আগে সকাল সাতটা বাজতে না বাজতেই ছাদের কার্নিশে, হোস্টেলের জানলায় বসে চিৎকার করে করে আমাকে ঘুম থেকে উঠতে বাধ্য করত..... এখন আর কেউ আসে না.... বাড়ী গেলে আমি নিজে নিজেই ঘুম থকে উঠে পড়ি।
d | ২৪ এপ্রিল ২০১২ ১৪:২৮ | 14.99.227.20
সেদিনও ঐ মাঝারি সাইজের টিকি তিনটেকে মেরে বারান্দায় সাজিয়ে রেখেছিলাম। পরেরদিন সকালে এক জোড়া কাক এসে টেনে নিয়ে গিয়ে খেয়েদেয়ে খুশী হয়ে সানশেডে বসে বেশ খুশী খুশী গলায় ক্রেঁয়াও ক্রেঁয়াও করে ডেকে গেল।
d | ২৪ এপ্রিল ২০১২ ১৪:২৪ | 14.99.227.20
না পাখিদের আমি ভালবাসি, তাদের মারতে চাই না, মারিও নি কোনও দিন। ঃ-( পুণের প্রথম বাড়িটায় আমার একটা পোষা কাক ছিল, কমলেকামিনী, রোজ সকালে এসে পাঁউরুটি খেয়ে যেত।
ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৪:১৬ | 202.91.136.71
সেদিন গাড়ির তলায় একটা পাখি চলে এসেছিল। ব্রেকটা না চাপলে হয়ত চাপা পড়ত না। ঃ(
d | ২৪ এপ্রিল ২০১২ ১৪:১৪ | 14.99.227.20
পপকর্ন, ঃ-)) আরে হ্যাঁ সেই যে গল্পে টল্পে থাকে না মৃত্যুর আগে লোকে যাদের মেরেছে সারাজীবন সেইসব সব পোকা মাকড়রেরা দল বেঁধে আসে ---- তা আমার মৃত্যুর আগে তো তাহলে রীতিমত একটা গোটা পাড়াই ভরে যাবে।
d | ২৪ এপ্রিল ২০১২ ১৪:১১ | 14.99.227.20
মুশকিল হল আরশোলাদের মেরে পোটা না গেলে দিলে আবার বেঁচে ওঠার চান্স থাকে। ওদিকে গেলে দিলে আবার সাবান ফিনাইল নিয়ে মেঝে দেওয়াল সাফ করতে হয়।
আর পিঁপড়েদের বাড়ি তুলে নিয়ে গিয়ে বাইরে এমন জায়গায় বসাতে হয় যাতে চট করে বৃষ্টিতে ভিজে না যায়। তাহলে আর চট করে ফেরত আসে না।
ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৪:১১ | 202.91.136.71
হায় ভগবান। কীটপতঙ্গের উচ্ছেদ প্রতিরোধ কমিটি নাই? অথবা বাস্তুতন্ত্র রক্ষা সমিতি?
ঝিকি, আমি প্রথম প্রথম ঝেঁটিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই কীট পতঙ্গকুল সেটায় ভ্রূক্ষেপও না করলে তখন ধরে ধরে পিটিয়ে দিই। শুধু এই নিউ টাউনে একরকম স্বচ্ছ ধরণের মাকড়সা হয় ছোট্ট ছোট্ট। তারা এমনই আতুসি টাইপের যে ঝুলঝাড়া দিয়ে ফেলতে গেলেও দেওয়ালে চিপটে মরে যায় আর বিচ্ছিরি দাগ ধরিয়ে দেয়। ঃ-(
একবার পুণে থেকে ১৫ দিনের ছুটি কাটিয়ে গিয়ে দেখি আরশোলারা বাড়ি দখল করে নিয়েছে। আমি কিচেন টপে চড়ে তাদের চটি দিয়ে পিটিয়ে মেরে পোটা গেলে দিতাম। ৮৯ট মত মেরেও যখন শেষ করতে পারলাম না, তখন পেস্ট ক®¾ট্রাল ডেকেছিলাম।
বড় কালো মাকড়শাগুলোকে মারা বেশ সোজা। বেগন স্প্রে দিলেই গুটিয়ে যায়। পিঁপড়েদের সবসময় না মারলেও চলে। বাড়ি সুদ্ধ তুলে বাইরে বসিয়ে দিয়ে এলে সেখানেই থেকে যায়। তবে এর জন্য চওড়া বেলচা চাই।
ppn | ২৪ এপ্রিল ২০১২ ১৪:০৬ | 202.91.136.71
কাল রাতে সিগারেট খেতে খেতে ভাবছিলাম নেতাইয়ের সুপারমার্কেটে সেই বাস্কেট চুরি যাওয়া এই নিয়ে একটা চমৎকার গপ্পো শুরু হতে পারে।
হুঁ একদম পাকা চুল টুকটুকে বুড়োদের সাদা জিন্স বা ট্রাউজার আর লাল, মেরুন, নেভি ব্লু ইত্যাদি রঙের শার্ট টি-শার্টে দারুন মানায়। হলদে শার্টও খারাপ কিছু না, শুধু হলদে প্যান্ট ব্যপারটা কেমন লাগবে ভাবছি।
সাউথের ফান্ডা একজন আমাকে বলেছিল যত বয়স হয় তত রঙীন পরতে হয়, হাল্কা রঙ কমবয়সীরা পরবে, তাদের বাইরের রঙের দরকার নেই। তাই ওখানে বয়স্কারা গাঢ় রঙের শাড়ি পরে আর সাদা, হাল্কা রঙের শাড়িতে ওরা বলে, "তোমরা এটা পরতে পারো, এখনো বয়স কম", যেমনটা আমাদের এখানে গাঢ় শাড়ির ক্ষেত্রে বলা হয়!
apu | ২৪ এপ্রিল ২০১২ ১২:৩০ | 122.248.183.1
দুখে কোথায় গেল? এক দিন নববর্ষ সেলিব্রেট করতে খেতে যাওয়া যাক। ওমনাথ,কাজু, দুখে.... কী বলো?
Jhiki | ২৪ এপ্রিল ২০১২ ১১:৫৫ | 182.253.0.99
রোজ সাদা পোষাক পরা বয়স্কদের দেখতে আমাদের চোখ অভ্যস্ত, এতে কেউ ধাক্কা খায়না........ বেশি রঙীন হলেই চোখে লাগে!
Kaju | ২৪ এপ্রিল ২০১২ ১১:৪৭ | 121.242.160.180
দু-দি কোন দুজনের কতা কইল, তা আমি দু সেকেন্ডে বুঝে গেলাম।
Du | ২৪ এপ্রিল ২০১২ ১১:৪৬ | 117.194.195.77
ভাবো তো যদি রোজ নীল ড্রেস নীল পাগড়ি পরে আসা কোন বুড়োর সাথে মিটিন করতে? বা রোজ সাদা ষাড়ি পরে আসা কোন প্রায় বুড়ি ;-)
এখন আবার মিটিনে যেতে হবে,লিফটে সেই গোলাপী বুড়োর সাথে দেখা হল,সে আজ ভয়ংকর হলুদ রঙের জামা আর সবজেটে প্যান্ট পরে এসেচে-
এইসব লোকের সাথে মিটিন কত্তে হয়,পাপী পেট কা সওয়াল-
lcm | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩২ | 69.236.168.55
কুমু-র পোস্টটা কেমন লাস্ট মোমেন্টে ফিনিশ করা হোম ওয়ার্কের মতন। সব কভার হল কি না কে জানে।
Sudipta | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩১ | 69.132.108.212
পুরোটাই ইউ টিউবে আছে, কাল দেখলুম, এমন কিছু নয়, মোটামুটি;
kumu | ২৪ এপ্রিল ২০১২ ১১:৩০ | 122.160.159.184
মনে হচ্চে য্যানো অনেকদিন পর ভাটে এলাম,তাই কি?
পয়েন বাই পয়েন উত্তর(লাস পঁচিশ পাতা পড়িচি)-
নীনা,দময়ন্তী-অনেক থাংকু,হ্যাঃম্যাঃ সম্বন্ধিত আইডিয়ার জন্য, শুভেচ্ছার উত্তরে গলা জড়িয়ে চুমু।তবে কিনা টোনা এখন দিল্লীতে নেই,পরের উইকেন্ডে বাড়ী এলে তোমরা যা যা বল্লে,ঐসব করার চেষ্টা দেখা যাবে।
নীনা,মেয়ের বিয়ে বিশাল দায়িত্ব।তুমি ঐদিকেই মন দাও,তোমার আর অমিতবাবুর খুব সুন্দর ড্রেস আগে ঠিকঠাক করে রাখো,পরে টাইম পাবে না।
নেতাই কুমুদির জন্য একটু পাঁচফোড়ন আন্তে পারে না,আর নিজের জন্য এত এত বাজার কচ্চে!!!তোমার ভুবনে মাগোঃ-(((
ব্রতীন, ১-৩১ করে দাও জন্মদিনের রেঞ্জ,গুরু ও চন্ডালেরা সকলেই ধরে যাবে/ন।
ব্যাং,অ ব্যাং,অর্চির এ কী দশা!রোবারে টিভি খুলে হঠাৎ দেখি অজ্ঞান হয়ে রয়েচে,সে না হয় ঝেড়েঝুড়ে উঠল।তাপ্পর বাহা উঃমাঃ পরীক্ষা দিতে গেল(খালি হাত,অ্যাডমিট কার্ড,পেন পেন্সিল কিচুটি নাই),স্কুলের প্রিন্সিপাল তার আগে হেদিয়ে যাচ্চিলেন ,বাহা কেন ""অ্যাবসেন্ট করল"",তাই নিয়ে,অর্চি বুক ফুইলে বলে এল সি ইজ মাই ওয়াইফ-এই পজ্জন্ত ঠিক ছিল।তাপ্পর কাল আবার দেখি অর্চি জ্বরে (??) কুঁই কুঁই কচ্চে আর ওষুদ ছুঁড়ে ফেলচে!!!এট্টু আপডেটাও না!
আর তুমি আমায় কী জিগাচ্চিলে,বলো।বিভীষণ কবে দিল্লী আসচেন?
পাই, আমি কী করেচি বা করিনি?যাগ্গে,আগে থেকেই চেয়ারের ওপর দাঁইড়ে আচি।
lcm | ২৪ এপ্রিল ২০১২ ১১:২২ | 69.236.168.55
ইউটিউবে খোঁজো nobel chor দিয়ে, একটা দেড় ঘন্টার বেশী ক্লিপ আছে বোধহয়। প্রথম ৫/১০ মিনিট দেখে এমন ঘুম পেলো।
a | ২৪ এপ্রিল ২০১২ ১১:১৭ | 125.16.135.194
নোবেলচোর? এনি ওয়ান?
Yohan Cabaye | ২৪ এপ্রিল ২০১২ ১১:০৯ | 121.241.218.132
https://www.coursera.org/ - এইটা একটা ব্যাপক রিসোর্স। হাতে সময় থাকলে এখানে কিছু ভালো সময় কাটাতে পারবে।
Sudipta | ২৪ এপ্রিল ২০১২ ১১:০২ | 69.132.108.212
Yohan কি বেনার্ফা? বা বেনার্ফা কি Yohan?
Sudipta | ২৪ এপ্রিল ২০১২ ১১:০১ | 69.132.108.212
বোতল ভুতেদের জলসা বসলে খপর দেবেন, দেখতি যাবো খন
Jhiki | ২৪ এপ্রিল ২০১২ ১০:৫৫ | 182.253.0.99
আমি তো ট্রেলারই দেখেছি, সিম্মা রিলিজ হয়ে গেছে?
যাইহোক সমস্ত অবিশ্বাসী দের জানাচ্ছি, গতাল আমাদের অফিসের ছানাপোনাদের গেস্টহাউস থেকে ৫ বোতল ভূত ধরা পড়েছে, প্রত্যেক বোতলে নাকি প্রায় ৩৫টা করে ভূত আছে।
এতক্ষন এসব গপ্প শুনছিলাম। তবে আর বেশী কিছু জিগাবেন না, ভুত ধরার প্রসিডিওরের নাকি ভিডিও করা হয়েছে, পেলে youtube এ তুলে লিংক দিয়ে দেব ঃ)
Yohan Cabaye | ২৪ এপ্রিল ২০১২ ১০:৫২ | 121.241.218.132
আমার আপিসে চাপ নেই। বউয়ের আপিসে কার্ড সোয়াইপ করে ঢোকা বেরনোর রেকর্ড রাখে আর হপ্তাশেষে সেইখানা গণমেল করে।
lcm | ২৪ এপ্রিল ২০১২ ১০:৫১ | 69.236.168.55
কেসি কিন্তু আউট-অফ-দ্য-বক্স থিংকিং-এর খারাপ আইডিয়া দেয় নি। সিনেপ্লেক্সের ছোট্ট বাক্সের মতন সিনেমা ঘরে ঢুকে যাও। তারপরে সিনেমা না দেখে, হলের/বাক্সের বাইরের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা/থিংকিং করো।
kc | ২৪ এপ্রিল ২০১২ ১০:৪৬ | 194.126.37.78
অরিজিৎ, কত্তা-গিন্নিতে আপিসে ঢুকে তিন ঘন্টার জন্য, টাইম অফ নাও। কোনো শিনিমাহলে গিয়ে দ্যাখো। ভুলভাল শিনিমা। খালি হলে অনেকদিন পর নির্ঝঞ্ঝাটে একটু গুটুরগুটুর কত্তে পারবে। থিঙ্ক আউট অব বক্স ম্যান।
Yohan Cabaye | ২৪ এপ্রিল ২০১২ ১০:৩৯ | 14.99.168.254
এটা তো ট্রেলার। পুরো সিন্মাটা চাই।
Jhiki | ২৪ এপ্রিল ২০১২ ১০:২৩ | 182.253.0.99
আমি কাল রাতে দেখেছি ঃ)
Yohan Cabaye | ২৪ এপ্রিল ২০১২ ১০:০৮ | 121.241.218.132
কেউ হেট স্টোরি খুঁজে দাও না - ইউটিউব থেকে তুলে নিয়েছে।
ppn | ২৪ এপ্রিল ২০১২ ১০:০৬ | 112.133.206.20
অয়ন, থ্যাংকু। বাড়ি গিয়ে নামাবো।
ইউটুবটা সরিয়ে নিয়েছে।
Yohan Cabaye | ২৪ এপ্রিল ২০১২ ১০:০৪ | 121.241.218.132
ক্ষীঃ নিষ্পাপ;-)
apu | ২৪ এপ্রিল ২০১২ ১০:০৩ | 14.96.154.123
আচ্ছা আজকে দুর্গাপুরের এয়ার পোর্ট সিটি হবে এই মর্মে একটা পাতা জোড়া অ্যাড দেখলাম। কাজ কি শুরু হয়েছে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন