এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ২১ মার্চ ২০১২ ১২:০২ | 202.91.136.71
  • ঃ)))
  • kumu | ২১ মার্চ ২০১২ ১১:৫৫ | 122.160.159.184
  • papiss,নিশ্চই দেবে,আমি খুলতে পারি না তাতে কী, অনেকেই তো কত ইন্টারেস্ট নিয়ে পড়ে,মতামত দেয়!
    btw,আজ কলকাতার কী অবস্থা?কোন গন্ডগোল?
  • de | ২১ মার্চ ২০১২ ১১:৫৫ | 180.149.51.67
  • কেসিরো কি ব আর ভ এক? :))
  • siki | ২১ মার্চ ২০১২ ১১:৪৭ | 155.136.80.36
  • ঃ)
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১১:৪২ | 121.241.218.132
  • নাঃ, যে লিংকগুলো দিয়েছি সেই ধরণের টপিক নিয়ে আজকাল আর আলোচনা হয় না। দিতে ইচ্ছে করে বলে দিই।
  • Bratin | ২১ মার্চ ২০১২ ১১:৩৯ | 14.99.137.156
  • কুমু দি, দুঃখ করো না আমি ও দেখতে পারি নি।

    কেসি, ছি ছি ,লেড়ো বিস্কুটের সন্মান রাখলে না ।ঃ-((
  • kumu | ২১ মার্চ ২০১২ ১১:৩৬ | 122.160.159.184
  • আমি বলে কহানী দেকে উঠতে পাল্লুম না আজ অব্দি!!
  • kc | ২১ মার্চ ২০১২ ১১:৩৫ | 194.126.37.78
  • আমি চা খাই না। সকালে এককাপ স্কিম্‌ড দুধ আর চারটে লেড়ো বিস্কুট। খেতে খেতে ভৌ-ভৌ করে আওয়াজও করি। সেসময় ক্ষেউ আমারে ঘাঁটায়না, তারা মনে করে আমি নাকি ঘ্যাঁক কামড়েও দিতে পারি।
  • kumu | ২১ মার্চ ২০১২ ১১:২৬ | 122.160.159.184
  • ও হো হো,বাসী মানে হোলো গুরুতে আলোচনা হয়ে গেছে,খবরও পুরোনো হয়ে গেছে।
  • Bratin | ২১ মার্চ ২০১২ ১১:২৬ | 14.99.137.156
  • ভ্যাট চা দিয়ে খেতে হয় লেড়ো বিস্কুট। আহা!!
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১১:২২ | 121.241.218.132
  • একমাত্র আনন্দবাজারের লিংক বাসী হয়। আইডিয়ালি (মানে ইন্টারনেটের নিয়ম/প্রোটোকল অনুযায়ী), লিংক বাসী হওয়ার কথা নয় - কারণ টেকনিক্যালি যে কোনো URL হল immutable
  • de | ২১ মার্চ ২০১২ ১১:২২ | 180.149.51.68
  • তাতে কি কুমুদি, বাসী লিং চুবিয়ে সক্কালবেলা চা খাবে -- খুব ভাল্লাগে :))
  • kumu | ২১ মার্চ ২০১২ ১১:২০ | 122.160.159.184
  • সিকিটা বড্ড শীতকাতুরে-স্নেহের হাসির ইমোটিকন!!

    সব্বাই এত লিং দেয়,দেখে মনটা হ্যাঁচোড়পাচড় করে,খোলার উপায় নাই।কিন্তু রাত্রে বাড়ীতে আর খোলা হয় না,তাছাড়া ততক্ষণে লিং বাসী হয়ে গেছে।
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১১:১৯ | 121.241.218.132
  • Though Mamata, in sync with other six non-Congress Chief Ministers, is now raising a shrill voice as a defender of federal rights of the states, she had not uttered a word when, in the wake of 26/11 Mumbai terror attack, UAPA(amended) 1967, the most draconian law abridging fundamental rights, along with legislation for NIA (National Intelligence Agency) was passed in the Parliament on the same day. Recently, while laying a foundation stone for the NSG hub in Barasat, West Bengal, Mr. Chidambaram has expressed great satisfaction over the competence of Mamata in tackling Naxals. His assertions point to the fact that her police force in collusion with central agency and special branches has succeeded in eliminating one of the top Maoist leaders, Kishenji. Neither did she revoke UAPA , nor did she put it on hold. Contrary to her pre-election pledge, she has not released a single political prisoner arrested in connection with the Lalgarh movement or charged (mostly fabricated) with Maoist links.

    Rather, after coming to power., she has incarcerated 300 more people. Emulating Raman Singh?s Salwa Judum campaign, she has been vociferous for the need of vigilante groups to wipe out Maoists (whom she called dacoits and contract killers). Indeed her party goons have already launched such a group called the Bhairav Bahini. She did a volte face. She has proved her mettle in carrying out the broader neo-liberal agenda of Manmohan Singh and Chidambaram.

    http://sanhati.com/articles/4688/


    জয়ত্তারা।
  • de | ২১ মার্চ ২০১২ ১১:১০ | 180.149.51.68
  • ও! খ্যাল করিনি! অ্যাল!
  • ppn | ২১ মার্চ ২০১২ ১০:৫১ | 202.91.136.71
  • দে টই পড়ে না!
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:৪৬ | 121.241.218.132
  • ওটা করতে আরো পাঁচ বছর। মিনিমাম। তাও যদি জমি পায়।

    পার্ক সার্কাস-পরমা ফ্লাই ওভার আর BRTS নিয়ে যা নাটকের খবর টেলিগ্রাফে বেরিয়েছে তাতে আমার কোনো কিছুতেই ভরসা নাই।
  • Bratin | ২১ মার্চ ২০১২ ১০:৪২ | 14.99.137.156
  • এত পয়সা আর স্বাস্থ্য নষ্ট করে তোমরা সিগু খাও কেন? এক জমনায় আমি প্রচুর খেতুম। দীর্ঘ দিন খাই না। খেলেও ধর তিন/চার মাসে এক টা দুটো।
  • lcm | ২১ মার্চ ২০১২ ১০:৩৬ | 69.236.163.198
  • ইউরো কনভার্সানে যা চোট্টা করল না।
  • Bratin | ২১ মার্চ ২০১২ ১০:৩৬ | 14.99.137.156
  • আমি আবার ফিলিপ মরিসে। তবে বিনে পয়সায় মার্লবারো দেয় না। ঃ-((
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:৩৫ | 121.241.218.132
  • যাই, গাঁতাই।
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:৩৩ | 121.241.218.132
  • ইউকেতে ওই একই ছিলো, তবে পাউন্ডে;-) বরং ইউরোপে কী শস্তা - ইতালিতে তখন তিন ইউরো মতন।
  • lcm | ২১ মার্চ ২০১২ ১০:৩২ | 69.236.163.198
  • আর এদিকে, এক প্যাকেট মার্লবোরো (২০ পিস) হল গিয়ে পাঁচ ডলার সত্তর সেন্ট।
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:৩২ | 121.241.218.132
  • হ্যাঁ কুড়িটার। ছোট প্যাকেটটা রিসেন্টলি কিনিনি। তবে ষাটই হবে।
  • ppn | ২১ মার্চ ২০১২ ১০:৩১ | 202.91.136.71
  • কুড়িটার?

    আমি ছোটটা কিনি। কাল অব্দি ৬০ নিচ্ছিল। আজ পঁয়ষট্টি চাইল দেখে না করে দিলাম। লুজ বিক্রি হচ্ছে সাত টাকায়।
  • S | ২১ মার্চ ২০১২ ১০:৩০ | 99.26.200.89
  • বরখা দত্তের সাথে মমতাদির সাক্ষাতকার দেখলাম। কতকগুলো পয়েন্টঃ
    ১) ইঙ্গরাজিটা বেশ কাঁচা, তবে বুদ্ধবাবুরও তো খুবএকটা ভালো ছিলো না। অনেক মুখ্যমন্ত্রীরই নেই। তেমন কোনো ইস্যু নয়।
    ২) নিজেই স্বিকার করলেন - আমার ইঙ্গরাজী ভালো নয়, মধ্যবিত্তের বাড়ি থেকে এসেছি, বাঙ্গলা মিডিয়ামে পড়েছি। তার মানে মিডিয়া বা কঙ্গের একাংশ যদি জল ঘোলা করে ফায়দা তুলতে চায় সেটা ঠিক নয়। মনে হোলো এই কারনে কারো/কাদের উপরে ক্ষুব্ধ। এমনকি পরিবারতন্ত্রের বিরুদ্ধেও একবার বললেন - তবে কি রাহুলকে নিয়েই....?
    3) kang koyaalishan paarTanaarer marJaadaa dichchhe naa - phale samarthan, chaaileo, deoyaa mushakil haye Jaachchhe.
    sabaai kintu cheye aachhe mamataadir dike - samarthan tulalei, sapaao sare Jaabe - taahalei aarekadaphaa ilekashan.
    4) baamajamaanaa 230000 koTi Taakaar dhaar kare gechhe. ekhan sab miliye raajya sarakaarer aay 21000 koTi, aar kendra niye nichchhe 22000 koTi. dhaarer upare kono moryaaToriyaam deyani. baamajamaanaar ei kaajer janye kendra sarakaarao daayee. aami bahubaar baaleo kono kaaj hayani.
  • S | ২১ মার্চ ২০১২ ১০:৩০ | 99.26.200.89
  • বরখা দত্তের সাথে মমতাদির সাক্ষাতকার দেখলাম। কতকগুলো পয়েন্টঃ
    ১) ইঙ্গরাজিটা বেশ কাঁচা, তবে বুদ্ধবাবুরও তো খুবএকটা ভালো ছিলো না। অনেক মুখ্যমন্ত্রীরই নেই। তেমন কোনো ইস্যু নয়।
    ২) নিজেই স্বিকার করলেন - আমার ইঙ্গরাজী ভালো নয়, মধ্যবিত্তের বাড়ি থেকে এসেছি, বাঙ্গলা মিডিয়ামে পড়েছি। তার মানে মিডিয়া বা কঙ্গের একাংশ যদি জল ঘোলা করে ফায়দা তুলতে চায় সেটা ঠিক নয়। মনে হোলো এই কারনে কারো/কাদের উপরে ক্ষুব্ধ। এমনকি পরিবারতন্ত্রের বিরুদ্ধেও একবার বললেন - তবে কি রাহুলকে নিয়েই....?
    ৩) কঙ্গ কোয়ালিশন পার্টনারের মর্যাদা দিচ্ছে না - ফলে সমর্থন, চাইলেও, দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে।
    সবাই কিন্তু চেয়ে আছে মমতাদির দিকে - সমর্থন তুললেই, সপাও সরে যাবে - তাহলেই আরেকদফা ইলেকশন।
    ৪) বামজমানা ২৩০০০০ কোটি টাকার ধার করে গেছে। এখন সব মিলিয়ে রাজ্য সরকারের আয় ২১০০০ কোটি, আর কেন্দ্র নিয়ে নিচ্ছে ২২০০০ কোটি। ধারের উপরে কোনো মোর‌্যাটোরিয়াম দেয়নি। বামজমানার এই কাজের জন্যে কেন্দ্র সরকারও দায়ী। আমি বহুবার বালেও কোনো কাজ হয়নি।
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:৩০ | 121.241.218.132
  • লুজ কিনলে ৬ টাকা করে। বাজেটের আগে সাড়ে পাঁচ ছিলো, আর এখন মিনিমাম বাড়া মানেই তো ৫০ পয়সা।
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:২৯ | 121.241.218.132
  • ১১৫-১২০
  • ppn | ২১ মার্চ ২০১২ ১০:২৮ | 202.91.136.71
  • গোল্ডফ্লেক কিং প্যাকেট কলকাতায় কত নিচ্ছে? এইখানে মহা কালোবাজারি চলছে।
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:২১ | 121.241.218.132
  • এর মাঝে একবার তসলিমা আর পুনম পান্ডের ঝগড়াও হয়েছে। এই টুইটার মালটা হয়েছে এক জ্বালাতনের জিনিস।
  • siki | ২১ মার্চ ২০১২ ১০:১৯ | 155.136.80.36
  • ছবির বর্ণনা তো কালকেই পড়লাম। ঃ-)

    যাক। এদিকে হিমাচল আর কাশ্মীরে ফের বরফপাত হবার ফলে আমাদের গরম শেষ হয়ে আবার শীতকাল শুরু হয়েছে। ঃ)
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:১৯ | 121.241.218.132
  • ওই হল - একই তো লোক রে বাবা।
  • ppn | ২১ মার্চ ২০১২ ১০:১৮ | 202.91.136.71
  • কৃষ্ণ না বিষ্ণু?

    ছবির আইডিয়া আমার মাথার ওপর দিয়ে গেছে।
  • siki | ২১ মার্চ ২০১২ ১০:১৬ | 155.136.80.36
  • পাই, এরে কয় শান্তিকল্যাণ। ঃ-)
  • ppn | ২১ মার্চ ২০১২ ১০:১৬ | 202.91.136.71
  • বুইলাম। বাড়িতে দেখা নিশ্চয় আরো চাপের? ;-)
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:১৬ | 121.241.218.132
  • ছবিটা হল একটি মেয়ে (সম্ভবতঃ বিনা পোশাকে - এবং সেটা পুনম পান্ডে কিনা বুঝতে পারলুম না) কৃষ্ণের একটা ছবি নিয়ে মাঠে দাঁড়িয়ে, একজন পাক ক্রিকেটার সেটার সামনে মাটিতে মাথা ছুঁইয়ে। মর্ফড ছবি, এবং সস্তা বাজে আইডিয়া।
  • siki | ২১ মার্চ ২০১২ ১০:১৫ | 155.136.80.36
  • সিধুজ্যাঠা তো চলে, তবে আপিসে বসে পুনম পাঁড়ের ছবি দেখার সাহস নাই। আমার একটাই চাগ্রি। ঃ)
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:১৪ | 121.241.218.132
  • আরো একটা farce - এটা কয়েকদিন আগে শোনা গেছিলো যে সুব্রত বক্সীর মারফত এমপি-দের অর্ডার দেওয়া হয়েছে যে MPLAD ফান্ডের টাকা শুধুমাত্র নীল-সাদা রঙ করানোর জন্যে ব্যবহার করা হবে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, টিউবওয়েল, স্কুল - এসব ফালতু। কসমেটিক কেনো, কসমেটিক।

    http://tinyurl.com/86npes2
  • pi | ২১ মার্চ ২০১২ ১০:১৩ | 72.83.76.34
  • এক বন্ধু (গুরুতেও লেখে মাঝেমধ্যে) লিখেছে,
    If we are so vulnerable that a cheap morphed picture can be a threat against peace among us, then let’s stop claiming about having a tradition of religious and cultural harmony from today.

    ক।

    বইমেলাতেও তসলিমা কাণ্ড হয়ে গেল। সম্প্রীতি ও শান্তি বজায় রইলো। আমরাও কিছু বল্লাম না।
  • ppn | ২১ মার্চ ২০১২ ১০:১১ | 202.91.136.71
  • কোন বিধায়ক যেন এফাইআর দায়ের করেছেন বলে পড়লাম।

    এর আগের বারের গণ্ডগোলেও জনৈক কং নেতার সক্রিয় ভূমিকা ছিল।
  • Bratin | ২১ মার্চ ২০১২ ১০:১১ | 14.99.246.101
  • পাক ক্রিকেটার র সাথে কারোর ফোটো নাকি? ও ই রকম ই শুনলাম । কী ছিল ?
  • ppn | ২১ মার্চ ২০১২ ১০:১১ | 202.91.136.71
  • সিকির আপিসে সিধুজ্যাঠা ব্লকড নাকি? ;-)
  • siki | ২১ মার্চ ২০১২ ১০:১০ | 155.136.80.36
  • শুধু পুনম পান্ডের ছবিটা দেখা হল না। ঃ(
  • Papiss | ২১ মার্চ ২০১২ ১০:০৮ | 121.241.218.132
  • যে ছবিটা নিয়ে গন্ডগোল, সেটা বেরিয়েছিলো পরশু (১৯ তারিখ) - তাও T2-র ভিতরের একটা পাতায় ছোট্ট করে। কাল খুঁজেপেতে দেখতে হল। আর অ্যাপোলজি বেরিয়েছে কাল (২০ তারিখ) সকালের কাগজে প্রথম পাতায়।

    T2-র ওই obscure অংশটা কত লোক পড়ে যে এই নিয়ে গোলমাল শুরু হয়ে গেল? তাও পরশু নয়, কাল?
  • Bratin | ২১ মার্চ ২০১২ ১০:০৫ | 14.99.246.101
  • হমমমম
  • Bratin | ২১ মার্চ ২০১২ ১০:০৫ | 14.99.246.101
  • কালকে পার্ক সার্কাসে ব্যাপক অবরোধ হয়েছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত