা সদন, দুই কন্যে এই অ্যাত্তো অ্যাত্তো ক্লুয়ের পরে বুঝতে কী আর বাকি থাকে!!
    হুঁ হুঁ বাবা, আমার মতন বুদ্ধিমান আর কে আছে!
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:৩৯ | 72.83.76.34
  • ঝুমঝুমি কি ... না থাক বলবো না !
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:৩৮ | 72.83.76.34
  • বড়বাজারে হাঁটতে যাবে ?
  • byaang | ২১ মার্চ ২০১২ ২০:৩৭ | 122.178.210.2
  • আমায় কেউ হাঁটতে ডাকে না, কেউ না!!! ঃ-((( অথচ এককালে আমার হাঁটুরে বলে কত্তো নামডাক ছিল!! ও কুমুদি গো! ও শিবুদা গো!! আমার কী হবে গো!!!
  • jhumjhumi | ২১ মার্চ ২০১২ ২০:২৪ | 14.99.14.4
  • দুখেবাবু আজ বহুদিন যাবৎ কবিতা লেখেন না। সময় পান না। আসলে অমন --- না থাক বলবো না।
  • achintyarup | ২১ মার্চ ২০১২ ২০:১৮ | 115.111.248.6
  • ও কুমুদি, ঐদিন ভোরে বড়বাজারে হাঁটতে যাওয়ার কথা। দারুণ রোমাঞ্চকর। কিকিকে লোভ দেখাচ্ছিলাম তাই। এদিকে তো সে চল্ল ছিক্ষেত্তর
  • d | ২১ মার্চ ২০১২ ২০:১৫ | 14.96.228.169
  • হ্যাঁ দু ঐটা রাস্তা পার হয়েই। তবে সেটা ঠিক আনন্দের জার্নি হয় না তো। কেমন যেন দম আটকে আসতে থাকে।

    আর স্বর্ণমন্দিরে একটা ইন্টারেস্টিং জিনিষ দেখেছিলাম। অপারেশান ব্লু স্টারে নিহত সকলের নাম শহীদ হিসাবে খোদাই করে লেখা আছে ভারত এদের হত্যা করেছে।
  • kiki | ২১ মার্চ ২০১২ ২০:১১ | 59.93.240.220
  • অ কুমু! চিন্টুরে শুধৌ।

    চিন্টু,
    মজা করে হেঁটে আয়। এদিকে শুনচি ঐদিন নাকি পুরী যাচ্ছি। মানে রোব্বার।ঃ)
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:১০ | 72.83.76.34
  • এখনো লেখেন তো। টইতে লিখেছিলেন।
  • kc | ২১ মার্চ ২০১২ ২০:০৮ | 178.61.96.29
  • জ্যানাগ্যানের জ্ঞাতার্থে জানাই, আসল দুখেও কিন্তু বেশ ভাল কবিতা লিখতেন একসময়।

    দমুদি, এইতো দিব্বি k লিখতে পেরেছি।
  • Du | ২১ মার্চ ২০১২ ২০:০৭ | 117.194.199.162
  • দ, জালিয়ানওয়ালাবাগটাও ওখানে, কাছেই।
  • Netai | ২১ মার্চ ২০১২ ২০:০৬ | 121.241.98.225
  • দুখেদা থ্যান্‌কু।
    কবি নেতাইয়ের অবর্তমানে কাজ চালিয়ে দেবার জন্য।
  • dukhe | ২১ মার্চ ২০১২ ২০:০৩ | 122.160.114.85
  • আসল নকল
    দুখের সকল
    প্রদীপ জুটিয়া কয়
    ছবি আর সই
    মিলিতেছে কই
    যে লেখে সে আমি নয় ।
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:০২ | 72.83.76.34
  • টই ফিরে আসিতেছে।

    কুমুদি কি দুখে ছদ্মনাম নিলে নাকি ?
  • jhumjhumi | ২১ মার্চ ২০১২ ২০:০১ | 14.99.178.232
  • না, টইপত্তরের পাতা এক্কেবারে সাদা। শুধু কি আমার মেশিনেই সাদা দেখাচ্ছে?
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৯:৫৮ | 122.160.114.85
  • জল বলে চল
    ময়দানে ফল
    পেড়ে চেটেপুটে খাই
    সে ফলের রস
    খেয়ে বাহা বশ
    ঢেকুরের পরে হাই ।
  • d | ২১ মার্চ ২০১২ ১৯:৫৮ | 14.96.228.169
  • ইনি কক্ষণো আসল দুখে নন।

    অমৃতসরে বেশ ঠিকঠাক দামে কি চমৎকার ফুলকারি করা স্যুটপিস পাওয়া যায়। স্বর্ণমন্দিরের হালুয়া শুধু নয় ঐ লঙ্গরে যা খাওয়ায় সবই বেশ সুস্বাদু। আর হ্যাঁ স্বর্ণমন্দিরের কাছেই একটা গলিতে কত্ত রকমের পরাঠা আপোয়া যায়। মাখ্‌খন মারকে ... আর সেই ভারী লস্যি .... আহাহা। কিম্বা আধ গেলাস দুধ নিয়ে তাতে এক্‌পাও জিলিপি কুচিয়ে ফেলে দিয়ে এক গ্লাস বানিয়ে খেয়ে ফেলা ....

    টাইম জেনে নিয়ে বিকেলে অটো করে গিয়ে ওয়াগা বর্ডারটা একবার দেখে আসাও চলে।

    ভাববেন না যেন অমৃতসরে আমি বেড়াতে গেছিলাম। অফিসের কাজেই গেছিলাম।
  • Du | ২১ মার্চ ২০১২ ১৯:৫৬ | 117.194.199.162
  • কুমুদি, ফেবুতে সিন বাই সিন দিচ্ছে দেখছি ঃ)

    বাহা মুনের জন্য পাগল পাগল করছিল দেখে মানুষের মতো রিঅ্যাক্ট করেছে, বাহাকে আজ ফলের রস খেতে বলেছে, আবার আজকে মুনের মার অপমানকর কথা শুনে বাহাকে হারটা ওনাকে দিয়ে দিতেও বলেছে
  • jhumjhumi | ২১ মার্চ ২০১২ ১৯:৫৬ | 14.99.178.232
  • কুমুদি মুন ফিরে এসেছে, বাহা মুনের কোলে অজ্ঞান হয়ে গেছে পর্যন্ত দেখেছি।
  • jhumjhumi | ২১ মার্চ ২০১২ ১৯:৫২ | 14.99.178.232
  • ব্যাপার কি? দুখেবাবু কি ময়দানের ফল খেলেন নাকি?
  • jhumjhumi | ২১ মার্চ ২০১২ ১৯:৫০ | 14.99.178.232
  • টইপত্তর সব হাওয়া। কি হলরে বাবা!
  • tatin | ২১ মার্চ ২০১২ ১৯:৫০ | 122.252.251.244
  • এদ্দিনে!
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৯:৪৮ | 122.160.114.85
  • দাও সবে উলু
    জয় বাবা পুলু
    পাবেন এবার ফালকে
    শুভক্ষণে ওহো
    চাই নির্মোহ
    ডেকে আনো বিপ পালকে ।
  • pi | ২১ মার্চ ২০১২ ১৯:৪২ | 72.83.76.34
  • দুখেদা, ঃ)

    সৌমিত্রর খবরটা জেনে খুব ভালো লাগলো।
  • kumu | ২১ মার্চ ২০১২ ১৯:৪১ | 122.160.159.184
  • বা বা,কেসি খুব ভাল খবর,খুব।
  • kc | ২১ মার্চ ২০১২ ১৯:৪০ | 178.61.96.29
  • সৌমিত্র চট্টোপাধ্যায় ২০১১র দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন।
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৯:৩২ | 122.160.114.85
  • কাঁদিছে অর্চি
    'ভাবিয়া মরছি
    ফিরে আয় বাপা মুন'

    কোথা আর যাবে
    দেখিবে দেখাবে
    ম্যাটিনি অথবা নুন ।
  • kumu | ২১ মার্চ ২০১২ ১৯:২৭ | 122.160.159.184
  • চিন্টূবাবু কোথায় যাও?তোমার মার্চ মাস নাই?

    অ দু,একটু বলো না অর্চি কী করল?সেই মুন ফিরচে না আর অর্চি হাউহাউ কাঁদছে-ঐ অব্দি দেখেছি।
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৯:২৬ | 122.160.114.85
  • বিজি আছে তাই
    লেখেনা নেতাই
    হাতে আছে শুধু কাজু
    চেপে ধরো তারে
    লিখতেও পারে
    আসলে বড়ই লাজু(ক)।
  • kumu | ২১ মার্চ ২০১২ ১৯:২৪ | 122.160.159.184
  • হাউমাউহাউ,ফেক্টরী যাবো তো,হালুয়া কোদ্দিয়ে এলো?

    চিন্টূবাবু,তুমি?ও তুমিও!
  • Netai | ২১ মার্চ ২০১২ ১৯:০৮ | 121.241.98.225
  • সরি
    আমি একটু বিজি আছি
    এখন আমায় কবিতা লিখতে বলবেন না প্লিজ
  • Du | ২১ মার্চ ২০১২ ১৮:৫৯ | 117.194.199.162
  • কুমুদি, অর্চি তো ছক্কা মারছে চৌকা মারছে আজকাল বলে বলে।
  • achintyarup | ২১ মার্চ ২০১২ ১৮:৫৫ | 115.111.248.134
  • ওরে কিকি, ফাইনালি এই রোব্বার ভোরে বেরোচ্ছি
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত