এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ২২ এপ্রিল ২০১২ ০০:৩০ | 50.82.180.165
  • উফ ডাকতার কি সুখে আছে রে ভাই।
  • Ishan | ২২ এপ্রিল ২০১২ ০০:২৯ | 50.82.180.165
  • তার আগে ক্যাচ আউটের বলও দিয়েছিল। ফিল্ডাররা ধরতে না পারলে কি আর করবে। অগত্যা রানাউটের বল।

    শচিনের কি খবর। চোট নিয়ে দাদা ফাটিয়ে বল করে যাচ্ছে, আর আমাদের আইকন মুখ নুকিয়ে কদ্দিন?
  • aka | ২২ এপ্রিল ২০১২ ০০:২৭ | 75.76.118.96
  • হু দেখলাম দুটো রান আউটের বল দিয়েছিল দাদা। ঃ)
  • Ishan | ২২ এপ্রিল ২০১২ ০০:২৫ | 50.82.180.165
  • জাস্ট কিছু বলার নেই। একটু ভালো মন্দ খেলে হত। আকাকেও ফেডেক্স করে পাঠাতাম। ঃ)
  • pi | ২২ এপ্রিল ২০১২ ০০:০২ | 72.83.85.245
  • দাদা ! দাদা ! দাদা !
    যাতা !যাতা ! যাতা !
  • Sudipta | ২১ এপ্রিল ২০১২ ২৩:৫১ | 69.132.108.212
  • ম্যান অব দ্য ম্যাচ! জিও!!!
  • sayan | ২১ এপ্রিল ২০১২ ২৩:৫০ | 115.184.118.231
  • ফ্র্যাঙ্কলি, আজ মাঠে গাঙ্গুলীর ফিল্ডিং সাজানো, বোলার ফিল্ডিং না বুঝে বল করলে তাকে দাবড়ানো, পিটারসেনকে বোল্ড করার পর উচ্ছ্বাস ... ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড নিতে এসে সেই ক্লাসিক ওয়ে অফ স্পীকিং - দিজ ম্যান উড অলওয়েজ রিমেইন আ ফেনোমেনন!

    দাদা! দাদা! দাদা! ঃ-)
  • sayan | ২১ এপ্রিল ২০১২ ২৩:৪১ | 115.184.118.231
  • ৪১ রান, ২৭/২ টো উইকেট, ১ টা ক্যাচ, এখনও ডাইভ মেরে ফিল্ডিং আর awe-inspiring ক্যাপ্টেন্সি - এই লোকটা কী দিয়ে তৈরী!!

    দাদা! দাদা! দাদা!

    আকাদা আর কেশীদাকে হাগিজ।
  • apu | ২১ এপ্রিল ২০১২ ২৩:৪১ | 112.79.36.57
  • একটা ৪০ বছর বয়েসি লোক ৪১ রান, ২ টো উইকেট, একটা ক্যাচ আর সামনে থেকে নেতৃত্ব। আর কী চাও
  • Tim | ২১ এপ্রিল ২০১২ ২৩:৩৮ | 98.249.6.161
  • আকাদা, রিমিদি আর সাম্পানকে অভিনন্দন।

    আকাদার জন্য রসগোল্লার হাঁড়ি, পুনের তরফ থেকে। ;-)
  • Sudipta | ২১ এপ্রিল ২০১২ ২৩:৩৩ | 69.132.108.212
  • একটা লোকের হয়ত ফিল্ডিং, ব্যাটিং, বোলিং কিছুই আর আগের মত নেই, বয়স-ও হয়ত থাবা বসিয়েছে, তবু 'UNPUTDOWNABLE' শব্দটা বোধ হয় সেই লোকটার জন্যেই বানানো ঃ)
  • Sudipta | ২১ এপ্রিল ২০১২ ২৩:০২ | 69.132.108.212
  • তিন নম্বর ফসকে গেল, তবে শেষ অবধি গেল ঃ)
  • Sudipta | ২১ এপ্রিল ২০১২ ২২:৫৪ | 69.132.108.212
  • একটা নয় দুটো, আর বোলিং চেঞ্জ টা যা দিল ঃ)
  • pi | ২১ এপ্রিল ২০১২ ২২:৪৩ | 72.83.85.245
  • অভিনন্দন !

    এদিকে দাদা উইকেট নিয়েছে !
  • kc | ২১ এপ্রিল ২০১২ ২২:৩৪ | 31.203.181.114
  • রিমিকে হার্দিক অভিনন্দন, পরিবারের সবাইকে সুস্বাস্থের পথে গাইড করে নিয়ে চলার জন্য I কুডোস.......
  • apu | ২১ এপ্রিল ২০১২ ২২:০১ | 14.96.98.146
  • হার্দিক অভিনন্দন রিমি,আকা আর সাম্পান।
  • kk | ২১ এপ্রিল ২০১২ ২১:৩৬ | 107.3.243.18
  • রিমি, আকা, বিশাল বড় কনগ্র্যাটস্‌!!! সাম্পানকেও আমার অভিনন্দন জানিয়ে দিও। এটা সত্যি খুব বড় একটা অ্যাচিভমেন্ট!
  • rimi | ২১ এপ্রিল ২০১২ ২১:২৬ | 75.76.118.96
  • সব ভুলভাল তথ্য।
    আমি শেষ করেছি ৪৪ মিনিটে। ললিপপ শেষ করেছে ১২ কিম্বা ১৩ মিনিটে।
    আর হ্যা, আমি এক্সট্রা ১ মাইল দৌড়েছি, সেটা আকা যথারীতি সুকৌশলে এড়িয়ে গেছে। সকাল আটটায় ছেলের সঙ্গে এক মাইল দৌড়েছি, তারপরে নটায় ফাইভ কে। ছেলেকে একা ছাড়া সম্ভব নয়। সঙ্গে বড় কেউ না থাকলে ছেলের দৌড়নো হয় না। অতএব আমার এই আত্মত্যাগঃ-)) মায়েদের যা কাজ ;-))
  • aka | ২১ এপ্রিল ২০১২ ২১:১৩ | 75.76.118.96
  • দুই পায়ে দুই হাতে একটি হার্টে ফেরত এসেছি। ৫কে কমপ্লিট করেছি ৩৯ মিনিটে। বউ কমপ্লিট করেছে ৫০ মিনিটে, ছেলে কমপ্লিট করল ৮ মিনিটে ১ মাইল। যখন দেখলাম ৭০ বছরের একাধিক লোক আমার থেকে অন্তত দশ মিনিট আগে শেষ করেছে, একজন ১ মাইল হাটল হাতে লাঠি নিয়ে ৩৫ মিনিটে। সবাই সবাইকে চিয়ার করছে যাস্ট টু কমপ্লিট। সব মিলিয়ে দুর্দান্ত এক্সপেরিয়েন্স হল, ফিলিঙ্গ হাই।
  • pi | ২১ এপ্রিল ২০১২ ২০:০৬ | 72.83.85.245
  • খেয়ে দেখে বলছি। যদিও আজ শনিবার, আজ ম্যাগির দিন কিন্তু মশামেসো না থাকার দরুন এখন তো আমার রোজই ম্যাগির দিন হয়ে গেছে ঃ(

    আজ তাই মুখ বদলানোই যায়। কিন্তু আলুভাজা কুড়কুড়ে করার অনেক ফ্যাচাং না ? তার চেয়ে বরম ল্যাদই খাই।
  • test | ২১ এপ্রিল ২০১২ ১৯:৪৭ | 141.0.9.198
  • kurh kuirha alu bhaja diya parota khaite kyamun lage kan dekhi?
    Aar mobile e bangla plain dyakha jaay na kyan
  • sda | ২১ এপ্রিল ২০১২ ১৮:৫৭ | 117.194.194.234
  • প্রকাশ্যে বিড়ি ফুঁকলে লোকজনের আপত্তি, কিন্তু এই পানপরাগ আর গুটখা চিবোনো চারপেয়ে জীবগুলোকে কেউ কিস্যু বলেনা।
  • Du | ২১ এপ্রিল ২০১২ ১৮:২৪ | 117.194.199.183
  • শুভাপ্রসন্ন দেখে সেই তিন নম্বর কথাটা মনে পড়ে গেল। রাস্তায় যখন বেরৈ মাঝে মাঝে ভাবি মানুষ দেখবো। কিন্তু এমনই ভাগ্য যে কোনদিকে একটুক্ষণ তাকালেই থুতু ফেলতে দেখি। তখনি ভাবছিলাম যে কলকাতার কাক নিয়ে তো সিরিজ হয়েছে , কলকাতার থুতু নিয়েও একটা হওয়া উচিত। ঠোঁট থেকে ঝুলে পড়া, অথবা মাঝপথে, পার্ক করে থাকা ট্যাক্সির ড্রাইভার সীটের পাশে ছোটখাট পুল, থুতু ছাড়া কি কলকাতা হয়?
  • aka | ২১ এপ্রিল ২০১২ ১৬:০২ | 75.76.118.96
  • আজ শনিবার, আজ আমাদের দৌড়। আমি এবঙ্গ বউ দৌড়ব ৫ক মানে ৫ কিমি। আর ছেলে দৌড়বে ১ কিমি। মনে রাখবেন ৯ হপ্তা আগে আমি আধ মিনিট দৌড়তে পারতাম না। দৌড় তৌড় শেষে ব্র্যাগ করার জন্য ফেসবুকে ছবি দেব লাইক করতে ভুলবেন না। আর পারলে আশায় পান্‌চ দশ ডলার দিন।

    http://www.ashanet.org/atlanta/marathon/2012-Aryya-Lydia/

    আর আমাদের জন্য প্রার্থনা করুন। বেশিক্ষণ খবর টবর না পেলে লোকাল হাসপাতাল, ইসে সব জায়গায় একটু খোজ নেবেন। জয় হিন্দ, বন্দেমাতরম, ইনকিলাব জিন্দাবাদ, আল্লা হো আকবর ইত্যাদি ইত্যাদি।
  • aka | ২১ এপ্রিল ২০১২ ১৫:৫৪ | 75.76.118.96
  • অর্জুনের সময় কম্পিউটার ছিল না তাই থাকলে অর্জুনও অ্যারিস্টটল হত।
  • dd | ২১ এপ্রিল ২০১২ ১৫:৪৬ | 110.234.159.216
  • আমি একহাতে কাজ করি অন্য হাতে টাইপাই।

    অ্যারিস্টোটলও নাকি এম্নি করতেন।
  • Kumu | ২১ এপ্রিল ২০১২ ১৫:৪২ | 203.88.22.144
  • Baabaa,DiDidaa xee bheeshhaN kaajaachchen!
  • dd | ২১ এপ্রিল ২০১২ ১৫:৩২ | 110.234.159.216
  • আর ওদিকে পচ্চিম বংগো সরকার নিজস্ব টিভি চ্যানেল আর কাগোজ বার করবেন। তাইলে প্রতিদিনের কি হবে?

    তারপরে সেই টি ভি চ্যানেলে মহাবিতর্ক আয়োজন করেকরে দুই পক্ষকে আনা যাবে না কেনো না তাইলে বাম দলের সাথে মেলামেশা হয়ে যাবে।

    আর তাপোস পাল আর দেবশ্রীর যদ্দি উৎপল দত্ত/সৌমিত্র চট্টো থাকে তাহলে কি সেগুলি টেলেকাস্ট হবে ?

    এইসব নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।
  • siki | ২১ এপ্রিল ২০১২ ১৫:০৪ | 122.177.16.128
  • এদিকে টানা তিন মাসের চেষ্টায় আমি মোটা মোটা দুখানা ইংরেজি বই পড়ে শেষ করে ফেলেছি, আর তাই নিয়ে রিভ্যু লিখতে চাইছি, কিন্তু একে তো সময় পাচ্ছি না, তায় বইদুটো অনেক পুরনো, উপরন্তু আমি কবি নেতাই হতে পারি নি, সব মিলিয়ে আর কিছু লেখাই হচ্ছে না। ঃ(
  • gandhi | ২১ এপ্রিল ২০১২ ১৪:৫০ | 218.248.80.4
  • দিদি বলেছে নতুন চ্যানেল আর কাগজ হচ্ছে সেখানে সরকারের প্রচার হবে।
  • Ben Arfa | ২১ এপ্রিল ২০১২ ১৪:১২ | 117.194.229.143
  • ইঁয়াআআআআমরাঁ চৌঁধুঁরিঁ প্যাঁলেঁসের ভুঁত
    আঁমরাঁ বিঁটকেঁল, আঁমরাঁ কিঁম্ভুঁত....

    কোনো কতা হব্বে না বস্‌
  • dd | ২১ এপ্রিল ২০১২ ১৩:৫২ | 110.234.159.216
  • সেই টিকটিকিপ্রবাহের প্রবল চাপে দেওয়ালে ক্র্যাক ধরতে পারে, সিলিং ফ্যান লাইট এগুলো ধুড়মুড়িয়ে ধ্বসে পরতে পারে।

    বরং নেমপ্লেটটা চেঞ্জ করে দাও, তাতে কাজ দিতেও পারে। তবে টিকটিকি তো, ওরা অনেক খবরও রাখে।
  • sayan | ২১ এপ্রিল ২০১২ ১৩:২৭ | 115.241.91.144
  • , দমদি' মাথায় চোট না লেগে থাকলে ঐ হ্যারাসড টিকটিকিটা আরও জ্ঞাতিগুষ্টি নিয়ে উঠে আসবে। বারান্দার বাইরেটা ডিমের খোলায় ছয়লাপ করে দাও এইবেলা।
  • Tim | ২১ এপ্রিল ২০১২ ১৩:১৪ | 128.173.38.236
  • তাছাড়া কসবার কাছে একবার এক টিকটিকি প্রচন্ড জোরে চোখ মটকে দেওয়ায় এক পলকামতন তরুণীর জয়বাংলা হয়েছিলো। সেও ভারি ভয়ের ঘটনা।
  • Tim | ২১ এপ্রিল ২০১২ ১৩:১২ | 128.173.38.236
  • সে তো আমিও লুরুর একজনের কথা জানি, যে টিকটিকি তুলে তুলে এক্সারসাইজ করতো। শেষে একদিন হাত ফসকে পায়ের ওপর টিকটিকি পড়ে আধখানা পা থেঁতলে যায়। ওফ সে ক্ষি ভয়াবহ দৃশ্য, ঐ থ্যাঁতলানো পা দেখে টিকটিকিটা নাকি তারপর এক সপ্তা মনমরা হয়ে ছিলো।
  • kiki | ২১ এপ্রিল ২০১২ ১৩:০২ | 59.93.246.56
  • উফ্‌হ্‌হ্‌হ্‌হ্‌হ্‌হ্‌হ!!!!!!!!

    ডিডিদাদাআআআআআআআআআআআআআআ.........

    এত হাসলে কাজ শেষ করবো কখন! এম্নিতেই কাজাতে কাজাতে যাতে নেটে না থাকি সে নিয়ে বাড়ীতে ব্যপক গবেষনা চলছে বলে.....................
  • dd | ২১ এপ্রিল ২০১২ ১২:৫০ | 110.234.159.216
  • আর বারুইপুরের একজনের ঘাড়ের উপর এক মোটা টিকটিকি এম্নি জোরে পরেছিলো সিলিং থেকে যে ঘাড় মটকে তার মৃত্যু হয়, টিকটিকির ও একটি ঠ্যাং মচকে গেছিলো আর একটা চোখ ট্যারা হয়ে গেছিলো।

    আরেকবার কোন্নোগড়ে টিকিটিকির ন্যাজের ধাক্কায় একজন আছড়ে পড়ে সমুদ্দুরে ডুবে যায়।

    আর কানসাসে টিকটিকির টুসকি লাথিতে লাল লংকার ডিব্বা কড়াইএর উপর পরে একজনের রান্না এমন ঝাল হয়ে গেছিলো যে এক কামড় দিয়েই বাড়ীর পাচজনে তিন্দিন ধরে তোতলামি করেছিলো।

    তিকটিকির ভয়াবহতা নিয়ে আরো অনেক গল্পো জানি। কিন্তু আপনারা খামোখা আতংকিত হবেন বলে সেগুলো লিখছি না।
  • kiki | ২১ এপ্রিল ২০১২ ১২:৪২ | 59.93.246.56
  • আমি মার্বেল প্যালেশ সার্চিয়ে খুঁজে পেলুম্না। মামু ক্যামন সৎমামা টাইপ হয়ে গ্যাছে। অবিশ্যি সার্চিয়ে আমি কবেই বা কিছু খুঁজে পাই!

    আর এখন কাল ভোর তিনটেয় উঠে রান্তে হবে ভেবেই ঝিমিয়ে পচ্ছি। আজ থেকে ম্যারাথন শুরু। বাবরে বাব! তবে টিকটিকি খুব বাজে প্রানী। আর কামড়েও দেয়। আচমকা আমার এক বন্ধুর ঘারের উপরে পরে বেমক্কা কামড়ে দিয়েছিলো। শুধু তাতেই শেষ নয়। সে বেচারী কে ডাগতার চোখ গোলগোল করে বলেছিলেন , আমার ডাক্তারী জীবনে এই প্রথম টিকটিকির কামড়ের রোগী পেলাম। কি হ্যাটা! তারপরেও মেসেজের পর মেসেজ এসেছে টিকটিকি হইতে সাবধান বলে।
  • dd | ২১ এপ্রিল ২০১২ ১১:৫২ | 110.234.159.216
  • বোঝো। আমি লিখলাম " মমো চিত্তো করে নেত্যো" আর কুমু কয় ওটা ঘ্যান ঘ্যানানি। কোন হিসেবে?

    ওটাতো উচ্ছ্বাস।

    আবার শেষে দাবী করলাম "আমি ব্রাত্য"। অনেকটা "আমি বীর, আমারে দেখিয়া নতোশির ঐ সচিন তেন্ডুলকর" টাইপের উদ্ধত সুগর্বিত ঘোষোনা। এ তে কান্নাকাটি কোথায়?

    নাঃ কুমুর মাথায় ক্যারা ঢুকেছে। টিকটিকিও হতে পারে।
  • Abhyu | ২১ এপ্রিল ২০১২ ১১:৫১ | 97.81.109.151
  • এমনকি কেসিদাও চুপ করে গেল। কেউ নেই তো আমিও চুপ করে ঘুমিয়ে পড়ি। আজ আবার রাতে প্লেনের স্বপ্ন দেখতে হবে। কত্ত কাজ।
  • Abhyu | ২১ এপ্রিল ২০১২ ১১:৪৬ | 97.81.109.151
  • আজ ব্যাংদি নেই?
  • Abhyu | ২১ এপ্রিল ২০১২ ১১:৪৪ | 97.81.109.151
  • ,আমি কাঁঠাল খেতে! খুব পছন্দ - করি
  • Abhyu | ২১ এপ্রিল ২০১২ ১১:৪৩ | 97.81.109.151
  • আমি মনে হচ্ছে অনেকদিন আগে কুমুদিকে একটা মেল করেছিলাম। যদিও কি লিখেছিলাম ভুলে গেছি। কিন্তু এটা স্পষ্ট মনে আছে কুমুদি উত্তর দেন্নি।
  • kc | ২১ এপ্রিল ২০১২ ১১:৩৯ | 178.61.96.29
  • নমস্কার! ভালো?
  • Kumu | ২১ এপ্রিল ২০১২ ১১:৩৯ | 203.88.22.143
  • Dididaa,ghyanghyan bandha karun,exuni.o: shanibaar halei aapanaar kaannaay maathaa dhare jaay. Aar dukeo bali sakkaal belaa eisab bhayamkar praaneeder kathaa keno?baarhee paaltaao. Ami jachchi faridabad.
  • Abhyu | ২১ এপ্রিল ২০১২ ১১:৩৭ | 97.81.109.151
  • নমস্কার
  • kc | ২১ এপ্রিল ২০১২ ১১:৩৩ | 178.61.96.29
  • মামী একটা ভাল মতন সাধাসিধে আটপৌরে কিছু রান্না বলুন।
  • m | ২১ এপ্রিল ২০১২ ১১:২০ | 50.82.180.165
  • কমা দিয়ে বাক্য শুরু!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত