এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২৭ মার্চ ২০১২ ১৯:৫৩ | 14.96.92.92
  • হু আ খুব জনপ্রিয়, কিন্তু আমার কেন যেন কোনওদিনই ভাল লাগল না। সেই আগের দুই চারখান তাও একরকম লাগল, কিন্তু , ব্যাস! এখন তো পড়তেই পারি না। জাফর ইকবাল অনেক বেশী ভাল লাগে। এদিকে ইলিয়াস, শহীদুল জহির আর মাহমুদুল হক অদ্ভুত ভাল লাগে। কেমন একটা ঝিম ধরানো নেশার মত। হরিশঙ্কর জলদাসের জলপুত্র অসাধারণ, ফাটাফাটি লেগেছিল। কিন্তু তার পরে আর একটা বই তেমন ভাল হয়েছে বলে শুনেছি, পড়ি নি এখনও। তার পরেরগুলো নাকি আর তেমন নয়। হাসান আজিজুল হককে চেনা আগুনপাখী দিয়ে। পরে ছোটগল্পের সংগ্রহ কিনে পড়েছি। ভাল লেগেছে। ইলিয়াসের চিলেকোঠার সেপাই আর খোয়াবনামা পশ্চিমবঙ্গে তাও চর্চিত, কিন্তু ইলিয়াসের ছোতগল্পগুলোও যে কি ভাল .... কি ভাল। সত্যেন সেনের ঐতিহাসিক বইগুলো আজও পড়া হল না। ঃ-(

    বাণী বসুর বক্তব্যে আমার আপত্তিটা অন্য জায়গায়।
  • ppn | ২৭ মার্চ ২০১২ ১৯:৫১ | 202.91.136.71
  • রিমঝিম হইল গিয়া অ্যালভিটো ডিকুনহার গার্লফ্রেন্ড।

    এইবার কুমুদি জিগাবেন হেইডা কেডা?

    গুগল করেন, গুগল। ঃ)
  • pi | ২৭ মার্চ ২০১২ ১৯:৫০ | 72.83.76.34
  • ছোটাইদির পোস্টে সুপাল্লইক করে গেলুম।
  • m | ২৭ মার্চ ২০১২ ১৯:৪০ | 50.82.180.165
  • হুতো জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।মাংস,পোলাও,বিরিয়ানিতে দিনটা ভালো কাটুক।
  • m | ২৭ মার্চ ২০১২ ১৯:৩৯ | 50.82.180.165
  • কাবলিদা, জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিও- কুচো আর গাদাচিংড়ির ঝোলে ঝালে রসেবশে থাকো।
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ১৯:৩৭ | 121.242.160.180
  • তা মন্দ নয়। তবে মাথায় বড্ড ছোট।
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৯:৩৫ | 122.160.159.184
  • কেমন দেকতে?;-)
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ১৯:৩০ | 121.242.160.180
  • কুমুদি-ও কেলাবে বলল ! উশ্চারণ্টা মোনয় আলাদা।

    নাইকা আবার কিসের? একটা মোটে বই করেচে কি না, নাইকা ! করে তো ভারি সিরেল।
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৯:২১ | 122.160.159.184
  • আজ বস নাই,তাই আমার মহাফুত্তি।
    অপ্পন, রাগ কোরো নি,রিমঝিম কি নাইকা?
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৯:২০ | 122.160.159.184
  • কেডিদা, কেক কাটলেন?নাকি কেলাবে যাচ্চেন?

    অ হুতো,খুব ভাল করে জন্মদিন কাটাও।
  • aka | ২৭ মার্চ ২০১২ ১৯:১৫ | 168.26.215.13
  • আমার এক অনেক ছোট কাজিনের নাম রিমঝিম। তার সাথে দীর্ঘ কয়েক দশক কোন যোগাযোগ নেই। মনে পড়ল।
  • ppn | ২৭ মার্চ ২০১২ ১৯:০৫ | 202.91.136.71
  • যাগ্গে, একটা কথাই বলার ছিল। দে'দির সাথে অনেক ব্যপারেই মতের মিল হয়। এক্ষেত্রেও ক'এ ক।
  • ppn | ২৭ মার্চ ২০১২ ১৯:০১ | 202.91.136.71
  • গতকাল রিমঝিম মিত্র এয়েছিল। তার সাথে কোন এক ছোঁড়া। দুজনে একসাথে অগ্নিপরীক্ষায় অ্যাক্টিং করে।
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৮:৫৪ | 122.160.159.184
  • রোব্বার?ভাল,মৃদুল আসবে নিশ্চই।গতকাল দেখা হয় নি।
  • ppn | ২৭ মার্চ ২০১২ ১৮:৩৪ | 202.91.136.71
  • কুমুদি, মীরাক্কেলের গ্র্যান্ড ফিনালে এই রোব্বার।
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৮:৩৩ | 122.160.159.184
  • মীরাক্কেল?কাল কে গেস্ট ছিল?
  • ppn | ২৭ মার্চ ২০১২ ১৮:৩৩ | 202.91.136.71
  • ব্রাঞ্চ ম্যানেজারটা হেব্বি দিয়েছে।
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ১৮:৩০ | 121.242.160.180
  • এরম কাটাকাটি কোরো না। কালকে এই অপূর্ব ব্যাটা, খালি বলে, 'শুভঙ্করদা, কাটছি !' বলছে আর কুড়ুল চালাচ্চে !
  • Bratin | ২৭ মার্চ ২০১২ ১৮:১১ | 122.248.183.1
  • না। কাটি।
  • Bratin | ২৭ মার্চ ২০১২ ১৮:০৭ | 122.248.183.1
  • বাহ । ব্রেশ ব্রেশ আকা ঃ-)
  • Bratin | ২৭ মার্চ ২০১২ ১৮:০৬ | 122.248.183.1
  • হুমায়ুন আহমেদ কিছু কিছু পড়েছি।
  • i | ২৭ মার্চ ২০১২ ১৮:০০ | 124.168.31.71
  • কুমু যে অধরা মাধুরীর কথা কইলে, সে মহৎ সাহিত্যের মূল কথা। পামুকও কইলেন সেদিন।
    এক্ষেত্রে, বানী বসু, সমরেশ মজুমদার যে কথা কইলেন তা হল একটু অন্যরকম কিছু -সে শব্দ হোক, বাক্যগঠন হোক, ভাব হোক-গ্রহণ করার ব্যারিকেড। এই নিয়ে অবশ্যই তর্ক চলে না। আম পাঠকের পছন্দ কিন্তু চামচে করে খাইয়ে দেওয়া সহজপাচ্য লেখা। অধারা কিছু থাকবে না, ইঙ্গিতময় কিছু থাকবে না, পাঠকের স্পেস থাকবে না, ঘোড়া কোনদিন অশ্ব হবে না সে সব লেখায়, ফুলও কুসুম হবে না কোনদিন।
    তর্ক করে লাভ নেই। কষ্ট হয়, বিষণ্নতা আসে। এই আর কি
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৭:৫৭ | 122.160.159.184
  • বাঃ,এইজন্য ছোটাইকে এত ভালবাসি।
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৭:৫৬ | 122.160.159.184
  • এহে,চিন্টুবাবুর এই সামান্য সাধ মিট্‌ল না,আমরা থাকতে!দিল্লী এসো,কুমু ও ফরিদা হাতী ও উটের বেবস্তা করে দেবে।
  • aka | ২৭ মার্চ ২০১২ ১৭:৫৫ | 168.26.215.13
  • আমার ইচ্ছে আমি একটা জেব্রা চড়ে আপিস যাব। অনেকদিনের ইচ্ছে।
  • i | ২৭ মার্চ ২০১২ ১৭:৫৪ | 124.168.31.71
  • কুমু, বোধ হয় ৩রা মে।
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৭:৪৯ | 122.160.159.184
  • রে রে কাজু,খামোকা উটের পিঠে চড়ব ক্যানো?আপিসের গাড়ী আছে,টেসকি আছে,তবে?

    ব্রতীন,হুমায়ুন আহমেদের শারদীয়া দেশে প্রকাশিত লেখা(যেমন লিলুয়া বাতাস) পড়ে দেখ।
  • achintyarup | ২৭ মার্চ ২০১২ ১৭:৪৯ | 115.111.248.6
  • দিল্লিতে থাকার সময় কত সাধ ছিল গো -- একদিন হাতিতে চড়ে আর একদিন উটে চড়ে আপিস যাব। তো সে সব সাধ আর মিটিল না ঃ-(
  • pi | ২৭ মার্চ ২০১২ ১৭:৪৮ | 72.83.76.34
  • তোমাদের আলোচনাগুলো পারলে পরে টইতে রেখে দিও। ভাটে তো হারোয়ে যাবে।
  • pi | ২৭ মার্চ ২০১২ ১৭:৪৬ | 72.83.76.34
  • এখন দেখো তো। এবার মনে হয় তাড়তাড়ি খুলছে।
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৭:৪৫ | 122.160.159.184
  • পাই,বাণী বসু টইটা খুলতে প্রচুর সময় নিচ্ছে,অন্তত আমার আপিসে।তাই বাড়ীতে পড়ব।

    ফালকে অ্যাওয়ার্ড কবে দেওয়া হবে?
  • Bratin | ২৭ মার্চ ২০১২ ১৭:৪৪ | 122.248.183.1
  • আমার বাংলাদেশী লেখকের বই পড়তে একদম ভালো লাগে না। নানারকম শব্দ চয়ন ( যে গুলো একেবারেই আমার চেনা নয়!!)আমার পড়ার গতি কে বাঁধা দেয়।
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ১৭:৩৭ | 121.242.160.180
  • না ওতে মোনয় চিন্তার কিছু নেই। শুধু ফরিদাবাদ গিয়ে উটের পিঠে চাপলেই প্রলয় আসন্ন !
  • pi | ২৭ মার্চ ২০১২ ১৭:৩৬ | 72.83.76.34
  • দেদি, ওটা খটোমটো লিস্টি কেন হতে যাবে ?

    একটা লেখার লিংক দিতেছিলেন সুশানত্‌দা, সেটা এখানে এসে ইউনিকোডে ছড়িয়ে ওরকম লম্বা একটা ভাংআচোরা জিনিস দাঁড়িয়েছে। বাদবাকি পুরোটাই তো আলোচনা। আর সেটা কিছু খারাপও লাগেনি আমার। অনেকেই অনেক দিক যোগ করেছেন। আর ঐ আলোচনার সূত্র ধরেই জল'পানি নিয়ে কথাবার্তাও শুরু। যেটা পরে এখানে দেওয়া হল।

    ওখান থেকে পেস্ট করার জন্য অদ্ভুত ফরম্যাট দেখাচ্ছে, কিন্তু নইলে এখানে যে কথাগুলো এখন লোকে বলছেন, সেসব বা আরো অন্য ভালো কথাও অনেকে বলে গেছেন।
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৭:৩৩ | 122.160.159.184
  • দুখে চমৎকার উদাহরণ দিয়েছে-অলীক মানুষ।

    একটি অতিসাধারণ গ্রাম্য বধূ-শাশুড়ী ও দেওরকে উল্লেখ করছে শাশুড়ীসাহেবা ও দেওরসাহেব বলে,যে ভাষায় আমরা অনভ্যস্ত।এছাড়াও প্রচুর অন্য ভাষার শব্দ আছে-কিন্তু লেখার অমোঘ আকর্ষণে বইটি শেষ না করে ওঠা অসম্ভব।
    আসল কথা হল লেখার প্রসাদগুণ।তবে পাঠকেরো ব্যক্তিগত পছন্দ আছে-আমার বেশ কয়েকজন বন্ধু অলীক মানুষ তিনপাতার বেশী পড়তে পারে নি।

    ব্যক্তিগত ভাবে আমি সবটাবুঝে ফেললে মজা পাই না,একটু অধরা/না-বোঝা থাকলেই ভাল লাগে।

    কুমুও সাহিত্য নিয়ে এতকথা বলে ফেল্ল,আজ হয়তো আবার ভূমিকম্প হবে,অ সিকি,একটু সজাগে ঘুমিও।
  • de | ২৭ মার্চ ২০১২ ১৭:২৮ | 180.149.51.67
  • কেডিদা আর কুমুদি যা লিখলেন-- প্রথম প্রথম বাংলাদেশী লেখকদের লেখা পড়তে গিয়ে আমারও একটু অন্যরকমই লাগতো, ধীরে ধীরে অভ্যেস হয়ে গেলে পরে অন্যরকম লাগে! এই অভ্যেস হওয়ার সময়টা আমজনতা না দিতেই চাইতে পারে -- ভালো লাগলেও যেমন ভনক মহ্‌ৎ কোন ব্যাপার নয়, না ভালো লাগলেও সাংঘাতিক অস্‌ৎ কিছু নয়। ব্যক্তিগত পছন্দ প্রত্যেকের নিজের নিজের!

    পাই, ভাটাবার সময়ই তো নাই -- তার মধ্যে ওরকম ভনক খটোমটো লিস্টি দেখলে ফ্রাস্টু খাই :((
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ১৭:২৮ | 121.242.160.180
  • এক চাঁই কেক চাই?
  • PM | ২৭ মার্চ ২০১২ ১৭:১৯ | 86.96.160.13
  • KD স্যার, জন্মদিনের প্রনাম ও শুভেচ্ছা একসাথে। সন্ধ্যে বেলায় কেক কাটলে ১ পিস কিন্তু আমার চাইইইই
  • kd | ২৭ মার্চ ২০১২ ১৭:১৪ | 59.93.219.65
  • কুমুদিদি, আমিও ওই একই কথা বলতে চেয়েছি, ওনার ময় অ্যানালিটিকাল ক্ষমতা নেই বলে বোঝাতে পারিনি, সত্যি কথা বলতে কি, নিজেই বুঝিনি।

    এখন ইংরিজি মেশানো বাংলা খুবই কমন। কিছু কিছু শব্দ তো বাংলা ভাষার পার্টই হয়ে গেছে, কিন্তু বেশ কিছু শব্দ আমি বুঝতে পারলেও আমার দিদি পারে না, অনেক সময় আন্দাজে বোঝে, কখনও তাও পারে না আর তখন ফাস্ট্রেটেড হয়ে আর পড়ে না। বাংলায় আরবী-পার্সী শব্দ ব্যবহারে আমারও ঠিক এক অবস্থা। আমি এত কিছু লিখেও হয়তো ঠিক বোঝাতে পারলুম না, বাণী খুব অল্প কথায় তাই বলে দিয়েছেন।

    অনেকে এক্সপেক্ট করে সকলে সব সময় পলিটিকালি কারেক্ট কথা বলবে। মানে কে ""মানুষ'' কেমন, তা জানার থেকে সে "অভিনেতা'' কেমন, সেটাই ইম্পর্টেন্ট। এটাই মুশ্‌কিল।
  • Kaju | ২৭ মার্চ ২০১২ ১৭:০৩ | 121.242.160.180
  • আবার হুমহাম করে !
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৭:০০ | 122.160.159.184
  • দাদাসাহেব ফালকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান কবে?
  • i | ২৭ মার্চ ২০১২ ১৬:৫৫ | 124.168.31.71
  • তোমার আছে লিং। আমার মেইনস্ট্রীম। মোটামুটি একই কথা সমরেশ মজুমদার বলেছেন বইএর দেশের সাক্ষাতকারে-তবে নিজের কথা নয়, আম পাঠকের কথা। কাবলিদা যেটা কইলেন।ন্যান।

    প্রঃ আপনি আগেও বলেছেন, বাংলাদেশের মানুষরা এপারের সাহিত্য যত পড়েন-
    উঃ ওপারের মানুষ ওপারের লেখাও পড়েন, এপারের লেখাও পড়েন
    প্রঃ হ্যাঁ কিন্তু এপারের মানুষরা ওপারের সাহিত্য তত পড়েন না। এটা কেন?
    উঃ হুমায়ুন আহমেদের উপন্যাস দেশে বহু বছর ছাপা হয়েছে তবু এপারের পাঠক তৈরি হয় নি। হুমায়ুন আহমেদের এক একটা উপন্যাসের জন্য দশ লক্ষ টাকা অ্যাডভ্যান্স দেন প্রকাশক কারণ ঐ বইটি যখন বিক্রি হয় বই মেলায়, তিরিশ থেকে চল্লিশ হাজার কপি বিক্রি হয় এক এক মেলায়। যাঁরা কেনেন তাঁদের সংখ্যা যদি তিরিশ চল্লিশ হাজার হয় একটা বইমেলায়, তাহলে এখানে পাঠক তৈরি হল না কেন? সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশের পাঠক, আমি কোনো অভিযোগ করছি না-মুসলমান শব্দ পড়তে অভ্যস্ত নন। যেমন আমি সকালবেলা উঠে এক গ্লাস পানি খেলাম, খেয়ে অমুককে একটা কল দিলাম,এটা আমাদের দেশের পাঠকের পড়তে খুব আপত্তি।...এখন, বাংলাদেশের মানুষ ওঁরা এইভাবে কথা বলেন, এইভাবে কথা বলেন। একটা ভালো তরকারি খেয়ে বলেন, কী মজা লাগল খাইতে। আমি বলি, খুব ভালো লাগলো খেতে। ওঁরা সেটা পড়তে পারেন, আমরা পারি না। এখন, এই যে গ্রহণ না করার একটা ব্যারিকেড আমরা মানসিকভাবে তৈরি করে রেখেছি, ওটা ওঁদের নেই কিন্তু। ওঁরা কিন্তু আমি যখন লিখি 'খুব ভালো লাগল খেতে' সেটা ওঁরা গ্রহণ করছেন। আমরা অভ্যস্ত হই নি, ওঁরা অভ্যস্ত হয়েছেন।
    প্রঃ এর কারণটা কি এইভাবে ভাবা যায় যে বাঙালি পাঠকদের-দুই বাংলারই, পাঠাভ্যাসটা বঙ্কিম-রবীন্দ্রনাথ থেকে শুরু হয়ে এসেছিল বলে-
    উঃ কারেক্ট, একদম ঠিক ধরেছ।স্বাধীনতার আগে বঙ্কিম রবীন্দ্রনাথের মতো লেখকরা এসেছিলেন, দুই বাংলাই পড়েছে। পাকিস্তান হবার পরে এপার বাংলা থেকে প্রচুর বই যেত, যাঁরা তখন লিখতেন, অচিন্ত্যকুমার, বুদ্ধদেব, প্রবোধ সান্যাল, ওদেশের পাঠকরা সেসব পড়ে তৃপ্ত হতেন। ওদেশ থেকে কোনো বই আসত নাআমাদের কাছে সেই সময়, কারণ ওদেশে কোনও লেখক তেমন তৈরি হয় নি। তারপর একটা সময় এল যখন পাকিস্তান গভরনমেন্ট ব্যান করল , আমাদের এখান থেকে কোনও বই যাবে না। দীর্ঘদিন ব্যান ছিল... এই সময়টায় ... একাধিক লেখক উঠলেন...জনপ্রিয়তা পেলেন সব থেকে বেশি হুমায়ুন আহমেদ।.....
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৬:০৬ | 122.160.159.184
  • আগের পোস্ট -বাণী বসু টইতে পাইএর ২৭/৩-১১-৩০ পোস্টের লিংকের ভিত্তিতে।
  • Bratin | ২৭ মার্চ ২০১২ ১৫:৫৪ | 122.248.183.1
  • হমমমম!!
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৫:৫২ | 122.160.159.184
  • কেডিদা,বাণী বসুর ইন্টারভিউ পড়ে মনে হলো উনি বাংলা ভাষায় আরবী বা অন্য কোন ভাষার শব্দ প্রবেশের বিরুদ্ধে নন।বলতে চেয়েছেন,ঐ অন্তর্ভুক্তির ফলে ভাষার গতি যেন বাধা না পায়,বা শব্দগুলি যেন "প্যাট-প্যাট"করে চেয়ে না থাকে।

    তাছাড়াও কোন কোন লেখকের লেখনরীতি ওনার ভাল লাগেনি-সেটা ওনার নিজস্ব মত।
  • kd | ২৭ মার্চ ২০১২ ১৫:৪৫ | 59.93.219.65
  • যাঁরা মুখোমুখি, ফোনে, ইমেলে, ফেবুতে আর এখানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বা জানাবেন বা জানাবার কথা ভাবছেন, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ।

    উপরিউক্ত লিস্টের বাইরে যাঁরা আছেন, তাঁদের জিগাই, কেন, কেন?
  • kd | ২৭ মার্চ ২০১২ ১৫:৩৭ | 59.93.210.178
  • বানী বসুর ইন্টারভিউএর শেষ লাইনটা তার আগের কয়েকটি লাইনের পরিপ্রেক্ষিতে বেশ মজার লাগলো।

    জানি, কোন সাহিত্যবিষয়ক আলোচনায় আমার মুখ খোলা একেবারেই অনুচিত। তবে করলেই বা ঠেকাচ্ছে কে?

    বইএর পাঠকেরা বেসিকালি দু'রকম। কেউ বই পড়ে নিছক আনন্দ পেতে আর কেউ কেউ বই পড়ে তার থেকে অনেক বেশী কিছু পেতে চায়। গান বা ভ্রমণের ক্ষেত্রে একই ব্যাপার। সব ক্ষেত্রেই কিন্তু প্রথম দলেরই বেশ সংখ্যাধিক্য - কিন্তু মজার কথা এই যে কোন আলোচনায় এরা আইদার পুরো চুপ করে থাকে অর দ্বিতীয় দলের মত হওয়ার ভড়ং করে।

    বইএর ব্যাপারে একটা উদাহরণ মনে পড়ছে। শংকরের বই নিঃসন্দেহে অন্য যে কোন বাঙালি লেখকদের থেকে অনেক বেশি বিক্রি হ'তো। কিন্তু আমি কোন সাহিত্যলোচনায় (গুরুতেও) শংকরের নাম পর্যন্ত উল্লেখ দেখিনি (বা করলেও পাসিং কমেন্ট মাত্র)। যদিও জানি, আলোচনাকারীদের প্রায় প্রত্যেকেই শংকরের প্রতিটি বই পড়েছেন (এবং হয়তো এনজয়ও করেছেন)।

    আমি আগমার্কা প্রথম দলের। ডিকশনারি নিয়ে বই পড়তে বসার ধৈর্য্য আমার নেই। ""দেশিবই''এর কৃপায় কিছু বাংলাদেশী লেখকদের বই পড়ার সৌভাগ্য হয়েছে। কিছু কিছু ভীষণ এন্‌জয় করেছি আবার কয়েকজনের লেখা দশ পাতার বেশি এগুতে পারিনি (এই ""দশ পাতা'' আমার চেকপয়েন্ট। অনেক এ'পারের লেখকের বইও পড়া হয়নি একই কারণে - এঁরা শুরুতে চাঁদতারা নিয়ে কিসব শুরু করেন, মাথামুন্ডূ কিছুই বুঝি না। গপ্পো পড়তে চাই, গপ্পো বল্‌ বাপ্‌। জয়া অনেক বোঝানোর চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিয়েছিলো, বুঝেছিলো ""গাধাকে যতই পেটানো হোক না কেন, ঘোড়া করা যায় না'')।

    আমার মনে হয় বাণী বসু হয়তো আমাদের মতো পাঠকদের কথা চিন্তা করেই এই কমেন্ট করেছেন।
  • siki | ২৭ মার্চ ২০১২ ১৫:৩৫ | 155.136.80.36
  • হুঁ, অনেকটা ভালো, নাকে চোখে নর্টন অ্যান্টিভাইরাস গুঁজে নিয়েছি।

    আপনি ঠিকঠাক?
  • kumu | ২৭ মার্চ ২০১২ ১৫:২৮ | 122.160.159.184
  • কাব্লিদা,জন্মদিনে প্রণাম।আরও অনেক জন্মদিনে হাসিতে,খুশীতে,স্বাস্থ্যে, উঙ্কÄল থাকুন,গুরুর কপিটি হাতে নিয়ে।

    হুতোকে অনেক ভালবাসা-অনেক কবিতা,অনেক ছবি দিও সবাইকে।

    সিকি,শরীর ভাল?
  • Ben Arfa | ২৭ মার্চ ২০১২ ১৫:১৩ | 59.90.249.32
  • আইপি টেস্টিং
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত