এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • potke | ১৭ এপ্রিল ২০১২ ১৫:২৮ | 180.151.34.130
  • ডেম্বাদা দেকেচি, তিনি গুরুতে এলেই আমি নিঃআঃ পাই ঃ)
  • de | ১৭ এপ্রিল ২০১২ ১৫:১৮ | 180.149.51.69
  • কবে দেখবো পাবলিক টয়লেটে, মেট্রো ইত্যাদীতেও "ওনলি টিমসি" লেখা থাকবে --

    পাওলির জামা পড়ার লিং খুললে একটা নাক-মুখ ঢাকা ছবি দেখা যাচ্ছে, প্রথমে ভাবলাম ওটাই পাওলি হয়তো, ভয়ের চোটে!
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১৫:১২ | 117.239.15.102
  • সকালের ফতোয়া টা নিয়ে বাংলা চ্যানেলে কিছু দেখলাম না কিন্তু ন্যাশনাল, এন ডিটিভি, টাইমস নাও বহুত কভার করছে...টাইমস নাও তো বিগ স্টোরি বলছে.....
    কালকের ঐ কারা সব বুদ্ধিজীবিরা এসে টিভি চ্যানেলে প্রচুর মনস্তত্ব দিয়ে ইদানীংকার কর্মকান্ডের ব্যাখ্যা করছিল...তা এই ফতোয়াটা এমন নয় তো সিপিএমের/সিপিএম মেয়েদের যাতে বিয়েই না হয়.....
    এরপরে হয়ত আসবে সিপিএমের ছেলেপিলেদের স্কুলে ভর্তি নেবেন না....লিখেপড়ে বড় হয়ে তো আবার সিপিএম ই হবে...ঐ যে শুনলাম সিপিএম নাকি পারিবারিক ধর্ম...
  • Netai | ১৭ এপ্রিল ২০১২ ১৪:৩৮ | 121.241.98.225
  • Parties Leads Results

    BJP+ 20 119

    Cong+ 25 53

    Others 13 34

    Total 206 / 272
  • bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৪:৩৭ | 122.248.183.1
  • ব্রেক আপ টা দিয়ে দাও ছোট করে...
  • Netai | ১৭ এপ্রিল ২০১২ ১৪:৩৩ | 121.241.98.225
  • এদিকে দিল্লী সিভিক পোলে কংগ্রেস ধরাশায়ী। বিজেপি জিতছে।
  • bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৪:২৮ | 122.248.183.1
  • 'যদি নাম ধরে তারে নাই ডাকো কেন 'সবুজ' পাতা রা যে সাড়া দেয়'....
  • quark | ১৭ এপ্রিল ২০১২ ১৪:২৩ | 14.139.199.1
  • ইয়ে, অজ্জিত, কেসি, ওনাকে নাম ধ'রে নাই বা ডাকলে! যদি "তিনি" জানতে পারেন?
  • bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৪:১৬ | 122.248.183.1
  • কেন? আবার কিছু ছড়িয়েছে নাকি?ও জ্বালিয়ে দিলে? ও অরি, ও কেসি আবার কী হল?
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৪:১৬ | 121.242.160.180
  • ইতি-টা দেখে নন্দীগ্রামপরবর্তী সময়ের ব্রাত্য-র সেই খোলা চিঠিগুলোর কথা মনে পড়ে যাচ্ছে মশাই !
  • kc | ১৭ এপ্রিল ২০১২ ১৪:১৩ | 194.126.37.78
  • বোতীন তোমার অনিষ্ট চাইনা। তাই আমাদের সঙ্গে ভাববাচ্যে কথা বোলো,

    ইতি,
    কেসি, অজ্জিত, হানু, রঙ্গন, রাজদীপ, ব্ল্যাঙ্কি, শ্রাবণী, দুদি, শিবুদা, পিটিদা, বিবিদা, কোয়ার্ক, ও আরো অনেকে...
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৪:১১ | 121.241.218.132
  • পা, পাও, পাদানি - নো রিলেশন হোয়াট সো এভার। তার আগেও একটা খবর ছিলো। সকালে।
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৪:১০ | 121.242.160.180
  • তাহলে বোধায় 'পাও'-ভাজি।
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৪:০৮ | 121.241.218.132
  • না, নাট, নাটমেগ, নাটি - ইত্যাদি কিছুর সঙ্গেই সম্পর্ক নেই।
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৪:০৬ | 121.242.160.180
  • কবি কি বা'দাম' মেয়ে বোঝাতে চাইলেন?
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৪:০০ | 121.241.218.132
  • ও বোতিন - এর বাইরেও একটা ক্যাটেগরি আছে আজকের খবর অনুযায়ী। তোমার ন্যাকা মেয়ে যদি সেই ক্যাটেগরিতে পড়ে? তখন?

    PS: ভাববাচ্যে উত্তর দিও। তোমার অনিষ্ট কাম্য নয়।

    ;-)
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৩:৫২ | 121.242.160.180
  • আরে বললাম না, ওটাই তো পার্ণো 'রঞ্জনা' মিত্র। ওর আর রুদ্র-র রোলটা সব চেয়ে বাজে লেগেছে। আহা তনুশ্রী ! বেচারী ! আবীর চাকরি বাঁচাতে ওকেই শেষে ইউজ করল। সেই সাধের জুতো, যেটার দোকানের সামনে হাপিত্যেশ চেয়ে থাকত, সেই জুতো পরে ঝুলছে, ওই দৃশ্যটা ভোলা যাবে না। রাহুলটা ব্যাটা পরগাছা চরিত্র। সারাক্ষণ তনুশ্রীকে কত ভালো ভালো কথা শুনিয়ে গেল, শেষে সেই বিড়িফুঁকিনীর সাথে গাঁটছড়া বাঁধল।
  • bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৩:৪৬ | 122.248.183.1
  • না প্রানের ভয় না করে লিখেই দিঃ। এক জন বিখ্যাত লেখকের মতে( কোন এক পুজোসংখ্যায় দেশ বা আনন্দবাজারে পড়েছিলাম)।

    মেয়ে রা নাকি তিন প্রকার।

    ১। ন্যাকা
    ২। বোকা
    ৩। ন্যাকা এবং বোকা

    আমার এক্টূ ন্যাকা মেয়ে ভালো ই লাগে।
  • kiki | ১৭ এপ্রিল ২০১২ ১৩:৩৪ | 59.93.222.137
  • বেডরুম দেখে এলুম। বাবরি বাব! আগে মনে হতো গ্যাপটা এমনধারা ইচ্ছে করলেই ছুঁতে পারি।কিন্তু বুনুর ও পাড়ার ল্যাখা গুলো আর এই সিন্মাগুলো দ্যাখলে মনে হচ্ছে ক্রমশ গ্যাপটা আলোকবর্ষ দূরত্বের হয়ে যাচ্ছে।

    ইসে জেনেরেশান। কিন্তু নজ্জার মাতা খেয়ে বলেই যাই, এই প্রথম আমার পাওলিকে ভাল্লাগ্লো। কিন্তু ঐ ফটোগ্রাফার মেয়েটা( ক্ষী নাম জানিনা) আর পোসেনজিতের বোন , এই দুটোকে চুলে গিঁট দিয়ে বেঁধে দমাদ্দম টানাটানি কত্তে ইচ্ছে হলো। ইবাবা! সে আমিও এট্টুস ন্যাকা মতন! কিন্তু এদের ক্ষী বলে! ঐ দমু যেমন কইলো, গাছ ন্যাকা?
  • Siddhartha | ১৭ এপ্রিল ২০১২ ১২:৫৮ | 131.104.241.62
  • P
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১২:৫৫ | 121.242.160.180
  • রিদ্‌ধি সিদ্‌ধি দুই ভাই নাকি মশাই?
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১২:২৮ | 121.242.160.180
  • 'নীর'-মল আনন্দে?
  • Netai | ১৭ এপ্রিল ২০১২ ১২:২৮ | 121.241.98.225
  • তাহলে এটা কোথায় যাবে?
    পড়ুন, জ্যোতিষ আলোয় সুমাত্রার ভুমিকম্প।
    http://epratidin.in/Details.aspx?id=7740&boxid=17471378
  • abastab | ১৭ এপ্রিল ২০১২ ১২:২৭ | 61.95.189.220
  • হল না, কোটেশন দিলেই দশে দশ।
  • sda | ১৭ এপ্রিল ২০১২ ১২:২৫ | 59.97.138.5
  • এসব তো নির্মল আনন্দে যাবে ঃ))
  • Netai | ১৭ এপ্রিল ২০১২ ১২:২২ | 121.241.98.225
  • মাননীয়া মুখ্যমন্ত্রী স্বয়ং এর ভাব ব্যাখ্যা করেছিলেন এই ছোট ছড়াটির মাধ্যমে।
    "পড়ছে বৃষ্টি
    হোক নতুন সৃষ্টি
    জল ধরো, জল ভরো
    নষ্ট করো না।"

    এই কোটেশন না দিলে ৩ নম্বর কেটে নেবো।
  • Netai | ১৭ এপ্রিল ২০১২ ১২:১৮ | 121.241.98.225
  • এই যে পরিবেশ বিজ্ঞানীরা
    , 'জল ধরো জল ভরো' কর্মসূচিটি ব্যাখ্যা করো। (১০)
    http://epratidin.in/Details.aspx?id=7739&boxid=174539484
  • quark | ১৭ এপ্রিল ২০১২ ১১:৪৩ | 14.139.199.1
  • ঠিকই তো! বিয়ে হলেই তো তৃণমূলী পবিত্র "আর্য" রক্তে "সিপিএম" দূষণ। এ কোনমতেই হ'তে দেওয়া যায় না।
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১১:২৬ | 124.124.244.107
  • সত্যি বেচারা সিপিএমের মেয়ে! ধর্ম না পাল্টালে কোনো চান্স নেই। এরপরে তো সিনিমা হবে সেই "মোহনবাগানের মেয়ে"র মতো!ঃ)
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১১:১৪ | 121.241.218.132
  • বাই দ্য ওয়ে - গুচ-র অন্ততঃ একজন এই আদেশটা মাথা পেতে নিয়েছে সেটা কি কেউ খেয়াল করেছ?

    ;-)
  • lcm | ১৭ এপ্রিল ২০১২ ১১:১০ | 69.236.167.153
  • ডিডিদা একটা পোস্ট করেছিল কোথায় যেন - রোজ কাগজ খুললেই একটা করে খবর, বুভুক্ষু জনগণের হামুখে ঠুসে দিচ্ছে মিডিয়া। এমন বিনোদনে অভ্যাস হয়ে যাচ্ছে, এর পর যদি আবার রোজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট শুরু হয় তাইলে খুব বোরিং হয়ে যাবে, টিআরপি লাটে উঠবে।
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১১:১০ | 121.241.218.132
  • কাল অমিত মিত্তির এই কার্টুন ইত্যাদিকে সাইবার ক্রাইম বলে এয়েচে। নাইট্রিক অ্যাসিডের পোস্ট পড়লে এবার সাইবার টেররিজম বলে উয়াপা লাগাবে;-)
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১১:০৮ | 124.124.244.107
  • আনন্দবাজারে তো লিখেছে সিপিএম দের বিয়েশাদী অনুষ্ঠানে যাবেনা, এদিকে টি ও আই তে দেখলাম সিপিএম বিয়ে করতে না করেছে। কোনটা ঠিক, নাকি দুটোই?
  • d | ১৭ এপ্রিল ২০১২ ১১:০৭ | 14.99.133.221
  • কিন্তু কেউ একটু নাইট্রিক অ্যাসিড ঢেলে দেখবে না?
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১১:০২ | 14.99.52.65
  • গলায় পৈতে ঝুলিয়ে কালীঘাটের গলিতে বসে যেতে হবে আগে। "ওঁ ধূপং নমঃ' আওড়াতে হবে।
  • tatin | ১৭ এপ্রিল ২০১২ ১০:৫৯ | 122.252.251.244
  • মিস্‌ করবেন নাঃ
  • lcm | ১৭ এপ্রিল ২০১২ ১০:৫৯ | 69.236.167.153
  • ইমাম-দের পরে এবার পুরুতরা ভাতা পাবে শুনছি। আমি অবশ্য পুরুৎ নই, তবু একটা গায়ে এক পিস সূতো লাগিয়ে নিলে, এই বাজারে দু পয়সা...। পর পর সুযোগ আসছে, কিন্তু...
    ল্যাম্প পোস্টে রবিন্দোসোংগিতের ক¾ট্রাক্ট পেলাম না, নীল-সাদা রঙ-এর বরাত ও জুটল না, ছোট ক্লাব থাকলে দু পয়সা হত তাও নেই।
    কিছুতেই প্রেডিক্ট করতে পারছি না।
  • rajdeep | ১৭ এপ্রিল ২০১২ ১০:৪৮ | 220.227.106.153
  • নেতাই আমি যা বুঝলুম লেখক পরিবত্তনে মাথা বিকিয়ে এখন ঠকেছেন , কিন্তু নিজে এতটাই উন্নাসিক যে চুপচাপ ছাপ যখন দিয়েই ফেলেছি তখন তার জন্য বলিপ্রদত্ত। তাই ভাইবোনসব তথাকথিত "শিক্ষা" "রুচি" "লুচি" "আলুর্দ্দম" ফেলে আসুন কুনাল-শাঁওলি- মদন-মনন-শশ্মান স্বপন সবের সাথে ২০০৭-০৮ থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ঐক্যকে চোখের মণির মত রক্ষা করি।

    আর হ্যাঁ যাদের কাগজে লিখছি সেই প্রভুদের ডিল ওর নো ডিলের সঙ্গে তাল মিলিয়ে রংদার উত্তর সম্পাদকীয় লিখি
  • d | ১৭ এপ্রিল ২০১২ ১০:৪৬ | 14.99.133.221
  • মহম্মদ-বিন-তুঘলকের চ্যাপটারটা আবার পড়া হয়ে গেল। সে বেচারা নেহায়েতই ছেলেমানুষ ছিল দেখি!

    কথা হল মোমবাজির মাথায় কি নিরেট ঝামাপাথর পোরা? উত্তপ্ত তো থাকেই সর্বক্ষণ কেউ একটু ফোঁটা ফোঁটা করে নাইট্রিক অ্যাসিড ঢেলে দেখবে নাকি?
  • d | ১৭ এপ্রিল ২০১২ ১০:৪৪ | 14.99.133.221
  • ঠিক জানতাম কেউ একটা অসুব্য মানে করবেই। এখন যেহেতু সায়ন-টিমি-পপকর্ন নাই, শিবুদা উদয় হল। ঃ-(
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১০:৩৫ | 121.241.218.132
  • ওঃ লোকে কী পরিমাণ পা-চাটা হতে পারলে এখনো সব ডিক্ট্যাট ডিফেন্ড করে যায়...
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১০:২১ | 121.241.218.132
  • http://timesofindia.indiatimes.com/india/Womans-plea-to-SC-Child-marriage-cant-deny-me-a-job/articleshow/12696206.cms

    ..a rule that says people who marry as minors are debarred from appointment in the civil services..


    ১৪ বছর বয়সে বিয়ে হলে সেটা মেয়েটার দোষ না তার পরিবারের? এই রকম নিয়ম বানায় কোন আহাম্মকের দল? তাদেরই কি আমলা বলে? গামলার মত মাথা বলে?
  • Sibu | ১৭ এপ্রিল ২০১২ ১০:১৩ | 108.23.41.126
  • চক্কোত্তি বুঝতে পারছে না জাহাজ ছাড়ার সময় হয়েছে কি না। মহাশ্বেতাও দেখলাম ঐ রকম একটা ধরি মাছ না ছুঁই পানি জাতের একটা বিরোধিতা করেছেন।
  • Netai | ১৭ এপ্রিল ২০১২ ১০:০৯ | 121.241.98.225
  • আর আল্টিমেটলি কি লেখক কি সাজেস্ট করেছেন? পশ্চিমবঙ্গের ভালোর জন্য মমতার সমালোচনা বন্ধ করা উচিৎ। সবাই করবে না কী শুধু বুদ্ধজীবিরা?
  • Netai | ১৭ এপ্রিল ২০১২ ১০:০৬ | 121.241.98.225
  • http://www.anandabazar.com/17edit4.html
    ক্ষী জটিল পোবন্ধ।
    আত্মপরিচয় নির্মানের কার্যকারিতা বা অগণতান্ত্রিক সাংস্কৃতিক উন্নাসিকতা এসব যদি বুঝতে পারেন, একটু বুঝিয়ে দিন প্লিজ।
  • Du | ১৭ এপ্রিল ২০১২ ০৯:৫৭ | 117.194.200.45
  • আবার বলেছে 'মানসিক ও রাজনৈতিকভাবে' বয়কট করতে হবে ! তৃণমূলের পুরো রাজনীতিটাই তো মানসিক ।
  • Sibu | ১৭ এপ্রিল ২০১২ ০৯:৫০ | 108.23.41.126
  • ওঃ, তাই বল। ক্লিকালে। আমি ভাবলাম ডি অসইব্য কতা কইচে কেন ঃ-)।
  • d | ১৭ এপ্রিল ২০১২ ০৯:২৫ | 14.99.83.237
  • *ক্লিকালে
  • d | ১৭ এপ্রিল ২০১২ ০৯:২৪ | 14.99.83.237
  • ফেসবুকে এই লিঙ্কটা এক বন্ধু শেয়ার করেছে।
    http://www.anandabazar.com/archive/1120312/12pgn4.html
    তা FB থেকে লিকালে ওয়েবসেন্স দিয়ে আটকে বলছে লিঙ্কটা নাকি অ্যাবিউসিভ। অথচ অন্যান্য আবাপ'র লিঙ্কগুলো আটকাচ্ছে না। :-O
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত