এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kd | ১৮ মার্চ ২০১২ ১৯:২১ | 59.93.242.118
  • @ইন্দ্রাণী
    খান = নওয়াজুদ্দিন সিদ্দিকি; মোনালিসা ম্যানেজার = নিত্য গাঙ্গুলি
  • dukhe | ১৮ মার্চ ২০১২ ১৯:০৩ | 117.194.227.216
  • রক্তকরবীর ডাকবাক্স ? ডাকঘরের না ?
    আজকাল সবই গুলিয়ে ফেলি ।
  • Kaju | ১৮ মার্চ ২০১২ ১৮:৫৬ | 59.93.194.122
  • ইন্দ্রাণীদি,

    রক্তকরবীর ডাকবাক্সটা খুলো সময় পেলে। চিঠি পাঠিয়েছি। ঃ))
  • i | ১৮ মার্চ ২০১২ ১৬:৪৬ | 124.168.153.105
  • খান এর ভূমিকায় কে চিনলাম না। শুরু থেকেই ফাটিয়ে অভিনয়, গুরুতেই বলেছিল। জানতাম। কল্যাণ চ্যাটার্জী আছেন, জানতাম। গুরু বলেছিল।
    পরমব্রতর আনডার অ্যাক্টিং। এইটাও তো জানতাম। গুরু বলেছিল। পরমের ইন্টারভিউও।
    বিদ্যা বালন যে অসা-এইটা জেনেও বুঝি নি। যে সিনে বিদ্যা, সেই সিনে শুধুই বিদ্যা শুধুই বিদ্যা শুধুই বিদ্যা।
    ট্রামে পরমের পাশে বসে দুষ্টুমি, একলা ঘরে কেঁদে ওঠা, খানের সামনে বুদ্ধির দীপ্তি, তুখোড় স্মার্টনেস-
    বিদ্যা বিদ্যা বিদ্যা।
    না, বি নয় ভি । ভি।
    ক্যা ফারাক..
  • i | ১৮ মার্চ ২০১২ ১৬:৪৬ | 124.168.153.105
  • ক্লাইম্যাক্সে লাল পাড় শাদা শাড়ি হারিয়ে যাচ্ছে সিঁদুরখেলা এয়োতীর দঙ্গলে-ঢাক বাজছে, নৃত্য উদ্দাম, প্রতিমার বিসর্জন..

    সিনেমা শেষ । মোবাইল অন করি। নীলকন্ঠ পাখিটি উড়ান দেয়-"ফিরেছ? আমিও এই বেরোবো। "
    বচ্চনের ভয়েস ওভারের দরকার ছিল না-ডিডি যথার্থ কয়েছেন।
  • i | ১৮ মার্চ ২০১২ ১৬:৩১ | 124.168.153.105
  • বব বিশ্বাস এϾট্র নিলেন। আবার মাথায় গুরুবাইক্য গজগজ। শ্বাশ্বতর ইনটারভিউও। বৌ নাকি ভয়ে খামচে ধরেছিল-
    তার মানে এখন হেব্বি ভয়ের কিছু হবে-আমি এখন তবে কাকে খামচাই-আড়চোখে ডাইনে দেখি পাশে তন্বী শ্যামা নিরাবরণ হাত । অগত্যা বাঁ দিকেই সিটের হাতল।

    তো কই ভয় তো তেমন পেলাম না। বব এর চশমার আড়ালের চোখ বহুকাল আগের ঝুটি সিনেমার ছানিকাটা চশমা পরা ভিলেইন মদনপুরীকে মনে করালো।

    মোনালিসা গেস্ট হাউসের ম্যানেজারের ভূমিকায় কে? গুরুরা কেউ কিছু বলেছেন বলে মনে পড়ছে না..
    জয় বাবা ফেলুনাথ মনে পড়ল। এবিপি লিখেই দিয়েছে অবশ্য-ট্রিবিউট তো রে নাকি। কানে কানে কয়ে দিয়েছে হয়তো।
  • i | ১৮ মার্চ ২০১২ ১৬:২৪ | 124.168.153.105
  • প্রথমেই তো সেই গিনিপিগ মারার দৃশ্য। গুরুবাক্য সব মাথায় গিজ গিজ করে। অ তার মানে এ হোলো... হুঁ.. দেখি তো নিজের মত কোরে-মাস্কের বাইরে দাড়ির আভাস.. মাস্কের ভেতর বড় বড় ভাসা ভাসা চোখ-
    পলকেই মেট্রোর দুর্ঘটনা ঘটে যায়। মৃতের স্তূপ নিয়ে টিউব রেল টানেলে ঢুকছে।
    বিদ্যা এলেন কোল্কাতায় -এই দৃশ্য এই বিবরণ পড়া/ শোনা হয়েছে বহুবার-জানা আছে এর পর উনি থানায় যাবেন।জল খাবেন ঘন ঘন। সই করতে গিয়ে মাথা ঘুরবে।
    জানা ছিল না সিস্টেম এররের মজাটা।জানা ছিলনা খরাজের সংলাপ্সমূহ। জানা ছিল না সারা কলকাতা ড্যাবডেবিয়ে বিদ্যাকে দেখবে।
    উঁহু, বিদ্যা না ভিদ্যা।
    বি নয় ভি।
  • i | ১৮ মার্চ ২০১২ ১৬:১৬ | 124.168.153.105
  • আস্তানার কাছাকাছি চ্যাট্‌সউডের মাল্টিপ্লেক্স। সেখানে আসে নি কহানী। যেতে হবে দূরে। সেই বারউডে। পুরোনো ভাঙা কারখানা, মরা কাশ, গ্রাফিতি টাফিতি..
    অন লাইন টিকেট কাটা। ভাগ্যিস। হাউস ফুল। শাড়ি, জিনস, বৃদ্ধ, মধ্যবয়সী, তরুণ দম্পতি, অটিস্টিক কিশোর।
    আমার মাথার মধ্যে গুজগুজ করছে এবি পির রিভিউ, গু চ র জনতার প্রায় বলে দেওয়া গপ্প আর চশমা পরা শক্ত চোয়ালের একটি মেয়ে-হু কিলড জেসিকার সাব্রিনা।

    হাল্কা আলোয় পর্দায় হলিউডি , বলিউডি ট্রেলার- এক গন্ডা শ্বশুর, এক গন্ডা জামাই-জমজমাট হল। কোক পপকর্ন।
    আলো নিভে ছবি শুরু হোলো ত্রিনয়নীর মোটিফ নিয়ে।
  • i | ১৮ মার্চ ২০১২ ১৬:০০ | 124.168.153.105
  • উফ। গুরুর লোকজন শেষমেষ দেখিয়েই ছাড়ল।
    মুভি থিয়েটারে গিয়ে সিনেমা দেখা মানেই হ্যারি পটার, টিনটিন, কার, স্মার্ফ- এইসব-বহুদিন যাবৎ। শেষ কবে একলা দেখেছি? বোধ হয় রীডার । নাঃ ওয়াটার ফর দ্য এলেফ্যান্ট। না কি।। যাগ্গে-
    গুরুতে হু হা পোস্ট পড়ছে-বেহালার শো টাইম জানাচ্ছে আম্রিগা-ইউ টিউব, ব্লগ-তক্কো-আর পারা গেল না।
    জন্মদিনের পার্টিতে প্যাক করে পাঠিয়ে দিলাম দুজনকে। তাপ্পর চার দেওয়ালের মধ্যে শুধু লাইসা আহমেদ, অদিতি মহসীন আর আমি।কচাকচ ফুলকপি, ঝপাং তেলে শুকনো লংকা, গোটা জিরে , আদা- মশলা খুঁজে কে সময় নষ্ট করে-হাতের কাছে আনারদানা পাউডার, অল্পেকটু চানা মশালা-তাই ঢাল-নুন, লংকাগুঁড়ো, ওহো এই তো কিচেন কিং-ফ্রোজেন মটর্শুঁটি। ও কড়াইতে ছোলা বসাই-তেলে শুকে্‌না লংকা, আদা কষি, পেয়ঁআজ....টমেটো দিলাম, ছোলা-এই যাঃ মশলা তো ফুলকপিতে দিয়েছি-কুছ পরোয়া নেহি-কিমা মসলা আছে কি করতে -তার খানিক ্‌ হাঁড়ি চিকেনের মসলা খানিক-আর একটু আনারদানা আবার-ব্যাস।
    দুড়ুম দাড়াম ভ্যাকুয়াম। হু হা ইস্ত্রি।আর কি আর কি বাকি-ওঃ দুপুরের খাওয়া। মারো গোলি।
  • kd | ১৮ মার্চ ২০১২ ১৫:৩৫ | 59.93.242.118
  • তা পারবেন না কেন? সব কিছু সারাতে একটাই তো টুল লাগে আর সেটা অপারেট করতে প্রায় সকলেই জানে, এমনকি আমিও।
  • siki | ১৮ মার্চ ২০১২ ১৪:০০ | 122.177.11.185
  • তা বেশ, তা বেশ। ঃ)

    আপনি কি দেওয়ালে চটা ওঠা সারাতে পারেন?
  • maximin | ১৮ মার্চ ২০১২ ১৩:৩৬ | 59.93.207.183
  • ব্রতীন হুমমম করে ভয় দেখায় ক্যান?
  • maximin | ১৮ মার্চ ২০১২ ১৩:২২ | 59.93.207.183
  • কোথায় কোন দেয়ালে চটা উঠে গেছে সেটা বাচ্চার হাতের reach এ মেরামত, কোথায় কোন দরজা বন্ধ হয়না মেরামত, বইয়ের শেলফের ধুলো সাফ করা এইসব আরকি।
  • Bratin | ১৮ মার্চ ২০১২ ১৩:১৯ | 117.194.96.55
  • হুমমমঃ-))
  • maximin | ১৮ মার্চ ২০১২ ১৩:১৫ | 59.93.207.183
  • একজন দুদন্ড শান্তি পাবে বলে খড়কুটো এনে নীড় বানানোর চেষ্টায় ছিলাম।
  • siki | ১৮ মার্চ ২০১২ ১৩:১০ | 141.0.9.232
  • ভালো।

    এতোদিন কোথয় ছিলেন, ম্যাডাম বি সেন?
  • maximin | ১৮ মার্চ ২০১২ ১২:৫৯ | 59.93.207.183
  • শমীক কেমন আছ?
  • siki | ১৮ মার্চ ২০১২ ১১:৪৭ | 122.177.11.185
  • পিনাকী, খবরটা প্রথম শুনে থেকেই ঠিক কী লিখব বুঝে উঠতে পারছিলাম না, এখনও পারছি না।

    তাই কিছুই লিখলাম না। সময় সব ক্ষত সারিয়ে দেয়, সময় সময় নিক।
  • maximin | ১৮ মার্চ ২০১২ ১১:২৪ | 59.93.207.183
  • পিনাকীবাবু, সমবেদনা ও মঙ্গলকামনা রইল।
  • maximin | ১৮ মার্চ ২০১২ ১১:২৩ | 59.93.207.183
  • আকা কিচ্ছু পড়েনা, না পড়ে মন্তব্য দেয়। উচ্ছে খাওয়াব কেন? উচ্ছে-বেগুন-বর্জিত সুক্তোর কথা বলেছি।
  • maximin | ১৮ মার্চ ২০১২ ১১:১৮ | 59.93.207.183
  • না কিছুই বলার নেই। কখনও কখনও কথা জোগায় না।
  • d | ১৮ মার্চ ২০১২ ০৯:৩৩ | 14.99.29.122
  • পিনাকী,

    কিছু বলার তো নেই।
  • d | ১৮ মার্চ ২০১২ ০৯:৩১ | 14.99.29.122
  • ফিলিমে অ্যাকশান রোলের জন্য টেরাই মারছিল বোধহয়।

    কেসিকে এমন ক্যালাব না ..... মোটেও সবসময় বেসনগোলায় দুবিয়ে ভাজতে নেই। ভুর্জি বানাতে গেলে বেসন লাগে না হাঁদারাম।
  • kiki | ১৮ মার্চ ২০১২ ০৯:১৫ | 59.93.199.194
  • কাজুকে,
    বিবিদি বাগ মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে স্টেট টুরিজমের অফিস। সেখানে গিয়ে তুমি বললে মার্বেল প্যালেশের জন্য, ওরা তোমাকে একটা ফর্ম দেবে। সেথায় খালি নাম আর অ্যাড্রেস আর ডেট লিখতে হয়।আর কিছু দেখতেও চাইবে না।

    আজ যাবো।ঃ)
  • Siddhartha | ১৮ মার্চ ২০১২ ০৫:৫২ | 131.104.241.62
  • পিনাকী, হাতটা বাড়ালাম। আন্তরিকভাবে। ভাল থাকুন।

    কি আর বলব! ঠাকুমাকে একটু সামলে রাখুন। যদি কোনো প্রয়োজনে লাগতে পারি, অবশ্যই জানাবেন।

    বাবা মারা গেলে মনে হয় মাথার ওপর থেকে ছাদটা উড়ে গেল। নো ম্যাটার কত বড় হয়ে গেছি, বা বাবা কত বৃদ্ধ হয়েছেন। তবু এটা হয়, অনেকের মুখে শুনেছি।
  • SC | ১৮ মার্চ ২০১২ ০৫:০৯ | 96.235.41.90
  • পিনাকীদা খবরটা দেখলাম। আমার সমবেদনা রইল। কি আর বলি। ভাল্লো থেকো।
  • Nina | ১৮ মার্চ ২০১২ ০৫:০২ | 69.141.168.183
  • পিনাকী
    আপনার জন্য রইল গভীর সমবেদনা----আপনার ঠাকুমার কথা শুনে বড় কষ্ট হল--কিছুই বলার নেই---শক্ত থাকুন। আমাদের মঙ্গলকামনা রইল আপনার ও আপনার প্রিয়জনেদের সঙ্গে।
  • Tim | ১৮ মার্চ ২০১২ ০১:৪৩ | 98.249.6.161
  • পিনাকীদার অবস্থা খানিকটা বুঝতে পারছি। আমার দাদুও ১২ বছর শুয়েছিলেন এরকম। কিছুই বলার নেই, সাবধানে থেকো।
  • kc | ১৮ মার্চ ২০১২ ০০:২২ | 178.61.96.29
  • পিনাকী ভাল থেকো। আর কিছু বলা যায়না।
  • I | ১৮ মার্চ ২০১২ ০০:১৫ | 14.99.76.177
  • পিনাকী, সমবেদনা রইল।
  • pinaki | ১৮ মার্চ ২০১২ ০০:০৯ | 14.99.47.8
  • পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলে যাওয়া মানে চলে যাওয়াই। কিন্তু গত ১২ বছর ধরে বাবা যেভাবে তিলে তিলে কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুর দিকে এগিয়েছে, বিশেষতঃ শেষ দুটো বছর, চোখে দেখা যায় না। শেষ দিকে প্রিয়জনেরা প্রায় সবাই মৃত্যুকামনা করেছেন, এই কষ্ট থেকে মুক্তির জন্যে। অবশেষে সেই দিনটা এল। মার কথাও বলতে হয়। মা যে কিভাবে একা হাতে একটা অসম লড়াই ১২ বছর ধরে লড়েছে - সে যারা না দেখেছে তারা বিশ্বাস করবে না। আর একজনের কথা বলা উচিৎ। আমাদের চেয়েও যার শোক আরও অনেক গুণ বেশী। আমার ঠাকুমা। এখনো জীবিত। ৯৫ বছর বয়েস। এখনও মাথা ভালই কাজ করে। গত সাড়ে চার মাসের মধ্যে এই নিয়ে পরপর দুই ছেলেকে হারালেন চোখের সামনে। জীবন যে কার জন্য কী নিয়ে আসে!
  • siki | ১৭ মার্চ ২০১২ ২৩:৪০ | 141.0.9.254
  • পটাশম্যাম, আমি দিল্লিতেই। কেন, কোনও দরকার ছিল?
  • Lama | ১৭ মার্চ ২০১২ ২৩:২৯ | 117.194.237.43
  • শূর্পনখা শেঠের নাক কান কাটে
  • Ishan | ১৭ মার্চ ২০১২ ২৩:২০ | 50.82.180.165
  • লক্ষণ শেঠ মুম্বাইয়ে কি করে?
  • Tim | ১৭ মার্চ ২০১২ ২৩:০৯ | 98.249.6.161
  • উচ্ছে তো ভালোই
  • aka | ১৭ মার্চ ২০১২ ২৩:০৫ | 75.76.118.96
  • ভাগ্যিস ম্যাক্সিদির নাতি বা নাতনি হই নি। উচ্ছে? এতো অত্যাচার।
  • Bratin | ১৭ মার্চ ২০১২ ২৩:০০ | 117.194.102.90
  • কেসি, আমার লেখা পড়ে কি মনে হয়েছে কুঘো র ব্যাপার টাতে আমার সমর্থন আছে?
  • kd | ১৭ মার্চ ২০১২ ২২:২৪ | 59.93.206.84
  • ছোট ছোট কালো পিঁপড়ে (মানে যেগুলো সুড়সুড়ি পিঁপড়ে নানেও পরিচিত)। ওই বয়সের বাচ্চারা খুব ভালোবাসে খেতে, নিজেরাই খুঁটে খুঁটে খায়। শুনেছি স্বাস্থ্যকরও - কি সব ভিটামিন-টিটামিন আছে, প্রোটিন আছে, ফর্মিক অ্যাসিড-ট্যাসিড আছে।
    মঃ
  • maximin | ১৭ মার্চ ২০১২ ২০:৫৫ | 59.93.254.58
  • আচ্ছা ওকে -- ঢেঁকি-ছাঁটা-চাল উড়দ-ডাল আমন্ড-কাজু ঘিয়ে ভাজিয়ে মিক্সিতে গুঁড়িয়ে এয়ারটাইট কৌটোতে করে রাখলাম। দুধে না ফুটিয়ে জলে ফোটালে হবে না?
  • maximin | ১৭ মার্চ ২০১২ ২০:৫০ | 59.93.254.58
  • সেমি লিকুইড চাইছিনা। ঠাকুর্দাদার বাড়িতে সে দোসা ইডলি খায়।
  • maximin | ১৭ মার্চ ২০১২ ২০:৪৬ | 59.93.254.58
  • না কেসি উরদ ডাল ইত্যাদি হল সাউথি খাবার। ওগুলো তার ঠাকুরদাদার বাড়িতে প্রচুর পায়া যায়।
  • maximin | ১৭ মার্চ ২০১২ ২০:৪৩ | 59.93.254.58
  • ১। ভাত
    ২) ডাল সেদ্ধ
    ৩) উচ্ছে বেগুন বাদ দিয়ে সুক্তো
    ৪) মাছের ঝোল
    ৫) পেঁপে দিয়ে মুরগির ঝোল

    এই কটা বাদ দিয়ে অন্য রান্নার রেসিপি চাই, চাই চাই।
  • kc | ১৭ মার্চ ২০১২ ২০:৩৮ | 178.61.96.29
  • ঢেঁকি ছাঁটা চাল, উড়দ ডাল, অল্প আমন্ড, আর কাজু ক্‌ড়াইতে শুকনো খোলায় ভেজে নিতে হবে। একটু ভাল ঘি বা মাখন অ্যাড করা যেতে পারে। এরপর এটাকে শুকনো অবস্থায় মিক্সিতে গুঁড়িয়ে এয়ারটাইট কৌটোতে রেখে দিতে হবে। দিনে একবার এই পাউডারের চার চামচ, দুধে ফুটিয়ে খাওয়ালে বেশ হাট্টাকাট্টা হবে। বাচ্চারা ভালও বাসে।
  • maximin | ১৭ মার্চ ২০১২ ২০:৩০ | 59.93.254.58
  • রেসিপি, কো-ই মুঝে ১১ মাসের বাচ্চার উপযোগী নতুন কিছু খাবারের রেসিপি দাও দেখি।
  • maximin | ১৭ মার্চ ২০১২ ২০:২৭ | 59.93.254.58
  • এই যে সবাই কেমন আছ?
  • kc | ১৭ মার্চ ২০১২ ২০:১৭ | 178.61.96.29
  • দমুর তো এক্টাই রেসিপি, বেসনের গোলায় চুবিয়ে ভেজে ফেলা।
  • ppn | ১৭ মার্চ ২০১২ ১৯:৪৯ | 112.133.206.22
  • রেসিপিটা দমুর থেকে আগে জানতে হবে।
  • achintyarup | ১৭ মার্চ ২০১২ ১৯:৩৫ | 141.0.10.215
  • লক্ষ্মণ বুঝি গোলাপফুল ছাড় কিছু খায় না?
  • dukhe | ১৭ মার্চ ২০১২ ১৮:২৫ | 117.194.239.121
  • ওরে বাবা । বিমানদাকে আবার গোলাপফুল কিনতে যেতে হবে !
  • de | ১৭ মার্চ ২০১২ ১৭:৪০ | 120.62.171.249
  • ইকিরে, আমাদের ইদিকে নুকিয়ে ছিলো -- জানতেই পারিনি, আমি চেম্বুর এলাকাতেই থাকি তো! ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত