এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০২:০০ | 151.141.84.239
  • সেখানে কীরকম হোতো?
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০২:০০ | 14.96.157.115
  • আই এস আই তে control F মেরে মেয়ে খুঁজতে হত ।
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:৫৮ | 97.80.159.181
  • নিশি এগুলো ইউসুয়ালি ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে হয়। আই এস আইতে মেয়েদের সংখ্যা এতো কম (ছিল) যে গল্পটা একটু অন্য রকম হত।
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:৫৬ | 97.80.159.181
  • ঘরে বসে গাওয়া - বাজে রেকর্ডিং কিন্তু কি অসাধারণ গাওয়া!
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:৪৯ | 14.96.157.115
  • হে হে ঃ-))
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০১:৪৭ | 151.141.84.239
  • ঐসব এলিট ক্যাম্পাসেও এরকম? একটার সঙ্গে বছর তিন লটপট করে তারপরে আরেকটা ভালো চাকরি পাচ্ছে দেখলে সেটার সঙ্গে ঝুলে পড়ে? সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট? ঃ-)

    এ যে সেই পাখিদের কেস! একরকম পাখি আছে, মেটিং রিচুয়ালের সময় ছেলে পাখি খুব নাচে, একের পর এক আসে আর নাচে, নাচ দেখে মেয়ে পাখি বেছে নেয় কোনটাকে নেবে। ঃ-)

    আমাদের নন-এলিট ক্যাম্পাস ছিলো গঙ্গাতীরে, সেখানে কিছুই হোতো না বিশেষ, তাই ডারউইনের থিওরি আর দেখা হইলো না রে শ্যাম। ঃ-)
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:৪৬ | 14.96.157.115
  • না । একদম ঠিক ।
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:৪৫ | 97.80.159.181
  • কিন্তু কিছু কি ভুল বলেছি?
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:৪৫ | 14.96.157.115
  • যাক কাটি। ২ টো বাজে। বেশ ভালো ভাট হল।টিম,অভ্যু,নিশি ধন্যযোগ।
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:৪৩ | 14.96.157.115
  • Msc তে তখন কার দিনে ক্যাম্পাস হত না অভ্যু ঃ-))
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:৪১ | 97.80.159.181
  • নিশির কথাটা সমাজের পরিপ্রেক্ষিতে সত্যি। ব্রতীনদার কথাটা ক্যাম্পাসের ফাইনাল ইয়ারে ঃ)
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:৪০ | 14.96.157.115
  • অভ্যু ঃ)
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০১:৩৯ | 151.141.84.239
  • ব্রতীন, খোঁজানো হয় ও।
    নইলে স্বাধীন বেড়ে ওঠার সময় মেয়েরাও সৌন্দর্য খোঁজে, উদার হৃদয় খোঁজে, সূক্ষ্ম অনুভূতি খোঁজে যা কিনা তার নিজের সঙ্গে সুট করে।
    কিন্তু সমাজ অনেক ক্ষেত্রে বাধ্য করে কম্প্রোমাইজ করতে, তরুণ সুন্দর প্রেমিককে ছেড়ে নইলে টাকার কুমীর কুচ্ছিত বুড়োকে বিয়ে করতে বাধ্য হয় কেন অনেক মেয়ে?
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:৩৯ | 97.80.159.181
  • হ্যাঁ ওগুলো কাটতোই। সুযোগের অপেক্ষায় ছিল।
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:৩৯ | 14.96.157.115
  • এগ্রিড।
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:৩৩ | 14.96.157.115
  • মেয়ে গুলো ভালোবাসার থেকে নিরাপত্তা খোঁজে।ওটা ই জগতের দস্তুর। মেয়ে গুলোর দোষ নেই।
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০১:৩২ | 151.141.84.239
  • ও কাটতোই, সে নিয়ে ভেবে লাভ নেই। এইযে উদাগুলো চোখের সামনে দেখলাম, সব তো কাছে কাছেই ছিলো, স্রেফ অর্থনীতি এসে সব ক্যাঁচ ক্যাঁচ ঘ্যাঁচ ঘ্যাঁচ। নইলে নেয়াপাতি আর টাক জিতে যায় স্রেফ টাকা দেখিয়ে?
    দুনিয়ার কী অদ্ভুত নিয়ম!
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:২৯ | 97.80.159.181
  • আমার আবার ইলেভেন টুয়েলভেই সব পুরোনো প্রেম গুলো কেটে গেলো। লং ডিস্টেন্স ঃ(
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০১:২৬ | 151.141.84.239
  • প্রায় সব কো-এড করে দেওয়াই ভালো।

    অভ্যু, আরে আমাদের অজ পাড়াগাঁ, তার উপরে কালচারখানাই এমন যে ছোটো ছোটো মেয়েরাই একেবারে একেকজন মরাল পুলিশ। ঃ-)
    প্রেম-ফ্রেম সেরকমভাবে শুরু হোলো ইলেভেন টুয়েলভের কোচিং এ, তাও ভাসা ভাসা, ট্রায়াল-টাইপ। অনেকে বেশ কবছর ট্রায়াল দিয়ে তারপরে কালেজ পাশ করেই দিব্যি পরিবারের দ্বারা অ্যারেঞ্জড নেয়াপাতি ভুড়িয়ালা চাকরি বাকরিয়ালা স্টেবল লোকের সাথে ছাদনাতলায় গেল। তারপরে সুখে শান্তিতে গৃহ মুচ্যতে। ঃ-)
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:২২ | 97.80.159.181
  • সরস্বতী পুজোর আগে সাইকেলে করে অন্য স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া হত। চারটে সাইকেলে আট জন। কে কার পিছনে বসবে সেটা অলমোস্ট ভোটে ঠিক হত।
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:২০ | 97.80.159.181
  • দূর নিশি তো আমার কালেরই মেয়ে। নো নো কি রে? আমরা তো চুটিয়ে করতাম।

    যাগ্গে একটা গল্প বলি। শান্তি মিসের কাছে পড়তে গেছি - সন্ধ্যে হয়ে গেছে তাই মিস তারককে বললেন - দেবযানীকে একটু এগিয়ে দিবি। রাস্তায় একটা জায়গা পড়ে, খুব ভালো না। সেখানে এসে

    তারকঃ দেবযানী, জায়গাটা বিশেষ ভালো না।
    দেবযানীঃ ভয় পাস না, আমি তো আছি।

    পুনঃ মাঝে অনেক ঘটনা ঘটে যাবার পর এখন দেবযানী তারকের গৃহ মুচ্যতে।
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:১৮ | 14.96.157.115
  • আমাদের স্কুলের আসে পাশে একটাও মেয়ে দের স্কুল ছিল না। দেবীশ্বরী অনেক দূরে। স্কুল গুলো মনে হয় একটা ছেলে দের একটা মেয়ে দের এই ভবে হয় যাতে ছেলে পিলে দের পড়াশুনা ভাল হয়।ঃ-)
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০১:১৫ | 151.141.84.239
  • হায় হায় ব্রতীন, শেষে কিনা চেয়ে আচার! নতুন নতুন দিদিশাশুড়ীরা যে কীসব ভেবে হেসে খুন হবে। ঃ-)
    তবে ভরসা একটাই, এটা যুবনাশ্বের আমল নয়। ঃ-)
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:১৫ | 14.96.157.115
  • মাঝে মাঝে। চ্যানেল ঘোরাতে ঘোরাতে
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০১:১৩ | 151.141.84.239
  • বাংলা বয়েজ ছিলো তো, খানিকটা দূরে, মেইন রাস্তার উপরে, ওদের দিকে কিছু কিছু ইজিলি অ্যাক্সেসিবল সাইকেল সারাই দোকান ছিলো। আমাদের দিক থেকে হরে দরে একই দূরত্ব পড়তো, স্টেশনের কাছেরগুলোর হিসাবে।
    তবে বাংলা বয়েজের ছেলেরা অনেকেই নিঃস্বার্থ পরোপকারী হয়ে প্রাণের বান্ধবীদের ডবল ক্যারি করতে চাইতো, তবে কিনা সেই সেকালে এসব খুবই নো নো ছিলো কিনা, তাই করতে পারতো না। ঃ-( আর পড়ে যাবার চান্সও ছিলো। ঃ-)
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:১২ | 97.80.159.181
  • ব্রতীনদা কি মীরাক্কেল দেখে?
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০১:১২ | 14.96.157.115
  • আচার নিয়ে কোন প্রশ্ন নেই। শ্বশুর বাড়ি তেও জানে যে ছেলে টা একট জিনিস ও যদি চেয়ে খায় তাহলে সেটা চাটনি বা আচার ঃ-)
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:১১ | 97.80.159.181
  • সিংহেরা আচার না খেলে আমি নাচার।
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০১:০৮ | 151.141.84.239
  • এ হেঃ ব্রতীন পু সি হয়ে কিনা আচার! পু সি রা আচার খায় না, খেতে নেই। ঃ-)
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০১:০৭ | 97.80.159.181
  • নিরীহ প্রশ্ন - কাছাকাছি কোনো বয়েস স্কুল ছিল না?
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০০:৫৯ | 14.96.157.115
  • আহা। কারেন্ট নুন,হজমি, নানারামকের আচার,আইসক্রীম আর বিলিতি আমড়া।
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০০:৫৪ | 151.141.84.239
  • অভ্যু, বাংলা গার্লস স্কুল তো! স্কুলটা বেশ ভিতরের দিকে, ঝুপড়ি আর সাইকেলের দোকান কিছু ছিলো না সামনে। কোনো এমনি দোকানও ছিলো না, সব কিছুর জন্যই স্টেশনের দিকে যেতে হতো। ফুচকা চুরমুর এসবের জন্য ফুচকাওলা চুরমুর ওলা আইসক্রিমওলা হজমিওলারা আসতো, অস্থায়ী, টিফিনের আর ছুটির পরের টাইমফ্রেমে।
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০০:৪৭ | 14.96.157.115
  • ঠিক ই তো ঠিক ই তো!!
  • Tim | ০৮ এপ্রিল ২০১২ ০০:৪৬ | 98.249.6.161
  • আচ্ছা, খারাপের উদা হিসেবে অ্যাভারেজ ঃ-)
  • Tim | ০৮ এপ্রিল ২০১২ ০০:৪৫ | 98.249.6.161
  • হুঁ খারাপের উদাহরণ না, ভালর উদাহরণ হিসেবে ভালো। খারাপের উদা হিসেবে খারাপ। ঃ-)
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০০:৪৪ | 97.80.159.181
  • হ্যাঁ ঠিকই তো। দাদা উদাহরণ হিসেবে খারাপ কেন হবে?
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০০:৪৪ | 14.96.157.115
  • না মাঝে মাঝে ভালো ক্যচ ধরে ফ্যালে তো। যাক গে তাহলে ওর নাম বাদ দেওয়াই ভালো ঃ-)
  • Tim | ০৮ এপ্রিল ২০১২ ০০:৪৩ | 98.249.6.161
  • সৌরভের ক্যাচিং, থ্রো-ইন অ্যাভারেজ। ফিটনেস আর অ্যাথলেটিসিজম বিলো অ্যাভারেজ, মানে বেশ খারাপ। সেতো কুম্বলেরো তাই ছিলো, ওসব ধত্তে নেই। উদাহরণ দেবার মত অতকিছু খারাপ না। ঃ-)
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩৯ | 97.80.159.181
  • এ কেমন স্কুল যেখানে স্কুলের সামনে একটা সাইকেলের দোকান না হোক ঝুপড়ি ছিলো না???
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩৯ | 14.96.157.115
  • নিশি, এমন কূট বুদ্ধি কি ছেলে দের মাথায় আসতো? তবেই বোঝো!!
  • pi | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩৯ | 72.83.76.34
  • মেইল করেছি তো।

    পোস্টের ব্যাপারে, সেদিন লিখলাম তো, কাব্লিদা বা সামরানদিকে জিগাও।
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩৮ | 151.141.84.239
  • সাইকেলে হাওয়াহীন ঐ মেয়েরা অনেকেই ফেরার পথেই সাইকেল সারাই এর দোকানে সাইকেলে জখম সারিয়ে নিয়ে হাওয়া ভরে দিব্যি উঠে চালিয়ে বাড়ি যেতো। সেক্ষেত্রে সাইকেল সারাই এর দোকান পর্যন্ত হাঁটতে হতো, সেটা ছিলো স্টেশনের কাছে। তাই হরে দরে সেই একই দাঁড়াতো। ঃ-)
    ওঃ, এই দিদিমণিরা কেন যে সবাই একটু থার্মাল ফিজিক্স আর স্ট্যটিস্টিকাল মেকানিক্স শিখলেন না! তাইলে নিজেরাও কত কী করতে পারতেন, আমাদেরো হাতে কলমে শেখাতে পারতেন। ঃ-)
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩৭ | 97.80.159.181
  • পাই যে শুধু মেল রিসিভ করতে পারে না তাই নয়, মেল করতেও পারে না দেখি। ভালো কথা, কাগুজে গুরু পিস্ট হয়েছে, না সামনের বছর (বাংলা) হবে?
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩৬ | 14.96.157.115
  • ইয়ে আমিও দাদার অন্ধ ভক্ত। তবে সবই কি ভালো বলতে হবে? ঃ((
  • Tim | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩৫ | 98.249.6.161
  • সৌরভের থ্রো খারাপ নাকি?
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩৩ | 14.96.157.115
  • আর অঙ্কের স্যার SKC । এনার চক ছুঁড়ে মারার স্বভাব চিল। কিন্তু টিপ সৌরভ গাঙ্গুলির মতো। কাজেই কাউ কে লক্ষ্য করে ছুঁড়লে সে নিশ্চিন্ত থাকতো ঃ))
  • Abhyu | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩২ | 97.80.159.181
  • এই ধর তক্তা মার পেরেক মাস ট্রীটমেন্টটা আমার খুবই পছন্দ। বাড়িতে বলা যাবে - আমি কিছু করি নি -
  • nk | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩১ | 151.141.84.239
  • আরে অভ্যু, কাউকে তো নিয়ে গিয়ে বলাতো না "এইটা আমার সাইকেল", ঐ গ্রুপ কোথায় সাইকেল রাখে সেটা দিদিমণিরা নিজেরাই দেখে রাখতো, তারপরে গোটা গ্রুপের সাইকেলের হাওয়া হাওয়া। দোষীদের সঙ্গে নির্দোষেরাও সাবাড়। ঐ দিদিমণিরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের পথ অনুসরণ করতেন, দে গোটা গ্রুপ ই সাবাড় করে। এর ফলে অনেকসময় এমনো হতো কোনো দোষীর সাইকেল ই বাদ পড়ে গেল, সে হয়তো সেদিন সাইকেল আনেই নি। ঃ-)
    তবে অন অ্যান অ্যাভারেজ ইন দ্য লং রান সবই ঠিকঠাক মিলে যেতো। ঃ-)
  • Bratin | ০৮ এপ্রিল ২০১২ ০০:৩১ | 14.96.157.115
  • আমরা ঘুমোতাম বাংলা আর ইংরেজী ক্লাশে। সায়েন্স , আর্টস মিলিয়ে প্রায় ৯০-৯৫ জন। স্যার খঁজে পেতেন না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত