আমি তো সেই কবে থেকে ইন্ডেনের গ্যাস অনলাইনে বুক করি। আপিসটাইমে মনে ক'রে ফোনে গ্যাস বুক করা মহা হ্যাপা।
d | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৪৫ | 14.96.107.162
আর হ্যাঁ, এই নেতাই ও তার দুটো হাত দেখে মনে পড়ল, 'পুঃ সিঃ' থেকে বিসর্গগুলো কে ছেঁটে দিয়েছে? এবং কেন? মানে এই নতুন শব্দটা .... মানে ইয়ে ....
যাগ্গে বিসর্গগুলো থাকলেই ভাল দেখতে লাগে।
Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৪২ | 121.241.218.132
আহেম। আরো কিছু বলা যেত - মানে এখনো...নাঃ থাক;-)
d | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৪২ | 14.96.107.162
* সপ্তাহে **সকালে ঃ-(
d | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৪০ | 14.96.107.162
আর হ্যাঁ মাসে দুই কি তিনদিন অ্যারারুট জ্বাল দেওয়া।
d | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৯ | 14.96.107.162
ঃ-) সারা সোপ্তাহে তো আমি ৫টা কি ৬টাপদের বেশী কিছু বানাইনা। সেগুলো হয় শনি রবি খানিকটা আর মধ্যিখানে কোনও একদিন একটা। আর রোজের বলতে সোকালে দুধ/জল গরম -- কফি/ওটমিলের জন্য। আর রাতে ভাত আর যে কোনও দুটো পদ গরম করা। কখনও হয়ত কিছু একটা ভেজে নেওয়া (সেও প্রায় বন্ধই এখন)
ব্যাস!
ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৮ | 202.91.136.71
আহেম। মানে দুটৈ হাত লাগে?
sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৬ | 121.241.218.132
'আমি আর আমার হাত দুটৈ এখন শান্ত। '
- আহেম। প্পনদা কিছু বলবে?
Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৫ | 122.248.183.1
গান্ধী ঃ-))
নেতাই ঃ-))
gandhi | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৩ | 203.110.247.221
যাহ চলে ! আমাকে নিয়ে টানাটানি কেন ??? আমি কেলাকেলি হলে নেই ঃ(
Netai | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩৩ | 121.241.98.225
প্রসঙ্গত জানিয়ে রাখি, ব্রতীনদার উস্কানিমূলক মন্তব্যে আমি মোটেই উত্তেজিত হইনি। আমি আর আমার হাত দুটৈ এখন শান্ত। ছোটছোট ভায়েরা, তোমরা নির্ভয়ে থাকো।
siki | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৯ | 155.136.80.36
পাইখুক্সেরও বয়েস হচ্চে? এ-ও আমায় শুনতে হল?
আমার থেকে বেশি বয়েস বোধ হয় হবে না। না? ;-)
siki | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৮ | 155.136.80.36
প্পন, হ্যাঁ। গতকাল থেকে আমি বেঞ্চে।
Netai | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৭ | 121.241.98.225
কুমুদি, রুবি দেখছিলাম গোটা গোলমরিচের একটা ছোট প্যাকেট কিনে এনেছে। ওটা চলবে? চললে সময় করে ঝেপে রাখবো। কবিরা কোনদিন গুরুজনদের মনখারাপের কারন হতে ভালোবাসেননা।
sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৭ | 121.241.218.132
দমদি, আপনি কি কাঁচা মাছ খান? কাঁটা বাছেন কি?
Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৭ | 122.248.183.11
কেন ? তোমার চেয়ে ছোট যারা আছে তাদের ক্যালাবে। যেমন কাজু, সদা ,গান্ধী ইত্যাদি ঃ-))
ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৭ | 202.91.136.71
সেইটাই কী করে সম্ভব ভাবছি। মানে নিয়মিত রান্নাবান্না কর তো তুমি জানি।
d | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৬ | 14.96.107.162
কিসের মানে? পপকর্ন? দুইখানই লাগে তো। তার বেশী লাগে না।
Netai | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৪ | 121.241.98.225
আর ক্যালাবার কথা হলে বলে রাখি, এখানে লোকজনের বেশীরভাগ আমার চে সিনিয়ার সিটিজেন। সুতরাং ওসবে আমি নেই।
ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৩ | 202.91.136.71
সিকির প্রোজেক্ট শেষ। তাই না? ঃ)
pi | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২২ | 72.83.76.34
ঃ-)
তবে আমার আর ভালো লাগেনা। বয়স হচ্ছে।
ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২১ | 202.91.136.71
ওইটা হয় না। কে কোন এরিয়ায় দেবে ফিক্সড।
siki | ০৩ এপ্রিল ২০১২ ১৫:১৭ | 155.136.80.36
আর, মাইরি বলছি, বাওয়ালবাজি আমার হেব্বি ভালো লাগে ;-) নিস্তরঙ্গ টই কি পোষায় নাকি? সবাই একসাথে মমতাকে পাগল বলছে, সবাই একসাথে আবাপ-র জন্য শোকপালন করছে, এভাবে কি জীবন চলে? ঃ-)
siki | ০৩ এপ্রিল ২০১২ ১৫:১৬ | 155.136.80.36
যাব্বাওয়া, আমি আবার নতুন কী টই খুললাম? ফেসবুকের ওপর কি এর আগে টই ছিল নাকি? আমি তো শুধু ওটাই খুলেছি।
Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৫:১৬ | 121.241.218.132
নতুন গ্যাসটা অনলাইন বুক করে দেবো কিনা ভাবছি। আশেপাশে দুইখান ডিস্ট্রিবিউটার দেখাচ্ছে - তার মধ্যে একটা আমাদের বাড়িতে দেয়, হাড় হারামী লোক - চোর, গুন্ডা কী নয়। তায় আবার কর্পো ইলেকশনে দাঁড়িয়েছিলো;-) অন্যটা ওই এরিয়ায় দেবে কিনা জানতে হবে।
ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৫:১৪ | 202.91.136.71
এর মানে কি বছরে দুইখান সিলিন্ডার লাগে?
pi | ০৩ এপ্রিল ২০১২ ১৫:১৩ | 72.83.76.34
এবং লিখতে না পারাটা মোটেও গুরুর সমস্যা নহে ঃ)
আর টিম, এটা একটু শাশুড়িসুলভ যুক্তি হয়ে গেল না ? আমরা অসুবিধা ফেস করেছি ইত্যাদি, অতএব এখনকার লোকজন কেন সেটা করবে না ?
গুরুর 'চরিত্র' বজায় রেখে কিছু অসুবিধা দূর করা গেলে অসুবিধা কী ? ঃ)
তবে এনিয়ে পুরো একটা টই হয়ে যাবার পরেও নতুন কিছু আসার আগেই আবার টই খুলে দেবার জন্য সিকিকে কেলানাও উচিত x-(। ফালতু বাওয়া ছাড়া আর কিছু কি উঠে আসলো ?
d | ০৩ এপ্রিল ২০১২ ১৫:০৯ | 14.99.233.23
সিঁফো এই কেস আমাদের কোন্নগরের বাড়ীতেও হয়েছিল। তবে মফস্বল জায়গা .... চেনাশোনা লোকজন, ফোন করে বকে দিতেই ঠিক হয়ে গেছে।
d | ০৩ এপ্রিল ২০১২ ১৫:০৬ | 14.99.233.23
আমার বছরে দুইখান গ্যাস লাগে। একেকটা সাড়ে ছয় থেকে সাতমাস করে যায়। তা বাকী ৪ খান তালে কালো করার ব্যবস্থা করি।
siki | ০৩ এপ্রিল ২০১২ ১৫:০৪ | 155.136.80.36
পটাশম্যাম এইমাত্র জানালেন, তাঁর প্রতি কবি নেতাইয়ের চরম ঔদাসীন্যে তিনি মনে খুব দুস্কু পেয়ে ফরিদাবাদের গহীন অরণ্যে চলে গেচেন। সেখান থেকে গুরুতে লেখা যাচ্ছে না, কেবল পড়া যাচ্ছে।
sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৫৬ | 121.241.218.132
মোবাইলে বুক করলে ইমিডিয়েটলি একটা কনফার্মেশন মেসেজ আসে। আর বিল জেনারেট হলে আরেকটা মেসেজ আসে, যেটা ডেলিভার করার একদিন আগে বা সেইদিন। ওরা ভিতর থেকে 'সাজানো' বুকিং করলে প্রথমটা আসেনা, দ্বিতীয়টা আসে।
একটা নম্বর ইন্ডেনে স্টোর করা থাকে - সেই নম্বর থেকে ফোন করলে আর কনজিউমার নম্বর দিতে হয় না, সিধে বুকিং-এ চলে যাওয়া যায়। অন্য নম্বর থেকে ফোন করলে কনজিউমার নম্বর দিতে হয় - সেভাবেই হয়তো করে।
Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৫৩ | 122.248.183.1
কিন্তু আগের বারে বাবা ল্যান্ড লাইন থেকে বুক করলো। তারপরে গ্যাস আসে না। খোঁজ নিয়ে জানা গেল বুকিং নাকি হয় নি। পুরো ঘাঁটা কেস।
ppn | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৫১ | 202.91.136.71
আমার বাবা আবার ল্যান্ডলাইন দিয়ে বুক করে। এসেমেস আসারও সিন নেই। কেলোর কীর্তি।
sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৪৯ | 121.241.218.132
ব্রতীন, ওরা যদ্দুর মনে হয় চাইলে বুক করে দিতে পারে, আগে এসেমেস আসতো না বলতে জানতে পারতাম না, এখন জেনে যাই।
Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৪৬ | 122.248.183.1
কিন্তু ইন্ডেন এ যে সেল নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে ছাড়া বুকিং হয় কি?
pi | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৪৬ | 72.83.76.34
কাব্লিদা, শ্রাবণীদি, টিম, অন্য অপশন না থাকলে লোকে শেখার চেষ্টায় মন দ্যায় বেশি। এখন সেগুলো বেশি + সেগুলোতে আগে থেকেই অভ্যস্ত ইত্যাদি। নতুন ইন্টারফেস নিয়ে মেন্টাল ব্লকেজ ইত্যাদি।
আরেকটা কথা, ফেবু ও কঠিন। কিন্তু যেহেতু সোশ্যাল নেটোয়ার্ক, দরকার লাগলে পুরানো পাপী বন্ধুরাই বলে টলে চটপট টিউটোরিয়াল দিয়ে দ্যায়। যেমন যখন দরকার। সবার সে সৌভাগ্য না হলেও অনেকেরই ঘটে। সেই অর্কুটে যখন গোড়ার দিকে অনেকে নিজেদের স্ক্র্যাপবুকেই স্ক্র্যাপ করে বসতুম, তখন লাইন লাগিয়ে লোকজএর সেই নিয়ে শিক্ষা দিয়ে যাবার মত। এখানে এসে একবার লিখে ফেলে বন্ধু বানিয়ে ফেল্লে তো পরের অনেক মুশকিল ই আসান হয়ে যায়। সেটা সবার বেলায় হয় না হয়তো। গাদাগুচ্ছ নম্বরী পোস্ট করে অনেকেই প্রথম বলে আউট হয়েছেন। মজা হচ্ছে, যারা লিখছেন, তাঁরা তো শিখেই গেছেন, যাঁরা পারলেন না, তাঁদের কথা আর জানাও যায়না প্রায়শঃই। অন্ততঃ, সাইটে।
sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১৪:২৭ | 121.241.218.132
আমার ক'দিন একটা কেস হচ্ছিল ইন্ডেন গ্যাস নিয়ে। এখন তো সব ই ivrs এসেমেস থেকে অটোবুকিং হয়ে গেছে। তো, আমার ন্ব্হম্বর আর ডিসেম্বর মিলিয়ে গ্যাস বুকিং এর এসেমেস এসেছে ৬ টা। আমি নিজে করেছি একটা। যে গ্যাস ডেলিভারি করে গায়ে পড়ে হিন্ট দেয় গ্যাস লাগলে ফোন করে দেবেন আমরা দিয়ে যাব। আর আমরাই প্রতি মাসে আপনার নামে বুকিং করে দেব। বুঝলাম জালি কেস। আমার নামে গ্যাস বুকিং করে বিয়ে বাড়ি হেন বাড়ি তে ব্ল্যাকে গ্যাস বেচবে, আমার যখন দরকার লাগবে, একইরকম অন্য কনজিউমারের আগে থেকে বুক করে রাখা গ্যাস চালান করবে। রাজি হলাম না। প্রচুর খিস্তি দিলাম। ঐ দোকানে বলতে বলল মোবাইলের সমস্যা ইত্যাদি জাতীয় বালবাজি। তারপর ইন্টার্নেট থেকে ইন্ডেন এর কলকাতা রিজিওন এর GM বা ওরকম কাউকে ফোন করে জানালাম এমন কেস হচ্ছে। আমার নামে ২ মাসে পাঁচটা গ্যাস বুক করার কনফার্মেশন মেসেজ আসছে, উদিকে আমি সেগুলো বুক করছিনা। সে ভোজপুরি টোনে বলল কোন রিজিওন, সার্ভিস সেন্টার এর নাম কি ইত্যাদি। তারপর এক 'ম্যাডাম' এর নাম্বার দিয়ে বলল তেনাকে জানাতে। জানালাম। মনে হলনা কাজ হবে, কারন জিজ্ঞেস করলাম কি ডেজিগনেশন। বলল, হেইচার। ভাবলাম কাম সারসে। কিন্তু দেখলাম কাজ হলো, আর অমন ভুলভাল বুকিং হয়ে যাচ্ছেনা। মধ্যে আরেকবার জানাতে হয়েছিল।
না না। রেগুলেটর অনেক সময় বাওয়ালি করে। আমি ই একবার কেস খেয়েছিলাম। আমার ব্ল্যাকের গ্যাস। হেইচপি সিস্লিন্ডারে বাজার থেকে কেনা ভারত গ্যাসের মুন্ডু লাগাতে দেখি ভসভস গ্যাস বেরিয়ে যাচ্ছে। অবসন্ন দেহে পুরোনো রুমে এসে ভারত গ্যাসের সিলিন্ডারে ঐ মুন্ডু লাগাতে দেখলাম গলে গেলো। রিপ্লেসিত মুন্ডু আমার গ্যাসে বসাতে আমার টাতেও চলে গেলো। কি হইতে কি হল বুঝিনি। তবে এখন সব ঠিকঠাক।
Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৪:০৪ | 122.248.183.1
এবারের দেশে আইভি দির গল্প আছে।
Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৯ | 122.248.183.1
অরি, একই মনে হয়।
Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৮ | 122.248.183.1
পুরো টা সুবিধা না করে খানিক টা।
Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৭ | 121.241.218.132
কলকাতায় এক একটা এরিয়ার এক এক রকম। আমাদের ইন্ডেন মাসখানেক লাগাচ্ছে। গল্ফ গার্ডেনে দিদিদের্বাড়িতে ইন্ডেন দিন দশেকে দিয়ে যাচ্ছে।
বাই দ্য ওয়ে - গ্যাসের সিলিন্ডারের ওপরের মুন্ডুটা কি ইন্ডেন/এইচপি/বিপি সবারই এক রকম?
Kaju | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৭ | 121.242.160.180
তাতে আর সুবিধে কী? ৬টা সিলিন্ডার ৬ মাস। বাকি বেশী দামে সে তো আরো খারাপ।
siki | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৬ | 155.136.80.36
বাহ। আমাদের পাইপ গ্যাস। সিলিন্ডারের জীবন সেশ। কী মজা!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন