এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ২৪ মার্চ ২০১২ ১১:১০ | 69.141.168.183
  • এই দ্যাক তুই তো নিজেই বল্লি--যে বচ্চারা ছোটবেলায় মার---ইত্যাদি প্রভৃতি
  • byaang | ২৪ মার্চ ২০১২ ১১:০৯ | 122.167.77.161
  • তাই কি নীনাদি, ঠিক জান? ঃ-)
  • pi | ২৪ মার্চ ২০১২ ১১:০৯ | 72.83.76.34
  • বাড়িতে কেবল মাছ অ্যালাও করতেন না, এম্নি কোন ঠাকুমা ছিলেন না ? টাইমমেশিনে গিয়ে তাঁকে দত্তক নিয়ে আসতুম।
  • Nina | ২৪ মার্চ ২০১২ ১১:০৮ | 69.141.168.183
  • মিঠু বুঝি আমিশ ভিলেজে গিয়েছিলে? মধু কিনলে?
  • byaang | ২৪ মার্চ ২০১২ ১১:০৮ | 122.167.77.161
  • নাঃ প্পন, ব্যং খচে যাবে না মোটেই। অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি যেসব বাচ্চারা ছোটবেলায় মা-বাবার হাতে বেধড়ক মার খেয়েছে, নিজেরাও বড় হয়ে নিজেদের বাচ্চাদের গায়ে হাত তুলেছে, মেরে পাট করে দিয়েছে।
  • Nina | ২৪ মার্চ ২০১২ ১১:০৬ | 69.141.168.183
  • বেঙি তুই মায়ের ছাঁ হয়েছিস তাই
  • dd | ২৪ মার্চ ২০১২ ১১:০৬ | 110.234.159.216
  • আমার বন্ধুর বাবা বাড়ী ঢুকলে বাচ্চারা (তিনজন) চুপ করে থাকার বিধান ছিলো। পড়াশুনা ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাবে না। বাবার আইন ছিলো ১০০%, না হলেই মার।
    সম্পুর্ন স্বগোত্রে বিয়ে করলেও ছেলেকে তৎক্ষনাত ত্যাজ্য করেছিলেন লব ম্যারেজ করার অপরাধে। পরে অবশ্য কাহিল হয়ে পরলে সেই ছেলে ছেলের বৌকে আবার বাড়ীতে ঢুকিয়েছিলেন কিন্তু বৌমার সাথে বাতচিত বিশেষ করতেন না।
    তার তিন ছেলে মেয়েরা যখন গোটা পাঁচেক নাতি নাতনি নিয়ে এলো কালক্রমে তখন কিন্তু পিকচার বদলে গেলো।
    অসুস্থ দাদু চাকা ওলা হস্পিট্যাল বেডে দুপুর বেলা শুয়ে আছেন আর পাচটা নতি নাতনি মিলে হুড়মুড়িয়ে সেই বেড ঠেলে ঠেলে বাড়ীময় ঘুড়ে বেড়াচ্ছে তার সাথে তারস্বরে চিৎকার।

    দাদু আহ্লাদে আটখানা, হেসেই কুটিপাটি।
  • ppn | ২৪ মার্চ ২০১২ ১১:০৫ | 112.133.206.22
  • (ব্যাং খচে যাবে কি?)

    এ জেনারেশনের মাতৃদেবীরাও অধিকাংশ এরকমই। ঃ(
  • byaang | ২৪ মার্চ ২০১২ ১১:০৪ | 122.167.77.161
  • আকার দাদুর মা তাহলে পরের জন্মে আমার মা হয়ে জন্মেছিল, অঙ্কে দশে শুন্যি পেয়েছিলাম বলে একটি থাপ্পড়ে আমার দাঁত ফেলে দিয়েছিল, দাঁতটা অবিশ্যি তার আগে কদিন ধরেই নড়ছিল। আপনারা যখন চাইল্ড অ্যাবিউজ নিয়ে পাতার পর পাতা তক্কো করছিলেন, ভাবছিলাম আমার মাতৃদেবীকে ওনার টপফর্মের দিনগুলোয় দেখলে কী করতেন।
  • Nina | ২৪ মার্চ ২০১২ ১১:০৪ | 69.141.168.183
  • সুতোদেবী রাশি রাশি রাঁধেন আর পড়শিরা খান---
    আমার ল্যাপির অসুখ সারিয়ে ফেলে ---কলার উঁচু করে--এবার ঘুনু কত্তে যাই--
  • aka | ২৪ মার্চ ২০১২ ১১:০২ | 75.76.118.96
  • দাদুর মৃত্যু আমার জীবনে প্রথম বড় শক। সেইদিন অষ্টমীতে আমি প্রথমবার সিগ্রেট ফুকি। তখন আমি অষ্টম শ্রেণী।
  • ppn | ২৪ মার্চ ২০১২ ১১:০১ | 112.133.206.22
  • এইরকম এক ইহুদিকে আমি চিনতাম। তো, সে বুড়ো ইন্ডিয়ানদের রক্ষণশীল জীবনযাত্রার জন্য খুব পছন্দ করত। খেতও প্রাণ ভরে ইন্ডিয়ান ফুড - তন্দুরি চিকেন, বোম্বে মিক্স, সামোসা এইসব দেখলেই তার জিভে জল আসত।
  • m | ২৪ মার্চ ২০১২ ১০:৫৮ | 50.82.180.165
  • নাঃ এরা হাসিদিক। এদের বিয়ের আগে মেয়ে বা ছেলেবন্ধু করা নিষিদ্ধ- বাড়ির লিভিংরুমে এরা ভাবী স্বামী বা স্ত্রীর সাথে পরিচিত হন- অবাক হবেন না, এইরকম অন্তত দুলক্ষ ইহুদি আমেরিকায় বসবাস করেনঃ)
  • aka | ২৪ মার্চ ২০১২ ১০:৫৮ | 75.76.118.96
  • আমার দাউরও অনেক গপ্পো। ছেলেবেলায় একবার অনে্‌ক ০ পেয়েছিল, দাদুর মা একটি চড়ে দাত ফেলে দিয়েছিল। সেই ইস্তক সব পরীক্ষায় ১০০ পেয়েছিল। প্রচন্দ রাশভারি আর গোড়া শুধু আমার প্রশ্নবানে খ্যাক খ্যাক করে হাসত।
  • ppn | ২৪ মার্চ ২০১২ ১০:৫৭ | 112.133.206.22
  • * ঠাকুমা
  • ppn | ২৪ মার্চ ২০১২ ১০:৫৫ | 112.133.206.22
  • আমাদের বাড়িতে পেঁয়াজ আর রসুন প্রায় ঢুকত না। মুরগী তো একদমই না। মাস তিনেক পর পর বাড়িতে পাঁঠা হত, তার আলাদা হাঁড়ি, নিচে মাটি লেপা। বাইরের বারান্দায় রান্না হত।

    আমিষের মধ্যে খালি মাছ আর হাঁসের ডিম। মুরগীর ডিম নৈব নৈব চ।

    ঠাকুমার মারা যাবার পরে সেই চিরস্থায়ী বন্দোবস্ত পুরো উচ্ছন্নে গেল।
  • aka | ২৪ মার্চ ২০১২ ১০:৫৫ | 75.76.118.96
  • জল আজ সমস্ত রঙ্গীন
    আমার জল সাদা
    তাও আমি সঙ্গীন
  • byaang | ২৪ মার্চ ২০১২ ১০:৫৫ | 122.167.77.161
  • ওরে আকা, আমাকে আজ অব্দি কেউ একবারের জন্যও পুরো একটা নিরামিষ মিল খাইয়ে উঠতে পারে নি। তোদের মতন দুব্বোলরিদয় নাকি আমার! আমার বাপু বিকেলের জলখাবারেও মাছের চপ চাই নিদেনপক্ষে।
  • pi | ২৪ মার্চ ২০১২ ১০:৫৫ | 72.83.76.34
  • আর সুতোদেবী ?
  • Nina | ২৪ মার্চ ২০১২ ১০:৫৪ | 69.141.168.183
  • হুতোবাবু এখন রঙীন জলে ডুবে আছেনঃ-)
  • kc | ২৪ মার্চ ২০১২ ১০:৫৪ | 178.61.96.29
  • আকা, আমার বাবার গপ্প লিখলে বেশ সুন্দর একটা মনোজ্ঞ চটিবই হয়ে যাবে। এদিকে তিনি ছিলেন অ্যাটোমিক ফিজিক্সের প্রফ এবং দীনেশ মজুমদারের বেশ বড় সঙ্গী। ঃ-)
  • ppn | ২৪ মার্চ ২০১২ ১০:৫৩ | 112.133.206.22
  • ফানশনাল কথাটা হেব্বি পছন্দ হৈল।
  • dd | ২৪ মার্চ ২০১২ ১০:৫২ | 110.234.159.216
  • সিনা গগ? নাঃ, নাম শুনি নি? উনিও কি ছবি আঁকতেন?
  • aka | ২৪ মার্চ ২০১২ ১০:৫২ | 75.76.118.96
  • হ্যা ব্যাঙ্গ এইসব বাজে গান কিভাবে শুনিস? ছেলেবেলায় কি তুইও নিরামিষ খেতিস?
  • pi | ২৪ মার্চ ২০১২ ১০:৫২ | 72.83.76.34
  • হুতোবাবু এখন কোন স্তরে ? কাব্যি করার ঊর্ধ্বে চলে গেলেন নাকি ?
  • m | ২৪ মার্চ ২০১২ ১০:৫১ | 50.82.180.165
  • হাতা,খুন্তি অবধি আলাদা- আমার জীবনই বা কি সহজ!
  • aka | ২৪ মার্চ ২০১২ ১০:৫০ | 75.76.118.96
  • মাইরি এই দরদ নেহি হ্যায় সিনে মে গানটা প্রথম শুনলাম।
  • pi | ২৪ মার্চ ২০১২ ১০:৫০ | 72.83.76.34
  • আমার এক জৈন জুনিয়রের গপ্পো শুনতাম। বেচারা আলু তক খেতে পারতো না !

    উফ্‌ফ। জীবনে দুই তিন বার ভগবানের কাছে সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। নিজের নামের ঐ বিপর্যয় থেকে বেঁচে যাবার ঘটনা জেনে, মশা মেসোর নাম বলরাম কি গোবিন্দ নয় দেখে আর জৈন হয়ে জন্মাইনি দেখে।
  • Nina | ২৪ মার্চ ২০১২ ১০:৪৮ | 69.141.168.183
  • সিকি ই ই ই ই ব্যাটা জাভাকে পটকে তবে ছেড়েছি-----আমার সঙ্গে চালাকি
  • byaang | ২৪ মার্চ ২০১২ ১০:৪৭ | 122.167.77.161
  • আকাবাবু, কেসিবাবু দুঃখ কইরেন না, গান শোনেন।
  • siki | ২৪ মার্চ ২০১২ ১০:৪৪ | 122.177.172.189
  • এদিকে এখন নভরাত্তির শুরু হয়ে গেল। সব ভেজ।
  • aka | ২৪ মার্চ ২০১২ ১০:৪৪ | 75.76.118.96
  • এই এক কেসিএ পাইলাম যার জীবন আমার থেকেও কঠিন ছেল। আহা কেসি ঐ জন্যই ভালো গান গায়। বেচারা। ঃ)
  • kc | ২৪ মার্চ ২০১২ ১০:৪২ | 178.61.96.29
  • ডিডিদা, দুটোই। একদিকে মামার বাড়ি ঘোর শাক্ত।
  • kc | ২৪ মার্চ ২০১২ ১০:৪০ | 178.61.96.29
  • কে জানে কেন বাদ, শুধু এতেই সব নয়। গোদের উপর বিষফোঁড়া ছিল বাবার আরেক ফ্যাঁকরা যারা নিরামিশাশী নয়, তাদের হাতের রান্না ভাতও তিনি খেতেন না। তাদের বামুন হতেই হত। সব জায়গাতেই আমার মাকে দৌড়তে হত, বাবার জন্য ভাত রান্না করতে। এক সুর্য্যকালের মধ্যে একবার ভাত খেতে হত। ভাতের মধ্যে চিঁড়ে, মুড়ি, ইনক্লুডেড। সেসব আরও কত গল্প।
  • m | ২৪ মার্চ ২০১২ ১০:৩৯ | 50.82.180.165
  • আমিশ শেষ হয়ে এখন সিনাগগে ঢুকে পল্লাম!
  • aka | ২৪ মার্চ ২০১২ ১০:৩৮ | 75.76.118.96
  • পুইশাক ইলিশ মাছের মাথা ছাড়া খাওয়া যায় না বলে বোধ্‌হয় বাদ ছিল।
  • pi | ২৪ মার্চ ২০১২ ১০:৩৭ | 72.83.76.34
  • *খাননি
    ** জৈন
  • dd | ২৪ মার্চ ২০১২ ১০:৩৫ | 110.234.159.216
  • গাজর আর পুঁইশাক কেনো বাদ? এটা তো ইন্টেরেস্টিং। এমন তো শুনি নি। অ্যাজ ইট ইজ, বাঙালীরা ত্যামন একটা গাজর খায়ও না।

    আর কেসি তোমাদের ফেমিলি নিরামিষি ক্যানো? তোমরা কি বোষ্টুম ? অনিকূল ঠাকুরের শিষ্য ?
  • pi | ২৪ মার্চ ২০১২ ১০:৩১ | 72.83.76.34
  • গাজরটা কি মাটির নিচে বলে ? জইনদের ফাণ্ডা ? তালে তো আলুও বাদ থাকার কথা।
  • pi | ২৪ মার্চ ২০১২ ১০:২৯ | 72.83.76.34
  • সেকি, তেইশ বছর ধরে গরাসের সাথী কোন শ্যামাপোকাও যাঅয়নি ?
  • r2h | ২৪ মার্চ ২০১২ ১০:২৮ | 68.46.95.16
  • শুক্রবারের হুইস্কি
    বাট ইটস ফ্যান্টাস্টিক

    অমিত্রাক্ষর।
  • aka | ২৪ মার্চ ২০১২ ১০:২৭ | 75.76.118.96
  • আমারেও দেখতে পারেন। ছেলেবেলায় দাদু বাড়ি না থাকলে ঠাকুমার নেতৃত্বে আমাদের বাড়ি আমিষ হয়ে উঠত। তখন আমরা স্কুল কামাই করতাম।
  • m | ২৪ মার্চ ২০১২ ১০:২৭ | 50.82.180.165
  • সবাই সব ই দেখছে, শুদু শ আর পেটকাটা ষ গুলিয়ে ফেলেছেঃ((
  • kc | ২৪ মার্চ ২০১২ ১০:২৪ | 178.61.96.29
  • ডিডিদা লিচ্চয়ই আমাকে দ্যাখেছেন। আমাদের বাড়ি ছিল ঘোর নিরামিষ। মানে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন তো বাদ ছিলই, সাথে ছিল, গাজর, পুঁইশাক, মসুর ডাল এরকম অনেক কিছু। চব্বিশ বছর বয়সে হবু শ্বশুর বাড়িতে প্রথম আমিষ খাওয়া, একটা অমলেট।
  • dd | ২৪ মার্চ ২০১২ ১০:১৮ | 110.234.159.216
  • আমিও দেখেছি। উল্টোটা।
    নিরামিষ বাড়ী থেকে ছেলেদের দৌড়াতে দৌড়াতে জিভের জলে ভাসতে ভাসতে আমিষ বাড়ীর দিকে।
    এ তো খুব কমন।
  • m | ২৪ মার্চ ২০১২ ১০:১০ | 50.82.180.165
  • আমি এখন চোখের জলে ভাসতে ভাসতে আমিশ ছেলেদের বাড়ি থেকে পালিয়ে স্বাধীন জীবনের দিকে দৌড়তে দেখছি।
  • dd | ২৪ মার্চ ২০১২ ১০:০২ | 110.234.159.216
  • হারে রে রে রে , আমায় ছেড়ে দে রে রে রে রে(ফুল মাইনে দিয়ে কিন্তু)।

    এই গানটাই গাইছি তখন থেকে (মনে মনে)।
  • d | ২৪ মার্চ ২০১২ ০৯:১১ | 14.96.86.128
  • একটা ৭ নম্বর পেলাম, দেখলাম জায়গা আছে। দিলাম তুলে
  • aka | ২৪ মার্চ ২০১২ ০৯:০৪ | 75.76.118.96
  • খাইসে নাম মনে নাই। তাইলে আর কি কোথাও একটা লিখে দিই।
  • d | ২৪ মার্চ ২০১২ ০৯:০২ | 14.96.86.128
  • সে তো মনে হয় শেষ হয়ে যাওয়া। মানে ৩ নং অবধি দেখলাম। । আমি তো মাঝে অনেকদিন খুলি নি, তাই নাম ধাম জানি না। তারপরেরটার নাম বল। তুলে দিচ্ছি
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত