এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ২৮ মার্চ ২০১২ ১২:১৩ | 121.242.160.180
  • একখান পোশ্নো এইখানে রেখে যাই।

    বলি কাল মীরাক্কেল দ্যাখসেন, মীরাক্কেল ? অ্যাঁ? কেউ আমারে কইতে পারবেন, বোতোতি আর রনি ফোনে ফোনে যে দুইখান কবিতা আব্বিত্তি করল, উহাদের নাম কী, কাঁহাদের ল্যাখা? চই চই...চই চই...চই চই...
  • Jhiki | ২৮ মার্চ ২০১২ ১২:০৬ | 182.253.0.99
  • ২০০২ এ মালেশিয়া গেলাম। প্রথমবার বিদেশ যাত্রা, তাও একা, তাই সাথে বইপত্র খুবই কম (টেকনিক্যাল বইপত্রও নিতে হয়েছিল)..... কিছুদিনের মদ্যেই সে সব বই শেষ, অতঃকিম?

    শুনলাম মসজিদ ইন্ডিয়ায় বাংলাদেশী দোকানে বাংলা বই পাওয়া যায়।
  • Jhiki | ২৮ মার্চ ২০১২ ১২:০৩ | 182.253.0.99
  • বাংলাদেশী পত্রিকা নিয়ে আমার দু-চার কথা বলার আছে। এটা একান্তই আমার নিজের কথা।

    ২০০০ সালের দিল্লী বইমেলায় প্রথম বাংলাদেশী পত্রিকা দেখি। একটা কিনেও আনি- ঈদ সংক্যা "অন্যদিন'। আমাদের পুজো সংখ্যার মতই মোটা। অনেকগুলো গল্প উপন্যাস ছিল, হুমায়ুন আমেদের-ও ছিল(তবে তার আগেই বোধহয় হু আ দেশে পড়েছিলাম), আর ছিল প্রত্যেক পাতায় লেখাটার স্পনসররের বিজ্ঞাপণ। আমার চোখে সেটা খুব অদ্ভুত লেগেছিল, স্পনসরড লেখা! তবে মোটের ওপর পুরো পত্রিকাটা বেশ ভালো ই লেগেছিল। আমার পড়া সেষ হওয়ার পর আমার হবু বর পড়ল, তারও ভালো লাগল...... পরেরবার বারী জাওয়ার সময় বইটা বাবাকে দিলাম, বাবা কিন্তু খুব একটা ভালো কিচু বলল না।

    যাই হোক, এর থেকে আমাদের ধারণা হল বাংলাদেশী পত্রিকার মান বেশ উঁচু।
  • pi | ২৮ মার্চ ২০১২ ১১:৪৭ | 72.83.76.34
  • নিশি, একটা চার, তাই তো। একই গুরুর অন্য প্ল্যাটফর্মের কম্যুনিটি নিয়ে যা পারসেপশন দেখি ঃ)
    কিছুটা মাত্রাত পার্স্পরিক পার্সেপশন নিয়েও বলা যায়।

    যত দিন যাচ্ছে, মনে হয়, আসলেতে আমরা প্রায় সবাই, সর্বত্রি গেটেড কম্যুনিটিত ই প্রেফার করি, তার মধ্যেই বেশি স্বচ্ছন্দ ।
  • Ben Arfa | ২৮ মার্চ ২০১২ ১১:২৯ | 121.241.218.132
  • আমার মেল আইডি সব্বাই জানে, প্রথম নামের পর ৭২ লাগিয়ে জিমেল।
  • lcm | ২৮ মার্চ ২০১২ ১১:১৫ | 69.236.169.38
  • ফেসবুক আইবিএম-এর থেকে ৭৫০ পেটেন্ট কিনল।
    আইবিএম এর আগে একগাদা পেটেন্ট গুগল-কে বেচেছে।
    পেটেন্ট বিক্রির ব্যবসা ভালই করছে।
  • pi | ২৮ মার্চ ২০১২ ১১:১৪ | 72.83.76.34
  • এই ভালো খবরটা আশা করি লোকজন দেখেহি্‌চল।

    http://m.apnews.com/ap/db_16052/contentdetail.htm?contentguid=qpHCA19W

    প্রচুর রোগীর পরিবার সর্বস্বান্ত হওয়া থেকে বাঁচবে।
  • sda | ২৮ মার্চ ২০১২ ১১:১১ | 59.97.137.133
  • বেন আর্ফা স্যার (অরিজিৎদা তো?), থ্যান্‌কু ফর দ্য ইনফরমেশন। আপনার মেল আই ডি টা দেবেন ? খোলা পাতায় দিতে অসুবিধা থাকলে saikat.cppঅ্যাট জিমেলে একটু টোকা দিন প্লিজ।
  • Ben Arfa | ২৮ মার্চ ২০১২ ১১:০৩ | 121.241.218.132
  • ওহে - একটু হাইফেন লাগাও। আই-তবলা-প্রো কে আইত-বলাপ্রো পড়লে কিসু বোঝা যাবে না।
  • kc | ২৮ মার্চ ২০১২ ১১:০১ | 194.126.37.78
  • ছোটাইদি বসি তো। তবে এখন আইফোনে আইতবলাপ্রো বলে একটা সফটওয়্যার লোড করেছি। এত ব্যাপক জিনিস আর দেখিনি। তানপুরা নিয়ে বসার নামে ওটা নিয়েই খেলি।
  • d | ২৮ মার্চ ২০১২ ১১:০০ | 14.96.3.217
  • ধ্যাত্তেরি!!
    সকালের ফুরফুরে মেজাজটা খিঁচড়ে গেল একদম।
  • dukhe | ২৮ মার্চ ২০১২ ১১:০০ | 202.54.74.119
  • কিন্তু nk পুলিশ অফিসার মৈত্রেয়ী সারাভইয়ের গল্প পড়েন নাই?
  • i | ২৮ মার্চ ২০১২ ১০:৫৭ | 137.157.8.253
  • বেন বড় ভালো লিং দিয়েছে তো ১০টা ৫৭য়।
  • i | ২৮ মার্চ ২০১২ ১০:৫৭ | 137.157.8.253
  • অ্যাল ১০টা ৫২য়
  • i | ২৮ মার্চ ২০১২ ১০:৫৪ | 137.157.8.253
  • কেসি, আজকাল তানপুরা নিয়ে বসেন না?
  • Bratin | ২৮ মার্চ ২০১২ ১০:৫০ | 122.248.183.1
  • কেসি কে বৌ বকেছে?
  • Bratin | ২৮ মার্চ ২০১২ ১০:৫০ | 122.248.183.1
  • ও আচ্ছা!! ঃ-))
  • kc | ২৮ মার্চ ২০১২ ১০:৪৯ | 194.126.37.78
  • অরিজিৎ, খ্যাঙরার স্টেজ নাকি পেরিয়ে গিয়েছি। এখন যেটা খাই, তাকে বলে হাম্পু। ঃ-))
  • Bratin | ২৮ মার্চ ২০১২ ১০:৪৯ | 122.248.183.1
  • কেন কেন? আমার কি রাজনীতি নিয়ে কতা কইতে নেই । নাহয় তোমাদের মতন হাতে কলমে রাজনীতি কতি নি বা ফান্ডামেন্টাল নলেজ নেই? ঃ-))
  • Ben Arfa | ২৮ মার্চ ২০১২ ১০:৪৯ | 121.241.218.132
  • এখুনি লাইব্রেরী, জেলা পরিষদ ইত্যাদি গন্ডা গন্ডা লিংক দেবো, তখন লজ্জা করবে। তাই কাটাও।
  • Ben Arfa | ২৮ মার্চ ২০১২ ১০:৪৭ | 121.241.218.132
  • আর থাক বোতীন। এই টপিকটা তুমি কাটানই দাও;-)
  • Ben Arfa | ২৮ মার্চ ২০১২ ১০:৪৩ | 121.241.218.132
  • আমি তো টইয়ে ভালো ভালো কথা কয়ে এনু। এই যেমন টিসিএস ল্যাবের প্রশংসা করে এলুম। পাঠানদের শিলওয়ারের গপ্প করে এলুম...
  • Ben Arfa | ২৮ মার্চ ২০১২ ১০:২৮ | 121.241.218.132
  • সক্কাল সক্কাল খ্যাংড়া খেয়েচ নাকি?

    ;-)
  • kc | ২৮ মার্চ ২০১২ ১০:২৬ | 194.126.37.78
  • দাদারা, দিদিরা / মহায়রা, মহায়য়ারা,
    আপনাদের, আমাদের লাইফে কি ভাল কিচ্ছু কিচ্ছুটি নাই? ভাল কিছু কথা শেয়ার করেননা কেনে? ভাল খাদ্য ছাড়া অন্যকিছু, যেটা সত্যিই ভাল।
    আম্রিকা, আইআইটি, তিনোমূল, সিপিএম, বুদ্ধ, মমতা, চিদু, পোনোব, নক্‌শাল, এডুকেশন সবকিছু খারাপের পাশে থাকা কিছু ভাল কথা শেয়ার করুন ফিলিজ। বিশ্বাস করুন এত খারাপ খারাপ চিৎকৃত শোরগোলের মাঝে দম আটকিয়ে আসছে।
  • ppn | ২৮ মার্চ ২০১২ ১০:২৪ | 112.133.206.22
  • দেবলীনা তো জোজোকে কথায় কথায় অপদস্থ করত। ঃ-)

    আমার তো ঝিনুককেও হেব্বি স্মার্ট লাগে, গোয়েন্দা দীপকাকুর অ্যাসিস্ট্যান্ট।
  • Jhiki | ২৮ মার্চ ২০১২ ১০:০৪ | 182.253.0.99
  • ইয়েস!
  • Bratin | ২৮ মার্চ ২০১২ ০৯:৪৮ | 14.99.192.159
  • দেবলীনা? সন্তুর প্রতি একটু ইয়ে ছিল।
  • Jhiki | ২৮ মার্চ ২০১২ ০৮:৩০ | 182.253.0.99
  • কাকাবাবুতেও তো একটা মেয়ে আছে, নামটা এখন মনে পড়ছেনা, তবে সে বেশ চৌকস মেয়ে।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০৭:০৪ | 151.141.84.221
  • ছোটাই, সেই তো! সেই যে নচিকেতা গাইতেন, "সবাই চায় জিততে।" ঃ-)
    এদিকে অনেকে আন্তরিকভাবেই সমাধান খুঁজছেন, সমাধান কাছেই, কিন্তু "কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে!"
    কেমন আছো? নতুন কিছু লিখছো?
  • i | ২৮ মার্চ ২০১২ ০৬:৫৬ | 137.157.8.253
  • নিশি ১টা চার। খুব সত্যি কথা নিশি, খুব সত্যি কথা। এপাড়া ও পাড়া দূরস্থান, নিজের বৃত্তে বসে নিজের গলাই শুনি,গলার স্বর চড়তেই থাকে চড়তেই থাকে- অন্যর কথা, অন্যর অনুভূতির থোড়াই কেয়ার।
  • achintyarup | ২৮ মার্চ ২০১২ ০৪:০২ | 59.93.240.44
  • কলাবতীকে মনে নেই? মতি নন্দীর কিশোরী নায়িকা?
  • achintyarup | ২৮ মার্চ ২০১২ ০২:৪৭ | 141.0.10.105
  • আমার হেব্বি লাগত কলাবতীকে। একটু একটু প্রেমেও পড়ে গিয়েছিলাম যেন
  • kc | ২৮ মার্চ ২০১২ ০১:১৪ | 178.61.96.29
  • হুআর ভ্রমণ কাহিনীগুলোও খব ভাল লাগে আমার। অনেকদিন আগে পড়েছিলাম ' উঠোন পেড়িয়ে দুই পা'। এই সেদিন পড়লাম 'পায়ের তলায় খড়ম'।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০১:০৭ | 151.141.84.239
  • পিএম, এগুলোর একটাও প্রচারে টেনিদা ফেলুদা ফুচেদা নোলেদা বা কাকাবাবু সিরিজের ধারেকাছে? কতিপয় সন্ধানী খুঁজে খুঁজে পড়েন।
    সেই যেমন ঝোপে একটা মশা দেখে যেমন আমাদের রিদুদি আনন্দে চিৎকার করে উঠে কইলেন, "আছে রে মশা আছে।"
    সেই মশার সঙ্গে আমাদের গাঁয়ের বিপুল মশকবাহিনির তুলনা করুন। ঃ-)
  • nk | ২৮ মার্চ ২০১২ ০১:০৪ | 151.141.84.239
  • অনলাইন কমুনিটি গুলো ও পুকুরের মতন, নিজেরা নিজেরা নিজেদের নিজেদের বৃত্তে। একপাড়ার লিখিয়ে অন্যপাড়ায় যান না। কিন্তু সেভাবে মেলামেলি আদানপ্রদান থাকলে হয়তো গ্লাস ব্যারিয়ার কাটিয়ে ওঠা যেতো খানিকটা হলেও।
    মেলামিলি বলতে ঝগড়াঝাঁটি নয় কিন্তু, উভয়ে উভয়ের জোরের জায়্‌গাটা বুঝতে পারা, সেন্সিটিভ জায়গাগুলো বুঝতে পারা, সেগুলোকে যথাযথ মর্যাদা দিয়ে একটা কমন টার্মে আসার চেষ্টা করা। কিন্তু সেসব হয় না, কোথাও ই হয় না।
  • PM | ২৮ মার্চ ২০১২ ০১:০১ | 2.50.43.169
  • কেনো? কিশোর এডভেঞ্চারে অনেক মেয়ে চরিত্র আছে তো? কয়েকটা মনে পড়ছে
    - গন্ডালু, সন্দেশ-এ বেড়োতো। চারটে মেয়ের এডভেঞ্চার
    - রিজুদার রু-আ-হা, আনন্দমেলায় বেড়োতো। একটা চৌখোশ মেয়ে ছিলো যে ছেলের বলে বলে মুর্গী করতো
    - পান্ডব গোয়েন্দাতেও দুটো মেয়ে ছিলো মনে হয়। (আমার ছোটোবেলাতেই খুব দুর্বল লেখা বলে মনে হতো)
    - আর এখন মিতিনমাসী

    এই মেয়েগুলো একটাও প্রেম করতো না।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:৫৬ | 151.141.84.239
  • কারণ নিজেরা অনুসন্ধান করে বার করো। ঃ-)
    আমার ব্যক্তিগত মতে, অপরিচয়। জানতে না পারা। হাতে না পাওয়া। ঐ ভালো ভালো লেখা যদি আমাদের হাতে সহজে আসতো, পড়তাম না কি? ভালোবাসতাম না কি?
  • hu | ২৮ মার্চ ২০১২ ০০:৫৫ | 12.34.246.72
  • আরে! কত সাজেশন! থ্যাঙ্কু। পড়ার চেষ্টা করব একে একে ঃ-)
  • pi | ২৮ মার্চ ২০১২ ০০:৫২ | 128.231.22.249
  • নিশি, কী কারণ ?
  • sda | ২৮ মার্চ ২০১২ ০০:৫২ | 117.194.205.34
  • সুতোরন্তু জাফর ইকবালের লেখা কি ? যদি হয় তবে কোন বইয়ে পাবো ? অনেকদিন আগে পড়ে বেশ ভয় পেয়েছিলাম মনে আছে।
  • kc | ২৮ মার্চ ২০১২ ০০:৪৭ | 178.61.96.29
  • হুচে সবার আগে পড় জাফর ইকবালের ছেলেবেলা / ছাত্রবেলা / যৌবনবেলার স্মৃতিনির্ভর লেখা 'রঙিন চশমা' সঙ্গে সঙ্গেই ওনাকে খুব ভাল লেগে যাবে। তারপর পড়তে থাক।
  • nk | ২৮ মার্চ ২০১২ ০০:৪৬ | 151.141.84.239
  • সচল আর গুর্চ এই দুপারের দুই পাড়ায় যাতায়াতের সুবাদে আমার মনে হয়েছে প ব য়ের লোকেরা যে বাংলাদেশের সাহিত্য সেভাবে পড়ে না, এর কারণ ভাষা শব্দ বা বর্ণনার তফাৎ নয়, কালচার বা ধর্ম ও নয়, এগুলো খুব সামান্য ফ্যাকটর। এর বড়ো কারণ অন্য, একেবারেই অন্য।
  • hu | ২৮ মার্চ ২০১২ ০০:৪৫ | 12.34.246.72
  • ঠিকাছে নিশি ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত