এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ৩১ মার্চ ২০১২ ২৩:১৩ | 14.96.23.143
  • হ্যাঁ সদা। তোমার সাথে যেমন আলোচনা হল তেমন কিনলাম। ২০ inch স্যাম্‌সুং LED
  • kc | ৩১ মার্চ ২০১২ ২৩:১০ | 178.61.96.29
  • সব্বাইকে পোচ্চুর পোচ্চুর থেঙ্কু। পেসাল দিনটা কাটল ছাইটে দাঁড়িয়ে থেকে। তাও ঝাড়া চোদ্দ ঘন্টা। কোথা লাগে সেন্নাই, কোথা লাগে ফরিদাবাদ।
  • Nina | ৩১ মার্চ ২০১২ ২৩:১০ | 69.141.168.183
  • একটা কোচ্চেন আছিল
    কবিতার চটি-বই হয় নাই?
    বসন্তগানের চটি ভাবলেই মন আনন্দে ফুরফুর--ক্ষি অসম্বভ ভাল ভাল সব কথারা সেজেগুজে আলো করে রয়েচে সেই পাতা----
    ক্ষি করে লেখে এই সদ্য-যুবকেরা এত্ত ভাল ভাল কবিতা--হাঁ করে রয়েছি--বন্ধ হচ্ছেনা!!
    এই যে হুতো--জন্মদিনে কত্ত গেস্টদের কত্ত খাতিরদারি কল্ল--এক্কেবারে সিম্পুল রোজকার লোকেদের মতন--এই কফি করে তো এই সোডা ঢেলে দেয় কাপে কাপে , তো এই এটা সেটা রান্নাঘর থেকে এনে এনে টেবিলে রাখে ইত্যাদি প্রভৃতি---
    আর তার হাত থেকে/ মাথা থেকে এমন হুড়মুড় করে এত এত সুন্দর কথামালারা বেরিয়ে আসে? ঃ-০
    (অবশ্য মাঝে মাঝে দেখেছি কচকচিয়ে নিজের চুল নির্মমভাবে কেটে ফেলে---বোধকরি তো যন্ত্রণা হয় ভেতরের কথাগুলি বেজায় কিলবিলোয়!)
  • sda | ৩১ মার্চ ২০১২ ২৩:০৯ | 117.194.202.192
  • ব্রতীনদা, কম্পু কিনলে ?
  • Bratin | ৩১ মার্চ ২০১২ ২৩:০৩ | 14.96.23.143
  • ঃ-))

    আজকে প্রচুর কাজ করলাম হে।
  • ppn | ৩১ মার্চ ২০১২ ২৩:০১ | 112.133.206.22
  • অফিসে ভ্যাকান্সি নাকি?
  • Bratin | ৩১ মার্চ ২০১২ ২২:৫৬ | 14.96.23.143
  • হমমম। ছেলে পিলে আছে নাকি বাজারে?
  • aka | ৩১ মার্চ ২০১২ ২২:০৫ | 75.76.118.96
  • মানে সেই মাছের মতন সবুজ।
  • ppn | ৩১ মার্চ ২০১২ ২২:০৩ | 112.133.206.22
  • হ্যাপি বাড্ডে কেসি। জীবন সত্যিকারের সবুজ হয়ে উঠুক। ঃ-)
  • kk | ৩১ মার্চ ২০১২ ১৯:১৮ | 107.3.243.18
  • কেসি, হ্যাপি বার্থডে। খুব ভালো থাকুন।
  • kumu | ৩১ মার্চ ২০১২ ১৮:৩২ | 122.160.159.184
  • ঃ-)))))))))))))))

    মচৎকার অনুবাদ হয়েসে।
  • achintyarup | ৩১ মার্চ ২০১২ ১৮:২৮ | 141.0.9.190
  • ট্রায়াম্ফালিজম
    ইনস্ট্রুমেন্টাল রিজন
  • query | ৩১ মার্চ ২০১২ ১৭:৪০ | 14.96.9.195
  • দুটো শব্দের কেউ বঙ্গানুবাদ করতে পারবেন?

    Triumphalism
    Instrumental Reason


    আগাম ধন্যবাদ।
  • kumu | ৩১ মার্চ ২০১২ ১৭:১৫ | 122.160.159.184
  • ফেসবুক?কেন,এখানে ছবি দিতে কী হয়?
    ফেসবুক খোলার টাইম কই!
  • dd | ৩১ মার্চ ২০১২ ১৭:০৩ | 110.234.159.216
  • ইন্দোদা তো ?
    উনি তিব্বত না মংগোলিয়া না কোন জানি বুদ্ধিস্ট দেশ থেকে ঘুড়ে এলেন। ফেসবুকে ছবি সাঁটিয়েছেন।
  • kumu | ৩১ মার্চ ২০১২ ১৬:৩৪ | 122.160.159.184
  • বড়াইকে বহুদিন দেখি না,সে কি আবার বেড়াতে গেলো না ডাগদারী কত্তে গেলো?
  • kumu | ৩১ মার্চ ২০১২ ১৬:৩১ | 122.160.159.184
  • বসন্তগানের টইতে কী অসাধারণ সব মণিমুক্তো হেলায় ছড়িয়ে রেখেছে নব্বইএর দামালরা।

    এগুলোর কপিরাইট অ্যাক্ট বা ঐধরণের কোন সুরক্ষা আছে আশা করি।নইলে যে কেউ এখান থেকে কপি করে করেই কবিখ্যাতি অর্জন করে ফেলতে পারে।

    কবিদের নাহয় খ্যাল নাই,অকবিদের তো আচে!
  • pinaki | ৩১ মার্চ ২০১২ ১৬:১৩ | 122.164.113.198
  • কেশিদাকে আশি থেকে একটা উপহার - ১৯৮৭ র পঃবঃ বিধানসভা ইলেকশনের রেজাল্ট। ঃ-))
  • siki | ৩১ মার্চ ২০১২ ১৫:৪৮ | 122.177.58.73
  • কেশী, জনমদিন মুবারক। একটা ইলেকট্রনিক তানপুরো, ইলেকট্রনিক তবলা, আর গান রেকর্ড করে রাখার জন্য দশ জিবি স্পেস দিলাম।
  • kumu | ৩১ মার্চ ২০১২ ১৫:০৪ | 122.160.159.184
  • কুমীর জিব বের করতে পারে না,ডাক্তার বল্লেও না!
  • dd | ৩১ মার্চ ২০১২ ১৪:৫৭ | 110.234.159.216
  • কুমীর।
    কুমীর তাদের চোয়াল উপরে নীচে করতে পারে কিন্তু পাশাপাশি খুলতে পারে না। এ জন্যই কুমীরে খ্যাক খ্যাক করে হাসতে পারে না।

    ডাঙায় ঘন্টায় ১১ মাইল পর্যন্ত্য স্পীডে দৌড়াতে পারে। রাস্তা ঘাটে কুমীরে তাড়া করলে এই তথ্যটা আপনাদের কাজে লাগবে।

    ৮০টা দাঁত থাকে। প্রায়ই পরে যায়। একটি কুমীর গড়ে ৩০০০ দাঁত ব্যবহার করে তার সারা জীবনে। কুমীর, কুকুরের মতন একই জনপ্রিয় পোষ্য হয়ে উঠলে কুমীরের ডেনটিস্টের ব্যবসা ভালো চলবে।
  • Bratin | ৩১ মার্চ ২০১২ ১৪:৫৪ | 14.96.65.144
  • ইয়ে, দেড় টন টা কি চাপ দিলে একটু বাড়বে?
  • kumu | ৩১ মার্চ ২০১২ ১৪:৫২ | 122.160.159.184
  • ডিডিদা কী ভীষণ কাজ কচ্চেন!
  • dd | ৩১ মার্চ ২০১২ ১৪:৪৯ | 110.234.159.216
  • আর এটাও জেনে রাখুন।
    ৪১০ খ্রীষ্টাব্দে, অ্যালারিক দা ভিসিগথ রোম অবরোধ করেন ও নগরীর মুক্তিপন হোসাবে এখনকার হিসেবে প্রায় দেড়টন গোলমরিচ দাবী করেন। পেয়েও যান।

    সাবাস অ্যালারিক। ওয়ে টু গো।
  • dukhe | ৩১ মার্চ ২০১২ ১২:৩৩ | 117.194.246.218
  • আলো ফাসই রয়ে গেল ? তবে আর পরিবত্তন হল কই ? সব ব্যাটাকে শাস্তি দেওয়া হোক। পার না পায় ।
  • dd | ৩১ মার্চ ২০১২ ১২:২৪ | 110.234.159.216
  • আপনারা যারা খুব চেঁচাচ্ছিলেন যে নিউট্রিনো আলোর থেকেও বেশী জোরে ছোটে তাদের থোঁতা মুখ ভোঁতা হলো অ্যাদ্দিনে। মিডিয়াও খুব তোল্লাই দিচ্ছিলো, আর সুশীল সমাহের তো কথাই নেই।

    এখন সব ফাঁস হয়ে গ্যাছে। আলো ফাস', নিউট্রিনো সেকেন'।

    মাঝখান থেকে কেস খেয়ে গেলো অ্যান্টোনিও এরাদিতাতো - চাকরী ই চলে গেলো।
  • kumu | ৩১ মার্চ ২০১২ ১১:৫৮ | 122.160.159.184
  • ডিডিদা,আবার?ইয়ারএন্ডে সবাই কাজায়।
  • kumu | ৩১ মার্চ ২০১২ ১১:৫৬ | 122.160.159.184
  • কেসি,অনেক সুর,আনন্দ,হাসি,গান নিয়ে এইদিন অনেকবার ফিরে ফিরে আসুক।সুরের আলোয় জীবন ভরে থাক,ঘরের সকলকে নিয়ে খুব আনন্দে থাকো।

    চিতলের মুইঠ্যা,পটলের দোর্মা আর দুবাটি গুড়ের পায়েস।
  • Nina | ৩১ মার্চ ২০১২ ১১:৩৬ | 69.141.168.183
  • কেসি
    জন্মদিনের সুরেলা শুভেচ্ছা---
    সাত সুরে ভরে থাক থাক সুন্দর জীবন!
    দইমাছ, সুক্তো, পোস্তর বড়া ও শেষ পাতে নতুন গুড়ের পায়েস ও রাজভোগ!
  • Bratin | ৩১ মার্চ ২০১২ ১০:৫৫ | 14.99.148.102
  • কেসি কে জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই।

    সবুজ মন টা যেন চির দিন ওমন ই থাকে।

    চিংড়ির মালাইকারি, গর গরে করে কাঁকড়ার ঝাল আর পায়েস।

    লাল গোলাপের একটা বকে। তাতে ক'টা ফুল খোলা পাতায় আর লিখলাম না।ঃ-))
  • dd | ৩১ মার্চ ২০১২ ০৯:৫৫ | 110.234.159.216
  • যদি বারন করো তবে কাঁদিবো না
    শোকতাপ কথকথা ফাঁদিবো না

    এই বিরলে কাজাকাজি
    এই নিয়ে বেশ আছি
    অন্যদের উইকে এন্ডে ঘা দিবো না
  • byaang | ৩১ মার্চ ২০১২ ০৯:৩৬ | 122.172.250.89
  • কেসিইইইইইইইইইই, হ্যাপ্পিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই বাড্ডে এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ
  • i | ৩১ মার্চ ২০১২ ০৫:২৬ | 203.158.48.49
  • কেসি, আশি নব্বইএর খেলা খেলা যুদ্ধে ১৯৮৪র ভূপালের ঘটনা একটা আইটেম হিসেবে ব্যবহার করলেন?
    যাই হোক, শুভেচ্ছা নেবেন জন্মদিনে।

    হুতোকে শুভেছা জানানো হয় নি। বিলম্বিত শুভেচ্ছা রইল।

    ভালো থাকবেন সবাই।
  • aranya | ৩১ মার্চ ২০১২ ০৫:২০ | 144.160.226.53
  • ফুটবলের কাছে হুইস্কি গোল খেয়ে গেল।
  • achintyarup | ৩১ মার্চ ২০১২ ০৫:১৮ | 59.93.243.204
  • গুন্নাইট ঃ-)) আমিও ঘুমুতে যাই
  • Tim | ৩১ মার্চ ২০১২ ০৫:১৭ | 128.173.38.238
  • এখন ফুটবল, রাতে সময় পেলে হুইস্কাব্য। টাটা।
    অচিন্ত্যদা, গুন্নাইট। ঃ)
  • achintyarup | ৩১ মার্চ ২০১২ ০৫:১৭ | 59.93.243.204
  • হুইস্কি রাম ভদকা জিন লাগছে বেশ
    খাচ্ছে খাক সবাই আজ হপ্তা শেষ
  • Tim | ৩১ মার্চ ২০১২ ০৫:১৬ | 128.173.38.238
  • জাইলোফোন বাইলো দাঁড় এই অবুঝ
    সঙ্গে রাম বঙ্গে মন, বন সবুজ
  • aranya | ৩১ মার্চ ২০১২ ০৫:১৪ | 144.160.226.53
  • শুধু রাম, হুইস্কি আসবে না?
  • achintyarup | ৩১ মার্চ ২০১২ ০৫:০৯ | 59.93.243.204
  • বেকুব রাম অন্ধকার নেশার ডাক
    জলতরং জাইলোফোন সঙ্গে থাক
  • Tim | ৩১ মার্চ ২০১২ ০৪:৫৭ | 128.173.38.238
  • পায়ের চাপ জলতরং বহৎ খুব
    সাল তামাম ফিনিক রাম ঐ বেকুব
  • Tim | ৩১ মার্চ ২০১২ ০৪:৫৪ | 128.173.38.238
  • ফুটপাথের ডাকটিকিট অন্ধকার
    মাতাল মন বেবাক ভুল ডুবসাঁতার
  • achintyarup | ৩১ মার্চ ২০১২ ০৪:৫৪ | 59.93.243.204
  • লুঠতরাজ বেশ জবর নেশায় ঝিম
    নেশার রোদ শুকোয় ঘাম হাড়ের হিম
  • achintyarup | ৩১ মার্চ ২০১২ ০৪:৪৬ | 59.93.243.204
  • মধ্যরাত, ফুটপাথও বদলে যায়
    ঢলছে চাঁদ, মাতাল মন খুব চেঁচায়
  • Tim | ৩১ মার্চ ২০১২ ০৪:৪৫ | 128.173.38.238
  • আপিস-কোণ তরল মন সাঙ্গ কাজ
    রাম তরেই যুদ্ধ আজ, লুঠতরাজ
  • achintyarup | ৩১ মার্চ ২০১২ ০৪:৪০ | 59.93.243.204
  • স্বপ্নে রাম জেগেও রাম দিন কি রাত
    কাজ রাবণ আপিস-কোণ লঙ্কা মাৎ
  • Tim | ৩১ মার্চ ২০১২ ০৪:৩৩ | 128.173.38.238
  • নেশায় মন যাচ্ছেতাই, হাঁটছে তাই
    চাঁদের গায় মেষপালক, ভুল সবাই
  • Tim | ৩১ মার্চ ২০১২ ০৪:৩১ | 128.173.38.238
  • রামের দেশ রামের দশ রামের দাস
    কাজের ঝোঁক ছুটির খোঁজ অনুপ্রাস
  • achintyarup | ৩১ মার্চ ২০১২ ০৪:৩০ | 59.93.243.204
  • মন মাতাল সাঁঝ সকাল পদ্য খুব
    গেলাস ভর ছন্দ তাল দিচ্ছি ডুব
  • achintyarup | ৩১ মার্চ ২০১২ ০৪:২৩ | 59.93.243.204
  • মাথার ঘাম যুদ্ধ শেষ সাপ্তাহিক
    ঢালাও তাই চালাও রাম হে সৈনিক
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত