আমি খবরে যেরকম শুনলাম তাতে তিনোমুলের লোকেরাই ওনাকে থানায় নিয়ে গেছিল। আর মাওবাদী ট্যাগিয়ে ইউপিয়ে লাগিয়ে দেওয়া অবশ্যই সিরিয়াস ইস্যু, মনে হয় এটা থেকেই মনোযোগ হঠানোর জন্য এই ঘটনাগুলো। খুব কঠিন সময় সামনে।
Lama | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৩২ | 117.194.232.205
আর আমাদের দেশের পুলিশ সাধারণতঃ কাউকে ধরে না। সে চোর, পকেটমার, ধর্ষক যাই হোক না কেন।
গ্রেপ্তার তখনই হয় যখন বড়সাহেবের ধমক আসে, অথবা কোনো নেতার ইচ্ছা হয়। নেতার মোবাইল চুরি করলে চোর গ্রেপ্তার হবে, নেতার কার্টুন আঁকলে কার্টুনিস্ট গ্রেপ্তার হবে।
Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৩১ | 14.99.42.188
কোনো কারণই নয়, তাও এখনো কোর্টে তোলা হয়নি। আজ বেইল হবে কিনা বোঝা যাচ্ছে না।
sdh | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৩০ | 14.96.77.216
পুলিশ গুলি চালিয়ে গোটা দশেক মেরে ফেললেও যদি প্রশাসন বিবৃতি না দেয়- তাহলে সেটা কোনো ইস্যু নয়? বামফ্রন্ট মুখে আঙুল দিয়ে চুপচাপ বসে থাকলেই সিঙ্গুর নন্দীগ্রাম আর কোনো রাজনৈতিক ইস্যু হত না?
Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১৩:২৮ | 14.99.42.188
কেশী - যাদপ্পুর থানার সঙ্গে ভোটের পর পরই একটা কারণে কিছু মোলাকাত হয়েছে বলে জানি যে রাজনৈতিক চাপ না থাকলে এই ধরণের ঘটনা ঘটে না।
Lama | ১৩ এপ্রিল ২০১২ ১৩:২৮ | 117.194.232.205
বলতে চাইছি, এর আগে এইসব দু চারঘার অজুহাতগুলো ছিল "কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে।' বা "অমুক আমার বউকে চোখ মেরেছে' গোছের। এবার, দু চার ঘা দেবার অজুহাত হল "ভুলভাল ইমেল ফরওয়ার্ড করেছে স্সালা।' (জানি না এরা ইমেল চেক করতে জানে কিনা)- এটাই উদ্বেগের।
দ্বিতীয়তঃ আমি শ্রী অমুকচন্দ্র তমুক এতদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলাম। আমি তো আর কারো সাতে পাঁচে নেই, শুধু চাট্টি নির্দোষ কার্টুন আঁকি। কিন্তু এবার ব্যাপারগুলো "আজকের কাগজে বেরিয়েছে' পর্যায়ে থাকছে না। আমাদের জীবনে ঢুকে আসছে। কারো রেহাই নেই।
hsd | ১৩ এপ্রিল ২০১২ ১৩:২৬ | 14.96.77.216
পুলিশ সরকার-বিরোধী মেল করলে লকাপে পুরে কেস দিয়ে কোর্টে তুলছে, সরকার-বিরোধী আন্দোলন করলে মাওবাদী বলে ইউপিএ লাগিয়ে দিচ্ছে- এর থেকে বড়ো ইস্যু আছে নাকি আপাততঃ?
kc | ১৩ এপ্রিল ২০১২ ১৩:২৪ | 178.61.96.29
hsd, যতক্ষণ না রাজ্যের প্রশাসন থেকে বা তিনোমূলের লিডারশিপ লেভেল থেকে এই ঘটনাকে সমর্থন জানিয়ে কোনও কথা আসছে, ততক্ষণ কি এটা সত্যি কোনও রাজনৈতিক ইস্যু?
Netai | ১৩ এপ্রিল ২০১২ ১৩:১৯ | 121.241.98.225
কার্টুন টা দেখলাম। এইটুকুনিতেই যদি যদি দুঘা খেতে হয়, পুলুশে ধরে নিয়ে যায়, তাহলে তো অনিল বসুকে ইমিডিয়েট ফাঁসিতে চড়ানো উচিৎ।
hsd | ১৩ এপ্রিল ২০১২ ১৩:১৯ | 14.96.77.216
এটা আলফাল ইস্যু!! সাধে সিপিএম হেরেছে!!
Blank | ১৩ এপ্রিল ২০১২ ১৩:১৭ | 170.153.65.102
আমাদের আপিসে শুনলাম নাকি এথনিক ড্রেস পরতে বলেছিল আজ। কেউ পরে নি
kc | ১৩ এপ্রিল ২০১২ ১৩:১৭ | 178.61.96.29
ল্যামি, যাকে তাকে ছুটকো কারণে ধরে দুঘা দেওয়াকে ঘোর অরাজকতা যদি বল, তাহালে এই অরাজকতা বহুদিন ধরে আমাদের সঙ্গী। এক্ষেত্রে কি হয়েছে তা জানিনা, তবে এই দুঘা লাগানোর পিছনে বেশীরভাগ সময়ই অন্য সমীকরণ কাজ করে। অন্য খার মেটানোর উপায় এই দুঘা। তার জন্য সামনে কিছুমিছু একটা কারণ নিয়ে এলেই হল।
quark | ১৩ এপ্রিল ২০১২ ১৩:১২ | 14.139.199.1
ইস্যু কম নাই! আমরির কর্তাব্যক্তিরা আস্তে আস্তে সব্বাই ছাড়া পেয়ে গেলেন। সেই আগুন লাগার দিন টিভিতে মাননীয়া মুখ্যমন্ত্রীর হম্বিতম্বি ভুলি নাই।
Lama | ১৩ এপ্রিল ২০১২ ১৩:১০ | 117.194.232.205
কেসিদা, এইটুকুই। আমিও কার্টুন আঁকি। কাল যদি আমাকে "কিছু তিনোমূলী' ধরে "দু ঘা' দেয় তাহলেও কি এইটুকু থাকবে?
বিভিন্ন যুগে বিভিন্ন কারণে অকারণে মানুষকে দু ঘা খেতে দেখা গেছে। কিন্তু যখন কার্টুন আপলোড করার অপরাধে দু ঘা খেতে হয়, তাও আবার কিছু পাতি গুন্ডার কাছে- তাহলে বুঝতে হবে ঘোর অরাজকতা
Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৩:০৮ | 121.242.160.180
সত্যি আজকে আবার সরস্বতী পুজোই মনে হচ্ছে বটে।
আমিও বুঝতে পারি না, রোজই কাউকে দেখছি, শাড়ী পরলে তাকে এত অন্যরকম ভালো কেন লাগে? সেটা কি শুধুমাত্র লুকের বৈপরীত্যের জন্যে? অন্য সময় সেভাবে দেখিনি বলে?
kc | ১৩ এপ্রিল ২০১২ ১৩:০৭ | 178.61.96.29
কিন্তু এই কার্টুন কাণ্ডে এত তাড়াতাড়ি দিদিকে টানা হচ্ছে কেন? কেউ একজন ফেবুতে কার্টুন তুলেছেন, কিছু তিনোমূলি ধরে দুঘা দিয়েছে, পুলিশে দিয়েছে, ব্যস এইটুকুই। কেন জানিনা মনে হচ্ছে কিছু একটা থেকে মুখ ঘুরিয়ে রাখার জন্য এই সব আলফাল ইস্যু তুলে মনোযোগ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আজকালের মধ্যেই বোধহয় তেলেফেলের দাম বাড়বে।
হ্যাঁ পুজারিনী রুপে মেয়ে রা ছেলে দের কাছে সব থেকে প্রিয়।
ডিঃ ক্লে ঃ এটি আমার ব্যক্তিগত মত
d | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৯ | 14.99.80.68
হুঁ এই কার্টুনটা সচল কৌস্তুভের থেকে আমি শেয়ার দিয়েছিলাম বটেক। তারপর আমার থেকে বোধহয় বেথে আর ব্ল্যাংকিও দিয়েছিল।
Jhiki | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৮ | 182.253.0.99
শাড়ী পরা মেয়েদের প্রতি ব্যাথাটা কি বাঙালী ছেলেরা সাথে নিয়েই জন্মায়? আমার ছেলেকে দেখলে আমার তাই-ই মনে হয়!
আমি শাড়ী পরলে তার বাবার কোন হেলদোল দেখা যায় না, কিন্তু ছেলে খুব-ই খুশী হয় - আর নিজেকে "প্রিন্সেস মাম্মা'র ছেলে ভেবে খুব গর্বিতও হয়!!
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৬ | 122.248.183.1
টেনি দা আবার কবে উড়লো হে?
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৬ | 122.248.183.1
পরস্ত্রী হলে কোন চাপ নেই কাজু। লেগে থাকো ঃ-)
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৫ | 122.248.183.1
কী মুশকিল শ্রাবনী দি। আমি কে? সব হলেন বিপ পাল ঃ-)
Blank | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৪ | 170.153.65.102
লজ্জা বলে কিছু ই কি নেই
Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৪ | 121.242.160.180
কুমুদি, অনেকে আবার পরস্ত্রী। আর বাকিরা তো নিশ্চয়ই কারো হবু। তাই একটু পলি-ইন্কা হয়ে যাবে।
shrabani | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৩ | 117.239.15.102
ব্রতীন আবার তা মার্ক করে রাখে.....কিন্তু আমাকে তুই অ্যারেস্ট করাতে পারবি না, আমি জলপুলিশ থুড়ি অখিল বাবার আওতায়....
Lama | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৩ | 117.194.232.205
বিবাহিত বুড়োদেরই বা শান্তি কোথায়?
kumu | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫২ | 122.160.159.184
চোখ ফেরানোর দরকার আছে কী?
Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫১ | 121.242.160.180
না বোতিন্দা, সে সেদিন পরীক্ষা হয়ে গেছে। তুমুল ঝড়ে দিব্যি হেঁটে হেঁটে ভাঙাচোরা ফুটপাথ দিয়ে বাস ধরতে গেলাম। কই উড়িনি তো। খুব ইচ্ছে ছিল টেনিদার মত উড়ে কেমন হয় দেখার। সে পারল কই ঝড়?
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫১ | 122.248.183.1
কাজু, সাবধানে থেকো, একে তুমি বাচ্ছা ছেলে তার ওপরে অবিবাহিত।
dukhe | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫১ | 202.54.74.119
শ্রাবণী দিদির হহপাপ্রে-র কথা লিখবেন আর আশা করবেন প্রবাসী বলে ছাড় দেওয়া হবে! হুঁঃ! কোন প্রেমিক তার প্রেমিকাকে দিদি বলে ডাকবে এইটা আগে ক্লারিফাই করুন।
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫০ | 122.248.183.1
কিন্তু রাজদীপ,অরি বা বুনান জমকালো ছবি শেয়ার করলেই শ্রাবনী দি তাতে গিয়ে ২ পয়সা দিয়ে আসে ঃ-)
একদম বেছে বেছে কয়েকটা চার অক্ষরের শব্দ বলতে ইচ্ছে করছে।
shrabani | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪৯ | 117.239.15.102
আরে, তোমার মামাই জেলমন্ত্রী, খাইসে! মামা মন্ত্রীটা জানতুম তবে তিনি জেলমন্ত্রী এটা খেয়াল ছিলনা! তা দুখে আমার নাম লিখল কেন লিস্টিতে....আমি তো পরবাসী...ফেবু তে কার্টুন শেয়ারও করিনি....তাছাড়া ভাট/টইয়েও কিছু বলিনি। যদি ফেবু দেখে অ্যারেস্ট হয়, গুরু দেখেই বা হবেনা কেন! খসড়া তে এই পয়েন টা অ্যাড করে রিভাইস করে দিলে হয়না?ঃ)
Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪৯ | 121.242.160.180
কী কাজ হবে সে ওরাই জানে। তবে যে রাঁধে, সে কি পরিপাটি করে খোঁপা বাঁধে না? তবে ওদেশে কি ভেবেছে কে জানে, কোনো মেলের রিপ্লাই নেই, বঙ্গীয় বর্ষশেষকে কি ওদের নিউ ইয়ার ইভ ভেবে কাটিয়ে দিল নাকি কে জানে !
ধুতি একজনই পরেছেন, আমার পেছনে। একেবারে সেই রাজার ধুতি। মেরুনের ওপর কাজের কী বাহার ! পায়ে নাগরাই। নেহাত গড়গড়া নেই কাছেপিঠে তাই।
বাকি সব ওই পাজামা পাঞ্জাবী।
তবে সহকর্মিণীদের দিক থেকে চোখ ফেরানো দায়।
dukhe | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪৭ | 202.54.74.119
হায় দম, এ কি আমার লিস্টি? আমি আপনাদের জেলে পাঠাব ভাবলেন কী করে? মেরেছেন বিছুটির বাড়ি, তা বলে পুলিশের গাড়ি? বালাই ষাট। ঐ লিস্টি অলক্ষ্যে তৈরি হতিছে, দুখে নিমিত্ত মাত্র।
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪৫ | 122.248.183.1
কিন্তু এই যে ইচ্ছা প্রকাশ এ কী বিপ্লবের স্ফুলিঙ্গ নয় লামা ? ঃ-)
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪৪ | 122.248.183.1
কিন্তু কাজু, এই মাঝে মাঝেই সময় কাল বৈশাখী হয়। তুমি কিন্তু একা একা নীচে চা খেতে নেমো না। তোমার যা ফিগার হাইলি ঝড়ে উড়ে যেতে পারো
Lama | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪৪ | 117.194.232.205
মন্ত্রী থাকতে চাওয়া আর হতে চাওয়া আলাদা ব্যাপার বন্ধুগন। একটা আরএকটার উপসর্গ মাত্র
Jhiki | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪৩ | 182.253.0.99
এতো সবাই সেজেগুজে এলে কাজ হয়? নাকি সারাদিন-ই পার্টি?
Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪২ | 122.248.183.1
আহা তুমি নয় অন্যরা।
Jhiki | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪১ | 182.253.0.99
এখানে শুক্রুবারের অলিখিত ড্রেস কোড বাটিক। আজকে আমি পরে এসেছি, তবে সব শুক্রুবারে পরি না।
Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪০ | 121.242.160.180
বলছি না নন-এথনিক ! যা অন্যদিন পরি তাই পরেছি। আমার পেছনে যিনি বসেছেন, তিনি আজ পেরাইজ বাগাবেন, এ নিয়ে কোনো সন্দ নাই।
ধুতি পুজোর সময় তো পরি-ই। আমার মত দীর্ঘদেহী সপ্তমী-অষ্টমীতে ধুতি না পরলে ধুতি কান্নাকাটি করে। নিজেকে বেশ ব্যোমুদার মত লাগে। ওই দ্যাখো খ্যাখ খ্যাখ করে হাসে ! বলি আরশোলা বলে কি পাখি হবার সাধ হয় না ? আজও পরতাম, কিন্তু জল কাদা, বাসে পা মাড়ানো, গলদঘর্ম গরম এসবের পর এখানে এসে কি আর... তাই পাতি ৫% এ চলে গেলাম।
d | ১৩ এপ্রিল ২০১২ ১২:৩৯ | 14.99.80.68
আচ্ছা আমি তো দুখেকে কোনওদিনও বিছুটি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে লিখি নি। মনের গহীনেই লুকিয়ে রেখেছি .... তাইলে ক্লাস মনিটরের মতন আমার নাম লিখছেন ক্যা??
শ্রাবনী, তালে বলেই ফেলি .... পচ্চিমবঙ্গের বত্তমান জেলমন্ত্রী আমার এট্টু দূর সম্পক্কের মামা হয়। তা এট্টুক মামাবাড়ীর আবদার করে তো স্ট্যাটাস দিতেই পারি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন