এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ২৩ মার্চ ২০১২ ২৩:০১ | 178.61.96.29
  • কমরেড প্পন, ইন্ডিয়া তাইলে একধাপ এগুলো বলা যেতে পারে। এমনিতে ভারতে হোম সার্ভিস অনেকদিন থেকেই চালু হয়েছে।
  • nk | ২৩ মার্চ ২০১২ ২৩:০১ | 151.141.84.239
  • তারা আপনার সামনে ইসে করলো নাকি????? কী সর্বনাশ!
  • nk | ২৩ মার্চ ২০১২ ২৩:০০ | 151.141.84.239
  • শীতকালে গেলে গন্ধ পেতেন না। ঃ-)
  • aka | ২৩ মার্চ ২০১২ ২৩:০০ | 168.26.215.13
  • ইসে ভুলে গিয়েচিলাম তাদের ইসেতেও বহুত গন্ধ।
  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:৫৯ | 168.26.215.13
  • মনে পড়ে গেল দিল্লিকালে এক বসন্তদিনে আমি আর মামু গিয়েছিলাম মুনির্কায় বিয়ার কিনতে সারা হস্টেলের জন্য। শালা সেকি ধস্তাধস্তি, মারামারি তাও আবার জাঠেদের সাথে। সেই থেকে আমি জানলাম যে জাঠেরা মাল খায় তাদের গায়ে বহুত গন্ধ।
  • nk | ২৩ মার্চ ২০১২ ২২:৫৭ | 151.141.84.239
  • এই যে আমি কেবলি এন কে, তাকি হতে পারতো? লিখতে হতো নিশিকান্ত পতিতুন্ড। পিতার নাম সুধাকান্ত পতিতুন্ড। পিতামহের নাম ক্ষ্যাপাকান্ত গোঁসাই। নিবাস চন্দ্রকোণা। তখন? ঃ-)
  • ppn | ২৩ মার্চ ২০১২ ২২:৫৬ | 112.133.206.22
  • আহ, ইন্ডিয়ায় আজকাল পোচুর আরাম। সুপারস্টোরে সুপারস্টোরে মালের দোকান খুলে দিয়েছে।

    সেই বন্ধ গ্রিলের ঘুপচিমত ফাঁক দিয়ে যা খুশি তাই দামে মাল কেনার দিন শেষ।
  • nk | ২৩ মার্চ ২০১২ ২২:৫৫ | 151.141.84.239
  • তব্যে? আহা আকা, এই যে আপনি আকা, কেবলি আকা, সেটাও কি হতে পারতো? হয়তো আপনার নাম পদবী বাবার নাম ঠাকুরদার নাম গোত্র গাঁই সবই জানাতে হতো। তখন? ঃ-)
  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:৫৩ | 168.26.215.13
  • সদা হেপ্পি শুক্কুরবার।

  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:৫২ | 168.26.215.13
  • মডারেটেড সাইট হলে দুম করে আমার স্লোককে ঘাড়ে ধরে শ্লোক করা হত। তাইলে নিশির শ্লোকের সাথে আকার স্লোকের যে পার্থক্য তা বোঝানো যেত কি করে? হ্যাঁ?
  • nk | ২৩ মার্চ ২০১২ ২২:৪৯ | 151.141.84.239
  • কোথায় বোঝালেন আকা????
    যাইহোক আগে থেকেই থ্যাংকিউ নিয়ে রেখে দিন ঝোলায় ভরে, এখন আবার বোঝান দেখি তফাৎ টা কী। ঃ-)
  • nk | ২৩ মার্চ ২০১২ ২২:৪৮ | 151.141.84.239
  • আকা, "না না তোমরা আজ আর আমায় গাইতে বোলো না" মনে পড়ে যাচ্ছে, হযবরল তে ন্যাড়া । ঃ-)
  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:৪৭ | 168.26.215.13
  • এই যে সূক্ষ্মভাবে নিশিকে মডারেটেড সাইট আর আনমডারেটেড সাইটের পার্থক্য বুঝিয়ে দিলাম তারজন্য কি নিশি আমাকে থ্যাংকিউ দেবে? না, কিন্তু তাও সত্যের প্রতি অবিচল থাকতে আমাকে আমার কর্তব্য করতেই হবে।
  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:৪৬ | 168.26.215.13
  • নীনা দি দেখা যায় কি, আজকাল অনেক জায়গা থেকে শ্লোক বা স্লোক দুইই বা কোন একটি খুব সহজেই পাওয়া যায়। মনে রাখবেন যা সহজে মেলে তার দামও কম। দুÖপ্রাপ্য স্লোকের সাথে শ্লোক গুলিয়ে ফেলবেন না। কিন্তু আর কিই বা লাভ এসব বলে। আমি আর কিছুতেই বলব না।
  • nk | ২৩ মার্চ ২০১২ ২২:৪৫ | 151.141.84.239
  • আচ্ছা মহাশ্বেতা দেবীর লেখার একটা লিস্টি দিতে পারেন কেউ? আর ওগুলো প্রকাশের সময়কাল?
  • nk | ২৩ মার্চ ২০১২ ২২:৪৪ | 151.141.84.239
  • ঠিকই তো! বললেই বা ঠেকাচ্ছে কে? ঃ-)
  • siki | ২৩ মার্চ ২০১২ ২২:৪২ | 122.177.172.189
  • আমি সিনিমাটা দেখিই নি।
  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:৪২ | 168.26.215.13
  • বলি না, কিন্তু ক্ষতি কি যদি আজ থেকে বলি? হোয়াই নট?
  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:৪১ | 168.26.215.13
  • লাইফ স্টিল গোজ অন

    আইঅ্যাম গেটিং ইউজ টু লিভিং উইদাউট লিভিং উইদাউট লিভিং উইদাউট

    ইউ
  • nk | ২৩ মার্চ ২০১২ ২২:৩৯ | 151.141.84.239
  • আকা শ্লোক কে স্লোক বলেন নাকি????
  • nk | ২৩ মার্চ ২০১২ ২২:৩৮ | 151.141.84.239
  • খুব তাড়াতাড়ি বলুন "নিত্যলীলা নীলাচলে", বলুন তো!
    ঃ-)
  • Nina | ২৩ মার্চ ২০১২ ২২:৩৪ | 12.149.39.84
  • @ আকা
    যা ভাগ--আমি বাড়ি গিয়ে দু কে বলে দেব
    হেপ্পি উইকেন্ড

    সিকি হে
    life goes on এ যে শোলোক আছে সেটি চাই ----
  • siki | ২৩ মার্চ ২০১২ ২২:৩২ | 122.177.172.189
  • আমি চণ্ডীর থেকে অনেকখানি শ্লোক মুখস্ত বলতে পারি। চলবে?
  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:২৮ | 168.26.215.13
  • হেপ্পি শুক্কুরবার।
  • sda | ২৩ মার্চ ২০১২ ২২:২২ | 117.194.203.205
  • আকাদা, হেপ্পি শুক্কুরবার!
  • Nina | ২৩ মার্চ ২০১২ ২২:১৮ | 12.149.39.84
  • *জিগাইলাম
  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:১৮ | 168.26.215.13
  • না এখন আর বলব না। আমাকে প্রথমে কেন জিজ্ঞেস করা হয় নি?
  • Nina | ২৩ মার্চ ২০১২ ২২:১৭ | 12.149.39.84
  • ও আকা, আমি জাগাইলাম--বল প্লিজ শোলোকটি---
  • aka | ২৩ মার্চ ২০১২ ২২:১০ | 168.26.215.13
  • দুদি আমাকে জিজ্ঞেস করে নি তাই বলছিও না। নইলে এসব স্লোক ফ্লোক আমার বাঁ হাতের খেল।
  • nk | ২৩ মার্চ ২০১২ ২১:৫৬ | 151.141.84.239
  • ম্যাক্সিমিন কোথায় গেলেন?
  • Du | ২৩ মার্চ ২০১২ ২১:২২ | 117.194.200.69
  • নীনাদি, দিও না প্লিজ -- নিশি, ডিডিদা কি ম্যাক্সিমিন নিশ্চয়ই শ্লোকের উৎসটা বলে দেবে/ন
  • nk | ২৩ মার্চ ২০১২ ২১:১৭ | 151.141.84.239
  • কুমু, তোমার ওনাকে এসব দায়িত্ব হস্তান্তর করে নিজে বিশ্রাম নাও আর মাঝে মাঝে ওনাকে ডেকে খানিক সেবাযত্নও তো নিতে পারো। ঃ-)
  • nk | ২৩ মার্চ ২০১২ ২১:১৫ | 151.141.84.239
  • ভ্রমণ বা দীর্ঘযাত্রা, এইরকম থীম নিয়ে ভালো সিনেমার লিংক দিতে পারেন? যেমন ধরুন মরুতীর্থ হিংলাজ, বিগলিত করুণা জাহ্নবী যমুনা,মহাপ্রস্থানের পথে---এই ধরনের। আগাম থ্যাংকু।
  • nk | ২৩ মার্চ ২০১২ ২১:০৬ | 151.141.84.239
  • সোনার কেল্লায় একজায়্‌গায় একজন "মন মেরা রাম রাম রোতে" গাইছিলেন। এটা কী গান কেউ জানেন? মানে পুরোটা কী গান? মীরার ভজন?
  • aranya | ২৩ মার্চ ২০১২ ২০:৪১ | 144.160.226.53
  • একের পর এক জায়গায় আগুন লাগছে, হাতিবাগান বাজারটাও গেল, কতদিনের পুরনো বাজার ঃ-(
  • Nina | ২৩ মার্চ ২০১২ ২০:৩৬ | 12.149.39.84
  • আরে দু, life goes on আছে বাড়িতে মুভিটা--দেখে সন্ধ্যে নাগাৎ দিতে পারি--বাপরে শোলোক মুখস্ত?! নিশিকান্তর থাকতে পারে!!

    কুমু
    জ্বর বাধিয়েছ--ক্ষি ক্ষান্ডো! তাড়াতাড়ি সেরে ওঠ--আহারে এককাপ চা আদা দিয়ে করে খাওয়াতে প্রাণ চাইছে- কিন্তু--কি উপায় ঃ-(

    রঞ্জনভাউ
    বলিহারি শখের ! আম্মো এই ব্যাপারে আপনার বউ ও মেয়ের দলেই---আরে মাথায় হাত বোলাতে জ্বর ডাকতে হবে ক্যান--ডাকতে জানলেই ;-) হইব ভাউ--সেইভাবে ডাকেন দেহি ঃ-D
  • Du | ২৩ মার্চ ২০১২ ২০:২৫ | 117.194.200.69
  • কেউ কি life goes on টা দেখেছো? দেখে থাকলে ওর শেষ শ্লোকগুলো মনে আছে?
  • nk | ২৩ মার্চ ২০১২ ২০:১৫ | 151.141.84.239
  • কপালে জলপট্টি দিতে গিয়ে কানে জল ঢুকে যাওয়া বড় বিচ্ছিরি। এর চেয়ে মাথা ধোয়ানো অনেক ভালো।
  • kumu | ২৩ মার্চ ২০১২ ১৯:২৯ | 122.160.159.184
  • ঘাড়ের নীচে তোয়ালে?রাবারক্লথ?বালতী?

    আমাকে এখন সবজীর বাজার করে বাড়ী ফির্তে হবে,তার্পর নিজের জন্য ভাতে ভাত রান্না কর্তে হবে,আর অন্যদের জন্য খাবার অর্ডার কর্তে হবে।অর্ডারিত খাবারগুলো এমনভাবে রাখতে হবে যাতে মিনিমাম পরিশ্রম(ও বুদ্ধি )খরচিয়ে সেগুলো মাইক্রোতে গরম করা যায়।
    তারোপর জেগে থাগতে হবে,কেননা ছেলে ফিরবেন মধ্যরাতের ফেলাইটে।

    বাস্তব,দাদা,এ হোলো কটিন বাস্তব।
    ঘরে মেয়ে থাকলে বোধহয় বাস্তব এট্টু নরম হোতো,কী জানি!
  • aka | ২৩ মার্চ ২০১২ ১৯:০৯ | 168.26.215.13
  • আমারও কদ্দিনের ইচ্ছে একটা গুছিয়ে জ্বর হোক। হয় না, এখন যা যা হয় বা হতে পারে সেগুলো চাই না। বছরে দু চারটে গুছিয়ে জ্বর হলেই চলবে।
  • Kaju | ২৩ মার্চ ২০১২ ১৯:০৫ | 121.242.160.180
  • এটা নিশ্চয়ই 'গাঁটে গাঁটে কাব্যি-৩' টইয়ে যাবে। জানি জানি তুমি এসোচো এ পথে মনের ভুলে। ঃ))
  • ranjan roy | ২৩ মার্চ ২০১২ ১৮:৫৫ | 122.168.58.51
  • এত জ্বরের বর্ণনা শুনে মনে হলঃ
    আমার বহুবছরের ইচ্ছে আমার একটু জ্বর বা জ্বরমতন হোক। আমার ঘাড়ের নীচে তোয়ালে আর একটা রাবারক্লথ দিয়ে কেউ নীচের বালতি অব্দি টেনে দিক। গায়ের ওপর চাদর ঢাকা আর কেউ একজন পাশে চেয়ার টেনে বসে আমার মাথা আস্তে আস্তে ধুইয়ে দেবে, অন্ততঃ পঁয়তাল্লিশ মিনিট। আঃ, কি আরাম। চার পাশের বাড়ি থেকে রাস্তা থেকে যানবাহনের শব্দ, ফিরিওলা, কাজের লোকের শব্দ ভেসে আসবে। জানালার পাশের গাছে একটি কাক কা-কা করবে, চড়ুইয়ের কিচিরমিচির, ঘুঘুর ডাক সব শোনা যাবে।
    আমি মনে মনে সঞ্জয় ভট্টাচার্য্যের কবিতার প্রিয় লাইনটি জপ করব।ঃ
    "আমার চোখ ঘুমে জড়িয়ে আসবে নীলিমা,
    তোমাকে নয়, তোমার স্বপ্নকে পেয়ে।'

    কিন্তু এমনদিন কি হবে মা তারা! কত বছর ধরে অপেক্ষা করে রয়েছি, বৌ-মেয়েকে বল্লেই খিঁচিয়ে ওঠে-- ভাল কোন ইচ্ছে নেই? খালি অলুক্ষুণে ইচ্ছে।
    বোঝাতে পারিনা, ওদের বোঝাতে পারি না।((ঃ
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১৭:৪৩ | 14.96.73.80
  • কাটি। সবাই কে হ্যাপি উইক-এন্ড।
  • sda | ২৩ মার্চ ২০১২ ১৭:৩৮ | 59.97.137.83
  • পাইদি এবার উঠে পড়ে লেগেছে ফেক নিধনের জন্য ঃ))
  • Kaju | ২৩ মার্চ ২০১২ ১৭:২৬ | 121.242.160.180
  • আমার মা-র তো পিকু-তিতলির মুখ না দেখলে ঘুমই আসে না। মীরাক্কেল আর দাদাগিরি পন্ড হয় সাড়ে দশটা অব্দি ওই দুটোর জ্বালায়। ঃ))

    বোতিন্দা আমার পোস্ট দুটো কি পাউরুটি যে তার মাঝখানে বোঝো গুঁজে স্যান্ডুইচ বানাবে !
  • pi | ২৩ মার্চ ২০১২ ১৭:২৬ | 72.83.76.34
  • নেতাই, কাব্লিদা .. একটু মেইল দেখে নিও।

    কুমুদি, চটপট জ্বর ভাগাও।
    মাথা ধরে থাকলে কাঠবিড়া৯ গুলি কে একটু লেজ বুলিয়ে দিতে বলো খন।
    কাল কি আবার ফরিদাবাদের উটেদের সাথে অ্যাপো নাকি ?

    দদি, থ্যাংকু। এই অ্যাক্ট বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে কিনা, সেটাও জানা গেলে একটু সুবিধা হত।
  • Du | ২৩ মার্চ ২০১২ ১৭:২৩ | 117.194.200.69
  • ধুর পাপিস ও পুরোনো পাপী। আমি বলে কত আশা করছিলাম অ্যান্টি মমতা ( এই স্টাইলটাই নিলাম) র সংখ্যা বেড়ে যাচ্ছে গুরুতে ঃ)
  • Bratin | ২৩ মার্চ ২০১২ ১৭:২৩ | 14.96.73.80
  • তোমার ই তো দোষ বাপু। খালি বলো হাতে অনেক মেয়ে । এদিকে কিছু করো না। ভেরি ব্যাড!!
  • kumu | ২৩ মার্চ ২০১২ ১৭:২১ | 122.160.159.184
  • আচ্ছা,কাজুর বের কোন উদ্যোগ নাই কেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত