এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ১৫ মার্চ ২০১২ ১২:১০ | 122.160.159.184
  • নীনা,নীনা,নীনা,
    শুভ জন্মদিনে অনেক আদর,চুমু,ভালোবাসা।
    ভেটকি ফ্রাই,সর্ষে-ইলিশ,আর পায়েস।

    সুখে,স্বাস্থ্যে,আনন্দে,প্রেমে থাকো,অমিতবাবুর দাড়ি আরো ঘন ও উঙ্কÄল হোক,দুটিতে গর্বভরে বকবকম করো চিরকাল।
  • Bratin | ১৫ মার্চ ২০১২ ১১:৪২ | 122.248.183.1
  • হমমমম ঃ-))
  • byaang | ১৫ মার্চ ২০১২ ১১:৪১ | 122.167.109.173
  • ব্রতীন, এখানেই লিখে দিই, ফোন করেছিলিস যখন ব্যাগে ছিল বলে শুনতে পাই নি। পরে যখন মিস্‌ড কল দেখেছি, তখন অনেক রাত হয়ে গেছিল, আর তার পরে তো জানিসই, কাউকে ফোন করতে আমার কত ল্যাদ-আলস্যি! ক্ষমা-ঘেন্না করে নিস।
  • Ben Arfa | ১৫ মার্চ ২০১২ ১১:৪১ | 121.241.218.132
  • কালকের তারিখটা কেউ খেয়াল করে দ্যাখেইনি।
  • byaang | ১৫ মার্চ ২০১২ ১১:৩৮ | 122.167.109.173
  • নীনাদি, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো। খুব খুব আনন্দ কোরো।
  • Bratin | ১৫ মার্চ ২০১২ ১১:৩৮ | 122.248.183.1
  • কিন্তু আমাকে দেখে শেখো তোমরা। উইশ করি নি ঃ-))
  • pi | ১৫ মার্চ ২০১২ ১১:৩২ | 72.83.76.34
  • দেদি, তুমিও ! ঃ) লোকজনকে কেমন অগ্রিম এপ্রিল ফুল করে চলেছি ঃ)তবে এই সুবাদে ভালো মন্দ খাওয়া দাওয়া জুটে যাচ্ছে। ভালৈ।
  • de | ১৫ মার্চ ২০১২ ১১:৩১ | 180.149.51.67
  • কাল কাহানী দেখলাম -- ফ্ল ডেফিনিটলি কিছু আছে কিন্তু অ্যাজ আ হোল প্যাকেজ অসা!

    ইসে, নরমব্রত হিরো হয়ে গেলো তো! অবাঙালীরা খুব পছন্দ করেছে!

    এই সিনিমায় আমারো ভালৈ লাগলো, বাইশের থেকে অনেক বেটার!
  • Kaju | ১৫ মার্চ ২০১২ ১১:২২ | 121.242.160.180
  • কান্তদিদি,

    নোপ্‌ । হামারে পাস উহা নাহি আছে।
  • de | ১৫ মার্চ ২০১২ ১১:১৬ | 180.149.51.67
  • জন্মদিনের শুভেচ্ছা নীনাদি আর পাইকে -- চিংড়ির মালাইকারী, ইলিশের ঝোল আর নিম্বেগুন সহ!:)
  • Bratin | ১৫ মার্চ ২০১২ ১১:০২ | 122.248.183.1
  • y টা কি দীপু?
  • Tim | ১৫ মার্চ ২০১২ ১১:০০ | 98.249.6.161
  • হ্যা হ্যা বেনুটা হেব্বি হয়েছে। বলাও সোজা, ফেলুদার ছাপও আছে। ঃ-)
  • y | ১৫ মার্চ ২০১২ ১১:০০ | 61.12.12.84
  • রিতুদারও।
  • ppn | ১৫ মার্চ ২০১২ ১০:৫৭ | 112.133.206.22
  • হ্যাঁ, ১০০% ফিট এখন। শ্রীমতী অবশ্য নার্ভাস নাইন্টি।
  • Bratin | ১৫ মার্চ ২০১২ ১০:৫২ | 122.248.183.1
  • অপ্পন ঃ এখন ১০০% ফিট তো।
  • Tim | ১৫ মার্চ ২০১২ ১০:৫২ | 98.249.6.161
  • হুগো দেখে উঠলাম। কহানি দেখার পাপস্খালন হলো। ঃ-)
  • quark | ১৫ মার্চ ২০১২ ১০:৫২ | 14.139.199.1
  • ইয়ে, "মমতা" ব্যাপারটাই বোধহয় খুব ইলিউসিভ হ'য়ে গেছে - কি আসল কি নকল!
  • Bratin | ১৫ মার্চ ২০১২ ১০:৫২ | 122.248.183.1
  • দু দি তোমার বাড়িতে এক দিন খেতে যেতে হবে তো। কবে যাবো?
  • ppn | ১৫ মার্চ ২০১২ ১০:৪৮ | 112.133.206.22
  • ঃ)

    এই দিনটাই কেন আমি আজও বুঝিনি।
  • Du | ১৫ মার্চ ২০১২ ১০:৪০ | 117.194.194.22
  • ওঃ বৃহস্পতিবার ঃ(
  • Du | ১৫ মার্চ ২০১২ ১০:৩৯ | 117.194.194.22
  • থ্যাংকু প্পন, দেখে আসি
  • ppn | ১৫ মার্চ ২০১২ ১০:২৪ | 112.133.206.22
  • দুদি, বিজে মার্কেটে ইন্দ্রপুরী দোকানটায় একবার জিগেস করে দেখতে পারো। ওখানে রিপন বলে একটা ছেলে আছে। ওকে জিগ্যেস কোরো। তবে শিওর নই।
  • Du | ১৫ মার্চ ২০১২ ১০:১৬ | 117.194.194.22
  • এই মমতার কথা তো বাদই দিলাম, আমি চিন্তিত হয়ে যাচ্ছি আসল মমতার কি হল? আজকেও পড়লাম আর এক মা পিটিয়ে ছে্‌লকে বন্ধ করে রেখেছে আট দিন ধরে!
  • Du | ১৫ মার্চ ২০১২ ০৯:৫২ | 117.194.194.22
  • সল্লেকে কোথাও একটা SATA to USB converter পাওয়া যাবে? আগাম ধন্যযোগ
  • siki | ১৫ মার্চ ২০১২ ০৯:০৮ | 155.136.80.36
  • নীনাদি, হ্যাপ হ্যাপ হ্যাপ্পি বার্থডে। তোমার বয়েস আরো কমুক, অমিতোদার দাড়ি আরও মোহময় হোক ঃ-)
  • el d | ১৫ মার্চ ২০১২ ০৯:০২ | 220.227.106.153
  • গতকাল হিমানীশ গোস্বামী চলে গেলেন
  • riddhi | ১৫ মার্চ ২০১২ ০৬:১৯ | 198.213.234.64
  • নীনাদিকে অনেক শুভেচ্ছা জন্মদিনের।
  • Tim | ১৫ মার্চ ২০১২ ০২:২৯ | 198.82.17.118
  • নীনাদিকে হ্যাপি বাড্ডে। খুব খুব ভালো থেকো। ঃ-)
  • nk | ১৫ মার্চ ২০১২ ০২:২২ | 151.141.84.221
  • বাইনারি হে, কীত্তনের এফেক্ট খুবই স্ট্রং। এই যে আমি নিশিকান্ত, একটা হাড় হারামজাদা রসকষ বিহীন ইয়েমতন মানুষ, সেই আমিও কীত্তন শুনে এমন সঘন সজল ভাসাভাসি অবস্থা, এমন সময় ঢুকবি তো ঢোক আমার বস ঘরে ঢুকলেন, কী যেন একটা প্যাকেট দিতে, উফ, কীকরে যে সামাল দিলাম খোদায় মালুম। ঃ-)
  • Binary | ১৫ মার্চ ২০১২ ০২:১৪ | 198.169.6.50
  • এদিক-ওদিক ফুঃ পড়ছে কেন ?

    আমার বাবা ঘোর নাস্তিক। তায় ক্যমুনিষ্টি। ঠাকুদ্দা বৈষ্ণব ছিলো। ওকালতি করতো আর কিত্তন গাইত। তো আমার ঘোর নাস্তিক বাবা, ঢুকব না, ঢুকব না করেও শেষে ঢুকে, জগন্নাথের মূর্তির সামনে অনেক্ষন উনম্না হয়ে দাঁড়িয়ে ছিলো। চোখের কোনা চিকচিক।

    সেটা ভক্তি, না ছেলেবেলা মনে আসা, সেটা জানিনা।
  • Nina | ১৫ মার্চ ২০১২ ০২:১২ | 12.149.39.84
  • মনটা বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে--বেশ জন্মদিন জন্মদিন একটা গন্ধ পাচ্ছি---যদিও আয়ূ থেকে আর একটা বছর কমে গেল--তবুও তোমাদের উইশগুলো দেখি বেশ চাঙ্গা করে দিচ্ছে---শুধু থ্যাঙ্কু বল্লে মন মানছেনা----সব্বাইকে অনেক ভালবাসা জানাই--

    কিন্তু একি সুমেরু কি আমার জন্মদিনের কেকের মোমবাতিটা আমি আসার আগেই ফুঃ করে দিল ---গানটা গেয়েছিল কেউ না তার আগেই ঃ-০
  • nk | ১৫ মার্চ ২০১২ ০২:১০ | 151.141.84.221
  • নিনাদি, কুচো লংকা, লাল আর সোনালি বেল পেপার কুচি আর টোমাটো টুকরো ছড়ানো সাত-ডিমের ওম্লেট দিলাম আর গরম কফি। ঃ-)
  • aka | ১৫ মার্চ ২০১২ ০২:০১ | 168.26.215.13
  • নীনাদি হ্যাবাডে। খুব ভালো কাটুক।
  • Lama | ১৫ মার্চ ২০১২ ০১:৫৮ | 117.194.233.111
  • নিনাদি, হ্যাঃ বাঃ
  • aka | ১৫ মার্চ ২০১২ ০১:৪৯ | 168.26.215.13
  • ফুঃ ফুঃ - মানে ফুঃ কে ফুঃ।
  • Sumeru | ১৫ মার্চ ২০১২ ০১:৪৪ | 117.194.98.60
  • ফুঃ
  • i | ১৫ মার্চ ২০১২ ০১:৩১ | 137.157.8.253
  • নিনাদিদি,
    জন্মদিনের শুভেছা নাও যদিও তোমাদের ওখানে এখনও ১৫ই মার্চ নয়। আমার সময় অনুযায়ী-ই শুভেচ্ছা জানালাম। খুব ভালো থাকো।
  • i | ১৫ মার্চ ২০১২ ০১:৩০ | 137.157.8.253
  • জগন্নাথের মন্দিরেই এক স্তম্ভের গায়ে চৈতন্যর হাতের ছাপ দেখান পান্ডারা প্রদীপ ধরে। কথিত, ঐ খানে দাঁড়িয়ে চৈতন্য রোজ জগন্নাথ দর্শন করতেন।
    হালখাতায় আগে দোকানে দোকানে যে সব ক্যালেন্ডার দিত, সেখানে ছবি থাকত এরকম-স্তম্ভে হাত রেখে চৈতন্য, দূরে জগন্নাথ আর চৈতন্যের দু চোখ দিয়ে জল পড়ছে।
    এই হাতের ছাপের গল্প আরও অনেক গল্প পুরীর আনাচে কানাচে। গল্প বলে পয়সা নেওয়া...
    পুরী গেলে কি জানি কি হয়-এই সব গল্প শুনতে ভালো লাগে। ঠকতেও।
  • nk | ১৫ মার্চ ২০১২ ০১:১৯ | 151.141.84.221
  • কেকে খুব খুব। ওসবই তো বেছে বেছে পত্তুম। ঃ-) এখন তো উতুবে ঢুকে পোয়াবারো, ক্যাপ্টেন কার্ক, ক্যাপ্টেন পিকার্ড, ক্যাপ্টেন জেনোয়ে-বেটাজয়েড ভাল্কান বিজর্ন রোমুলান কার্দাশিয়ান বর্গ কিউ একেবারে ছয়্‌লাপ কান্ড। ঃ-)
    তবে কেকে, পান্তা খাবার গপ্পোটা মনে হয় পড়েছ। এই লোকই তো সেই মহাসময়-সম্মেলনে আর্কিমিডিসের পায়ে রুমাল বেঁধে দিলেন নিউটনের বেড়ালের কামড়ে আর্কির পা কেটে গেছিলো বলে। ঃ-)
    কিন্তু গণেশের গপ্পো কোনটা? কী কবিতা সে লিখতো?

    লামা,তাই তো! আপ্নের ফোটোগ্রাফিক মেমো। ঃ-)
  • Binary | ১৫ মার্চ ২০১২ ০০:৪৫ | 198.169.6.50
  • গানপ্লিডিয়া তো জানতাম অভ্যু
  • kk | ১৫ মার্চ ২০১২ ০০:৪২ | 107.3.243.18
  • না নিনা দি, গানের ব্যাপারে আমার গেয়ান খুবই কম।
  • Nina | ১৫ মার্চ ২০১২ ০০:৩৯ | 12.149.39.84
  • কলি
    রজনী প্রভাতকালে পঙ্খী ছড়ল বাসা--কোন প্রচলিত গানের অংশ? জানিস?
  • Binary | ১৫ মার্চ ২০১২ ০০:৩৩ | 198.169.6.50
  • ব্রতিন, তোমার পুরী ভ্রমণ শেষ করো। বাইশ পোস্টে আটকে গেছে।

    বাইদ্য ওয়ে, আমি -ও ১৬ বছর আগে পুরী গেছি, কে যেন এক পান্ডা, আমাদের কোন মন্দিরে যেন মহাপ্রভুর হাতের ছাপ দেখিয়ে ছিলো, তারপর ৫০ টাকা প্রনামী নিলো।
  • kk | ১৫ মার্চ ২০১২ ০০:৩৩ | 107.3.243.18
  • হ্যাঁ, ঐ 'বাজারদর'এই তো। আরেকটা ছিলোনা সেই গণেশ বাবু বলে একজন কবিতা লিখতেন? ৩৫৮৯ সালের গল্প।
  • Lama | ১৫ মার্চ ২০১২ ০০:২৫ | 117.194.248.184
  • শীর্ষেন্দুর সেই গল্পটায় এরকম ছিল- ভদ্রলোক ঘুম থেকে উঠে ভাবলেন হাজার বছর পরের মানুষ কি ভাষায় কথা বলে কে জানে, চিনে ভাষাই বলে হয়তো বা। তারপর বললেন "খাবারচুং জলদিচি লাওং, গরম চাং দরকারং।' বলার পর আবার মনে হল চিনে নয়, কেমন সংস্কৃত সংস্কৃত শোনাল কথাটা
  • kk | ১৫ মার্চ ২০১২ ০০:২০ | 107.3.243.18
  • এই গল্পটা পড়েছি বলে মনে হচ্ছেনা তো ! নিশি বুঝি খুব সাইফাই ভালোবাসে? গল্প, সিনেমা?
  • nk | ১৫ মার্চ ২০১২ ০০:১৯ | 151.141.84.81
  • আসলে মনে হয় পান্তা না ডাল গরম করতো আর পান্তা কাঁচালংকা সহযোগে খেতো। ঃ-)
  • nk | ১৫ মার্চ ২০১২ ০০:১৮ | 151.141.84.81
  • আরে কেকলি আ গয়া। কেয়া খুশ ঃ-)
    কেকে, সেই গল্পটা কোনটা ছিলো, একজন বৈজ্ঞানিক ল্যাবের নিউক্লিয়ার চুল্লীতে পান্তা গরম করে কাঁচালংকা দিয়ে খেতো? ঃ-)
    (আহা বৈজ্ঞানিক বলে কি তার গরম পান্তা খেতে ইচ্ছে করতে পারে না? ঃ-) )
  • pi | ১৫ মার্চ ২০১২ ০০:১৩ | 128.231.22.249
  • আমিই তাহলে ঠিকঠাক ফাস্ট হলুম ঃ)

    তোমার ঐ অমৃত আলুভাজা ই পাঠিয়ে দিলুম ঃ)
    খুব ভালো থেকো ঃ)
  • Nina | ১৫ মার্চ ২০১২ ০০:০৯ | 12.149.39.84
  • ওরে বতিন, দাঁড়া দাঁড়া এখনও হয়নি--কাল তো! আজকেরটা এখনই খেয়ে নেলুম--কাল আবার দিস ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত