rajjo sorkar | ২৯ মার্চ ২০১২ ০২:৪৯ | 117.254.241.151
মদুসুদন স্মরন !! কী সব্বোনাশ! রবীন্দ্রনাথ - নজরুল ছাড়া অন্য কিছু স্মরন তো এ রাজ্যে অনুমোদিতই নয়।
নিশিদেবী, আপনি ঠিকঠাক দেখেছেন তো? এই কাজ কোথায় করা হয়েছে, কারা করেছে, তারা কতজন ছিল? তাদের মুখে কি রংঅএর গামছা ছিল সব বিস্তারিত বলুন। কিচ্ছু গোপোন করবেন না।
aka | ২৯ মার্চ ২০১২ ০২:৪৪ | 168.26.215.13
যেমন এই তালিকায় অন্য নামগুলো হল
ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া। যেখানে বাংলাদেশের স্কোর ৮৯ সেখানে ভিয়েতনামের স্কোর ৫২।
aka | ২৯ মার্চ ২০১২ ০২:৪০ | 168.26.215.13
বাইনারি দা এটা আমার কাছে খবর। বাংলাদেশ অ্যাপারেল বিজনেসে ভালো করছে জানতাম কিন্তু নেক্সট পোটেনশিয়াল চয়েজ এটা জানতাম না। বাংলাদেশের বিরাট সুযোগ যদি রাজনৈতিক অস্থিরতা কাটাতে পারে।
নিশি, কথা হল লোকের বিভিন্ন ধরণের আগ্রহ থাকে। কেউ ব্লগে বাংলাদেশের কথা পড়তে ভালোবাসে, কেউ বিভিন্ন দেশের সিনেমা দেখতে ভালোবাসে এই দুটো যাস্ট উদাহরণ হিসেবে বললাম। যে বাংলাদেশের ব্লগে ঘুরে সেই দেশ সম্বন্ধে জানতে চায় সে ইরাণীয়ান সিনেমা দেখে না বলে কুয়োর ব্যাঙ হল না। এইসব আর কি। পৃথিবীর সব কিছুতে সমান ইন্টারেস্ট হওয়া কি সম্ভব? নাকি বাংলাদেশ বলে স্পেশাল প্রিভিলেজ পাওয়া উচিত এটা বক্তব্য?
Binary | ২৯ মার্চ ২০১২ ০২:৩৪ | 198.169.6.50
আরে সেটাতো জানি, কিন্তু আমার সন্দ হল, এই স্বতঃসিদ্ধ টার জন্য ম্যাকেঞ্জি না দেখলেও চলে, গত ৪/৫ বছরে অ্যাপারেল মার্কেট স্প্যেশালি বাংলাদেশ যোগাচ্ছে সিংহভাগ এটা দোকানে গেলেই দেখা যায়।
যেমন, টই -তে আর লিখলাম না, বর্তমান পত্রিকা-টির যে করুণ দশা হবে, কিষেণজী-র মত, সেটা গেস করতে কি এতদিন অপেক্ষা করতে হয় ? ঃ))
nk | ২৯ মার্চ ২০১২ ০২:৩২ | 151.141.84.239
আকা, সত্যি ই তো! তবে কিনা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওখানে অনেকদিন ধরেই রে রে করে চলছে, প্রচুর রফতানি। সরাসরি ঐ ব্যবসায় ওনার্শিপ আছে, সেরকম লোকেরা নিজেরাই ব্লগে লেখেন। সত্যি কথা বলতে কি বাংলাদেশিরা অনলাইনে সদাসক্রিয় আর বহুরকমের পেশার লোক নিত্য নিত্য লেখেন। আর পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া বাঙালির মধ্যে বাংলাদেশি প্রচুর, জাতিসংঘে কাজ করতে গিয়ে অনেক দূর দূর দেশে অনেকেই আছেন, লাইবেরিয়া থেকে পর্যন্ত নিয়মিত পোস্ট করতেন এরকম লোক আছেন। এই পেশাগত বৈচিত্রটা ভালো লাগে, হোল স্পেকট্রাম জুড়ে আছেন তারা, শুধু অ্যাকাডেমিক্স বা তথ্যপ্রযুক্তি কোম্পানির লোক না, রাজনীতি কুটনীতি থেকে শুরু করে মৎসব্যবসায়ী পর্যন্ত সবরকম লোকের লেখা পাওয়া যায়।
nk | ২৯ মার্চ ২০১২ ০২:২১ | 151.141.84.239
পিসিকে কাকুকে জিগাবো না বলেই তো টিম! ঃ-) তোমার ফার্স্ট হ্যান্ড এক্ষপি কও। কীভাবে গেলে, বাসে করে নাকি গাড়িতে, রাস্তা কেমং পেলে, গেটে হাসিমুখে কে দাঁড়িয়ে ছিলো, ক্যাম্পাসে গাছ কত আছে,কীরকম লাগছে সেই গাছেদের, ছায়া আছে কিনা, বিল্ডিং গুলো রঙ হয়েছে কিনা, হলে কী রঙ হয়েছে, যাদের সঙ্গে দেখা কল্লে তারা কীভাবে কথা কইলো,তাদের মুখে কেমন ভাব, কী খাওয়ালো, কী বললো---এসব কি কাকু পিসি পারবে?
aka | ২৯ মার্চ ২০১২ ০২:১৭ | 168.26.215.13
আরে না না ম্যাকেঞ্জি কোয়ার্টার্লি লিস্টসার্ভ।
Tim | ২৯ মার্চ ২০১২ ০২:১৩ | 198.82.25.157
নিশি উইকিপিসি কে জিগাও। ওখেনে সব আছে।
Binary | ২৯ মার্চ ২০১২ ০২:১১ | 198.169.6.50
আকা, এই ইনফো টা কি রিসার্চ করে বর কল্লে, না মলে মলে, ওয়ালমার্ট/সীয়ার্স ঘুরে বার কল্লে ?
aka | ২৯ মার্চ ২০১২ ০২:০৭ | 168.26.215.13
কে জানি জিজ্ঞাসা করছিল বাঙলাদেশ সম্বন্ধে আমি কি জানি। আসলে আমাকে করেনি, ইন জেনারাল করেছিল।
আমি বাংলাদেশ সম্বন্ধে এইটা জানলাম -
In 2010, China dominated European and US markets for ready-made garments, accounting for about 40 percent of the import volume in each region. A recent McKinsey survey, however, found that 86 percent of the chief purchasing officers in leading apparel companies in Europe and the United States planned to decrease levels of sourcing in China over the next five years because of declining profit margins and capacity constraints.
Although Western buyers are evaluating a considerable number of sourcing options in the Far East and Southeast Asia, many chief purchasing officers said in the survey that they view Bangladesh as the next hot spot (exhibit). Indeed, our study of the countrys ready-made-garment industry identified solid apparel-sourcing opportunities therebut also some hurdles.
তবে এরজন্য আমাকে ব্লগে ব্লগে ঘুরতে হয় নি। যার যাতে ইন্টারেস্ট।
আর দ্বিতীয়ত, গেটেড কমিউনিটিতে ইকনমিক ডিসপেয়ারিটি এবং মনুষ্যত্বহীনতার যে ইস্যু আছে তারসাথে নিজের আড্ডা ক্ষেত্র বেছে নেওয়াকে গুলিয়ে ফেলা শিশুসুলভ। না বললেও চলত, কিন্তু রিপোর্টটা পড়লাম, তাই বললাম। এই রিপোর্টটা অনেক বাংলাদেশীও হয়ত পড়েন নি। তাতেই বা কি?
nk | ২৯ মার্চ ২০১২ ০১:৫৮ | 151.141.84.239
টিম, এই নতুন আইআইটি গুলো কোথায়? কবে হোলো? কত বড়ো? প্রধানত কী কী হয়?
Tim | ২৯ মার্চ ২০১২ ০১:৪২ | 198.82.25.157
ঠিক্করে দিয়েছি (কলার তোলা ইমো)
Lama | ২৯ মার্চ ২০১২ ০১:৩৯ | 117.194.226.3
টই হাওয়া
nk | ২৯ মার্চ ২০১২ ০১:৩৩ | 151.141.84.221
রবীন্দ্রনাথের একটা খুব গম্ভীর ভয় পাওয়া মুখের ছবি টাঙিয়ে সেই মঞ্চে নকি মধুসূদন স্মরণ হয়েছে? হে মধুসূদন, কোথায় আছো! কেউ কনফার্ম করবেন?
aka | ২৯ মার্চ ২০১২ ০১:৩১ | 168.26.215.13
যত্তসব ইওরোপীয়ানদের খেলা দেখা। কেউ ওয়েস্ট ইণ্ডিজের ফুটবল খেলা দেখে না।
Tim | ২৯ মার্চ ২০১২ ০১:১৩ | 198.82.25.157
একটা খেলাও দেখতে পাইনা। দুদ্দুর!
ppn | ২৯ মার্চ ২০১২ ০০:৪৫ | 112.133.206.22
মাইরি টু গুড খেলা হচ্ছে। মিলান - বার্সেলোনা। সেয়ানে সেয়ানে কোলাকুলি।
ঝিকি, আপনার সাথে তেমন পরিচয় নেই যে কোনো সাজেশন দেবো, সেই ধৃষ্টতা করছি না। কিন্তু তবু সচলায়তন ডট কম এ গিয়ে দেখতে পারেন মাঝে মাঝে, অজস্র লেখা সেখানে প্রতিদিন আসে, বেশীরভাগ বাংলাদেশি বাঙালির লেখা তবে মাঝে মাঝে পবয়ের কিংবা ত্রিপুরার বাঙালিও লেখেন। তফাৎ বিশেষ বোঝা যায় বলে মনে হয় না। যেমন দুই ব্যক্তির তফাৎ, তার বেশি কিছু না। বিশেষ করে ওখানের ভ্রমণ বিষয়ক লেখা যদি পড়েন। আমার তো ওগুলো পড়ে এক উদার "বিশ্বময়ীর আঁচল পাতা" অনুভব হয়েছিলো। কোথায় উত্তর মেরু, কোথায় মিশর কোথায় পালেংক, কোথায় কালাকমুল কোথায় এজিনা কোথায় চিচেন ইৎজা কোথায় তিব্বত-সব ঘুরে বেড়াচ্ছে ভ্রমণপিপাসু সেই বাঙালি আর কী অনাবিল ভাষায় লিখছে সেসব, তরতরে নদীর মতন ভাষা! ঃ-)
nk | ২৮ মার্চ ২০১২ ২২:০৭ | 151.141.84.239
পাই, গেটেড কমুনিটি শুনলেই কেমন এক চারিদিকে বেড়া দেওয়া সবুজ মাঠ মনে হয় আর সেখানে চরে বেড়ায় নানা প্রাণী, গাছে গাছে বসন্তের কিশলয়, মাঠে নতুন ঘাস। প্রজাপতি আর পাখিও বিস্তর! ঃ-)
nk | ২৮ মার্চ ২০১২ ২২:০৪ | 151.141.84.239
কাজু, ঃ-)
Kaju | ২৮ মার্চ ২০১২ ২১:৪২ | 59.93.192.151
হুম, কান্তদিদি ঠিকই বলেছে। Follow me এখানেও গুগুল ভরসা !
"হ্যান্সাপ, ডল মুক! ", একজনের এরকম একটা কথা শোনার ছোটোবেলার স্মৃতি ছিলো, কোনো একটা ইংরেজি সিরিয়ালে। পরে বড় হয়ে প্রচুর চেষ্টা করেও বুঝতে পারছেন না মূল জিনিসটা কী ছিলো। হ্যান্সাপ না হয় হ্যান্ডস আপ হতেও পারে, কিন্তু ডল মুক কী?
ঘটনাচক্রে একদিন সেটার একটা ক্লিপ পেয়ে গেলেন, তখন দেখলেন, ওখানে ছিলো "হ্যান্ডস আপ, ডোন্ট মুভ।"
ঃ-)
nk | ২৮ মার্চ ২০১২ ২১:২৮ | 151.141.84.239
দুখে, মৈত্রেয়ী সারাভাই এর কথা পড়েছি কি পড়ি নাই? এটা কি পরবাস এর লেখার সূত্রে কইছেন? রাতবিরেতের গজল? কিসুই মনে পড়ে না, এদিকে এখন ফন্ট বদলে গিয়ে আর দেখতেও পারি না ঐসব লেখাগুলো। ঃ-( কাকাবাবু সিরিজে মাঝে মাঝে দেবলীনা বলে একটা মেয়ে চরিত্র আসতো বটে, কিন্তু কোনোদিন লীড রোলে না। সবসময় সাইডে ফাইডে, একেবারে এখনকার রাবিশ টাইপ কাকাবাবু জলদস্যু গল্পে তো তাকে টিপিকাল সেবিকা দেখানো হয়েছে আর জোজো চরিত্রটাকে পুরো ভাঁড় করে দিয়েছে। ঃ-(
nk | ২৮ মার্চ ২০১২ ২১:২৪ | 151.141.84.239
আমি আবার কোত্থেকে যেন জানতাম, দাড়িদাদুর ইস্কুলে গাইতে হোতো Follow me, full of glee Singing merrily merrily merily
ঃ-)
Kaju | ২৮ মার্চ ২০১২ ২১:১৩ | 59.93.243.25
কিন্তু call of thee glee যাই হোক, এটা জানলেন কোত্থেকে? গানটা অন্য সূত্রে জানা ছিল?
achintyarup | ২৮ মার্চ ২০১২ ২০:৩০ | 115.111.248.134
ঠিক ঠিক। এটাই ছিল বোধ হয়। ভুলভাল লিখেছিলাম
aranya | ২৮ মার্চ ২০১২ ১৯:৫৪ | 144.160.226.53
কলোকি, পুলোকি = call of thee, full of glee
achintyarup | ২৮ মার্চ ২০১২ ১৯:১৫ | 115.111.248.6
ঃ-)
Kaju | ২৮ মার্চ ২০১২ ১৮:৫৬ | 121.242.160.180
call of glee-ই হওয়া উচিত, কিন্তু জীবনস্মৃতিতে তো রবি মনে করতে পারেন নি।
আরে,
মেরি - মেরিলি - মেলালিং
achintyarup | ২৮ মার্চ ২০১২ ১৮:৫২ | 115.111.248.134
কলোকী-টা যদ্দুর মনে পড়ে Call of glee.
কিন্তু মেরি টেইলর শুনে কেন এইটে মনে পড়ল?
Kaju | ২৮ মার্চ ২০১২ ১৮:৪২ | 121.242.160.180
রবিকাকা নর্মাল স্কুলের প্রার্থনাসঙ্গীত।
Full of glee, singing merrily, merrily, merrily
কলোকীটা কোত্থেকে জুড়ে গেছিল কে জানে। আসলে অচিন্ত্যদা মেরি টেইলর বলল, তাতেই মনে পড়ে গেল।
Kaju | ২৮ মার্চ ২০১২ ১৮:৪২ | 121.242.160.180
*রবিকাকা-র
উফ্ !
PM | ২৮ মার্চ ২০১২ ১৮:৩৫ | 86.96.162.13
কাজু, ঐ "মেলানিং" কোথায় পড়েচিলুম মনে পড়ছে না। একটু ধরিয়ে দিন তো? মনটা খচ খচ করছে মনে করতে না পেরে ঃ)। ইস্কুলের কোনো প্রার্থনার অপভ্রংশ জদ্দুর মনে পড়ছে
Kaju | ২৮ মার্চ ২০১২ ১৮:০৮ | 121.242.160.180
বোতিন্দা এই সময়টায় অপূর্ব হয়ে যায়।
Bratin | ২৮ মার্চ ২০১২ ১৮:০৬ | 122.248.183.1
কাটি।
Kaju | ২৮ মার্চ ২০১২ ১৮:০০ | 121.242.160.180
ওমা, এতে খাটনি তো মাথার। রোগা হবে কেন? নতুন জিনিস চান না আফনে? চিরকাল এই একভাবে চলবে নাকি? আর ও যা জিনিস, ও সিকি অ্যাগদিনে বানিয়ে ফেলবে, অ্যাগদিনে। একে তো ক্রোমে আর RockMelt-এ একতলা থেকে ল্যাখাই যায় না। কত্ত বাগ ! অ্যাগডা নাকি !
kumu | ২৮ মার্চ ২০১২ ১৭:৫৬ | 122.160.159.184
সিকি বেচারী খেটে খেটে আরো রোগা হোক এই কি চাও তোমরা?ইদিকে তালেগোলে কুঁড়ি কোন দেশে চলে গেল কেজানে।
Kaju | ২৮ মার্চ ২০১২ ১৭:৪৪ | 121.242.160.180
'কলোকি পুলোকি সিংগিল মেলালিং মেলালিং মেলালিং'
achintyarup | ২৮ মার্চ ২০১২ ১৭:৩৮ | 115.111.248.134
ও ডিডি, কি কৈন্সিডেন্স! আম্মো তো কয়েকদিন আগেই মেরি টেইলর কিনলুম। এ দেশে পাওয়া যাচ্ছিল না, বিদেশী সাইটে অর্ডার দিয়ে আনালুম
Kaju | ২৮ মার্চ ২০১২ ১৬:৪৬ | 121.242.160.180
কুমুদি এরম বলতে নেই। এরে কী কয় জানেন? ক্লায়েনকে বলা, তুই ব্যাটা নিজে ডেভেলপমেন্ট কর তো দেখি, কত বড় হনু হইচিস !
Kaju | ২৮ মার্চ ২০১২ ১৬:৪৪ | 121.242.160.180
দেব। আর বছর চল্লিশ বড় হই। ঃ))
kumu | ২৮ মার্চ ২০১২ ১৬:৪১ | 122.160.159.184
সিকি ঠিক্কয়েছে- ""সংসারধর্ম বড় ধর্ম মা,তাই পারি না ছেড়ে যেতে""-কবি কবেই বলেচেন। কাজু নাহয় ততক্ষণ মনোমিটারের সার্কিটটা এঁকে ফ্যালো।
ডাবের মধ্যে মাল ভরে খাওয়া ডাবের অপমান। নেহাত ডাব কথা কইতে পারে না, কিছু করতে পারে না তাই। নইলে দেখতে, পানকার্য সমাপ্ত হইলে উহা ছুটে আসতে পানকারী ব্যক্তির দিকে 'হেড' দিতে টু কিপ আ টোকেন অন দা কপাল অব দা ব্যক্তি।
কিন্তু ডাব সেসব কিছুই করে না। শুধু শাঁসের ভেতর নিঃশব্দে জমিয়ে তোলে দীর্ঘস্থায়ী গাঢ় অভিমান। কিঁউকি শাঁস ভি কভি বহু থি...
siki | ২৮ মার্চ ২০১২ ১৬:২৩ | 155.136.80.36
মিথ নয়। সত্যিই আসছে। এতদিন ধৈর্য ধরলেন, আর এক মাস মতন ধরুন। কথা দিচ্ছি, এক মাসের ভেতরে আসবে নতুন অবতার।
চাকরি বাকরি সংসারধর্মের ফাঁকে কাজ করতে হয় দাদা। ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন