এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৬ মার্চ ২০১২ ২৩:২১ | 72.83.76.34
  • হ্যাঁ।

    ঐটা সত্যি বাদ যাওয়া উচিত ছিল। অলরেডি গেছে কিনা জানিনা।
  • hu | ২৬ মার্চ ২০১২ ২৩:১৯ | 12.34.246.72
  • সহমরন
  • pi | ২৬ মার্চ ২০১২ ২৩:০৭ | 72.83.76.34
  • পোড়া কেন গা কবিতটার নাম কি ছিল ? দোরোখা একাদশী তো অন্য।
  • nk | ২৬ মার্চ ২০১২ ২৩:০৫ | 151.141.84.239
  • এদিকে আমি বাণী বসুর অষ্টম গর্ভ বইটার পিডিএফ খুঁজছি, কারুর কাছে থাকলে বলবেন কাইন্ডলি। আগাম থ্যাংকু। ঃ-)
  • aka | ২৬ মার্চ ২০১২ ২৩:০৪ | 168.26.215.13
  • বাংলা পরীক্ষাটা হেবি ক্যাজ পরীক্ষা ছিল। নির্মল আনন্দ টাইপ। যা মনে হত তাই লিখতাম। ইংরিজিটা হেবি চাপের ছিল।
  • dukhe | ২৬ মার্চ ২০১২ ২৩:০৪ | 117.194.225.116
  • বাণী বসুর মন্তব্য কোথায় পাওয়া যায় ?
  • nk | ২৬ মার্চ ২০১২ ২৩:০২ | 151.141.84.239
  • পাই কি দোরোখা একাদশীর কথা কইছ? সেটাও খুব আবেগ থরথর করে ব্যখ্যা করে ঐ দিদিমণি ই বলেছিলেন সমাজের একটা সময়ের দলিল, মুক্তি, নিষ্কৃতি, হৈমন্তী, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা--এইগুলোর মতন।
  • pi | ২৬ মার্চ ২০১২ ২৩:০২ | 72.83.76.34
  • দুখেদা, হ্যাঁ ঃ)

    নিশি, আগেও এরকম কিছু মন্তব্য করেছিলেন। সেটা বোধহয় ছিল রকের ভাষা নিয়ে।
  • aka | ২৬ মার্চ ২০১২ ২৩:০০ | 168.26.215.13
  • তাতিন, কোন পরিবর্তন। আমার পরিবর্তন দীর্ঘ কয়েক দশক ধরে ঘটছে। ঃ)
  • nk | ২৬ মার্চ ২০১২ ২২:৫৯ | 151.141.84.239
  • পাই, বাণী বসু র বিভিন্ন ভাষাগত চিন্তা পড়ে আমি হতভম্ব। এত সংকীর্ণচিত্ততা এক্সপেক্ট করিনি ওঁর মতন লেখিকার কাছ থেকে। ঃ-(
  • nk | ২৬ মার্চ ২০১২ ২২:৫৮ | 151.141.84.239
  • দুখে, আরে আমাদের এক এলিট টাইপের দিদিমণি জিজ্ঞাসিছ পোড়া কেন গা, ঐ নিয়ে খুব আবেগ থরথর ব্যাখ্যা দিয়েছিলেন, সমাজের একটা সময়ের দলিল, এরকম বলেছিলেন। ঃ-)
  • pi | ২৬ মার্চ ২০১২ ২২:৫৫ | 72.83.76.34
  • *গুলো
  • dukhe | ২৬ মার্চ ২০১২ ২২:৫৫ | 117.194.225.116
  • ওঃ - ঐটা বোধহয় সত্যেন দত্তের সবচেয়ে খাজা কবিতা ।
    জিজ্ঞাসিছ পোড়া কেন গা - সেইটা তো ?
    ওটা অনায়াসে দিদির হতে পারত ।
  • pi | ২৬ মার্চ ২০১২ ২২:৫৪ | 72.83.76.34
  • বাণী বসুর অন্যান্য চিন্তা নিয়ে লেখাগ্লো পড়লে, নিশি ? ঃ)
  • pi | ২৬ মার্চ ২০১২ ২২:৫৪ | 72.83.76.34
  • নিশি, সুমন না ?
  • pi | ২৬ মার্চ ২০১২ ২২:৫৩ | 72.83.76.34
  • এআদশী নিয়ে কবিতাটা কার চিল? শৌভ আবার গ্রুপে লিখেহে্‌চ দেখলাম সিলেবাসে বীরেন চাটুজ্যে, দীনেশ দাস , মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের কথা। এগুলো তার মানে আরো পরে।
  • tatin | ২৬ মার্চ ২০১২ ২২:৫১ | 117.197.69.155
  • ভালো লেখাগুলো।
    আকাদার পরিবর্তন কি ওবামার প্যারালেলিই?
  • nk | ২৬ মার্চ ২০১২ ২২:৪৯ | 151.141.84.239
  • বাণী বসু নাকি চিন্তায় পড়েছেন মা সারদা ব্লাউজ পরতেন কিনা, তাই নিয়ে। ঃ-)
    আশ্চর্য, একশো বছর আগের পোশাক আশাক তো সবই অন্যরকম ছিলো!
  • dukhe | ২৬ মার্চ ২০১২ ২২:৪৮ | 117.194.225.116
  • সুমনের গান তো ।
  • nk | ২৬ মার্চ ২০১২ ২২:৪৭ | 151.141.84.239
  • "উঠে দাঁড়ালেন অরুণ মিত্র
    নতুন একটা কবিতা পড়তে।"

    এইরকম লাইনওলা কোনো কবিতা কি জয় লিখেছিলেন?
  • siki | ২৬ মার্চ ২০১২ ২২:৪৭ | 122.177.58.73
  • ভাষা হারিয়ে যাচ্ছে।
  • dukhe | ২৬ মার্চ ২০১২ ২২:৪৬ | 117.194.225.116
  • ইফ মা সারদা কামস, ক্যান রিমি বি ফার বিহাইন্ড ?
  • dukhe | ২৬ মার্চ ২০১২ ২২:৪৩ | 117.194.225.116
  • সুকান্তকে নিয়ে অরুণ মিত্রের কবিতাটার ওপর জয়ের একটা লেখা ছিল। ওটা ঢোকালে এক ঢিলে তিন পাখি হত ।
  • nk | ২৬ মার্চ ২০১২ ২২:৪৩ | 151.141.84.239
  • কেজি ওয়ানে কেজিটুতে আমাদের কী সুন্দর সব ইংরেজী বাংলা মেশানো ছড়া ছিলো বাচ্চাদের ইরেজী শব্দ শেখানোর জন্য। অপূর্ব সব ছবিও থাকতো।
    Donkey কে কহিছে monkey
    এসো মোর সনে
    Pony চেপে honey খেতে
    যাবো আমি বনে।
    ঃ-)

    তারপরে ক্লাস ওয়ানে উঠে স্বর্গ হইতে পতন, বিচ্ছিরি ছবিওলা ততোধিক বিচ্ছিরিরকম বিদঘুটে শব্দওলা সহজপাঠ। তার উপরে আবার সেগুলো সরকারী বই, ছেঁড়া লেখাওলা(মানে আগের ছাত্রেরা ওগুলো ব্যবহার করে করে ঐ ছিরি করেছে)। বই পেয়েই রবার দিয়ে মুছতে মুছতে প্রথম কয়েকদিন কেটে যেতো। ঃ-(
    দিদিমণিরা ছিলেন এক এক অবতার। পড়ার চেয়ে নাচ গানের দিকে তেনাদের বেশি ঝোঁক। ঃ-)

    উফ ঐ দুই ক্লাস পার হয়ে বাঁচলাম, নইলে পড়াশুনো ই ছেড়ে দিতাম। থ্রীতে উঠে কিশলয় পেয়ে বাঁচলাম। অবশ্য থ্রীর দিদিমণি ছিলেন একেবারে মা সারদার মতন, ওনার অনেক কৃতিত্ব।

    ঃ-)
  • pi | ২৬ মার্চ ২০১২ ২২:৩৭ | 72.83.76.34
  • বাপ্পাদিত্যর লাস্ট ব্যাচ ছিল মনে হয়।

    সে জায়গায় কোনটা ঢুকেছিল কে জানে। কোন ওয়েবসাইটে এগুলো থাকলে ভাল হত।
  • m | ২৬ মার্চ ২০১২ ২২:৩৭ | 50.82.180.165
  • গোলাপ ফুল আর পদ্মফুলের প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসতো ..

    রাজকাহিনী টিনটিনের খুব প্রিয় বই- ইংরেজি আর বাংলা দুটো বইই সঙ্গে নিয়ে এসেছেঃ)
  • dukhe | ২৬ মার্চ ২০১২ ২২:৩৬ | 117.194.225.116
  • নোপ । উহা বাপ্পাদিত্য প্রসঙ্গে । পরের ব্যাচে নতুন সিলেবাস ।
  • nk | ২৬ মার্চ ২০১২ ২২:৩৫ | 151.141.84.239
  • দুখে,
    তারপরে উনি রিটায়ার করেন?
  • aranya | ২৬ মার্চ ২০১২ ২২:৩৫ | 144.160.226.53
  • আকা তু নে কামাল কিয়া ভাই !! কিপ ইট আপ।
  • dukhe | ২৬ মার্চ ২০১২ ২২:৩৪ | 117.194.225.116
  • মাধ্যমিকে বাপ্পাদিত্য ছিল । বাংলার মাস্টারমশাই সুশান্ত দে-দা দুর্দান্ত পড়িয়ে, দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলেন - আর তো পড়াতে পাব না !
  • nk | ২৬ মার্চ ২০১২ ২২:৩৩ | 151.141.84.239
  • সাত পাতা আলোচনার পরেও এখনো জানা গেলো না জয় গোস্বামীর কোন কবিতা ঢুকেছে।
    ঃ-(
  • pi | ২৬ মার্চ ২০১২ ২২:২৬ | 72.83.76.34
  • আমার এমনিতেই হাঁটার সময় থাকে না ঃ(
    দৌড়তে হয়।
  • aka | ২৬ মার্চ ২০১২ ২২:২৪ | 168.26.215.13
  • কেসি, দুখে এদের সময়ের যে বই আমাদেরও সেই একই বই, শুধু অন্য অন্য গল্প, কবিতা সিলেবাসে ছিল।
  • ppn | ২৬ মার্চ ২০১২ ২২:২৩ | 112.133.206.22
  • হ্যাঁ, নবান্ন।
  • kc | ২৬ মার্চ ২০১২ ২২:২১ | 178.61.96.29
  • নাটক সেকশনে, বিজন ভট্টাচার্য্যের নবান্ন থেকে একটা ছোট্ট পিসও ছিল আমাদের সময়। নজরুলের কবিতাটার নাম ভুলে যাচ্ছি।
  • siki | ২৬ মার্চ ২০১২ ২২:২০ | 122.177.58.73
  • ওই আর কি, নাট্যকাব্য অথবা কাব্যনাট্য।
  • siki | ২৬ মার্চ ২০১২ ২২:২০ | 122.177.58.73
  • নাটক সেকশনে বোধ হয় নবান্ন নাটকটাও ছিল।
  • aka | ২৬ মার্চ ২০১২ ২২:১৭ | 168.26.215.13
  • কেকে আমি নিজেই অবাক হয়ে যাই। পাঁচ উইক আগে এক মিনিটও দৌড়তে পারতাম না।
  • ppn | ২৬ মার্চ ২০১২ ২২:১৬ | 112.133.206.22
  • সেইটা নাটক সেকশনে না?
  • siki | ২৬ মার্চ ২০১২ ২২:১৪ | 122.177.58.73
  • কর্ণকুন্তীসংবাদ ছিল। ঃ)

    আজও পুরোটা মুখস্ত আছে।
  • sda | ২৬ মার্চ ২০১২ ২২:১৩ | 117.194.197.104
  • এইচ এস এ বাংলা সাবজেক্টটা যে কি করে সামলেছিলাম ভাবলে এখনো ভয় করে। বাংলা অপশনাল করে দেওয়া উচিত মাধ্যমিকের পর। যাদের শেখার নিজের ইন্টারেস্টে ঠিক শিখে নেবে।
  • Du | ২৬ মার্চ ২০১২ ২২:১২ | 117.194.204.49
  • উঃ চব্বিশ পরগনার জেলা পরিষদের ক্ষমতা কেড়ে নেওয়া হল বিজ্ঞপ্তি দিয়ে, মুর্শিদাবাদেও নোটিশ দেওয়া হয়েছে।
  • kk | ২৬ মার্চ ২০১২ ২২:১১ | 107.3.243.18
  • বাঃ বাঃ আকা! হ্যাঁ হ্যাঁ রাস্তায় দৌড়নো অনেক কঠিন জানি তো। খুব ভালো করছো। কীপ ইট আপ। এই টপিকটা উঠলে আমি আসলে কথা না বলে পারিনা। তাই আর কি ....
  • ppn | ২৬ মার্চ ২০১২ ২২:০৮ | 112.133.206.22
  • সিধু ক্লাস এগারোর হাফ-ইয়ার্লিতে সারা খাতা জুড়ে রণশয্যা লিখে ব্যপক খোরাক হয়েছিল।
  • aka | ২৬ মার্চ ২০১২ ২২:০৭ | 168.26.215.13
  • কেকে, এটা বলছিলাম না, কারণ শেষমেষ পারব কিনা জানি না। আমরা পরিবার সমেত কাউচ টু ফাইভ কে রানে অংশ নেব ঠিক করেছি। ১০ উইকের ট্রেনিং প্রোগ্রাম। এখন পাঁচ উইক চলছে। এখন মাইল দুয়েক দৌড়চ্ছি। দৌড়নোর সময় বাড়তে বাড়তে এখন ১০ মিনিট দৌড় ৩ মিনিট হাঁটা এইরকম হয়েছে। যদিও নিজের পেসেই তবু রাস্তায় দৌড়নো জিমে দৌড়নোর থেকে আলাদা। পা, লাং খুলে হাতে উঠে আসার যোগাড়।
  • ppn | ২৬ মার্চ ২০১২ ২২:০৫ | 112.133.206.22
  • পূর্বরাগ, রাবণের রণসজ্জা, ওরা কাজ করে আর ৪৬-৪৭ এই মনে পড়ছে। আর কিছু ছিল?
  • sda | ২৬ মার্চ ২০১২ ২২:০৫ | 117.194.197.104
  • আমদের উ মা তে পূর্বরাগ ছিল না, বরং পদ্মাবতীর বিবাহমঙ্গল নামে একটা সুদীর্ঘ ঝাঁটু কবিতা ছিল।
    ওহ, কালিদাস রায় না কার লেখা একটা কবিতা ছিল যেখানে চাঁদ সদাগরের মহিমা কীর্তন ছিল।
  • kk | ২৬ মার্চ ২০১২ ২২:০৪ | 107.3.243.18
  • আকা, কি কি এক্সারসাইজ? যদি আপত্তি না থাকে ... জাস্ট অ্যাকাডেমিক ইন্টারেস্ট।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত