এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aranya | ২৭ মার্চ ২০১২ ২২:৩৯ | 144.160.226.53
  • গোয়েন্দা গন্ডালু-তে কিশোরী গোয়েন্দারা আছে, নিশি যেমন চেয়েছেন, তবে সমগ্র বাংলা সাহিত্যে খুবই কম বটে।
  • Sibu | ২৭ মার্চ ২০১২ ২২:৩৭ | 74.125.59.177
  • মনে পড়েছে মিশরীয় সৃষ্টিতঙ্কÄ। আমার এক বান্ধবী ছিল, জুলজির ছাত্রী। সে এই গল্পটার একটা ইভোল্যুশনারী ব্যাখ্যা দিত। তার কথা ছিল, একটি-দুটি ছেলেপিলে হবার পরে এই যে দূরত্ব, সে আসলে প্রকৃতির বার্তা। আর কারো সাথে যাও, অপত্যদের জিন-পুলে বৈচিত্র্য বাড়াও। ঃ)
  • byaang | ২৭ মার্চ ২০১২ ২২:৩৫ | 122.167.68.195
  • মিঠু, ভবের হাট
  • nk | ২৭ মার্চ ২০১২ ২২:৩৩ | 151.141.84.239
  • শিবু, জানেন তো সেখানে সেখানে ভূমি "গেব" হলেন পরমপিতা শিব আর আকাশ "নাত" হলেন পরমা মাতা পার্বতী। ঃ-)
  • nk | ২৭ মার্চ ২০১২ ২২:৩১ | 151.141.84.239
  • m, ইউটিউবে।
    শিবু, সেইজন্যেই তো ক্লোজ এককাউন্টারে থাকা আকাশ আর ভূমি থেকে ঠেলে আকাশ উপরে সরিয়ে দিয়ে মাঝখানে মানুষের থাকার জায়্‌গা করে ছিলো মিশরীয়রা। ঃ-)
  • nk | ২৭ মার্চ ২০১২ ২২:২৮ | 151.141.84.239
  • একটা জিনিস লক্ষ করেছেন কি আপনেরা যারা জাফর ইকবালের লেখাগুলো পড়েছেন? কিশোর কাহিনিতে কিশোরী মেয়ে চরিত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকায়, নেতৃত্ব ও দেয় অনায়াসে। বকুলাপ্পু, নীতু এরা। আমাদের দিকের কিশোর অ্যাডভেঞ্চারে যেটা কিনা দেখাই যায় না। সব সময় অমুকদা বা তমুকদা! সতেজ শক্তিশলী বুদ্ধিওয়ালা অ্যাডভেঞ্চারপ্রিয় কিশোরীদের এদিককার গল্পে প্রায় দেখাই যায় না।
  • Sibu | ২৭ মার্চ ২০১২ ২২:২৮ | 74.125.59.177
  • নাঃ, হর-পার্বতীর কথা সামান্য মানুষের প্রসঙ্গে আনতে নেই। ওঁরা তো অনন্তকাল ধরে বাগর্থমিবৌ সম্পৃক্তৌ। সেই ক্লোজ এনকাউন্টারে আমাদের প্রান হাঁপিয়ে ওঠে। একটু স্পেস না থাকলে বাঁচি কি করে? দেব-দম্পতির তো আর অক্সিজেন লাগে না।

    বরং আদম ও ঈভ, অনেক কাছাকাছি। শুধু ইডেন থেকে নির্বাসন, ওঁদের যা তাৎক্ষনিক, আমাদের তা হয় অনেক কাল ধরে। ঈশ্বর প্রথম মানুষের ওপর এই একটি দ করেছিলেন। ওঁদের যন্ত্রণা প্রলম্বিত করেন নি।
  • m | ২৭ মার্চ ২০১২ ২২:২৮ | 50.82.180.165
  • এনকে, ভবের হাট কোথায় পাওয়া যায়?
  • m | ২৭ মার্চ ২০১২ ২২:২৬ | 50.82.180.165
  • প্রচেত গুপ্ত হু আ র অনুসরণ- আমি শীর্ষেন্দুর সঙ্গে ভাবনাপ্রবাহে কোথাও কোথাও মিল পাই।

    বহুব্রীহি,আজ রোববার এগুলো কপি করে একবন্ধু টেক্সাস থেকে নিয়ে এসেছিলো। ডিডি বাংলার স্বর্নযুগে বাড়ির মাথায় অ্যান্টেনা লাগিয়ে শুক্কুর বার আর রবিবার ঝিরি ঝিরি ছবিতে লোকে এই সিরিয়াল আর নাটক ইত্যাদি দেখতোঃ)
  • nk | ২৭ মার্চ ২০১২ ২২:১৯ | 151.141.84.239
  • আহা, সে আপনারা কি শুধু আপনারা? সেই আপনারা আবহমানের পার্বতী-শিব, আদম ও ইভ, সর্বমানবের সম্পদ।
    ঃ-)
  • Sibu | ২৭ মার্চ ২০১২ ২২:১৭ | 74.125.59.177
  • ঃ)

    জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। এখন সে কান্নার ফটোগ্রাফিক রেকর্ড থাগলে দেখে বৌ বড্ডই নাক সিঁটকাতো।
  • nk | ২৭ মার্চ ২০১২ ২২:১৪ | 151.141.84.239
  • ওঃ, শিবু! তখন যদি একটা পাপারাৎজি থাকতো! আপনাদের ঐ এন্ট্যাংলড কান্নার ছবি আর সামনে টিভিতে বাকের ভাই মুনাকে কী যেন বলছে--- জীবন ও কাব্যের এই মিশেল দেখে পাষাণ ও চোখের জলে উলুতপ্লুত হয়ে যেতো। ঃ-)
  • Sibu | ২৭ মার্চ ২০১২ ২২:০৯ | 74.125.59.177
  • আহা, বাকের ভাই। 'কোথাও কেউ নেই' দেখেছিলাম গ্র্যাড স্টুডেন্ট থাকাকালীন। রাত একটা নাগাদ দেখতে শুরু করেছিলাম। পরদিন বরফ ঝরা নেব্রাস্কার সকাল। সিরিয়াল শেষ হয়ে আসছে। আমি আর গিন্নী পরস্পরকে জড়িয়ে ধরে বাকের ভায়ের ফাঁসির দুঃখে অঝোরে কাঁদছি। তারপরে অনেক দিন ধরে বৌয়ের ওপর রেগে গেলে 'কুত্তাওয়ালি' বলে গাল দিতাম। অবিশ্যি বৌ-ও 'বহুব্রীহি' থেকে একটা গালি শিখে নিয়েছিল। রেগে গেলে আমাকে বলত 'তুই রাজাকার'।
  • nk | ২৭ মার্চ ২০১২ ২১:৫৬ | 151.141.84.239
  • হুতো, সুযোগ পেলে ওনার "আজ রবিবার" আর "খোয়াবনগর" সিনেমা দুটো দেখতে পারেন, নেটে আছে। আর "কোথাও কেউ নেই" এই টিভি সিরিজের অনেক পর্ব নেটে আছে, ওটাও খুব ভালো।
    তবে সালাহুদ্দিন লাভলুর পরিচালিত "ভবের হাট" সিরিজটা দেখে আমি চিরকালের ফ্যান হয়ে গেছি ঐ সিরিজের, সাধারণ জীবনযাপনের পরতে পরতে যে এতো বিপুল হাসি মজা আনন্দ লুকিয়ে থাকে, ঐ সিরিজ না দেখলে বুঝতাম না। বিশেষ করে প্রথম কয়েকটা এপিসোড একেবারে অনবদ্য। ঃ-)
  • d | ২৭ মার্চ ২০১২ ২১:৫৫ | 14.99.4.104
  • এইটা আমি কব্বে ভাটেই বলেছিলাম। প্রচেত গুপ্ত হু আ'কে হু হা নকল করেন।
  • r2h | ২৭ মার্চ ২০১২ ২১:৫১ | 198.175.62.19
  • প্পনকে ক
  • ppn | ২৭ মার্চ ২০১২ ২১:৪৯ | 112.133.206.22
  • শীর্ষেন্দুর মত লাগে? কে জানে! আমার তো মনে হয় প্রচেত গুপ্ত প্রাণপণে ওনাকে অনুসরণ করেন।
  • nk | ২৭ মার্চ ২০১২ ২১:৪৮ | 151.141.84.239
  • "হিমুর রূপালি রাত্রি"--বহু বছর আগে পূজাসংখ্যা দেশ পত্রিকায় এইটা পড়ে তব্দা খেয়ে গেছিলাম, তখন আমি বোকাসোকা মানুষ, গপ্পো ই দেখতাম লেখক কে দেখতাম না, এই আশ্চর্য তরতরে নদীর মতন গপ্পো পড়ে উল্টিয়ে দেখে নিলাম লেখকের নাম। অচেনা নাম, হুমায়ুন আহমেদ। কে ইনি?
    তখন আর কিছু পাওয়ার উপায় নেই, কিছু না, শুধু মনে রয়ে গেলো হিমালয়, যাকে মহাপুরুষ তৈরী করার চেষ্টা করেছিলেন তার বাবা, যুক্তি ছিলো মানুষ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হবার স্কুলে পড়ে তা হতে পারে তবে মহাপুরুষ বানানোর স্কুলে তা হবে না কেন?
    পরে বহুকাল পরে, কন্‌ফুসিয়াসকে পেয়ে প্রথম সুযোগেই জিগালাম আচ্ছা হিমালয় নামের চরিত্রটা নিয়ে যিনি গল্প লিখতেন----ব্যস, বন্যার মতন খবর পেলাম আর অনেক ভালো ভালো লেখা পেলাম। ঃ-)
    ভাগ্যিস ইন্টারনেট এসেছিলো, ভাগ্যিস! নইলে জাফর ইকবালের অসাধারণ কিশোর কাহিনি গুলো কোনোদিন পড়া হোতো না। রাশেদ, নীতু, বকুলাপ্পু, রবিন, রুকসানা ম্যম, তপু, দীপু, আহা, কীসব সতেজ চরিত্র!

    শুধু শব্দ বা ভাষা না, আরো একটা বিপুল গ্লাস ব্যারিয়ার আছে আমাদের এইসব ভালো লেখা থেকে বঞ্চিত থাকার। তার কারণ গুণীজনেরা বিশ্লেষণ করুন।
    আমার মত গরীবের কাছে ওয়েব ত্রাণকর্তা। ঃ-)
  • r2h | ২৭ মার্চ ২০১২ ২১:৪৩ | 198.175.62.19
  • হুমায়ুন আহমেদের পরিচালিত নাটক/সিনেমা কেউ দেখেছেন? আমি "আগুনের পরশমনি' দেখলাম কিছুদিন আগে ইউটিউবে। আগুনের পরশমনি আমার পড়া প্রথম হুমায়ুন আহমেদের উপন্যাসও বটে।
  • m | ২৭ মার্চ ২০১২ ২১:৩৯ | 50.82.180.165
  • প্রথমবার দেশে কোনো একটা পুজোসংখ্যায় হু আ একটি উপন্যাস লিখেছিলেন- সম্ভবত এদিককার বড় হাউজে ওর প্রথম উপন্যাস।
    সেটা পড়ে এত্তো ভালো লেগেছিলো যে কি বলবো- যে রকম জীবন আমরা সকলেই কখনো না কখনো চাই, সেই ভাবে নির্ভার ভঙ্গীতে চরিত্রগুলো সেই জীবনে বাস করে।ওর লেখা তারপর থেকেই নেটে খোঁজা এবং পড়ার শুরু। গল্প বলার ভঙ্গীতে শীর্ষেন্দুর সঙ্গে মিল পাই কোথাও কোথাও।

    মিশির আলি আর হিমু আমার খুব প্রিয়।
  • sda | ২৭ মার্চ ২০১২ ২১:৩০ | 117.194.193.43
  • অতিপ্রাকৃত বা অধিবাস্তব গল্প লেখার ক্ষেত্রে এই দুই ভাই এপার বাংলার লেখকদের থেকে অনেক বেশী অবদান রেখেছেন।
  • r2h | ২৭ মার্চ ২০১২ ২১:২৯ | 198.175.62.19
  • মনের মত চাক্রী দিয়ে কি হবে, মনের মত চাক্রী তো হয়তো কিছু থাকলেও থাকেত পারে, কিন্তু সে আমায় দিচ্ছে কে, যোগ্যতা থাকতে হবে তো। রিয়ালিস্টিক কিছু চাই।

    আমি কেমনি মানুষ হই।

    জাফর ইকবাল বেশী ভালো লাগে, কিশোরপাঠ্য লেখাগুলো বড্ড ভালো লাগে। তাঁর লেখায় দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা বড় তীব্র ভনিতাহীন সত্যি বলে মনে হয়। আনন্দবাজারে সরস্বতী হেমব্রমের ছবি http://www.anandabazar.com/27uttar1.html দেখে আবার সেই অক্ষম রাগ বিরক্তি বিষন্নতা চলে এলো, সারাদিন আর এর থেকে বেরুতে পারবোনা। পারবোনা বলা ভুল, একটু পরেই আবার ভুলে যাবো- জানি বলে নিজের ওপরও বিরক্তি আসে।
  • sda | ২৭ মার্চ ২০১২ ২১:২৮ | 117.194.193.43
  • হ্যাঁ মিশির আলি। বাংলা সাহিত্যের একটা ইউনিক চরিত্র।
  • ppn | ২৭ মার্চ ২০১২ ২১:২৬ | 112.133.206.22
  • মিশির আলি এখনো টানে।
  • aranya | ২৭ মার্চ ২০১২ ২১:১৭ | 144.160.226.53
  • হু আ আর জা ই এই দুই ভাইয়ের লেখা আমার আরও একটা কারণে ভাল লাগে - এরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে লেখেন। এদের বাবাকে (পুলিশ অফিসার এবং একজন অসাধারণ মানুষ) পাক সেনা গুলি করে মেরে নদীতে লাশ ভাসিয়ে দিয়েছিল।
    বর্তমান বাংলাদেশে মৌলবাদ বাড়ছে, বাড়ছে মৌলবাদী শিল্পী, সাহিত্যিকের সংখ্যা, এটা একটা চিন্তার কারণ।
  • pi | ২৭ মার্চ ২০১২ ২১:০২ | 72.83.76.34
  • হুঃ আঃ এর বেশ কিছু লেখাতে শুধুই সাধারণ সুখপাঠ্য গল্পের চেয়েও অনেক বেশি কিছু পেয়েচি। শুধু হিমু সিরিজ না।
  • sda | ২৭ মার্চ ২০১২ ২১:০১ | 117.194.193.43
  • তবে হিমু সিরিজের প্রথম কয়েকটা নিঃসন্দেহে অসাধারণ লেখা। অতিপ্রাকৃত গল্পগুলো ও খুব টানে, এখনো।
  • m | ২৭ মার্চ ২০১২ ২০:৫০ | 50.82.180.165
  • হুমায়ুন আহমেদ শুরুর দিকে যখন নেটে পড়তে শুরু করেছিলাম- মনে আছে, ২০০৪ এর শুরুর দিকে, শুয়ে শুয়ে পড়তে সুবিধে হবে বলে প্রিন্ট আউট নিয়ে মোটা ফাইলে ভরে বিছানার পাশে রাখা থাকতো- তারপরে সময়ের সঙ্গে সঙ্গে 'সুখপাঠ্য' লেখাগুলো কিরকম যেন একঘেয়ে হয়ে গেলো।
    পঃ বঙ্গে বাংলাদেশের লেখার সঙ্গে 'সাধারণ গল্পভালোবাসা' লোকজনের আলাপ এবং আগ্রহ তৈরিতে হুমায়ুন আহমেদের অবদান প্রচন্ড। লোকটার গল্প বলার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই।
  • pi | ২৭ মার্চ ২০১২ ২০:৪৯ | 72.83.76.34
  • * ভুতুড়ে
    **মনোমিটার
  • pi | ২৭ মার্চ ২০১২ ২০:৪৮ | 72.83.76.34
  • হঁউ। এমনই চাই। তবে অমন ভুতুড়ী হাত নয়। ভয় লাগে। আমি হাতে পেন কি মাউস ছুঁয়ে থাকলেই খাতা কি মনিটরে লেখা হয়ে জাবে, এমনটা চাই। হ্যায় কৈ বানানেওয়ালা ?
  • Lama | ২৭ মার্চ ২০১২ ২০:৪৬ | 117.194.224.233
  • সাইকো চিরোগ্রাফের হেডফোনের মত অংশ দুটো মাথার দুপাশে লাগিয়ে যা ভাবা হত, একটা রোবোটিক হাত কাগজের ওপর তাই লিখে দিত, একই জিনিস একটা মনিটরের পর্দায়ও ভেসে উঠত
  • pi | ২৭ মার্চ ২০১২ ২০:৪০ | 72.83.76.34
  • ওহ ! সাইকো চিওগ্রাফ কি এমনি মন পড়ার যন্তর ছিল ?
  • Lama | ২৭ মার্চ ২০১২ ২০:৪০ | 117.194.224.233
  • মধ্যবয়েস কার হল? ক্কই, ক্কই, দেখি?
  • pi | ২৭ মার্চ ২০১২ ২০:৩৯ | 72.83.76.34
  • মনের মত চাগ্রি টই টা চলবে না ? তুলে দি ?
  • Lama | ২৭ মার্চ ২০১২ ২০:৩৭ | 117.194.224.233
  • এই মনোমিটার জাতীয় একটা যন্ত্র নিয়ে অদ্রীশ বর্ধনের "সাইকো চিরোগ্রাফ' নামে একটা গল্প বেরিয়েছিল ১৯৮২র শারদীয়া কিশোর জ্ঞান বিজ্ঞানে
  • r2h | ২৭ মার্চ ২০১২ ২০:৩৬ | 198.175.62.19
  • হ্যাঃ শুভদিন না ইসে। বয়েস খালি বেড়েই চলেছে।
    পারেন তো কেউ "মধ্যবয়েসে খুঁজুন নতুন পেশা ' বলে একটা টই খুলুন।
  • pi | ২৭ মার্চ ২০১২ ২০:৩০ | 72.83.76.34
  • সেতো আমি কবে থেকেই মনোমিটার বানানোর সাজেশন দিয়ে চলেছি। যা ভাববো, ভাবামাত্তর টকাটক লেখা হয়ে যাবে !
  • Lama | ২৭ মার্চ ২০১২ ২০:২৯ | 117.194.224.233
  • টাইপোহীন ভাইপো আবার কে? ভাইপোর মত ভাইপো হতে গেলে সন্ধ্যের পর পুলিশকে চমকে বোটনিক্যাল গার্ডেনে ঢুকতে হবে। তবে না ভাইপো
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ২০:১৯ | 121.242.160.180
  • শ্যামা কৌন হৈ? উনি মৌমিতা গুপ্তের কন্যা।

    সাজুটা অবজ্ঞা করবেন না। যদি আরো আড্ডাধারী জোটাতে চান, তো ইমিডিয়েটলি এটাকে নিয়ে কাজ শুরু করে দিন। সবাই কি আর টেক স্যাভি?
  • d | ২৭ মার্চ ২০১২ ২০:১৬ | 14.96.92.92
  • সমরেশ মজুমদারকে তো সেই দুই আড়াইখান উপুন্যাস লেখার পরই কি কালবেলায় যে ধরল। ;-)
  • m | ২৭ মার্চ ২০১২ ২০:১৫ | 50.82.180.165
  • ঠিক কাজু। শ্যামা গুপ্তঃ)
  • m | ২৭ মার্চ ২০১২ ২০:১৪ | 50.82.180.165
  • গল্প বলিয়ে হিসেবে বানী বসু কে আমার সমরেশ মজুমদারের চে যে কোনো দিন বেশি ভালো লাগেঃ)
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ২০:১২ | 121.242.160.180
  • একটা নতুন জিনিস ট্রাই করলে কেমন হয়।

    ধরো, বাংলা লিখতে তেমন দড় নই। তো, আমি কলমের পেছনদিকটা দিয়ে যে টেবিলে বসে কাজ করছি, তাতে তাড়াতাড়ি করে কিছু লিখলাম অদৃশ্য অক্ষরে, মানে হাওয়ায় আঙুল চালিয়ে লেখার মত। তারপর সেগুলোতে হাত বুলিয়ে কম্পু-র স্ক্রীনে হাতের তালুটা চেপে দিলাম। অমনি সব লেখা নিজে ঠিকঠাক সাজিয়ে নিয়ে টাইপোহীন ভাইপোর মত চলে এল।

    তাহলে যে কী সুবিধে হবে, জাস্ট ভাবতে পারছ না কেউ। ঃ))
  • m | ২৭ মার্চ ২০১২ ২০:০৭ | 50.82.180.165
  • উফ্‌,পেছনের পাতা পড়ে উঠলাম- ব্যাং হাত কেমন আছে? ডাক্তার দেখালে?
  • pi | ২৭ মার্চ ২০১২ ২০:০১ | 72.83.76.34
  • হুতো, এই শুভদিনে একটু পীড়বন্দনা হবেনা ? ঃ)
  • Lama | ২৭ মার্চ ২০১২ ২০:০০ | 117.194.224.233
  • কাব্লিদা, হ্যাবাড্ডির উল্লাস!

    হুতোর আবার বাংলা তারিখ অনুযায়ী কাল জন্মদিন ছিল। মা পূজো দিল, আমরা মিষ্টান্নাদি খেলাম
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ২০:০০ | 121.242.160.180
  • মাইমা গুপ্ত ভাবছে। বুইলাম। ইনি তো মিত্র।
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ১৯:৫৯ | 121.242.160.180
  • ফস্‌সা। টুকটুকে।
  • m | ২৭ মার্চ ২০১২ ১৯:৫৫ | 50.82.180.165
  • এইটা কোন রিমঝিম? ফস্‌সা না কালো?
  • r2h | ২৭ মার্চ ২০১২ ১৯:৫৫ | 198.175.62.19
  • সবাইকে অনেক ধন্যবাদ ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত