এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১২:২১ | 202.91.136.71
  • পলিটিক্যাল কথাবাত্তা বলার জন্য কর্পোতে চাপ হতে পারে, কেজিপিতেও হবে?
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১২:১৯ | 155.136.80.36
  • এবং ইয়েস, বেনকে ক, "কে' লিখেছে, সেটা কী করে জানবে?????
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১২:১৮ | 155.136.80.36
  • আইআইটির নিশ্চয়ই এমন দুর্দিন আসে নি যে পলিটিকাল চিন্তাভাবনা প্রকাশ করাও ব্যান হয়ে যাবে! পলিটিকাল পার্টি ইত্যাদি করা ওখানে নিষেধ। কিন্তু চিন্তাভাবনা প্রকাশ করা যাবে না? তাও আইআইটির নিজের কোনও সাইট নয়, ইন্ডিপেন্ডেন্ট একটা সাইটে?
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১২:১৪ | 121.241.218.132
  • কেজিপির আইপি দেখালে কেজিপির হাজারখানেক ছাত্র/শিক্ষকের মধ্যে কে লিখেছে সেটা বের করার জন্যে গেস্টাপো ডাকবে নাকি?
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১২:১৩ | 155.136.80.36
  • এখানে BARCএর সায়েন্টিস্ট লেখেন, এনটিপিসির ইঞ্জিনীয়ার লেখেন। তাঁদের নেটোয়ার্ক নিশ্চয়ই আরও বেশি সিকিওর্ড। আমার ক্লায়েন্ট ব্যাঙ্কিং ডোমেনের। এটাও সিকিওর্ড। আমরা যদি লিখতে পারি, আইআইটিকেজিপির নেটোয়ার্ক এমন কী বিশাল হনু?

    সরি, খিল্লি করছি, নিচু দেখাতে চাইছি না। আমিও এক্স কেজিপি।
  • shrabani | ০৩ এপ্রিল ২০১২ ১২:১৩ | 124.124.86.27
  • রিদ্ধি কি সন্দেহ কে ভয় পড়ল? আমার কোনো কিছু নেই,ভয়টয়, ভবিষ্যত চিন্তা, কে কী বলল, কে কী ভাবল....আইপি চিন্তা কিছুইইই নেই, আর তাই আমি গুরুতে, কারণ আমি দেখেছিলাম সেই বছর ছয়েক আগে, গুরুতেও এসব কিছু ছিলনা.....ঃ)
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১২:১৩ | 121.241.218.132
  • তারানন্দ নতুন ক্যাম্পেন চালু করেছে - Say NO to NA - মানে চলছে না, চলবে না ইত্যাদি বলা যাবে না।

    http://www.cholbena.in/

    তো সাদা বাংলায় এর মানে দাঁড়ায় যে কোনো কিছুতেই "না' বলা যাবে না। "কোনো কিছু' বলতে নিজের নিজের পছন্দমত বসিয়ে নিন - সিঙ্গুর, নন্দীগ্রাম, পার্কস্ট্রীট, লাইব্রেরিতে কাগজ, জেলা পরিষদ ইত্যাদি।

    এটা প্রমাণ করে যে তারানন্দ কখনোই গার্ডিয়ান বা ইন্ডিপেন্ডেন্টের মত রেসপেক্ট পাবে না।
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১২:১২ | 203.110.246.230
  • সেটা না, পলিটিকাল কথা-বার্তার জন্য

    কারন কিছু স্যাররাও গুরু পড়েন

    ফেবু বা অর্কুটের থেকে গুরু কম লোক ইউস করে

    তবে এটা আমার বেকার যুক্তি মনে হয় ।। লেখার ইচ্ছা থাকলে লিখতেই পারে
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১২:১০ | 155.136.80.36
  • বেশ তো, খুঁজে বার করল। তো কী?

    তোমরা ফেসবুক করো, স্যার সেটা খুঁজে বের করতে পারবে না? দ্যাখো, নেটোয়ার্ক সাপোর্টের লোক যদি চায়, তুমি কোন কোন সাইট দেখছো, সব খুঁজে বের করে ফেলতে পারে। ধরলে তোমাকে ফেসবুক অর্কুট করার জন্যেও ধরতে পারে, শুধু গুরু করার জন্য ধরবে না। গুরু খুলে পড়লে যদি প্রবলেম না হয়, লিখলে আলাদা করে কোনও প্রবলেম হবে না। জাস্ট কোনও প্রবলেম হবে না।
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১২:০৮ | 203.110.246.230
  • ধুর ডীন না কোনো স্যার যদি খুঁজে বার করে ?? এর পিছনে যুক্তি যদিও আমিও বুঝিন
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১২:০৬ | 155.136.80.36
  • আমার আপিসে গুরু ব্লকড। এই হালার নতুন সার্ভারে আসার পর থেকেই আমি আর গুরু খুলতে পারি না। উপায় কী?

    আমি রিমোট লগিন করি ক্লায়েন্টের মেশিনে। সেখান থেকে লিখছি। যেহেতু আমি কাজকর্ম সবই লোকাল মেশিনে করি, তাই যতক্ষণ গুরু করছি আমার কাজের *** মারা যাচ্ছে। কারণ রিমোট থেকে লোকাল অ্যাক্সেস করা যায় না ইত্যাদি।

    এখন আমি বসে আছি গুরগাঁওতে, কিন্তু আইপি দ্যাখো, দেখাবে ইউকে, স্কটল্যান্ডের।

    অনুচিত কাজ। মানছি। কিন্তু প্রবলেম কী? আইপি দেখা গেলে কী হবে?
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১২:০৪ | 155.136.80.36
  • গান্ধী, এখনও বুঝলাম না। খড়গপুর আইআইটির আইপি দেখালে প্রবলেম কী? "এজন্য অনেকে লেখে না', এক্স্যাক্টলি, কী জন্য? গুরুতে লিখতে এক্সপেল করে দেবে ডীন? নাকি গুরু ব্লক করে দেবে?

    কী জন্য লেখে না?
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১২:০২ | 155.136.80.36
  • তিমি, টইতে তোর পোস্ট পেলাম না। এখানে লিখে দিয়ে যা।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৯ | 122.248.183.1
  • আমাদের এক ছড়ু ম্যানেজার ( অসিত) কে তার সিনিয়ার ashit লিখেছিল। সেই নিয়ে আমরা নির্মল আনন্দ লাভ করেছিলাম।ঃ-)
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৮ | 121.241.218.132
  • আর বিএসএনএল বা ফোটন+ ব্যাভার করলে আইএসপি-র নাম - যেটা দিয়ে কিস্যু বোঝা যায় না।
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৮ | 98.249.6.161
  • ঃ-)

    এবার ঘুমোতে যাই।
  • quark | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৬ | 14.139.199.1
  • একটা রিপোর্ট লিখছিলাম - টাইপো হয়ে একজায়গায় workshop এর জায়গায় workdhop হয়ে গেল। ধর্মের কল বাতাসে নড়ে ;-)
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৫ | 98.249.6.161
  • আইপি থাকাটা সত্যিই একটু চাপের। আপিসটাপিসের ঝামেলা হলে মুশকিল। আমার অবশ্য হওনের চান্স নাই, তবু যাদের হয় তাদের মুশকিল।
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৫ | 203.110.246.230
  • না না

    আমি এখন খড়গপুর আই আই টি তে আছি। এখান থেকে লিখলে একই আইপি দেখায়, এ জন্য অনেকে লেখেনা শুনেছি
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৫ | 121.241.218.132
  • খুব হাইফাই কোম্পানি যারা নিজস্ব আইপি কিনে রেখেছে তাদের অফিসের নামটা জানা যায়। আমার নিউক্যাসল ইউনির আইপি সার্চ মারলে বোঝা যেত। সেক্ষেত্রে কেউ পিছনে লাগতে চাইলে লাগতেই পারে, তবে তাকে সেই সার্চ করার কায়দা জানতে হবে - যেটা আদৌ কঠিন কিছু না, অনেক সাইট আছে। সেটাই হয়তো ভয়। তবে মোস্টলি, আইপি-টা গেটওয়ের আইপি হয়। পাবলিক আইপি অত শস্তা নয়।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৪ | 122.248.183.1
  • কিন্তু এখনো তো তাতিন, সোমনাথ হল না? ঃ-))
  • tatin | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫২ | 122.252.251.244
  • আইপির জন্য এল এস ইউ তে থাকার সময়ে খুব চাপে ছিলাম, তাতিন ছড়া অন্য নামে লেখাই যেত না। অনেকেই এরকম জায়্‌গায় থাকেন যেখানে স্থানই পাত্রের পরিচায়ক,
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫২ | 98.249.6.161
  • সিকি তোরে একখান পোশ্নো করসি টইতে।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫০ | 122.248.183.1
  • লোকের মনে একটা ভয় থাকবে। চাইলে তাকে ট্র্যাক করা যেতেও পারে। ঃ-)
  • siki | ০৩ এপ্রিল ২০১২ ১১:৪৯ | 155.136.80.36
  • আইপি দেখা গেলে কী হবে?

    এটা আমার জানার ইচ্ছে বহুদিনের। আমি বড়জোর জানতে পারি, লোকটা কোন এরিয়া থেকে লিখছে। তাও অনেক সময়ে ফুলপ্রুফ হয় না। কিন্তু সে তো টেকি ব্যাপার। অ্যাজ আ লেম্যান, আমার আইপি দেখা গেলে আমার কী পবলেম?
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১১:৪৭ | 121.241.218.132
  • আইপি থেকে যতটা না বোঝা যায় তার চেয়ে ঢের বেশি বোঝা যায় লেখার স্টাইল দেখে। তবে অনেক লোক হলে এটা চাপের হয়ে যায়।

    আমার অফিস থেকে যেইই লিখুক একই আইপি দেখাবে। অন্ততঃ তিনজন এখন লেখে এখন। এসব ক্ষেত্রে আইপি কোনো কম্মের নয়, অযথা ভয়েরও নয়।
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১১:৪৬ | 203.110.246.230
  • এইরে ।। এসব শিখতে গেলে চাপ ঃ( তার থেকে থাক আইপি, যার লেখার লিখুক। আমার চাপ নেই ঃ)
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১১:৪৫ | 122.248.183.1
  • গান্ধী , অনেক দিন আগে যখন আই পি ছিল না। তখন কিছু ভুলভাল লোক ভুলভাল লিখতো। তাদের বান্ধ করতে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়।
  • tatin | ০৩ এপ্রিল ২০১২ ১১:৪৩ | 122.252.251.244
  • গুরুর আইপির কল্যাণে আইপি মাস্কিং তো শিখে গেলাম। এখন মনে হয় যত বেশি তালা থাকে তত ভালো, বিভিন্নরকম চাবি খোলা শেখা যায়।
  • gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১১:৪১ | 203.110.246.230
  • একটা অন্য কথা বলি? আই পি কাটানোর কোনো ব্যাবস্থা আছে ?? ঃ) আমাদের আইপিটা একটু চাপের ।। আমাদের কিছু বন্ধুরা নিয়োমিত গুরু পড়ে, লেখেনা আইপি দেখে ঃ)
  • riddhi | ০৩ এপ্রিল ২০১২ ১১:৪০ | 108.218.136.234
  • মানে, আমাদের মত পাবলিকের কি আসে যায়?? যদি এরকমো বলা হত, যে এই নতুন ইন্টারফেস বানানোর কাজে গুরুর সব সদস্যদের এত ঘন্টা খাটতে হবে, তাহলেও একটা কথা ছিল।
  • tatin | ০৩ এপ্রিল ২০১২ ১১:৩৯ | 122.252.251.244
  • অর্কুট ফেসবুকের কমিউনিটিগুলো ও কিছুটা বা অনেকটাই গেটেড। তবে আপার মিডল ক্লাস, এনারা বা পার্ট টাইম এনারাই, আইটি টাইপের চরিত্রটা গুরুতে একটু বেশিই প্রবল। এইটা অবশ্য অবজার্ভেশন, পাই লিংক দিতে বসলে ডিসপ্রুভ করতে পারবোনা।
  • riddhi | ০৩ এপ্রিল ২০১২ ১১:৩৪ | 108.218.136.234
  • কেডি দা, ব্যপারটা রিলেটিভ। ধরুন, আমি অর্কুটে প্রথম থেকে লিখি,আমার এখানে এডাপ্ট করা টা চাপ হবে। অবশ্যই গন্ধমাদন তোলার মত চাপ না, কিন্তু আমি যে এমনি এফর্ট দি, অনলাইন কথাবার্তা চালানোর জন্য, সেই তুলনায় চাপ। এখন আমাকে এডাপ্ট করতে হবে, এমন মাথার দিব্যি কেউ দেইনি। কিন্তু গুরুর এডমিন বা এস্ট্যাবলিশমেন্ট এদের অনেককে আকর্ষন করার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে টেকনোলজিকাল আপগ্রেড একটা খুব লজিকাল স্টেপ।

    এখন পপুলারিটি বাড়াব কেন ইত্যাদি আলাদা টপিক। আমি যদি এডমিন হতাম, আমি চইতাম চইনাতেও আমদের তৈরি ওয়েবজিনের সেল হোক। কিন্তু এসবের মধ্যে যেটা মোদ্দা কথা, আমার মত মেনলি সাইট ইউসারের তাতে বিপন্ন হবার কোন কারণ দেখি না। শ্রাবনীদির ভয়ের কারণ ধরতে পারলাম না। কে বলছে কোথায় বসতে হবে?
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ১১:৩৩ | 98.249.6.161
  • এটা শুনলেই পাই কয়েক কোটি উদাহরণ দিতে শুরু করছে। কিন্তু আসল কথাটা যে সামান্য ইচ্ছাশক্তি, অল্প একটু যত্ন আর খানিকটা সময় - সেটাই বলে বলে মুখ ব্যথা হয়ে গেল।
  • shrabani | ০৩ এপ্রিল ২০১২ ১১:২৬ | 124.124.86.27
  • ব্রতীন, আমি না, তবে অন্য হাফ আছে তাই খোঁজ নেওয়া....
    পাই, আমি সেটাই লিখেছি যে আমাদের মত অনেকেই সেসময় (স্যান আর আমি প্রায় একসাথে এসেছিলাম) চেষ্টা করে শিখেছি (খুবই অল্প চেষ্টা, অফিস কাজ সংসার সবের ফাঁকে) কারণ লিখতে, ভাগ নিতে ইচ্ছে হয়েছিল, ভালো লেগেছিল....এটা একেবারেই আমার মত যে সেই ভালোলাগাটা যদি থাকে বা তৈরী হয় তাহলে এই শিখে লেখাটা কোনো ব্যাপার নয়, আমরা কেউ আই টির লোক ছিলাম না....আর তোমরা যা করছ সেটা লোকের ফিডব্যাকেই করছ সেটা তো পড়েইছি টই য়ে ইত্যাদিতে, সে নিয়ে কোনো কথা নেই....
    সুযোগ সুবিধা যা হবে নতুন রূপে সেসব ঠিক আছে, হলে সবার সুবিধে, এরকমটা হওয়া উচিত, কিন্তু সন্দেহটা যে আজ যারা এই কারণে লিখছেনা, হতেই পারে কাল তারা অন্য কারণে আসবেনা....বদলেও গুরু যতদিন না ফেসবুক হয়ে উঠবে ততদিন এ চলতেই থাকবে কি, কে জানে!
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১১:১৪ | 122.248.183.1
  • যাই চা পান করে আসি।
  • kd | ০৩ এপ্রিল ২০১২ ১১:১৩ | 74.66.241.238
  • শ্রাবণী, সেটাই তো আমি কবে থেকে বলছি। আমার মতো বুড়ো যদি হাতড়ে হাতড়ে শিখতে পারে, আজকালকার কম্পিউটার জানা লোকেদের এতো অসুবিধে কেন? কিন্তু তখন পাইদিদি এত্তো এত্তো উদাহরণ (ঘনাদা, ম্যাক্সিমিন ইত্যাদিদের) দিতে শুরু করলো যে আমি রণে ভঙ্গ দিলুম।

    ডিঃ সব নিজে নিজে শিখতে পারিনি - ""অ্যা'' করতে হেল্প লেগেছে। এমন আরও দু'একটা আছে, এখন মনে পড়ছে না।
  • pi | ০৩ এপ্রিল ২০১২ ১১:১১ | 72.83.76.34
  • শ্রাবণীদি, স্বেচ্ছায় নীপা আর টেকনলজির কারণে নীপা দুইই আছেন। বইমেলায় এরকম অনেকে আসেন। কেন নীপা জানিয়ে জান। আর হ্যাঁ, সাইটের নীপার আরেক অংশ এখন ফ্‌বুকে সপা। তারা মূলতঃ দ্বিতীয় দলভুক্ত।
  • Tim | ০৩ এপ্রিল ২০১২ ১১:০৯ | 98.249.6.161
  • আমি তো অনেকদিন লালকার্পেট পুষ্পোবিষ্টি আর ফ্রেশার্স বেলকামের জন্য অপেক্ষা করেছিলাম। শেষে যখন দেখলাম আর ওসবের আশা নাই তখন বাধ্য হয়েই...

    আহা, আর কয়েক বছর অপেক্ষা করলেই সব হতো। এরেই কয় কপাল।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১১:০৭ | 122.248.183.1
  • শ্রাবনী দি , কলকাতায় নাকি?
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১১:০৫ | 122.248.183.1
  • আমার মনে হয়েছে খুব চাপ নেই। প্রথম প্রথম লিখতে গেলে বানান ভুল হত। আস্তে আস্তে সহজ হয়ে গেল। আর একট টিউটোরিয়াল তো আছে। একটু চাপ নিয়ে সেটা পড়লেই হয়ে গেল।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১১:০৩ | 121.241.218.132
  • বানানোই তো চলছে।
  • shrabani | ০৩ এপ্রিল ২০১২ ১১:০১ | 124.124.86.27
  • ব্রতীন, আমি আমাদের দিক থেকে কথাটা বলিনি, বুঝতে চেষ্টা করছি পরিবর্তনটা গুরুর দিক থেকে......এখনের এই যে লোকে আসুক, তাদের ধরে রাখতে এই করা হোক ঐ করা হোক....এটাই তো আগের থেকে অন্যরকম....(আমি এব্যাপারে ভালো কী মন্দ বলছিনা, এও হতে পারে আমার বোঝা টা হয়ত ভুল ছিল...)....অনেকেই আগেও পড়ত, লিখতনা ইচ্ছে করেই (যেমন অনির্বাণ) তাই নীপা কথাটার প্রচলন....কিন্তু লিখতে চাইলে শুধু টেকনোলজির জন্যে আটকে থেকেছে এ হয়েছে বলে মনে হয়না....
  • kd | ০৩ এপ্রিল ২০১২ ১০:৫৮ | 74.66.241.238
  • বেনআর্ফা, তুমি যদি খাট-আলমারি ইত্যাদি বানাও, খরচা কম হবে মনে হয়। এছাড়া কোয়ালিটির ওপর ক®¾ট্রাল থাকবে, ডিজাইনও তোমার ইচ্ছেমতো।

    যদি চাও, আমার বাড়িতে রফিক নামে যে ছেলেটি থাকে, তাকে রেকমেন্ড করতে পারি। হাতের কাজ বেশ ভালো, তার থেকে বড় কথা, বিশ্বাসযোগ্য। আমার এক বন্ধুর ফ্ল্যাট (সৈকতের ফ্ল্যাটের খুব কাছে) এর সব আসবাব রফিক বানিয়েছে, তুমি নিজেই দেখে নিতে পারো। রফিক এই মাসে পন্ডিচেরিতে গেছে কাজে, মনে হয় পরের মাসে পাওয়া যাবে।

    ইন্টারেস্টেড হ'লে বোলো।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১০:৫১ | 122.248.183.1
  • সেটাই তো কথা শ্রাবনী দি, আমার যেখানে ভালো লাগবে , যেখানে কমফোর্ট ফিলিং থাকবে সেখানে লিখবো। কোথায় আমি কে করবো সেটা অন্য লোকে ঠিক করবে কেন?
  • shrabani | ০৩ এপ্রিল ২০১২ ১০:৪৭ | 124.124.86.27
  • আচ্ছা দম আছে এখানে তাই বলছি। আমরা অনেকে গুরুতে যখন লিখতে শুরু করেছি নতুন দেখেও কেউ বলে দেয়নি "এই করুন, সেই করুন" বা "এই পড়ুন, সেই পড়ুন", এমনকি "আসুন, বসুন" ও কেউ বলেনি, নিজেরাই খুঁজে পেতে চেষ্টা করে লিখতে শুরু করেছি....রয়ে গেছি তো রয়ে গেছি, কেউ দেখেওনি যে কে রইল কে গেল....কেউ ডাকেওনি যে "যেওনা, কী পারছনা? সোজা করে দিচ্ছি, থাকো, থাকো".....সেই যে বাংলা এডিটর নামিয়েছিলাম, সেই দিয়েই এখনো চলে যাচ্ছে.....পরে নিজের দরকার মত নিজেই খুঁজে পেতে দেখে শিখে নিয়েছি (শুধু আমি না খুঁজলে আমার মত অনেক আছে)

    অন্যের কথা জানিনা, আমার তো এটাই এখানে ভালো লেগেছিল.....বন্ধনহীন বন্ধন....অভ্যেসে কঠিন কিছু লাগার মত আছে বলে আমার মনে হয় না, বায়নাক্কা গুলো যেন সব মুখ্য লাগছে আজকাল.....আর সব কিছু গৌণ.....
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১০:৪৪ | 122.248.183.1
  • noni মনে হচ্ছে
  • y | ০৩ এপ্রিল ২০১২ ১০:৪৩ | 61.12.12.84
  • ন্নোনি কী? ইংরিজিতে কেমন করে লেখে?
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১০:৪২ | 122.248.183.1
  • ব্যাঙ, নোনী তে নানা রকম দামী পাথর র অবশেষ থেকে ( ছাঁট) ভালো ডিজাইনের গয়না হয়। কেয়া কিনেছে দেখেছি।
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ১০:৪০ | 112.133.206.22
  • BD না, AE ব্লক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত