এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ০৩ এপ্রিল ২০১২ ১০:৩৮ | 14.99.45.166
  • হ্যাঁ হ্যাঁ ন্নোনিতে রুপোর ডিজাইনগুলো বেশ।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১০:৩৫ | 121.241.218.132
  • ব্যাটারিটা চেক করিয়ে নাও আগে।
  • d | ০৩ এপ্রিল ২০১২ ১০:৩৪ | 14.99.45.166
  • সল্লেকেই তো আছে। ঐ যে খানে অঞ্জলী আছে, তার পাশেই।

    আমাকে আজ প্রায় ২৫০ মিটার মত গাড়ী ঠেলতে হয়েছে, তবে আমার কালীতারা স্টার্ট নিয়েছে। ব্যাটারি যাওয়া ছাড়া অন্য কোনও কারণ কি থাকতে পারে? না হলে গিয়ে সেরেফ ব্যটারিটা পালটে আসতাম।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১০:৩৪ | 122.248.183.1
  • BD ব্লকের কাছে অনেক গুলো সোনার দোকান আছে। ওখানে পেতে পারো।
  • shrabani | ০৩ এপ্রিল ২০১২ ১০:২৪ | 124.124.86.27
  • সল্টলেকের কাছাকাছি কোথায় আছে দোকান? রুপো পাওয়া যায় ?
  • sinfaut | ০৩ এপ্রিল ২০১২ ১০:২২ | 121.241.218.132
  • গজদন্তের ব্যাপারে কোথায় পড়া যাবে? কিছুই বুঝছিনা।
  • byaang | ০৩ এপ্রিল ২০১২ ১০:২২ | 122.167.230.106
  • দমু, আমার এখন কোলকাতা যাওয়ার কোনো চান্সই নেই। ন্নোনির চৈত্রসেলও মিস তাই।
  • d | ০৩ এপ্রিল ২০১২ ১০:১৯ | 14.99.45.166
  • ব্বাপরে কি উত্তাপ!!

    ওরে ব্যাং রে, ন্নোনিতে কি ভাল ভাল গয়না (সোনা বাদে) পাওয়া যাচ্ছে হু হা ডিসকাউন্টে।

    মিঠু, আছো?
  • byaang | ০৩ এপ্রিল ২০১২ ১০:১৬ | 122.167.230.106
  • কমুক গে। আমি এদিক-ওদিক জামাকাপড় রাখা দেখতে পেলেই তুলে নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১০:১৪ | 14.99.101.151
  • ওরে ব্যাঙ চাদর গুলোর আয়ু কমে যাবে।
  • byaang | ০৩ এপ্রিল ২০১২ ১০:১২ | 122.167.230.106
  • আম্মো প্রতিদিন চাদর কাচি, পর্দা কাচি। আমি কাচি না, ওয়াশিং মেশিন কাচে। আমি শুধু মেলে দিই।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১০:১১ | 121.241.218.132
  • এদিক ওদিক ঢুঁ লেরে যা বুঝলাম সেটা হল দুটো বাঙালী এক জায়গায় এলে একটা দুগ্গোপুজো করে, আর তিনটে বাঙালী এলে দুটো দুগ্গোপুজো করে;-)

    বরং অন্য কিস্‌সা শোন।

    কাল মাইয়াটা দুকুরে খাওয়ার সময় তার ঠামা, দাদাইয়ের সঙ্গে বসে সুবর্ণলতা দেখছিলো - তখন সুবর্ণর মেয়ের বে হচ্ছে। তো গোল গোল চোখ করে সাজানো টাজানো দেখলো, দেখে বল্ল "আমার করে বিয়ে হবে?'

    তো তার ঠামা বলেছে - তোমারও হবে যখন তুমি বড় হবে।

    মাইয়া বলে (ঠামাকে) - তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে?

    ঠামার উত্তর - হ্যাঁ, হয়ে গেছে তো।

    মাইয়া (নিজেকে দেখিয়ে) - কিন্তু তোমার এই মেয়েটার বিয়ে হয়নি তো।

    তারপর স্বগতোক্তি - আমি তো রোজ শুতে যাওয়ার সময় ভাবি কবে আমার বিয়ে হবে।

    শুনে মাইয়ার দাদার মন্তব্য - বিয়ে হলে তো বরকে খালি পা দেখাবে আর শাহুড়ি কিছু বললেই বলবে "কাট্টি'

    (প্রসঙ্গতঃ এই দুটো নতুন আমদানি হয়েছে, সর্বক্ষণ ঠ্যাং দেখাচ্ছে, আর যার সঙ্গে পারছে কাট্টি করছে)

    বছর ছয়-সাতেকের ছেলে আছে নাকি?
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১০:০৯ | 14.99.101.151
  • আজকাল না প্রতিদিন? ঃ-))
  • quark | ০৩ এপ্রিল ২০১২ ১০:০৮ | 14.139.199.1
  • তবে কেউ কেউ যে কিঞ্চিৎ বেশিই ঝাড়া কাচা করে এটা আমিও জানি। আমার ওপরের ফ্ল্যাটের বারান্দায় প্রতিদিন হয় মশারি না হয় বিছানার চাদর কেচে মেলে দেওয়া হয় - হ্যাঁ, প্রতিদিন।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১২ ১০:০৬ | 14.99.101.151
  • এ কী রে ভাই, কালকে যে শুতে গেছি সবাই মিলে আমাকে শহীদ করে দিয়েছে!! ঃ-))
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ১০:০৩ | 121.241.218.132
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম তদ্দিন যদি আস্ত থাকি।
  • kc | ০৩ এপ্রিল ২০১২ ১০:০২ | 188.236.206.228
  • অজ্জিত, ট্রীট দিবার সময় আমারে ভুলোনি কিন্তু।
  • Ben Arfa | ০৩ এপ্রিল ২০১২ ০৯:৫৬ | 121.241.218.132
  • প্পনের কালকের প্রশ্নের উত্তর -

    এখনো জানা নেই। সমস্ত কিছুই নতুন করে বানাতে বা কিনতে হচ্ছে - খাট-পালং, রান্নাঘর, ফিরিজ, গীজার, চিমনি ইত্যাদি। এখন রান্নাঘরের কাজ চলছে, এর পর গদি বানানো হবে, আর জলের লাইন-টাইন চেক করানো। তাপ্পর পরিষ্কার করা আর কিছু জিনিস ট্রান্সফার। শনি-রবি ছাড়া সময় নেই বলে চলছে তো চলছেই...

    পুজো নাগাদ মনে হয় দাঁড়িয়ে যাবে।
  • ppn | ০৩ এপ্রিল ২০১২ ০৯:৪১ | 112.133.206.22
  • কেডিদা, যেকোন বাংলা ইউনিকোড ফন্ট থাকলেই হবে। তাই বলছে এখানেঃ

    If you are using GoogleChrome (version 5.0 or above), you will need at least one Unicode compliant Bengali font installed in your computer.

    এখানে আছেঃ http://www.anandabazar.com/no_bangla.html
  • kd | ০৩ এপ্রিল ২০১২ ০৯:২৮ | 74.66.241.238
  • ফাইনালি সেই হতচ্ছাড়া ম্যাকবুক-প্রো আর আইপ্যাড ছেড়ে ভাঁড়ার থেকে একটা XPওলা ডেল-ল্যাটিটিউড বার করেছি। কিছু মাইনর সমিস্যে - তিন-চারটে কি নড়বড়ে, ব্যাটারি ডেড আর মেসিন খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে (এইটার জন্যে আর একটু খাটতে হ'লো - ভাঁড়ার হাতড়ে একটা কুলিং ম্যাটও পেয়ে গেলুম)। শান্তি।

    ক্রোমে লিখছি - পাশে বাঙলাও দেখতে পাচ্ছি। এবার পোস্ট হ'লেই কেল্লা ফতে।

    বালেনক দিয়ে সেন্ডিং ফেল্‌ড। বাআমদি দিয়ে দেখি - পাশে বাংলা তো দেখা যাচ্ছে।

    কোশ্নঃ ক্রোমে আবাপ পড়তে গেলে বলছে ইউনিকোড বাংলা ফন্ট নাবাও - কোনটা নাবাবো, বলছে না। কেউ বলবে?
  • Jhiki | ০৩ এপ্রিল ২০১২ ০৭:৪৭ | 219.83.85.197
  • যাঃ বাবা, কিকি যে কিলি হয়ে গেল ঃ)
  • Jhiki | ০৩ এপ্রিল ২০১২ ০৭:৪৬ | 219.83.85.197
  • কিলি তুমি কয়েকদিন ঘর/জামাকাপড় পরিষ্কার করা ছেড়ে দাও......... জাস্ট বি কুল........... ঐ নিয়ে প্রশ্ন উঠলে বলবে ওগুলো করার মুড আসছে না........... নিজেই দেখতে পাবে রেজাল্ট কি হয়। তবে এক্টু নোংরা ঘর, ডাঁই হয়ে থাকা জামাকাপ্‌ড় সহ্য করতে হবে ঃ)
  • aka | ০৩ এপ্রিল ২০১২ ০৭:৪০ | 75.76.118.96
  • সেটাই আরও মজা!
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ০৭:৩৮ | 69.236.169.38
  • গুরু কি গেটেড কম্যুনিটি? আমি প্রথম যে বাড়ি কিনি, সেটা গেটেড কম্যিনিটি-তে ছিল, সেখানে একটা গেট কোড লাগত ভেতরে ঢুকতে গেলে।
    গুরুর গেট কোড কী? কুনো কোড নাই।
    ফেসবুক তো গেটেড কম্যুনিটি, ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে কিছুটি করা যায় না। গুরু তো ফেসবুকের থেকে ওপেন। একদন খুল্লম....
  • kiki | ০৩ এপ্রিল ২০১২ ০৭:১০ | 59.93.194.111
  • ইসে , ক্ষী বলে! সক্কাল সক্কাল চোখ খুলে ক্ষী টেনসন। ভেবেছিলুম ভোর চাট্টেয় উঠবো। উঠলুম ছটায়। কাচার জল গরম হয়ে ঠান্ডা হয়ে এলো। একটা ঘর ঝাড়া হয়েছে। এখন ও বাকি সব বাকি। ইদিকে কত জিনিস টেনে ফেলে দেবার আছে। ঝুল ঝাড়া। পর্দা, মশারি সব কাচা।তার মধ্যে রান্না, আরো কত কি!

    কিন্তু তাত্থেকেও বড় টেনসন আজকাল সব ই মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাগ্গে সময় ও নেই। একটু সময় পেলেই চিন্টু বাবুর টই পড়ে ফেলতে হবে।

    তবে একটা ছোট্ট কোশ্ন ছিলো। সেটা ব্যাঙকে। কিন্তু যে কেউ ই উত্তর দিতে পারে। গলদঘর্ম হয়ে পরিস্কার কর্মে লিপ্ত থেকে অন্য জনগনকে আরামে রাখার ব্যবস্থা করার পর, তারা আয়েশ করে যখন মন্তব্য ছাড়ে, কি যে পরিস্কারের বাতিক! সব সময় ঝেড়ে না হলে কেচে চলেছে , তখন ঠিক কি করা উচিত?

    বড় ছুরিটা বড্ড চোখে পরছে। ভালো কথা নয়। লুকিয়ে রেখে দি। তাছাড়া ঘুমন্ত মানুষজন কে আক্রমন করতে নেই। যদিও কবি বলে গেছেন, এভ্রিথিং ইস ফেয়ার................ ইঃ।
  • Nina | ০৩ এপ্রিল ২০১২ ০৬:২২ | 69.141.168.183
  • নাহ! ঠিক ই বলেছ-আকা। -থাক।
    মনটা খারাপ হয়ে গেল--তোমাদের সবার সঙ্গে গল্প করতে বড় ভাল লাগে--ভাল থাক সবাই---
  • aka | ০৩ এপ্রিল ২০১২ ০৬:১১ | 75.76.118.96
  • নীনাদি, থাক না, এই তিক্ততার মধ্যে ঢুকে কিই বা হবে।
  • Nina | ০৩ এপ্রিল ২০১২ ০৫:৫৬ | 69.141.168.183
  • বাপরে --কি রাগারাগি--আমার মাথায় কিচ্ছু ঢুকলো না ঃ-০
    কে কার ওপর রেগে গেল--কেন গেল--এবার কি হবে?
    আকা কি ব্যাপার গো?
  • aka | ০৩ এপ্রিল ২০১২ ০৪:৩৯ | 75.76.118.96
  • তা পাই, সে না হয় তুমি গজদন্ত মিনার বলতে আত্মসমালোচনা করছিলে। কিন্তু গেটেড কমিউনিটির ফান্ডাটা কি? গুরু কেন গেটেড কমিউনিটি?
  • Sudipta | ০৩ এপ্রিল ২০১২ ০৪:০৮ | 71.68.105.54
  • i (ইন্দ্রাণীদি?) কে কবিতা টার জন্য অসংখ্য ধন্যযোগ!
  • de | ০৩ এপ্রিল ২০১২ ০৩:০১ | 79.168.255.33
  • যাঃ! সবাই ঘুমিয়ে পল্লো? নাকি মিনারে চড়তে গেলো? তবে গজদন্তের বোধহয় স্ট্রেংথ খুব বেশী নয়, এতোগুলো লোক, ভেঙ্গে টেঙ্গে কেলেংকারীর একশেষ হবে!
  • lcm | ০৩ এপ্রিল ২০১২ ০২:২৬ | 128.48.44.141
  • একটা কমনালিটি আছে। যেমন, বাংলায় লিখতে পড়তে পারে লোকজনই এখানে আসে। সেই হিসেবে একটা কম্যুনিটি, অ্যাট এ হাই লেভেল।
  • aka | ০৩ এপ্রিল ২০১২ ০২:২২ | 168.26.215.13
  • গুরুতে বিগত বেশ কয়েক দিন/মাস/বছর(?) ধরে যা চলেছে তাতে করে একে কোন কমিউনিটিই বলা যায় না। তারপরে তো আড়ালহীন, গেটেড ইত্যাদি প্রশ্ন। কমিউনিটিতে কমিউনিকেশন টু-ওয়ে হয়, গুরুতে নয়।
  • kd | ০৩ এপ্রিল ২০১২ ০২:১৫ | 74.66.241.238
  • সায়ন, আই এগ্রি। দমএর পোস্ট মনে করিয়ে দেওয়ার জন্যে থ্যাঙ্কিউ। ভুল বুঝতে পেরেছি।
  • m | ০৩ এপ্রিল ২০১২ ০১:৩৩ | 50.82.180.165
  • *গেটেড
  • m | ০৩ এপ্রিল ২০১২ ০১:৩২ | 50.82.180.165
  • একদিন রাতে আমি লিখেছিলাম,গুরুর কিছু লোকজন একজায়গায় বাড়ি বানিয়ে থাকার কথা- তাই পড়ে কারুর আবার আড়ালহীন কমিউনিটির আড়ালে গেটের কমিউনিটি, কতই রঙ্গ,এবং সর্বোপরি নির্মোহ ব অবধি খুলে ফেলার সোচ্চার ঘোষনা মনে পড়ে যাচ্ছেঃ)
  • pi | ০৩ এপ্রিল ২০১২ ০১:২৯ | 137.187.241.4
  • গেটেড কম্যুনিটি নিয়ে তো আত্মসমালোচনা বলিনি।সে তো মাঝে মাঝেই মনে হয়। যদিও আজ আমি বলিনি। তাতিন , স্যাম এরা লিখেছে দেখলাম। আর তার উত্তরে বা তার অগেই কিছু মন্তব্য , যেমন সদার মন্তব্যটা মনে আছে, পড়ে আবার মনে হল।

    আর গজদন্তমিনার নিয়ে সেদিন ভাটে আমার সাকুল্যে দুটো পোস্ট ছিল। এক ভাটে এলে এই মিনারে চড়ে থাকার অনুভূতি হয়। আর মিনার কীরকম, তোমার এই প্রশ্নের উত্তরে, মিনার থেকে ট্রিকল ডাউন ভাল লাগে, এরকম কিচু।

    এর থেকে তোমাকে পাষণ্ড মনে করেছি ভেবে নিয়ে থাকলে, বল্লাম তো, দুঃখিত। সেরকম কিছুই বলতে চাইনি।
  • aka | ০৩ এপ্রিল ২০১২ ০১:২৪ | 168.26.215.13
  • না পাই, সেদিনের গজদন্তমিনার, পরের গেটেড কমুনিটি কোনটা দেখেই মনে হয় নি তুমি আত্মসমালোচনা করছ।
  • byaang | ০৩ এপ্রিল ২০১২ ০১:২১ | 122.167.124.102
  • জাস্টিফিকেশন যে দেওয়াই হয় নি, সেটুকু বুঝলেই কৃতার্থ হই।
  • byaang | ০৩ এপ্রিল ২০১২ ০১:২০ | 122.167.124.102
  • আমি কারুরই রাগ করার মতন কিছু বলি নি। থ্যাংকস মিঠু, আমাকে বোঝার জন্য।
  • pi | ০৩ এপ্রিল ২০১২ ০১:১৯ | 137.187.241.4
  • কী মুশকিল। আমি একবারও লিখতে বারণ করিনি তো।লেখোনা। সেটাও তো ক্লিয়ার করে দিলাম। কোন জাস্টিফিকেশন চাই নি। চাইও না। আমার খারাপ লাগা নিয়েও তো মাথা ঘামাতে বারণ করে দিলাম। যদি বলো, তাহলে ঐ পোস্টটাও প্রত্যাহার করে নেবো। ধরে নাও, করেই নিলাম। এনিয়ে আর কথা বাড়াতে চাইনা।

    আর গজদন্তমিনার সংক্রান্ত আকাদার কী প্রশ্ন ছিল, তার কী উত্তর দিয়েছি, লিখে দিয়েছি। পুনরাবৃত্তির প্রয়োজন দেখিনা।
  • m | ০৩ এপ্রিল ২০১২ ০১:১৭ | 50.82.180.165
  • ব্যাং,আমি একটুও রাগ করি নি।রাগ করার মত কিছু আমাকে বলেছো কি?
  • byaang | ০৩ এপ্রিল ২০১২ ০১:০২ | 122.167.124.102
  • এবার থেকে এখানে ফাইজলামি করতে হলে পারমিশন নিয়ে করতে হবে দেখছি। পিছিয়ে গিয়ে পড়ে এলাম, কিন্তু হঠাৎ করে গজদন্তমিনার বলার কোনো জাস্টিফিকেশন খুঁজে পেলাম না।
    ভাটে আসি এখানকার বন্ধুদের সঙ্গে খানিক ঠাট্টা-ইয়ার্কি করে হাল্কা হতে। চট করে কাউকে বাঁকা কমেন্ট করে আক্রমণ করি না তিতিবিরক্ত হয়ে যাওয়ার আগে অব্দি। মিঠুর সঙ্গেও কথা বললাম, মিঠু জানাল, আমার ইয়ার্কি করার স্বভাবের সঙ্গে মিঠু পরিচিত, আমি কী বলেছি মিঠু বুঝেছে, তাই আমার পোস্ট কাকে উদ্দেশ্য করে লেখা সেটা না বুঝে কারুর খারাপ লাগলে এবং সে সেটা জানালে, যদি ভুল বোঝাটা কাটানোর চেষ্টা করি, তাহলে সেটাকেও দাগিয়ে দেওয়া হয় আমি নিজেকে জাস্টিফাই করছি বলে। আমি কাউকে কিছু বললে, তাকে নাম ধরে ডেকেই বলি, বাঁকা মন্তব্য হাওয়ায় ভাসানোটা ভারি কায়দার ব্যাপার মনে হলেও আজকে সেটা করি নি। আমি কাকে কী লিখব, সেটা নিয়ে সে তার খারাপ লাগা বা ভালো লাগা জানালে সেই নিয়ে তার সঙ্গে কথা বলব। সবকিছুর ভরকেন্দ্র নিজেকে মনে না করলেই এই ধরণের খারাপ লাগাগুলো আসে না।
  • pi | ০৩ এপ্রিল ২০১২ ০১:০০ | 137.187.241.6
  • আকাদা, তোমাকে আমি ব্যক্তিগতভাবে পাষণ্ড কখনোই বলিনি বা মনেও করিনা। ঐ ঘটনার সাথে জড়িয়ে তো সেটার প্রশ্নই ওঠে না। এরকম কেন ভেবেছ জানিনা। তবে এই নিয়ে ভুল বুঝে থাকলে আর সেটা আমার দোষে হয়ে থাকলে তার জন্য দুঃখিত।
    আর আমি নিজেই তো সাইটে লিখছি। গজদন্তমিনারে চড়ে থাকার অনুভূতি হয় লিখেছি মানে নিজেও সেখানেই চড়ে আছি, তাই না ? ঃ)
    হ্যাঁ, অনুভূতিটা অতি অবশ্যই নিজেকে নিয়েও হয়।
  • pi | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫৬ | 137.187.241.6
  • আর কী মুশকিল। সাইটের কথা হলে, মামু সাইট নিয়ে কী করছে বলা হলে, সে যেই বলুক না, তার উত্তর কিছু দেবার থাকলে দেবোনা কেন ? মামু যেটা করছে, গুরু টিম থেকে যেটা করা হচ্ছে, সেই নিয়ে কথা উঠলে না লেখার তো কারণ নেই।

    আর আমি তো প্রথমে টিমের পোস্টের উত্তরে লিখেছিলাম ! খামোখা সেটাকে কেউ তার জবাবী পোস্ট ভেবে এটা গায়ে মাখতে যাবে আর তার পর প্রতি পোস্টে অকারণে আমাকে অভিযোগ করে যাবে আমি মামুর নাম আমার প্রয়োজনমত ব্যবহার করছি, এ বড় রঙ্গ !

    এটা এবার বন্ধ হলে ভাল হয়।
  • nk | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫৫ | 151.141.84.239
  • কুমুর সঙ্গে কোনোদিনই আমার দেখা হয় না। আমি যখন আসি দুধকলা খাওয়া সেরে, তখন কুমু গভীর যোগনিদ্রায় চলে যান।
  • nk | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫৩ | 151.141.84.239
  • আর এই কেসি! আপনি ই বা কেন বলেন না টিফিন বাক্সে করে লুচি আলুরদম নিয়ে সেই যে মরুভূমিতে চলে গেছিলেন খাবেন বলে, তারপরে কী হোলো? আপনার জন্মদিনেই বা কী হোলো?
  • nk | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫২ | 151.141.84.239
  • বড়াই আর ছোটাই এলে ভুটানের আর সমুদ্রের গল্প শুনতে পারতাম। ওনারা আসেন না কেন?
  • nk | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫১ | 151.141.84.239
  • সায়ন, গানের বাক্সো খুলতে পারছি না আজকে। তাই শুনতেও পাচ্ছি না। ঃ-(
    তবে পরে শুনে নেবো। ভদ্রলোক কী ভালো গানই না গাইতেন!
    কিন্তু কেউ লিরিক লিখেও দেয় না, জীবনীও লেখে না ইনফো ও দেয় না কেন??????

    আর, তোমার কী প্রশ্ন?
  • kc | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫০ | 178.61.96.29
  • ধুস শালা, আর ভাল্লাগেনা। লাগেনা লাগেনা লাগেনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত