আচ্ছা আমার সেই পুরীর টই টা কোথায় গেল? হাতে খানিক টা সময় আছে এখন লিখে ফেলি।
kc | ২৬ মার্চ ২০১২ ১০:১৫ | 194.126.37.78
একেই ফেসবুকটা এখনও বুইতে পারলাম না। তারপরে দেখি কি টাইমলাইন না কি একটা করে দেবে বলে ভয় দেখাচ্ছে। শান্তিতে ক্ষেউ থাকতে দেবেনা। সব কিছু আপগ্রেড, উন্নততর করে দেওয়ার জ্বালায় আর পারিনা।
এদিকে আইপ্যাড জেলব্রেক করার জন্য কত লড়ে যাচ্ছি। হচ্ছেনা।
Ben Arfa | ২৬ মার্চ ২০১২ ০৯:৫৮ | 121.241.218.132
কী ভয়ানক উগ্রপন্থী!
Ben Arfa | ২৬ মার্চ ২০১২ ০৯:৫৭ | 121.241.218.132
ফেলাটের ঝামেলায় গত কয়েকটা উইকেন্ড আর কিস্যু কাজ হচ্ছে না। সকাল থেকে ওখেনে পড়ে থাকতে হচ্ছে - আলো লাগানো, এসি লাগানো...এগুলো মিটলে ফের রোববার সকালে বেরোতে পারবো - ভোর ভোর ভিক্টোরিয়া, ময়দান, গ্যালিফ স্ট্রীট...
byaang | ২৬ মার্চ ২০১২ ০৯:৫৬ | 122.167.69.157
তা একবার এরকমই অনেকটা হয়েছিল বটে। যেই না ভাতের পাতে বসে বলেছে, "ডালটা এত ঝাল কেন রে!'' অম্নি কে যেন দুম দুম করে হেঁটে রান্নাঘরের থেকে চিনির কৌটো এনে ডালমাখা ভাতে আধ কৌটো চিনি ঢেলে দিয়ে বলেছে, ""আরেকবার বলিস এটা এই হয়েছে, আর ওটা ঐ হয়েছে!'' তারপর সে কী সোনামুখ করে চিনি মেখে ডালভাত খাওয়া! ভাবলেই এখনো প্রাণটা জুড়িয়ে যায়।
ppn | ২৬ মার্চ ২০১২ ০৯:৫২ | 112.133.206.22
ফিরিজ খুলে বিভীষণ যেই না জিগিয়েছে "আরে ইস মে বরফ ইউ নেহি হ্যায়' অমনি কে যেন তাকে ফোলা কনুই দিয়ে দমাস দমাস করে পিটিয়ে ফ্রিজারে ভরে দিয়েছে আর ভরার আগে বলেছে "দোবারা মাত পুছনা'।
Ben Arfa | ২৬ মার্চ ২০১২ ০৯:৪৯ | 121.241.218.132
গ্যালিফ স্ট্রীটে শনি বা রবিবার সকালে যেতে হয় - সকাল মানে সাড়ে ছটা সাতটা নাগাদ। পাখি থেকে শুরু করে রঙীন মাছ, কুকুর, খরগোশের বাচ্চা...কী নেই। আর দেখবে ট্রেনি এবং প্রো ফটোগ্রাফারদের ভিড়।
মোট্টেই তা নয়। এইবারে কী করে হল বুঝতে পারছি না। বহুকাল হয় নি এমন। আর, সব সইতে পারি, কেটে ছিঁড়ে গেলে কোনও পবলেম নাই, কিন্তু সর্দি জিনিসটা কিছুটেই ট্যাকল করতে পারছি না। সর্বক্ষণ রানিং নোজ। অ্যাঃ।
byaang | ২৬ মার্চ ২০১২ ০৯:৩৮ | 122.167.69.157
আর এই দিল্লিওয়ালারা বড়ই নাজুখ চিজ দেখি! আমাদের লুরুতে সারাবছরই অমন মাথাজন্তোন্না, ফ্যাঁচফ্যাঁচ, লাল নাক, চোখ-জ্বালা হয়, তাই নিয়েই আমারা দিব্যি হাসিমুখে কাজাই, জোর গলায় ভাটাই, ঘেমো মুখে ট্র্যাফিক জ্যামে বসে থাকি, খুশি মুখে খাই, তবুও লোক ডেকে ডেকে এমন কাঁদুনি গেয়ে বেড়াই না বাপু। অমন আলটুসি প্রাণ লুরুওয়ালাদের না।
byaang | ২৬ মার্চ ২০১২ ০৯:৩৩ | 122.167.69.157
ছোটো এ-ই বা গেল কোথায়? তুইও কি শনিবার বিকেলে পিভিআরে ব্যোমকেশ দেখতে গিয়েছিলিস নাকি? আমাকে দেখতে পেয়েছিলিস? পেয়ে থাকলে ডাকলি না কেন?
থার্টি ইয়ার্স এক্সপেরিয়েন্স বাওয়া। প্রতি সিজনে গোড়ালি মচকে মচকে মচকে এসব টের পেয়েছি। চুনে হলুদ বা নুনের পুঁটুলি সেঁক দিন।
siki | ২৬ মার্চ ২০১২ ০৮:৪৯ | 122.177.58.73
না, জোকস অ্যাপার্ট, ডাক্তার ভুল বলে নি। ফুলে গেলে বরফ লাগানোটাই বিধেয়। বরফ লাগালে মোটেই ফোলা বাড়ে না।
aka | ২৬ মার্চ ২০১২ ০৮:৪৭ | 75.76.118.96
একদম, যেমন মাথা কুটকুট করলে ফ্রিজী ঢুকে বসে থাঅতে হয়;)
siki | ২৬ মার্চ ২০১২ ০৮:৪৪ | 122.177.58.73
গলাও খুসখুস করছে। একটা আছকিরিম খেয়ে দেখব? ঃ)
siki | ২৬ মার্চ ২০১২ ০৮:৪০ | 122.177.58.73
পটাশম্যামের শরীল ক্যামন? এইবারে আমাকে ভাইরাসে ধরেচে। শনিবার থেকে মাথাজন্তোন্না ফ্যাঁচফ্যাঁচ লালনাক চোকজ্বালা ... সে যে কী চলছে!
আমিও কি বরপ লাগাবো? নাকে?
aka | ২৬ মার্চ ২০১২ ০৮:৪০ | 75.76.118.96
ঃ) বরখ আছে কাছে? চাপ কমবে অ্যান্টি ইনফ্লেমেটারি এজেন্ট বলে কথা। ;)
byaang | ২৬ মার্চ ২০১২ ০৮:৩৯ | 122.167.215.124
সিকির আবার কীসে চাপ হল?
aka | ২৬ মার্চ ২০১২ ০৮:৩৮ | 75.76.118.96
ভাগ্যিস তুই ইরেসপন্সিবল, ভাগ্যিস ফ্রিজে বরখ ছিল ন এযাত্রা খুব বেচে গেলি যাহোক ;)
siki | ২৬ মার্চ ২০১২ ০৮:৩৮ | 122.177.58.73
ক্ষী চাপ ভাই!
byaang | ২৬ মার্চ ২০১২ ০৮:৩৬ | 122.167.215.124
হে আকা, কাল আপনার পেয়ারের বিভীষণ আমি পড়ে যাওয়া মাত্রই বরফ লাগানোর জন্য তেড়ে এসেছিল, কিন্তু বিধি বাম থাকায় ফ্রিজ খুলে তিনি একটুও বরফ পান নি, তখন আমাকে ইরেস্পন্সিবল, কান্ডজ্ঞানহীন ইত্যাদি বিশেষণে ভূষিত করতে করতে নিজেই বরফের ট্রেগুলোয় জল ভরে ফ্রিজে ঢোকালেন। (হয়েছে কী, আমি গরমকালে যখনই গরমে হাঁসফাঁস করি, বরফ বার করে গালে পুরি, গলাটা ঠান্ডা হয়ে যায়, সবকটা বরফ শেষ হয়ে গেলে তবে আবার বরফ জমানোর জন্য জল ভরে রাখি) ব্যথা লাগলে সেখানে বরফ লাগালে আমার আরো বেশি ব্যথা করে। তো কাল বেঁচে গেছিলুম সে যন্ত্রণা থেকে। আজ সকালে উঠে দেখি ব্যথটা আগের থেকে কম, যদিও হাতটা নাড়ালে একটা খিঁচ ধরা মতন ব্যথা হচ্ছে। আশা করি সেই ব্যথও কমে যাবে সময়ের সাথে। কবি বলেছেন না, টাইম ইজ দা বেস্ট হীলার। আপনারা আমার জন্য চিন্তা করবেন না। আর এক্সরে করাতে আমি মোটেই যাব না, নাহোক খানিকক্ষণ নিজেদের ঘ্যাম বাড়ানোর জন্য অপেক্ষা করিয়ে মারবে।
byaang | ২৬ মার্চ ২০১২ ০৮:২৮ | 122.167.215.124
আমার ভয়ে গা-ছমছম করছে, আকা আর ডক্টর ক্যামোন করে একই আইপি থেকে ঝগড়া করছে!!! এই ডক্টরের তো দেখছি হেব্বি ক্ষমতা!!! ঃ-O এটা কি রিমি? আকাকে গাল দেওয়ার শৈলী দেখে তো রিমি বলেই মনে হচ্ছে।
Dcotor | ২৬ মার্চ ২০১২ ০৮:২৮ | 75.76.118.96
সেই যে বছর কয়েক আগে কার যেন ক্রিকেট খেলতে গিয়ে হাত ভাঙল? হস্পিটালে নিয়ে যাবার পরে, নার্স প্রথমেই আইস প্যাক লাগিয়ে দিল, ঐ নিয়ে বসে থাকতে হল কয়েক ঘন্টা, ডাক্তার আসার আগে, এগুলো কি থার্টি ইয়ারের এক্সপেরিয়েন্সের মধ্যে পড়ে না?
আর ব্যাংএর বরফ লাগানোর স্টেজ পেরিয়ে গেছে। লিংগুলো ভালো করে না পড়েই যে এরা কেন এত বক বক করে কে জানে!!!
aka | ২৬ মার্চ ২০১২ ০৮:২৬ | 75.76.118.96
হ্যা ব্যাঙ্গ এঅই ফেক ডক্টরের কথা শুনে বরখ ই লাগাস। বিভীশণেরই পোয়া বারো তোর কনুইয়ের হাত থেকে কদি বেশি রক্ষা পাবে। ঃ)
Doctor | ২৬ মার্চ ২০১২ ০৮:২৪ | 75.76.118.96
একমাত্র তোমারই যদি থার্টি ইয়ারের এমন অভিজ্ঞতা হয়, তাইলে তো লিং খুঁজে পাবাই না, বলা বাহুল্য।
বরফ যে অ্যান্টিইনফ্ল্যামেটরি এজেন্ট, এইটা এযুগের লোক জানে না, এইটা হল গিয়ে পৃথিবীর নবম আশ্চজ্জ।
aka | ২৬ মার্চ ২০১২ ০৮:১৮ | 75.76.118.96
ইসে মাথায় বরফ দিলে হয় না? ঃ)
থার্টি ইয়ার্স এক্সপেরিয়েন্স কি আর চাটি্ত লিন্ক দিয়ে হয় রে ডক্টর?
Doctor | ২৬ মার্চ ২০১২ ০৮:১৫ | 75.76.118.96
ওহো তাই বুঝি??? তো, ব্যথায় বরফ দিলে বেশি ফুলে যায় এমন একটি লিং দাও তো দেখি বাপু লিংমাস্টার?
Doctor | ২৬ মার্চ ২০১২ ০৮:১৪ | 75.76.118.96
এর মধ্যে বাপ মা এলো কোত্থেকে রে বাবা!! সত্যি বাঙালীর ছেলে, বাপ মা ছাড়া এক আঙুলও নড়তে পারে না। হচ্ছে ব্যথায় বরফ দেবার কথা, সেখানেও বাপ মা!!
লিং পড়ে নিজেই জেনে নাও। আমার পড়াশুনোর উপর আস্থা নেই যখন।
d | ২৬ মার্চ ২০১২ ০৭:৫৯ | 14.96.71.219
তবে আমাদের এমন অবাধ নিংসঙ্কোচ নির্লজ্জ ডাক্তারগিরি দেখে ইন্ডো ইত্যাদি আসল ডাক্তারগণ আজকাল কেমন ঘাপটি মেরে লুকিয়ে থাকে।
aka | ২৬ মার্চ ২০১২ ০৭:৫৮ | 75.76.118.96
ভুল বই পড়ে পাশ করেছেন হে ডটর। পাবলিশার্সের থেকে টাকা ফেরত নিয়েন।
d | ২৬ মার্চ ২০১২ ০৭:৫৭ | 14.96.71.219
হতে পারে। আমার গতবার পা মচকাল, বরফ দিতেই ব্যথা এমন বাড়ল যে আমি বাপ বাপ করে গরম জলে পা ডুবিয়ে দিলাম। পরে চুন হলুদ লাগিয়ে তবে কমলো।
Doctor | ২৬ মার্চ ২০১২ ০৭:৫৫ | 75.76.118.96
তোমার মুন্ড আকা!!! কোথাও আঘাত লাগলে সেখানে সেলগুলোর "inflammation" হয়। যে কারণে ফুলে যায়, লাল হয় ইত্যাদি। ঠান্ডা লাগালে সেই ইনফ্ল্যামেশন কমে।
আমি টুকে হলেও পাশ করেছি, আর টুকতে টুকতে শিখে গেছি। তুমি তো ভাই পাশই করো নি!!!
aka | ২৬ মার্চ ২০১২ ০৭:৪৮ | 75.76.118.96
যে ডাক্তার বরফ লাগাতে বলেছিলো সে নির্ঘাত টুকে পাশ করেছিল। ঠান্ডা লাগালেই ফুলবে।
d | ২৬ মার্চ ২০১২ ০৭:৪৭ | 14.96.71.219
কেসির পুরো আনতাবড়ি মার --- লেগে গেলে গেল। ঃ-))) আরে বাবা আইপি ফাইপি হল সাহায্যকারী টুল মাত্র। আসল জিনিষ হল লিখনশৈলী। ঐটি মন দিয়ে খেয়াল করলেই তিন চতুর্থাংশ কাজ খতম।
d | ২৬ মার্চ ২০১২ ০৭:৪২ | 14.96.71.219
অচিন, গান্ধী আর ব্যাঙকে অনেক ধন্যবাদ। ব্যাংকে একটা ইয়াম্মোটা আর লম্বা ধন্যবাদ অনেকটা বেশী তথ্য দেবার জন্য।
আরে আমি ৯৫-৯৬ সালে রবিবার জয়পুরিয়া যেতাম, তখন হাতিবাগানে ছিল, ঐ হাটে কত্ত ঘুরেছি। আগের রবিবারে ওদিক দিয়ে আসছিলাম .. ওম্মা দেখি সব ভোঁ ভাঁ। এইবার গ্যালিফ স্ট্রীটে এক রবিবার যেতে হবে।
ব্যাং আমাকে এক ডাক্তার কয়েছিল, প্রথম ৪৮ ঘন্টায় যত পার বরফ লাগাও। তারপর গরম-ঠান্ডা করতে থাক।
aka | ২৬ মার্চ ২০১২ ০৭:২৯ | 75.76.118.96
ব্যাঙ্গ সকালে কনুই কেমন? নুনের। পুটুলি গরম করে সেক দিতে পারিস।
তবে যদ্দিন কনুই অমন থাকে বিভীষণ একটু ভালো থাকে আর কি। ঃ)
aka | ২৬ মার্চ ২০১২ ০৭:২৭ | 75.76.118.96
কেন? আজগের ছাত্রবন্ধু ফেসবুক।
জেনে রাখুন ইহা অর্ধসত্য। বাকি সত্য হইঅল তার জায়গায় জয়ের কবিতা এসেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন